Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




তাহারা তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন

THEY FORSOOK HIM AND FLED
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 4ঠা মার্চ, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 4, 2018

“কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়| তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন” (মথি 26:56)|


গেৎশিমানী বাগানে যীশু তাঁর প্রার্থনার নিঃসঙ্গ সময় সমাপ্ত করেছিলেন| ঘুমন্ত শিষ্যদের তিনি জাগালেন| তিনি বললেন, ‘‘ওঠ, আমরা যাই; এই দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে, সে নিকটে আসিয়াছে’’ (মথি 26:46)| তখন যিহূদা নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন ‘‘বিস্তর লোক, খড়্গ ও [যষ্ঠি] লইয়া প্রধান যাজকদের ও লোকদের প্রাচীনবর্গের নিকট হইতে আসিল’’ (মথি 26:47)|

গেৎশিমানীর বাগানের সেই অন্ধকারে নিশ্চয়ই সব শিষ্যদের দেখতে প্রায় একই রকম মনে হচ্ছিল| মন্দিরের প্রহরীদের যিহূদা বলেছিলেন, ‘‘আমি যাহাকে চুম্বন করিব, সে ঐ ব্যক্তি, তোমরা তাহাকে ধরিবে’’ (মথি 26:48)| যিহূদা যীশুর গালে চুম্বন দিয়েছিলেন| ‘‘তখন তাহারা নিকটে আসিয়া যীশুর উপরে হস্তক্ষেপ করিয়া তাঁহাকে ধরিল’’ (মথি 26:50)| ‘‘তখন শিমোন পিতরের নিকটে খড়্গ থাকাতে তিনি তাহা খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার দক্ষিণ কর্ণ কাটিয়া ফেলিলেন| সেই দাসের নাম মল্ক’’ (যোহন 18:10)| যীশু ‘‘তাহার কর্ণ স্পর্শ করিয়া তাহাকে সুস্থ করিলেন’’ (লূক 22:51)| তারপরে যীশু পিতরকে তার খড়্গ যথাস্থানে রাখতে বলেছিলেন| যীশু তাকে বলেছিলেন, “তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী [72,000 স্বর্গদূত!] অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় এই বচন সকল পূর্ণ হইবে যে, এরূপ হওয়া আবশ্যক?” (মথি 26:53-54)| এরপরে যীশু তাদের দিকে ঘুরে তাকালেন যারা তাঁকে ধরতে এসেছিল এবং বললেন, ‘‘লোকে যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়্গ ও [যষ্ঠি] লইয়া আমাকে ধরিতে আসিলে? আমি প্রতিদিন ধর্ম্মধামে বসিয়া উপদেশ দিয়াছি, তখন ত আমাকে ধরিলে না’’ (মথি 26:55)| এটা আমাদেরকে এই পাঠ্যাংশে নিয়ে আসছে,

“কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়| তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন” (মথি 26:56)|

শত শত বছর আগে এই ঘটনা ভাববাদিগণের দ্বারা বর্ণিত হয়েছিল| ডঃ আর. সি. এইচ. লেনস্কি বলেছিলেন, ‘‘একটিমাত্র কারণে এবং কেবল একজনের জন্যে এই সমগ্র ঘটনাটি সংঘটিত হইয়াছিল: ‘এই অভিপ্রায়ে যেন ভাববাদিগণের শাস্ত্রবচন সকল...অবশ্যই পূর্ণ হয়|’ ইহাই কর্মরত প্রকৃত ক্ষমতা উহার মধ্যে নিহিত যাহা আজ রাত্রে সংঘটিত হইতেছে: ঈশ্বর তাঁহার ভাববাদিমূলক পরিকল্পনাসকল কার্যকর করিতেছেন, সেই কারণে যীশু স্বেচ্ছামূলকভাবে স্বয়ং নিজেকে আটককারীর হস্তে সমর্পণ করিয়াছেন...এক্ষণে 56 পদটি পরিপূর্ণ হইয়াছে| যেমনি যীশুকে লইয়া যাওয়া হইয়াছে [হইয়াছিল], সকল শিষ্য পলাইয়া গিয়াছেন’’ (R. C. H. Lenski, Ph.D., The Interpretation of St. Matthew’s Gospel, Augsburg Publishing House, 1964 edition, p. 1055; note on Matthew 26:56) |

“কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়| তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন” (মথি 26:56)|

এই ধর্ম্মোপদেশে, আমি গভীরভাবে এই পদের বিষয়ে গবেষণা করবো সেই কারণগুলির কয়েকটির অন্বেষণ করতে, যার জন্যে শিষ্যেরা সকলে ‘‘তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন|’’ ডঃ জর্জ রিকার বেরী’র বক্তব্য অনুযায়ী, গ্রীক শব্দ ‘‘ফোরসুক’’ এর অনুবাদ কেজেভি (KJV) বাইবেলে করা হয়েছে ‘‘পরিত্যাগ করিয়া যাওয়া’’ (A Greek-English Lexicon and New Testament Synonyms) | এখানে তার অনেকগুলি কারণ রয়েছে যে কেন শিষ্যেরা যীশুকে ছেড়ে গিয়েছিলেন, যেমন তারা পরিত্যাগ করেছিলেন এবং পালিয়ে গেছিলেন|

I. প্রথমত, ভাববাদিগণের বচন পরিপূর্ণ করতে তারা যীশুকে পরিত্যাগ করেছিলেন এবং পালিয়ে গেছিলেন |

আমাদের পাঠ্যাংশ বলছে, “কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়...” শিষ্যেরা তাঁকে পরিত্যাগ করছেন আর ছুটে পালাচ্ছেন এটাও এর মধ্যে অন্তর্ভূক্ত হচ্ছে| সখরিয় 13:6-7 পদগুলি বলছে,

“তোমার দুই হস্তের মধ্যে এই সকল ক্ষতের দাগ কি? তখন সে উত্তর করিবে, আমার আত্মীয়দের বাটীতে যে সকল আঘাত পাইয়াছি, এ সেই সকল আঘাত...পালককে আঘাত কর, তাহাতে পালের মেষেরা ছড়াইয়া পড়িবে” (সখরিয় 13:6-7)|

“পালককে আঘাত কর, তাহাতে পালের মেষেরা ছড়াইয়া পড়িবে” এই বাক্যটির বিষয়ে, ডঃ হেনরী এম. মরিস বলেছিলেন,

মথি 26:31 এবং মার্ক 14:27 এর মধ্যে এই পদ স্বয়ং খ্রীষ্টের দ্বারা উল্লেখিত হইয়াছে| তিনি, উত্তম মেষপালক, মেষদিগের জন্যে তাঁহার নিজের জীবন উৎসর্গ করিবেন (যোহন 10:11), কিন্তু জগৎ-পরিবর্তনকারী এই সকল মানসিক আঘাতের ঘটনায়, তাঁহার মেষ সকল মুহূর্তের জন্যে চতুর্দিকে ছড়াইয়া পড়িবে (Henry M. Morris, Ph.D., The Defender’s Study Bible, World Publishing, 1995 edition, p. 993; note on Zechariah 13:7) |

প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং বলেছিলেন যে শিষ্যেরা তাঁকে পরিত্যাগ করবেন এবং পালিয়ে যাবেন সেই ঘটনা সখরিয় 13:7 পদে ভাববাণী করা হয়েছে| মথি 26:31 পদে খ্রীষ্ট বলেছেন,

‘‘এই রাত্রিতে তোমরা সকলে আমাতে বিঘ্ন পাইবে; কেননা লেখা আছে, আমি পালরক্ষককে আঘাত করিব, তাহাতে পালের মেষেরা ছিন্নভিন্ন হইয়া যাইবে’’ (মথি 26:31)|

আবার, মার্ক 14:27 পদে বলা হয়েছে,

‘‘তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা সকলে বিঘ্ন পাইবে; কেননা লেখা আছে, আমি পালরক্ষককে আঘাত করিব, তাহাতে মেষেরা ছিন্নভিন্ন হইয়া পড়িবে’’ (মার্ক 14:27)|

শিষ্যেরা তাঁকে পরিত্যাগ করেছিলেন আর ছুটে পালিয়ে গিয়েছিলেন সেই ঘটনা ছিল সখরিয় 13:7 পদে কৃত সেই ভাববাণীর পূর্ণতাপ্রাপ্তি|

“কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়| তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন” (মথি 26:56)|

II. দ্বিতীয়ত, তারা যীশুকে পরিত্যাগ করেছিলেন আর পালিয়ে গেছিলেন কারণ তারা পতিত বংশের সদস্য ছিলেন |

মানব জাতি হল এক পতিত জাতি| আমাদের অবশ্যই সেটা কখনও ভুলে যাওয়া চলবে না| আপনি হলেন একজন পাপী - কারণ আপনি একটা পাপপূর্ণ জাতির অংশ - আদমের এক সন্তান| বাইবেল বলছে,

“অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল” (রোমীয় 5:12)|

সেই কারণে সব লোক ‘‘অপরাধে মৃত’’ (ইফিষীয় 2:5) হয়ে জন্ম নেয়| সেই কারণে সব লোক ‘‘স্বভাবতঃ ক্রোধের সন্তান’’ (ইফিষীয় 2:3)| সেটাই কারণ যে আপনি হলেন স্বভাবে এক পাপী| সব কিছুর জন্যে দিয়াবলকে দোষারোপ করবেন না! যদি আমরা স্বভাবগতভাবে পাপী না হতাম তো দিয়াবল আমাদের ক্রীতদাস করে রাখতে পারতো না| আদমের সব বংশধরেরাই হলেন স্বভাবগত পাপী| আপনি স্বভাবতঃ এক পাপী| হ্যাঁ, আপনি!

আমাদের বাকি অংশের তুলনায় শিষ্যেরা মোটেও ভাল ছিলেন না| তারা, প্রকৃতই, ছিলেন ‘‘স্বভাবতঃ ক্রোধের সন্তান|’’ তারা, প্রকৃতই, ছিলেন ‘‘অপরাধে মৃত|’’ তারা, প্রকৃতই, ছিলেন আদমের সন্তান| যেমন নিউ ইংল্যান্ড চিলড্রেন্স বুক নামের একটা পুরানো দিনের বইতে বলা হয়েছে,

‘‘আদমের পতনে
 আমরা সকলে পাপ করেছি|’’

শিষ্যদের সকলের মাংসিক মনোভাব ছিল যা হচ্ছে ‘‘ঈশ্বরের প্রতি শত্রুতা’’ (রোমীয় 8:7)| যার জন্যে তারা সুসমাচার প্রত্যাখ্যান করতেন প্রতিবারে যখনই খ্রীষ্ট তাদের কাছে তা প্রচার করতেন| সেই একইভাবে আপনি সুসমাচার প্রত্যাখ্যান করে চলেছেন! ডঃ জে. ভারন্‌ন ম্যাকগী বলেছেন,

[খ্রীষ্ট] পাঁচবার সেই সত্যের পুনরাবৃত্তি করিয়াছিলেন যে তিনি মৃত্যুবরণ করিতে যিরূশালেম যাইবেন (মথি [16:21]; 17:12; 17:22-23; 20:18-19; 20:28)| এই প্রগাঢ় অনুশাসন সত্ত্বেও, তাঁহার পুনরুত্থান পরবর্তী কাল অবধি শিষ্যগণ [সুসমাচারের] তাৎপর্য্য উপলব্ধি করিতে সমর্থ হইলেন না (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume IV, p. 93; note on Matthew 16:21) |

শিষ্যেরা কেন সুসমাচারের “তাৎপর্য্য উপলব্ধি” করলেন না? উত্তরটি খুব সহজ,

“কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে, তাহাদেরই কাছে আবৃত থাকে” (II করিন্থীয় 4:3)|

যোহন 20:22 পদের উপরে দেওয়া এক ব্যাখ্যাতে, ডঃ ম্যাকগী বলেছেন যে শিষ্যেরা নতুন জন্মপ্রাপ্ত (পুনঃজন্মপ্রাপ্ত) ছিলেন না যতক্ষণে তারা পুনরুত্থিত খ্রীষ্টের সম্মুখীন হয়েছিলেন, এবং তিনি তাদের উপরে ফুঁ দিয়েছিলেন, আর বলেছিলেন, ‘‘পবিত্র আত্মা গ্রহণ কর’’ (J. Vernon McGee, Th.D., ibid., p. 498; note on John 20:22) | (এই বিষয়ে আমার ধর্ম্মোপদেশ পড়তে এখানে ক্লিক করুন - “শিষ্যদের ভয়” – “এই কথা তাহাদের হইতে গুপ্ত রহিল,” “পিতরের মন পরিবর্তন,” “পাপের চেতনার অধীনে পিতর,” এবং “যিহূদার ভ্রান্ত অনুশোচনা|”)

“তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন” (মথি 26:56)|

তাদের এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই দেখতে যে তারা পাপী ছিলেন| ঠিক যেমন জন্‌ কেগান এবং এমি জাবালাগাকে দেখতে হয়েছিল যে তারা ছিলেন ধ্বংসপ্রাপ্ত পাপী| ঠিক যেমন আপনি অবশ্যই দেখতে বাধ্য হবেন যে আপনি হলেন এক দিশাহারা পাপী!

কেউ কেউ হয়তো আপনাকে বলতে পারেন যে শিষ্যেরা পুনঃজন্মপ্রাপ্ত এবং মন পরিবর্তিত অবস্থাতে ছিলেন না যতক্ষণে তারা পুনরুত্থিত খ্রীষ্টের সম্মুখীন হয়েছিলেন এই কথা বলে আমি অনেকদূর চলে গেছি| আপনি কি মনে করেন যে শিষ্যেরা আপনার থেকে কোনভাবে আলাদা ছিলেন? আমি জানি তারা আমার থেকে কিছু আলাদা ছিলেন না! যীশুর রক্ত ছাড়া আমি আজ রাত্রে আপনাদের সামনে দাঁড়াতেই পারতাম না! যীশুর রক্ত ছাড়া আমি এখনও অবধি নরকগামী দিশাহারা পাপী হয়েই থাকতাম!

আমি অপরিচিত ছিলাম যীশু অন্বেষণ করিয়াছিলেন,
   ঈশ্বরের আশ্রয় হইতে পথভ্রষ্ট ছিলাম;
তিনি, আমাকে বিপদ হইতে উদ্ধার করিয়াছেন,
   তাঁহার বহুমূল্য রক্তের মধ্যস্থতায়|
(“Come, Thou Fount” by Robert Robinson, 1735-1790) |

আমি ইয়ান এইচ. ম্যুরের লেখা, দ্য ওল্ড ইভানজেলিকালিজ্ম (The Banner of Truth Trust, 2005) বইটির প্রশংসা করছি| সাধারণভাবে মন পরিবর্তনের বিষয়ে বলতে গিয়ে, ইয়ান এইচ. ম্যুরে বলেছেন, ‘‘মন পরিবর্তন বিষয়ক সত্য পুনরুদ্ধারের জন্যে সেখানে বর্তমানে একটি জরুরী প্রয়োজন রহিয়াছে| এই বিষয়ের উপরে সুদূর বিস্তৃত বিতর্ক হাজারটি অপেক্ষাকৃত ক্ষুদ্র বিষয় উড়াইয়া দেওয়ার পক্ষে একটি স্বাস্থ্যকর বায়ুপ্রবাহ হইবে’’ (পৃষ্ঠা 68)| এই বিষয়ে আমাকে লিখুন| আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক লোককে উত্তর দিব! আমার ইমেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net.

“তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন” (মথি 26:56)|

কারণ তারা তখনও অবধি যীশুর রক্তের দ্বারা তাদের পাপ থেকে শুচিকৃত হননি! আপনি কি যীশুর রক্তের দ্বারা শুচিকৃত হয়েছেন? আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন? যদি আপনি যীশুর রক্তের দ্বারা শুচিকৃত না হন তাহলে আপনার কোন আশা নেই!

III. তৃতীয়ত, তারা যীশুকে পরিত্যাগ করেছিলেন এবং পালিয়ে গেছিলেন কারণ এই সময়ের আগে তাদের পাপের প্রকৃত অনুশোচনা হয়নি |

নিজেদের সক্ষমতার উপরে তাদের অগাধ বিশ্বাস ছিল| খ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার এবং তাদের উপরে ফুঁ দেওয়ার আগে আমরা সেটা বারে বারে দেখেছি| উদাহরণস্বরূপ, যীশু পিতরকে বলেছিলেন যে সেই রাত্রিতেই পিতর তাঁকে অস্বীকার করবেন| তাদের পাপের অনুভূতি দেওয়ার জন্যে - তাদের তখনও পবিত্র আত্মার বিধ্বংসী কার্যকলাপের মধ্যে দিয়ে যাওয়া বাকি ছিল!

“পিতর তাঁহাকে কহিলেন, যদি আপনার সহিত মরিতেও হয়, কোনমতে আপনাকে অস্বীকার করিব না| সেইরূপ সকল শিষ্যই কহিলেন” (মথি 26:35)|

শিষ্যদের মধ্যে থেকে তখনও পর্যন্ত একজনও মন পরিবর্তন করেননি! আরা আপনিও করেননি! আপনাকে পবিত্র আত্মার বিধ্বংসী কার্যকলাপের মধ্যে দিয়ে যেতে হবে - আপনার নিজের পাপ অনুভব করতে! ডঃ মার্টিন লয়েড-জোন্‌স বলেছিলেন,

পাপের মতবাদ ব্যাতীত, এবং পাপ কি সেই বিষয়ের বোধগম্যতা ব্যাতীত প্রকৃতপক্ষে সুসমাচারসংক্রান্ত প্রচার হয় না... সুসমাচারসংক্রান্ত প্রচার অবশ্যই ঈশ্বরের পবিত্রতা, মনুষ্যের পাপপূর্ণতা এবং মন্দ ও ভ্রান্ত-কর্মের অনন্তকালীন পরিণতি দিয়া শুরু করিতে হইবে| ইহারা হইতেছেন কেবলমাত্র সেই মনুষ্য যাহাদের এই উপায়ে তাহাদের অপরাধ দেখাইবার জন্যে আনয়ন করা হইয়াছে এবং যাহারা উদ্ধার ও মুক্তি পাইবার জন্যে খ্রীষ্টের নিকটে ছুটিয়া যান [ডঃ হেইমারসের টীকা: ইস্টারের একটি নাটকে যিহূদার ভূমিকায় অভিনয় করার সময়ে একমাত্র আমি গভীরভাবে নিজের পাপে অপরাধী হয়েছিলাম!] (D. Martyn Lloyd-Jones, M.D., Studies in the Sermon on the Mount, InterVarsity, 1959, volume 1, p. 235; emphasis mine)|

শিষ্যেরা ততক্ষণ পাপের প্রকৃত অনুতাপের অধীনে আসেননি যে পর্যন্ত না তারা সকলে “তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন|” কিছুক্ষণ আগেই যখন শিষ্যেরা বলেছিলেন, ‘‘আমরা বিশ্বাস করিতেছি যে, আপনি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছেন,’’

“যীশু তাহাদিগকে উত্তর করিলেন, এখন বিশ্বাস করিতেছ? দেখ, এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, যখন তোমরা ছিন্নভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে, এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে...” (যোহন 16:30-32)|

খ্রীষ্টকে অস্বীকার করার পরে, পিতরের দুঃখ ও অনুশোচনা, নিশ্চিতভাবে অন্যান্য শিষ্যদের দ্বারা অনুভূত হয়েছিল| ‘‘আর তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন’’ (লূক 22:62)| ডঃ ডব্লিউ. জি. টি. শেড মন্তব্য করেছিলেন, ‘‘পবিত্র আত্মা সাধারণভাবে একজন মানুষের পুনরুদ্ধার করেন না যতক্ষণে না তিনি একজন পাপে অনুতাপিত মানুষ হন’’ (Shedd, Dogmatic Theology, volume 2, page 514) | এবং শিষ্যেরা ততক্ষণ তাদের পাপে অনুতপ্ত হননি যতক্ষণ না তারা যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিলেন| তখন তারা জেনেছিল যে নিদারুণভাবে তাদের প্রয়োজন রয়েছে তাঁর পবিত্র রক্তের দ্বারা শুচি হওয়ার! আপনাদের মধ্যে কেউ কেউ ভাবেন যে প্রথমে আপনার পাপের জন্য অনুতপ্ত না হয়েও আপনি পরিত্রাণ লাভ করতে পারেন! যতক্ষণ না আপনি নিজের পাপের জন্যে অনুতপ্ত হচ্ছেন আপনি পরিত্রাণ লাভ করতে পারবেন না! পিতর বাইরে গিয়েছিলেন আর প্রবলভাবে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন| অধিকাংশ লোকেই পরিত্রাণ লাভ করার আগে পিতরের মতন কান্নায় ভেঙ্গে পড়েন| আপনি কি কান্নায় বেদনাদায়ক অশ্রু-মোচন করেছেন?

প্রয়োগ

আমি এখন ফিরে যাব এবং আপনাদের মধ্যে তাদের উপরে এটা প্রয়োগ করবো যারা এখনও পরিত্রাণ লাভ করেননি| আপনি কি অনুভব করেছেন যে আপনি একজন বিধ্বস্ত বিনষ্ট পাপী, আর আপনার নিজের অন্তঃকরণ ‘‘সর্ব্বাপেক্ষা বঞ্চক...রোগ অপ্রতিকার্য্য’’? (যিরমিয় 17:9)| আপনি কি অনুভব করেছেন, ‘‘দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে?’’ (রোমীয় 7:24)| আপনি কি নিজের উপরে সব বিশ্বাস হারিয়েছেন? আমাদের পাপের জন্যে আপনি কি আর্তস্বরে চিৎকার করেছেন এবং কান্নায় ভেঙ্গে পড়েছেন? আপনার পাপের জন্য যতক্ষণ না আপনি আর্তস্বরে চিৎকার করছেন আর চোখের জল ফেলছেন ততক্ষণ আপনার জন্যে কোন আশা নেই| যতক্ষণ না আপনি বলছেন, ‘‘হে ঈশ্বর আমি পাপী আমার প্রতি সদয় হন!’’ যেমন ডঃ লয়েড-জোন্‌স বলেছিলেন, ‘‘ইনি হইতেছেন কেবলমাত্র সেই [ব্যক্তি] যাহাকে এই উপায়ে তাহার অপরাধ দেখাইবার জন্যে আনয়ন করা হইয়াছে, যিনি উদ্ধার ও মুক্তি পাইবার জন্যে খ্রীষ্টের নিকটে ছুটিয়া যান’’ (আইবিড.)|

যীশুর নামেতে, একসুরে, একটি পবিত্র গান তুলিয়া ধরি,
চিন্তা করি, কি আরোগ্যকারী স্রোত প্রতিটি বাহু হইতে প্রবাহিত করিয়াছিলেন|

ওহ, কে পারে বলিতে কি দুঃখ তিনি বহন করিয়াছিলেন, যখন সেই পবিত্র রক্ত পতিত হইয়াছিল,
কি প্রবল ব্যাথা তাঁহার বক্ষস্থলে যন্ত্রণা দিয়াছিল, আমাদের অপরাধের বোঝার?

ইহা ছিল না অপমানকর অবজ্ঞার স্বর, যদিও তাঁহার হৃদয় যন্ত্রণায় বিকৃত ছিল;
বিদ্ধকারী পেরেক, তীক্ষ্ণ কাঁটা, দুঃখদায়ক তীব্র যন্ত্রণার কারণ ছিল না|

কিন্তু প্রতিটি যন্ত্রণার দৃশ্যে ভিতরের গভীর যন্ত্রণা অস্বীকার করিয়াছেন,
আমাদের সব পাপের বোঝা তাঁহার বোঝাপ্রাপ্ত আত্মার উপরে কিভাবে চাপানো হয়|
   (“The Lord Hath Laid on Him” by William Hiley Bathurst, 1796-1877;
      to the tune of “Amazing Grace.”)

আপনাকে অবশ্যই আমাদের পাপ এত প্রবলভাবে অনুভব করতে হবে যাতে আপনি আর্তস্বরে চিৎকার করেন এবং প্রকৃত অশ্রুমোচন করে কান্নায় ভেঙ্গে পড়েন যেমন চীনদেশে উদ্দীপনার সময়ে সেখানে তারা করতেন|

এই মুহূর্তে পরিত্রাণ লাভের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্যে আমি আপনাদের এগিয়ে আসতে এবং প্রথমের দুই সারিতে বসতে বলব| আপনাদের অনেকেই আসবেন, কিন্তু সেটা আপনাদের অনেকেরই ভাল কিছু করবে না। দিশাহারা পাপী হিসাবেই আপনার এই স্থান ত্যাগ করবেন| এখানে আসাটা আপনাদের কেন সাহায্য করবে না? কারণ আপনারা নিজেদের দিশাহারা বলে অনুভব করছেন না| আপনারা হলেন সেই শিষ্যদের মতন| নিজেদের উপরে আপনাদের চরম বিশ্বাস রয়েছে| আপনারা মনে করছেন যে আপনার যেভাবে আছেন সেইভাবেই খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে থেকে আপনারা নিজেদের জীবন কাটাতে পারবেন| কিন্তু আপনারা ভুল করছেন| আগে বা পরে যখনই হোক না কেন সেই দিয়াবল আসবে এবং আপনাদের প্রলোভিত করবে| আর আপনারা হুবহু তাই করবেন যা সেই শিষ্যেরা করেছিলেন| আপনারা খ্রীষ্টকে পরিত্যাগ করবেন| আপনারা এই মন্ডলী ছেড়ে চলে যাবেন| আপনারা একটা পাপের জীবনে চলে যাবেন| কিভাবে আমি তা জানলাম? কারণ আমি 60 বছর ধরে প্রচার করে আসছি| আমি আপনার মতন শ’য়ে শ’য়ে লোক দেখেছি| সেইভাবেই আমি জানি সেই রাত্রে শিষ্যেরা যা করেছিলেন সেইভাবে আপনারাও খ্রীষ্টকে পরিত্যাগ করবেন| আগে বা পরে যখনই হোক না কেন আপনারা হুবহু তাই করবেন যা তারা করেছিলেন| আপনি ভাবছেন না যে আপনি সেটা করবেন| কিন্তু আপনি ভুল করছেন! নিজের প্রতি সৎ হন| ইতিমধ্যেই আপনি মন্ডলী ত্যাগ করার বিষয়ে ভেবেছেন| সৎ হন| ইতিমধ্যেই আপনি মন্ডলী ত্যাগ করার বিষয়ে ভেবেছেন, ভেবেছেন কি না? আপনি কি তা করেননি? আপনি কি তা করেননি? আপনি জানেন যে আপনি করছেন|

আপনাকে অবশ্যই আপনার নিজের হৃদয়ের প্রতি নজর রাখতে হবে| আপনাকে অবশ্যই নিজের পাপ অনুভব করতে হবে| আপনাকে অবশ্যই যীশুতে আপনার বিশ্বাসের অভাব অনুভব করতে হবে| আপনাকে অবশ্যই অনুভব করতে হবে যে আপনি এক দিশাহারা পাপী! আপনাকে অবশ্যই নিজেকে পাপী বলে অনুভব করতে হবে - যীশুকে বিশ্বাস না করার জন্যে পাপী| সেটাই হল সব কিছুর চেয়ে বড় পাপ - যীশুকে বিশ্বাস না করার পাপ| যীশু বলেছেন, ‘‘যে বিশ্বাস না করে, তাহার বিচার হইয়া গিয়াছে’’ (যোহন 3:18)| নরকে যাওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে না| আপনি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন! ডঃ লয়েড-জোন্‌স বলেছিলেন, ‘‘ইহা একমাত্র [যখন আপনাকে] আনয়ন করা হইয়াছে আপনার দোষ দেখাইতে [এবং আপনার অনুভূতি পাইতে] এই উপায়ে [যাহাতে আপনি আসিবেন] খ্রীষ্টের প্রতি উদ্ধার এবং পরিত্রাণের জন্যে|’’ আপনি কি আপনার পাপ অনুভব করেন? যদি আপনি আপনার পাপ অনুভব করেন, আর সেটা আপনাকে বিরক্ত করে, তাহলে তখন আপনি যীশুর কাছে আসুন এবং তাঁকে বিশ্বাস করুন, এবং আপনার পাপ থেকে আপনাকে শুচি করার জন্যে তিনি যে রক্ত ঝরিয়েছেন সেই রক্তের দ্বারা ধৌত হয়ে শুচি হন| প্রকৃত পরিত্রাণ লাভ করার জন্যে এছাড়া আর অন্য কোন পথ নাই| আমি প্রার্থনা করছি যে সেখানে যেন কখনও একটি রবিবার না থাকে যখন আমি যীশুর রক্তের উপরে প্রচার করব না| এছাড়া আমি আর কোন সুসমাচার জানি না - যীশুকে বিশ্বাস করুন এবং আপনি শুচি হবেন| কালভেরীর ক্রুশে ঝরানো যীশুর রক্ত আপনার একমাত্র আশা! তবুও আপনি যীশু অথবা তাঁর রক্তের উল্লেখ করছেন না! কেন নয়? কারণ আপনি আপনার পাপ অনুভব করছেন না - ঐ কারণে! ঐ কারণে! ঐ কারণে! আপনি সঠিক শব্দগুলি শেখার চেষ্টা করছেন| ওহ, আপনি কি বোকা! অগাস্টিন বলেছিলেন, ‘‘আমাদের হৃদয়গুলি বিশ্রামহীন যতক্ষণে না তাহারা তোমাতে বিশ্রাম খুঁজিয়া পায়|’’ সেখানে পরিত্রাতার শিরা থেকে নিঃসৃত রক্তে পরিপূর্ণ, একটি স্রোত আছে| এবং পাপীগণ, সেই স্রোতে ডুব দিলে, তাদের সব পাপের কলঙ্ক দূর হয়| এখন যীশুর কাছে আসুন| তাঁর পবিত্র রক্তের দ্বারা সমস্ত পাপ থেকে বিমুক্ত হন! আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Alone” (by Ben H. Price, 1914) |


খসড়া চিত্র

তাহারা তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন

THEY FORSOOK HIM AND FLED

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

“কিন্তু এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়| তখন শিষ্যেরা সকলে তাঁহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন” (মথি 26:56)|

(মথি 26:46, 47, 48, 50; যোহন 18:10; লূক 22:51;
মথি 26:53-54, 55)

I.    প্রথমত, ভাববাদিগণের বচন পরিপূর্ণ করতে তারা যীশুকে পরিত্যাগ করেছিলেন
এবং পালিয়ে গেছিলেন, সখরিয় 13:6-7; মথি 26:31; মার্ক 14:27 |

II.   দ্বিতীয়ত, তারা যীশুকে পরিত্যাগ করেছিলেন আর পালিয়ে গেছিলেন কারণ তারা পতিত বংশের সদস্য ছিলেন, রোমীয় 5:12; ইফিষীয় 2:5, 3; রোমীয় 8:7;
II করিন্থীয় 4:3 |

III.  তৃতীয়ত, তারা যীশুকে পরিত্যাগ করেছিল এবং পালিয়ে গেছিল কারণ এই সময়ের আগে তাদের পাপের প্রকৃত অনুশোচনা হয়নি, মথি 26:35; যোহন 16:30-32;
লূক 22:62; যিরমিয় 17:9; রোমীয় 7:24; যোহন 3:18 |