Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




প্রচারের আগে গাওয়া গান: “উচ্চতর ভূমি”
    (রচনা জনসন ওয়াটম্যান, জুনিয়র, 1856-1926)|

করোনা ভাইরাস কি আমাদের স্তব্ধ করবে?

SHALL THE CORONAVIRUS STOP US?
(Bengali)

লেখক: ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র,
এমিরিটাস পালক
by Dr. R. L. Hymers, Jr.,
Pastor Emeritus

2020 সালের, 10ই মে, প্রভুর দিনের অপরাহ্নে লস্‍ এঞ্জেল্‌সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যা‌ক্‌ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, May 10, 2020


অনুগ্রহ করে লূক 21:8-11 পদগুলি দেখুন|

“তিনি কহিলেন, দেখিও, ভ্রান্ত হইও না; কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে, ‘আমিই তিনি’ ও সময় সন্নিকট; তোমরা তাহাদের পশ্চাৎ যাইও না| আর যখন তোমরা যুদ্ধের ও গন্ডগোলের কথা শুনিবে, ত্রাসযুক্ত হইও না, কেননা প্রথমে এই সকল ঘটিবেই ঘটিবে, কিন্তু তখনই শেষ নয়| পরে তিনি তাঁহাদিগকে কহিলেন, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে| মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে” (লূক 21:8-11|

এখন মথি 24:4-8 পদগুলি দেখুন|

“যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, দেখিও, কেহ যেন তোমাদিগকে না ভুলায়| কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে, আমিই সেই খ্রীষ্ট, আর অনেক লোককে ভুলাইবে| আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে; দেখিও, ব্যাকুল হইও না; কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়| কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে| কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র” (মথি 24:4-8)|

আমি চাই এই সমস্ত অধ্যায়ের মধ্যে আপনি একটি শব্দ লক্ষ করুন - “মহামারী|” তারপরে লক্ষ করুন মথি 24:8 পদটি, “কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র|”

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্‌ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন “মহামারী” শব্দটি গুরুত্বপূর্ণ, গ্রীক ভাষায় এটা হল loimoi (বহুবচন)| আঙ্গার্‌স বাইবেলের টীকা বলছে যে শব্দটি “প্লেগ-এর প্রতি… প্রযুক্ত হয়|” যীশু এড্‌স এর মহামারীর ভবিষ্যবাণী করেছিলেন| শব্দটি করোনা ভাইরাস মহামারীর কথাও বলে| এই সমস্ত মহামারী সম্পর্কে যীশু যা বলেছেন, সেটা লক্ষ করুন 8 নং পদে, “কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র|” এই গ্রীক শব্দগুলির অর্থ “প্রসব যন্ত্রণার আরম্ভ” (ম্যাকআর্থার)|

আমাদের দিনের বিষয়ে বলতে গিয়ে, জে. এন. ডার্বি বলেছিলেন, “সেখানে একটি ভ্রান্ত মন্ডলী হইবে: সেখানে দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্পসমূহ হইবে|” ভাইন্‌স এক্সপোজিটরি ডিক্‌শনারি তে একটি মহামারীর সংজ্ঞা হিসাবে বলা হয়েছে “যেকোন মারাত্মক সংক্রামক ব্যাধি, যা লূক 21:11 পদে বহুবচনে ব্যবহৃত হয়েছে|”

এখন বিবেচনা করুন কোভিড মহামারীর পরে কিভাবে লোকেরা “মন্ডলী আরাধনা” করবেন| onenewsnow.com ওয়েবসাইটে প্রকাশিত (এপ্রিল 24, 2020) একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, “কোভিড সংকটের পর লোকেরা কিভাবে ‘মন্ডলী আরাধনা’ করবেন?” এটা বলছে যে বহু মানুষ “অনলাইন পরিষেবায় উপস্থিত” থাকবেন| এটা বলছে যে “পূর্বে মন্ডলী যা করে আসছিল তার তুলনায় মহামারীর পরে মন্ডলীর জীবন লক্ষ্যণীয়ভাবে পৃথক দেখাতে পারে|” “42% বলছেন সেই দান মহামারীর পূর্বের তুলনায় অধিকতর মন্দ|” “মন্ডলীর নেতাদের মধ্যে উদ্বিগ্নতার একটি চাপ পরিলক্ষিত হচ্ছে যারা ভয়গ্রস্ত হয়েছেন এই ভেবে যে একবার লকডাউন শেষ হলে তাদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে|” “বৃহৎমন্ডলীতে উপস্থিত হচ্ছেন এমন মন্ডলী যোগদানকারীদের একটি বড় অংশের সাথে, সেখানে গোটা আমেরিকা জুড়ে মন্ডলীর নেতাদের মধ্যে বেশ বড় মাত্রায় আশংকা কাজ করছে|” “আচরণ বিজ্ঞানী হিসাবে, আমরা বিশ্বাস করি দৃশ্যপটের সেই ‘সংস্থাপন’ আরও বেশি প্রত্যাশিত – এবং সেটা অনেক পালকের উদ্বেগের কারণ হয়েছে|” “সংস্কৃতি মানুষকে ভোগ্যবস্তু চাওয়া মাত্র…উপলব্ধ হওয়ার প্রত্যাশা করতে শিখিয়েছে|”

বিগত 62 বছর সেবাকার্যে অতিবাহিত করার পর, আমি বিশ্বাস করি যে এই সমস্ত ভয় দৃঢ়-ভিত্তির উপরে প্রতিষ্ঠিত| আমি মনে করি যে এইগুলি শেষ-সময়ের সেই ভবিষ্যবাণীর একটি অংশ হতে পারে, যার বিষয়ে উল্লেখ করা হয়েছে II থিষলনীকীয় 2:3 পদে, “কেহ কোন মতে যেন তোমাদিগকে না ভুলায়; কেননা প্রথমে সেই ধর্ম্ম-ভ্রষ্টতা উপস্থিত হইবে” (“Hē apostasia” – সেই ধর্ম্মভ্রষ্টতা)| ডঃ মেরিল এফ. আঙ্গার বলেছেন, “আংশিক বিশ্বাস হ্রাস ক্রমশ সম্পূর্ণ হ্রাসের দিকে চলিয়া যায় - খ্রীষ্টিয় জগতের দ্বারা সমস্ত বিশ্বাসের হাল ছাড়িয়া-দেওয়া ভাবের মাধ্যমে” (বিব্লিক্যাল ডিমোনোলজি, পৃষ্ঠা 207)| শাস্ত্রের এই গুরুত্বপূর্ণ পদ মান্য করতে যদি আমরা ব্যর্থ হই আমরা কি প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হতে পারব?

“আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি – যেমন কাহারও কাহারও অভ্যাস – বরং পরস্পরকে চেতনা দিই; আর তোমরা সেইদিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই” (ইব্রীয় 10:25)|

এই পদটির সম্বন্ধে ডঃ ডব্লিউ. এ. ক্রিসওয়েল বলেছিলেন, “ইব্রীয়দের প্রতি পত্রের লেখক সপ্রমাণ দাবী করিতেছেন যে, সকলে একত্রে সমবেত হইবার মানসিকতার বৃদ্ধি হওয়া উচিৎ…যেহেতু খ্রীষ্টের দিন ক্রমশঃ নিকটবর্তী হইতেছে…স্থানীয় মন্ডলীর চরম গুরুত্ব এবং প্রয়োজনীয়তা প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীকে সাধুসন্তদিগের স্থানীয় গোষ্ঠীর প্রতি বিশ্বস্ত হইবার প্রতি চাপ দিতেছে” (দ্য ক্রিসওয়েল স্টাডি বাইবেল; ইব্রীয়দের উপরে টীকা 10:25)|

আমি বিশ্বাস করি এই সমস্ত শব্দগুলির আজকের দিনে এমনকী আরও বৃহত্তর অর্থ আছে, যেহেতু আমরা খ্রীষ্টের দ্বিতীয় আগমন সন্নিকট বলে দেখতে পাচ্ছি| নব্য সুসমাচার সংক্রান্তগণ এই পদের বাধ্য নন| যখন আমরা মহা তাড়নার প্রতি এগিয়ে চলেছি এটা এমনকী আরও বেশি করে প্রত্যাখ্যাত হবে| শয়তান জানে প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের এমনকী আরও বেশি দুর্বল করতে হলে, তারা যেন স্থানীয় মন্ডলী থেকে পৃথক হন সেই ব্যবস্থা তাকে অবশ্যই করতে হবে, যাতে সবশেষে তারা খ্রীষ্টারীর কাছে আত্মসমর্পণ করেন|

আমি খুবই দুঃখিত যে ডেভিড যিরমিয়ের মতন মানুষেরা তাদের স্থানীয় মন্ডলীতে নিয়মিত যোগদানের প্রতি আরও বেশি করে জোর দেন না| মহা তাড়নার জন্য কিভাবে প্রস্তুত হতে হবে সেকথা তার শ্রোতাদের বলতে ডঃ যিরমিয় ব্যর্থ|

এখন মথি 24:6-8 বের করুন|

“আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে; দেখিও, ব্যাকুল হইও না; কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়| কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে| কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র” (মথি 24:6, 7, 8)|

“তখনও শেষ নয়” (24:6)|

“কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে| কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র” (মথি 24:7, 8).

“এ সকলই যাতনার আরম্ভ মাত্র” (24:8)|

এখন আমি ডঃ জে. ভারন্‌ন ম্যাকগীর সাথে সহমত যে 24:9 হল মহা তাড়নার আরম্ভ মাত্র| ডঃ এ. ডব্লিউ. টোজার বলেছেন,

“নিশ্চয়ই এই দিনগুলি হইতেছে শয়তানের এবং সময় বিলম্বে বৃদ্ধি পাইতেছে (ক্রমবর্দ্ধমান), কিন্তু প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী অসতর্কতায় ধরা পড়িবে না| তাহাকে ঠিক এই সময়গুলির বিষয়ে পূর্বেই সতর্ক করা হইয়াছে এবং তিনি এইগুলি আশা করিতেছেন” (“অফ গড এন্ড মেন,” পৃষ্ঠা 131)|

যখন আমি মথি 24:7-14, পৃষ্ঠা 1033 পাঠ করছি অনুগ্রহ করে উঠে দাঁড়ান|

“কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে| কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র| সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে, ও তোমাদিগকে বধ করিবে| আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দ্বেষ করিবে| আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, এক জন অন্যকে সমর্পণ করিবে, এক জন অন্যকে দ্বেষ করিবে| আর অনেক ভাক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে| আর অধর্ম্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে| কিন্তু যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে| আর সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে” (মথি 24:7-14)|

আমার এখন আপনাদেরকে অবশ্যই বলা উচিৎ যে আমি আর মহাতাড়নাপূর্ব মহাউল্লাসে বিশ্বাস করি না| আমি এই বিশ্বাসে উপনীত হয়েছি যে ঈশ্বরের ক্রোধ ঢেলে দেওয়ার আগে মহাউল্লাস আসে| এতদানুসারে, সাধারণভাবে, আমি মন্ডলীর প্রাক-ক্রোধ মহাউল্লাসে বিশ্বাস করি, যেমন মার্‌ভিন রোসেনথাল তাঁর দ্য প্রি-রাথ রাপ্‌চার অফ দ্য চার্চ নামের বইতে লিখেছেন (থমাস নেলসন পাবলিকেশন, 1990)| প্রথমে এটা না পড়া পর্যন্ত অনুগ্রহ করে রোসেনথালের বইটি বিচার করবেন না|

মার্‌ভিন জে. রোসেনথাল, আমার মতনই, মন্ডলীর মহাতাড়না-পূর্ব মহাউল্লাসের একজন দৃঢ় বিশ্বাসী ছিলেন| তাঁর বইতে, মিঃ রোসেনথাল শিক্ষা দিয়েছেন যে, প্রকাশিত বাক্য 16 অধ্যায় অনুসারে বাটি বিচারের ঠিক আগে পর্যন্ত মহাউল্লাস আসবে না| এতদানুসারে, আমি মহাউল্লাসে বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস করি না যে এটা প্রকাশিত বাক্য 16 অধ্যায়ে উল্লেখিত বাটি বিচারের ঠিক আগে ঘটবে| এটা একটা ভ্রান্ত শিক্ষা নয় কিন্তু এটা হচ্ছে অবিকল তাই, যা বাইবেলে ভবিষ্যবাণী করা হয়েছে| বিখ্যাত চিনা সুসমাচার প্রচারক জন সাং এটি বিশ্বাস করেছিলেন| গত 24 বছর যাবৎ যিনি আমার মেন্টর এবং পালক, সেই ডঃ তিমথি লিনও এটি বিশ্বাস করেছিলেন| ডঃ ক্রিস্টোফার এল. কেগানও এটি বিশ্বাস করেন|

রোসেনথাল কি সঠিক? আমি মনে করি তিনি সঠিক হওয়ার খুব কাছাকাছি হয়েছেন| রোসেনথালকে আপনি প্রত্যাখ্যান করার আগে, তাঁর বইয়ের ষষ্ঠদশ অধ্যায়, “দ্য কামিং এন্ড দ্য এন্ড” অংশটি আপনার পাঠ ও অধ্যয়ন করা উচিৎ হবে|

এই ধর্ম্মোপদেশে আমার উদ্দেশ্য এই দেখানো যে মহাতাড়নার আগে যদি আমরা “খ্রীষ্ট বিশ্বাসী”রা একটি “মহামারী”র অধীনে দাঁড়াতে না পারি, তবে তাদের নিজেদের পক্ষে কিভাবে সেই বিশাল মহাতাড়নার সময়ে সম্ভবত তারা দাঁড়াতে পারবেন?

“কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই, কখনও হইবেও না| আর সেইদিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোন প্রাণীই রক্ষা পাইত না; কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে” (মথি 24:21, 22)|

এই পদগুলি সেই “মহাতাড়না” প্রদর্শন করায়| ডঃ জে. ভারন্‌ন ম্যাকগী বলেছিলেন, “প্রকাশিত বাক্য পুস্তকে আমরা পড়িয়াছি যে মহাতাড়নার সময়ে পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশ ধ্বংসপ্রাপ্ত হইবে… ঐ সময় পর্যায়ে শাস্তিদানের জন্য প্রতি দশজনে একজনকে হত্যা করা হবে| একটি সময় ছিল যখন ইহা অতিরঞ্জিত বলিয়া মনে হইত| যাহাই হউক, বর্তমানে যেখানে বিশ্বের একাধিক রাষ্ট্রের নিকটে পারমাণবিক বোমা মজুত রহিয়াছে, যাহা বিশ্বের জনসংখ্যা ধ্বংস করিতে পারে, ইহা আর অতিরঞ্জিত বলিয়া বোধ হইতেছে না” (থ্রু দ্য বাইবেল; মথি 24:22 পদের উপরে টীকা)|

যীশু বলেছেন, “অতএব যখন দেখিবে, ধ্বংসের যে ঘৃর্ণাহ বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, (যে জন পাঠ করে, সে বুঝুক:)” (মথি 24:15)| ডঃ ম্যাকগী বলেছিলেন, “আমাদের প্রভু নিঃসন্দেহে বলিতেছেন… সেই খ্রীষ্টারীর প্রতিমূর্ত্তির সম্পর্কে (দেখুন দানিয়েল 12:11) যাহা মন্দিরে স্থাপন করা [পুনর্নির্মিত] হইবে|”

“কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই, কখনও হইবেও না| আর সেইদিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোন প্রাণীই রক্ষা পাইত না; কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে” (মথি 24:21, 22)|

ডঃ ম্যাকগী বলেছিলেন. “ঈশ্বর মনুষ্যজাতিকে আত্মহত্যা করিতে দিতে চাহিবেন না| উহাই হইতেছে কারণ যে ইহা একটি সংক্ষিপ্ত পর্যায় হইবে” (ম্যাকগী, ইবিড., মথি 24:22 পদের উপরে টীকা)| এটাও লক্ষ্য করুন যে “মনোনীত” খ্রীষ্ট বিশ্বাসীরা এখানে এখনও থাকবেন, যেমন মারভিন জে. রোসানথাল তার দ্য প্রি-রাথ রাপচার অফ্‌ দ্য চার্চ বইতে বলেছেন|

এখন অনুগ্রহ করে II থিষলীকীয় 2:3 খুলুন|

“কেহ কোনমতে যেন তোমাদিগকে না ভুলায়; কেননা প্রথমে সেই ধর্ম্ম-ভ্রষ্টতা উপস্থিত হইবে” (II থিষলনীকীয় 2:3|

“প্রথমে সেই ধর্ম্মভ্রষ্টতা উপস্থিত হইবে” (আধুনিক অনুবাদ)|

ধর্ম্ম-ভ্রষ্টতার এই সমস্ত দিনে, ক্রেইগটন এবং ওয়ালড্রিপ এর মতন বহু প্রচারক, I তীমথিয় 4:1, 2 পদে দেওয়া সতর্কবার্তার বিষয়টি ভুলে যান| অনুগ্রহ করে I তীমথিয় 4:1, 2 পদগুলি খুলুন|

“কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে| ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে” (I তীমথিয় 4:1,2).

যেহেতু তারা এই ভাববাণীর বিষয়ে সবকিছু ভুলে গিয়েছেন, তারা “ভ্রান্তিজনক আত্মা, এবং ভূতগণের (দিয়াবলের) শিক্ষামালায়; মিথ্যাবাদীদের কপটতায়; তাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত” করার দিকে মনোযোগ দেন| সেই কারণে তাদের মত লোকেরা মন্ডলীর ভাঙ্গন ঘটায়| কেন? কারণ তারা অন্ধভাবে “ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়ে,” এটাই হলো কারণ!

এখানে সেই “নেতাদের” কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া হলো যারা মন্ডলী ভাঙ্গন ঘটান| এইগুলি ডঃ রয় ব্র্যানসন, তার লেখা চার্চ স্প্লিট (পৃষ্ঠা 29-31), নামের বইটিতে লিখেছেন|


1. তারা হলেন অহংভাবপূর্ণ ব্যক্তি| তারা স্বীকার করতে ইচ্ছুক নন যে কোন একজন ব্যক্তি, এমনকী পালকও, তাদের তুলনায় জ্ঞানী হতে পারেন|

2. তারা স্বার্থপর| তারা তাদের মত করেই চলেন, এর পরিণতিতে কে বা কারা কষ্টভোগ করছে, সেটা কোন ব্যাপার না|

3. তারা ভুল করলেও সেকথা স্বীকার করবেন না| একজন অহংভাবপূর্ণ ব্যক্তির আর একটি চিহ্ন|

4. তারা ব্যক্তিগত স্বীকৃতি এবং গৌরবের জন্যে ক্ষুধিত|

5. তারা অবাধ্য| পালকের কর্তৃত্ব এবং তার অনুবর্তী হওয়ার এবং তাকে অনুসরণ করার প্রতি উপদেশবাণী ছাড়া কোন বাইবেল শিক্ষা স্পষ্টতর হয় না| তারা বলেন তারা খ্রীষ্টের প্রতি কর্তব্যনিষ্ঠ| তারা বলেন যে পালক হলেন একজন নিষ্ঠুর অত্যাচারী|

6. তারা প্রতারণাপূর্ণ ব্যক্তি| তারা মন্ডলীর জন্যে উদ্বিগ্ন বলে ভান করেন| কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের নিজেদের কর্তৃত্ব এবং অবস্থান নিয়ে উদ্বিগ্ন|

7. তারা শব্দের অপব্যবহার করেন, “আমি পালককে ভালবাসি, কিন্তু…” তারপর তারা পালককে আক্রমণ করেন|

8. তারা পালককে ভুল অর্থে উদ্ধৃত করেন, অথবা তার কথার প্রয়োগ ভুল উদ্দেশ্যে করেন|

9. যা কিছুই পালক করুন তারা সেটা ভুল উদ্দেশ্যে প্রয়োগ করেন|

10. তারা শিক্ষা গ্রহণ করবেন না| বাইবেল যা বলে তারা সেটা “বাদ দিয়ে” দেন|

11. তারা নিজেদের সর্বশ্রেষ্ঠ মনে করে পালকের বিরুদ্ধে দোষারোপ করেন| এতদানুসারে, মন্ডলী ভাঙ্গনের জন্যে তারা নতুন নতুন মিত্রদের নিয়োগ করেন|


এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের সবগুলি ক্রেইগটন/ওয়ালড্রিপ ভাঙ্গনের সময় দেখা দিয়েছিল|

আমার প্রচার করাকালীন আমি আর দাঁড়াতে পারতাম না| এটা ক্রেইগটনকে উৎসাহিত করেছিল| তিনি বরং একজন নম্র মানুষ, কিন্তু তাকে প্রধান প্রচারক হতে দেইনি বলে তিনি আমার প্রতি রুষ্ট হয়েছিলেন| তিনি বারে বারে বলেছিলেন যে তিনি হতাশ নন| এমনকী তিনি এই মর্মে ডঃ কেগানকে চিঠি দিয়ে বলেছিলেন যে “সন্তুষ্ট হওয়ার” জন্যে আমার প্রচার করার প্রয়োজন নেই| আমি তাকে প্রচার করতে দিইনি কারণ এটা করার মত দান তার কাছে ছিল না| তিনি বলেছিলেন যে তিনি আমার সাথে সহমত| কিন্তু যখন সেটা তিনি বলেছিলেন তিনি মিথ্যা বলেছিলেন| তার বয়সের অনেক যুবকের মতন, তারও একটি খারাপ সম্পর্ক ছিল তার নিজের পিতার সাথে| সেইজন্য, যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তিনি তার পিতার বিরুদ্ধে করা বিদ্রোহটি আমার উপরে করেছিলেন| কিন্তু গোপনভাবে তিনি এটা করেছিলেন| আমার সাথে কথা বলার পরিবর্তে, তিনি অন্য এক প্রচারক, জন ওয়ালড্রিপ এর সাথে গোপনে সভা করা শুরু করেন| ওয়ালড্রিপের সাথে তার করা সভাগুলির বিষয়টি আমার কাছে অজানা ছিল| এই সমস্ত “গোপন” সভাগুলিতে ওয়ালড্রিপ তার সহযোগীতে পরিণত হয়েছিলেন|

এরপরে ক্রেইগটন মন্ডলীতে অন্যান্যদের জানাতে শুরু করলেন যে তিনি আমার সাথে সহমত নন| কিন্তু তার একমত না থাকার বিষয়ে তিনি একবারও আমাকে বলেননি| ক্রেইগটনের বিদ্রোহের বিষয়ে আমি যে সময়ে জানলাম তখন সেটা অনেক দেরী হয়ে গেছে| ততক্ষণে তিনি আমাদের যুবকদের দুই তৃতীয়াংশ বের করে নিয়েছেন এবং তাদের সাথে তার নিজের “মন্ডলী” শুরু করে দিয়েছেন| আমাদের কাছে কেবল 35 জন মাত্র কর্তব্যনিষ্ঠ লোক অবশিষ্ট রয়ে গেলেন|

ভাঙ্গনের সময়, আমি প্রায় 80 বছর বয়সে পৌঁছেছিলাম, এবং আমি অসুস্থ ছিলাম| এর পূর্বেও এই ধরণের বিষয়ের মধ্যে দিয়ে যাওয়ার কারণে, আমি জানতাম যে ঈশ্বর এখনও আমার সাথে থাকবেন, সেইজন্যে আমি এই বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন ছিলাম না|

ডিকনদের মধ্যে একজন আমার সাথে মুষ্টিযুদ্ধে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন| অন্য আর একজন ডিকন তার নিজের এবং একজন মহিলার পর্নোগ্রাফিক ছবি তার ওয়েবসাইটে দিয়েছিলেন| আর একজন নেতা অভিযোগ করেছিলেন যে আমি নাকি আমার মন্ডলীর কালো লোকদের সাথে গোঁড়ামিপূর্ণ ব্যবহার করি| আর একজন নেতা অভিযোগ করেছিলেন যে আমি রাস্তায় প্রচার করা বন্ধ করেছি LGBTQS (এলজিবিটিকিউএস) লোকদের দ্বারা আক্রান্ত হওয়ার কারণে, যাদের আর সাহায্য করা হচ্ছিল না|

যখন এই সমস্ত বিষয়গুলি প্রকাশিত হয়ে আসছিল, আমি পালক হিসাবে ইস্তফা দিয়েছিলাম এবং ডঃ কেগান পালক হিসাবে নিযুক্ত হয়েছিলেন| তার নিজের ছেলে, যাকে আমি পরবর্তী পালক হিসাবে গড়ে তুলছিলাম, আমাদের ছেড়ে গেছিলেন, যদিও আমি তাকে একজন ঘনিষ্ঠ বন্ধু হবেন বলে বিবেচনা করেছিলাম|

এবং তারপরে এল এই করোনাভাইরাসের আঘাত! কাজেই আমরা মন্ডলীর পুরানো বাড়িটি থেকে সরে এলাম এবং বাড়িতে আমার সাথে, সভাগুলি করতে শুরু করলাম, পালক এমিরিটাস হিসাবে, প্রত্যেক রবিবারে বাড়িগুলির টিভিতে একটা ধর্ম্মোপদেশ দিয়ে চলেছি|

লস এঞ্জেল্‌সের প্রান্তবর্তী এলাকাতে আমরা একটা নতুন মন্ডলী কিনেছি| যখন আমি আর প্রচার করতে পারব না সেইসময়ে দায়িত্ব নেওয়ার প্রতি আমি একটি চিনা যুবককে পরামর্শ দিতে থাকবো|

দিয়াবল এবং মন্ডলী ভাঙ্গনের উপরে প্রচার করার জন্যে আমি সমালোচিত হয়েছি, কিন্তু “তৃতীয় বিশ্বের” প্রচারকদের এক বিশাল সংখ্যক শ্রোতা আমার কাছে আছেন যারা গোটা তৃতীয় বিশ্ব জুড়ে 43টি ভাষায় আমার ধর্ম্মোপদেশ পড়ছেন| যেহেতু আমেরিকার সঙ্গে সঙ্গে এখন “তৃতীয় বিশ্বেও” মন্ডলী ভাঙ্গন ঘটছে, আমি অনুভব করেছি যে এই সমস্ত ধর্ম্মোপদেশগুলি তাদের আর সেইসঙ্গে আমাদেরও সাহায্যে আসবে| আমি অনুভব করছি যে ঈশ্বর চাইছেন আমি এই বিষয়ে বলি যেহেতু আমরা একটা নতুন চিনা মন্ডলী আরম্ভ করেছি|

আমি খুবই কৃতজ্ঞ যে যখন আমার 19 বছর বয়স ছিল ঈশ্বর আমাকে চিনা লোকদের প্রতি একজন মিশনারি হওয়া আহ্বান জানিয়েছিলেন| 60 বছরেরও বেশি সময় পরে আমি এখনও তাই করে চলেছি যা ঈশ্বর আমাকে অত বছর আগে করার প্রতি আহ্বান জানিয়েছিলেন| ঈশ্বরের অনুগ্রহে আমি এখনও একজন মিশনারি হয়েই আছি| বহুদিন আগেই আমি অন্য কিছু হওয়ার ধারণা বিসর্জন দিয়েছিলাম! এখানে একটি ছোট্ট কবিতা দিলাম যা মহান জন ওয়েস্‌লী তার পত্রিকাতে উদ্ধৃত করেছিলেন,

ছোট্ট একটি শোভাযাত্রা, ছোট্ট একটি প্রভাব,
শীতকালে দিনের সূর্য্যকিরণ,
সবই কি মহান ও ক্ষমতাবান
শৈশব ও মৃত্যুর মধ্যবর্তী!

আমার 62 বছরের প্রচারকালে আমি বহু মন্ডলী একেবারে “গোড়া থেকে” আরম্ভ করেছি| আমি নিশ্চিত যে আবার শুরু করার প্রতি ঈশ্বর ডঃ কেগান এবং আমাকে সাহায্য করবেন|

যদিও, এটা খুব সহজ হবে না| আমরা, ঈশ্বরের অনুগ্রহে, শেষের দিনগুলিতে নীতিশাস্ত্র বিরোধী নতুন-সুসমাচারসংক্রান্ত প্রচারকদের মধ্যে এই নতুন মন্ডলী শুরু করতে চলেছি| এর প্রয়োজনে আপনাকে কঠোর মৌলবাদী হতে হবে| এর প্রয়োজনে আপনাকে এত শক্ত হতে হবে যাতে করোনাভাইরাসের মতন একটি ক্ষুদ্র বিষয় আপনাকে সেইরকম হওয়া থেকে বিরত করবে না যা যীশু খ্রীষ্টের জন্য আপনি হতে পারেন, যেমন ডঃ তিমথি লিন এবং পালক রিচার্ড উর্মব্রান্ড হয়েছিলেন| স্মরণ করুন, “অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে” (প্রেরিত 14:22; পৃষ্ঠা 1169)|

উর্দ্ধপথে আমি দ্রুত যাইতেছি, প্রতিদিন নতুন শিখর জয় করিতেছি;
   প্রার্থনায় আমি অগ্রে গমনরত, “প্রভু, আমার চরণ উচ্চভূমিতে স্থির কর|”
প্রভু, বিশ্বাসে আমাকে উঠাও, এবং স্থির কর, স্বর্গের তলভূমিতে,
   আমি উপনীত হইলাম উচ্চ তলভূমিতে; প্রভু, আমার চরণ উচ্চভূমিতে স্থির কর|

আমার হৃদয় সেখানে থাকিতে ইচ্ছুক নয় যেখানে সন্দেহ জাগ্রত ও ভয় আতঙ্কিত;
   যদিও কিছুজন সেখানে বাস করেন যেখানে এগুলি উচ্ছলিত, আমার প্রার্থনা, আমার লক্ষ্য, উচ্চভূমিতে|
প্রভু, বিশ্বাসে আমাকে উঠাও, এবং স্থির কর, স্বর্গের তলভূমিতে,
   আমি উপনীত হইলাম উচ্চ তলভূমিতে; প্রভু, আমার চরণ উচ্চভূমিতে স্থির কর|

আমি জগতের উপরে থাকিতে চাই, যদিও শয়তানের ক্ষেপনাস্ত্র আমার প্রতিবন্ধক;
   বিশ্বাস আনন্দধ্বনির উপলব্ধি, সাধুদের গান উচ্চভূমিতে|
প্রভু, বিশ্বাসে আমাকে উঠাও, এবং স্থির কর, স্বর্গের তলভূমিতে,
   আমি উপনীত হইলাম উচ্চ তলভূমিতে; প্রভু, আমার চরণ উচ্চভূমিতে স্থির কর|

আমি সর্বোচ্চ শিখরে আরোহণ করিতে চাই এবং গৌরবের উজ্জ্বল দীপ্তি ধরিতে চাই;
   কিন্তু তবুও প্রার্থনা করিব যতক্ষণ না স্বর্গকে পাই, “প্রভু, আমাকে উচ্চভূমিতে চালনা কর|”
প্রভু, বিশ্বাসে আমাকে উঠাও, এবং স্থির কর, স্বর্গের তলভূমিতে,
   আমি উপনীত হইলাম উচ্চ তলভূমিতে; প্রভু, আমার চরণ উচ্চভূমিতে স্থির কর|
(“উচ্চতর ভূমি” রচনা জনসন ওয়াটম্যান, জুনিয়র, 1856-1926)|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।