Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




একজন খ্রীষ্ট বিশ্বাসী শিষ্য হলে তার মূল্য কি

WHAT IT COSTS TO BECOME A CHRISTIAN DISCIPLE
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2019 সালের, 17ই ফেব্রুয়ারি, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, February 17, 2019

‘‘বাস্তবিক দুর্গ নির্ম্মান করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে?’’ (লূক 14:28)|


এখন, আমার সঙ্গে মথি 16 নং অধ্যায়ের, 24 নং পদটি খুলুন|

‘‘কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাদগামী হউক’’ (মথি 16:24)|

বর্তমানে বেশীর ভাগ যুবকদের সামনে অনুসরণ করার কোন কারণ নেই এবং তাদের জীবনের কোন উদ্দেশ্য নেই| আপনি সাধারণভাবে একটা দিন থেকে পরের দিনের প্রতি বেঁচে থাকেন| আসলে, আজকের দিনে যুবকেরা মনে হয় মুহূর্তের জন্য বেঁচে আছেন| টেলিভিশনের চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখার মতন করে আপনি জীবন পরিচালনা করছেন - প্রায়শই আপনি একটা গোটা প্রোগ্রাম কখনো না দেখে লাফ দিয়ে পরের চ্যানেলে চলে যান|

এখন সেখানে একটা বিপদ আছে| আপনি কখনো সম্পূর্ণ গল্পটি পান না| সেইভাবেই অনেক যুবক এই মন্ডলীতে আচরণ করছেন| আপনি ‘‘চ্যানেল সার্ফ’’ করছেন - ভেতরে এবং বাইরে আসা যাওয়া করছেন| এক রবিবারে লা ভেগাসে যাচ্ছেন এবং পরের রবিবারে মন্ডলীতে আসছেন| কিন্তু সেইভাবে আপনি কখনো সম্পূর্ণ গল্পটি পাবেন না| আপনি পাবেন খালি সামান্য কিছু অংশ ও টুকরো| উদাহরণস্বরূপ, আপনি শুধুমাত্র বিবর্তনের বিষয়ে শোনেন, এবং আপনি চরমতত্ত্ব, পরিত্রাণ তত্ত্ব, পিশাচতত্ত্ব, এবং অন্য অনেক বিষয় হারান|

প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হতে হলে আপনাকে অবশ্যই খ্রীষ্টের ওপরে নিজেকে সম্পূর্ণভাবে নিক্ষেপ করতে হবে:

‘‘কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাদগামী হউক’’ (মথি 16:24)|

এখন, পরিত্রাণ হয় অনুগ্রহের দ্বারা| একজন অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি কখনো সেরকম করতে পারেন না যেরকম যীশু বলেছেন, ‘‘কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাদগামী হউক|’’ কিন্তু সুসমাচার শোনার জন্য ঈশ্বর আপনাকে এই মন্ডলীতে আকর্ষণ করেছেন| এবং পিউরিটান থমাস ওয়াটসন সঠিকভাবে বলেছিলেন, ‘‘যখন ঈশ্বর আকর্ষণ করিতে শুরু করেন তখন হয়ত আমরা অনুসরণ করি|’’ অথবা, আপনি হয়তো অনুসরণ না করার সিদ্ধান্ত নেন, এমনকি যদিও, অন্তরের গভীরে, আপনি জানেন যে আপনার তা করা উচিৎ|

অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি পরস্পর বিরোধী মতে পরিপূর্ণ| আপনি মন্ডলীতে আসেন এবং প্রচারক ও বাইবেল নিয়ে আপনার মনে একটা আভ্যন্তরীন বিতর্ক থাকে| আপনার অন্তরে আপনি বলেন, "আমি বাইবেল বিশ্বাস করি না|" কিন্তু তারপরেই আপনি ভাবেন, "আমি জীবনে অকৃতকার্য্য| আমি যেভাবে থাকি তাতে আমার কোন আশা নেই|" আপনি সামনে পিছনে আকর্ষিত হতে থাকেন| আপনার একটা অংশ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং একটা অংশ বিশ্বাস করতে চায় যে সেখানে ঈশ্বরে আশা রয়েছে| সেখানে একটা আভ্যন্তরীন দ্বন্দ চলছে| এবং আজকের সন্ধ্যায় যারা এখানে আছেন তাদের প্রত্যেকে অনুরূপ একটা দ্বন্দের মধ্যে দিয়ে গিয়েছেন|

আজ রাত্রে আমি এই মন্ডলীর সারি ধরে ওপরে এবং নিচে যেতে পারি এবং যারা এখানে আছেন সেই যুবকদের থেকে গল্পের পর গল্প আপনাকে বলতে পারি| তাদের প্রত্যেকেরই একটা আভ্যন্তরীন দ্বন্দ ছিল| এটা হুবহু আপনার দ্বন্দের অনুরূপ হয়তো না হতে পারে, কিন্তু সর্বদা সেখানে একটা মিল খুঁজে পাওয়া যায়| আপনার একটা অংশ মন্ডলীতে ফিরে আসতে চায় এবং আশা করে যে সেখানে একজন ঈশ্বর আছেন এবং পরিত্রাণ আছে আর আপনার অন্য অংশ ঈশ্বর, বাইবেল এবং প্রচারকের বিরুদ্ধে বিদ্রোহ করে|

প্রথম, আপনার মধ্যে এই দ্বন্দের উৎসগুলি কি কি ? প্রথম, সেখানে একটি জগৎ আছে (পিতা-মাতা, বন্ধুবর্গ, আমোদ-প্রমোদ)| তারপরে সেখানে আছে আপনার জৈব-প্রকৃতি (আপনি মন্ডলীতে অনুপস্থিত থাকেন, অবাধে যৌন-সংসর্গ করেন, আপনার নিজের কাজ করে চলেন)| তারপরে সেখানে দিয়াবল আছে| আর অন্য দিকে, আছেন সেই পবিত্র আত্মা| তিনি হলেন আপনার বিবেক-এর প্রতি কথা বলার ধীর স্বর| তিনি আপনাকে যীশু খ্রীষ্টের কাছে আসার এবং এই স্থানীয় মন্ডলীতে আসার আহ্বান জানান| সুতরাং, সেখানে আপনার আত্মায় একটা দ্বন্দ উপস্থিত হয়| একদিকে ঈশ্বর আপনাকে আহ্বান করছেন - আর অন্যদিকে পাপ এবং জাগতিক আমোদ-প্রমোদ আপনাকে হাতছানি দিচ্ছে|

বাইবেল বলছে, "তবে যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর; নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ...কিম্বা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ, সেই ইমোরীয়দের [আমেরিকানগণ] দেবগণ হয় হউক; কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব" (যিহোশূয় 24:15)| আপনাকে অবশ্যই একটা কিছু পছন্দ করতে হবে| দুর্ভাগ্যবশত, আপনাদের বেশীর ভাগ ভুল পছন্দটি করবেন| আমার সেবাকাজের 60 বছরের অভিজ্ঞতা আমাকে বলছে যে আপনি সম্ভবত ভুল পছন্দ করবেন| বাইবেল বলছে,

‘‘তাহারা জীবন অপেক্ষা মরণই বাঞ্ছনীয় জ্ঞান করিবে’’ (যিরমিয় 8:3)|

আপনার বিষয়টি কি?

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

দ্বিতীয়, কেন আপনি সঠিক মনোনয়ন করবেন ? কেন আপনার এই স্থানীয় মন্ডলীতে আসা এবং প্রত্যেক রবিবারে এখানে থাকা উচিৎ হবে? কেন আপনি খ্রীষ্টের কাছে আসবেন এবং পরিত্রাণপ্রাপ্ত হবেন?

1. কারণ এটা আপনাকে বেঁচে থাকার একটা কারণ দেবে|

2. কারণ এটা আপনার ব্যর্থতাকে চক্রাকারে ঘুরিয়ে দেবে| যারা খ্রীষ্টকে খুঁজে পেয়েছেন তাদের কেউ ব্যর্থ হন না|

3. কারণ এটা আপনাকে ভবিষ্যতের আশা যোগাবে|

4. কারণ এটা আপনার অপরাধ দূরে সরিয়ে দেবে এবং আপনাকে একটি প্রাচুর্য্যময়, শান্তিপূর্ণ জীবনে পরিচালিত করবে|

সাবিনা উর্মব্রান্ড তার জীবনের সব পরীক্ষার মধ্যেও ছিলেন উজ্জ্বল, হাস্যমুখী সুখী এক মহিলা কারণ তিনি যীশু খ্রীষ্টকে ব্যক্তিগতভাবে জেনেছিলেন| একটি স্বতন্ত্র ব্যাপটিষ্ট মন্ডলী হিসাবে আমরা পরিচিত হওয়ার আগে থেকেই সাবিনা আমাদের মন্ডলীতে বহু বার করে আসতেন| পালক এবং মিসেস উর্মব্রান্ড এর সঙ্গে তাদের এপার্টমেন্টে আমার স্ত্রী এবং আমি একসাথে ডিনার করেছি| খ্রীষ্টের কারণে তিনি সবকিছু ত্যাগ করেছিলেন| কিন্তু এখনও পর্যন্ত আমার জানা সবথেকে সুখী মহিলাদের মধ্যে তিনি ছিলেন একজন|

এখানে কয়েক বছরের বেশী সময় ধরে আছেন এমন যে কাউকে জিজ্ঞাসা করুন! সাবিনা উর্মব্রান্ডকে জিজ্ঞাসা করুন, এখন তিনি স্বর্গে! তারা সবাই আপনাকে বলবেন যে এটা সত্যি! এই স্থানীয় মন্ডলীতে থাকবেন এবং পরিত্রাণপ্রাপ্ত হবেন সেই পছন্দ আপনাকে করতেই হবে কারণ এটাই হল সঠিক পছন্দ| এটাই কারণ যে কেন আপনার অন্তরে একটি ধীর স্বর থাকে যা বলে, "তুমি জান তিনিই সঠিক|"

তারপর, তৃতীয়ত, আমার অবশ্যই আপনাকে বলা উচিৎ যে সেখানে কিছু বিষয় আছে যা আপনাকে অবশ্যই ত্যাগ করতে হয় এবং কিছু বিষয় আছে যা করা আপনাকে শুরু করতে হয় যদি আপনি খ্রীষ্ট বিশ্বাসীর জীবনযাপন করতে চান |

যীশু বলেছেন:

‘‘কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাদগামী হউক’’ (মথি 16:24)|

যখন আপনি বাইবেলের কাছে আসেন আপনি দেখেন ঈশ্বর সম্পূর্ণ উৎসর্গ দাবি করছেন|

আব্রাহামের থেকে ঈশ্বর কি দাবি করেছিলেন দেখুন| ঈশ্বর একদিন বললেন, "আব্রাহাম, আমি চাই তুমি বাহির হইয়া মোরিয়া পর্ব্বতে যাও এবং আমি চাই তোমার ছোট্ট পুত্ত্রকে সঙ্গে নাও, যে পুত্ত্রের জন্য তুমি কত অধিক বৎসরকাল অপেক্ষা করিয়া ছিলে, যে পুত্ত্রকে তুমি জগতের কোন কিছুর তুলনায় অধিক প্রেম কর এবং আমি চাই তাহাকে একটি যজ্ঞবেদীর উৎসর্গ কর|"

আব্রাহাম ঈশ্বরের আজ্ঞা পালন করলেন এবং বের হয়ে যজ্ঞবেদীর উপরে পুত্রকে বসালেন এবং একটা লম্বা ধারালো ছুরি নিলেন এবং ঈশ্বরের প্রতি বাধ্যতাস্বরূপ সেটা তার পুত্রের হৃদয়ের প্রতি নিক্ষেপ করলেন| কিন্তু মাঝ আকাশে ঈশ্বর তার হাত থামিয়ে দিলেন| ঈশ্বর বললেন, "আব্রাহাম, যথেষ্ট হয়েছে| আমি জানি এখন তুমি আমার সহিত সমস্ত পথ যাইতে প্রস্তুত।"

অথবা মোশির কথাই ধরুন| মোশি ছিলেন ফৌরানের কন্যার পালিত পুত্র| তিনি মিশরের সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন| তিনি সম্ভবত তার সময়ে পৃথিবীর সবথেকে বিশাল সাম্রাজ্যের সম্রাট হতে পারতেন| সমস্ত ধন-দৌলত এবং সমস্ত ক্ষমতা এবং সমস্ত গৌরব যা একজন মানুষের থাকতে পারতো তার সবই তার কাছে ছিল| কিন্তু ঈশ্বরের লোকদের সঙ্গে দুখঃভোগ করার জন্য মোশি ঐসব ধন-সম্পত্তির সবগুলি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন| ঈশ্বর দাবি করেছিলেন যে নিজেকে ব্যবহৃত হতে দিতে মোশি যেন তার সবকিছু ত্যাগ করেন| এবং তারপরে ঈশ্বর অধ্যয়ন, প্রার্থনা, ও শিক্ষাগ্রহণের জন্য প্রান্তরের পিছন দিকে মোশিকে রেখেছিলেন|

অথবা যোষেফ| তার ভাইদের দ্বারা ক্রীতদাস হিসাবে যোষেফকে বিক্রী করা হয়েছিল| পোটিফার নামের একটি লোকের জন্য কাজ করতে তাকে মিশরে যেতে হয়েছিল| তিনি তার পরিবার ও বন্ধুদের থেকে অনেক দূরে ছিলেন| তিনি তখন ছিলেন কেবলমাত্র কিশোর বয়সী| তিনি আপোষে বন্দোবস্ত করে নিতে পারতেন| ঈশ্বর ছাড়া, আর কেউ এটা জানতে পারতো না| এবং পোটিফারের স্ত্রী খুব সুন্দরী ছিলেন| তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্যে তিনি যোষেফকে পাওয়ার চেষ্টা করেছিলেন| যোষেফ জানতেন যে পোটিফারের স্ত্রীর সহায়তা দ্বারা রাজত্বের মধ্যে তিনি অনেকদূর এগিয়ে যেতে পারতেন - কিন্তু তিনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। য্খন পোটিফারের স্ত্রী তাকে আঁকড়ে ধরেছিলেন, যোষেফ তার বস্ত্র ফেলে পালিয়ে গেছিলেন| এর অর্থ এই যে তার কারাবাস হয়েছিল এবং তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল| তিনি প্রকৃতই এই অর্থ করেছেন কি না সেটা দেখতে ঈশ্বর এই যুবককে পরীক্ষা করছিলেন| পরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং মিশর দেশের দ্বিতীয় সর্ব্বোচ্চ অবস্থানে উন্নীত করা হয়েছিল|

‘‘কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাদগামী হউক’’ (মথি 16:24)|

অথবা দানিয়েলের কথা ধরুন| তারা বলেছিলেন, "দানিয়েল, ব্যাবিলনে আর প্রার্থনার প্রয়োজন নাই| যদি তুমি প্রার্থনা কর তোমাকে একটা সিংহের খাঁচায় নিক্ষেপ করা হবে|"

কিন্তু দানিয়েল জানালা খুলে রেখে দিনে তিনবার করে প্রার্থনা করতেন| এমনকী যদিও তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তারা তাকে সিংহের খাঁচায় নিক্ষেপ করেছিলেন| এবং দানিয়েল জানতেন না যে সিংহের মুখ ঈশ্বর আটকে দিতে চলেছেন| এর মূল্য দেওয়ার জন্যে ঈশ্বর তাকে আহ্বান করেছিলেন এবং তিনি এটা করতে ইচ্ছুক ছিলেন|

এবং আজ সন্ধ্যায় যীশু আপনার প্রতি বলছেন,

‘‘কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাদগামী হউক’’ (মথি 16:24)|

এর মানে হল যে আপনি অন্যান্য লোকদের তুলনায় ভিন্ন হয়েছেন| আজকের দিনে বেশীর ভাগ যুবক একইরকম পোষাক পরছেন| তাদের দেখতে একরকম লাগে| তাদের কাজকর্ম একই ধরণের| তারা পৃথক হতে ভয় পায়| যদি আপনার কোন কোন বন্ধু থাকেন যারা তাদের মাথা কামিয়ে রাখে এবং তাদের নাকে একটা নোলক পরে, আপনিও চাইবেন আপনার মাথা কামাতে এবং নাকে একটা নোলক পরতে - যাতে আপনাকে আলাদা না দেখায় - যাতে করে আপনি মানিয়ে যান| কিন্তু বাইবেল আপনাকে অন্য কিছু একটা হওয়ার - জনগণের মধ্যে থেকে বের হয়ে আসার এবং মানবিক ও আত্মিকভাবে ভিন্নমতাবলম্বী হওয়ার আহ্বান জানাচ্ছে|

যখন অন্যেরা বলছেন যে সেখানে কোন ঈশ্বর নেই অথবা বলছেন যে ঈশ্বরে কিছু যায় আসে না, আপনাকে অবশ্যই সোজা হয়ে দাঁড়াতে ইচ্ছুক হতে হবে এবং বলতে হবে যে ঈশ্বরে যায় আসে এবং ঈশ্বর হলেন প্রাসঙ্গিক এবং ঈশ্বর হলেন আমার প্রাণের কেন্দ্রবিন্দু! সাবিনা উর্মব্রান্ড সেটা করেছিলেন, এমনকী যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দুই ভাই ও তার বোন, এবং তার পিতা-মাতা দুজনেই রোমানিয়া থেকে যিহূদিদের পাচার করার জন্যে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রাণদন্ডে দন্ডিত হয়েছিলেন|

যখন অন্যেরা বলছেন, "ঐ ব্যাপটিষ্ট মন্ডলীতে আর ফিরে যাবেন না| আমার সঙ্গে আসুন| আসুন আমরা অন্য কোথাও যাই," তখন আপনাকে অবশ্যই ইচ্ছুক হতে হবে এই বলতে যে, "না| আমি সেখানেই ফিরে যাচ্ছি| আমি ঈশ্বরকে চাই| এর মূল্য কোন ব্যাপার নয় কিন্তু আমি যীশু খ্রীষ্টকে চাই! আমি আবার সেই ভিত্তিগত প্রচারকের কথা শুনতে চাই| সেই ব্যাপটিষ্ট ট্যাবারনাক্‌লের ঐ লোকদের কাছে যা আছে আমি সেসব পেতে চাই|"


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ জ্যাক নগানন:
“The Master Hath Come” (by Sarah Doudney, 1841-1926) |