Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




সুসমাচার প্রচারে - আমরা কি করি কেন আমরা করি

WHY WE DO WHAT WE DO – IN EVANGELISM
(Bengali)

ডঃ সি. এল. কেগান দ্বারা লিখিত এবং 2018 সালের, 28শে অক্টোবর,
প্রভুর দিনের সকালবেলায় লস্‍ এঞ্জেল্‍সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে
রেভাঃ জন শমূয়েল কেগান দ্বারা প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Dr. C. L. Cagan
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, October 28, 2018

‘‘বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর’’ (লূক 14:23)|


আমরা সুসমাচার সংক্রান্ত প্রচার করি যা লোকদের আমাদের মন্ডলীতে নিয়ে আসে সেগুলি শোনার জন্য| অন্যান্য মন্ডলীতে, সদস্যেরা রাস্তায় দাঁড়িয়ে লোকদের সঙ্গে নিয়ে একটি "পাপীর প্রার্থনা" করেন এবং তাদের এই "সিদ্ধান্ত" নেওয়ার পরে মন্ডলীতে আসার জন্য তাদের আমন্ত্রণ করেন| কিন্তু আমরা প্রথম যেটা করি তা হল লোকদের মন্ডলীতে আসার আমন্ত্রণ জানাই| তারপরে আমরা তাদের মন্ডলীতে নিয়ে আসি| যখন তারা আসেন, তারা মন্ডলীতে বন্ধুত্ব স্থাপন করেন| তারা প্রচারিত সুসমাচার শোনেন| তাদের কয়েকজন থেকে যান এবং খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেন| তারা খুব সুন্দর খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন| নতুন এই পদ্ধতিটি আমাদের পালক, ডঃ হেইমারসের থেকে এসেছে| তিনি এর পরিকল্পনা করেছেন কারণ তিনি অনুভব করেছিলেন যে আমাদের মন্ডলীতে হারানো লোকদের পাওয়ার জন্যে কৃত অন্য সমস্ত পদ্ধতি অকৃতকার্য্য হয়েছে|

ডঃ হেইমারসের পদ্ধতিতে কি হয়? সুসমাচার প্রচারে আমরা কি করি? বুধবার ও বৃহস্পতিবারের রাত্রে এবং অন্য সময়ে আমরা দুই দুইজন করে বিভিন্ন কলেজ, শপিং মল, এবং লস এঞ্জেল্‌স এলাকার ভিতরে অন্যান্য জনসাধারণের জমায়েতের স্থানগুলিতে যাই| আমাদের মধ্যে অনেকেই নিজে থেকেই এটা করে থাকে| এই সব স্থানে, আমরা লোকদের দিকে এগিয়ে যাই এবং তাদের সঙ্গে কথা বলি| তাদেরকে তক্ষুনি খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে পাওয়ার চেষ্টা আমরা করি না| আমরা তাদেরকে "পাপীর প্রার্থনায়" পরিচালিত করি না| এর পরিবর্তে, আমরা তাদের বলি আমাদের মন্ডলী কি ধরণের হতে পছন্দ করে| মন্ডলীতে অনেক যুবক যুবতী থাকবেন যাদের সঙ্গে আপনারা বন্ধুত্ব করতে পারেন| তারা একটা প্রচার শুনতে পারেন| তারা এখানে দুপুরের আহার (যদি তারা সকালে আসেন) এবং রাত্রের আহার (যদি তারা বিকালে আসেন) সেরে নিতে পারেন| তারা ফিল্ম দেখবেন| তারা একটা পার্টিতে যোগ দেবেন - আমাদের মন্ডলীতে আমরা প্রত্যেকের জন্মদিন পালন করে থাকি| তারা খুব ভাল একটা সময় কাটাবেন| তাদের অনেকেই আসতে চান!

তখন আমরা তাদের প্রথম নাম জিজ্ঞাসা করি এবং টেলিফোন নম্বর দিতে বলি| পরে, আমরা এই নাম ও ফোন নম্বরগুলি আমাদের ডিকন এবং অন্যান্য অভিজ্ঞ খ্রীষ্ট বিশ্বাসী কর্মীদের হাতে দিই| এই কর্মীরা লোকদের টেলিফোন করেন, আমাদের মন্ডলী সম্বন্ধে তাদেরকে সব জানান, তাদের আসার জন্য নিমন্ত্রণ করেন, এবং আমাদের একজন সদস্যের সঙ্গে রবিবারে আসার জন্য যানবাহনের ব্যবস্থা করে দেন| রবিবারে, আমরা তাদের বাড়ি থেকে তুলি, তাদের মন্ডলীতে নিয়ে আনি, এবং রাত্রে আবার বাড়িতে ছেড়ে আসি| অনেক লোক তাদেরকে টেলিফোন করার পরে প্রথম রবিবারেই মন্ডলীতে আসেন| অন্যেরা সেইদিন ব্যস্ত থাকেন এবং পরে আসেন| যখন তারা মন্ডলীতে আসেন, তারা প্রচারিত সুসমাচার শোনেন এবং বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা এবং পরে পার্টি ও আহারের মধ্যে দিয়ে তারা খুব ভাল একটা সময় অতিবাহিত করেন - এবং তাদের অনেকেই ফিরে আসেন!

এই পদ্ধতিটি কাজ করে! বিগত পাঁচ সপ্তাহে, একশ জনেরও বেশী লোক আমাদের মন্ডলীতে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বারের মতন এসেছেন| এবং তাদের মধ্যে কয়েকজন মন্ডলীতে থেকে গেছেন এবং খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছেন| বাস্তবিকপক্ষে এই পদ্ধতিটি আমাদের মন্ডলীতে লোক এনে দেয়| এটা কাজ করে!

লূক 14:23 পদে খ্রীষ্ট যা বলেছেন ‘‘বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর’’ এই বাক্য অনুসরণ করে ডঃ হেইমারস এই উপায় চালু করেছেন যা আমরা অনুসরণ করি| প্রথমত, আমরা হারানো মানুষদের মন্ডলীতে আনি| সেখানে তারা সুসমাচার শোনেন এবং খ্রীষ্টে বিশ্বাস করেন| আধুনিক আমেরিকান মন্ডলীগুলি এর বিপরীত কাজ করেন| রাস্তাতেই তারা লোকদের একটা দ্রুত "সিদ্ধান্ত" নিতে বলেন| কিন্তু তাদের প্রায় কেউই মন্ডলীতে আসেন না| তাদের পদ্ধতি সিদ্ধান্ত উৎপন্ন করে, মন পরিবর্তন করে না| আজ আমি ব্যাখ্যা করতে চাই যে কেন তারা যা করে তার থেকে অন্যভাবে আমরা সুসমাচার প্রচার করি|

কেন আমরা নাম সংগ্রহ করতে এবং লোকদের মন্ডলীতে আসার আমন্ত্রণ জানাতে বাইরে যাই, এবং যখন তাদের সঙ্গে কথা বলি তখনই তাদের পরিত্রাণ পাওয়ানোর জন্য চেষ্টা করি না?

প্রথমত, এর কারণ আমাদের পদ্ধতি বাইবেল অনুসরণ করে| এর সবই নতুন নিয়ম অনুসরণ করে| আন্দ্রিয় ছিলেন বারোজন শিষ্যের মধ্যে একজন| বাইবেল বলছে,

‘‘যোহনের (বাপ্তাইজক) কথা শুনিয়া যে দুইজন যীশুর পশ্চাৎ গমন করিয়াছিলেন, তাঁহাদের মধ্যে একজন শিমোন পিতরের ভ্রাতা আন্দ্রিয়| তিনি প্রথমে আপন ভ্রাতা শিমোনের দেখা পান, আর তাঁহাকে বলেন, আমরা মশীহের দেখা পাইয়াছি - অনুবাদ করিলে ইহার অর্থ খ্রীষ্ট [অভিষিক্ত]| তিনি তাঁহাকে যীশুর নিকটে আনিলেন| যীশু তাঁহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তুমি যোহনের পুত্ত্র শিমোন, তোমাকে কৈফা বলা যাইবে,-অনুবাদ করিলে ইহার অর্থ পিতর [পাথর]|’’ (যোহন 1:40-42)|

আন্দ্রিয় খুব কমই কিছু জানতেন| কিন্তু তিনি জানতেন যে যীশু ছিলেন মশীহ| আন্দ্রিয় পাপীর প্রার্থনা করার জন্য লোকদের সঙ্গে চারিদিকে ঘুরে ঘুরে পাপীর প্রার্থনার জন্য যেতেন না| কিন্তু তিনি তার ভাই শিমোন পিতরকে যীশুর কাছে নিয়ে এসেছিলেন| পিতর স্বয়ং একজন শিষ্যে পরিণত হয়েছিলেন| পরে পিতর মন পরিবর্তন করেছিলেন এবং পঞ্চসপ্তমীর দিনে প্রচার করেছিলেন যখন তিন হাজার লোক খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছিলেন| কিন্তু এর সূত্রপাত হয়েছিল সেই সময়ে যখন তিনি তার ভাইকে অনুসরণ করেছিলেন এবং যীশুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন|

শিষ্য ফিলিপ একই বিষয় নথনেলকে বলেছিলেন| তিনি নথনেলকে বলেছিলেন, "আইস দেখ" (যোহন 1:46)| ফিলিপ খুব বেশী কিছু জানতেন না| কিন্তু তিনি নথনেলকে যীশুর সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে এসেছিলেন, এবং তা পার্থক্য তৈরী করেছিল|

একদিন যীশু শমরিয় নগরে গিয়েছিলেন এবং এক স্ত্রীলোককে পরিত্রাণের প্রতি পরিচালিত করেছিলেন| সেই স্ত্রীলোক বাইবেল জানতেন না| তিনি যিহূদী ছিলেন না| কিন্তু তিনি যীশুকে বিশ্বাস করেছিলেন| তিনি তার শহরে ফিরে যাননি এবং লোকদের পাপীর প্রার্থনা করার প্রতি চালিত করেছিলেন| কিন্তু তিনি লোকদের যীশুর কাছে আসার এবং তাঁর সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানাতেন| বাইবেল বলছে,

‘‘তখন সে [শমরিয়] স্ত্রীলোকটি আপন কলশী ফেলিয়া রাখিয়া নগরে গেল, আর লোকদিগকে কহিল, আইস, একটি মানুষকে দেখ, আমি যাহা কিছু করিয়াছি, তিনি সকলই আমাকে বলিয়া দিলেন; তিনিই কি সেই খ্রীষ্ট নহেন?’’ (যোহন 4:28, 29)|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

প্রত্যেকেই এই কাজ করতে পারেন - এমনকী যদি আপনি এখনও উদ্ধার না পেয়ে থাকেন তাহলেও| বাইবেল মতবাদ শেখার জন্য আপনার কোন ক্লাস করার দরকার নেই| আপনি লোকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন না| আপনি তাদের রাস্তাতে দাঁড় করিয়ে পরিত্রাণ দেওয়ানোর চেষ্টা করছেন না| আপনি খালি তাদের মন্ডলীতে আসার, বন্ধুত্ব পাতানোর এবং একটা ভাল সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছেন| প্রত্যেকেই ঐ কাজটি করতে পারেন - এবং আমরা সেটাই করি|

দ্বিতীয়ত, কারণ আমাদের পদ্ধতিটি কাজ করে| বহু মন্ডলী আদৌ কোন সুসমাচার সংক্রান্ত প্রচার চালায় না| কিন্তু যদি তারা করে, তাহলে তারা লোকদের সঙ্গে কথা বলে রাস্তায় দাঁড়িয়ে বা তাদের সদর দরজার সামনে| তারা খুব তাড়াতাড়ি হারানো লোকদের কাছে "পরিত্রাণের পরিকল্পনা" দিয়ে দেন এবং ঠিক সেখানেই তাদের একটা "পাপীর প্রার্থনা" বলতে বলেন| এটা হল "সিদ্ধান্তবাদ|" যিনি একটি "সিদ্ধান্ত" নেন সেই ব্যক্তি মন পরিবর্তন করেছেন বলে গণ্য করা হয়| সেই ব্যক্তি "উদ্ধার" লাভ করেছেন বলে তারা ধরে নেন| তারপরে, মন্ডলী এইসব লোকদের "ফলো-আপ" (অনুসরণ) করতে থাকে - কিন্তু তাদের প্রায় কেউই মন্ডলীতে আসেন না| আমার বাবা, ডঃ কেগান একবার একটা বুনিয়াদি ব্যাপটিষ্ট মন্ডলী পরিদর্শন করেছিলেন যেখানে তারা এক সপ্তাহে প্রায় 900 জনেরও বেশী লোক সাথে নিয়ে প্রার্থনা করতেন - কিন্তু মন্ডলীতে মাত্র 125 জন লোক থাকতেন| 900 জন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারা কখনও মন্ডলীতে আসেননি| তারা একটা প্রার্থনা করেছিলেন, কিন্তু তারা খ্রীষ্টের কাছে আসেননি|

সেই মন্ডলীগুলি যা করে আমরা কেন সেটা করি না? এটা কাজ করে না| মন্ডলীর সদস্যেরা শত শত লোককে একটা পাপীর প্রার্থনা করতে চালিত করেছিলেন| কিন্তু তাদের প্রায় কেউই মন্ডলীতে আসেননি| তারা খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হননি| তারা একটা "সিদ্ধান্ত" নিয়েছিলেন কিন্তু মন পরিবর্তন করেননি|

যখন আমরা পাপীদের সঙ্গে কথা বলি কেন আমরা সেই স্থানেই তাদের খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত করানোর চেষ্টা করি না? কারণ তারা খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন না! এর পরিবর্তে, আমরা বাইরে বের হই এবং লোকদের আমাদের মন্ডলীতে আসার আমন্ত্রণ জানাই| আমরা তাদের প্রথম নাম এবং ফোন নম্বর জেনে নিই| আমাদের ডিকন এবং নেতৃবর্গ তাদের টেলিফোন করেন এবং রবিবারে মন্ডলীতে আসবেন বলে তাদের জন্যে গাড়ির ব্যবস্থা করে দেন| আমরা আমাদের নিজেদের গাড়ি করে তাদের তুলে নিই এবং মন্ডলীতে নিয়ে আসি| আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি| রবিবারের সকালের সভাকার্যের পরে আমরা সবসময়ে দুপুরের আহার একসঙ্গে করি, এবং আমাদের সন্ধ্যার সভার পরে নৈশাহার করি| আমরা মন্ডলীতে তাদের আনন্দ দিই| তখন আমাদের ডিকন এবং কর্মীরা তাদের ফোন করেন এবং তাদের মন্ডলীতে আবার আসার আমন্ত্রণ জানান|

আমরা যা করি সেটা কেন করি? কারণ এটা কাজ করে| আমাদের পদ্ধতি লোকদের মন্ডলীর প্রতি নিয়ে আসে, এবং মন্ডলীর ভিতরে নিয়ে আসে| মন্ডলীতে তারা সুসমাচার প্রচার শোনেন| কিছু লোক তখনই খ্রীষ্টে বিশ্বাস করতে শুরু করেন, কিন্তু বেশীর ভাগেরই মন পরিবর্তনের আগে বেশ কয়েক সপ্তাহ বা মাসাধিক কাল ধরে প্রচারিত সুসমাচার শোনার প্রয়োজন হয়| তারপরে তারা তাদের অবশিষ্ট জীবনের জন্য খ্রীষ্ট বিশ্বাসী হয়ে মন্ডলীতে থেকে যান| অন্য পদ্ধতিটি হল একটি অপ্রকৃত কৌশল মাত্র যা কাউকে জয় করে না!

কয়েকমাস আগে আমি আমার বাবা ডঃ কেগান এবং নোহ সং-এর সঙ্গে আফ্রিকা গিয়েছিলাম| উগান্ডা, কেনিয়া এবং রোয়ান্ডার মন্ডলীতে প্রচার করেছিলাম| কেনিয়াতে আমরা পালকদের সমাবেশে বক্তৃতা দিয়েছিলাম| বিকালের শেষদিকে সভা সমাপ্ত হয়েছিল| ডঃ কেগান পালকদের উদ্দেশ্যে বলেছিলেন, "আসুন আমরা বাইরে বের হই আর নাম সংগ্রহ করি|" সোয়াহিলি ভাষায় অনুবাদকারী পালকদের সঙ্গে নিয়ে আমরা নাইরোবি, কেনিয়ার রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম| আমরা লোকদের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের টেলিফোন নম্বর নিয়ে নিচ্ছিলাম| আমরা তাদের মন্ডলীতে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম| পালকগণ তাদের টেলিফোন করেছিলেন এবং তাদের আসার ব্যবস্থা করে দিয়েছিলেন| পরের দিনে তারা পাঁচজন সাক্ষাৎকারী পেয়েছিলেন! আমরা রোয়ান্ডা চলে যাওয়ার পরে, পালকগণ আবার এই পদ্ধতি অবলম্বন করেছিলেন এবং রবিবারে তারা আরও পাঁচজন বেশী সাক্ষাৎকারী পেয়েছিলেন!

প্রচারকগণ উৎসাহিত হয়েছিলেন| তারা একটা পদ্ধতি খুঁজে পেয়েছিলেন যা কাজ করছিল! তারা আমাদের বলেছিলেন যে যেস্থানে লোকেরা সিদ্ধান্ত নেবেন সেখানে সভা করার জন্যে তারা বিপুল প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাদের একজনও মন্ডলীতে আসেননি| পালকগণ ভেবেছিলেন যে সেটাই ছিল সুসমাচার প্রচারের একমাত্র উপায়| আমাদের পদ্ধতির বিষয়টি শিখে তারা আনন্দিত হয়েছিলেন, যা প্রকৃতপক্ষে মন্ডলীতে লোকদের নিয়ে আসে|

তৃতীয়ত, শুধুমাত্র যাদের আমন্ত্রণ করা হয়েছে তাদের জন্য নয়, আমাদের পদ্ধতিটি আপনার জন্যেও ভাল| এটা আপনাকে অপেক্ষাকৃত শক্তিশালী একজন খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত করাবে যদি আপনি নিয়মিতভাবে সুসমাচার প্রচার করেন| এবং আপনার করা আমন্ত্রণে লোকেরা মন্ডলীতে আসছেন, মন্ডলীতে থাকছেন এবং খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করছেন, সেটা আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে| আপনি যাকে মন্ডলীতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে দেখার মধ্যে সেখানে বিশাল এক আনন্দ রয়েছে| তারা উদ্ধার লাভ করেছেন তা দেখার মধ্যে সেখানে মহা আনন্দ রয়েছে| আপনাদের জন্য ঐ আনন্দ আমি আশা করি!

কেন আমরা পুস্তিকা বিতরণ করি না? কোন কোন লোক করেন| পুস্তিকা কি জিনিষ তা হয়তো আপনি জানেন না| পুস্তিকা হল একটুকরো কাগজ, সাধারণত ভাঁজ করা, যেটা তারা প্রচুর সংখ্যায় বিলি করেন যারা সেটা নেবেন তাদের মধ্যে| পুস্তিকায় একটা গল্প বলা হয় এবং পরিত্রাণের পরিকল্পনা দেওয়া থাকে| শেষে কোন লোককে একটা প্রার্থনা বলার দ্বারা অথবা এর মধ্যে তার নাম স্বাক্ষর করার দ্বারা এটা লোকদের যীশুকে বিশ্বাস করতে বলে|

অনেক মন্ডলীতেই পুস্তিকা বিতরণের জন্য তাদের নিজস্ব লোক থাকে| তারা এই মনে করেন যে লোকদের তারা খ্রীষ্টের কাছে নিয়ে আসছেন| কিন্তু পুস্তিকা লোকদের খ্রীষ্টের কাছে আনে না| সেগুলি তাদের মন্ডলীতে আনে না| সেই লোকেরা কোথায়? পুস্তিকা হল সময় ও অর্থের অপচয়| সেই কারণে আমরা তা ব্যবহার করি না|

কিভাবে আমরা জানলাম? আমরা এটা চেষ্টা করে দেখেছি| আমরা লক্ষ লক্ষ পুস্তিকা বিলি করেছি| লোকেরা সেসব পড়েছেন| কিন্তু তাদের একজনও মন্ডলীতে আসেননি! যখন তারা সেই কাগজগুলি পড়েছেন তারা মন পরিবর্তন করেননি| ঐ পদ্ধতি বাইবেল অনুসরণকারী নয়| বাইবেল কখনও খ্রীষ্ট বিশ্বাসীদের পুস্তিকা বিতরণ করতে বলে না| কিন্তু বাইবেল বলে বাইরে যেতে এবং পাপীদের ভিতরে - স্থানীয় মন্ডলীতে আসতে বাধ্য করাতে বলে! এবং আমরা সেই কাজটিই করি|

কেন আমরা দুই দুই জন করে বাইরে যাই? কারণ যীশু তাঁর শিষ্যদের সেইভাবেই পাঠিয়েছিলেন| বাইবেল বলছে যে খ্রীষ্ট "সেই বারো জনকে ডাকিয়া দুই দুই জন করিয়া তাঁহাদিগকে প্রেরণ করিতে আরম্ভ করিলেন" (মার্ক 6:7)| আবার, বাইবেল বলছে যে "প্রভু আরও সত্তর জনকে নিযুক্ত [নির্বাচন] করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন, সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন (লূক 10:1)|

স্বভাবতই, আপনি স্বয়ং সুসমাচার প্রচার করতে বাইরে যেতেই পারেন| বাইবেল এতে কখনও নিষেধ করে না| সেখানে এতে কোন কিছুই ভুল নেই| কিন্তু দুই দুইজন করে বাইরে যাওয়া বাইবেল ভিত্তিক, এবং এটা কার্যকরি!

দুই দুই জন করে বাইরে যাওয়া মন্ডলীতে আরও বেশী লোক আনে| লস এঞ্জেল্‌স এবং অন্যান্য বড় শহরে, লোকজন বড়ই সন্দেহপ্রবণ| তারা এমন কারও সঙ্গে কথা বলতে চান না যাকে তারা চেনেন না| যুবকেরা বয়স্ক লোকদের ব্যাপারে সন্দেহপ্রবণ| অল্পবয়স্ক মেয়েরা ছেলেদের ব্যাপারে সন্দেহপ্রবণ| দুই দুই জন করে একসাথে বাইরে যাওয়া তাদের ভয়কে শান্ত করবে এবং আরও বেশী করে নাম পাওয়া যাবে|

দুই দুই জন করে বাইরে যাওয়া আপনার জন্য মঙ্গলজনক| আরও বেশী অভিজ্ঞতা সম্পন্ন খ্রীষ্ট বিশ্বাসীর সঙ্গে যাওয়ার জন্য, আপনি শিখবেন যে কিভাবে মন্ডলীতে লোকদের আসার জন্য আমন্ত্রণ জানাতে হয় এবং আপনি এই কাজ আরও সহজে করতে পারবেন| শুরুতে, আপনি হয়তো ভীতি অনুভব করতে পারেন| কি করতে হয় আপনি তা জানেন না| কিন্তু অন্য কারোর সঙ্গে গেলে আপনি শিখে যাবেন যে কিভাবে এটা করতে হবে| খুব শীঘ্রই আপনি স্বয়ং নাম সংগ্রহ করতে পারবেন!

আপনি খুব ভাল খ্রীষ্ট বিশ্বাসী সহভাগিতা পাবেন| যীশুর জন্য কাজ করা আপনাকে সেই খ্রীষ্ট বিশ্বাসীর ঘনিষ্ঠ সম্পর্কে নিয়ে আসবে যার সঙ্গে আপনি কাজ করেন| সেই "কার্যের সহভাগিতা" সত্যিই চমৎকার এক সহভাগিতা|

কিভাবে আমরা জানলাম যে অন্য উপায়টি কাজ করে না? আমরা বছরের পর বছর ধরে এটা অবলম্বন করেছি! আমরা দরজায় দরজায় গিয়েছি এবং বিলি গ্রাহামের একটি পুস্তিকা নিয়ে পরিত্রাণের পরিকল্পনার মধ্যে দিয়ে লোকদের চালনা করেছি| তাদের সদর দরজায়, অথবা রাস্তাতে দাঁড়িয়ে আমরা তাদের সঙ্গে পাপীর প্রার্থনা করেছি| আমরা লক্ষ লক্ষ পুস্তিকা বিলি করেছি| কিন্তু লোকেরা ভিতরে আসেননি| তারা মন পরিবর্তন করেননি| সেই উপায়টি কার্যকরি হয়নি|

কিন্তু আমাদের পদ্ধতিটি কাজ করে! লস এঞ্জেল্‌সের কেন্দ্রস্থলে আমাদের একটা মন্ডলী আছে| লস এঞ্জেল্‌স হল একটি ঈশ্বরবিহীন এবং মন্দ শহর| সব রকমের পাপ এখানে ঘটে| এখানে লোকেরা কাজ এবং স্কুল এবং পরিবার এবং বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে| টেলিভিশন এবং ইন্টারনেট এবং আইফোন এবং বাকি অনেক কিছু নিয়েই সেখানে অনেক চিত্তবিক্ষেপ হওয়ার মত ব্যাপার থাকে| খুব কম লোক মন্ডলীতে যায়| খুব কম লোকই প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী| রাস্তায় একটা প্রার্থনায় লোকদের চালনা করার চেষ্টা আমরা করেছি| কিন্তু সেটা একটা মন্ডলী গঠন করে না| সেটা এটা খ্রীষ্টের প্রতি লোককে জয় করে না|

আমরা অভিজ্ঞতা থেকে শিখেছি| আমরা বাইরে গিয়েছি এবং লোকদের মন্ডলীতে আসার আমন্ত্রণ জানিয়েছি| তারপরে আমরা তাদের মন্ডলীতে নিয়ে এসেছি যেখানে তারা বন্ধু পেতে পারেন এবং সুসমাচার শুনতে পারেন| আমাদের মন্ডলীতে প্রতি রবিবারে আমরা হারানো লোকদের পাই| তারা অন্যান্য মন্ডলী থেকে আসেন না| তারা খ্রীষ্ট বিশ্বাসীর পরিবার থেকে আসেন না| তারা এই সমস্ত পাপ সঙ্গে নিয়ে জগৎ থেকে আসেন| এবং তাদের মধ্যে কয়েকজন বিস্ময়কর খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন| সেটাই কারণ যে আমাদের মন্ডলী আত্মিক এবং প্রাণবন্ত| আমাদের পদ্ধতি প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী উৎপন্ন করে, এবং তাদের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই! আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ জ্যাক নগানন:
“Bring Them In” (Alexcenah Thomas, 19th century) |