Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




শেষ দিনের চিহ্নসকল

SIGNS OF THE LAST DAYS
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 9ই সেপ্টেম্বর, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, September 9, 2018


শিষ্যেরা জনতে চাইছিলেন কখন জগতের অন্ত হবে| তারা বলেছিলেন, "আপনার আগমনের ও যুগান্তের চিহ্ন কি?" (মথি 24:3)| তারা খ্রীষ্টকে তাদের জন্য একটা চিহ্ন দিতে বলেছিলেন| তিনি তাদের, মথি 24 অধ্যায়, এবং তার সমান্তরাল লূক 21 অধ্যায়ের মধ্যস্থিত চিহ্নের অনেকগুলির কথা বলেছিলেন| ঐসব চিহ্নের অনেকগুলি মথি 24 অধ্যায়ে আছে| আর লূক 21 অধ্যায়ে সেসবের আরও বেশি রয়েছে| আজ রাত্রে আমরা বেশির ভাগই লূক 21 অধ্যায়ের থেকে শুনব| "আপনার আগমনের ও যুগান্তের চিহ্ন কি?" লূক 21 অধ্যায়ে খ্রীষ্ট ঐ সমস্ত চিহ্নের অনেকগুলির কথা বলেছেন, কিন্তু প্রথমে II পিতর দেখুন|

II পিতর দেখুন, অধ্যায় তিন, পদ 3 | এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1319 পৃষ্ঠাতে আছে| এতে বলছে,

‘‘প্রথমে ইহা জ্ঞাত হও যে, শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে; তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে’’ (II পিতর 3:3)|

আজ রাত্রে আমি এই বিষয়ে বলব: "শেষ দিনের চিহ্নসকল," কারণ এই মুহূর্তে আমরা সেই শেষ দিনে বাস করছি| সময় খুবই কম|

লক্ষ্য করুন যে II পিতর 3:3 পদের অভিব্যাক্তি, "শেষকালে উপস্থিত হইবে|" লক্ষ্য করুন "শেষকালে" শব্দটি| আপনি ঐ অভিব্যাক্তি এবং ধারণা বাইবেলের মধ্যে বার বার দেখতে পাবেন|

বাইবেল শিক্ষা দেয় যে শেষ দিন বলে একটা লক্ষ্য করার বিষয় ইতিহাসে রয়েছে| অনেক বাইবেল শিক্ষক বলেন যে আমরা ঐ পর্যায়কালের মধ্যেই এখন আছি| আমি মনে করি তারা ঠিক বলছেন| বাইবেল দিন স্থির করার বিরুদ্ধে সতর্ক করছে| কিন্তু সেখানে "অন্তিম দিন" বলে সময়ের একটা পর্যায় রয়েছে| প্রত্যেকটি চিহ্ন নির্দেশ করছে যে আমরা বর্তমানে ঐ সাধারণ পর্যায়ে বাস করছি| লিওনার্দ রেভেনহিল বলেছিলেন, "এই সকলই হইতেছে সেই অন্তিম দিন|"

II পিতর 3:3 পদে এর পরবর্তী শব্দ হল "উপহাসকেরা|" এই সমস্ত লোকেরা খ্রীষ্টের দ্বিতীয় আগমনের এবং জগত অন্তের ধারণাকে ব্যঙ্গ করেন| তারা ব্যঙ্গ করেন এবং উপহাস করেন এবং হাসেন| তারা হলেন কপট এবং অবিশ্বাসী| তারা বলেন, "আমরা কোথাও ঈশ্বরকে দেখিতে পাইতেছি না| আমরা মনে করি না যে ঈশ্বর জগতের অন্ত ঘটাইতে চলিয়াছেন| আমরা এমনকী নিশ্চিত নহি যে সেখানে ঈশ্বর বলিয়া কেহ একজন আছেন|" অন্য এক মাত্রা থেকে, ভবিষ্যৎ বিচারের ধারণাকে তারা ব্যঙ্গ করেন, যীশু খ্রীষ্টের আকাশ থেকে এই পৃথিবীতে নেমে আসার ধারণাকে তারা উপহাস করেন| ঈশ্বরের অগ্নিবৎ ক্রোধে জগতের অন্ত হওয়ার এই সামগ্রিক ধারণাতে তারা হাসেন|

‘‘প্রথমে ইহা জ্ঞাত হও যে, শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে; তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে’’ (II পিতর 3:3)|

তারা কেন উপহাস করেন আর হাসেন? এর পরের কয়েকটি শব্দ আমাদের বলছে, "তাহারা আপন আপন অভিলাষে চলিবে" অথবা "তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে|" তারা পাপের মধ্যে বাস করছেন| সেই কারণে তারা চান না যে খ্রীষ্ট নেমে আসুন এবং তাদের পাপপূর্ণ জীবনযাপনে হস্তক্ষেপ করুন| তারা তাদের অভিলাষ, তাদের পাপকে এত ভালবাসেন যে তারা চান না যে খ্রীষ্ট আসুন, এবং তার জন্যে ঈশ্বরের বিচার সম্বন্ধে বাইবেল যে শিক্ষা দিচ্ছে সেটা তারা প্রত্যাখ্যান করেন! তিনি হলেন ভালবাসার ঈশ্বর, কিন্তু তিনি ক্রোধ ও বিচারের এক ঈশ্বরও বটে| পাপ এবং মন্দের বিরুদ্ধে তিনি হলেন এক ক্রোধের ঈশ্বর| এই সমস্ত উপহাসকারী কপটেরা প্রমাণ পরীক্ষা করেন না| তারা বাইবেল পড়েন না| তারা সত্যকে জানতে চান না - কারণ তারা হলেন কপট| তারা হলেন উপহাসক, আপন আপন অভিলাষ অনুসারে চলছেন!

তারপরে, এর পরের শব্দ বলছে, "বস্তুতঃ সেই লোকেরা ইচ্ছাপূর্ব্বক ভুলিয়া যায় যে, আকাশমন্ডল...ঈশ্বরের বাক্যের গুণে প্রাক্কালে ছিল" (7 নং পদের মধ্যে দেখুন)| "আবার সেই বাক্যের গুণে এই বর্তমান কালের আকাশমন্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্য্যন্ত রক্ষিত হইতেছে" (II পিতর 3:3-7)|

এখন 10 নং পদ দেখুন:

‘‘কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে; তখন আকাশমন্ডল হূহূ শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্ত্তী কার্য্য সকল পুড়িয়া যাইবে|’’

শাস্ত্রের এই অংশটি বলছে যে বিচারের একটা দিন আসছে| সমগ্র পাপময় জগৎ একদিন ঈশ্বরের বিচার দন্ডের সামনে অবশ্যই দাঁড়াতে চলেছে| যদি আপনি পরিত্রাণ লাভ না করে থাকেন তো আপনি সেইদিন ঈশ্বরের সামনে দাঁড়াবেন| যদি আপনাকে উদ্ধার করা না হয়েছে তো আপনি সেইদিন আপনার পাপের জন্য বিচারিত হবেন|

এবং শিষ্যেরা সেই আসন্ন দিনটির বিষয়ে প্রশ্ন করেছিলেন| তারা বলেছিলেন, "আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি?" (মথি 24:3)|

এখন খ্রীষ্ট তাদের অনেক চিহ্ন দিয়েছেন, এবং আমি তাদের কয়েকটিকে তালিকাভুক্ত করতে চলেছি|

I. প্রথম, সেখানে বাস্তুগত বা পরিবেশগত চিহ্ন রয়েছে যা দেখায় যে শেষদিন আসন্ন |

যীশু বলেছিলেন সেখানে

‘‘মহৎ মহৎ ভূমিকম্প...স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে...এবং পৃথিবীতে জাতিগণের ক্লেশ হইবে, তাহারা সমুদ্রের ও তরঙ্গের গর্জ্জনে উদ্বিগ্ন হইবে| ভয়ে, এবং ভূমন্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে; কেননা আকাশ-মন্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে’’ (লূক 21:11, 25-26)|

এই বিষয়ে চিম্তা করুন! যীশু বলেছিলেন যে মানুষের প্রাণ উড়ে যাবে যখন তারা দেখবে যে "ভূমন্ডলে" কি কি ঘটতে চলেছে| তিনি বলেছিলেন "ভূমন্ডলে যাহা যাহা ঘটিবে" তাহার আশঙ্কায়, সেখানে দুর্দশা এবং আতঙ্ক এবং বেদনা এবং মহাভয় উপস্থিত হবে|

খুব বেশিদিন আগে নয় বিজ্ঞানীরা উত্তর মেরুর উপরে ওজন-স্তরে মাইনি রাজ্যের মতন বড় একটা গর্ত আবিষ্কার করেছেন| টাইম পত্রিকা একটা নিউজ স্টোরি ছেপেছিল - মলাটের বিষয় ছিল - "বিশাল গলন| আর্কটিক অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি, গ্রহের চারিদিকে শীতল আবহাওয়া প্রেরণ করছে|" (টাইম ম্যাগাজিন, সেপ্টেম্বর 4, 2000, পৃঃ 52-56)| টাইম পত্রিকা বলছে, "এমনকী একটা আংশিক গলন সমগ্র উত্তর গোলার্দ্ধের বাতাবরণ ধ্বংস করে দিতে পারে|" বিজ্ঞানীরা অনেকেই ভয় পাচ্ছেন যে আমরা হয়তো একটা নতুন তুষারযুগে প্রবেশ করতে চলেছি| টাইম পত্রিকায় প্রকাশিত ঐ প্রবন্ধে, পেন স্টেট ইউনিভার্সিটির ভূপদার্থ-বিজ্ঞানী, ডঃ রিচার্ড এ্যালে, "নথিভূক্ত ইতিহাসে যা মানবজাতিকে প্রভাবিত করেছিল সেই পরিবর্তনের তুলনায় অনেক দূর পর্য্যন্ত (অনেক বেশি) নিম্নগামী তাপমাত্রা"-র বিষয়ে বলেছেন| এটাই কি মানবজাতির অন্ত হবে? ডঃ এ্যালে বলছেন, "না, কিন্তু এটা মানবজাতির পক্ষে একটা অস্বস্তিকর সময় হবে| খুব অস্বস্তিকর|"

জীবন বন্দুক এবং যুদ্ধে পরিপূর্ণ ছিল,
   এবং প্রত্যেকে ভূমিতে পদদলিত হয়েছিল|
আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|
   (“I Wish We’d All Been Ready,” Larry Norman, 1947-2008) |

আপনি কি প্রস্তুত?

ডঃ এ্যালের মত বিজ্ঞানীরা ভয়ে যন্ত্রণাগ্রস্ত

‘‘ভয়ে, এবং ভূমন্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়’’ (লূক 21:26)|

যখন আপনি দেখছেন যে উত্তর মেরুর গলন এবং একটা তুষার-যুগ, যা পরবর্তী 25 বছরের মধ্যে একেবারে আকস্মিকভাবে চলে আসতে পারে বলে বিজ্ঞানীরা বলছেন, সেটা বড় ভয়ানক| যখন আপনি উপলব্ধি করেন যে এইডস ব্যাধি মহামারীর আকারে অফ্রিকাকে ধ্বংস করছে, যার কোন শেষ নজরে আসছে না - তা বড়ই ভয়ানক| যখন আপনি এন্টিবায়োটিক প্রতিরোধী টিউবারকিউলোসিস এবং অন্য ধরণের নতুন "রাক্ষুসে" ব্যাধির পুনরুত্থান ঘটছে বলে দেখছেন যা কোন জানা ওষুধে সাড়া দিচ্ছে না - তখন সেটা বড়ই ভয়ানক|

আশ্চর্য্যের কিছু নেই যে এতজন যুবকের ভবিষ্যৎ সম্পর্কে ভয় রয়েছে| একটা সাম্প্রতিক জনমত দেখাচ্ছে যে আজকের তরুনদের শতকরা 80 ভাগ ভাবেন না যে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে| সেই জনমত দেখিয়েছে যে এই তরুনরা প্রায়শই বাস্তুগত বা পরিবেশগত সমস্যার বিষয়ে উদ্বিগ্ন থাকেন, যেমন উত্তর মেরুর বরফ গলে যাওয়া এবং তুষার-যুগ বা জলপ্লাবিত জগৎ যা এর ফলে সৃষ্ট হতে পারে তার জন্যে উদ্বেগ|

যুবকরা প্রবৃত্তিগতভাবেই জানেন যে আমাদের বিশ্ব ক্রমশ খারাপ হচ্ছে| আর এটা তাদের ভীত করায়| সাউদার্ণ ক্যালিফোরনিয়াতে যখন গোটা বছর ধরে হিমশীতল ঠান্ডা পড়বে তখন আপনি কি করবেন?

‘‘ভয়ে, এবং ভূমন্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে’’ (লূক 21:26)|

যুবকেরা গভীরভাবে ভীত যে মানবজাতি আমাদের গ্রহকে ধ্বংস করতে চলেছে| আর আমি তাদের উদ্বেগ ভাগ করে নিচ্ছি - সম্পূর্ণভাবে!

আমি ও আমার স্ত্রী আমাদের উঠানে দাঁড়িয়ে ছিলাম| আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, "শেষ কবে তুমি একটা মনার্চ প্রজাপতি দেখেছ? শেষবারের মতো তুমি একটা কটকটে ব্যাং বা সোনাব্যাং কবে দেখেছিলে? তারা মরে শেষ হয়ে গেছে - বা প্রায় তার কাছাকাছি পৌঁছেছে|" আমার স্ত্রী আমাকে বললেন, "হ্যাঁ, সত্যি সত্যিই আমরা পরিবেশকে তালগোল পাকিয়ে দিয়েছি|" এক ব্যক্তি আমাকে বলেছিলেন, "আমরা আমদের বাসস্থানকে নোংরা করেছি এবং আমাদের বিশ্বকে ধ্বংস করছি|" দুঃখজনকভাবে, আমাকে তার সঙ্গে সহমত হতে হয়েছিল| তিনি একেবারে চরম সত্যটি বলেছিলেন|

এবং এই ভীতিজনক সমস্যাগুলিই, যা আমরা বাস্তুতন্ত্রে দেখতে পাচ্ছি এবং যা প্রত্যেকদিন খবরের কাগজে জানানো হচ্ছে, হল সেই চিহ্ন যে জগতের শেষ এবং খ্রীষ্টের দ্বিতীয় আগমন অতি আসন্ন| বাইবেল বলছে, "তোমার ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও|" প্রস্তুত হওয়ার জন্যে খুব বেশি সময় আপনার কাছে অবশিষ্ট নেই ! ল্যারী নরম্যান বলেছেন,

জীবন বন্দুক এবং যুদ্ধে পরিপূর্ণ ছিল,
   এবং প্রত্যেকে ভূমিতে পদদলিত হয়েছিল|
আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|

আপনি কি প্রস্তুত?

সেই কারণে আপনার মন্ডলীতে প্রবেশ করার এবং এখনই খ্রীষ্টের অন্বেষণ করার প্রয়োজন রয়েছে! আমাদের জগতের জন্য সময় ক্রমশ ফুরিয়ে আসছে| বিচার নেমে আসার আগেই আপনাকে খ্রীষ্টের অন্বেষণ করতে, উদ্ধার লাভ করতে, এবং গভীরভাবে এই মন্ডলীতে প্রবেশ করার জন্যে তাড়াহুড়ো করতে হবে| যখন আপনি খ্রীষ্টে থাকেন, ঈশ্বর আপনাকে রক্ষা করার এবং ক্ষতি থেকে আপনাকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দেন|

আমাকে গোপন কর, আমার পরিত্রাতা, গোপন কর,
   যতক্ষণে জীবন ঝটিকা অতিবাহিত হয়;
স্বর্গীয় নিয়ন্ত্রণে রক্ষা কর,
   শেষে আমার হৃদয় গ্রহণ কর!
(“Jesus, Lover of My Soul,” Charles Wesley, 1707-1788) |

II. কিন্তু দ্বিতীয়ত, সেখানে জাতিগত চিহ্ন রয়েছে যা দেখায় যে শেষদিন আসন্ন |

লূক 21:20 পদটি সেই বিষয়ে বলছে,

‘‘পরে তিনি তাঁহাদিগকে কহিলেন, জাতির (গ্রীক ভাষাতে এথনোজ বা জাতিগত দল) বিপক্ষে জাতি (জাতিগত দল), ও রাজ্যের (ব্যাসিলিয়েন = জাতীয় দল) বিপক্ষে রাজ্য (জাতীয় দল) উঠিবে’’ (লূক 21:10)|

বর্তমানে আমরা এরকমই হতে দেখছি| আমাদের সব প্রযুক্তি এবং বিজ্ঞান দিয়েও আমরা জাতিগণের মধ্যে জাতিগত দ্বন্দ এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ ঠেকাতে সক্ষম হচ্ছি না| প্রত্যেক রাষ্ট্রপতি আরব এবং যিহূদীদের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করে চলেছেন| কিন্তু আমাদের রাষ্ট্রপতিদের সকলেই ব্যর্থ হচ্ছেন! একমাত্র যখন খ্রীষ্ট ফিরে আসবেন তখনই সব উপজাতি এবং জাতিগত গোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপিত হবে! একমাত্র যখন খ্রীষ্ট ফিরে আসেন তখন তিনি সব রাষ্ট্র এবং জাতির মধ্যে শান্তি নিয়ে আসেন! তিনি ছাড়া অন্য আর কেউ এ কাজ করতে পারবেন না - এমনকী আগামী দিনের খ্রীষ্ট-বিরোধীরাও সম্পূর্ণভাবে সফল হবেন না| একমাত্র যীশু খ্রীষ্ট বিভিন্ন জাতি এবং জাতিগত গোষ্ঠী এবং রাষ্ট্রের মধ্যে শান্তি আনতে পারবেন - যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন (একমাত্র তখনই)পৃথিবীতে প্রকৃত শান্তি বিরাজ করবে এবং জনগণের মঙ্গল হবে !

জীবন বন্দুক এবং যুদ্ধে পরিপূর্ণ ছিল,
   এবং প্রত্যেকে ভূমিতে পদদলিত হয়েছিল|
আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|

আজ রাত্রে আপনি কি প্রস্তুত?

III. তারপরে, তৃতীয়ত, আমাদের চারিদিকে যিহূদী বিদ্বেষী সব চিহ্ন বর্তমান, যা দেখাচ্ছে যে শেষদিন সন্নিকট |

বহু নির্বোধ লোক যিহূদীদের, পৃথিবীতে ঈশ্বরের নির্বাচিত লোকদের ঘৃণা করেন| লূক 21 এর অধ্যায়ে বলা হয়েছে:

‘‘আর যখন তোমরা যিরূশালেমকে সৈন্যসামন্ত দ্বারা বেষ্টিত (বা চতুর্দিকে বৃত্তাকারে ঘেরা) দেখিবে, তখন জানিবে যে তাহার ধ্বংস সন্নিকট (ইহা নিকটে)’’ (লূক 21:20)|

যিহূদী-বিদ্বেষ, যিহূদীদের প্রতি ঘৃণা, শেষের দিনে এত বৃদ্ধি পাবে, যে পরজাতিদের বিশাল সৈন্যসামন্ত যিরূশালেমের যিহূদী লোকদের বিরুদ্ধে আসবে এবং তাদেরকে ধ্বংস করতে চাইবে, যেমন II (দ্বিতীয়) বিশ্বযুদ্ধে হিটলার করেছিলেন| কিন্তু বাইবেল অনুসারে, যিহূদীরা হলেন পৃথিবীতে ঈশ্বরের মনোনীত লোক| বাইবেল বলছে,

‘‘পিতৃপুরুষগণের নিমিত্ত প্রিয়পাত্র’’ (রোমীয় 11:28)|

এটা যদি অব্রাহাম, মোশি এবং ভাববাদীদের জন্য না থাকতো তাহলে আজ রাত্রে আপনি এখানে থাকতেন না| সেই কারণে ইস্রায়েলের সর্বোচ্চ সমর্থকদের মধ্যে বাইবেল-বিশ্বাসী ব্যাপটিষ্টগণ রয়েছেন|

কিন্তু বাইবেল শিক্ষা দেয় যে পাপপূর্ণ জগৎ শেষের দিনে যিহূদীদের বিরুদ্ধে ঘুরে যাবে| ঈশ্বর বলছেন:

‘‘সেই দিন আমি যিরূশালেমকে সর্ব্বজাতিরই বোঝাস্বরূপ প্রস্তর করিব’’ (সখরিয় 12:3)|

এটাই এই মুহূর্তে ঘটছে| এটা একটা চিহ্ন যে আমরা এখন শেষের দিনে বাস করছি|

জীবন বন্দুক এবং যুদ্ধে পরিপূর্ণ ছিল,
   এবং প্রত্যেকে ভূমিতে পদদলিত হয়েছিল|
আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|

আপনি কি প্রস্তুত?

IV. আর এরপরে, চতুর্থত, সেখানে সব ধর্মীয় চিহ্ন - ভ্রান্ত ধর্মে প্রতারণার সব চিহ্ন বর্তমান, যা দেখায় যে শেষদিন সন্নিকট |

‘‘তিনি কহিলেন, দেখিও, ভ্রান্ত হইও না; কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে...তোমরা তাহাদের পশ্চাৎ যাইও না’’ (লূক 21:8)|

আবার খ্রীষ্ট বলেছিলেন:

‘‘কেননা ভাক্ত...ভাববাদীরা উঠিবে, এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে, যদি হইতে পারে, তবে মনোনীতদিগকেও ভুলাইবে’’ (মথি 24:24)|

আপনি TBN-এ (টিবিএন) আপনি যা দেখেন তার অনেকটা - এই অঞ্চলে আপনি চ্যানেল 17-এ যা দেখছেন - সেসবই হল প্রতারণা| বেনি হিন একজন প্রতারক| যোয়েল অস্টিন হলেন আর একজন প্রতারক| বেশির ভাগ সুসমাচার প্রচারমূলক রেডিও এবং টেলিভিশন হচ্ছে প্রতারক| সেই কারণে আমি শুধু ডঃ ম্যাকগী ছাড়া, অন্য কাউকে সুপারিশ করি না! আমি নমনীয় নব্য-সুসমাচার প্রচারকারীদের বিশ্বাস করি না!

‘‘কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাণচুল্কানিবিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে’’ (II তীমথিয় 4:3)|

ঐ চিহ্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে! শেষদিন সন্নিকট!

V. পঞ্চমত, সেখানে ধর্মীয় তাড়নার চিহ্নসমূহ রয়েছে, যা দেখাচ্ছে যে শেষদিন সন্নিকট |

বিশ্বের সর্বত্র একটা অভূতপূর্ব হারে খ্রীষ্ট বিশ্বাসীদের তাড়না করা চলছে| উদাহরনত, কম্যুনিষ্ট চীন দেশে বহু খ্রীষ্ট বিশ্বাসীদের গোপনে মিলিত হতে হচ্ছে| সুসমাচার প্রচার শেয়ার করার জন্য তিনজন আত্মা-জয়কারীকে চীন দেশ থেকে বিতাড়িত করার বিষয়ে লস্ এঞ্জেল্স টাইমস এইরকম জানিয়েছে:

একটি রাইট্স গোষ্ঠী জানিয়েছে যে, মধ্যচীনে আমেরিকা যুক্তরাষ্ট্রের তিনজন সুসমাচার সংক্রান্ত প্রচারককে (আত্মা-জয়কারী) গোপন প্রোটেস্টান্ট উপাসকদের সঙ্গে গ্রেপ্তার করে আটকে রাখার পরে তাদের চীন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে| সেই রিপোর্টের সঙ্গে... এই খবরও দেওয়া হয়েছে যে তাদের সঙ্গে আটকে রাখা প্রায় ডজনখানেক চীনা উপাসককে জেল হেফাজতে পাঠানো হয়েছিল| চীনের হংকং ভিত্তিক মানবাধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের তথ্য-কেন্দ্রের সংযোজিত বিবরণ অনুসারে জানা যায় যে প্রোটেস্টান্ট সহভাগিতার...অতিরিক্ত পঞ্চাশজন অনুসরণকারীকে তিনটি রাজ্যে গ্রেপ্তার করা হয়েছিল|

খ্রীষ্ট বিশ্বাসীদের বিশ্বব্যাপী তাড়না যা বর্তমানে ঘটছে সেই বিষয়ে যীশু পূর্বাভাস দিয়েছিলেন| তিনি বলেছিলেন,

‘‘লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করিবে, তোমাদিগকে তাড়না করিবে... কারাগারে সমর্পণ করিবে’’ (লূক 21:12)|

তারপরে তিনি বলেছিলেন যে এমনকী বাবা-মা এবং আত্মীয়েরাও আপনাকে তাড়না করবেন যদি আপনি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন| আমরা ঠিক লস্ এঞ্জেল্স শহরেই সেই ঘটনা বারে বারে ঘটতে দেখেছি| খ্রীষ্ট বলেছিলেন:

‘‘আর তোমরা পিতা-মাতা, ভ্রাতৃগণ, জ্ঞাতি ও বন্ধুগণ কর্ত্তৃকও সমর্পিত হইবে...আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে’’ (লূক 21:16-17)|

খ্রীষ্ট বলেছিলেন যে অনেক পিতা-মাতা এবং বন্ধুরা প্রকৃতপক্ষে আপনাকে ঘৃণা করবে যদি আপনি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন| হাসবেন না| বিশ্বের বেশির ভাগ অংশের সর্বত্র সেটা ইতিমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে| মুসলমানরা আমাদের ঘৃণা করেন, আমাদের হত্যা করেন, এবং আজ রাত্রে বিশ্বের বেশির ভাগ অংশেই তারা আমাদের কারাগারে বন্দী করছেন|

প্রথমত, এই মন্ডলীতে ফিরে আসা এবং উদ্ধার পাওয়া থেকে আপনাকে বিরত করতে তারা তাদের সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাবে| কিন্তু যদি আপনি এখানে এই মন্ডলীতে আসতে থাকেন এবং যদি আপনি পরিত্রাণ লাভ করেন, তারা হয়তো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং এমনকী আপনাকে ঘৃণা করবেন| সাধারণত বেশ কয়েক মাস পরে তারা এটা সামলে উঠবেন, যখন দেখবেন যে তারা আপনাকে থামাতে পারছেন না|

কিন্তু এর মূল্য বিচার করুন! আপনি যে একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হবেন সেটা কেউ পছন্দ করছেন না! কেউ কেউ আপনার বিরোধীতা করবেন! এই অন্ধকারাচ্ছন্ন সময়ে প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হতে হলে তার মূল্য দিতে হবে| এটা একটা চিহ্ন যে আমরা শেষের দিনগুলিতে বাস করছি|

জীবন বন্দুক এবং যুদ্ধে পরিপূর্ণ ছিল,
   এবং প্রত্যেকে ভূমিতে পদদলিত হয়েছিল|
আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|

আপনি কি প্রস্তুত?

VI. এবং সবশেষে, খ্রীষ্ট আমাদের ষষ্ঠ চিহ্ন দিয়েছেন আমাদের দেখাতে যে আমরা শেষের সন্নিকটে। আমি একে বলছি ‘‘মনোবিদ্যাগত চিহ্ন।’’

খ্রীষ্ট বলেছিলেন:

‘‘কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও (মনোযোগ দিও), পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার (সেই) চিন্তায় (উদ্বিগ্নতায়) তোমাদের হৃদয় ভারগ্রস্ত (ভারী হওয়া, বা ভার চাপানো) হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে; কেননা সেই দিন সমস্ত ভূতল-নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে’’ (লূক 21:34-35)|

এক যুবক ব্যক্তি যিনি বারকয়েক মন্ডলীতে এসেছেন বলেছিলেন, "আমি পরের রবিবারে আসতে পারছি না| আমার কাকীমাকে হাঁটতে আমাকে সাহায্য করতে হবে|" এটা করার জন্য তার কাছে ছয়টা দিন আছে, কিন্তু এটা রবিবার সকালে "ঘটাতেই" হবে| তিনি জীবনের সমস্যায় ভারগ্রস্ত ছিলেন| বর্তমানে লোকেরা হালকা ও তুচ্ছ কারণে মন্ডলীতে অনুপস্থিত থাকেন| তারা এই জীবনের চিন্তায় ভারগ্রস্ত হন| এবং ঈশ্বরের বিচারের দিন তাদের উপরে অজ্ঞাতসারে নেমে আসবে - যখন তারা এর নূন্যতম প্রত্যাশা করছেন, ঠিক তখনই শেষদিন চলে আসবে!

জীবন বন্দুক এবং যুদ্ধে পরিপূর্ণ ছিল,
   এবং প্রত্যেকে ভূমিতে পদদলিত হয়েছিল|
আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|

আপনি কি প্রস্তুত?

আপনি মাদক এবং যৌনতা ত্যাগ করতে পারেন, কিন্তু পারিবারিক সমস্যায় ভারগ্রস্ত হতে পারেন যা আপনাকে নিচে টানছে| বছরভর আমি অনেক নব-দম্পতির প্রতি এটা ঘটছে বলে দেখে আসছি|

এবং তখন যীশু বলেছিলেন:

‘‘কিন্তু তোমরা সর্ব্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে, তাহা এড়াইতে, এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে, শক্তিমান্ হও’’ (লূক 21:36)|

এবং জগতের অন্ত এবং বিচার নেমে আসার জন্যে প্রস্তুত হতে হলে সেটাই আপনার করার দরকার রয়েছে| সেখানে তিনটি বিষয় আছে যা করা আপনার প্রয়োজন:

(1) এই মন্ডলীতে আসুন| এছাড়া অন্য কিছুই আপনাকে সাহায্য করবে না যদি আপনি তা না করেন|

(2) খ্রীষ্টের কাছে আসুন| আপনার সমস্ত পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন| আক্ষরিকভাবে ও স্বশরীরে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন| ঈশ্বরের দক্ষিন পার্শ্বে তিনি এই মুহূর্তে জীবিত রয়েছেন| আপনার জন্য তিনি এখন সেখানে রয়েছেন| তাঁর কাছে আসুন| যীশুকে বিশ্বাস করুন এবং উদ্ধার পান!

(3) এই মন্ডলীতে আসাই শুধু আপনার প্রয়োজন তা নয়, শুধু খ্রীষ্টের কাছে আসা আপনার প্রয়োজন তা নয়, কিন্তু আপনার প্রার্থনা করার প্রয়োজনও আছে| যীশু বলেছিলেন যে প্রার্থনাই হল শেষের দিনে একটা সফল খ্রীষ্টিয় জীবন অতিবাহিত করার চাবিকাঠি|


আসন্ন বিচার কিভাবে আপনি এড়াতে চলেছেন? বাইবেল বলছে, "[খ্রীষ্ট] আমাদের পাপসকল নিজদেহে গাছের উপরে বহন করিয়াছেন" - ক্রুশের উপরে| খ্রীষ্ট আপনার প্রতিকল্প হতে পারেন| আপনার পরিবর্তে তাঁকে শাস্তি দেওয়া হয়েছিল, ক্রুশের উপরে আপনার পাপের দেনা শোধ করতে! ঐ ক্রুশের উপরে খ্রীষ্ট তাঁর বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন| তাঁর রক্ত আপনার সব পাপ ধুয়ে দিতে পারে - এবং যখন শেষ আসবে আপনি প্রস্তুত থাকবেন! আমি আপনাদের আজ রাত্রে যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করার অনুরোধ করছি! চার্লস ওয়েসলী বলেছিলেন,

আমাকে গোপন কর, আমার পরিত্রাতা, গোপন কর,
   যতক্ষণে জীবন ঝটিকা অতিবাহিত হয়;
স্বর্গীয় নিয়ন্ত্রণে রক্ষা কর,
   শেষে আমার হৃদয় গ্রহণ কর!

একটা সুসমাচারের গান বলছে,

আজ জগতের জন্য উত্তর শুধু যীশু
তাঁর উপরে আর কিছুই নাই, যীশুই একমাত্র পথ!

আজ রাত্রে যীশুতে বিশ্বাস করুন এবং তিনি আপনাকে উদ্ধার করবেন! আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্কেড গ্রিফিথ:
“I Wish We’d All Been Ready” (Larry Norman, 1947-2008) |


খসড়া চিত্র

শেষ দিনের চিহ্নসকল

SIGNS OF THE LAST DAYS

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘প্রথমে ইহা জ্ঞাত হও যে, শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে; তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে’’
     (II পিতর 3:3)|

I.    প্রথম, সেখানে বাস্তুগত বা পরিবেশগত চিহ্ন রয়েছে যা দেখায় যে শেষদিন আসন্ন,
লূক 21:11, 25-26 |

II.   দ্বিতীয়, সেখানে জাতিগত চিহ্ন রয়েছে যা দেখায় যে শেষদিন আসন্ন,
লূক 21:10 |

III.  তৃতীয়, আমাদের চারিদিকে যিহূদী বিদ্বেষী সব চিহ্ন বর্তমান, যা দেখাচ্ছে যে শেষদিন সন্নিকট, লূক 21:20; রোমীয় 11:28; সখরিয় 12:3 |

IV.  চতুর্থত, সেখানে সব ধর্মীয় চিহ্ন - ভ্রান্ত ধর্মে প্রতারণার সব চিহ্ন বর্তমান, যা দেখায় যে শেষদিন সন্নিকট, লূক 21:8; মথি 24:24; II তীমথিয় 4:2-3 |

V.   পঞ্চমত, সেখানে ধর্মীয় তাড়নার চিহ্নসমূহ রয়েছে, যা দেখাচ্ছে যে শেষদিন সন্নিকট,
লূক 21:12, 16-17 |

VI.  ষষ্ঠ, সেখানে ‘‘মনোবিদ্যাগত চিহ্ন’’ রয়েছে, যা দেখায় যে শেষকাল সন্নিকট,
লূক 21:34-36 |