Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




কিভাবে একটি আত্মাকে খ্রীষ্টের প্রতি পরিচালনা করবেন -
মন পরিবর্তনের জন্য পরামর্শ !

HOW TO LEAD A SOUL TO CHRIST –
COUNSELING FOR CONVERSIONS!
(Bengali)

2018 সালের, 26শে অগাস্ট, প্রভুর দিনের সকালবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে ক্রিস্টোফার এল. কেগান, পিএইচ.ডি.(ইউসিএলএ),
এম. ডিআইভি. (ট্যালবট সেমিনারি), পিএইচ.ডি.(দ্য ক্লেয়ারমন্ট গ্রাজুয়েট স্কুল),
দ্বারা লিখিত এবং রেভাঃ জন্‌ শম্যুয়েল কেগান দ্বারা প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Christopher L. Cagan, Ph.D. (UCLA),
M.Div. (Talbot Seminary), Ph.D. (the Claremont Graduate School),
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, August 26, 2018

‘‘তোমরা যদি না ফির...তবে কোন মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না’’ (মথি 18:3)|


যীশু বলেছিলেন কোন একজনের অবশ্যই নতুন জন্ম পাওয়ার - মন পরিবর্তন করার দরকার রয়েছে - নয়ত তিনি স্বর্গে যেতে পারেন না| গ্রীক শব্দ “epistrepho” (এপিস্ত্রেফো) অনূদিত হয়ে হয়েছে “মন পরিবর্তন|” এর অর্থ হল “একটি আবর্তন|” এটা পাপীর প্রার্থনা করা বা একটা হাত তোলার মত ব্যাপার নয়| এটা হল হৃদয়ের একটা পরিবর্তন যা ঈশ্বর নতুন জন্মের সময়ে একজন পাপীকে দিয়ে থাকেন| যীশু নীকদীমকে বলেছিলেন, "নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না" (যোহন 3:3)| আবার, খ্রীষ্ট বলেছিলেন, "তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক" (যোহন 3:7)| এটা হল হৃদয় বা অন্তরের একটা আমূল পরিবর্তন| বাইবেল বলছে, "ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন [সৃষ্টি] হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে" (II করিন্থীয় 5:17)| এটা কেবলমাত্র একটা পাপীর প্রার্থনা করা বোঝায় না| এটা হল মন পরিবর্তন! একজন পাপীর মন পরিবর্তন করিয়ে তাকে খ্রীষ্টে নিয়ে আসার জন্যে পরামর্শ দেওয়ার বিষয়ে আমি আজ সকালে কিছু বলতে চাই|

মন পরিবর্তন কি ? কি ঘটবে বলে আমরা আশা করছি? পাপীর প্রয়োজন মন পরিবর্তনের, সিদ্ধান্তের নয়| চার্লস ফিন্নি-এর সময় (1792-1875) থেকেই বিশ্বের সর্বত্র বহু মন্ডলীতে মন পরিবর্তনের জায়গায় "সিদ্ধান্তবাদ" চলে এসেছিল| সেই সময় থেকে লক্ষাধিক লোক একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মন পরিবর্তন করেননি|

"সিদ্ধান্তবাদ কি? মন পরিবর্তন-এর মানে কি? ডঃ হেইমার্‌স এবং আমার বাবা, ডঃ কেগানের লেখা Today's Apostasy (আজকের ধর্ম্মভ্রষ্টতা) বইতে দেওয়া সংজ্ঞা এখানে দেওয়া হল|

     সিদ্ধান্তবাদ হইতেছে সেই বিশ্বাস যে সম্মুখে আগাইয়া আসা, হস্ত উত্তোলন, একটি প্রার্থনা উচ্চারণ, একটি মতবাদে বিশ্বাস, প্রভুত্বের প্রতিশ্রুতি দান, অথবা অন্য কোন বাহ্যিক, মানব-সুলভ কার্য্য, যাহা আভ্যন্তরীন মন পরিবর্তনের অলৌকিক কার্য্যের সমতুল্য বলিয়া, এবং প্রমাণ হিসাবে গৃহীত হইয়াছে, সেই সকল করিবার দ্বারা এক ব্যক্তি পরিত্রাণ লাভ করিবে; ইহা হ্‍ইতেছে সেই বিশ্বাস যে কোন ব্যক্তি কেবলমাত্র বাহ্যিক সিদ্ধান্তের কর্ত্তৃত্বের মাধ্যমে উদ্ধার লাভ করেন; সেই বিশ্বাস যে এই সকল মানব-সুলভ ক্রিয়াকর্মের একটি সম্পাদন করাই বুঝাইতেছে যে একজন ব্যক্তি পরিত্রাণ লাভ করিয়াছেন|
     মন পরিবর্তন হইতেছে পবিত্র আত্মার সেই কার্যের ফল যাহা দিশাহারা পাপীকে তাহার দোষক্ষালন এবং পুনর্জন্মের জন্য যীশু খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেন, এবং কলুষিত আত্মার মধ্যে ঐশ্বরিক জীবনের সঞ্চার ঘটাইয়া, ঈশ্বরের সম্মুখে পাপীর অবস্থান হারানো হইতে পরিত্রাণপ্রাপ্তে পরিবর্তিত করে, আর এতদানুসারে মন পরিবর্তনকারীর জীবনে এক নূতন দিশার উৎপত্তি হয়| পরিত্রাণের উদ্দেশ্যমূলক দিক হইতেছে দোষক্ষালন| পরিত্রাণের বিষয়মূলক দিক হইতেছে পুনর্জন্ম| ফলাফল হইতেছে মন পরিবর্তন| (Today’s Apostasy, pp. 17, 18) |

একটা সিদ্ধান্ত গ্রহণ করা হল মানব-সুলভ কাজ যা যেকোন ব্যক্তি, যেকোন সময়ে করতে পারেন| মন পরিবর্তন হল একটা অতি-প্রাকৃতিক কাজ যা চিরকালের জন্য একজন ব্যক্তির জীবন এবং চিরস্থায়ী গন্তব্যস্থানের পরিবর্তন ঘটায়|

একটা আত্মাকে মন পরিবর্তনের মধ্যে আকর্ষণ করার তুলনায় একটা সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ| "সিদ্ধান্তগুলির" গণনা করে প্রচারক একটা বিশাল সংখ্যা পেতে পারেন| যে কোনখানে, যেকোন সময়ে আপনি একটা সিদ্ধান্ত পেতে পারেন| আপনি লোকদের নিয়ে তাদের সদর দরজার সামনে, বিমানের মধ্যে, অথবা অন্য যেকোন স্থানে একটা পাপীর প্রার্থনা করতে পারেন| আপনি সেগুলি গণনা করতে পারেন, কিন্তু সম্ভবত আপনি তাদের আর কখনও দেখতে পাবেন না| তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু একটা মন পরিবর্তনের অভিজ্ঞতা তাদের হয়নি|

মন পরিবর্তনের জন্য, সুসমাচার বোঝার এবং খ্রীষ্টে বিশ্বাস স্থাপনের আগে বেশির ভাগ লোকের মন্ডলীতে নিয়মিত আসা এবং বহুবার করে সুসমাচার শোনার প্রয়োজন হয়| কিছু লোক আছেন যারা মন পরিবর্তন করার আগে মাসের পর মাস এবং এমনকী বছরের পর বছর ধরে মন্ডলীতে আসেন|

আপনার আমন্ত্রণে সাড়া দেওয়ার পরে, লোকদের খ্রীষ্টে চালনা করার জন্য আপনাকে অবশ্যই তাদের সঙ্গে আলাদা করে ব্যক্তিগতভাবে, স্বয়ং কথা বলতে হবে| তাদের আলাদা কোন জায়গাতে নিয়ে যান যেখানে আপনি তাদের সঙ্গে কথা বলবেন| একটা সত্ত্বর প্রার্থনাতে তাদের স্বতঃপ্রবৃত্তভাবে পরিচালনা করবেন না| একটা পাপীর প্রার্থনা করা আর যীশুতে বিশ্বাস স্থাপন করা এক জিনিস নয়| হাত তোলা, সামনে এগিয়ে যাওয়া, বা বাপ্তাইজিত হওয়া আর যীশুতে বিশ্বাস করা এক নয়| ঐসব জিনিস করাতে এই প্রমাণিত হয় না যে একজন ব্যক্তি যীশুতে বিশ্বাস স্থাপন করেছেন| যীশুতে বিশ্বাস করা কিছুটা অন্যরকম, অনুপম এবং স্বয়ং বিশিষ্ট| যীশুকে বিশ্বাস করা হল যীশুকেই বিশ্বাস করা|

যীশুকে বিশ্বাস করতে এবং প্রকৃত মন পরিবর্তনের অভিজ্ঞতা পেতে একজন ব্যক্তিকে পরিচালনা করার জন্য সময়, প্রচেষ্টা, অন্তর্দৃষ্টি, প্রার্থনা, এবং ঈশ্বরের অনুগ্রহের দরকার হয়| তিরিশ বছরেরও বেশি সময় ধরে ডঃ হেইমার্‌স এবং ডঃ কেগান মন পরিবর্তনের জন্য লোকদের পরামর্শ দিয়ে চলেছেন| তারা যা যা শিখেছিলেন সেসব কয়েকটি বিষয়ের উল্লেখ এখানে করা হল|

1. প্রথম, পালকদের অবশ্যই পাপীদের কথা শুনতে হয় |

বাস্তবিকপক্ষে যেমন সমস্ত সুসমাচার প্রচারকগণ করে থাকেন - তেমন ধারণা করবেন না যে - পাপী ইতিমধ্যেই সুসমাচার বুঝে গেছেন| আপনাকে অবশ্যই পাপীর কথা শুনতে হবে এবং খুঁজে বের করতে হবে যে তিনি কি বিশ্বাস করেন| তার ধর্মীয় পটভূমিকা কি? যীশুর বিষয়ে তিনি কি বিশ্বাস করেন? তিনি কি মনে করছেন যে খ্রীষ্ট হলেন একটি আত্মা? তিনি কি ভাবছেন যে খ্রীষ্ট ইতিমধ্যেই তার অন্তরে বাস করছেন? তিনি কি ভাবছেন যে যীশু তার ওপরে ক্রুদ্ধ হয়ে আছেন? তিনি কি ভাবছেন তিনি স্বর্গে যাবেন, নাকি নরকে? তিনি কি ভাবছেন আগে সেটা জানুন| তারপর তাকে সত্য প্রদর্শন করুন এবং তাকে প্রকৃত খ্রীষ্টে পরিচালনা করুন|

পাপী কিভাবে জীবন কাটান? সেখানে কি কোন কিছু আছে যা তাকে খ্রীষ্টিয় জীবন অতিবাহিত করা থেকে পিছনে টেনে ধরছে - পর্ণোগ্রাফি, ব্যাভিচার, অথবা পারিবারিক সদস্যদের বিরোধিতা? পরিত্রাণ লাভের জন্য পাপীদের নিজেকে নিখুঁত করতে হয় না - তারা সেটা পারেন না| কিন্তু কেউ কেউ যারা ইচ্ছাপূর্বক এবং অটলভাবে বড় পাপ ধরে রাখেন তারা খ্রীষ্টে বিশ্বাস করেন না| তার পরিবর্তে, তিনি নিজেকে বিশ্বাস করেন|

যদি আপনি পাপীর কথা না শোনেন, আপনি তাদের সাহায্য করতে পারবেন না| এটা দেখুন যে পাপী কেন আপনার সঙ্গে কথা বলতে এসেছেন| তিনি যীশুকে দিয়ে তার জন্য কি করাতে চাইছেন? তিনি কেন এসেছেন? কোন এক ব্যক্তি বলেছিলেন যে তিনি চেয়েছিলেন যীশু তাকে একটা চাকরি পাইয়ে দিন| কিন্তু সেটা পরিত্রাণ নয়! এমনকী যীশু যদি তাকে একটা চাকরি পাইয়েও দিতেন, তিনি তবুও হারিয়ে যেতেন| সেই ব্যক্তিকে অবশ্যই চাইতে হতো যে যীশুর রক্তের মাধ্যমে যেন তার পাপের ক্ষমা হয়|

2. দ্বিতীয়, পাপীরা যীশু খ্রীষ্টের বিষয়ে ভুল ধারণা তৈরী করেন |

পাপীরা যীশুর বিষয়ে কি ভাবেন? তাকে জিজ্ঞাসা করুন, "যীশু এখন কোথায়?" বাইবেল বলছে যে যীশু স্বর্গে অবস্থান করছেন, পিতা "ঈশ্বরের দক্ষিণে আছেন" (রোমীয় 8:34)| কিন্তু বেশির ভাগ দিশাহারা ব্যাপটিষ্ট মনে করেন যীশু তাদের হৃদয়ের অন্তঃস্থলেই রয়েছেন, অথবা এই যে তিনি হলেন বাতাসে ভাসমান এক আত্মা| যীশু কোথায় আছেন তা যদি আপনি না জানেন তবে আপনি যীশুর কাছে আসতে পারেন না|

পাপীকে প্রশ্ন করুন, "যীশু কে?" অনেক লোক মনে করেন যে তিনি হলেন শুধুমাত্র একজন মানুষ, ইতিহাসের বিখ্যাত শিক্ষকদের একজন| কিন্তু সেই "যীশু" কাউকে উদ্ধার করতে পারেন না| কিছু লোক মনে করেন তিনি হলেন এক আত্মা, অথবা যীশু হলেন পবিত্র আত্মা| কিন্তু খ্রীষ্ট কোন আত্মা নন| যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার পরে, বাইবেল বলছে,

‘‘ইহাতে তাঁহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি| তিনি তাঁহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয়ই বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখ, এ আমি স্বয়ং; আমাকে স্পর্শ কর, আর দেখ; কারণ আমার যেমন দেখিতেছ, আত্মার এরূপ অস্থি-মাংস নাই| ইহা বলিয়া তিনি তাঁহাদিগকে হাত ও পা দেখাইলেন| তখনও তাঁহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন, তাই তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? তখন তাঁহারা তাঁহাকে একখানি ভাজা মাছ দিলেন| তিনি তাহা লইয়া তাঁহাদের সাক্ষাতে ভোজন করিলেন’’ (লূক 24:37-43)|

মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার পরে, যীশু ভোজন করেছিলেন| কোন আত্মা ভোজন করে না| যেমন খ্রীষ্টের ছিল সেরকম মাংস এবং অস্থি কোন আত্মার থাকে না| এবং একটি আত্মার - এমনকী পবিত্র আত্মারও - পাপ ধুয়ে সরিয়ে দেওয়ার জন্য রক্ত থাকে না!

পাপীকে প্রশ্ন করুন, "যীশু কি আপনার প্রতি ক্রুদ্ধ হয়েছেন?" বহু ক্যাথলিক এবং অন্য অনেকে মনে করেন যে তিনি ক্রুদ্ধ হয়ে আছেন| তারা এক রাগী "খ্রীষ্টে" বিশ্বাস করেন - যিনি নতুন নিয়মের যীশু নন| বাইবেল বলছে যে যীশু পাপীদের ভালবাসেন| তিনি ক্রুশের উপরে সেই দস্যু এবং ব্যাভিচারে লিপ্ত থাকা এক মহিলাকে ক্ষমা করেছিলেন| একজন পাপী তার উপরে ক্রুদ্ধ হয়ে থাকা কাউকে কিভাবে বিশ্বাস করতে পারেন? এই সমস্ত ক্রুটিপূর্ণ ধারণাগুলি সংশোধন করুন এবং পাপীদের প্রকৃত যীশুর দিকে নিয়ে চলুন|

3. তৃতীয়, পাপীরা পরিত্রাণের বিষয়ে ভুল ধারণা তৈরী করেন |

পরিত্রাণের বিষয়ে সেখানে প্রধানত তিন ধরণের ভুল করা হয়ে থাকে| বহু পাপী মনে করেন যে যদি তারা এইসব বিষয়ের একটি করেন, তাহলেই তাদের পরিত্রাণ দেওয়া হবে - অথবা যদি তারা এইসব বিষয়ের কোনটি করে থাকেন, তাহলে সেটাই প্রমাণ করে যে তাদের পরিত্রাণ দেওয়া হয়েছে| পাপীরা খ্রীষ্টের পরিবর্তে যে বিষয়গুলিতে বিশ্বাস করেন এখানে সেই তিনটি প্রধান বিষয় দেওয়া হল|

শারীরিক সক্রিয়তা: ব্যাপ্তিস্ম, সামনে এগিয়ে যাওয়া, হাত তোলা, প্রভুত্বের প্রতিশ্রুতি দান, কিছু পাপ পরিত্যাগ করা (এটা বাইবেলের অনুতাপ নয়, যা হচ্ছে মনের একটা পরিবর্তন হওয়া), অথবা পাপীর প্রার্থনা উচ্চারণ করা| এইগুলি সবই মানব-সুলভ ক্রিয়াকর্ম যা কাউকে পরিত্রাণ দিতে পারে না| বাইবেল বলছে, "আমাদের কৃত ধর্ম্মকর্ম্মহেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে, পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন" (তীত 3:5)|

মানসিক সক্রিয়তা: সঠিক চিন্তাধারা থাকা, অথবা যীশুর বা পরিত্রাণের বিষয়ে বাইবেলের সত্য ঘটনায় বিশ্বাস করা| পাপীরা প্রায়ই বলেন, "আমি বিশ্বাস করি যে আমার জন্যই যীশু ক্রুশের উপরে প্রাণত্যাগ করেছিলেন|" কিন্তু লক্ষ লক্ষ লোক সেই সত্যে বিশ্বাস করেন| এমনকী দিয়াবলও বিশ্বাস করে যে যীশু হলেন ঈশ্বরের পুত্র যিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন| তিনি তা দেখেছিলেন| বাইবেল বলছে, "ভূতেরাও তাহা বিশ্বাস করে, এবং ভয়ে কাঁপে" (যাকোব 2:19)| পাপীদের অবশ্যই যীশু খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করতে হবে, তাঁর বিষয়ে কোন ঘটনাকে নয়|

অনুভূতির সক্রিয়তা: অনুভূতি এবং অভিজ্ঞতা লাভ, খ্রীষ্টের জন্য অনুসন্ধান করার তুলনায় বরং "নিশ্চয়তা" অনুসন্ধান করা, অথবা জীবনে অপেক্ষাকৃত ভাল থাকার অনুভূতি লাভ করা| অনুভূতি ওঠা-নামা করে| প্রত্যেকেরই সু-চিন্তা এবং অনুভূতি রয়েছে| প্রত্যেকের কু-চিন্তা এবং অনুভূতিও রয়েছে| পাপীরা এসব জানেন| তার নিজের মধ্যেও এই সমস্ত অনুভূতিগুলি রয়েছে| যদি আপনি আপনার অনুভূতিতে বিশ্বাস করেন, আপনি মনে করবেন যে আপনি পরিত্রাণ লাভ করেছেন এবং তারপরে হারিয়ে যাবেন, হারাবেন আর তারপরেই পরিত্রাণ লাভ করবেন, আপনার সারা জীবন ধরে এই চলবে| পরিত্রাণ কেবল খ্রীষ্টে, অনুভূতিতে নয়| একটা মনোরম পুরানো গানে বলছে,

আমার আশা কিছুর উপর নির্মিত নয়
   একমাত্র যীশুর রক্ত ও ধার্ম্মিকতার উপর|
আমি বিশ্বাস করি না সুমধুর কাঠামোতে [মনের, অনুভূতির কাঠামো]
   কিন্তু সম্পূর্ণভাবে যীশুর নামের প্রতি|
দৃঢ় শিলা, খ্রীষ্টের উপর, আমি স্থির,
   অন্য সমস্ত ক্ষেত্র ডুবন্ত বালি;
অন্য সমস্ত ক্ষেত্র ডুবন্ত বালি|
   (“The Solid Rock,” Edward Mote, 1797-1874) |

এই সমস্ত ভুল ধারণাগুলি সংশোধন করুন এবং তাঁর রক্তের দ্বারা পাপের ক্ষমা লাভের জন্য, যীশু স্বয়ং-এর প্রতি তাদের সরাসরি পরিচালনা করুন|

অনেক ভুল ধারণাতেই যীশুর উল্লেখ রয়েছে, কিন্তু তারা "তাঁকে অধীনে" রাখে বা "চালনা করে" অন্য কোন মাধ্যমে| কিছু লোক মনে করেন যে যদি আপনি বাপ্তাইজিত হন, আপনি খ্রীষ্টে পরিত্রাণ পান| এটা খ্রীষ্টকে জল ব্যাপ্তিস্মের "অধীনে" এবং "মাধ্যমে" স্থাপন করে| অনেকে মনে করেন যদি আপনি পাপীর প্রার্থনা উচ্চারণ করেন তো আপনাকে উদ্ধার করা হবে, এবং সেই প্রার্থনা হল যীশুতে বিশ্বাস করার সমান| সুতরাং তারা প্রার্থনা করার জন্য লোকদের ধরে আনতেন এবং তাদের গণনা করতেন, যখন তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই যীশুকে বিশ্বাস করতেন এবং মন পরিবর্তন করতেন| সেটা খ্রীষ্টকে একটা প্রার্থনার শব্দের "মধ্যে" এবং "অধীনে" রাখে| বাইবেল বলছে যে, প্রধান কোণস্থ প্রস্তর হলেন "স্বয়ং খ্রীষ্ট যীশু" (ইফিষীয় 2:20), পাপীর প্রার্থনার শব্দসমূহ নয়| যীশু খ্রীষ্ট স্বয়ং-এর প্রতি বিশ্বাস স্থাপন করতে পাপীদের নির্দেশ করুন|

আমি দেখেছি লোকেরা একটা ভুল থেকে আর একটা ভুলের দিকে দৌড়ে বেড়ায়| অনুভূতির অনুসন্ধান করা দিয়ে তারা শুরু করতে পারেন| পরবর্তীকালে তারা বলেন, "আমার কোন অনুভূতি ছিল না| আমি কেবল বিশ্বাস করেছি যে যীশু আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন|" সেই পাপী অনুভূতি অনুসন্ধান করার একটা ভুল থেকে খ্রীষ্টের বিষয়ে থাকা একটি ঘটনায় বিশ্বাস করার ভুলের দিকে চলে গেলেন| পাপীকে তার মিথ্যার আশ্রয় থেকে বের করে আনুন এবং তাকে খ্রীষ্টের প্রতি চালিত করুন|

4. চতুর্থ, পাপীর প্রয়োজন তার হৃদয়ের পাপের জন্য অনুশোচনা করা |

একজন পাপীকে অবশ্যই তার নিজের অন্তরে স্থিত পাপের জন্য অনুশোচনা করতে হবে| প্রত্যেকে স্বীকার করেন যে কোনভাবে তারা হলেন পাপী| প্রত্যেকেই স্বীকার করেন যে তারা কেউই নিখুঁত নন, যার জন্যে তারা কিছু একটা ভুল করে থাকেন| আমি সেই বিষয়ে বলছি না|

প্রকৃত বা নির্দ্দিষ্ট কোন পাপের সচেতনতার বিষয়ে আমি বলছি না| হ্যাঁ, পাপীরা অনেক পাপ করেছেন| কিন্তু সেইসব পাপের বিষয়ে কেবলমাত্র চিন্তা করাই তাকে উদ্ধার করবে না| যদি আপনি কিছু নির্দ্দিষ্ট পাপের একটা তালিকা পাঠ করেন, পাপী হয়তো ভাবতে পারেন, "আমি তো ঐসব পাপ করছি না, সুতরাং আমি নিশ্চয়ই পরিত্রাণ লাভ করব|" অথবা তিনি ভাবতে পারেন, "আমি ঐসব কাজ করা বন্ধ করে দেব এবং সেটা দেখাবে যে আমি পরিত্রাণ লাভ করেছি|"

পাপ তার চেয়ে আরও গভীরে প্রবেশ করে| আদমের থেকে উত্তরাধিকার সূত্রে একটা পাপী স্বভাব গ্রহণ করে, প্রত্যেকেই নিজেদের অন্তরে পাপী হয়েছেন| প্রত্যেকের একটা মন্দ হৃদয় রয়েছে| বাইবেল বলছে, "অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য" (যিরমিয় 17:9)| প্রত্যেক পাপী ভিতরে ভিতরে স্বার্থপর| প্রত্যেক পাপী তার নিজের অন্তরে ঈশ্বরের বিরোধিতা করেন| নির্দ্দিষ্ট পাপ যা কোন এক ব্যক্তি করেন তার তুলনায় এটা অনেক গভীরতর পাপ| তারা যেসব কাজ করেন সেটা হয়ে থাকে তারা যেরকম হন সেই অনুসারে| যেকোন কিছুর তুলনায় অনেক গভীরতর যা কিছু পাপীরা করেন, তাতে তার হৃদয়, তার সমগ্র সত্ত্বা, হয় পাপপূর্ণ এবং ত্রুটিযুক্ত| পাপীকে অবশ্যই তার নিজের হৃদয়ের পাপ অনুভব করতে হবে| আপনার প্রচার, এবং ধর্ম্মোপদেশ প্রচারের পর আপনি যখন তার সঙ্গে কথা বলেন সেইসময়ে তাকে তার হৃদয়ের পাপের বিষয়ে বলুন|

একটা ছাগল নিজেকে যতটা ভেড়াতে পরিবর্তন করতে পারে, সেই তুলনায় আরও বেশি কিছু পরিবর্তন একজন পাপী তার নিজের হৃদয়ের প্রতি করতে পারেন না| সেটার অর্থ হল যে তিনি হারিয়ে আছেন এবং তিনি নিজেকে উদ্ধার করতে পারেন না| তার স্বয়ং-এর দ্বারা তিনি খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করতে পারেন না| একমাত্র ঈশ্বর তাকে যীশুর দিকে আকর্ষণ করতে পারেন| খ্রীষ্ট বলেছিলেন, "পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না" (যোহন 6:44)| একে বলা হয় "সুসমাচারের ছাড়পত্র" - পাপীকে অবশ্যই যীশুর কাছে আসতে হবে, কিন্তু তিনি এটা নিজে নিজে করতে পারেন না| নিজেকে উদ্ধারের জন্য তিনি কোন কিছুই করতে পারেন না| যেহেতু বাইবেল বলছে, "পরিত্রাণ সদাপ্রভুরই কাছে" (যোনা 2:9)| পাপীদের অবশ্যই হতে হবে যিশাইয়-এর মতন যিনি বলেছিলেন, "হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি ওষ্ঠাধর মনুষ্য" (যিশাইয় 6:5)| পাপীকে তার হৃদয়ে স্থিত পাপসমূহ দেখিয়ে দিন| তাকে দেখিয়ে দিন যে তিনি নিজেকে উদ্ধার করতে পারেন না| তাকে দেখান যে তার অনুগ্রহের প্রয়োজন আছে| তাহলে হয়তো তিনি খ্রীষ্টের কাছে আসতে পারেন|

5. পঞ্চম, পাপী যদি তার হৃদয়ের পাপের জন্য অনুতপ্ত হন, তাকে খ্রীষ্টের প্রতি পরিচালনা করতে চেষ্টা করুন |

আমার সঙ্গে যারা কথা বলতে আসেন তাদের প্রত্যেককে আমি খ্রীষ্টের প্রতি চালনা করি না! কিছু লোক কেবল কৌতুহলী হন| তারা নিজেদের কৃত পাপের জন্য ক্ষমা লাভ করতে চান না| কিছু লোক কেবল আসেন কারণ তারা অন্যদের আসতে দেখেন| কিছু লোকের নিজেদের পাপের অনুভূতি এবং ঈশ্বর প্রদত্ত সচেতনতা থাকে না| যারা চারিপাশের সবাইকে বোকা বানিয়ে রেখেছে তাদেরকে খ্রীষ্টের প্রতি বিশ্বাস স্থাপনে আয়োজিত একটি প্রার্থনা সভায় চালিত করলে তাদের কেবলমাত্র একটা মিথ্যা মন পরিবর্তনের মধ্যে টেনে আনা হয়| কখন এটা মনে হয় যে একজন ব্যক্তি খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করতে পারেন?

একজন পাপীর মধ্যে অবশ্যই "নিজের উপরে নিদারুন বিরক্তি" জন্মাতে হবে, যেমন আমাদের মন্ডলীর একটি মেয়ে একবার বলেছিল| তাকে অবশ্যই "নিজের স্বয়ং পরিত্যাগ" করতে হবে| তাকে অবশ্যই "তার স্বয়ং-এর শেষপ্রান্তে উপস্থিত" হতে হবে| যিশাইয় তার স্বয়ং-এর শেষ প্রান্তে উপস্থিত হয়েছিলেন যখন তিনি বলেছিলেন, "হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি ওষ্ঠাধর মনুষ্য" (যিশাইয় 6:5)| তখন খ্রীষ্টে বিশ্বাস করাটা আরও বেশি করে সহজ হয়| তিনি কোন কিছু শেখার চেষ্টা করছেন না| তাকে পরিত্রাণ দিতে তার প্রয়োজন খ্রীষ্ট|

পাপীকে অবশ্যই খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করতে হবে| যীশু খ্রীষ্ট স্বয়ং-এর প্রতি এবং তাঁর রক্তের দ্বারা পাপের ক্ষমা লাভ করতে পাপীকে চালনা করুন| আপনি সেই লোকটিকে একটি সরল প্রার্থনার মধ্যে নিয়ে যেতে পারেন যেমন "যীশু, আমি আপনাকে বিশ্বাস করি| আপনার রক্ত দিয়ে আমার পাপ ধুয়ে দূরে সরিয়ে দিন|" অথবা সেখানে হয়তো আদৌ কোন প্রার্থনা থাকবে না, শুধুমাত্র তাঁর রক্তের মাধ্যমে ক্ষমালাভের জন্য সোজাসুজি খ্রীষ্টের প্রতি ফিরে আসা| সেই পাপীর প্রয়োজন হয় না একটা প্রার্থনা করার| যীশুর একটা প্রতিকৃতি নিজের মানসপটে তৈরী করার কোন প্রয়োজন সেই পাপীর হয় না| সেই বাক্যগুলিকে "সঠিক" হতে হয় না| কিছু লোক নিজেদের স্মৃতিতে সেগুলি ধরে রাখেন - এবং আবার সেইসমস্ত সঠিক বাক্যগুলির পুনরুক্তি করেন - কিন্তু খ্রীষ্টে বিশ্বাস করেন না| ক্রুশের উপরে সেই দস্যু সঠিক শব্দ বলেননি| তিনি বলেছিলেন, "যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন" (লূক 23:42)| কিন্তু সেই দস্যু জানতেন যে তিনি ছিলেন এক আশাহীন পাপী এবং তিনি খ্রীষ্টের প্রতি ফিরে এসেছিলেন| এটা ততটাই সহজ ছিল! প্রভু তাকে বলেছিলেন, "আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে" (লূক 23:43)| বাক্য বলার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হল খ্রীষ্ট স্বয়ং-এ বিশ্বাস স্থাপন করা!

6. ষষ্ঠ, পাপীর সঙ্গে কথা বলার পরে, আপনি তাকে সাধারণ কয়েকটি প্রশ্ন করুন |

তাকে জিজ্ঞাসা করুন, "আপনি কি যীশুকে বিশ্বাস করেছেন?" যদি তিনি বলেন "না," আবার তার সঙ্গে কথা বলুন| যদি তিনি বলেন "হ্যাঁ" তবে তাকে জিজ্ঞাসা করুন যে কখন তিনি যীশুকে বিশ্বাস করেছেন| যদি তিনি বলেন, "আমি তাঁকে আমার সমস্ত জীবন ধরে বিশ্বাস করে আসছি" অথবা "বহুদিন আগেই আমি তাঁকে বিশ্বাস করেছি," তবে তিনি পরিত্রাণ লাভ করেননি|

যদি তিনি বলেন, "আমি এই মুহূর্তে যীশুতে বিশ্বাস স্থাপন করলাম," তাকে জিজ্ঞাসা করুন যে তিনি কি করেছিলেন| তার নিজের কথায় তাকে দিয়ে তার বিশ্বাসের বিবরণ দেওয়ানোর একটা চেষ্টা করুন| লোকেরা তাদের শোনা "মন্ডলীর বাক্যসমূহ" স্মরণে রাখতে পারেন আর এমনকী যদি তারা মন পরিবর্তন নাও করে থাকেন তাহলেও সেই শব্দগুলির পুনরাবৃত্তি করতে পারেন| তার বিশ্বাস স্থাপনে পাপী কি করেন? তিনি কি খ্রীষ্টের সম্বন্ধে কিছু একটা বিশ্বাস করেন? তিনি কি একটা অনুভূতিতে বিশ্বাস করেন? অথবা তিনি কি খ্রীষ্ট স্বয়ং-কে সরাসরি বিশ্বাস করেছেন?

তাকে জিজ্ঞাসা করুন, "যীশু খ্রীষ্ট আপনার জন্য কি করেছেন?" খ্রীষ্ট তাঁর রক্তের দ্বারা তার পাপ ক্ষমা করেছেন এই বিষয়ে যদি সেই ব্যক্তি কিছু না বলেন, কিন্তু নিজস্ব চিন্তাভাবনা অথবা অনুভূতি অথবা ভাল লাগার বিষয়ে বলতে থাকেন, তবে তিনি পরিত্রাণ লাভ করেননি!

তাকে জিজ্ঞাসা করুন, "যদি আপনি আজ মারা যান তাহলে আপনি স্বর্গ অথবা নরক, কোথায় যাবেন?" যদি তিনি বলেন "স্বর্গ," তবে তাকে জিজ্ঞাসা করুন যে কেন| ঈশ্বর যদি তাকে জিজ্ঞাসা করেন যে কেন তার স্বর্গে যাওয়া উচিৎ তবে তিনি ঈশ্বরকে কি উত্তর দেবেন? খ্রীষ্ট বা তাঁর রক্তের পাশাপাশি যদি সেই ব্যক্তি ভাল কাজ করা বা কিছুর বিষয়ে বলেন, তবে তিনি পরিত্রাণ লাভ করেননি! এরপরে তাকে প্রশ্ন করুন, "এখন থেকে এক বছরের মধ্যে, যদি আপনার মনে কোন কু-চিন্তা থেকে যায় এবং তারপরে আপনি মারা যান, তবে আপনি কোথায় যাবেন?" যদি তিনি বলেন "নরক," তবে তিনি ভাল হওয়ার উপরে নির্ভর করছেন এবং খ্রীষ্টের উপরে নয়| তখন আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, "এখন থেকে এক বছরে, যদি আপনি মন্ডলী ত্যাগ করেন এবং আর কখনও ফিরে না আসেন, এবং বিবাহ করা ছাড়াই একজন মহিলার (বা পুরুষের) সঙ্গে বাস করতে থাকেন, তার সঙ্গে যৌনক্রিয়াতে লিপ্ত হন এবং যদি প্রত্যেকদিন আপনি মাদক গ্রহণ করতে থাকেন, আপনি কি আর খ্রীষ্ট বিশ্বাসী থাকবেন, নাকি থাকবেন না? যদি তিনি উত্তর করেন "হ্যাঁ" তবে তিনি কখনও পাপের সমস্যা নিয়ে লেনদেন করেননি, এবং এখনও দিশাহারা হয়ে আছেন|

"আমি যীশুতে বিশ্বাস স্থাপন করেছি," কেবলমাত্র এই বলার জন্যে তাকে জিজ্ঞাসা করাটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তার বিশ্বাস স্থাপনের মুহূর্তে তিনি যীশুর সঙ্গে কি করেছিলেন তার একটা বিবরণ পাওয়ার জন্যই সেটা গুরুত্বপূর্ণ| তার বিশ্বাসের মুহূর্তটির সম্বন্ধে আপনি শুনতে চাইছেন, তার সমগ্র জীবন-কাহিনি বা সেইদিন যা যা হয়েছিল তার প্রত্যেকটি জিনিসের সম্বন্ধে নয়| নির্দ্দিষ্ট চিন্তাভাবনা বা অনুভূতির খোঁজ আমি করি না| কিন্তু তার পাপের উপাদান এবং খ্রীষ্ট স্বয়ং এর প্রতি বিশ্বাস স্থাপনের কার্য্যের দ্বারা তাঁর রক্তের মাধ্যমে সেই পাপের ক্ষমা লাভ করার বিষয়টি সেখানে অবশ্যই থাকতে হবে| বিভিন্ন লোকের ক্ষেত্রে অভিজ্ঞতার খুঁটিনাটি বিবরণ বিভিন্ন রকম হতে পারে| সেই ব্যক্তি যা বলেন আমি তার মধ্যে একটা অকৃত্রিমতা, বাস্তবতার খোঁজ করি|

যদি সেই ব্যক্তি কোন ভুল করেন, সেই ভুল সংশোধন করে দিন এবং আবার তার সঙ্গে কথা বলুন| কিন্তু যিনি বার বার একই ভুল করে চলেছেন সেই ব্যক্তির ক্ষেত্রে সেটা বোঝায় যে মন পরিবর্তন করার ব্যাপারে তিনি আন্তরিক নন| যাদের ঈশ্বর পরিত্রাণের প্রতি আকর্ষণ করেন তারা ধর্ম্মোপদেশ এবং আপনার উপদেশ মন দিয়ে শোনেন| যারা শোনেন না তারা পরিত্রাণ লাভ করবেন না|

হতাশ হবেন না যদি দেখেন আপনি কোন ব্যক্তির সঙ্গে কথা বলার পরেও তিনি পরিত্রাণ লাভ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন| সামান্য কিছু লোক প্রথমবার সুসমাচার শুনেই তাদের মন পরিবর্তন করেন, কিন্তু বেশির ভাগই তা করেন না| বেশির ভাগ লোককেই খ্রীষ্টের প্রতি তাদের বিশ্বাস স্থাপনের আগে বার বার ফিরে আসতে হবে|

প্রত্যেক ব্যক্তিকে একাধিকবার যাচাই করুন| তৎক্ষণাৎ লোকদের ব্যাপ্তিস্ম দেবেন না| তাদের অন্তত এক বছর অপেক্ষা করতে বলুন, এবং আমাদের দিনে মন্ডলীগুলির ধর্ম্মভ্রষ্ট অবস্থাতে সম্ভবত দুই বছর অপেক্ষা করাই অপেক্ষাকৃত ভাল হবে| সম্ভবত দুই বা তিন বছর অপেক্ষাকৃত ভাল হবে| সেটা আপনাকে সময় দেবে যাতে আপনি দেখতে পারেন তাদের বিশ্বাস অকৃত্রিম কি না| সেই সময়ের মধ্যে আপনি বিভিন্ন উপায়ে একজন ব্যক্তিকে পরীক্ষা করে নিতে পারেন| মন্ডলীর কোন সেবাকাজের বাইরে - আপনি তার কাছে তার সাক্ষ্য চাইতে পারেন| কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন| যারা খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেননি তারা তাদের সৃষ্ট সেই "সাক্ষ্য" ভুলে যাবেন এবং এক বা দুই বছর পরে আবার ভুল করবেন| তারা কেবল "পাশ" করতে এবং অনুমোদিত হতে চেয়েছিলেন, কিন্তু তারা খ্রীষ্টে বিশ্বাস করেননি| অন্যেরা কিছু শব্দ মুখস্থ করে রাখেন এবং পরে সেগুলি বলতে পারেন, কিন্তু যখন আপনি আলাদা কোন সময়ে আলাদা কোন উপায়ে তাদের প্রশ্ন করেন তখন তারা কি বলবেন সেটা বুঝতে পারেন না, কেননা যীশুকে বিশ্বাস করার ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের নেই|

তার মনোভাব এবং আচরণ দেখুন| যিনি আপনার মন্ডলী ত্যাগ করেছেন এবং আপনার কথা শুনতে অস্বীকার করেছেন সেরকম একজন ব্যক্তি দেখান যে পাপের বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি এবং খ্রীষ্টকে বিশ্বাস করেননি| মন্ডলী এবং খ্রীষ্টিয় জীবনের বিষয়ে মন্দ মনোভাবে অটল থাকা এক ব্যক্তি দেখান যে পাপের বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি এবং খ্রীষ্টকে বিশ্বাস করেননি|

7. সপ্তম, পরামর্শ সেবাকাজের প্রকৃত পরীক্ষা স্মরণ করুন |

পরামর্শ সেবাকাজের প্রকৃত পরীক্ষা হল এই: আপনি কি কোন ব্যক্তিকে বলতে পারেন যে তিনি খ্রীষ্টে বিশ্বাস করেননি এবং সেই দিন মন পরিবর্তন করেননি? আপনি কি কোন ব্যক্তিকে বলতে পারেন যে তাকে অবশ্যই ফিরে আসতে হবে এবং তার পরিত্রাণের বিষয়ে তাকে আবার আপনার সঙ্গে কথা বলতে হবে? আমি এমন কোন পালককে জানি না যিনি এই কাজ করেন| সেই হল কারণ যে কেন আমাদের মন্ডলী সানডে স্কুলের শিক্ষক, ডিকন, পালকদের স্ত্রী, এবং পালকগণ সমেত, হারানো লোকদের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে| যারা পালকগণের আমন্ত্রণে সাড়া দেন তাদের প্রত্যেককে পালকগণ জোর করে একটা প্রার্থনা করান| তারা এটা করেন যাতে তারা ব্যাপ্তিস্মের সংখ্যা গুণতে পারেন| যাদের তারা ব্যাপ্তিস্ম দেন তাদের প্রায় কেউই পরিত্রাণ লাভ করেন না| তারা মন্ডলীর প্রতি বিশ্বস্ত থাকেন না কারণ তারা আবার জন্ম লাভ করেননি| এই সমস্ত লোক "পশ্চাদপসরন" করেননি| তারা হয়েছেন দিশাহারা কারণ তারা যে মন পরিবর্তন করেছিলেন সেই বিষয়ে নিশ্চিত হতে সেই পালক কখনও কোন সময় ব্যয় করেননি| আপনি এখনও হারিয়ে আছেন এবং আপনার আবার আসার দরকার আছে এই কথা কোন লোককে আপনি বলতে পারছেন কি না সেটাই হচ্ছে আপনার সেবাকাজের প্রকৃত পরীক্ষা| আপনিও কি ঐসব লোকদের মতন যারা "ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষা তাহারা বরং মনুষ্যদের কাছে গৌরব অধিক ভালবাসিত"? (যোহন 12:43)| অথবা লোকে পছন্দ করুন বা না করুন আপনি কি সত্যি কথা বলেন?

কথা বলার এটা একটা উপায়: আপনি কি একটা প্রকৃত মন পরিবর্তনে বিশ্বাস করেন - খ্রীষ্টে স্থাপিত একটি প্রকৃত বিশ্বাস যার ফল হল একটা প্রকৃত খ্রীষ্টিয় জীবন? যদি আপনি প্রত্যেককে একটি প্রার্থনাতে, অথবা তাদের হাত তুলতে, অথবা একটা কার্ড সই করতে প্ররোচিত করছেন তবে আপনি হলেন একজন "সিদ্ধান্তবাদী|" আপনি সেই সমস্ত মানুষের আত্মার যত্ন নিচ্ছেন না যাদের ঈশ্বর আপনার কাছে পাঠিয়েছেন|

আমি আশা করছি যে আপনাদের মধ্যে কয়েকজন প্রকৃত মন পরিবর্তনে বিশ্বাস করেন| আমি আশা করছি যে আপনাদের মধ্যে কয়েকজন প্রত্যেক ব্যক্তির সঙ্গে সময় কাটানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যাতে নিশ্চিত করা যায় যে তিনি খ্রীষ্টে বিশ্বাস করেন এবং তিনি মন পরিবর্তন করেছেন| এটাই একজন বিশ্বস্ত পালক করে থাকেন| সেই বিশ্বস্ত মেষপালক তারা মেষদের বিষয়ে যত্নশীল থাকেন| আমি আশা করছি আপনি আপনার সর্বশ্রেষ্ঠটি করবেন এই নিশ্চিত করতে যে আপনার লোকরা খ্রীষ্টে বিশ্বাস রাখেন এবং মন পরিবর্তন করেন|

আপনি হয়তো ভাবছেন যে আমি এই বিষয়ে অনেক বেশি বিশদে চলে গেছি, ভাবছেন যে মন পরিবর্তন প্রকৃতপক্ষে একটি সাধারণ বিষয় যার জন্য বেশি ভাবনাচিন্তা করার প্রয়োজন নেই| কিন্তু কিভাবে শিশু প্রসব করাতে হয় তার বিশদ জানতে চিকিৎসা পেশাতে ধাত্রী-বিশারদের প্রয়োজন যদি না থাকে তবে কি হবে? কি হবে যদি তারা সকলে একই কাজ করেন, অথবা তাদের হাত না ধুয়ে নেন, অথবা একটা উল্টে থাকা বাচ্চার প্রসব কিভাবে করাতে হয়, ইত্যাদি না জানেন? আমরা যদি আত্মার জন্মদানের মতন একইভাবে একটা বাচ্চার প্রসব করাতাম, তবে লক্ষ লক্ষ শিশু অপ্রয়োজনীয়ভাবে মারা যেত - কারণ এই মুহূর্তে লক্ষ লক্ষ আত্মা অপ্রয়োজনীয়ভাবে মারা যাচ্ছে এবং নরকে যাচ্ছে কেননা তাদের মন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা যথেষ্ট সময় ব্যয় করছি না, অথবা কিভাবে মন পরিবর্তন করতে হয় সেটা আমাদের বাইবেল স্কুল এবং সেমিনারিতে আমরা তাদের শেখাচ্ছি না - যেখানে এই বিষয়টি আদৌ পড়ানো হয় না!!!

আমি এখন অসওয়াল্ড জে. স্মিথ দ্বারা রচিত এবং হোমার রোডহিভার দ্বারা সুরারোপিত সেই গান "তখন যীশু আসেন" থেকে কিছু শব্দ পাঠ করছি| যখন যীশু আপনার জীবনে আসেন, তাঁর রক্ত আপনাকে সব পাপ থেকে শুচি করে; ক্রুশের উপরে যে রক্ত তিনি ঝরিয়েছিলেন তা আপনার পাপ শুচি করতে এখনও উপলব্ধ রয়েছে| এবং আপনাকে অনন্ত জীবন দান করতে যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন| একমাত্র যীশুতে বিশ্বাস করুন এবং তিনি আপনার পাপ ক্ষমা করবেন এবং আপনাকে চিরস্থায়ী জীবন দান করবেন| আমি আশা করি আপনারা ফিরে আসবেন এবং আজ রাত্রি 6:15 মিনিটে আমাদের সঙ্গে নৈশভোজে যোগদান করবেন| ডঃ হেইমার্‌স একটি সুসমাচার সংক্রান্ত ধর্ম্মোপদেশ প্রচার করবেন, যার শিরোনাম "এক অন্ধ ব্যক্তি যীশুর দ্বারা সুস্থ হয়েছিলেন|" আজ রাত 6:15 মিনিটে ফিরে আসার ব্যাপারে নিশ্চিত থাকুন এবং ডঃ হেইমার্‌সের বক্তৃতার পরে নৈশভোজ পর্য্যন্ত থেকে যান|

একদা একজন রাজপথের প্রান্তে বসিয়া ভিক্ষা করিতেছিল,
তাহার চক্ষুদ্বয় ছিল অন্ধ, আলোক সে দেখিতে পাইত না|
সে আঁকড়াইয়া ধরিয়াছিল তাহার ছিন্নবস্ত্র এবং ছায়ায় কাঁপিতেছিল
তখন যীশু আসেন এবং তাহার অন্ধকার স্পর্শে আহুত হয়|
যখন যীশু আসেন, ক্ষমতার তেজ ভগ্ন হয়;
যখন যীশু আসেন, অশ্রুসকল শুকাইয়া যায়,
তিনি বিষাদ নিয়া নেন এবং জীবন গৌরবে পূর্ণ করেন,
সকলই পরিবর্তন হয় যখন যীশু থাকিতে আসেন|

মন্দ আত্মা তাহাকে গৃহ ও মিত্র হইতে তাড়াইয়াছে,
কবরের মধ্যে সে দুর্দশায় বাস করিত;
যখন তাহাতে দিয়াবলের শক্তি প্রাপ্ত হইত তখন সে নিজেকে কাটিত,
তখন যীশু আসেন এবং বন্ধন মুক্ত করেন|
যখন যীশু আসেন, ক্ষমতার তেজ ভগ্ন হয়;
যখন যীশু আসেন, অশ্রুসকল শুকাইয়া যায়,
তিনি বিষাদ নিয়া নেন এবং জীবন গৌরবে পূর্ণ করেন,
সকলই পরিবর্তন হয় যখন যীশু থাকিতে আসেন|

মানুষ আজ পাইয়াছে সক্ষম পরিত্রাতাকে,
তাহারা পারে না আবেগ, কাম ও পাপ জয় করিতে;
তাহাদের ভগ্ন হৃদয় ফেলিয়া গিয়াছে তাহাদের দুঃখ এবং একাকীত্ব,
তখন যীশু আসেন এবং তাহাদের মধ্যে, স্বয়ং, বাস করেন|
যখন যীশু আসেন, ক্ষমতার তেজ ভগ্ন হয়;
যখন যীশু আসেন, অশ্রুসকল শুকাইয়া যায়,
তিনি বিষাদ নিয়া নেন এবং জীবন গৌরবে পূর্ণ করেন,
সকলই পরিবর্তন হয় যখন যীশু থাকিতে আসেন|
   (“Then Jesus Came” by Dr. Oswald J. Smith, 1889-1986;
   music by Homer Rodeheaver, 1880-1955) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্‌কেড গ্রিফিথ:
“Then Jesus Came” (by Dr. Oswald J. Smith, 1889-1986;
music by Homer Rodeheaver, 1880-1955) |


খসড়া চিত্র

কিভাবে একটি আত্মাকে খ্রীষ্টের প্রতি পরিচালনা করবেন -
মন পরিবর্তনের জন্য পরামর্শ !

HOW TO LEAD A SOUL TO CHRIST –
COUNSELING FOR CONVERSIONS!

ডঃ সি. এল. কেগান দ্বারা রচিত
এবং রেভাঃ জন শম্যুয়েল কেগান দ্বারা প্রচারিত একটি ধর্ম্মোপদেশ

‘‘তোমরা যদি না ফির...তবে কোনমতে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে না’’ (মথি 18:3)|

(যোহন 3:3, 7; II করিন্থীয় 5: 17)

1. প্রথম, পালকদের অবশ্যই পাপীদের কথা শুনতে হয় |

2. দ্বিতীয়, পাপীরা যীশু খ্রীষ্টের বিষয়ে ভুল ধারণা তৈরী করেন, রোমীয় 8:34; লূক 24:37-43 |

3. তৃতীয়, পাপীরা পরিত্রাণের বিষয়ে ভুল ধারণা তৈরী করেন, তীত 3:5; যাকোব 2:19;
ইফিষীয় 2:20 |

4. চতুর্থ, পাপীর প্রয়োজন তার হৃদয়ের পাপের জন্য অনুশোচনা করা, যিরমিয় 17:9;
যোহন 6:44; যোনা 2:9; যিশাইয় 6:5 |

5. পঞ্চম, পাপী যদি তার হৃদয়ের পাপের জন্য অনুতপ্ত হন, তাকে খ্রীষ্টের প্রতি পরিচালনা করতে চেষ্টা করুন, যিশাইয় 6:5; লূক 23:42, 43 |

6. ষষ্ঠ, পাপীর সঙ্গে কথা বলার পরে, আপনি তাকে সাধারণ কয়েকটি প্রশ্ন করুন |

7. সপ্তম, পরামর্শ সেবাকাজের প্রকৃত পরীক্ষা স্মরণ করুন, যোহন 12:43 |