Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




খ্রীষ্টের পরীক্ষা
এবং শয়তানের নরকবাস !

THE TEMPTATION OF CHRIST
AND THE FALL OF SATAN!
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 29শে জুলাই, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles

Lord’s Day Morning, July 29, 2018


প্রভু যীশু খ্রীষ্ট শয়তানের সম্মুখীন হয়েছিলেন| মথি 4:1 পদের দিকে দেখুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 997 পাতাতে রয়েছে,

‘‘তখন যীশু, দিয়াবল [দ্বারা] পরীক্ষিত হইবার জন্য, আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন’’ (মথি 4:1)|

এদিকে দেখুন| এখানে শয়তানের প্রথম নাম দেওয়া হয়েছে "দিয়াবল|" এটা গ্রীক শব্দ “diabolos” থেকে অনূদিত হয়েছে যার মানে হল "অপবাদক" বা "মিথ্যুক|" তিনি যীশুর পরীক্ষা নিয়েছিলেন যাতে তিনি "তাঁহার নিন্দা" করতে পারেন যদি খ্রীষ্ট তার প্রতি নিজেকে প্রদান করেন| এখন তিন নম্বর পদ দেখুন|

‘‘তখন পরীক্ষক নিকটে আসিয়া আঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলা রুটী হইয়া যায়’’ (মথি 4:3)|

শয়তানের দ্বিতীয় নাম এখানে হয়েছে "পরীক্ষক|" গ্রীক শব্দ “pěirazō” থেকে এর অনুবাদ হয়েছে যার মানে "প্রলুব্ধ করা" বা "পরীক্ষা করা|" যীশু বাইবেলের, দ্বিতীয় বিবরণ 8:3 পদ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন, "মনুষ্য কেবল রুটীতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে" (মথি 4:4)|

এখন, দিয়াবল স্বয়ং শাস্ত্র উল্লেখ করছেন| শেক্সপীয়র সঠিক ছিলেন যখন তিনি বলেছিলেন, "দিয়াবল তাহার নিজের উদ্দেশ্য সাধনের জন্য শাস্ত্র উল্লেখ করিতে পারে|" দিয়াবল গীতসংহিতা 91:11-12 উল্লেখ করেছিলেন, যদিও সেটা তিনি নিখুঁতভাবে উল্লেখ করেননি| ধর্মভ্রষ্ট যেমন জিহোভার সাক্ষ্যের এবং মরমোনস বাইবেলের কয়েকটি পদের উল্লেখ করেছেন, কিন্তু তারা সেগুলি নিখুঁতভাবে উল্লেখ করেননি| যীশু নিখুঁতভাবে দিয়াবলকে উত্তর করেছিলেন,

‘‘যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না,’’ দ্বিতীয় বিবরণ 6:16 (মথি 4:7)|

এরপরে দিয়াবল যীশুকে তৃতীয়বারের জন্য পরীক্ষা করেছিলেন এই বলে যে, যীশু যদি তার আরাধনা করেন তবে তিনি তাঁকে জগতের সমস্ত রাজত্ব দান করবেন| এখন মথি 4:10 পদটি দেখুন,

‘‘তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে,’’ দ্বিতীয় বিবরণ 6:13 এবং 10:20 পদের উল্লেখ (মথি 4:10)|

ডঃ জে. ভারন্ন ম্যাকগী বলেছিলেন, "প্রত্যেকবার প্রভু যীশু শয়তানকে বাক্য [বাইবেল] হইতে উত্তর দিয়াছিলেন| মনে হইতেছে দিয়াবল ভাবিয়াছিলেন [বাইবেল] উত্তম উত্তর দিয়াছে কারণ ঠিক তাহার পরের পদটিতেই আমরা পড়িতেছি, 'তখন দিয়াবল তাঁহাকে ছাড়িয়া গেলʼ (মথি 4:11)" (ডঃ জে. ভারন্ন ম্যাকগী, থ্রু দ্য বাইবেল, মথি 4:1-11 পদগুলির উপরে টীকা)|

লক্ষ করুন দশ নম্বর পদে যীশু দিয়াবলের তৃতীয় একটি নাম দিয়েছেন, "দূর হও, শয়তান..." এটা অনূদিত হয়েছে গ্রীক শব্দ “Satanas” থেকে, যার অর্থ হল "দোষারোপকারী|" যীশু ভেঙ্গে পড়েননি সেটা প্রমাণ করতে যীশু পরীক্ষিত হয়েছিলেন| আমি জানি যে আপনি এবং আমি প্রভু যীশু খ্রীষ্টের মতন অত শক্তিশালী নই| কিন্তু আমরা তাঁর উদাহরণ অনুসরণ করতে পারি এবং তাঁর সৈনিক এবং শিষ্য হওয়ার প্রশিক্ষণ নিতে পারি! লক্ষ করুন যে খ্রীষ্ট বাইবেল, ঈশ্বরের বাক্য উদ্ধৃত করে প্রতিটি প্রলোভনের উত্তর দিয়েছিলেন| তিনি বলেননি, "ঠিক আছে, আমি এই মনে করছি বা আমি ঐ মনে করছি," অথবা "ঠিক আছে, আমি বিশ্বাস করি সেখানে আর একটা উত্তমতর উপায় আছে|" দিয়াবলকে উত্তর করার জন্য যীশু বাইবেল থেকে শুধুমাত্র সঠিক বাক্য উল্লেখ করেছিলেন| খুব উদারপন্থী, বাইবেল-অস্বীকারকারী এক সেমিনারিতে আমি আমার মাস্টার ডিগ্রির পাঠ নিয়েছিলাম| আমি সেখানে যেতে বাধ্য হয়েছিলাম কারণ যেমন জন কেগান যাচ্ছেন সেরকম ভাল একটা সেমিনারিতে যাওয়ার মতন যথেষ্ট অর্থ আমার ছিল না| কিন্তু আমি সেই খারাপ সেমিনারিতে একটা জিনিস শিখেছিলাম| শুধুমাত্র বাইবেল উল্লেখ করার দ্বারা আমি সেখানে আমার অধ্যপকদের প্রশ্নের উত্তর দিতে শিখেছিলাম| তারা আমাকে সংকীর্ণমনা মৌলবাদী বলতেন| সেটা আমাকে আদৌ বিচলিত করত না! আমি যীশুকে অনুসরণ করতাম| আমি ছিলাম তাঁর শিষ্য - তাদের নয়!

সেটাই কারণ যে আপনার জন্য এখানে ফিরে আসা এবং বাইবেল শিক্ষা করা এতটা গুরুত্বপূর্ণ| অন্য কোন মন্ডলী বা বাইবেল অধ্যয়ন কেন্দ্রে চলে যাবেন না| যে ব্যক্তি সেই গোষ্ঠীকে পরিচালনা করছেন তিনি অত ভাল বাইবেল নাও জানতে পারেন, যার জন্যে তারা খ্রীষ্টের শিষ্য হিসাবে আপনাকে প্রশিক্ষিত করতে সক্ষম হবেন না| যদি আপনি এখানে ক্রমাগত আসতে থাকেন, আমরা আপনাকে বিশুদ্ধ ঈশ্বরের বাক্য শেখাব, এবং অনেক মূল পদ আপনাকে দিয়ে মুখস্থ করাব| আজকে আপনার মুখস্থ করার মতন একটি পদ বলছি|

‘‘তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি’’ (গীতসংহিতা 119:11)|

এখন আমি চাই আপনারা বাইবেল, ঈশ্বরের বাক্য, থেকে দেখুন সেই জায়গাটি যেখানে শয়তান এসেছে| এইসব দুর্বল নব্য-সুসমাচার প্রচারকরা আপনাকে বলবেন যে শয়তানের সম্বন্ধে জানা অত গুরুত্বপূর্ণ নয়| কিন্তু আপনি যদি খ্রীষ্টের শিষ্য হতে চান তাহলে শয়তানের সম্বন্ধে কিছুটা আপনাকে অবশ্যই জানতে হবে! যিশাইয় 14:12-15 পদগুলি দেখুন| এসব স্কোফিল্ড স্টাডি বাইবেল-এর 726 পাতায় আছে| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং যখন আমি জোরে জোরে পড়ছি আপনি নিঃশব্দে সেগুলি পড়ুন|

‘‘হে প্রভাতি-তারা! উষা-নন্দন! তুমি ত স্বর্গভ্রষ্ট হইয়াছ! হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ! তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহন করিব, ঈশ্বরের নক্ষত্রগণের উর্দ্ধে আমার সিংহাসন উন্নত করিব; সমাগম-পর্ব্বতে, উত্তর দিকের প্রান্তে, উপবিষ্ট হইব; আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব| তুমি ত নামান যাইবে পাতালে, গর্ত্তের গভীরতম তলে’’ (যিশাইয় 14:12-15)|

আপনারা বসতে পারেন|

12 নং পদে দিয়াবলকে বলা হয়েছে "লুসিফার|" হিব্রু ভাষায় লুসিফার-এর অর্থ হল "উজ্জ্বল জ্যোতি|" দিয়াবলের নাম যে "উজ্জ্বল জ্যোতি" শুধুমাত্র এটা জানাই হয়তো আপনাদের কাউকে খুব ভালভাবে এর পরে সাহায্য করবে| কিছু বিধর্ম্মী এবং পেন্টাকোষ্টাল গোষ্ঠীর লোকেরা একটা "উজ্জ্বল জ্যোতি" দেখার বিষয়ে বলেন এবং এটাকে পবিত্র আত্মা বলে ভেবে নেন| না! না! এ হল শয়তান! এ হল লুসিফার! II করিন্থীয় 11:14 পদে, বাইবেল বলছে, "আর ইহা আশ্চর্য্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে|" যখন আপনি কারও মাথায় জ্যোতি দেখতে পান, তিনি হলেন শয়তান! ইনি ঈশ্বর নন! এ পবিত্র আত্মা নয়| এ হল শয়তান, "দীপ্তিময় দূতের বেশ ধারণ করিয়াছে|" বর্তমানে কিছু জনপ্রিয় বই পাওয়া যাচ্ছে, যেখানে লোকদের মারা যাওয়ার, তাদের স্বর্গে যাওয়ার এবং তারপরে আবার পৃথিবীতে ফিরে আসার বিষয়ে বলা হয়েছে| তারা প্রায় সবসময় স্বর্গে একটা "জ্যোতি" দেখতে পাওয়ার কথা বলেন| বাস্তবিকপক্ষে প্রত্যেক ক্ষেত্রে তারা শয়তানের দ্বারা প্রতারিত হয়েছেন - তারা শয়তানকে দেখেছিলেন এবং তাকে ভেবেছিলেন ঈশ্বর! কিন্তু সেটা সম্ভব নয়! খ্রীষ্ট আমাদের বলেছিলেন,

‘‘ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই’’ (যোহন 1:18)|

যদি তারা প্রকৃতই একটা "জ্যোতি" দেখে থাকেন তো সেটা ঈশ্বর ছিলেন না! এ ছিল হয় লুসিফার (শয়তান) অথবা তার দিয়াবলদের একজন! কখনও ঈশ্বর নন!

যিশাইয় 14:12 পদে ফিরে আসছি| লুসিফার "জাতিকে দুর্বল করিয়াছিলেন" যখন তাকে স্বর্গ থেকে বাইরে নিক্ষেপ করে পৃথিবীতে পাঠানো হয়েছিল| স্বর্গে লুসিফার মূলত ছিলেন এক শক্তিশালী স্বর্গদূত| কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের স্থান গ্রহণের চেষ্টা করার জন্য তাকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছিল| যিশাইয় 14:13-15 দেখুন, আমি আবার এটা পড়ছি| অনুগ্রহ করে উঠে দাঁড়ান|

‘‘তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহন করিব, ঈশ্বরের নক্ষত্রগণের উর্দ্ধে আমার সিংহাসন উন্নত করিব; সমাগম-পর্ব্বতে, উত্তর দিকের প্রান্তে, উপবিষ্ট হইব; আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব| তুমি ত নামান যাইবে পাতালে, গর্ত্তের গভীরতম তলে’’ (যিশাইয় 14:13-15)|

726 পাতার নিচে স্কোফিল্ডের টীকা দেখুন| এতে বলছে, "12-14 পদগুলি স্পষ্টভাবে শয়তানের বিষয় উল্লেখ করিতেছে... এই বিস্ময়কর অংশটি জগতে পাপের সূচনার চিহ্ন প্রকাশ করিতেছে| যখন লুসিফার বলিয়াছিলেন, 'আমি করিব,' তখন হইতে পাপ-এর শুরু হইয়াছিল|" এবার প্রকাশিত বাক্য 12:9 পদটি দেখুন| এটা বাইবেল-এর শেষের দিকে 1341 পাতায় রয়েছে| যখন আমি পড়ব আমাকে অনুসরণ করুন|

‘‘আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল; এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়; সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল’’ (প্রকাশিত বাক্য 12:9)|

এখানে সেই মহা নাগ হল লুসিফার, শয়তান, "সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল এবং শয়তান বলা যায়|" বেশির ভাগ আধুনিক পন্ডিতগণ বলেন যে জগতের শেষের দিনে এটা হচ্ছে শয়তানের অন্য একটি পতন| এই পদ আমাদের সেই একই নিক্ষেপ-এর ব্যাখ্যা করতে সাহায্য করে যার বিষয়ে আমরা যিশাইয় 14 অধ্যায়ে পড়ছি| যেকোন ক্ষেত্রেই, এটা হচ্ছে শয়তান কোথা থেকে আসে তার ব্যাখ্যা| এছাড়া 9 নম্বর পদে এখানে আমাদের এটাও বলা হচ্ছে যে "এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল|" এই অনুসারে এই সমস্ত বিদ্রোহকারী দূতগণ দিয়াবলে পরিণত হয়েছিল যারা বাইবেল-এর যীশুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল| প্রকাশিত বাক্য 12:9 এর মধ্যে লক্ষ করার মতন অন্য আরও একটা উক্তি রয়েছে, "শয়তান, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়|"

যদিও উইনস্টন চার্চিল একজন মন্ডলীতে-যাওয়া খ্রীষ্ট বিশ্বাসী ছিলেন না, তিনিও বুঝেছিলেন যে সেখানে এক শয়তান আছে| চার্চিল জানতেন যে II বিশ্বযুদ্ধের সময়ে হিটলার এবং জার্মানির মন্দ শক্তির পিছনে শয়তান ছিল| সেটাই কারণ যে চার্চিল জেনেছিলেন হিটলার-এর সঙ্গে থেকে তিনি শান্তি স্থাপন করতে পারবেন না| যেমন চেম্বারলেইন, লর্ড হ্যালিফ্যাক্স এবং সেই "শান্তি স্থাপনকারীগণ" অন্যান্য ব্যক্তিরা চিন্তা করেছিলেন তারা হয়তো হিটলারের সঙ্গে একটা শান্তি চুক্তি স্থাপন করতে পারবেন| কিন্তু চার্চিল জানতেন যে এই বিশ্বের দিয়াবলীয় শক্তিগুলিকে থামাতে হবে নয়তো চার্চিল যাকে "খ্রীষ্টিয় সভ্যতা" বলতেন, তার অবসান হবে|

সেই কারণেই আমাদের অবশ্যই খ্রীষ্টের শিষ্য হিসাবে সংগ্রাম করা উচিৎ| আমার সহায়ক, রেভা. জন কেগান, আমাদের শত্রু - সেই দিয়াবল - সম্বন্ধে আজ রাত 6:15 মিনিটে প্রচার করবেন| আপনারা পালক জন-এর প্রচার শুনতে পাবেন এবং আপনাদের জন্য একটা সুন্দর, গরম খাবার আমাদের কাছে থাকবে| আজ রাত 6:15 মিনিটে ফিরে আসার ব্যাপারে নিশ্চিত হন!

অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং লুথার রচিত, "দৃঢ় দূর্গ মোদের ঈশ্বর" এই বিখ্যাত গানটি শুনুন| এটা আপনার গানের পাতার এক নম্বর গান| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং গানটি করুন!

দৃঢ় দূর্গ মোদের ঈশ্বর, অবিভেদ্য রক্ষা প্রাচীর,
   তিনিই মাত্র মোদের আশ্রয়, যখন পাপ-প্লাবন পিছে ধায়|
কারণ চিরশত্রু মোদের অমঙ্গল চায়;
   তার চাতুরির ছলে, হিংসা লোভের বলে,
জগতে তার তুল্য কেহ নয়|

যদি আপন বলে নির্ভর, পরাজিত হব নিশ্চয়,
   যদি না ঈশ্বর-প্রেরিত সুজন, মোদের হয় সহায়ক|
কে সে জন জানে কি? খ্রীষ্ট যীশু, সেই ব্যক্তি;
   বিশ্রামবারের কর্ত্তা, ভবের অধিকর্ত্তা,
তিনি হন বিজয়ী নায়ক|
(“A Mighty Fortress Is Our God,” Martin Luther, 1483-1546)|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্কেড গ্রিফিথ:
(“A Mighty Fortress is Our God,” Martin Luther, 1483-1546).