Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




পাতালের পুরদ্বার প্রচন্ড !

STORMING THE GATES OF HELL!
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 8ই জুলাই, প্রভুর দিনের সকালবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, July 8, 2018


অনুগ্রহ করে বাইবেলে মথি 16:18 পদটি দেখুন, পদটির দ্বিতীয় অর্ধাংশ খুলুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেল এর 1021 নম্বর পাতায় আছে| যীশু বলেছিলেন,

‘‘আমি আপন মন্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না’’ (মথি 16:18b)|

টীকাকার আর. সি. এইচ লেন‌স্‌কি বলেছিলেন, "ইহা অর্থপ্রকাশ করিতেছে যে পাতালের পুরদ্বার সকল তাহার [দিয়াবলের] বাহিনী বর্ষণ করিবে খ্রীষ্টের মন্ডলীকে আক্রমণ করিতে, কিন্তু সেই মন্ডলীকে ভূপাতিত করিতে পারিবে না" (লেনস্‌কি, মথি 16:18b পদের টীকা)| অবশ্যই এতে প্রকৃত মন্ডলীর কথাই উল্লেখ করা হয়েছে, শেষের দিনের ধর্ম্মভ্রষ্ট মন্ডলীর কথা বলা হয়নি| ধর্ম্মভ্রষ্ট সব মন্ডলী ইতিমধ্যেই দিয়াবল এর আত্মার দ্বারা প্রভাবিত হয়ে আছে| বাইবেল এই ভবিষ্যবাণী করেছিল,

‘‘কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে’’ (I তীমথিয় 4:1)|

শয়তান ও তার দিয়াবল এর কাজকর্ম ভ্রান্ত মন্ডলীর অনেক লোককেই "বিশ্বাস হইতে সরিয়া" যাওয়ার কারণ হবে যেমন বাইবেল এর ঈশ্বর প্রদত্ত বাক্যে বলা হয়েছে|

এটা II তীমথিয় 3:1-8 পদের বর্ণনা অনুসারে "শেষের দিন" এর ভ্রান্ত মন্ডলী উৎপন্ন করেছে, যেখানকার বেশীর ভাগ মন্ডলী সদস্যরা

‘‘ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে; লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে; তুমি এরূপ লোকদের হইতে সরিয়া যাও’’ (II তীমথিয় 3:4, 5)|

এই অনুসারে আমরা বাইবেলে দেখছি যে বর্তমানে দুই ধরণের মন্ডলী রয়েছে - ভ্রান্ত মন্ডলী, এবং প্রকৃত মন্ডলী| এটা হল একমাত্র প্রকৃত মন্ডলী যাদের ঈশ্বর সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন,

‘‘আমি আপন মন্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না’’ (মথি 16:18b)|

আজকের দিনে আমরা আমেরিকাতে ভ্রান্ত মন্ডলীর দ্বারা পরিবৃত হয়ে আছি| ভ্রান্ত মন্ডলী হল লাওডিসিয়াতে অবস্থিত মন্ডলীর মতন, স্কোফিল্ড এর টীকায় যা "ধর্ম্মভ্রষ্টতার চূড়ান্ত অবস্থা" বলে বলা হয়েছে| আজকের বহু মন্ডলীর মধ্যে দেখতে পাওয়া এই লাওডিসিয়ান ধর্ম্মভ্রষ্টতা প্রসঙ্গে খ্রীষ্টের বর্ণনা দেওয়া হল:

‘‘তুমি কহিতেছ, আমি ধনবান্‍, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই; কিন্তু তুমি জান না যে, তুমিই দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ’’ (প্রকাশিত বাক্য 3:17)|

‘‘এইরূপে তুমি কদুষ্ণ, না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি’’ (প্রকাশিত বাক্য 3:16)|

ভূতগণের শিক্ষামালায় (I তীমথিয় 4:1) মন দিয়ে এবং খ্রীষ্টধর্ম্মের কেবলমাত্র বাহ্যিক অবয়বধারী (II তীমথিয় 3:4, 5) হয়ে থাকার পরিণামে সুসমাচার সংক্রান্ত প্রচারের বেশীর ভাগ মন্ডলী আজকের এই শেষের দিনে ধর্ম্মভ্রষ্ট হয়েছে| যেমন ডঃ জন ম্যাকআর্থার সঠিকভাবে বলেছিলেন, মন্ডলীর এই সব সদস্যদের উদ্দীপনার অভাব রয়েছে, এবং এরা হলেন "কদুষ্ণ, কপট, খ্রীষ্টকে জানেন বলে মুখে স্বীকার করেন, কিন্তু তাঁর নন...এই সমস্ত আত্মপ্রবঞ্চক কপট (অসুস্থ) খ্রীষ্ট|" যদিও ডঃ ম্যাকআর্থার খ্রীষ্টের রক্ত সম্বন্ধে ভুল বলেছেন, কিন্তু তিনি সুসমাচার সংক্রান্ত প্রচারকারীদের বেশীর ভাগের বিবরণ দিতে গিয়ে "আত্ম-প্রবঞ্চক কপট" উল্লেখ করে একেবারে সঠিক কথা বলেছেন|

এবং সেটাই হল কারণ যে সুসমাচার সংক্রান্ত প্রচারের মন্ডলীগুলি বাস্তবিকেই তাদের মন্ডলীর যুবকদের হারাচ্ছেন| জোনাথান এস. ডিকারসন একটা বই লিখেছিলেন যার শিরোনাম, দ্য গ্রেট ইভাঞ্জেলিকাল রিসেশন (বেকার বুকস)| তিনি আসল পরিসংখ্যান দিয়েছিলেন| আজকের যুবদের মাত্র শতকরা 7 জন নিজেকে খ্রীষ্ট বিশ্বাসী বলে দাবী করেন| যুবক সুসমাচার সংক্রান্ত প্রচারকদের সংখ্যা শীঘ্রই শতকরা 7 ভাগ থেকে নেমে এসে কেবলমাত্র প্রায় "শতকরা 4 ভাগ বা তার কম হবে - যদি না নতুন করে শিষ্য তৈরী করা যায়" (ডিকারসন, পৃ. 144)|

বর্তমানে মন্ডলীতে যুবকদের সংখ্যার এই ধরণের একটা বিশাল হ্রাস কেন? এর প্রধান কারণ হল যে তারা সদস্যদের বেশীর ভাগকেই "আত্ম-প্রবঞ্চক কপট" হিসাবে দেখছেন, যেমন ডঃ ম্যাকআর্থার বলেছিলেন| তারা মন্ডলীর অপেক্ষাকৃত পুরানো সদস্যদের দেখছেন যে তারা তাদের চারিপাশের পাপপূর্ণ জগতের সঙ্গে সংগ্রাম করার পক্ষে নিস্তেজ, দুর্বল এবং ক্ষমতাহীন, সেটাই কারণ! ঈশ্বরতত্ত্ববিদ ডঃ ডেভিড এফ. ওয়েলস এটা লক্ষ করেছিলেন| সেই কারণে তিনি একটা বই লিখেছিলেন, যার নাম No Place for Truth: or Whatever Happened to Evangelical Theology? (সত্যের কোন স্থান নেই; অথবা ইভানজেলিকাল তত্ত্বের প্রতি যা কিছু ঘটেছিল? ) (এর্ডম্যানস, 1993)| বিখ্যাত ঈশ্বরতত্ত্ববিদ ডঃ কার্ল এফ. এইচ. হেনরীও এটা লক্ষ করেছিলেন| তিনি বলেছিলেন,

"পুনঃসৃষ্টির [নতুন জন্ম] সচেতনতা ছাড়াই একটা গোটা প্রজন্ম বৃদ্ধি পাচ্ছে| বর্বর মানুষেরা অধঃপতিত সভ্যতার ধূলায় গড়াগড়ি খাচ্ছেন এবং ইতিমধ্যেই একটি অক্ষম মন্ডলীতে ছায়ার মতন প্রবেশ করেছেন" (Twilight of a Great Civilization, Crossway Books, pp. 15-17)|

"একটি অক্ষম মন্ডলী|" ডঃ কার্ল এফ. এইচ. হেনরী সুসমাচার সংক্রান্ত প্রচারমূলক মন্ডলীকে এইরকমই বলেছেন! "একটি অক্ষম মন্ডলী|" এবং বিখ্যাত প্রচারক ডঃ মার্টিন লয়েড-জোনস বলেছেন "ভয়ানক ধর্ম্মভ্রষ্টতা গত একশ বছর ধরে ক্রমবর্দ্ধমান হারে মন্ডলীকে চিহ্নিত করে চলেছে" (Revival, Crossway Books, p. 57)|

মন্ডলীতে আমরা বাস্তবিকপক্ষে আমাদের সব যুবকদের হারাচ্ছি| আমরা সম্পূর্ণভাবে "নতুন করে শিষ্য তৈরী" করতে ব্যর্থ হচ্ছি| ডঃ ওয়েলস বলেছিলেন, "সুসমাচার সংক্রান্ত [মন্ডলী] ইহার নিয়মতান্ত্রিক মতবাদ হারাইয়াছে|" সুসমাচার সংক্রান্ত মন্ডলীগুলি হয়ে পড়েছে কোমল, দুর্বল, অন্তর্মূখী এবং স্বার্থপর - কথা বলতে বা নিয়মভিত্তিক শিষ্যত্বের আহ্বান জানাতে ভয় পায়| আশ্চর্যের কিছু নেই যে যুবকরা আগ্রহী হন না!

আপনাকে একজন দুর্বল, স্বার্থপর সুসমাচার সংক্রান্ত প্রচারক বানাতে আমরা এখানে আসিনি| আমরা এখানে এসেছি আপনাকে যীশু খ্রীষ্টের মৌলিক শিষ্য হওয়ার আহ্বান জানাতে এসেছি! মন্ডলী হিসাবে সেটাই আমাদের লক্ষ্য| যুবকদের খ্রীষ্টে তাদের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছানোর অনুপ্রেরণা দেওয়া আমাদের লক্ষ্য| আমরা এখানে এসেছি আপনাকে অনুপ্রেরণা দিতে যাতে আপনি যীশু খ্রীষ্ট ও তাঁর রাজ্যের জন্য স্বর্ণ পদক বিজয়ীতে পরিণত হন! যারা মনোনীত, সেই যুবগণ, নিয়মতান্ত্রিক প্রোটেস্টান্ট খ্রীষ্টধর্মের প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকেন| শক্তিশালী ক্যালভিনিস্ট খ্রীষ্টধর্মের সঙ্গে প্রতিদ্বন্দীতার জন্য যারা প্রস্তুত নন তারা নিজেদের আগাছার মত বাইরে ফেলে দেবেন! মনে রাখবেন যে যীশু বলেছিলেন, "অনেকে আহুত, কিন্তু অল্পই মনোনীত|"

এটা সুসমাচার প্রচারের উপরে ধীরগতিতে চলার সময় নয়| গত রাত্রিতে আমাদের এখানে আমরা ডিনার করেছিলাম এবং আমরা মন্ডলীতে এখানে "পৌল, খ্রীষ্টের প্রেরিত"র প্রতি নিরীক্ষণ করেছিলাম| "পৌল, খ্রীষ্টের প্রেরিত" সেই পরীক্ষা ও কষ্টভোগের দিকে নির্দেশ করেছেন যার মধ্যে দিয়ে প্রথম-শতাব্দীর খ্রীষ্ট বিশ্বাসীরা গিয়েছিলেন খ্রীষ্টের প্রকৃত শিষ্য হওয়ার জন্য| অন্যান্য যুবকদের প্রতি সুসমাচার প্রচারের দ্বারা তাদের মৌলিক শিষ্যে পরিণত করতে আজ বিকালে আমরা বাইরে যাব| খ্রীষ্টের প্রতি বাধ্য থাকতে, আমরা আজ কি সুন্দর এক সময় কাটাবো| খ্রীষ্ট বলেছিলেন, "তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও, সকলকে বিবাহ ভোজে ডাকিয়া আন|" আমাদের উদ্ধার করতে যীশু খ্রীষ্ট একটি রক্তাত ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| আমাদের জীবন দান করতে যীশু খ্রীষ্ট, মাংস ও অস্থিসহ, শারীরিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন!

আমি জানি যীশু খ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন| শুধু ইস্টার এর সময় না, আমি প্রতিদিন এটা জানি| আমি য্খন ঘুমিয়ে পড়ি তখনও আমি এটা জানি| সকালে ঘুম থেকে উঠে আমি এটা জানি, এবং দিনভর জানি| "তিনি এখানে নয় - তিনি মৃত্যু হইতে উঠিয়াছেন!" আমি জানি খ্রীষ্ট মৃত্যু থেকে উঠেছেন কারণ ঈশ্বরের বাক্য সেরকমই বলছে! এই বৃদ্ধ মানুষটির ঠোঁটের মাধ্যমে তিনি আজ সকালে আপনাদের কাছে এসেছেন| তিনি আপনাদের কাছে আসেন| তিনি আপনাদের বলছেন - "আমি চিরকালের জন্য জীবন্ত আছি|" এবং যেহেতু খ্রীষ্ট জীবন্ত আমি জানি যে তিনি কি করতে পারেন| কারণ তিনি জীবিত অতএব আপনিও জীবিত| কারণ তিনি চিরকাল জীবিত, কাজেই আপনিও তাঁর অনুগ্রহের দ্বারা চিরকাল জীবিত থাকতে পারেন| খ্রীষ্টের প্রকৃত শিষ্যের জন্য সেখানে কোন শেষ বলে কিছু নেই| আসুন এবং আমাদের সঙ্গে চলুন যীশুর সঙ্গে অনন্তকালীন জীবনের উজ্জ্বল আগামিকালের দিকে| তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না! আসুন, এই মন্ডলীকে একটা মিলিটারী স্কোয়াড্রনে পরিণত করি, খ্রীষ্ট এবং তাঁর রাজ্যের জন্য একটা শক্তিশালী বাহিনী গড়ে তুলি!

রেভারেন্ড জন কেগান এর বয়স 24 বছর| তিনি খ্রীষ্টের একজন শিষ্য| তিনি একজন ক্রুশের সৈন্য| তিনি খ্রীষ্টের রাজ্যের একজন স্বর্ণ পদক বিজয়ী| আজ সন্ধ্যা 6:15 মিনিটে তিনি যে ধর্ম্মোপদেশটি প্রচার করবেন তা আমি পড়েছি! আমার এ পর্যন্ত পড়া সবথেকে প্রেরণাদায়ক ধর্ম্মোপদেশগুলির মধ্যে এটা একটা| আসুন এবং যাতে আপনি পালক জন এর সঙ্গে আসেন তার জন্য আপনার প্রতি তাকে প্রেরণা দিতে দিন এবং ঈশ্বরের লাইটহাউস হিসাবে, এবং শয়তানের দিয়াবলীয় শক্তির বিরুদ্ধে এক সৈন্যদল হিসাবে এই মন্ডলীকে গঠন করি!

ঈশ্বরের লোক, উত্থিত হও! অল্প বিষয়ের সহিত কাজ করিয়াছ;
হৃদয় এবং প্রাণ এবং মন এবং শক্তি দাও রাজার রাজা এর সেবা করিতে|

ঈশ্বরের লোক, উত্থিত হও! মন্ডলী আপনার জন্য অপেক্ষা করিতেছে,
তাঁহার শক্তি তাহার কার্যের প্রতি সমান নয়; উত্থিত হও, এবং তাহার মহানতা প্রস্তুত কর!
(“Rise Up, O Men of God” by William P. Merrill, 1867-1954;
      পালকের দ্বারা পরিবর্তিত)|

এটা আপনার গানের পাতার 1 নম্বর গান| উঠে দাঁড়ান এবং গানটি করুন!

ঈশ্বরের লোক, উত্থিত হও! অল্প বিষয়ের সহিত কাজ করিয়াছ;
হৃদয় এবং প্রাণ এবং মন এবং শক্তি দাও রাজার রাজা এর সেবা করিতে|

ঈশ্বরের লোক, উত্থিত হও! মন্ডলী আপনার জন্য অপেক্ষা করিতেছে,
তাঁহার শক্তি তাহার কার্যের প্রতি সমান নয়; উত্থিত হও, এবং তাহার মহানতা প্রস্তুত কর!

আপনার বসতে পারেন|

হ্যাঁ, আমরা একটা সময়ে বাস করছি যখন সুসমাচার সংক্রান্ত মন্ডলীগুলি দুর্বল এবং ধর্ম্মভ্রষ্টতা লাওডিসিয়ার মতন| হ্যাঁ, বাস্তবিকপক্ষে তারা তাদের সব যুবকদের হারাচ্ছেন| হ্যাঁ, তারা অন্য যুবকদের তাদের সঙ্গে তাদের বাহিনীতে যোগদানের প্রেরণা দিতে পারছেন না| হ্যাঁ, তারা কোমল, নিস্তেজ এবং নীরস| হ্যাঁ, আমার মনে আছে কিভাবে তারা "আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন" যখন আমি আপনাদের মতন যুবক ছিলাম| আমি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম, এক পবিত্র বিদ্রোহীর সঙ্গে, মার্টিন লুথার এর মত এক বিদ্রোহী| অন্যেরা সকলে সেই পুনঃজাগরন ভুলে গেছেন| তাদের ঘুমাতে দিন| ঠিক এখানে আমাদের মন্ডলীতে একটা নতুন পুনঃজাগরণ পেতে আপনি আসুন এবং আমাদের সাহায্য করুন! আজ পুনঃজাগরণ! আগামিকাল পুনঃজাগরণ! চিরকালের জন্য পুনঃজাগরন!

লাওডিসিয়ান ধর্ম্মভ্রষ্টার মধ্যেও কি আমরা ফিলাডেলফিয়ার মতন একটা মন্ডলী পেতে পারি? ফিলাডেলফিয়ার মন্ডলীর প্রতি যীশু বলেছিলেন,

‘‘আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই; কেননা তোমার কিঞ্চিৎ শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার কর নাই’’ (প্রকাশিত বাক্য 3:8)|

আমরা কি খ্রীষ্টের মৌলিক যুবক শিষ্য দ্বারা পূর্ণ একটা মন্ডলী পেতে পারি? আপনি বলতে পারেন এটা একটা হারানো কারণ| এটা অসম্ভব! আমার ভাল লাগে রাষ্ট্রপতির ভাষণ লেখক প্যাট্রিক জে. বুচানন এর বক্তব্যটি. "হারানো কারণ হল একমাত্র একজনের সংগ্রামের জন্য মূল্যবান|" ফিরে আসুন এবং সন্ধ্যা 6:15 মিনিটে আমাদের সঙ্গে ডিনার করুন| আজ রাত্রে ফিরে আসুন এবং সংগ্রামে যোগদানের জন্য পালক জন কেগানকে আপনাকে অনুপ্রেরণা দিতে দিন - কারণ এটা প্রকৃতই একটা হারানো কারণ নয়| এটা হবে বলে মনে হতে পারে, কিন্তু বিজয় নিশ্চিত| খ্রীষ্ট বলেছিলেন, ‘‘আর এই পাথরের উপর আমি আপন মন্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না|’’ ‘‘পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না|’’ পাতালের পুরদ্বার হল মৃত্যুর দ্বার| পাতালের পুরদ্বার আমাদের থামাবে না কারণ খ্রীষ্ট আমাদের প্রভু মৃত্যু থেকে উঠেছেন! তিনি জীবিত এই কারণে "পাতালের পুরদ্বার সকল" আমাদের বিপক্ষে প্রবল হবে না! আমেন| আজ রাত 6:15 মিনিটে ফিরে আসুন| পাতালের দ্বারগুলি আমাদের উপর বিজয় লাভ করবে না!

ডঃ ফ্রান্সিস এ. শ্যাফের এর লেখা থেকে এই প্রতিদ্বন্দীতামূলক বাক্যগুলি দিয়ে আমি শেষ করছি| ডঃ শ্যাফের ছিলেন একজন বিখ্যাত ঈশ্বরতত্ত্ববিদ, এবং আমাদের সময়কার একজন প্রকৃত ভাববাদী| তিনি বলেছিলেন, "সুসমাচার সংক্রান্ত প্রচারের মন্ডলীগুলি জাগতিক এবং জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয়...আমি আপনাকে চ্যালেঞ্জ করছি| আমি মৌলিক খ্রীষ্ট বিশ্বাসীদের, এবং বিশেষ করে মৌলিক যুবক খ্রীষ্ট বিশ্বাসীদের, আমাদের মন্ডলীতে, আমাদের সংস্কৃতিতে এবং আমাদের রাজ্যে যা কিছু ধ্বংসাত্মক এবং ভ্রান্তিজনক, তাদের সঙ্গে প্রেমপূর্ণ সংঘর্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি" (The Great Evangelical Disaster, pp. 38, 151)|

উঠে দাঁড়ান এবং 2 নম্বর গানটি করুন| এটা পুনঃজাগরণের উপর লেখা মার্টিন লুথারের গান! যতটা জোর দিয়ে পারেন আপনি গানটি করুন!

দৃঢ় দূর্গ মোদের ঈশ্বর, অবিভেদ্য রক্ষা প্রাচীর,
   তিনিই মাত্র মোদের আশ্রয়, যখন পাপ-প্লাবন পিছে ধায়|
কারণ চিরশত্রু মোদের অমঙ্গল চায়;
   তার চাতুরির ছলে, হিংসা লোভের বলে,
জগতে তার তুল্য কেহ নয়|

শয়তান বাহিনীর তরাসে, ডরি না যদি ঝড় আসে,
   কারণ বাসনা ঈশ্বরের, মোদের মাঝে জয় হবে সত্যের|
আঁধারের রাজা যে, ভয় করি না তাকে;
   সইতে পারি তার ক্রোধ, পাইবে যে প্রতিশোধ,
মৃদু বাক্যে সে হইবে পাত|

অসীম শক্তি সেই বাক্যেতে, জগতের শক্তিরও উর্দ্ধে;
   মোদের সহায়ের কারণে, সজ্জিত মোরা আত্মার দানে|
মর্ত্ত্য ম্লান হয়ে যাক, এ জীবনও যায় যাক;
   এ শরীর বা বোধ, তবু সত্য রবে,
ঈশ্বরের রাজ্য অন্তহীন|
      (“A Mighty Fortress Is Our God,” Martin Luther, 1483-1546)|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

পালক জন, অনুগ্রহ করে আমাদের প্রার্থনায় পরিচালিত করুন এবং খাদ্যের জন্য ধন্যবাদ দিন|
প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্‌কেড গ্রিফিথ:
“A Mighty Fortress Is Our God” (by Martin Luther, 1483-1546)|