Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




বাইবেল এবং আজকের ধর্ম্মভ্রষ্টতা !

THE BIBLE AND TODAY’S APOSTASY!
(Bengali)

2018 সালের, 17ই জুন, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, June 17, 2018


অনুগ্রহ করে আপনার বাইবেলে II তীমথিয়, তৃতীয় অধ্যায়টি খুলুন। এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1280 পৃষ্ঠায় আছে| এখন দেখুন| অনুগ্রহ করে আপনার বাইবেলে ঐ অধ্যায়টি খুলে রাখুন|

আমি মনে করি II তীমথিয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় হচ্ছে, বর্তমানে আমাদের জন্য সবথেকে জরুরী বাইবেলের রচনাংশগুলির মধ্যে একটি| II তীমথিয় হল সর্বশেষ বিষয় যা প্রেরিত বাইবেলের জন্য লিখেছিলেন| প্রায় এ.ডি 67তে এটা লেখা হয়েছিল| একজন খ্রীষ্ট বিশ্বাসী শিক্ষক হওয়ার কারণে সম্রাট নীরো পৌলকে গ্রেপ্তার করেছিলেন| রঙ্গভূমি থেকে খুব স্বল্প দূরত্বে অবস্থিত, ম্যামেরটাইন কারাগারে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল| আমার স্ত্রী এবং আমি ঐ অন্ধকার কারাগারটি পরিদর্শন করতে গিয়েছিলাম| এটাই সেই জায়গা যেখানে পৌল এই পত্রটি লিখেছিলেন| তিনি II তীমথিয় লেখার কয়েকমাস পরেই তার শিরশ্ছেদ করা হয়েছিল| II তীমথিয় লেখা হয়েছিল আমাদের দেখাতে যে একটা ধর্ম্মভ্রষ্টতার সময়ে - একটা অবিশ্বাস এবং খ্রীষ্টধর্ম্মের প্রত্যাখানের সময়ে কিভাবে খ্রীষ্ট বিশ্বাসী হয়ে জীবনযাপন করা যায়| এটা লেখা হয়েছিল বিশেষ করে সেই সময়ের জন্য যে সময়ে আমরা বসবাস করছি! 20তম এবং 21তম শতাব্দী হল বিশ্ব ইতিহাসের সবচেয়ে ঈশ্বরবিহীন পর্যায়| অধ্যায় 3, পদ 1 দেখুন|

‘‘কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে’’
(II তীমথিয় 3:1)|

অনুগ্রহ করে, এদিকে তাকান| কোন কোন লেখকরা বলেন এটা হল খ্রীষ্টের উত্তরণের পর থেকে সমগ্র সময়ের জন্য লেখা| আমি তা বিশ্বাস করি না| ডঃ জে. ভারন্ন ম্যাকগী বলেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি, আমরা, শেষের দিনগুলির মধ্য দিয়া যাইতেছি...আমি বিশ্বাস করি আমরা বর্তমানে ঐ সমস্ত ‘বিপজ্জনক’ দিনের মধ্যে আছি [বসবাস করিতেছি]| আমি জানি না আর কতদিন যাবৎ ইহা স্থায়ী হইবে, কিন্তু আমি নিশ্চিত যে ইহা আরও অধিকতর মন্দের প্রতি অগ্রসর হইতেছে’’ (McGee, Thru the Bible; note on II Timothy 3:1)| এর পরের কয়েকটি পদে আমার যে সময়ে বাস করছি তার একটা স্পষ্ট ছবি দেখাচ্ছে| পদ 2-7 এর দিকে দেখুন|

‘‘কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্ম্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচন্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে; লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে; তুমি এরূপ লোকদের হইতে সরিয়া যাও| ইহাদের মধ্যে এমন লোক আছে, যাহারা ছলপূর্ব্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অভিলাষে চালিতা যে স্ত্রীলোকেরা সতত শিক্ষা করে, তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পহুঁছিতে পারে না, তাহাদিগকে বন্দি করিয়া ফেলে’’
(II তীমথিয় 3:2-7)|

এটা শুনতে লাগছে সেই লোকদের তালিকার মতন যারা আমাদের মন্ডলী ভেঙ্গেছিলেন যখন মিঃ ওলিভাস আমাদের ছেড়ে গিয়েছিলেন| আমরা শেষ দিনে আছি! এখন 12 এবং 13 নং পদ দুটি দেখুন|

‘‘আর যত লোক ভক্তিভাবে খ্রীষ্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে| কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা, পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া, উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে’’
(II তীমথিয় 3:12, 13)|

উপরে দেখুন|

এই পদগুলি একটা ধর্ম্মভ্রষ্ট জগতের বিবরণ দেয়, একটা জগৎ যা ঈশ্বর ও বাইবেল অস্বীকার করে, একটা মন্দ ও ধর্ষকামী জগৎ যেখানে বহু লোক অসভ্যের মত আচরণ করেন, একটা জগৎ যেখানে ‘‘যারা ঈশ্বরতুল্য জীবন’’ [খ্রীষ্ট বিশ্বাসীর জীবন] যাপন করেন তারা একভাবে বা অন্যভাবে তাড়িত হবেন, একটা জগৎ যেখানে উত্তম খ্রীষ্ট বিশ্বাসীরা অবজ্ঞাত হবেন [পদ 3]| আমরা এইগুলি সব বর্তমানে হতে দেখছি| ধর্ম্মনিরপেক্ষতাবাদীরা সেই খ্রীষ্ট বিশ্বাসীদের হুমকি দিচ্ছে যারা ‘‘যৌন বিপ্লব’’ এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন| এটা মন্ডলীর বহু সদস্যকে ভীত করে তুলছে| গত বছরে 200,000 জন সাউদার্ণ ব্যাপটিষ্ট তাদের মন্ডলী ছেড়ে চলে গিয়েছেন| এই ‘‘বিপজ্জনক,’’ বিপদসংকুল, শয়তানিয় সময়ে আরও বেশী লোক, তাদের জীবনের জন্য - ভয়ে পালিয়ে রয়েছেন| মুসলমানরা এগিয়ে আসছেন| বোমার আঘাতে অনেক লোক মারা যাচ্ছেন| ড্রাগের অপব্যবহার গগনচুম্বী| ক্রুশ ছিন্নভিন্ন করা হচ্ছে| বাচ্চাদের বলা হচ্ছে তারা স্কুলে প্রার্থনা করতে পারবে না| প্রত্যেকেই মনে হয় বুঝে গেছেন যে আমাদের জাতিতে এবং আমাদের গোটা বিশ্বে ভয়ানক কোন একটা জিনিস ঘটতে চলেছে|

আপনি ও আমি এই বিপজ্জনক সময়ে বাস করছি| ব্রিটিশ সুসমাচার সংক্রান্ত প্রচারক লিওনার্দ রেভেনহিল বলেছিলেন ‘‘এইগুলিই হল শেষের দিন!’’ আমি ঐ বাক্যটি লেখার কয়েক সেকেন্ড পরেই শুনেছিলাম মুসলমান সন্ত্রাসবাদীরা প্যারিসের বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়েছে| ঠান্ডা মাথায় মুসলমানরা 120 জনেরও বেশী লোক হত্যা করেছে| মাত্র 24 ঘন্টা আগেই ওবামা বলেছিলেন, ‘‘আইএসআইএস (ISIS) দের ধরা হয়েছে|’’ কি রসিকতা! জিম্মি কার্টারের পরে ওবামা ছিলেন আমেরিকার দুর্বলতম রাষ্ট্রপতি!

এইগুলি হল বিপজ্জনক সময়| এইগুলি হল ধর্ম্মভ্রষ্টতার সময়| আমাদের মন্ডলী হারানো মানুষে পরিপূর্ণ| কেউ হয়ত তাদের মন্ডলী ছেড়ে চলে যাবেন এই ভয়ে পালকরা এত ভীত যে তারা এমনকী সুসমাচার প্রচার করেন না - কিছু হারানো লোকদের ক্রোধান্বিত করার ভয়ে! আপনাদের কলেজগুলি ডোপ-ধূমপায়ী অধ্যাপকদের দ্বারা পূর্ণ যারা আপনাদের বলছেন যে বাইবেল মিথ্যায় পরিপূর্ণ| আপনি জানেন যে তারা এরকম করেন! আপনি জানেন যে আমি ঠিক কথা বলছি! এর উত্তর কি? আমাদের কি করা উচিৎ? পদ 14 তে পৌল এর উত্তর করেছেন,

‘‘কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক; তুমি ত জান যে, কাহাদের কাছে শিখিয়াছ’’ (II তীমথিয় 3:14)|

‘‘যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক|’’ আপনি ক্রমাগত মন্ডলীতে আসতে থাকুন কি ঘটছে সেটা কোন ব্যাপার না! ‘‘যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক|’’ ডঃ লী রবারসন (1909-2007) ছিলেন একজন বিখ্যাত ব্যাপটিষ্ট কুলপতি| তার উদ্দেশ্য ছিল ‘‘উন্নতির তিনটি ধাপ’’ - ‘‘একটা লক্ষ্য যা আমি ষাট বছরের বেশী সময় ধরে প্রচার করে চলেছি!’’ - ‘‘আরাধনায় বিশ্বস্ত - রবিবার সকালে, রবিবার সন্ধ্যায় এবং বুধবার এর সন্ধ্যায়’’ (Lee Roberson, D.D., “Three to Thrive Statement,” The Man in Cell No. 1, Sword of the Lord Publishers, 1993, back cover)|

এতে কি ভুল রয়েছে? কিছুই ভুল নেই! অবিশ্বাসীদের সঙ্গে পার্টিতে যাওয়ার বদলে বরং এখানে মন্ডলীতে থাকুন! লা ভেগাস, অথবা সান ফ্রান্সিসকোর মত মন্দ শহরে যাওয়ার পরিবর্তে বরং এখানে, এই মন্ডলীতে থাকুন! প্রত্যেক রবিবার সকালে, প্রত্যেক রবিবার রাত্রে, এবং প্রত্যেক বুধবার রাত্রে এখানে থাকুন! কি হবে সেটা কোন বিষয় নয়! ধর্ম্মভ্রষ্টতার অন্ধকার যেমন আরও বৃদ্ধি পাবে, ‘‘যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাক|’’ এর প্রতি আমেন! এখন 15 নং পদটি দেখুন|

‘‘আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্ করিতে পারে’’ (II তীমথিয় 3:15)|

এদিকে তাকান| ডঃ ম্যাকগী বলেছিলেন,

ধর্ম্মভ্রষ্ট একটা জগতের বিরুদ্ধে একমাত্র প্রতিষেধক হল ঈশ্বরের বাক্য [বাইবেল]| ঈশ্বরের সন্তানদের জন্য একমাত্র সম্পদ এবং আশ্রয় হল ঈশ্বরের বাক্য|

যদি আপনি প্রতিদিন বাইবেল পাঠ না করেন, আজকের ধর্ম্মভ্রষ্টতার দ্বারা আপনি বিভ্রান্ত এবং বিহ্বল হয়ে পড়বেন| এখন 15 নং পদের দিকে দেখুন,

‘‘আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্ করিতে পারে’’ (II তীমথিয় 3:15)|

ডঃ ম্যাকগী বলেছিলেন,

শাস্ত্র যে শুধু আমাদের পরিত্রাণের উপায় [পথ] বলিয়া দেয় তাহাই নহে...কিন্তু বর্তমানের মন্দ জগৎ হইতে ইহা আমাদের রক্ষাও করে...ইহাই আমার যুক্তি যে ঈশ্বরের বাক্যের অবিরাম অধ্যয়ণই হইতেছে ইহার [উত্তর]| ইহা আমাদের ‘‘যাহা খ্রীষ্ট যীশুর মধ্যে স্থিত সেই বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণে জ্ঞানবান হইতে’’ সক্ষম করায়| এবং...কিভাবে এইস্থানে [এই মন্দ জগতে] বাস করিতে হয় উহা জানিতে আমাদিগকে জ্ঞানবান করায়|

কেন আমাদের বাইবেল পাঠ করা, এবং এটা মেনে চলা উচিৎ? এটা এই কারণে যে বাইবেল অন্য কোন সাধারণ বই এর মতন নয়| 16 নং পদ দেখুন,

‘‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্ম্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী’’
(II তীমথিয় 3:16)|

ডঃ ডব্লিউ. এ. ক্রিস্ওয়েল (1909-2002) বাইবেল এর বিখ্যাত এক সেরা ব্যক্তি ছিলেন| তিনি বলেছিলেন,

পৌলের অর্থ বুঝাইবার বিশুদ্ধতম উপায় হইতেছে ইহার নিম্নরূপ অনুবাদ করা: ‘‘প্রত্যেক শাস্ত্রলিপি, কারণ ইহা ঈশ্বর-নিশ্বসিত, উপকারী...ইহাতে শাস্ত্রের উৎসকে বিবৃত করা হইয়াছে: ইহা ঈশ্বর নিশ্বসিত (theopneustos (থিয়পনিস্টস্), গ্রীক), অর্থাৎ, শাস্ত্রের বাক্যগুলি গ্রহণ করিতে হইবে যেন উহা স্বয়ং ঈশ্বর হইতে আসিতেছে| বাইবেল দ্বারা পালনকৃত শাস্ত্রের মতবাদ হইল যে ইহার বাক্যসমূহ হইল ‘‘ঈশ্বর-নিশ্বসিত’’...দ্বিতীয় পিতর 1:21 পদ অতিরিক্ত প্রমাণ দিতেছে যে পবিত্র আত্মা শাস্ত্রের লেখকদের প্রতি উহা [বাক্যসমূহ] সঠিকভাবে জ্ঞাপন করিয়াছেন যাহা ঈশ্বর সঞ্চালিত করিতে ইচ্ছা করিয়াছিলেন (W. A. Criswell, Ph.D., The Criswell Study Bible, note on II Timothy 3:16)|

II পিতর 1:21 পদটি বলছে যে ‘‘ঈশ্বরের পবিত্র মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, তাহাই বলিয়াছেন|’’ ‘‘চালিত’’ শব্দটি গ্রীক শব্দ pherō (ফিরও) থেকে এসেছে| এর অর্থ হল ‘‘নিজে বহন করা|’’ বাইবেল অভ্রান্ত কেননা পবিত্র আত্মা সেই লেখকদের ‘‘বহন করিয়াছিলেন, অথবা নিজসঙ্গে লইয়া আসিয়াছিলেন’’ যারা বাইবেলের বাক্যগুলি বলেছিলেন এবং লিখেছিলেন| পবিত্র আত্মা ত্রুটিহীনভাবে নথিবদ্ধ করার জন্য মানব লেখকদের ঐ বাক্যগুলি দিয়েছিলেন| কাজেই, ইব্রীয় এবং গ্রীক বাইবেলের বাক্যগুলি হল মানুষের প্রতি প্রদত্ত ঈশ্বরের বাক্য| ডঃ হেনরী এম. মরিস বলেছিলেন, ‘‘‘সকল শাস্ত্রলিপি,’ প্রত্যেকটি স্বতন্ত্র ‘শাস্ত্রলিপি’ অন্তর্ভূক্ত হইয়াছে ...শুধু চিন্তামাত্র নয় কিন্তু প্রকৃত রচনা, সেই বাক্যগুলি লিখিত হইয়াছিল| এতদানুসারে সেই বাক্যগুলি [ঈশ্বর দ্বারা নিশ্বসিত] হইতেছে ঈশ্বরের...প্রকৃত মতবাদ হইল পবিত্র শাস্ত্রের ব্যতিক্রমহীন মৌখিক প্রত্যাদেশ’’ (Henry M. Morris, Ph.D., The Defender’s Study Bible, note on II Timothy 3:16)|

‘‘Plenary’’ (প্লেনারি) বলিতে বোঝায় ‘‘সমগ্র|’’ ‘‘Verbal’’ (ভারবাল) বলতে বোঝান হচ্ছে ‘‘বাক্য|’’ ‘‘Inspiration’’ (ইন্সপিরেশন) বা প্রত্যাদেশ বলতে বোঝাচ্ছে ‘‘ঈশ্বর-নিশ্বসিত|’’ বাইবেলের সমস্ত বাক্য প্রত্যাদেশের দ্বারা দেওয়া হয়েছে| ঐগুলি হল ব্যতিক্রমহীন বা সমগ্র মৌখিক প্রত্যাদেশ, সনাতন খ্রীষ্টধর্মের সেই সঠিক মতবাদ (ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র)|

সম্পূর্ণ বাইবেলের ইব্রীয় এবং গ্রীক বাক্যগুলি হল ‘‘theopneustos’’ (থিয়পনিস্টস্) - ‘‘ঈশ্বর নিশ্বসিত’’ - ঈশ্বর থেকে প্রত্যাদেশের দ্বারা প্রদত্ত| ভাববাদী এবং পৌলগণ ইব্রীয় এবং গ্রীক বাক্যগুলি লিখেছিলেন যেহেতু স্বয়ং পবিত্র আত্মার দ্বারা তাদের মন ‘‘চালিত’’ হয়েছিল। প্রত্যাদেশ, কেজেভি এর অনুবাদসহ যেকোন অনুবাদের প্রতি প্রযোজ্য হয় না, কিন্তু প্রযোজ্য হয় কেবলমাত্র ইব্রীয় ও গ্রীক বাক্যের প্রতি যা ভাববাদী ও পৌলদের দ্বারা লেখা হয়েছিল| মৃত সাগর পুঁথি ইব্রীয় বাইবেলের চরম উচ্চ মানের সংরক্ষণের প্রতি নির্দেশ করে| টেক্সটাস রিসেপটাস গ্রীক হল আদি গ্রীক নতুন নিয়মের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সঞ্চালন| যখন আপনি কিং জেমস বাইবেল খুলবেন তখন আপনি ইব্রীয় ও গ্রীক বাইবেলের ঈশ্বর-নিশ্বসিত বাক্যগুলির অতি নির্ভরযোগ্য অনুবাদ পাঠ করবেন|

এতে অসুবিধা হচ্ছে কেন? ডঃ বি. বি. ম্যাককিনি বহুদিন যাবৎ একটা সাউদার্ণ ব্যাপটিষ্ট স্কুল, বেলর বিশ্ববিদ্যালয় এর সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন| ইতিমধ্যেই, 1920 সাল নাগাদ, বেলর এবং অন্যান্য ব্যাপটিষ্ট বিদ্যালয়গুলিতে উদারপন্থী শিক্ষকরা শিক্ষা দিতে শুরু করে দিয়েছিলেন যে বাইবেলে ত্রুটি রয়েছে| সেটাই ছিল কারণ যে ডঃ ম্যাককিনি ঐ গানটি লিখেছিলেন যা হল ‘‘আমি জানি বাইবেল সত্য|’’ ডঃ ম্যাককিনি ছিলেন জন্ আর. রাইস এর বন্ধু, এবং তিনি শাস্ত্রের অভ্রান্ততায় বিশ্বাস করতেন| যে কারণে ম্যাককিনির গানটি বলছে,

আমি জানি বাইবেল ঈশ্বর হইতে প্রেরিত,
   পুরাতন এবং আরও নতুন;
নিশ্বসিত এবং পবিত্র, জীবন্ত বাক্য,
   আমি জানি বাইবেল সত্য|

যদিও শত্রুরা দৃঢ় সাহসে অস্বীকার করে,
   বাণী পুরাতন, কিন্তু এখনও নতুন,
প্রতিটি সময়ে ইহা সত্য, ইহা সুমধুর, ইহা বলে,
   আমি জানি বাইবেল সত্য|
আমি জানি, আমি জানি, আমি জানি বাইবেল সত্য;
   সমস্ত পথের মধ্যে ঐশ্বরিক প্রত্যাদেশ,
আমি জানি বাইবেল সত্য|
   (“I Know the Bible is True,” Dr. B. B. McKinney, 1886-1952) |

আমি বাইবেল শিখেছিলাম আমার দীর্ঘদিনের পালক, ডঃ তীমথি লিন এর থেকে, যিনি ছিলেন একজন প্রভাব বিস্তারকারী বাইবেল পন্ডিত, এবং তিনি বব জোন্স বিশ্ববিদ্যালয়ের স্নাতক বিভাগে শিক্ষা দিতেন| এরপরে তিনি তাইওয়ানের, তাইপেইতে চীনা ইভানজেলিকাল সেমিনারির সভাপতি পদে যোগদান করতে গিয়েছিলেন, ডঃ জেমস হাডসন টেইলর III এর সভাপতি পদ ছাড়ার পরে, যার সঙ্গে আমি অনেকবার সাক্ষাৎ করেছি| আমার অন্য আর এক শিক্ষক ছিলেন ডঃ জে. ভারন্ন ম্যাকগী, যার বক্তৃতা আমি প্রত্যেকদিন রেডিওতে শুনতাম প্রায় দশ বছরেরও বেশী সময় ধরে| এই বিখ্যাত পন্ডিতদের থেকে আমি শিখেছিলাম যে বাইবেল আক্ষরিকভাবে সত্য|

সেইজন্য, যখন আমি ক্যালিফোরনিয়া রাজ্যের, লস এঞ্জেল্সে আমার স্নাতক ডিগ্রী অর্জনের জন্য গিয়েছিলাম, আমি সেই বাইবেল-অস্বীকারকারী উদারপন্থীদের দ্বারা বিভ্রান্ত হইনি, যারা সেখানে পড়াতেন| আমি জানতাম তারা ভ্রান্ত ছিলেন, আর জানতাম বাইবেল ছিল সত্য| তারপরে সান ফ্রানসিস্কো শহরের কাছে গোল্ডেন গেট ব্যাপটিষ্ট থিয়োলজিকাল সেমিনারিতে আমি মাস্টার অফ্ ডিভাইনিটি ডিগ্রী অর্জন করেছিলাম| বাস্তবিক পক্ষে প্রত্যেক অধ্যাপকই সেখানে ছিলেন এক একজন বাইবেল-অস্বীকারকারী উদারপন্থী| সেখানে থাকতে আমি ঘৃণা বোধ করতাম| সেটা ছিল শীতল এবং জীবনহীন এবং মৃত| আমি সেইসব অধ্যাপকদের মাধ্যমে শিক্ষাগ্রহণ করছিলাম যারা ছিলেন ‘‘অপরাধে ও পাপে মৃত’’ (ইফিষীয় 2:1) - সেই অধ্যাপকরা যারা ‘‘চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে’’ (ইফিষীয় 4:18)|

তারা যেসব মিথ্যা বলতেন তার সবটাই আমি মনে করে রাখতাম এবং আমি যেসব পরীক্ষা দিতাম তাতে আমি তারা যা চাইতেন সেই উত্তরই দিতাম| কিন্তু আমি তাদের দেওয়া শিক্ষার সেই উদারপন্থী বাজে কথার একটাও বিশ্বাস করতাম না| আমি সেই ধর্ম্মভ্রষ্ট সেমিনারিতে আমার অতিবাহিত তিনটি ভয়ানক বছরের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে 119তম গীতসংহিতার তিনটি পদ আমাকে খুব সাহায্য করেছিল,

‘‘আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি! তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়| তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে; কারণ সেই সকল চিরকাল আমার| আমার সমস্ত গুরু অপেক্ষা আমি জ্ঞানবান, কেননা আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যান করি’’ (গীতসংহিতা 119:97-99)|

উদারপন্থীদের সেই শয়তানীয় ইদুরের গর্তের মধ্যে বাস করে আমার অধ্যয়ণ এর মোটামুটি শেষের দিকে, আমি নিজেকে প্রায় এক মৃত মানুষের মতন বলে অনুভব করতাম| একমাত্র যে জিনিসটি আমাকে সচল রাখতো তা ছিল বাইবেল| বহুবার একটা শীতল এবং একাকী রাত্রে আমি ডর্মিটরিতে আমার সামনে রাখা বাইবেলে গীতসংহিতা 119 এর পাতাটি খোলা রেখে - বুকে ভর দিয়ে শুয়ে থেকেছি| আমি সম্পূর্ণভাবে ডঃ ম্যাকগীর সঙ্গে একমত হই যখন তিনি বলেছেন, ‘‘ধর্ম্মভ্রষ্ট একটা জগতের বিরুদ্ধে একমাত্র প্রতিষেধক হল ঈশ্বরের বাক্য| ঈশ্বরের সন্তানদের জন্য একমাত্র সম্পদ এবং আশ্রয় হল ঈশ্বরের বাক্য...এবং ইহা যথেষ্টভাবে আমাদের চাহিদা পূরণ করে...সমগ্র শাস্ত্রলিপি ঈশ্বরের প্রত্যাদেশ দ্বারা প্রদত্ত হইয়াছে - ইহা ঈশ্বর-নিশ্বসিত| যাহা ঈশ্বর বলিতে চাহিয়াছেন ইহা তাহাই বলিতেছে, এবং ইহা সবকিছু বলিয়াছে যাহা ঈশ্বর বলিতে চাহেন| এই কারণে ইহা মানুষের হৃদয়ের সকল চাহিদা পূরণ করিতেছে’’ (ম্যাকগী, আইবিড.; II তিমথীয় 3:14-16 পদের উপর টীকা)|

আমি চাই আপনি ঈশ্বরের আশীর্ব্বাদিত এই বাক্যগুলি মুখস্থ করে রাখুন| হিতোপদেশ 3:5-7 পদগুলি বের করুন| এইগুলি স্কোফিল্ড স্টাডি বাইবেল এর 673 পৃষ্ঠায় রয়েছে|

‘‘তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর; তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না; তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর; তাহাতে তিনি তোমার পথসকল সরল করিবেন| আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না; সদাপ্রভুকে ভয় কর, মন্দ হইতে দূরে যাও’’ (হিতোপদেশ 3:5-7)|

এই পদগুলি মুখস্থ রাখুন| নিজে বারে বারে আওড়াতে থাকুন| ‘‘তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে’’ (গীতসংহিতা 119:130)| পরের যে রচনাংশটি আমি আপনাদের মুখস্থ করতে দিয়েছি তা হল গীতসংহিতা 119:97-99 | এইগুলি স্কোফিল্ড স্টাডি বাইবেল এর 660 পৃষ্ঠাতে রয়েছে| আসুন আমরা উঠে দাঁড়াই আর জোরে জোরে পড়ি|

‘‘আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি! তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়| তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে; কারণ সেই সকল চিরকাল আমার| আমার সমস্ত গুরু অপেক্ষা আমি জ্ঞানবান, কেননা আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যান করি’’ (গীতসংহিতা 119:97-99)|

আপনারা বসতে পারেন|

কিভাবে আমি প্রার্থনা করব যাতে স্বয়ং ঈশ্বর প্রদত্ত, ঐ বাক্যগুলি, অবিশ্বাসী অধ্যাপকদের দ্বারা বিপথে চালিত না হয়ে একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে সাহায্য করতে পারে| ঐ বাক্যগুলি আপনাকে ঈশ্বর-অস্বীকারকারী সেইসব বইপত্রের হাত থেকে রক্ষা করবে যা একটা ধর্ম নিরপেক্ষ কলেজ থেকে স্নাতক হতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হয়|

এই ধর্ম্মভ্রষ্টতা ও পাপের মন্দ দিনগুলিতে, আমি প্রার্থনা করছি যে আপনি প্রতিদিন বাইবেল পাঠ করবেন| আপনি একে ভালবাসতে শিখবেন| একাকীত্ব এবং অন্তরের ব্যাথা অনুভব করার দিনে এটা আপনার প্রিয়তম বন্ধুতে পরিণত হবে| আমার পরামর্শদাতা আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ‘‘বাইবেল হল সর্বশ্রেষ্ঠ উপহার যা ঈশ্বর মানুষকে দিয়েছেন| যতটা পারেন যুক্তির দ্বারা এবং বাকিটা বিশ্বাসের দ্বারা এর সবকিছু গ্রহণ করুন, এবং উত্তমতর মানুষ হয়ে আপনি জীবন কাটাবেন ও মৃত্যু লাভ করবেন|’’

এখানে মুখস্থ করার মতন আর একটি পদ আছে| ইব্রীয় 13:17 পদটি বের করুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেল এর 1304 পৃষ্ঠাতে আছে| উঠে দাঁড়ান আর জোরে জোরে পড়ুন|

‘‘তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাঁহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরিকার্য্য করিতেছেন, - যেন তাঁহারা আনন্দপূর্ব্বক সেই কার্য্য করেন, আর্ত্তস্বরপূর্ব্বক না করেন; কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়’’ (ইব্রীয় 13:17)|

আপনারা বসতে পারেন| যিনি ‘‘তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরিকার্য্য করিতেছেন’’ সেই ব্যক্তি হলেন মন্ডলীর পালক| প্রেরিত পৌল প্রেরিত 20:28 পদে পালক এবং নেতাদের বলেছেন, ‘‘ঈশ্বরের সেই মন্ডলীকে পালন কর, যাহাকে তিনি নিজ রক্তের দ্বারা ক্রয় করিয়াছেন|’’ যেমন মেষপালক তার মেষদের চালিত করেন সেইভাবে আপনাকে পথপ্রদর্শন করার এবং চালিত করতে মন্ডলীর পালক ও নেতাদের দেওয়া হয়েছে| পালকরা ত্রুটিহীন নন| কিন্তু আমি দেখেছি যে, যদিও আমার পালক ত্রুটিহীন ছিলেন না, তিনি ছিলেন সেই মানুষ যিনি ঈশ্বরকে ভালবেসেছিলেন এবং তাঁর সেবা করেছিলেন| আমি যদি তার বিরুদ্ধে বিদ্রোহ করতাম আমি আজ পালক হতাম না|

এবং এখানে মুখস্থ রাখার মতন আরও একটি রচনাংশ আছে| ইব্রীয় 10:24, 25 পদগুলি বের করুন| এগুলি স্কোফিল্ড স্টাডি বাইবেল এর 1300 পৃষ্ঠায় আছে| উঠে দাঁড়ান এবং পড়ুন|

‘‘আইস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি - যেমন কাহারও কাহারও অভ্যাস - বরং পরস্পরকে চেতনা দিই; আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই’’ (ইব্রীয় 10:24, 25)|

আপনারা বসতে পারেন| স্বয়ং নিজেকে একটা আধ্যাত্মিকভাবে সুন্দর স্থানে রাখার পক্ষে এটা একটা প্রধান উপায়| এটা করার সর্বশ্রেষ্ঠ উপায়গুলির একটি হল একটা ছোট প্রার্থনা দলের মধ্যে কিছু সংখ্যক লোক নিয়ে থাকা যাদের আপনি বিশ্বাস করেন| আমাদের মন্ডলীতে আমি কয়েকজন মানুষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখি| ডঃ কেগান এবং আমার প্রার্থনা দলের যুবকদের ছাড়া, আমি হয়তো একাধিক সময়ে সব ছেড়ে দিতাম|

‘‘জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে’’ (হিতোপদেশ 13:20)|

এবং আরও একটা বিষয় আছে| বাইবেল যা বলছে সেটা করুন এবং আপনি পরিত্রাণ লাভ করবেন| বাইবেল বলছে, ‘‘প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে’’ (প্রেরিত 16:31)| যখন আপনি যীশুতে বিশ্বাস করেন, যখন আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে তাঁকে বিশ্বাস করেন, আপনি পরিত্রাণ লাভ করবেন| আপনার পাপের দেনা শোধ করতে, আপনার পরিবর্তে তিনি, ক্রুশের উপরে পেরেকবিদ্ধ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন| তাঁর দেহের পাঁচটি ক্ষত থেকে তাঁর রক্ত প্রবাহিত হয়েছিল| আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করতে সেই রক্ত প্রবাহিত হয়েছিল| আসুন এবং যীশুকে বিশ্বাস করুন, এবং অনন্তকালের জন্য আপনি পরিত্রাণ লাভ করবেন| বাইবেল সেইরকমই বলছে - এবং বাইবেল মিথ্যা বলতে পারে না, কেননা এ হল জীবন্ত ঈশ্বরের বাক্য!

আমি সর্বদা জানি তুমি বিশ্বস্ত বন্ধু,
আমি চেষ্টা করিয়াছি তোমার বিশ্বস্ততা;
যখন সকলই ভ্রান্ত, তখন আমি তোমাতে সত্য পাইয়াছি,
আমার মন্ত্রণাদাতা এবং পরামর্শদাতা|

জগতের ভান্ডার কোন ধনসম্পদ দেয় না,
উহা পারে এই পরিমাণ ক্রয় করিতে,
আমাকে জীবনের পথ শিক্ষা দাও,
ইহা আমাকে শিখাইয়াছে কেমনে মরিব!

সেই বহুমূল্য, অপরিবর্তনশীল পরিত্রাতা যীশু আমাদের কাছে এই পবিত্র বইয়ের প্রতিটি পাতায় প্রকাশিত হচ্ছেন! আমেন!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ নোহ সং:
“I Know the Bible is True” (Dr. B. B. McKinney, 1886-1952) |