Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




রক্তসহ বা রক্ত ব্যতিরেকে

WITH OR WITHOUT BLOOD
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 21শে জানুয়ারি, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, January 21, 2018

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|


স্পারজিয়নের বেশীর ভাগ মন পরিবর্তনকারীগণ তৎক্ষণাৎ তা করেননি, কিন্তু শুধুমাত্র খ্রীষ্টকে বিশ্বাস করার এবং তাঁর মধ্যে আনন্দ ও নিশ্চয়তা খুঁজে পাওয়ার আগে কয়েক সপ্তাহ বা এমনকী কয়েক মাসের যন্ত্রণাদায়ক পাপের অনুতাপ ও দুঃখ দিয়ে তারা শুরু করেছিলেন| এখনে দুইজন যুবতী মহিলার সাক্ষ্য দেওয়া হল যারা স্পারজিয়নের প্রচারের ফলে মন পরিবর্তন করেছিলেন|

মেরী এডওয়ার্ডস,

     যতক্ষণে না তিনি মিঃ স্পারজিয়নের প্রচার শুনেছিলেন তাঁর হৃদয় কঠিন অবস্থাতেই ছিল| তাঁর পাপের বিচারের জন্য তিনি খুবই ভীত ছিলেন| তিনি মন্ডলীতে আসছিলেন কিন্তু বেশ কয়েকমাসের জন্যে হতাশাগ্রস্ত অবস্থাতে ছিলেন| তখন তিনি যীশুর ভালবাসার উপরে মিঃ স্পারজিয়নের প্রচার শুনেছিলেন| তিনি যীশু এবং তাঁহার প্রায়শ্চিত্তকারী রক্তের প্রতি বিশ্বাস স্থাপন করলেন এবং আনন্দিত হলেন| তিনি শুধুমাত্র যীশুকেই বিশ্বাস করেছিলেন, এবং উদ্ধার পেয়েছিলেন| এখনও তিনি কেবলমাত্র যীশুর প্রতিই তাকিয়ে আছেন|

মেরী জোন্স,

     নেহাত কৌতূহলের বশে তিনি স্পারজিয়নের প্রচার শুনতে এসেছিলেন| ভয়ে ভয়ে তিনি মন্ডলী ছেড়ে গেছিলেন| তিনি বলেছিলেন, ‘‘আমার মনে হইতেছে যেন তাহার প্রচার আমি কখনও শুনিতে যাই নাই| আমি স্থির করিয়াছি আর কখনও যাইব না| কিন্তু যদি দূরে দাঁড়াইয়া থাকিতাম তাহাতে আমি নিজেকে দুর্দশাগ্রস্ত অনুভব করিতাম| যদি আমি তাহার প্রচার শুনিতে আসিতাম তাহাতে দুর্দশাগ্রস্ত বোধ করিতাম, এবং যদি দূরে অবস্থান করিতাম তাহাতেও দুঃখ অনুভব করিতাম| শেষ অবধি আমি খ্রীষ্টকে বিশ্বাস করিলাম এবং তাঁহার মধ্যে আমি শান্তি ও আরাম খুঁজিয়া পাইলাম| আমি খ্রীষ্ট খুঁজিয়া পাই নাই যতক্ষণে না আমি খ্রীষ্ট ব্যতীত অন্য কিছুর মধ্যে শান্তির খোঁজ পরিত্যাগ করিয়াছিলাম| প্রথমে আমি বাকি সবকিছু লইয়া চেষ্টা করিয়াছিলাম| কিন্তু যতক্ষণে না আমি খ্রীষ্ট ও তাঁহার সর্ব-উদ্ধারকারী রক্তের সন্ধান পাইলাম ইহা ব্যতীত অন্য কিছুই আমাকে শান্তি দেয় নাই|’’

আমি প্রচার শুরু করার আগে মিঃ গ্রিফিথ একটা গান গাইতে আসবেন যা বহু যুবককে যীশুর প্রতি বিশ্বাস স্থাপনে সাহায্য করার কাজে স্পারজিয়নের মন্ডলীতে ব্যবহৃত হত|

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

মহান স্পারজিয়নকে হামেশাই ‘‘প্রচারকের যুবরাজ’’ নামে অভিহিত করা হত| বাস্তবিক, সেখানে তার তুলনায় আরও বড় সুসমাচার প্রচারক কেউ ছিলেন না| তার সমগ্র সেবাকাজের মধ্যে তার মূলভাব সর্বদা ছিল ক্রুশের উপরে যীশুর আত্মত্যাগের মাধ্যমে পাপীদের পরিত্রাণ| আর পরিত্রাতার রক্ত যা পাপমোচনের জন্যে ক্রুশের উপরে সেচিত হয়েছিল, এই মূলভাবটি তার প্রচারের দ্বারা সর্বদা আরোপিত হত| কাজেই স্পারজিয়ন হামেশাই আমাদের পাঠ্যাংশটির উল্লেখ এবং প্রচার করতেন|

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

কিন্তু ‘‘পাপমোচন’’ শব্দটি বেশীর ভাগ আধুনিক লোকদের কাছে অজানা| আরও ভাল করে এর অর্থ বুঝতে হলে আমাদের অবশ্যই সেই গ্রীক শব্দটিকে দেখতে হবে যার থেকে এই ‘‘পাপমোচন’’ শব্দটি অনুবাদিত হয়েছে| স্ট্রং এর বিষয়ভিত্তিক বর্ণনাক্রমিক সূচি আমাদের বলছে যে ‘‘এফেসিস’’ হল সেই গ্রীক শব্দ| এর মানে হল ‘‘স্বাধীনতা,’’ ‘‘ক্ষমা,’’ ‘‘উদ্ধার,’’ ‘‘মুক্তি,’’ এবং ‘‘ক্ষমাশীলতা|’’ আমাদের পাঠ্যাংশ হয়তো ঐ শব্দগুলি যোগ করার দ্বারা আরও স্পষ্ট হবে,

“রক্ত সেচন ব্যতিরেকে স্বাধীনতা নাই, ক্ষমা নাই, উদ্ধার নাই, মুক্তি নাই, ক্ষমাশীলতা নাই|’’

আশ্চর্য্যের কিছু নেই যে স্পারজিয়ন বেশীর ভাগ সময়ে রক্ত পদটির উল্লেখ করেছেন| একটা বিখ্যাত ধর্ম্মোপদেশে স্পারজিয়ন এই কথা বলেছিলেন,

“কিছু প্রচারক আছেন যাহারা যীশু খ্রীষ্টের রক্তের বিষয়ে প্রচার করেন না, এবং তাহাদের সম্পর্কে আমার আপনাকে বলিবার মতন একটি বিষয় আছে: কখনও তাহাদের কথায় কান দিবেন না! কখনও তাহাদের কথা শুনিবেন না! সেই সেবাকার্য প্রাণহীন যাহার মধ্যে রক্ত নাই, এবং একটি মৃত সেবাকার্য্য কাহারও কোন উপকার করে না|”

আমাদের পাঠ্যাংশের দ্বারা এটা স্বচ্ছ করা হয়েছে,

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

I. প্রথমত, খ্রীষ্টের রক্তসেচন ব্যতিরেকে আপনার কি হবে সেটা বিবেচনা করুন |

খ্রীষ্টের রক্ত সেচন ছাড়া আপনার পাপ থেকে আপনার কোন স্বাধীনতা নেই| খ্রীষ্টের রক্ত সেচন ছাড়া আপনার পাপের কোন ক্ষমা নেই| খ্রীষ্টের রক্ত সেচন ছাড়া আপনার পাপ থেকে সেখানে কোন উদ্ধার নেই| খ্রীষ্টের রক্ত সেচন ছাড়া আপনার পাপের থেকে সেখানে কোন মুক্তি নেই| খ্রীষ্টের রক্ত সেচন ছাড়া আপনার পাপের থেকে সেখানে কোন ক্ষমাপ্রাপ্তি নেই| আপনার মৃত্যুতে একমাত্র যে জিনিষটি আপনার জন্যে অপেক্ষা করে আছে তা হল নরকের অগ্নিশিখা|

স্কটল্যান্ডের মহান ক্যামবাসল্যাং এর উদ্দীপনায় নরকের বিষয় প্রচারিত হয়েছিল| ‘‘ক্যামবারসল্যাং এর প্রচারকরা আক্ষরিক অর্থে এর সব যন্ত্রণাসহ, নরক বিশ্বাস করিতেন| তাহারা এত বেশী আন্তরিক ছিলেন যাহাতে তাহারা তাহাদের শ্রোতাদের নরকের বিষয়ে সতর্ক করেন নাই| বহু লোকের দ্বারা তাহারা সেগুলি বুঝিতে পারিয়াছিলেন| একুশ বছর বয়সী জনৈক ব্যক্তি ভাবিতেন ‘আমি কিছু দূরেই একটি গহ্বরের ন্যায় নরক দেখিতে পাইয়াছি, যেস্থানে দিশাহীন আত্মাদের দগ্ধ করা হইতেছিল এবং দিয়াবলেরা তাহাদের মধ্য দিয়া চলাফেরা করিতেছিল|’ পনের বছরের এক বালক, সে অজ্ঞান হইবার পূর্বে, বলিয়াছিল, ‘আমি দেখিলাম নরকের অগ্নিশিখা আমার প্রতি আগাইয়া আসিতেছে|’ এক যুবতী মহিলা কোনমতে শ্বাসপ্রশ্বাস লইতে পারিতেছিলেন গন্ধকের গন্ধে, ‘অগ্নি হ্রদের এবং তলহীন গহ্বরের গন্ধকের গন্ধে|’” (The Cambuslang Revival, The Banner of Truth, 1971, p. 154) |

যাই হোক, আমি, এই সমস্ত মানবিক অভিজ্ঞতার ভিত্তিতে নরকে বিশ্বাস করি না| আমি নরকে বিশ্বাস করি কারণ বাইবেলে এই বিষয়ে ঈশ্বরের দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে| শাস্ত্রে উদ্ধৃত যে কারোর তুলনায় যীশুর নরক সম্বন্ধে অনেক বেশী কিছু বলার ছিল| তিনি তাঁর সময়কার অবিশ্বাসীদের প্রতি বলেছিলেন, ‘‘তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে’’ (মথি 23:33)| খ্রীষ্ট অবিশ্বাসীদের সতর্ক করেছিলেন যে তারা "নরকে, অগ্নি যেখানে নির্ব্বাণ হইবে না" সেখানে যাবে (মার্ক 9:43)| খ্রীষ্ট নরকে স্থিত জনৈক ধনী ব্যক্তির সম্পর্কে বলেছিলেন যিনি কাঁদছিলেন এই বলে, ‘‘এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি’’ (লূক 16:24)| স্পারজিয়ন বলেছিলেন,

নরকে এক ঘন্টা কাটাইলে কি দুর্দশাই না হইবে! ওহ, তখন কিভাবে আপনি চাহিবেন যে আপনি পরিত্রাতার অন্বেষণ করিবেন! কিন্তু হায়, নরকের এক ঘন্টার অনুরূপ অন্য কিছুই হয় না| একবার দিশাহারা হইলে, আপনি চিরকালের জন্য দিশাহারা হইয়াছেন!

আবার স্পারজিয়ন বলেছিলেন,

আপনি নরকের দ্বারের উপরে একটি মাত্রা সূতার সাহায্যে ঝুলিতেছেন: এবং সেই সূতা ছিঁড়িবার উপক্রম করিতেছে| শুধুমাত্র নিঃশ্বাসের জন্য সামান্য হাঁফ ধরা, এক মুহূর্তের জন্যে আপনার হৃদযন্ত্র বন্ধ হইবার অপেক্ষা, আর আপনি ঈশ্বরবিহীন, আশাবিহীন, ক্ষমাবিহীন এক অনন্ত জগতে প্রবেশ করিবেন| ওহ, আপনি কি ইহার সম্মুখীন হইতে পারিবেন?

নরকে একবার থাকলে আপনি উপলব্ধি করবেন, খুব দেরী করে, যে

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

আপনার বেলাতেও সেইরকমই ঘটবে যদি না আপনার পাপ খ্রীষ্টের সেচিত রক্তের দ্বারা শুচি না হয়!

তখনও, সেখানে আপনার পাপগুলি থাকে যা আপনার সম্মুখীন হবে এবং বিচারে আপনাকে দোষী সাব্যস্ত করবে| আপনি ভেবেছিলেন যে আপনার পাপগুলি গোপন ছিল| আপনি ভুলে গেছেন যে

‘‘ঈশ্বর সমস্ত কর্ম্ম... এবং সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন’’ (উপদেশক 12:14)|

আজ রাত্রে এখানে হয়তো এমন কেউ আছেন যিনি ভাবছেন যে তারা তাদের সব পাপ গোপন করতে পারেন, যে এই ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না| তারা ভুলে গেছেন

‘‘সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে’’ (হিতোপদেশ 15:3)|

আর অনেক লোক পাপের দ্বারা বিষাক্ত হয়েছেন যা তারা মনে করে রাখেন| প্রকৃতপক্ষে তাদের গোপন পাপের দ্বারা তাদেরকে শারীরিকভাবে অসুস্থ করানো হয়| দায়ূদের মতন তারাও অনুভব করেন ‘‘আমার পাপ সতত আমার সম্মুখে আছে’’ (গীতসংহিতা 51:3)| আমি মনে করি হৃদ্যন্ত্রের অনেক অসুখ, এবং অন্যান্য অনেক অসুস্থতা, স্বীকার না করা ও ক্ষমা না পাওয়া পাপের যন্ত্রণা থেকে আসে| বিখ্যাত পিউরিটান পন্ডিত জন ওয়েন বলেছিলেন, ‘‘বিশ্বাসের দ্বারা আমরা খ্রীষ্টের রক্তের শোধনকারী ধর্ম ও প্রভাব গ্রহণ করিতেছি|’’ কিন্তু আপনি কখনই প্রকৃত শান্তি খুঁজিয়া পাইবেন না, কারণ

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

আর তারপরে রয়েছে হৃদয়ের পাপসমূহ| আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার হৃদয়ের পাপ কেউ দেখতে পারছেন না| কিন্তু আপনি ভুল করছেন| বাইবেল বলছে,

‘‘অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য... আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি... আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণানুসারে আপন আপন কর্ম্মের ফল দিয়া থাকি’’ (যিরমিয় 17:9, 10)|

অন্য আর কেউ হয়তো আপনার হৃদয়ের পাপের কথা জানতে পারেন না, কিন্তু ঈশ্বর আপনার হৃদয় অনুসন্ধান করেন, এবং ঈশ্বর তার বিচার করেন যা সেখানে সেখানে লুকিয়ে রয়েছে, কারণ

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

আপনার পাপ থেকে কোন স্বাধীনতা নেই| পাপ থেকে আপনার কোন উদ্ধার নেই| আপনার পাপ থেকে আপনার কোন মুক্তি নেই| আপনার পাপের কোন ক্ষমা নেই| কখনো আপনি এর থেকে মুক্ত হন না| কখনো এর থেকে উদ্ধার পান না| কখনও এর থেকে মুক্ত হন না| কখনো এর থেকে ক্ষমা পান না| কি ভয়ঙ্কর একটা অবস্থাতে আপনি আছেন!

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিন যে বাইবেলে এর জন্যে অনেক কিছু রয়েছে|

II. দ্বিতীয়ত, যদি আপনি খ্রীষ্টের সেচিত রক্ত পেতেন তাহলে আপনার প্রতি কি ঘটতো তা বিবেচনা করুন |

খ্রীষ্টের রক্ত আমাদের পাঠ্যাংশের বিন্যাসকে বিপরীতমুখী করে| যীশুর রক্তের সাহায্যে আপনার পাপ চিরকালের জন্যে মুছে যায়! যীশুর রক্তের সাহায্যে সেখানে আপনার পাপের ক্ষমা মেলে| যীশুর রক্তের সাহায্যে সেখানে আপনার পাপ থেকে উদ্ধার পাওয়া যায়| যীশুর রক্ত দিয়ে সেখানে আপনার পাপ থেকে মুক্তি মেলে| যীশুর রক্তের সাহায্যে সেখানে আপনার পাপ থেকে ক্ষমা পাওয়া যায়| যীশুর রক্তে সেখানে স্বর্গের গৌরব আপনার জন্যে অপেক্ষা করে থাকে! প্রকাশিত বাক্যে যীশুর প্রতি খ্রীষ্ট বিশ্বাসীদের গাওয়া গানের মধ্যে দিয়ে সেখানে স্বর্গের একটুখানি আভাস আমাদের দেওয়া হয়েছে,

‘‘আর তাহারা এক নূতন গীত গান করেন, বলেন, তুমি ঐ পুস্তক গ্রহণ করিবার ও মুদ্রা খুলিবার যোগ্য; কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ’’ (প্রকাশিত বাক্য 5:9)|

আমরা যারা যীশুর রক্ত দ্বারা মুক্ত হয়েছি তারা অনন্তকাল ব্যাপি তাঁর উদ্ধারকারী রক্তের বিষয়ে গান গাইব! যেমন ফ্যানি ক্রসবি তার অপূর্ব গানের মধ্যে বলেছিলেন,

মুক্ত, আমি কত ভালবাসি ইহা প্রচার করিতে!
   মেষশাবকের রক্ত দ্বারা মুক্ত;
তাঁর অশেষ অনুগ্রহে মুক্ত,
   অনন্তকালের জন্য আমি তাঁর সন্তান|
মুক্ত, মুক্ত, মেষশাবকের রক্ত দ্বারা মুক্ত;
মুক্ত, মুক্ত, অনন্তকালের জন্য আমি তাঁর সন্তান|
   (“Redeemed” by Fanny J. Crosby, 1820-1915) |

আমার সঙ্গে একসাথে গানটি করুন!

মুক্ত, মুক্ত, মেষশাবকের রক্ত দ্বারা মুক্ত;
মুক্ত, মুক্ত, অনন্তকালের জন্য আমি তাঁর সন্তান|

যে রক্ত আমাদের মুক্ত করে তা কোন সাধারণ রক্ত নয়| প্রেরিত 20:28 পদে আমরা জানতে পারি যে খ্রীষ্টের রক্ত কত মহান| স্পষ্টভাবে বোঝার জন্যে আমি আপনাকে নতুন আন্তর্জাতিক অনুবাদটি বলছি:

‘‘ঈশ্বরের সেই মন্ডলীকে পালন কর, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন’’ (প্রেরিত 20:28)|

স্পষ্টভাবে এখানে আমরা দেখছি যে আমরা ‘‘ঈশ্বরের রক্ত’’ দ্বারা ক্রীত হয়েছি| খ্র্রীষ্ট হলেন মাংসে মূর্তিমান ঈশ্বর, ‘‘প্রকৃত ঈশ্বরের প্রকৃত ঈশ্বর’’ - মানবিয় মাংসে ঈশ্বর| সেইজন্যে রক্তকে, ‘‘ঈশ্বরের রক্ত’’ বলা যথাযথভাবে সঠিক| সেই কারণে মহান স্পারজিয়ন বলেছিলেন,

‘‘একটি রক্তবিহীন সুসমাচার... হইতেছে দিয়াবলের সুসমাচার|’’

‘‘কালভেরীতে রক্তাক্ত বলিদান পাপীদের একমাত্র আশা|’’

সেই আধুনিক প্রচারকরা সাবধান হন যারা বলেন যে ‘‘রক্ত’’ শুধুমাত্র যীশুর মৃত্যুর আর একটি বিকল্প শব্দ - সাবধান! রক্তবিহীন একটা সুসমাচার হল একটা দিয়াবলের সুসমাচার! আবার, মহান স্পারজিয়ন এও বলেছেন,

‘‘সেখানে কিছু পাপ আছে যাহার বিষয়ে আমরা বলিতে পারি না, কিন্তু সেখানে এমন কোন পাপ নাই যাহা খ্রীষ্টের রক্ত শুচি করিতে পারে না|’’

চার্লস ওয়েস্লী এটা সুন্দর করে বলেছিলেন,

নাশ করেন যীশু পাপের বল,
   দেন মুক্তি পাপীরে;
পাপ কলঙ্ক সব মোচন হয়,
   তাঁর পূর্ণ রুধিরে|
(“O For a Thousand Tongues to Sing” by Charles Wesley, 1707-1788;
      to the tune of “O Set Ye Open Unto Me”) |

গানটি করুন!

নাশ করেন যীশু পাপের বল,
   দেন মুক্তি পাপীরে;
পাপ কলঙ্ক সব মোচন হয়,
   তাঁর পূর্ণ রুধিরে|

‘‘মুক্ত, আমি কত ভালবাসি ইহা প্রচার করিতে!’’ গানটি করুন!

মুক্ত, আমি কত ভালবাসি ইহা প্রচার করিতে!
   মেষশাবকের রক্ত দ্বারা মুক্ত;
তাঁর অশেষ অনুগ্রহে মুক্ত,
   অনন্তকালের জন্য আমি তাঁর সন্তান|
মুক্ত, মুক্ত, মেষশাবকের রক্ত দ্বারা মুক্ত;
মুক্ত, মুক্ত, অনন্তকালের জন্য আমি তাঁর সন্তান|

‘‘আছে শক্তি শোনিতে’’! গানটি করুন!

আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের শোনিতে;
আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের বহুমূল্য শোনিতে!
(“There is Power in the Blood” by Lewis E. Jones, 1865-1936) |

গানটি আবার করুন!

আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের শোনিতে;
আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের বহুমূল্য শোনিতে!

সানফ্রান্সিসকোর উত্তরপ্রান্তের একটি সেমিনারিতে আমি যখন গিয়েছিলাম তখন হিপ্পিদের সঙ্গে আমি বহুঅনেকগুলি বাইবেল অধ্যয়নে অংশগ্রহণ করেছি| সময়টা ছিল 1970 সালের গোড়ার দিককার যীশু আন্দোলনের সময়| ঐ যুবকদের মধ্যে অনেকেই এলএসডি এর মতন মন-পাল্টানো মাদক গ্রহণ করতেন| ঐ পাপের মাধ্যমে তাদের কেউ কেউ অশুচি আত্মাবিষ্ট হয়ে পড়েছিলেন| তারা বন্য ছিলেন - গাদারিন ডেমোনিয়াকদের মতন| আমি মনে করতে পারছি যে দেখেছিলাম কয়েকজন ভ্রাতা একটি যুবতী হিপ্পি মেয়ের শরীর থেকে দিয়াবলকে বের করার চেষ্টা করছিলেন| তারা দিয়াবলকে বের হয়ে আসার আজ্ঞা দিচ্ছিলেন, কিন্তু কিছুই হচ্ছিল না| তখন একজন ভ্রাতা গান করা শুরু করলেন,

আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের শোনিতে;
আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের বহুমূল্য শোনিতে!

মেয়েটি উর্দ্ধশ্বাসে আর্তনাদ করে উঠল| তিনি আবার গানটি করলেন,

আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের শোনিতে;
আছে শক্তি, শক্তি, অদ্ভূত কার্যশক্তি
   মেষশাবকের বহুমূল্য শোনিতে!

মেয়েটি আবার চিৎকার করে উঠল এবং তার মুখ দিয়ে দিয়াবল বের হয়ে এল, ঠিক সেইভাবেই তারা কাজটি করেছিলেন যেমন যীশু জগতে থাকাকালে করতেন| এর কিছুক্ষণ পরে সেই মেয়েটি মুক্ত হয়েছিল! সে মেঝেতে বসে পড়েছিল এবং এক গ্লাস জল পান করেছিল| এর পরেও আমি অনেকদিন ধরে মেয়েটিকে দেখেছি| সে একজন উত্তম, দৃঢ় খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হয়েছিল| চীনা ব্যাপটিষ্ট মন্ডলীতে আমি এই বিষয়টি আমার পালক ডঃ লিনকে বলেছিলাম| তিনি বলেছিলেন, ‘‘হ্যাঁ, বব| চীনদেশের একজন ব্যাপটিষ্ট প্রচারক যদি না জানেন যে খ্রীষ্টের রক্তের দ্বারা কিভাবে দিয়াবল দূর করা যায় তাহলে কেউই তার প্রচার শুনতে আসবেন না!’’ নিশ্চিতভাবে আমি জানি যে আমি খ্রীষ্টের রক্তের বিস্ময়কর কার্য্যশক্তির একটা নাটকীয় দৃশ্য দেখেছিলাম! আমি নিশ্চিত যে স্পারজিয়ন নিজেও এতে খুব সন্তুষ্ট হতেন! আমাদের যুবকদের ধ্বংস করার জন্যে শয়তানের দ্বারা ব্যবহৃত এলএসডি, হেরোইন, বা অন্য সব মাদকদ্রব্যের তুলনায় যীশুর রক্ত অনেক বেশী শক্তিশালী! আপনার হৃদয় বা জীবনের যে কোন পাপ যীশুর রক্ত শুচি করতে পারে!

আমি ‘‘The Free Grace Broadcaster’’ (‘‘দ্য ফ্রি গ্রেস ব্রডকাস্টার’’) এর একটা কপি দেখছিলাম| এটা একটা সংশোধিত সাময়িক পত্রিকা যাতে - জন গিল, জে. সি. রায়লী, অক্টাভিয়াস উইনস্লো, এবং স্পারজিয়নের মতন অতীতের প্রচারকদের থেকে পাওয়া বহু বিখ্যাত ধর্ম্মোপদেশ রয়েছে| যে কপিটি আমি দেখছিলাম তাতে প্রায়শ্চিত্ত, ক্ষমালাভ, ও মুক্তির জন্যে খ্রীষ্টের রক্তের ক্ষমতার বিষয়ে সেই সব লোকদের ধর্ম্মোপদেশ ছিল| ক্যালভিন মতবাদে বিশ্বাসী সেই প্রচারকদের একজন এইরকম বলেছিলেন,

খ্রীষ্টের রক্তের মহার্ঘতার বিষয়ে সেখানে একটি অপরিহার্য মৌলিক উপাদান বিদ্যমান রহিয়াছে| পাপের ভাইরাসের দ্বারা স্পর্শরহিত থাকিয়া, অমলিনভাবে ইহা ধমনী হইতে প্রবাহিত হইয়াছে...এক পবিত্র পরিত্রাতা অপবিত্র, পাপপূর্ণ মনুষ্যের জন্য পাপবিহীন প্রায়শ্চিত্ত উৎসর্গ করিতেছেন| ইহাই তাঁহার রক্তের মহার্ঘতা|
     ইহা দেখুন, ভালবাসুন, এই জ্যোতিকে: এবং আপনার হৃদয় প্রেমপূর্ণ আরাধনায় ও প্রশস্তিতে উজ্জ্বল হইবে, যখন আপনি খ্রীষ্টের সম্মুখে নতজানু হইবেন এবং [আপনার বিবেক শুচি করিবেন] সেই রক্তের দ্বারা, যাহা ক্ষমা করে, আপনার সব পাপ আচ্ছাদিত, এবং বাতিল হইবে|

আর এখন আসুন এই পাপমোচন, পাপের এই মার্জনা, আমরা তাদের উপরে প্রয়োগ করি যারা এখনও মন পরিবর্তন করেননি| একজন মুসলমান কখনো তার পাপের ক্ষমা পান না| তিনি সেরকম বলেন না, কারণ কোরান কখনো তাদের বলেনি যে কিভাবে তারা ক্ষমা পেতে পারেন| একজন লোকের সঙ্গে দেখা করুন যিনি যথেষ্ট ভাল হওয়ার দ্বারা উদ্ধার পাওয়ার চেষ্টা করছেন| তিনি বলছেন, ‘‘আমি আশা করছি যে আমার সব পাপ ক্ষমা করা হবে|’’ একজন নাস্তিক বা অজ্ঞানবাদীর সঙ্গে দেখা করুন| তারা কখনো জানেনা যে তাদের সব পাপ ক্ষমা করা যায়|

আজ রাত্রে আমি কি এখানে কোন একজন দিশাহারা পুরুষ, বা মহিলা, বা যুবক ব্যক্তিকে পেয়েছি? হারানো ব্যক্তি! আপনি কি অনুভব করেন যে আপনি দিশাহারা? যদি আপনি তা মনে করেন তো আমি খুব খুশী হব| কারণ সেখানে একটি উপশম আছে, সব পাপের ক্ষমা লাভ করা - যীশু খ্রীষ্টের রক্তের দ্বারা| ওহ পাপীরা, দেখুন! গেৎশিমানী উদ্যানে আপনি কি দেখছেন যীশু আপনার জন্যে ঘামের মত তাঁর রক্ত ঝরাচ্ছেন? আপনি কি দেখছেন যে যীশু ক্রুশের উপরে ঝুলে রয়েছেন? আপনার জন্যেই তাঁকে সেখানে পেরেকবিদ্ধ করা হয়েছে| ওহ, আজ রাত্রে আমাকে যদি আপনার জন্যে পেরেকবিদ্ধ করা হত, আমি জানি আপনি কি করতেন: আপনি ভূমিতে আনত হতেন এবং আমার পায়ে চুম্বন করতেন, আর ফোঁপাতেন ও কাঁদতেন যে আপনার জন্যে আমি মারা গেছি| কিন্তু, দিশাহারা পাপী, যীশু আপনার জন্যে মারা গেছিলেন - আপনার জন্য! আর যেহেতু তিনি আপনার জন্যে রক্ত ঝরিয়েছিলেন, সেহেতু আপনি হারিয়ে যেতে পারেন না যদি আপনি তাঁর কাছে আসেন ও তাঁকে বিশ্বাস করেন| তাহলে, আপনি কি পাপী? আপনি কি পাপে অনুতপ্ত কারণ আপনি সম্পূর্ণভাবে খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেননি? আপনার কাছে প্রচারের অধিকার আমার রয়েছে| যীশুতে বিশ্বাস স্থাপন করুন আর আপনি হারাতে পারেন না! যীশু স্বয়ংকে বিশ্বাস করুন, এইজন্যে নয় যে তিনি আপনার জন্যে মারা গিয়েছেন| কিন্তু যীশু খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করুন|

আপনি কি বলছেন যে আপনি পাপী নন? আপনি কি বলছেন যে আপনার কোন পাপ নেই যার ক্ষমা পাওয়ার দরকার আছে? তাহলে আপনার প্রতি প্রচারের জন্যে আমার কাছে কোন খ্রীষ্ট নেই| ভাল লোকদের উদ্ধারের জন্যে তিনি আসেননি; পাপে পূর্ণ লোকদের উদ্ধারের জন্যে তিনি এসেছিলেন| আপনি কি পাপপূর্ণ? আপনি কি নিজের পাপপূর্ণতা অনুভব করেন? আপনি কি দিশাহারা? আপনি কি তা জানেন? আপনি কি পাপপূর্ণ? আপনি কি তা স্বীকার করবেন? পাপীগণ! আজ রাত্রে যদি যীশু এখানে থাকতেন, তিনি আপনার দিকে তাঁর রক্তমাখা হাত প্রসারিত করতেন, আর বলতেন, ‘‘পাপী, আমি আপনার জন্যে মৃত্যুবরণ করিয়াছি| আপনি কি আমাকে বিশ্বাস করিবেন?’’ তিনি এখানে ব্যক্তিগতভাবে উপস্থিত নেই, কিন্তু তিনি আপনাকে এই সব বলার জন্যে আমাকে পাঠিয়েছেন| আপনি কি তাঁকে বিশ্বাস করবেন? ‘‘ওহ!’’ কিন্তু আপনি বলছেন, ‘‘আমি এক মন্দ পাপী!’’ ‘‘ওহ!’’ যীশু বলছেন, ‘‘শুধুমাত্র ইহাই যে আমি কেন আপনার জন্যে মৃত্যুবরণ করিয়াছি, তাহার কারণ আপনি একজন পাপী|’’ ‘‘কিন্তু,’’ আপনি বলছেন, ‘‘আমি যাহা কিছু করিয়াছি এবং যাহা কিছু চিন্তা করিয়াছি তাহার জন্যে আমি লজ্জিত|’’ যীশু বলছেন, ‘‘আমার হস্ত এবং পদ এবং কুক্ষিদেশ হইতে নির্গত রক্তের দ্বারা, ইহা সবই ক্ষমা করা ও ধৌত করা হইয়াছে| শুধুমাত্র আমাতে বিশ্বাস স্থাপন কর; সর্বসাকুল্যে আমি ইহাই যাচ্ঞা করিতেছি|’’ যীশু খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করুন|

কিন্তু কেউ কেউ বলছেন, ‘‘আমি কোন পরিত্রাতা চাই না|’’ তাহলে আপনাকে বলার জন্যে আমার কিছুই নেই এই বলা ছাড়া - ‘‘ক্রোধ আসবে! ক্রোধ আসবে!’’ আপনার জন্যে বিচার আসছে!

কিন্তু আপনি কি অনুভব করেন যে আপনি দোষী? আপনি কি আপনার পাপগুলিকে ঘৃণা করেন, আপনি কি সেগুলি থেকে মুখ ফিরিয়ে নিতে এবং খ্রীষ্টের দিকে ঘুরে দাঁড়াতে রাজি আছেন? তাহলে আমি আপনাকে বলতে পারি যে খ্রীষ্ট আপনার জন্য মৃত্যুবরণ করেছিলেন| খ্রীষ্টে বিশ্বাস করুন! তাঁর উপরে বিশ্বাস স্থাপন করুন! যীশু খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করুন|

স্পারজিয়ন যখন কোন একটি শহরে প্রচারে গিয়েছিলেন তখন একজন যুবক তাকে একটা চিঠি লিখেছিলেন| তিনি বলেছিলেন, ‘‘মহাশয়, যখন আপনি আসিবেন, অনুগ্রহ করিয়া একটি ধর্ম্মোপদেশ প্রচার করিবেন যাহা আমার বিষয়ের উপযুক্ত হয়| আমি শুনিয়াছি যে আমাদের অবশ্যই নিজেদেরকে পৃথিবীর সর্বাপেক্ষা মন্দ লোক বলিয়া ভাবিতে হইবে, নচেৎ আমাদের উদ্ধার করিতে পারা যাইবে না| আমি ভাবিতে চেষ্টা করিয়াছি যে আমি মন্দ, কিন্তু আমি পারিতেছি না| আমি পরিত্রাণ লাভ করিতে চাই, কিন্তু আমি জানি না যে কিভাবে যথেষ্ট অনুতাপ করিতে হইবে|’’ স্পারজিয়ন বলেছিলেন, ‘‘আমি যখন সেখানে প্রচারে যাই আর তাহাকে যদি দেখিতে পাই, আমি তাহাকে বলিব, ঈশ্বরের উহার প্রয়োজন নাই যে আপনি নিজেকে পৃথিবীর সর্বাপেক্ষা মন্দ লোক বলিয়া ভাবিবেন, কারণ সেখানে স্পষ্টতই আপনার তুলনায় আরও অধিক মন্দ লোক আছেন| সেখানে কিছু লোক আছেন যাহারা অন্যদের মতন অতটা পাপপূর্ণ নহে|

ঈশ্বরের যাহা প্রয়োজন তাহা হইতেছে এই যে: একজন ব্যক্তি বলিতেছেন, ‘অন্য লোকেরা যাহা করেন তাহার তুলনায় আমি নিজের সম্বন্ধে আরও বেশী জানি| আমি তাহাদের সম্বন্ধে বেশী কিছু জানি না| কিন্তু নিজের সম্বন্ধে আমি যাহা দেখিতেছি, বিশেষ করিয়া আমার হৃদয়ের সম্বন্ধে, আমি মনে করিতেছি না যে অনেক লোক আমার তুলনায় মন্দতর হইতে পারে| আমি যাহা করি তাহার তুলনায় তাহারা মন্দতর জিনিষ করিতে পারে, কিন্তু আমি অনেক বেশী ধর্ম্মোপদেশ, অনেক বেশী সতর্কবাণী শুনিয়াছি, এবং সেই কারণে আমি তাহাদের তুলনায় অনেক বেশী দোষী|’ আমি চাহিতেছি আপনি খ্রীষ্ট স্বয়ংএর নিকটে আসুন, এবং বলুন, ‘প্রভু, আমি পাপ করিয়াছি|’ আপনার কাজ হইতেছে আসা এবং বলা, ‘প্রভু যীশু, এক পাপী হিসাবে, আমাকে কৃপা করুন|’ এইটুকু মাত্র| আপনি কি নিজেকে দিশাহারা বলিয়া মনে করিতেছেন? তাহা হইলে আমি পুনরায় বলিতেছি, ‘যীশু স্বয়ংএর নিকটে আসুন| তাঁহার বহুমূল্য রক্তে তিনি আপনার পাপসকল ধৌত করিয়া দূরে নিক্ষেপ করিবেন|’’’

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

এই ধর্ম্মোপদেশের পরিসমাপ্তিতে আমি বলবো এখানে কোন দিশাহারা পাপী উপস্থিত নেই, যিনি জানেন যে তিনি হারিয়ে গিয়েছেন, যিনি তার পাপগুলির ক্ষমা লাভ করতে এবং ‘‘ঈশ্বরের গৌরব করিতে ও আশায় আনন্দ করিতে’’ পারেন না| যদিও আপনি পাপে নরকের মতন কালো, তবুও আজ রাতেই আপনি স্বর্গের মতন শুভ্র হতে পারেন| যে মুহূর্তে একজন পাপী যীশুর উপরে বিশ্বাস স্থাপন করেন তিনি যীশুর রক্তের দ্বারা পরিত্রাণ লাভ করেন| এই পদটি আপনার হৃদয় এবং জীবনে সত্যে পরিণত হোক:

অনুরোধ ছাড়া ঠিক আমি যেমন
   তবুও তোমার রক্ত আমার জন্য প্রবাহিত হয়েছিল;
তবুও তুমি আমাকে তোমার কাছে আসতে আহ্বান কর,
   ওহ, ঈশ্বরের মেষশাবক, আমি আসছি! আমি আসছি!
(“Just As I Am” by Charlotte Elliott, 1789-1871) |

প্রথম দুই সারির মাঝে এখানে আসুন| ঈশ্বরের প্রতি আপনার পাপ স্বীকার করুন| তারপরে যীশুতে বিশ্বাস স্থাপন করুন, যীশুর কাছে আসুন, যীশুর বহুমূল্য রক্তের দ্বারা আপনার পাপ থেকে ধৌত হয়ে শুচি হন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“There Is a Fountain” (by William Cowper, 1731-1800; to the tune of “Amazing Grace”) |


খসড়া চিত্র

রক্তসহ বা রক্ত ব্যতিরেকে

WITH OR WITHOUT BLOOD

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

“রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় 9:22)|

I. প্রথমত, খ্রীষ্টের রক্তসেচন ব্যতিরেকে আপনার কি হবে সেটা বিবেচনা
করুন, মথি 23:33; মার্ক 9:43; লূক 16:24; উপদেশক 12:14;
হিতোপদেশ 15:3; গীতসংহিতা 51:3; যিরমিয় 17:9, 10 |

II. দ্বিতীয়ত, যদি আপনি খ্রীষ্টের সেচিত রক্ত পেতেন তাহলে আপনার প্রতি
কি ঘটতো তা বিবেচনা করুন, প্রকাশিত বাক্য 5:9;
প্রেরিত 20:28 |