Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




ধৌত এবং শুচি হও! - মন পরিবর্তনের আদর্শ তত্ত্ব

WASH AND BE CLEAN! – THE TYPOLOGY OF CONVERSION
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 15ই অক্টোবর, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, October 15, 2017

‘‘আপনি গিয়া সাত বার যর্দ্দনে স্নান করুন, আপনার নূতন মাংস হইবে, ও আপনি শুচি হইবেন’’ (II রাজাবলি 5:10)|


এটা সাধারণ একটা গল্প| কিন্তু এর একটা গভীর অর্থ আছে| যদি আপনি এখনও পরিত্রাণ না পেয়ে থাকেন তো আপনি এটা অবশ্যই যত্নপূর্ব্বক শুনুন| আপনি অবশ্যই এইরকমের কাজ করুন| এটা আপনাকে প্রকৃতভাবে পরিত্রাণ প্রাপ্তির একমাত্র পথ নির্দেশ করছে|

এটা একটা সাধারণ গল্প| পরিত্রাণ লাভ করার এবং একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার জন্যে একমাত্র পথের নির্দেশ দিতে এটা বাইবেলে দেওয়া হয়েছে|

নামন একজন বিখ্যাত মানুষ ছিলেন| তিনি সিরিয় সৈন্য দলের সেনাপতি, সর্বাধিনায়ক, ছিলেন| তিনি ছিলেন একজন সাহসী সৈনিক| তার রাজার দ্বারা তিনি সম্মানিত হয়েছিলেন, এবং তিনি ছিলেন খুব দাম্ভিক এক ব্যক্তি| কিন্তু ভয়ানক কুষ্ঠ রোগের দ্বারা তিনি জীবন্ত অবস্থাতে ক্ষয়প্রাপ্ত হচ্ছিলেন| তিনি কুষ্ঠের দ্বারা মরতে বসেছিলেন আর তিনি তা জানতেন| তিনি সব রকমের সবকিছু চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কোন কিছুই তার কুষ্ঠ রোগের নিরাময় করতে পারেনি| একটি যুবতী ইব্রীয় মেয়ে নামনের বাড়িতে কাজ করতেন| মেয়েটি তাকে বলেছিলেন যে ইস্রায়েলে একজন ভাববাদী বাস করেন যিনি তাকে আরোগ্য দিতে পারেন| তিনি সব রকমের সবকিছু চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কোন কিছুই তার রোগের নিরাময় করতে পারেনি| সবশেষে নামন ভাবলেন, ‘‘হয়তো এই ভাববাদী আমাকে সুস্থ করে তুলতে পারেন|’’ তার সুস্থ হয়ে ওঠার জন্যে সেটাই ছিল শেষ সুযোগ, সেইজন্যে তিনি ঈশ্বরের ভাববাদী, ইলীশা’র সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন|

কিন্তু সেই ভাববাদী ছিলেন ঈশ্বরের এক প্রকৃত মানুষ| যদি তিনি তার নিজের বাড়ির বাইরে বের হয়ে আসেন এবং নামনের জন্যে প্রার্থনা করেন তো লোকে ভাববে যে তিনি, সেই ভাববাদীই, তাকে সুস্থ করেছেন| সেই ভাববাদী চেয়েছিলেন নামন জানুক যে ঈশ্বর তাকে সুস্থ করেছেন, সেই ভাববাদী স্বয়ং নয়| সুতরাং নামন তার রথে করে সেই ভাববাদীর বাড়ির দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছিলেন| কিন্তু তার সঙ্গে কথা বলতে সেই ভাববাদী নিজের বাড়ির বাইরে বের হয়ে আসলেন না| এর পরিবর্তে তিনি নামনকে একটি বার্তা পাঠালেন,

‘‘আপনি গিয়া সাত বার যর্দ্দনে স্নান করুন, আপনার নূতন মাংস হইবে, ও আপনি শুচি হইবেন’’ (II রাজাবলি 5:10)|

এটা নামনকে যারপরনাই ক্রুদ্ধ করেছিল| ‘‘কেন এই ভাববাদী, এমনকী আমাকে দেখতে বাইরে বের হয়ে এলেন না! তিনি যাই হোন না কেন, নিজেকে কি ভাবছেন?’’ নামন ভেবেছিলেন সেই ভাববাদী বাইরে বের হয়ে তার কাছে আসবেন ‘‘এবং ক্ষতস্থানের উপরে হাত বোলাবেন, এবং আমার কুষ্ঠ থেকে আমাকে আরোগ্য করবেন|’’ তিনি ভেবেছিলেন যে সেই ভাববাদী বেনী হিনের মতন হবেন| যেন তিনি এই নিয়ে একটা বিশাল প্রদর্শনী করাবেন, এবং উপস্থিত লোকেরা ভেবে নেবেন যে তিনি একজন মহান বিশ্বাস নিরাময়কারী| কিন্তু সেই ভাববাদী সমস্ত সম্মান ঈশ্বরকে দিতে চেয়েছিলেন| তিনি সরলভাবে নামনকে একটি বার্তা পাঠিয়েছিলেন,

‘‘আপনি গিয়া সাত বার যর্দ্দনে স্নান করুন, আপনার নূতন মাংস হইবে, ও আপনি শুচি হইবেন’’ (II রাজাবলি 5:10)|

নামন খুব রেগে গিয়েছিলেন| তিনি ক্রোধের আবেগে প্রস্থান করতে উদ্যত হলেন!

তখন নামনের পরিচারক তাকে বলেছিলেন, ‘‘যদি ভাববাদী আপনাকে কোন মহৎ কিছু একটা করার আদেশ দিতেন, আপনি কি সেটা করতেন না? তাহলে তিনি আপনাকে যা বলেছেন, ‘স্নান করুন ও শুচি হন’ সেটা করছেন না কেন?’’ তখন নামন ভাবলেন, ‘‘ঠিক আছে, ভাববাদী যা বলেছেন আমি তাই করব|’’ তিনি তখন যর্দ্দন নদীতে গিয়েছিলেন এবং সেই জলে সাতবার ডুব দিয়ে স্নান করলেন, আর ‘‘তাহাতে ক্ষুদ্র বালকের [ন্যায়] তাঁহার নূতন মাংস হইল, ও তিনি শুচি হইলেন’’ (II রাজাবলি 5:14)|

শাস্ত্রের এই রচনাংশের উপরে বহু বিখ্যাত সব ধর্ম্মোপদেশ প্রচারিত হয়েছে| স্পারজিয়নের মতন, সেই সব বিখ্যাত প্রচারকগণ, সঠিক ছিলেন এই বলতে যে নামনের কুষ্ঠ রোগ থেকে শুচি হওয়ার বিষয়টি ক্রুশের উপরে যীশুর প্রবাহিত রক্তের দ্বারা আপনার পাপ থেকে শুচি হওয়ার বিষয়টিকে চিত্রায়িত করছে| নামনের গল্প শুনুন এবং এটা আপনাকে দেখাবে যে আজ সকালে আপনি কিভাবে পরিত্রাণ লাভ করবেন এবং আপনার পাপ থেকে শুচি হবেন|

I. প্রথমত, তার কুষ্ঠ রোগ ছিল |

‘‘কিন্তু কুষ্ঠ রোগী ছিলেন’’ (II রাজাবলি 5:1)|

আপনিও সেই রকম| আপনি পাপের কুষ্ঠ রোগে পূর্ণ! আদম, সেই প্রথম পাপীর কাছ থেকে এই পাপের কুষ্ঠ আপনার কাছে নেমে এসেছে| প্রেরিত পৌল বলেছিলেন,

‘‘অতএব যেমন এক মনুষ্য [আদম] দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল’’ (রোমীয় 5:12)|

আজ সকালে আপনার কি এক বর্ণনা! ডঃ ওয়াট্স আপনার পরিস্থিতি একটা গানের মাধ্যমে বলেছেন,

প্রভু, জঘণ্য আমি, পাপে গর্ভধারণ করেছি,
   ও অশুচি এবং অপবিত্রভাবে জন্মেছি;
পাপে পতিত মানুষ থেকে উদ্গত হয়েছি
   বংশ কলুষিত, এবং সকলকে কলঙ্কিত করেছি|

দেখ, আমি তাঁর সামনে পতিত হব,
   আমার একমাত্র আশ্রয় তাঁর দয়া;
কোন বাহ্যিক আকৃতি আমাকে শুচি করতে পারে না;
   অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|
(ডঃ আইস্যাক ওয়াট্স, 1674-1748) |

পাপের কুষ্ঠ রোগ আপনার ‘‘অন্তরের গভীরে’’ বিরাজমান! আজ সকালে এটা আপনাকে ব্যাখ্যা করছে! আপনার ‘‘অন্তরের গভীরে পাপের কুষ্ঠ রোগ বিদ্যমান!’’ যীশু বলেছিলেন,

‘‘কেননা ভিতর হইতে, মনুষ্যদের অন্তঃকরণ হইতে, কুচিন্তা বাহির হয়-বেশ্যাগমন, চৌর্য্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা; এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয়...’’ (মার্ক 7:21-23)|

এটা হচ্ছে আপনার হৃদয়ের একটা চিত্র, মন্দ চিন্তাতে পরিপূর্ন| আপনার হৃদয় পাপের কুষ্ঠ রোগে পরিপূর্ণ!

কোন বাহ্যিক আকৃতি [আপনাকে] শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান -

এটা কি নয়? এটাই কি নয়? আপনি জানেন যে এইরকমই আছে! এবং ‘‘কোন বাহ্যিক আকৃতি [কোন বাহ্যিক কাজকর্ম] আপনাকে শুচি করতে পারে না! কোন সিদ্ধান্ত অথবা প্রার্থনা আপনাকে শুচি করতে পারে না! আপনি যা অনুভব অথবা শিক্ষা করতে পারেন তার কিছুই আপনাকে শুচি করতে পারে না! এবং আপনি এটা জানেন! ‘‘সেই কুষ্ঠ [পাপের] গভীরে বিদ্যমান’’ আপনার হৃদয়ে! এবং আপনি সেটা জানেন - জানেন না কি?

আপনি জানেন যে এটা সত্যি| একটা বহির্মূখী পাপ করার আগে থেকেই আপনি এটা জানতেন| আপনি এটা ইচ্ছাকৃতভাবে করেছিলেন! আপনি কি করছিলেন তা আপনি নিখুঁতভাবে জানতেন| যদি আপনি জানতেন যে এটা ভুল ছিল তাহলে কেন সেটা করেছিলেন? আপনার পরিত্রাণহীন অবস্থাতে আপনি অন্ধকার জগতকে ভালবেসেছিলেন| আপনি পাপ উপভোগ করেছেন| পাপ করে আপনি সুখী ছিলেন| এর স্বাদ আপনি ভালবেসেছিলেন| আপনি এটা ভালবাসতেন এমনকী যদিও আপনি জেনেছিলেন যে এটা ভুল ছিল! সেই হচ্ছে কারণ যে আপনি আপনার পাপপূর্ণ হৃদয় সম্বন্ধে সত্যিটা শুনতে ঘৃণা করেন! আপনার মন্দ হৃদয় সম্বন্ধে আমি সত্যি বলার জন্যে আপনি আমাকে ঘৃণা করেন - করেন না কি? এটা আপনাকে দোষী সাব্যস্ত করে এবং সত্যিটা শোনার জন্যে আপনাকে দুঃখিত করায়! কুষ্ঠ অন্তরের গভীরে বিদ্যমান! আপনার হৃদয় বিকৃত এবং বিপথগামী| যেটা ভাল এবং সঠিক তার চেয়ে বরং বেশি করে আপনি পাপ উপভোগ করেন| আপনার অবিশ্বাসের মন্দ হৃদয়ের গভীরে কুষ্ঠ বিদ্যমান! আমি তা পরিপূরণ করতে পারিনি| একজন মেডিকাল ডাক্তার যিনি আপনার মতন পাপপূর্ণ হৃদয়ের সম্বন্ধে সব কিছু জানতেন, আমি সেই ডাঃ মার্টিন লয়েড-জোন্সের বক্তব্যের ভাষান্তর করছিলাম!

II. দ্বিতীয়ত, কিভাবে শুচি হবেন তা ভাববাদীর দ্বারা বলাতে তিনি মানসিক বিষাদগ্রস্ত হয়েছিলেন |

যখন সেই ভাববাদী নামনকে বলেছিলেন ‘‘যাও এবং স্নান কর’’ তিনি ক্রুদ্ধ হয়ে চলে যাচ্ছিলেন| তিনি বলেছিলেন, ‘‘আমি মনে করিয়াছিলাম [সেই ভাববাদী আমার জন্যে প্রার্থনা করিবেন]|’’ ‘‘আমি মনে করিয়াছিলাম|’’ আপনি মনে করেন যে পরিত্রাণ পেতে হলে যা করতে হবে তার সবই আপনি জানেন| ‘‘আমি মনে করিয়াছিলাম|’’ আপনার ভ্রান্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন! উদ্ধার লাভের সম্বন্ধে আপনি কি মনে করছেন সেই বিষয়ে আপনার চিন্তা থেকে মুক্ত হন| আপনি এই সম্বন্ধে কিছুই জানেন না! মূডি বলেছিলেন,

নামনের নিজের রোগগুলি ছিল - গর্ব এবং কুষ্ঠ| কুষ্ঠের যেমন তেমনি গর্বেরও শুচিকৃত হইবার প্রয়োজন ছিল| নামনকে তাহার গর্বের রথ হইতে নামিতে হইয়াছিল: তাহার পরে যেমন তাহাকে বলা হইয়াছিল তেমনি তিনি স্নান করিয়াছিলেন|

এবং আজ সকালে সেটা অবশ্যই আপনার প্রতি ঘটতে চলেছে| সেটাই আপনাকে করতে হবে যদি আপনি উদ্ধার লাভ করতে চান| কি ‘‘আপনি মনে করেন’’ তার থেকে মুক্তি পান| আপনার গর্বের হাত থেকে এবং কিভাবে উদ্ধার লাভ করা যাবে সেই বিষয়ে আপনার নিজস্ব চিন্তাধারা থেকে মুক্ত হন| যেমন আপনাকে বলা হয়েছিল সেইভাবে আপনাকে অবশ্যই ধৌত হয়ে শুচি হতে হবে| ‘‘স্নান করুন.... ও আপনি শুচি হইবেন|’’ একজন দিশাহারা এবং পাপী মানুষ হিসাবে যীশুর কাছে আসুন| যীশুর কাছে আসুন এবং তিনি আপনার পাপপূর্ণ হৃদয় শুচি করবেন সেই রক্ত দিয়ে যা তিনি আপনাকে শুচি করার জন্যে ক্রুশের উপরে ঝরিয়েছিলেন! ‘‘তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে’’ (I যোহন 1:7)| ‘‘স্নান কর এবং শুচি হও!’’ সেটাই ঈশ্বর স্বয়ং এই মুহূর্তে আপনাকে বলছেন! ‘‘স্নান কর এবং শুচি হও!’’

কিন্তু আপনি শুচি হতে পারেন না যতক্ষণে না আপনার গর্ব অতিক্রম করা যাচ্ছে| আপনার হৃদয় অবশ্যই পরিবর্তিত হতে হবে| ততক্ষণে না আপনি অনুতাপ করছেন আপনাকে ক্ষমা করা যাবে না| আপনার হৃদয় অবশ্যই পরিবর্তিত হতে হবে| আপনার স্বার্থপরতা আপনাকে দিয়ে অবশ্যই অনুভব করাতে হবে| আপনি অনুভব করতে চাইছেন যে আপনি উদ্ধারপ্রাপ্ত| আপনি নিশ্চয়তা চাইছেন যে আপনি পরিত্রাণ লাভ করেছেন| কিন্তু আপনি নিজে যা তার কোন পরিবর্তন চাইছেন না| আপনি উদ্ধার পেতে চান সুতরাং আপনি একটি স্বার্থপর জীবনযাপন করে চলতে পারেন|

মন পরিবর্তন আমাদের হৃদয়ের একটি সম্পূর্ণ পরিবর্তনের কথা বলে| আপনার নিজের স্বভাব খুব ত্রুটিপূর্ণ| আপনার নিজের হৃদয় খুব ত্রুটিপূর্ণ| আপনার স্বভাব আমূল পচে গেছে| আপনার ভিতরের পরিবর্তন অবশ্যই এমন আমূল হবে যাতে আপনার নিজের মধ্যেই আপনার মৃত্যু হয় এবং আবার জন্ম হয় একটা সম্পূর্ণ নূতন জীবনে, যা আপনার স্বয়ংকে খুশী করার তুলনায় বরং ঈশ্বরকে খুশী করা কেন্দ্রিক একটা জীবন| কিছু পাপের পরিত্যাগ আপনাকে সাহায্য করবে না| কেবলমাত্র মন্ডলীতে আসা এবং দায়সারাভাবে একটা প্রার্থনা করা আপনাকে সাহায্য করবে না| আপনাকে অবশ্যই একটা নূতন স্বভাব, সামগ্রীকভাবে একটা নূতন জীবন পেতে হবে|

নিজের মন পরিবর্তনের জন্যে জন্ কেগানের সংগ্রাম এর কথা শুনুন| ‘‘আমার যাহা কিছু ছিল উহার সব কিছু লইয়াই আমি খুব ক্লান্ত হইয়াছিলাম| এমনকী আমার পাপ আমাকে দোষী সাব্যস্ত করিলেও আমার নিকটে তখনও যীশু ছিলেন না| আমি উদ্ধার লাভ করিবার চেষ্টা করিতেছিলাম| আমি যীশুকে বিশ্বাস করিবার চেষ্টা করিতেছিলাম এবং আমি উহা পারি নাই| শুধুমাত্র একজন খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হইবার [সিদ্ধান্ত] আমি লইতে পারি নাই| ইহা আমাকে এত অসহায় বোধ করাইয়াছিল| আমি অনুভব করিতে পারিতাম আমার পাপ আমাকে নিচে নরকের দিকে ঠেলিয়া দিতেছে তথাপি আমি অনুভব করিতে পারিতাম যে আমার অনমনীয়তা আমার অশ্রুজলকে বলপূর্বক দূরে সরাইয়া দিতেছে| আমি এই দ্বন্দ্বের মধ্যে আটকা পড়িয়াছিলাম|’’

আজকের এই সকালে আপনি কি এইগুলির কোনটি অনুভব করছেন? যদি তাই হয়, তবে আপনি ঐরকম হচ্ছেন কেন? এর কারণ এই যে আপনি আপনার হৃদয়ের কোন পরিবর্তন করা ছাড়াই উদ্ধার লাভ করতে চাইছেন| আপনার হৃদয়ে কোন পরিবর্তন নিয়ে আসা ছাড়াই আপনি চাইছেন যেন আমরা আপনাকে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে গ্রহণ করি| কিন্তু সেটা সম্ভব নয়! আপনাকে অবশ্যই আবার জন্মপ্রাপ্ত হতে হবে| আপনাকে অবশ্যই একটা নূতন হৃদয় পেতে হবে যা জীবন স্বয়ং এর তুলনায় ঈশ্বরকে বেশি ভালবাসে| আপনাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে| আপনি যা তাকে আপনার অবশ্যই ঘৃণা করতে হবে! আপনার গর্ব অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে অথবা আপনি নিজের পাপে নিজে মারা পড়বেন| পাপের কুষ্ঠের দ্বারা আপনার হৃদয় নিয়ন্ত্রিত হচ্ছে| জ্যাক নগান্ন বলেছিলেন, ‘‘ঈশ্বর অবশ্যই আপনি যা হন তাহাকে ঘৃণা করাইতে আপনাকে প্রস্তুত করিবেন|’’

কোন বাহ্যিক আকৃতি [আপনাকে] শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|

মূডি সত্যি কথাই বলেছিলেন,

নামনের নিজের রোগগুলি ছিল - গর্ব এবং কুষ্ঠ| কুষ্ঠের যেমন তেমনি গর্বেরও শুচিকৃত হইবার প্রয়োজন ছিল| নামনকে তাহার গর্বের রথ হইতে নামিতে হইয়াছিল: তাহার পরে যেমন তাহাকে বলা হইয়াছিল তেমনি তিনি স্নান করিয়াছিলেন|

জন্ কেগান বলেছিলেন, ‘‘আমি আর কোনভাবে নিজেকে ধরিয়া রাখিতে পারিতেছিলাম না| আমার যীশুকে পাইতেই হইবে| সেই মুহূর্ত হইতে আমি খ্রীষ্টের বিরোধিতা করা বন্ধ করিয়াছিলাম| ইহা এতই স্পষ্ট ছিল যে আমাকে যাহা সব করিতে হইয়াছিল উহা ছিল তাঁহাকে বিশ্বাস করা; আমি [স্মরণ] করিতে পারি যখন আমার আমি শেষ হইয়াছিল এবং ইহা শুধুমাত্র খ্রীষ্ট ছিলেন...আমি আমার পাপ হইতে ঘুরিয়া দাঁড়াইলাম, এবং আমি কেবল যীশুর প্রতি দৃষ্টিপাত করিলাম!...যীশু [আমার হৃদয়ের সব পাপ দূরে সরাইলেন] এবং ইহার পরিবর্তে আমাকে প্রেম দিলেন...যীশু আমার সমস্ত পাপ ধৌত করিলেন| তিনি আমাকে এক নূতন জীবন দান করিলেন|’’

যে মুহূর্তে আপনি ঈশ্বরের পুত্র, যীশুতে বিশ্বাস স্থাপন করেন, ‘‘তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে [আপনাকে] সমস্ত পাপ হইতে শুচি করে’’ (I যোহন 1:7)| সমস্ত পাপ! সমস্ত পাপ - আপনার হৃদয়ের সমস্ত পাপ হোক, অথবা আপনি করেছেন এমন সব পাপ - সমস্ত পাপ অবশ্যই যীশুর রক্তের দ্বারা - এবং একমাত্র ঈশ্বরের পুত্র, যীশুর রক্তের দ্বারা শুচিকৃত হতে হবে| আপনাকে শুচি করতে তিনি ক্রুশের উপরে তাঁর রক্ত ঝরিয়েছিলেন| কেন তিনি তা করেছিলেন? কারণ তিনি আপনাকে ভালবাসেন| তাঁর রক্ত দিয়ে তিনি আপনাকে শুচি করতে চান!

কি মোর পাপ ধুইতে পারে?
কেবলমাত্র যীশুর রক্ত;
কি পারে মোরে নির্মল করিতে?
কেবলমাত্র যীশুর রক্ত|
ওহ! অমূল্যধারা এই
যায় আমি শুচি হই;
আর অন্য ধারা নাই,
কেবলমাত্র যীশুর রক্ত|
(“Nothing but the Blood,” Robert Lowry, 1826-1899) |

যথেষ্ট দীর্ঘ সময় ধরে আপনি পাপের মধ্যে দিয়ে গিয়েছেন| আপনি ইচ্ছা করেছিলেন যে জন্ কেগানের মতন আপনিও উদ্ধার লাভ করতে পারেন| আপনি তার মতন হওয়ার আকাঙ্খা করেছিলেন| কিন্তু আপনি সেটা অসম্ভব বলে ভেবেছিলেন| আপনি ভেবেছিলেন যে আপনি খুবই অদ্ভূত| আপনি ভেবেছিলেন যে আপনি অতিমাত্রায় পাপপূর্ণ ছিলেন| আপনি ভেবেছিলেন যে আপনি আশাহীন| কিন্তু আপনি ভুল করেছিলেন! যীশু আপনাকে ভালবাসেন| যাদের আপনি কখনও চিনেছেন তাদের যে কারো চাইতে তিনি আপনাকে বেশি ভালবাসেন| যদি তারা আপনার হৃদয়ে স্থিত পাপের কথা জানতেন তবে তারা আপনাকে ভালবাসতেন না| কিন্তু যীশু যে কোন উপায়ে আপনাকে ভালবাসেন| যীশু বলছেন, ‘‘আমার নিকটে আইস - আর আমার রক্তের দ্বারা শুচি হও|’’ যীশু বলছেন, ‘‘স্নান কর ও শুচি হও|’’ সেই সবকিছু যা তিনি চাইছেন তা হল যে আপনি আপনার গর্ব থেকে ঘুরে দাঁড়ান এবং তাঁকে বিশ্বাস করুন| তাহলে কোন একদিন আপনি স্বর্গে গান গাইবেন,

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|

‘‘স্নান কর ও শুচি হও|’’ মিঃ গ্রিফিথ, আসুন এবং ‘‘হ্যাঁ, আমি জানি’’ গানটি আবার করুন|

যদি আপনি শুচি হতে চান তবে অনুগ্রহ করে সামনের আসনেই বসে থাকুন এবং যীশুর উপরে বিশ্বাস স্থাপনের সম্বন্ধে আমরা আপনার সঙ্গে কথা বলব|

ডঃ চান, অনুগ্রহ করে এখানে আসুন এবং তাদের জন্যে প্রার্থনা করুন আর তারপরে সেই খাদ্যের জন্যে ধন্যবাদ জানান যা আমরা সহভাগিতার হলঘরে গ্রহণ করতে চলেছি| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
‘‘হ্যাঁ, আমি জানি’’ ( আন্‌না ডব্লিউ. ওয়াটারম্যান, 1920) |


খসড়া চিত্র

ধৌত এবং শুচি হও! - মন পরিবর্তনের আদর্শ তত্ত্ব

WASH AND BE CLEAN! – THE TYPOLOGY OF CONVERSION

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘আপনি গিয়া সাত বার যর্দ্দনে স্নান করুন, আপনার নূতন মাংস হইবে, ও আপনি শুচি হইবেন’’ (II রাজাবলি 5:10)|

(II রাজাবলি 5:14)

I.   প্রথমত, তার কুষ্ঠ রোগ ছিল, II রাজাবলি 5:1; রোমীয় 5:12; মার্ক 7:21-23 |

II.  দ্বিতীয়ত, কিভাবে শুচি হবেন তা ভাববাদীর দ্বারা বলাতে তিনি মানসিক
বিষাদগ্রস্ত হয়েছিলেন, I যোহন 1:7; প্রকাশিত বাক্য 1:5 |