Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




ঈশ্বরের আত্মার শুষ্ক কাজ

THE WITHERING WORK OF GOD’S SPIRIT
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 12ই মার্চ, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 12, 2017


উদার সেমিনারীতে তারা আমাদের শিক্ষা দিত যে সেখানে দুইজন যিশাইয় ছিলেন| কিন্তু তারা ভুল বলতেন| প্রথম 39টি অধ্যায় পাপের বিষয়ে এবং লোকদের প্রতি আগত বন্দিত্বের কথা বলছে| কিন্তু 40 নং অধ্যায় থেকে শেষ পর্য্যন্ত, সেই ভাববাদী তাদের মুক্তির বিষয়ে বলেছেন| দ্বিতীয় ভাগে খ্রীষ্টের দুঃখভোগের মাধ্যমে পরিত্রাণের বিষয়ে বলা হয়েছে|

‘‘এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ একজন কহিল, ‘কি ঘোষণা করিব?’ মর্ত্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি [কমনীয়তা, NASV; তাহার গরিমা, NIV] ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য...তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ| তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে’’ (যিশাইয় 40:6-8)|

‘‘এক জনের রব, সে বলিতেছে, ঘোষণা কর|’’ কী ছিল সেই রব যা ভাববাদীকে বলেছিল? এটা ছিল ‘‘সদাপ্রভুর মুখ,’’ যার কথা পাঁচ নম্বর পদে বলা হয়েছে| ‘‘ঘোষণা’’র জন্য ইব্রীয় শব্দটি হল qârâ (কারা)| এর অর্থ ‘‘এক ব্যক্তির সহিত মিলিত হইয়া (সম্মুখীন হইয়া) - তাহাকে আহ্বান করা’’ (Strong #7121)| এটা যিশাইয় 58:1 পদে ব্যবহৃত হওয়া সেই একই ইব্রীয় শব্দ,

‘‘মুক্তকন্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তূরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম্ম, যাকোবের কুলকে তাহাদের পাপসকল জানাও’’ (যিশাইয় 58:1)|

ঐভাবেই যোহন ব্যাপ্তাইজক প্রচার করতেন| যোহন ব্যাপ্তাইজক যিশাইয় 40:3 পদের উল্লেখ করেছিলেন| তিনি বলেছিলেন, ‘‘আমি প্রান্তরে একজনের রব, যে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ সরল কর, যেমন ভাববাদী যিশাইয় বলিয়াছিলেন’’ (যোহন 1:23; যিশাইয় 40:3)| যোহন 1:23 পদে গ্রীক শব্দ bŏaō অনুবাদ করা হয়েছিল ‘‘রব|’’ এর অর্থ ‘‘উচ্চস্বরে...বলা’’ (Strong)| ইব্রীয় শব্দ এবং গ্রীক শব্দ বলছে এটা হল ‘‘উচ্চস্বরে বলা’’ (যিশাইয় 58:1)| এর মানে হল ঈশ্বরের মুখপাত্র হিসাবে প্রচারক অবশ্যই উচ্চস্বরে বলবেন... ‘‘উচ্চস্বরে এবং আর্তস্বরে’’ তাদের প্রতি যারা দিশাহারা এবং বিভ্রান্ত! প্রচারকদের উচিৎ তাদের শ্রোতাদের প্রতি উচ্চস্বরে ঈশ্বরের বাক্য বলা| দুঃখজনকভাবে, এইভাবে প্রচার করাটা বর্তমানে খুব জনপ্রিয় পন্থা নয়| বর্তমান প্রচারে বাইবেলের প্রতি একটা মৌলিক অবাধ্যতা রয়েছে| আধুনিক সেবকদের কাছে রয়েছে ‘‘প্রচার ত্যাগ করুন এবং শিক্ষাদানে চলে যান,’’ যেমন পুরানো-কালের লোকেরা বলেছেন| এই আধুনিক সেবকেরা ঈশ্বরকে মান্য করেন না| ঈশ্বর যিশাইয়কে বলেছিলেন, ‘‘মুক্তকন্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না|’’ আধুনিক প্রচার যীশুর উদাহরণ অনুসরণ করে না| যীশু ‘‘ধর্ম্মধামে...উচ্চৈঃস্বরে কহিলেন’’ (যোহন 7:28), না এটি সেই যীশুর মতন যখন তিনি ‘‘দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে কহিলেন’’ (যোহন 7:37)| না এটি পঞ্চসপ্তমীর দিনের পিতরের মতন| তিনি ‘‘তাহার রব উচ্চে তুলিলেন’’ এবং চিৎকার করে ঈশ্বরের দেওয়া বাক্যগুলি তাদের বললেন (প্রেরিত 2:14)| ডঃ জন গিল বলেছিলেন, ‘‘এবং তাহার রব উচ্চ হইয়াছিল, যাহাতে সমগ্র জনতার দ্বারা তিনি শ্রুত হইতে পারেন...আর ইহার সহিত আত্মার প্রবল আগ্রহ ও উৎসাহ, এবং মনের সহিষ্ণুতা দেখাইতে পারেন; কারণ উচ্চ হইতে আগত আত্মা পরিধানের দ্বারা, তিনি মানুষ হইতে ভয়শূন্য ছিলেন’’ (An Exposition of the New Testament; note on Acts 2:14)| কাজেই, আমি অবশ্যই আবার বলছি, বর্তমানে আমাদের পুলপিটে ঈশ্বরের প্রতি একটি মৌলিক অবাধ্যতা রয়েছে, প্রচারের প্রথায় এবং ধরনে সেখানে একটি অতি ভয়ানক অবাধ্যতা রয়েছে| প্রেরিত পৌল শেষ দিনের ধর্ম্মভ্রষ্টতার চিহ্ন হিসাবে আমাদের এটা দেখিয়েছেন| তিনি বলেছিলেন, ‘‘বাক্য প্রচার কর... কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাণচুল্কানিবিশিষ্ট হইয়া (কান চুলকাইতে ইচ্ছুক হইয়া, NASV) আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে’’ (II তীমথিয় 4:2, 3)| আমাদের সময়ে সেখানে অবিরাম ‘‘শিক্ষাদান’’ আছে, কিন্তু প্রচার ভুলে যাওয়া হয়েছে| আমরা যা শুনি তার সবটা হল শিক্ষাদান - ‘‘শিক্ষাদান’’ কোনরকম আগ্রহ এবং অগ্নি ছাড়া! আজকের সেমিনারীগুলিতে তারা শুধু এইটুকুই শেখে! ধূলোর মতন নীরস, পদ ধরে ধরে শিক্ষা! একজনও সুসমাচার প্রচারের সম্মুখীন হন না, একজনও ‘‘শিক্ষাদানের’’ দ্বারা তাদের আত্মিক নিদ্রায় বিঘ্ন ঘটান না| আপনি ছাগলকে ভেড়া হওয়ার ‘‘শিক্ষা’’ দিতে পারেন না! পাপপূর্ণতা এবং আলস্যের বিষয়ে তাদের অবশ্যই প্রচার পাওয়া উচিৎ! ‘‘একজনের রব, সে বলিতেছে, ঘোষণা কর’’ (যিশাইয় 40:6)| প্রকৃত সুসমাচার প্রচারের সেটাই হল রীতি! মৃত হৃদয় এবং আলস্যপরায়ণ মনকে চালনা করতে ঈশ্বরের দ্বারা প্রচার ছাড়া অন্য কিছুই ব্যবহৃত হবে না! আত্মা-আলোড়নকারী প্রচার ব্যতীত অন্য কিছুই সেটা করতে পারে না! ব্রিয়ান এইচ. এডওয়ার্ডস বলেছেন, ‘‘উদ্দীপনায় প্রচারের একটি ক্ষমতা এবং কর্তৃত্ব আছে যাহাতে ঈশ্বরের বাক্য হৃদয় ও বিবেকের প্রতি হাতুড়ির ন্যায় আঘাত লইয়া আসে| ইহাই হইতেছে যথার্থভাবে সেই বিষয় যাহা বর্তমানে আমাদের অধিকাংশ প্রচার হইতে অনুপস্থিত থাকিতেছে| সেই মনুষ্যগণ যাহারা উদ্দীপনায় প্রচার করিতেছেন তাহারা সর্বদা ভয়রহিত এবং আগ্রহী হইয়া থাকেন’’ (Revival! A People Saturated With God, Evangelical Press, 1997 edition, p. 103)| ডঃ লয়েড-জোন্স ছিলেন বিংশ শতাব্দীর বিখ্যাত প্রচারকদের মধ্যে একজন| তিনি বলেছিলেন, ‘‘প্রচার কাহাকে বলে? প্রজ্জ্বলিত যুক্তি!...ইহা হইতেছে জ্বলন্ত ঈশ্বরতত্ত্ব! এবং একটি ঈশ্বরতত্ত্ব, যাহাতে অগ্নি নাই উহা হইতেছে একটি ত্রুটিপূর্ণ ঈশ্বরতত্ত্ব... জ্বলন্ত এক মানুষের মাধ্যমে আগত ঈশ্বরতত্ত্বই হইতেছে প্রচার... আমি বলিতেছি যে একজন মানুষ যিনি কোন আবেগ ব্যতীত এই বিষয়ের উপরে বলিতে পারেন তাহার আর যাহাই হউক পুলপিটে থাকিবার কোন অধিকার নাই; এবং এমন একজনকে কখনও প্রবেশ করিবার অনুমতি দান করা উচিৎ নহে’’ (Preaching and Preachers, p. 97)|

তখন যিশাইয় বলেছিলেন, ‘‘আমি কি ঘোষণা করিব?’’ (যিশাইয় 40:6)| একজন যুবক আমাকে কিছু বলেছিলেন যা এক সেমিনারীর অধ্যাপকও বলেছিলেন| তিনি বলেছিলেন যে ছয়-মাস ব্যাপী একটি প্রচারের পরিকল্পনা আগে থেকে প্রস্তুত করে রাখা উচিৎ| এই ধরনের কাজ করেন এমন ব্যক্তিকে আমি একদম ঘৃণা করি! একজন মানুষ যিনি এটা করেন, তিনি কখনও ঈশ্বর-প্রদত্ত প্রচার পেতে পারেন না! এটা সম্ভব নয়! স্পারজিয়ন ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রচারক| তিনি কখনও এইরকম করতেন না| সত্যিকারের একজন প্রচারক তার ধর্ম্মোপদেশগুলির জন্য অবশ্যই ঈশ্বরকে জিজ্ঞাসা করেন, এবং ঈশ্বর তাকে সেগুলি দেওয়ার জন্য অপেক্ষা করেন| ‘‘আমি কি ঘোষণা করিব?’’ আমি অবশ্যই সেই বাণী ঘোষণা করবো যা ঈশ্বর আমাকে প্রচার করার জন্য দিয়েছেন| কেউ একজন বলেছেন যে আমি হিটলারের মতন প্রচার করি| এক দিক থেকে তিনি ঠিক বলেছেন| গভীর আবেগের সাথে হিটলার মিথ্যা বলতেন| আমাদের উচিৎ গভীর আবেগের সাথে সত্য বলা! একমাত্র আবেগপূর্ণ প্রচার মানুষদের কর্মের মধ্যে নিয়ে যেতে পারে| বাইবেলের ব্যাখ্যান তাদের ঘুম পাড়িয়ে দেয়! ডঃ লয়েড-জোন্স বলেছিলেন, ‘‘বর্তমান কালের প্রচার মানুষদের পরিত্রাণ দেয় না| ইহা এমনকী মানুষদের বিরক্তও করে না, কিন্তু যেস্থানে তাহারা ছিলেন সেইস্থানেই তাহাদের নিপুণভাবে ছাড়িয়া দেয়, বিন্দুমাত্র বিরক্ত না করিয়া|’’ এটা ঠিক নয়! তাদের বিরক্ত করার দরকার রয়েছে!

‘‘এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ একজন কহিল, ‘কি ঘোষণা করিব?’ মর্ত্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য...তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে’’ (যিশাইয় 40:6-8)|

I. প্রথমত, আমি অবশ্যই জীবনের সংক্ষিপ্ততার বিষয় ঘোষণা করব |

‘‘এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ একজন কহিল, ‘কি ঘোষণা করিব?’ মর্ত্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য...তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে’’ (যিশাইয় 40:6-8)|

খুব তাড়াতাড়ি জীবন চলে যায়| খুব তাড়াতাড়ি তা ঘটে| এটা মনে হয় যেন আপনার যৌবন অনন্তকাল ধরে থাকবে - কিন্তু খুব তাড়াতাড়ি তা চলে যায়| আমি আমার জীবনস্মৃতি লিখছি| আমার ছেলে রবার্ট আমাকে তা করতে বলেছে| আর কয়েক সপ্তাহের মধ্যেই আমার বয়স ছিয়াত্তর হবে| মনে হচ্ছে যেন মাত্র কয়েক মাস আগেই আমি একজন যুবক ছিলাম! আর আপনার ক্ষেত্রেও এইরকম হবে! গ্রীষ্মের সূর্য্য উঠবে| ঘাস হলুদ হয়ে যাবে| ফুলগুলি শুকিয়ে আর ঝরে যাবে| জীবন অনিত্য, দ্রুতগামী, অস্থায়ী, সংক্ষিপ্ত, এবং ক্ষণজীবী| প্রেরিত যাকোব এই প্রসঙ্গে বলেছেন| তিনি বলেছিলেন,

‘‘আর ধনবান্ আপন অবনতির...কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে| ফলতঃ সূর্য্য সতাপে উঠিল, ও তৃণ শুষ্ক করিল, তাহাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল, এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল; তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে’’ (যাকোব 1:10-11)|

খুব কম লোকেই এটা দেখতে পায়| তারা কাজ করে এবং যা অনস্বীকার্য তা উপলব্ধি করা ব্যতীত এই জগতে এগিয়ে যাওয়ার জন্য খাবি খায় - তারা যা ভাবে তার তুলনায় খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে! সেটা দেখার জন্য সি. টি. স্টুড (1860-1931) ছিলেন খুব অল্প কয়েকজন ধনী ব্যক্তিদের একজন| উত্তরাধিকার সূত্রে তিনি এক বিশাল ধন-সম্পত্তির অধিকারী ছিলেন, কিন্তু তিনি এগুলি সমস্ত ত্যাগ করেছিলেন - এবং একজন মিশনারি হিসাবে চীনদেশে চলে গিয়েছিলেন - এবং পরে আফ্রিকার গভীরতম অঞ্চলে চলে গিয়েছিলেন যখন তা খুবই বিপজ্জনক ছিল| আর তিনি হলেন সি. টি. স্টুড যিনি বলেছিলেন,

একমাত্র একটি জীবন,
     শীঘ্র অতীত হইবে;
শুধু খ্রীষ্টের জন্য যাহা করিয়াছি
     তাহা স্থায়ী হইবে|

আমি আশা করি প্রত্যেক যুবক সি. টি. স্টুডের সম্বন্ধে পড়বেন, এবং তাকে আপনাদের নায়কদের একজন হিসাবে স্থান দেবেন! একমাত্র যদি আপনি এই কবিতাটির সত্যতা দেখতে পান!

একমাত্র একটি জীবন,
     শীঘ্র অতীত হইবে;
শুধু খ্রীষ্টের জন্য যাহা করিয়াছি
     তাহা স্থায়ী হইবে|

যীশু বলেছিলেন,

‘‘বস্তুতঃ মনুষ্য যদি সমুদয় লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে? কিম্বা মনুষ্য আপন প্রাণের পরিবর্ত্তে কি দিতে পারে?’’ (মার্ক 8:36, 37)|

‘‘এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ একজন কহিল, ‘কি ঘোষণা করিব?’ মর্ত্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য...তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে’’ (যিশাইয় 40:6-8)|

সেইজন্যে আমাকে প্রায়ই জীবনের সংক্ষিপ্ততার বিষয়ে প্রচার করতে হয়! আর আপনারও অবশ্যই আপনার নিজের জীবনের সংক্ষিপ্ততার বিষয়ে চিন্তা করা উচিৎ| বাইবেল বলছে, ‘‘এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি’’ (গীতসংহিতা 90:12)|

II. দ্বিতীয়ত, আমি অবশ্যই পবিত্র আত্মার শুষ্ক কাজের ঘোষণা করব |

এই "শুষ্ক" শব্দের অর্থ বিবর্ণ হওয়া, শুকিয়ে যাওয়া, এবং এর সতেজ ভাব হারানো| যিশাইয় 40:7 পদটি বলছে,

‘‘তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ’’ (যিশাইয় 40:7)|

স্পারজিয়ন বলেছিলেন, ‘‘ঈশ্বরের আত্মা, বায়ুর ন্যায়, অবশ্যই আপনার আত্মার ক্ষেত্রের উপর দিয়া বহিবে, এবং ফলতঃ [আপনার] সৌন্দর্য্যকে ম্লান পুষ্পের ন্যায় করিবে| তিনি অবশ্যই [আপনাকে] পাপের চেতনা দেবেন...যাহাতে [আপনি হয়ত] দেখিতে পাইবেন [আপনার] পতিত স্বভাব হইতেছে ইহার নিজস্ব কলুষতা, এবং দেখিবেন যে ‘যাহা তাহাদের মাংসে রহিয়াছে তাহা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না|’ [উহা আমরা হয়ত অনুভব করিব] আমাদের পূর্বের মাংসিক জীবনের উপরে মৃত্যুর দন্ডাজ্ঞা...একমাত্র অসুস্থরাই চিকিৎসক চাহিবেন...জাগরিত পাপী, যখন তিনি যাচ্ঞা করেন যে ঈশ্বর তাহার উপরে করুণা করুন, ইহা দেখিয়া আশ্চর্য্যান্বিত হইয়া যান যে, দ্রুততায় শান্তির পরিবর্তে, তাহার আত্মা ঈশ্বরের ক্রোধের অনুভূতি পাইয়া অবনত হইতেছে...কারণ আপনি কখনও [খ্রীষ্টের রক্তের] মূল্য দিবেন না যাহা আমাদের সকল পাপ হইতে শুচি করিয়াছে যদি আপনাকে প্রথমেই এই শোক করিতে বাধ্য না করা হইয়া থাকে যে আপনি এক অশুচি ব্যক্তি’’ (“The Withering Work of the Spirit,” pp. 375, 376)|

এই হচ্ছে পবিত্র আত্মার শুষ্ক কাজ| এ হল পবিত্র আত্মার কাজ যা আপনার মিথ্যা আশাকে শুকিয়ে দেয়, যা আপনাকে আপনার হৃদয়ের মৃতাবস্থাকে দেখায়, যা আপনার মনের সমস্ত আশাকে শুকিয়ে দেয়, যা আপনাকে দেখতে বাধ্য করে যে আপনার একমাত্র প্রকৃত আশা নিহিত রয়েছে খ্রীষ্টে, আপনাকে পাপ থেকে রক্ষা করতে যিনি আপনার পরিবর্তে ক্রুশের উপরে প্রাণত্যাগ করেছিলেন| যখন পবিত্র আত্মা আপনার আত্মাকে ‘‘শুষ্ক’’ করেন, তখন আপনি দেখবেন যে আপনার তথাকথিত ‘‘উত্তমতা’’ কেবল মলিন পোষাক ছাড়া আর কিছুই নয়, যে এতদিন ধরে আপনি যা করেছেন তার কিছুই আপনাকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে না; যে যা কিছু আপনি করেছেন সেগুলি আপনাকে বিচার এবং নরক থেকে রক্ষা করতে পারে না|

সেই কারণে ঈশ্বর আপনাকে একটি মিথ্যা মন পরিবর্তন করতে দেন| আপনাকে শান্তি দেওয়ার আগে তিনি আপনাকে অনেকগুলি মিথ্যা মন পরিবর্তন পেতে দেন| এতে তা বোঝায় না যে ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেছেন| মোটেই নয়! এই মিথ্যা মন পরিবর্তগুলি ঈশ্বর ব্যবহার করছেন| তিনি সেগুলি ব্যবহার করছেন আপনাকে এই ঘোষণায় বাধ্য করতে যে, ‘‘সমস্ত মাংস হয় তৃণ, এবং সমস্ত উত্তমতা উহাতে মাঠের পুষ্পের ন্যায়|’’ নিজেকে রক্ষা করতে, আপনার কাজ করার বা কিছু বলার মিথ্যা আশাকে ঈশ্বর বিবর্ণ ও শুষ্ক করছেন| জন্ নিউটন বলেছিলেন,

আমি আশা করেছিলাম কিছু অনুকূল দন্ডের,
   তৎক্ষণাৎ তিনি আমার বিনতির উত্তর দিলেন,
ও তাঁহার ভালবাসার দ্বারা দূর্বার শক্তি
   আমার পাপসকল নিমজ্জিত করেছে এবং আমাকে বিশ্রাম দিয়েছে|

এই সকলের পরিবর্তে, তিনি আমাকে অনুভব করতে প্রস্তুত করেছেন
   আমার হৃদয়ের গুপ্ত দিয়াবল;
ও নরকের শক্তি ক্রোধ
   আমার হৃদয়ের সকল অংশে আঘাত করেছে|

আয়াকো’কে জিজ্ঞাসা করুন! ড্যানী’কে জিজ্ঞাসা করুন! জন্ কেগান’কে জিজ্ঞাসা করুন! আমাকে জিজ্ঞাসা করুন! আমরা সকলেই আমাদের বিশ্রাম দেওয়ার জন্য ঈশ্বরের কাছে ঘোষণা করেছিলাম - কিন্তু পরিবর্তে তিনি আমাদের শেলী ন্যাগনের মতন অনুভূতি পেতে বাধ্য করেছিলেন| সেই মহিলা বলেছিলেন, ‘‘আমি নিজের মধ্যে এত হতাশা অনুভব করিয়াছিলাম|’’ আর একটি মেয়ে বলেছিলেন, ‘‘আমি নিজেকে লইয়া অতি অসন্তুষ্ট|’’ ডঃ কেগান এবং আমি তাকে বলেছিলাম তাকে অবশ্যই শুধু ‘‘অসন্তুষ্ট’’ হওয়ার চেয়ে আরও বেশী কিছু অনুভব করতে হবে| শেলীর মতন, তাকেও অবশ্যই ‘‘হতাশাগ্রস্ত’’ অনুভব করতে হবে| যতক্ষণ না আপনি অনুভব করছেন যে নিজেকে নিয়ে আপনি সম্পূর্ণভাবে ‘‘হতাশ’’ হয়েছেন ততক্ষণ আপনি সেই শুষ্কতার, সেই আভ্যন্তরীন দিশাহীনতার অভিজ্ঞতা লাভ করবেন না, যা তাদের মধ্যে খুব সাধারন এক অনুভূতি যারা প্রকৃতভাবে মন পরিবর্তন করেছেন|

‘‘শুষ্ক’’ শব্দটি খুব গুরুত্বপূর্ণ| আপনার প্রতি কি ঘটছে তা বুঝতে পারার মানে কি সেটা আপনাকে অবশ্যই জানতে হবে| ‘‘শুষ্ক’’ শব্দের মানে হল ‘‘লজ্জিত হওয়া...শুকিয়ে যাওয়া (জলের মতন)...লজ্জা পাওয়া, বিভ্রান্ত করা, এবং ছুঁড়ে ফেলে দেওয়া’’ (Strong #300)|

‘‘তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ’’ (যিশাইয় 40:7)|

এইরকম আপনার অন্তরেও অবশ্যই ঘটতে হবে| পবিত্র আত্মা অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে ম্লান এবং শুষ্ক করুন| যতক্ষণ না আপনার হৃদয় একটি মৃতপ্রায় ফুলের মত তাজাভাব হারাচ্ছে - যতক্ষণ না আপনি নিজের কলুষিত স্বভাবের জন্য অপ্রস্তুত এবং লজ্জিত হচ্ছেন| যেমন শেলী তার মন পরিবর্তনের আগে বলেছিলেন, ‘‘আমি নিজের মধ্যে এত হতাশা অনুভব করিয়াছিলাম|’’ একটি প্রকৃত মন পরিবর্তনে এইরকমই হয়ে থাকে|

‘‘তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ’’ (যিশাইয় 40:7)|

যখন আপনি নিজেকে নিয়ে হতাশাগ্রস্ত হন, তখন আমাদের অবশ্যই আপনাকে বলতে হবে যীশুকে বিশ্বাস করতে| তিনি তাঁর রক্তের দ্বারা আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করবেন, এবং ঈশ্বরের বিচার থেকে আপনাকে রক্ষা করবেন|

মহান সুসমাচার প্রচারক জর্জ হোয়াইটফিল্ড বলেছিলেন, ‘‘ঈশ্বর কি আপনাকে কখনও দেখাইয়াছেন যে আপনার যীশুতে বিশ্বাস নাই? কখনও কি আপনি প্রার্থনা করিয়াছেন, ‘প্রভু, আমাকে সাহায্য করুন খ্রীষ্টের উপরে নির্ভর করিতে’? খ্রীষ্টের নিকটে আসিবার জন্য আপনার অযোগ্যতাকে ঈশ্বর কি কখনও আপনাকে উপলব্ধি করাইয়াছেন, এবং খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করিতে আপনাকে প্রার্থনায় আর্তনাদ করাইয়াছেন? যদি তাহা না হয়, আপনার হৃদয়ে কোন শান্তি থাকিবে না| আপনার মৃত্যু হইবার এবং আর কোন সুযোগ না পাইবার পূর্বেই, ঈশ্বর আপনাকে যীশুতে বিশ্বাস রাখিতে অটুট শান্তি দিন (‘‘The Method of Grace’’)| আপনি একটি প্রকৃত মন পরিবর্তন পাইবার পূর্বেই পাপের সহিত কঠোর সংগ্রামের একটি অভিজ্ঞতা আপনাকে অবশ্যই পাইতে হইবে| গেৎসিমানীর বাগানে যখন আপনার পাপের বোঝা খ্রীষ্টের উপরে চাপানো হইয়াছিল তখন খ্রীষ্টের যাহা অনুভূতি হইয়াছিল তাহার অন্ততঃ কিছুটা আপনাকেও অনুভব করিতে হইবে| আপনাকে অবশ্যই তাহার সেই অনুভূতির কিছুটা অনুভব করিতে হইবে যখন তিনি আর্তনাদ করিয়া বলিয়াছিলেন, ‘‘আমার প্রাণ মরণ পর্য্যন্ত দুঃখার্ত্ত হইয়াছে...হে আমার পিতঃ, যদি হইতে পারে, তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাউক’’ (মথি 26:38, 39)|

অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং 10 নং গানটি করুন, ‘‘আয় পাপী|’’

আয় পাপী, দীন ও জঘন্য, দুর্বল ও আহত, অসুস্থ ও ক্ষতপূর্ণ;
   পূর্ণ দরদে, প্রেম ও ক্ষমতায়, যীশু আপনাকে উদ্ধার করিতে প্রস্তুত:
আর সন্দেহ করিও না, তিনি সক্ষম, তিনি সক্ষম, তিনি ইচ্ছা করেন;
   আর সন্দেহ করিও না, তিনি সক্ষম, তিনি সক্ষম, তিনি ইচ্ছা করেন|

পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আসুন, চূর্ণ ও ভগ্ন এবং পতিত;
   আপনার উত্তমতায় যদি অপেক্ষা করেন, আপনি কোনমতে আসিতে পারিবেন না:
ধার্ম্মিকতা নয়, ধার্ম্মিকতা নয়, যীশু আসিয়াছেন পাপীদের ডাকিতে;
   ধার্ম্মিকতা নয়, ধার্ম্মিকতা নয়, যীশু আসিয়াছেন পাপীদের ডাকিতে|

দেখ অধিষ্ঠিত পরিত্রাতা, তাঁহার রক্তের যোগ্যতার জন্য, বিনতি করিতেছেন;
   তাঁহার উপরে নিজেকে ছুঁড়িয়া দাও, বিশ্বাসে অন্যের অনধিকার না হউক;
কেহ নয় শুধু যীশু, কেহ নয় শুধু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন;
   কেহ নয় শুধু যীশু, কেহ নয় শুধু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন|
(“Come, Ye Sinners” by Joseph Hart, 1712-1768; altered by the Pastor) |

এখন একজন আশান্বিত মনপরিবর্তনকারীর কথা শুনুন। এখানে একজন যুবকের সাক্ষ্য দেওয়া হল|

আমি নিজেকে উদ্ধার করিবার একটি পথ খুঁজিতেছিলাম| আমি গর্বে পরিপূর্ণ ছিলাম, এতই গর্বিত যে নিজের নিকটে স্বীকার করিতাম যে আমি অত্যধিক গর্বিত ছিলাম| আমার এখনও মনে আছে যে যীশুকে বিশ্বাস না করিবার জন্য কিভাবে আমি ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করিয়াছিলাম... প্রত্যহ প্রার্থনা ‘‘অনুশীলন’’ করিবার জন্য, মন্ডলীর কাজকর্মের সহিত অধিক জড়িত হইবার জন্য, আমি বাইবেল পাঠ শুরু করিয়াছিলাম| কিন্তু আমি আমার নিজের অন্তরে কোন আভ্যন্তরীন শান্তি খুঁজিয়া পাই নাই| অন্তরের অতি গভীরে, আমি জানিতাম আমি এখনও দিশাহারা কিন্তু অতি গর্বিত এবং ইহার সম্মুখীন হইবার পক্ষে অতি ভীরু| আমি নিজেকে লুকাইয়া রাখিয়াছিলাম সেই চিন্তা হইতে যে আমি ছিলাম এক পাপী| নিজের চিত্তবিক্ষেপ করিতে, আমি সব করিতাম যাহা আমি পারিতাম সেই চিন্তাকে দূরে রাখিতে| আমার বিশ্বাসের ন্যায্যতা প্রতিপাদন করিতে, আমার পাপপূর্ণ স্বভাব হইতে নিজেকে অপেক্ষাকৃত উত্তম অনুভব করাইতে আমি যে কোন অজুহাত খুঁজিতাম| এবং তখন ঈশ্বর স্বর্গ খুলিয়াছিলেন এবং উদ্দীপনা পাঠাইয়াছিলেন, এবং আরও একবার, আমার গর্ব অতি প্রকট হইল উহা স্বীকার করিতে যে নিজেকে উদ্ধার করিতে আমার যীশুর প্রয়োজন হইয়াছিল...এই মুহূর্তে, মানসিকভাবে আমি বিধ্বস্ত হইয়াছিলাম| আমি দেখিতে শুরু করিয়াছিলাম যে আমি যাহাই করি না কেন, আমার নিজস্ব পাপ হইতে, যীশুতে বিশ্বাস না রাখিবার জন্য আমার পাপ হইতে, আত্ম-ধার্ম্মিক হইবার জন্য আমার পাপ হইতে আমি নিজেকে রক্ষা করিতে পারিব না| আমি ছিলাম অসহায়| যীশুকে বিশ্বাস করিতে চেষ্টা করিয়া নিজের অন্তরে আমি সংগ্রাম করিতেছিলাম কিন্তু আমার গর্ব আমাকে উহা করিতে দিতেছিল না...আমি সমস্ত আশা ত্যাগ করিয়াছিলাম, আমি নিজেকে ত্যাগ করিয়াছিলাম| আমি অনুভব করিতেছিলাম আমার পাপ আমার সমস্ত চিন্তা, সমস্ত অনুভূতিকে চাপিয়া ধরিতেছে| বাঁচিয়া থাকিতে আমি অসুস্থ অনুভব করিলাম| এবং সেই মুহূর্তে, একটি আশ্চর্য্য ঘটনার মাধ্যমে, যীশু আমার নিকটে আসিলেন, এবং আমার জীবনে প্রথমবারের জন্য, আমি তাঁহাকে বিশ্বাস করিলাম| আমি যীশুর নিকটে আসিবার চেষ্টা করিতেছিলাম কিন্তু আমি পারি নাই, এবং যখন আমি ভাবিলাম যে আমি কখনও উদ্ধার পাইব না তখনই যীশু আমার নিকটে আসিয়াছিলেন| যখন যীশু আমার নিকটে আসিয়াছিলেন, তখন তাঁহাতে বিশ্বাস স্থাপন করা অতি সহজ হইয়াছিল... যীশু আমাকে স্বীকার করিয়াছিলেন এবং তাঁহার রক্ত দিয়া আমাকে ধৌত করাইয়াছিলেন... আমার অন্তরের প্রত্যেকটি উত্তমতার কারণ এই যে যীশু আমাকে উদ্ধার করিয়াছিলেন| যখন আমি যীশুর বিষয়ে চিন্তা করি তখন অশ্রুজল ধরিয়া রাখিতে পারি না, আনন্দের অশ্রু, আমার জন্য তিনি যাহা করিয়াছেন তাহার প্রতি কৃতজ্ঞতার অশ্রু| আমার জন্য যীশুর সমস্ত ভালবাসা লইয়া, আমি সম্ভবত তাঁহাকে যথেষ্ট ভালবাসিতে পারি না, আমি তাঁহাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না| সর্বসাকুল্যে আমি পারি আমার সেরাটি দিতে, যীশুর জন্য, আমার পরিত্রাতার জন্য আমার জীবন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Come, Holy Spirit, Heavenly Dove” (by Dr. Isaac Watts, 1674-1748;
to the tune of “O Set Ye Open Unto Me”) |


খসড়া চিত্র

ঈশ্বরের আত্মার শুষ্ক কাজ

THE WITHERING WORK OF GOD’S SPIRIT

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ একজন কহিল, ‘কি ঘোষণা করিব?’ মর্ত্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য...তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ| তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে’’ (যিশাইয় 40:6-8)|

(যিশাইয় 40:5; 58:1; 40:3; যোহন 1:23; যোহন 7:28, 37; প্রেরিত 2:14; II তীমথিয় 4:2, 3)

I. প্রথমত, আমি অবশ্যই জীবনের সংক্ষিপ্ততার বিষয় ঘোষণা করব,
যিশাইয় 40:6; যাকোব 1:10-11; মার্ক 8:36, 37; গীতসংহিতা 90:12 |

II. দ্বিতীয়ত, আমি অবশ্যই পবিত্র আত্মার শুষ্ক কাজের ঘোষণা করব,
যিশাইয় 40:7; মথি 26:38, 39 |