Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




পরিত্রাণ অথবা নরকভোগ - কোনটি ?

SALVATION OR DAMNATION – WHICH?
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 19শে ফেব্রুয়ারী, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, February 19, 2017


হোশেয় তার জীবনের বেশির ভাগ সময়েই ইস্রায়েলের উত্তরভাগে অবস্থিত রাজ্যগুলিতে প্রচার করেছিলেন| হোশেয়কে বলা হত "ভগ্ন-হৃদয় ভাববাদী|" তার প্রচারের ভিত্তি ছিল তার অবিশ্বস্ত স্ত্রীর জন্য তার ভালবাসা, যা ছিল খানিকটা অবিশ্বস্ত ইস্রায়েলের জন্য ঈশ্বরের ভালবাসার মতন| ইফ্রয়িম ছিল ইস্রায়েলের বৃহত্তম উপজাতি| সেইজন্যে ইফ্রয়িম বলতে সমগ্র ইস্রায়েলকেই বোঝাত| তারা প্রতিমা পূজার মধ্যে এতটাই নিমজ্জিত ছিল যে তারা উদ্দীপনার আশার অতীত ছিল| আমাদের এই পাঠ্যাংশে ঈশ্বর হোশেয়কে তাদের উদ্দেশ্যে প্রচারের কাজ বন্ধ করতে বলছেন কারণ তিনি তাদের ত্যাগ করেছিলেন|

‘‘ইফ্রয়িম প্রতিমাগণে আসক্ত; তাহাকে থাকিতে দেও’’(হোশেয় 4:17)|

গত বছরে আমারা উদ্দীপনার একটু "স্পর্শ" পেয়েছিলাম| সভার কয়েকটিতে ঈশ্বর নেমে এসেছিলেন এবং প্রায় দশজন লোক আশাজনকভাবে মন পরিবর্তন করেছিলেন! কিন্তু তেরজন লোকের মিথ্যা মন পরিবর্তন হয়েছিল| তারা এখনও অবধি হারিয়েই রয়েছেন এবং নরকের দেইকে চলেছেন|

ঐ সভাগুলিতে ঈশ্বর আমাদের যে মূল বিষয়টি শিখিয়েছিলেন তা ছিল যে যখন ঈশ্বর নেমে আসেন তখন দিয়াবল ক্রোধান্বিত হয়| অভিজ্ঞতার মধ্যমে আমরা শিখেছি যে ঈশ্বর এবং দিয়াবল উভয়েই খুবই বাস্তব| কমপক্ষে তারা হয়তো সেই শিক্ষা লাভ করেছেন যারা মন পরিবর্তন করেছেন|

প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে আমরা উদ্দীপনায় ঈশ্বরের উপস্থিতির অভিজ্ঞতা অর্জন করিনি| আমি প্রায়ই এই বিষয়ে প্রচার করতাম| কিন্তু যখন আমি তা করতাম তখন আমাদের মন্ডলীর অনেক সদস্য বিদ্রোহ করতেন, ঠিক যেমন হোশেয়র প্রচারের বিরুদ্ধে ইস্রায়েল বিদ্রোহ ঘোষণা করত| এবং দুটি বড় মন্ডলী ভাঙ্গনের মধ্যে দিয়ে তাদের অনেকেই আমাদের মন্ডলী ত্যাগ করেছিলেন| দিয়াবল তাদেরকে বলেছিলেন যে সেখানে আর কখনও কোন উদ্দীপনা হবে না| তারা বাইবেলে বিশ্বাস না করে বরং দিয়াবলের কথায় বিশ্বাস করেছিলেন| বড় সংখ্যায় তারা মন্ডলী ত্যাগ করেছিলেন| সেই দিনগুলির দিকে তাকিয়ে ডঃ কেগান মনে করছেন যে তাদের কারোরই প্রকৃত মন পরিবর্তন হয়নি| কাজেই আমি যখন উদ্দীপনার উপরে প্রচার করতাম তারা প্রার্থনা করতে পারতেন না| তারা যা করতে পেরেছিলেন তা ছিল বিদ্রোহ|

‘‘ইফ্রয়িম প্রতিমাগণে আসক্ত; তাহাকে থাকিতে দেও’’(হোশেয় 4:17)|

ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের এখন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের নিয়ে গঠিত একটি নিরেট মূল রয়েছে| যদি গতবছরে আমাদের উদ্দীপনা না হতো তাহলে আমাদের আরও একটি মন্ডলী ভাঙ্গন ঘটতো| অনেক লোক আমাদের মন্ডলী ত্যাগ করে চলে যেতেন| যেমন 1980-1981 সালে মন্ডলী ভাঙ্গনের সময় সকলে করেছিলেন সেইরকমভাবে বিশাল সংখ্যায় তারা চলে যেতেন| তারা মন্ডলীকে টুকরো টুকরো করে ফেলতেন, যেমন 1990 সালে অলিভাস মন্ডলী ভাঙ্গনে সকলে করেছিলেন| কিন্তু গত বছরে মাত্র ছয়জন লোক মন্ডলী ত্যাগ করেছেন| তারা যখন ছেড়ে যান আর কখনও ফিরে আসেন না| বিয়াল্লিশ বছরে একটি লোকও ফিরে আসেননি| তারা নিজেদের কমপিউটারে আমাদের প্রচার দেখছেন, কিন্তু তারা কখনও ফিরে আসেন না এবং পরিত্রাণ লাভ করেন না| কখনও না! বিয়াল্লিশ বছরে একজনও না! এটা খুবই লক্ষণীয় কারণ প্রত্যেকটি সেবাকাজে আমরা কার্যত খ্রীষ্টের মাধ্যমে মুক্তির বিষয়ে প্রচার করে থাকি| কেন তাদের মধ্যে কোন একজনও কখনো ফিরে আসেননি এবং যীশুতে বিশ্বাস করেননি? ‘‘ইফ্রয়িম প্রতিমাগণে আসক্ত; তাহাকে থাকিতে দেও’’ - এই হল কারণ!

তারা বলছেন যে এর কারণ আমি জঘন্য লোক| তারা বলেন যে এর কারণ আমি তাদের পাপের বিরুদ্ধে প্রচার করি আর এই জন্যে তারা আমাকে ঘৃণা করেন, ঠিক যেমন তারা হোশেয়কে ঘৃণা করেছিলেন! ডঃ কেগান এবং আমি একটি যুবতী মেয়ের "সাক্ষ্য" শুনছিলাম| যখন আমি তাকে বললাম যে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তখন সে বলে উঠল, "আপনি নীচ, উন্মুক্ত দুয়ারের ন্যায়|" যখন কোন শিশু কখনো আমাদের মন্ডলীতে আসেনা আমরা বলি "উন্মুক্ত দুয়ার|" ঠিক সেই মুহূর্তে আমি জানতাম তার বাবা মা তার সামনেই আমাদের সম্পর্কে নিন্দা করছেন| সেটা এর মাত্র কয়েকমাস পরেই ঘটেছিল যে মেয়েটির বাবা একদিন গর্জনরত সিংহের মতন উপস্থিত সমস্ত যুবক সদস্যদের সামনেই আমার প্রতি চিৎকার করতে করতে হাজির হয়েছিলেন| একমাত্র তখনই তিনি মন্ডলী ত্যাগ করেছিলেন যখন আমি বলেছিলাম যে আমি পুলিশে খবর দিতে যাচ্ছি| এই ভদ্রলোক ছিলেন "সেই 39" এর একজন যারা মন্ডলীর এই দালান নির্মানে টাকা দিয়েছিলেন| একজন খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার ভাণ করে, তিনি বহু বছর তার বিদ্রোহী মনোভাব ধরে রেখেছিলেন| কিন্তু যখন দিয়াবল তার ছেলেমেয়েদের মধ্যে একজনকে অধিকার করল তখন তিনি আমার দিকে তেড়ে এলেন যেন সেটা আমারই দোষ ছিল| কয়েক সপ্তাহ আগে আমার স্ত্রী তাকে দেখেছিলেন| তার লম্বা দাড়ি গজিয়েছিল| হিপ্পি হওয়ার জন্য তার খুব দীর্ঘ সময় লাগেনি| স্পারজিয়ন বলেছিলেন, "অনম্র অবস্থায় তাহারা আসিয়াছিলেন, অনম্র অবস্থাতে তাহারা ছিলেন, এবং অনম্র অবস্থাতেই তাহারা মন্ডলী ত্যাগ করিয়াছিলেন|" পরিত্রাণ প্রাপ্ত হয়েছেন ভাণ করে দীর্ঘদিন আপনি থাকতে পারেন মাত্র| তবে আগে হোক বা দেরী করেই হোক একদিন দিয়াবল আপনাকে অধিকারে নেবে যদি আপনার মিথ্যা মন পরিবর্তন হয়ে থাকে! তখন ঈশ্বরের দ্বারা উচ্চারিত হবে,

‘‘ইফ্রয়িম প্রতিমাগণে আসক্ত; তাহাকে থাকিতে দেও’’(হোশেয় 4:17)|

ঈশ্বর দেখছেন যে আপনি আপনার পাপে যোগদান করেছেন এবং যীশুতে বিশ্বাস করবেন না, কাজেই তিনি আপনাকে একা ছেড়ে দিচ্ছেন| তিনি আপনাকে ছেড়ে দেন "ভ্রষ্ট মতিতে" (রোমীয় 1:28)| যখন ঈশ্বর আপনাকে ছেড়ে দেন, আপনি কখনও পরিত্রাণ লাভ করতে পারবেন না| আপনি আপনার জীবন অতিবাহিত করে যাবেন এবং পরিত্রাণ প্রাপ্ত হবেন না|

অনন্তকাল ধরে হারিয়ে থাকবেন| অনন্তকাল| অনন্তকাল| অনন্তকাল ধরে হারিয়ে থাকবেন|

ভাববাদী হোশেয় বলেছিলেন, "তাহারা...সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাঁহার উদ্দেশ্য পাইবে না; তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন" (হোশেয় 5:6)|

গত বছরে আবার তারা এটা করার চেষ্টা করেছিল| ছয়জন লোক মন্ডলী ছেড়ে চিরকালের মতন চলে গেছেন| এক যুবক আমার অফিসে আসলেন, এবং আমার দিকে আঙ্গুল উঁচিয়ে ধরে বললেন, "ডঃ হেইমারস্, আপনিই হলেন মন্ডলীর ভুল|" তিনি কখনই এটা জানতে পারবেন না, কিন্তু ঐ কথাগুলি আমাকে বাধ্য করেছিল আমার নিজের সমস্ত পাপ স্বীকার করতে| তিনি বিদ্রোহী হয়ে সেই কথাগুলি বলেছিলেন| কিন্তু আমাকে দিয়ে আমার পরীক্ষা করানোর জন্যে ঈশ্বর সেগুলি ব্যবহার করেছিলেন| এবং আমাকে সাহায্য করা হয়েছিল| তখন চারটি ছেলে আমার সঙ্গে প্রার্থনা করার জন্য আমার বড়িতে আসতে শুরু করেছিল| এরোন, জ্যাক, জন্ এবং নোহ প্রত্যেক সপ্তাহে আমার সঙ্গে প্রার্থনা করত - এবং তারা আমার বন্ধুতে পরিণত হয়েছিল| কেউ জানেন না যে হোশেয়ʼর মতন, আমার মতন একজন বৃদ্ধ প্রচারক হয়ে যাওয়া কতখানি নিঃসঙ্গের! ঠিক যখন আমি অনুভব করেছিলাম যে আমি অকৃতকার্য হতে চলেছি - সেই চারজন বালক আমার সাথে প্রার্থনা করতে এসেছিল| এখন তারা আমার বন্ধু! ঈশ্বর তাদেরকে আমার কাছে পাঠিয়েছিলেন - এবং তারা তাদের প্রার্থনা দিয়ে এবং তাদের বন্ধুত্ব দিয়ে আমাকে রক্ষা করেছিল|

জন্ কেগান বলেছিলেন যে গত বছরটি ছিল "একটি নরকের বছর|" আর তিনি ঠিক বলেছেন| দিয়াবল গর্জন করেছিল| মন্ডলী কম্পিত হয়েছিল, আমার স্ত্রী অসুস্থ হয়েছিলেন, আমি ঘুমাতে পারিনি, ভূমিকম্পের মতন মন্ডলী আগুপিছু দুলছিল| তখন স্বর্গ থেকে ঈশ্বর আমাদের কাছে নেমে এসেছিলেন| াঅমরা প্রার্থনা করেছিলাম,

‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)|

42 বছর পরে আমাদের পাওয়া প্রথম উদ্দীপনায়, ঈশ্বর আমাদের কাছে নেমে এসেছিলেন!

আমি তাঁহার প্রশংসা করিব! আমি তাঁহার প্রশংসা করিব!
   পাপীর বলির নিমিত্ত মেষশাবকের প্রশংসা করিব;
সকল লোকবৃন্দ, তাঁহার গৌরব করুন,
   তাঁহার রক্ত সব কলঙ্ক ধোত করিতে পারে|

উঠে দাঁড়ান এবং আমার সঙ্গে গান করুন!

আমি তাঁহার প্রশংসা করিব! আমি তাঁহার প্রশংসা করিব!
   পাপীর বলির নিমিত্ত মেষশাবকের প্রশংসা করিব;
সকল লোকবৃন্দ, তাঁহার গৌরব করুন,
   তাঁহার রক্ত সব কলঙ্ক ধোত করিতে পারে|
(“I Will Praise Him,” Margaret J. Harris, 1865-1919) |

যখন আমি এই ধর্ম্মোপদেশটি লিখছিলাম তখন ফ্লোরিডা থেকে এক ভদ্রলোক আমাকে ডেকে জন্‍ কেগানের "উদ্দীপনা এবং খ্রীষ্টের রক্ত" নামক ধর্ম্মোপদেশটির জন্যে আনন্দ করতে বলেছিলেন| তিনি বলেই চলেছিলেন, "আপনাকে ধন্যবাদ, পালক| আপনাকে ধন্যবাদ| সেই মূল্যবান ছেলেটি! তার প্রচার আমাকে আশীর্ব্বাদ দান করেছে!" এখন নোহ সং চীন এবং ইন্দোনেশিয়ায় প্রচারের কাজ সেরে আজ সকালে ফিরে এসেছেন! খ্রীষ্টের অজ্ঞেয় সম্পদের বিষয়ে এই দুই যুবকের থেকে আমাদের প্রতি প্রচার শোনা কতটাই না আশীর্ব্বাদের!

আজ সকালে, এখন আমি আপনাদের আরও একবার যীশুর সুসমাচার শোনাব| আমি আপনাদের যীশুর বিষয়ে, এবং আপনার পাপ ধুয়ে দূরে সরিয়ে দেওয়ার জন্যে ক্রুশের উপরে তাঁর ঝরানো রক্তের বিষয়ে আবার বলব| ডঃ মার্টিন লয়েড জোনস্‍ বলেছিলেন, "কিছু খ্রীষ্টিয় প্রচারক আছেন যাহারা এই রক্তের মতবাদ সম্পর্কে উপহাস ছুঁড়িয়া দিয়া নিজেদের চালাক মনে করিতেছেন| তাহারা ইহা ঘৃণার সহিত অগ্রাহ্য করেন...এবং সেই কারণে তাহারা যেমন মন্ডলীও [আজ] সেইরূপ হইয়াছে| কিন্তু উদ্দীপনার যুগে, সে ক্রুশের গৌরব করে, এবং তাহাকে রক্তে গর্ব করায়...খ্রীষ্টিয় সুসমাচারের সেই স্নায়ুতন্ত্র, কেন্দ্র এবং অন্তঃকরণ হইতেছে, 'তাঁহাকেই ঈশ্বর তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন' (রোমীয় 3:25)| 'যাঁহাতে আমরা তাঁহার রক্ত দ্বারা মুক্তি, অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি' (ইফিষীয় 1:7)... [আমি আপনাদের মধ্যে কোন আশা দেখিতেছি না] 'কেবল যীশু খ্রীষ্টকে, এবং তাঁহাকে ক্রুশে হত বলিয়াই, জানিব' (I করিন্থীয় 2:2)... আমি উদ্দীপনার কোন আশা দেখিতেছি না যেখানে পুরুষ এবং মহিলারা ক্রুশের রক্তকে অস্বীকার [অথবা অবহেলা] করিতেছেন" (Revival, Crossway Books, 1994 edition, pp. 48, 49) |

তুমি কি শোনিতে ধৌত,
   আত্মা শুচিকারী মেষশাবকের শোনিতে?
তোমার বস্ত্র কি নিষ্কলঙ্ক? তাহা কি তুষারের ন্যায় শুভ্র?
   তুমি কি মেষশাবকের রক্তে ধৌত?
(“Are You Washed in the Blood?”, Elisha A. Hoffman, 1839-1929) |

হ্যাঁ, যীশুর রক্ত ঈশ্বরের ক্রোধ শান্ত এবং প্রশমিত করবে| হ্যাঁ, যীশুর রক্ত আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে শান্তি দেবে| হ্যাঁ, যীশুর রক্ত আপনাকে বাধা অতিক্রম করার শক্তি দেবে, "ইহাঁতেই আমরা মুক্তি, পাপের মোচন, প্রাপ্ত হইয়াছি" (কলসীয় 1:14)|

এখন আমাদের মন্ডলীর দুইজন লোকের বক্তব্য শুনুন, যারা যীশুর রক্তে বিশ্বাস স্থাপনের দ্বারা পরিত্রাণ পেয়েছিলেন|

স্পেন দেশীয় এক মহিলা অন্য একটি ব্যাপটিষ্ট মন্ডলীতে গিয়েছিলেন| তৎক্ষণাৎ তারা মহিলাটিকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ব্যাপ্তিস্ম পেতে চাইছেন কি না| তিনি বলেছিলেন, "হ্যাঁ|" তারা মহিলাকে যীশুর বিষয়ে, এবং তার পাপের জন্য রক্তের প্রায়শ্চিত্তের কথা বলেননি| এমনকী যদিও সেই মহিলা তখনও অপরিত্রাণপ্রাপ্ত হয়েছিলেন তা সত্ত্বেও তারা তাকে ব্যাপ্তিস্ম দিয়েছিলেন| মহিলাটি বলেছিলেন, "আমি যেমন চালাইতাম সেইরূপই আমার জীবন চালাইতেছিলাম, নিজের জন্য বাঁচিতেছিলাম|" পরে তার মেয়ে তাকে আমাদের মন্ডলীতে নিয়ে এসেছিলেন| তিনি বলেছিলেন যে তিনি "ভাবিয়াছিলেন [আমরা] তাহাকে আমাদের সকল সেবাকার্যে আসিতে বলিব, এবং আমি তাহা চাহিতেছিলাম না কারণ আমি ভাবিয়াছিলাম যে উহা আমার নিজস্ব সময় কাড়িয়া লইবে| আমি স্বার্থপর ছিলাম, ভাবিয়াছিলাম যে ঈশ্বর আমার অনেক সময় কাড়িয়া লইবেন| কিন্তু ঈশ্বর...আমার অন্তরে আমাকে দেখাইতে শুরু করিয়াছিলেন যে আমি কেবলমাত্র নিজের জন্যই বাঁচিতেছিলাম...ঈশ্বর তাঁর মহান করুণায় আমাকে দেখাইতে শুরু করিয়াছিলেন যে যদি আমি মারা যাই তাহা হইলে যীশুকে প্রত্যাখ্যান করিবার জন্য, এবং আমার সমস্ত পাপের জন্য আমি বিচারিত হইব| ইহা আমাকে উদ্বিগ্ন করিয়াছিল এবং আমার ভয় হইয়াছিল"...[ডঃ এ. ডব্লিউ. টোজার বলেছিলেন, "যাহারা ঈশ্বরের ভয়কে জানেন নাই তাহারা কেহই ঈশ্বরের অনুগ্রহের বিষয়ে জানিতে পারেন না|"] পাপের চেতনার অধীনস্ত হইয়া মহিলাটি অনুসন্ধান কক্ষে উপস্থিত হয়েছিলেন| ডঃ কেগান তাকে প্রশ্ন করেছিলেন যে যীশু কোথায় রয়েছেন| তিনি বলেছিলেন যীশু তার হৃদয়ে ছিলেন| ডঃ কেগান তাকে বলেছিলেন যীশু স্বর্গে পিতার দক্ষিনদিকে বসে ছিলেন| তিনি বলেছিলেন, "ইহা তখন ছিল যে আমি আমার সমস্ত নোংরা পাপ তাঁহার বহুমূল্য রক্ত দিয়া শুচি করিতে যীশুর নিকটে আসিয়াছিলাম| সেই রক্ত যাহা আমার জন্য ক্রুশের উপরে প্রবাহিত হইয়াছিল...আজ আমি আনন্দিত| যীশু ক্রুশের উপরে তাঁহার বহুমূল্য রক্ত ঝরাইয়াছিলেন যাহাতে আমাকে পরিত্রাণ দেওয়া যায়...যীশু তাঁহার স্বর্গীয় রক্ত দ্বারা আমার সমস্ত পাপের দেনা শোধ করিয়াছেন...আজ আমি সুসমাচারের কার্য করিতে...এবং যাহাতে যুবকেরাও হয়তো আমাদের পালকের কথা শুনিতে পারে তাহার জন্য তাহাদের [মন্ডলীতে] আনিবার কার্য করিতে পারিয়া আনন্দিত| আমি আনন্দ অনুভব করি যখন [ডঃ হেইমারস্] যুবকদের প্রতি যীশুর রক্তের বিষয়ে বলিতে থাকেন...আমার [একজন] পালক আছেন যিনি প্রভূত পরিমানে আত্মার যত্ন লইয়া থাকেন এবং যীশুর বিষয়ে তাহাদের বলেন...যীশু তাঁহার বহুমূল্য রক্ত ক্রুশের উপরে ঝরাইয়াছিলেন যাহাতে আমাকে পরিত্রাণ দেওয়া যায়...যীশু আমার সুন্দর পরিত্রাতা!"

একজন চীনা কলেজ ছাত্র বলেছিলেন, "আমি মন্ডলীর অভ্যন্তরে প্রবেশ করিলাম এবং আমার হৃদয় গুরুভার হইল| ঈশ্বর আমাকে ইহা অনুভব করিতে জাগ্রত করিয়াছিলেন যে আমি একজন পাপী ছিলাম...যদিও আমার চতুর্দিকের সকলেই আনন্দিত ছিল...আমি আর [নিজেকে] প্রতারিত করিতে পারি নাই যে আমি ভালই আছি এবং আমি একজন উত্তম ব্যক্তি| আমি ভাল ছিলাম না এবং আমার অন্তরে কোন ধার্মিকতা ছিল না| যেমন আমি ধর্ম্মোপদেশ শুনিতে বসিতাম [ডঃ হেইমারস্ যাহা প্রচার করিতেন] আমি অনুভব করিতাম যেন পালক সরাসরি আমার প্রতিই কথাগুলি বলিতেছেন...যদিও আমি ভাবিয়াছিলাম যে আমি লোকদের হইতে আমার পাপগুলিকে লুকাইতে পারিব, আমি ঈশ্বর হইতে সেইগুলি লুকাইতে পারিব না...ঈশ্বর হইতে লুকাইবার চেষ্টা করিতে থাকিয়া...আমি নিজেকে আদমের ন্যায় অনুভব করিতেছিলাম...

তাহার পর, যেমন ধর্ম্মোপদেশ শেষ হইবার মুখে আসিত, আমি যীশু খ্রীষ্টের সুসমাচার প্রথমবারের জন্য শুনিলাম [যদিও মহিলাটি আমাদের মন্ডলীতে বেশ কিছুদিন ধরেই আসছিলেন কিন্তু এর আগে তিনি তা শোনেননি!] খ্রীষ্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করিয়াছিলেন, আমার পরিবর্তে, আমার পাপের দেনা শোধ করিতে...পাপীদের জন্য তাঁহার রক্ত ঝরিয়াছিল| আমার জন্য তাঁহার রক্ত ঝরিয়াছিল! আমার নিদারুণভাবে খ্রীষ্টের প্রয়োজন হইয়াছিল| আমার নিজের অন্তরে ধার্মিকতা খুঁজিবার পরিবর্তে বরঞ্চ, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আমার চক্ষুদ্বয় আমা হইতে তুলিয়া লওয়া হইল| প্রথমবারের জন্য আমি খ্রীষ্টের প্রতি দৃষ্টিপাত করিলাম, এবং সেই মুহূর্তে তিনি আমাকে উদ্ধার করিলেন! খ্রীষ্ট আমাকে ফিরাইয়া দেন নাই, যেমন আমি দীর্ঘদিন ধরিয়া তাঁহার প্রতি করিয়াছিলাম, কিন্তু তিনি আমাকে গ্রহণ করিয়াছিলেন এবং তাঁহার রক্ত দিয়া আমাকে ধৌত করিয়াছিলেন...তাঁহার রক্ত আমাকে ঢাকিয়া ফেলিয়াছিল এবং আমার সমস্ত পাপ ধৌত করিয়াছিল| খ্রীষ্ট তাঁহার রক্তে আমাকে আবৃত করিয়াছিলেন| তাঁহার ধার্মিকতায় তিনি আমাকে আবৃত করিয়াছিলেন| তাঁহার রক্ত আমার দূষিত হৃদয়কে ধৌত করিয়াছিল এবং তাহা নূতনে পরিণত করিয়াছিল...এখন একমাত্র খ্রীষ্টের মধ্যেই আমার বিশ্বাস এবং নিশ্চয়তা নিহিত| এখন আমি বুঝিতেছি জন্ নিউটন কি বুঝাইতে চাহিয়াছিলেন [যখন তিনি বলেছিলেন] 'আশ্চর্য দয়া! কি সুমধুর সুর, উদ্ধারিল আমায়! আমি একদা হারাইয়া গিয়াছিলাম, কিন্তু এখন পাওয়া গিয়াছে; ছিলাম অন্ধ পাপী, চক্ষু খুলিয়া দেখি তাঁয়|'... আমি এক পাপী ছিলাম, আর যীশু খ্রীষ্ট আমাকে উদ্ধার করিয়াছেন...তিনি আমাকে গ্রহণ করিয়াছেন এবং তাঁহার রক্ত দিয়া আমাকে ধৌত করিয়াছেন|"

যীশুর ক্রুশের উপরে, এবং রক্তের উপরে আমার প্রচার শুনতে শুনতে লোকেরা কি ক্লান্ত হয়ে পড়ে না? না, তারা ক্লান্ত হয় না! ক্লান্ত হয় না যদি না তাদের কাছে সেরকম একজন পালক থাকেন যিনি হারানো লোকদের ব্যাপ্তিস্ম দেন - ক্যালিফোরনিয়ার, আর্লিটার প্রচারকের মতন যিনি লিডিয়া এসট্রাডাকে ব্যাপ্তিস্ম দিয়েছিলেন, নিশ্চিতভাবে তিনি যীশুকে বিশ্বাস করেছেন কি না সেটা না জেনেই| এমনকী তিনি কি জানতেন যে কিভাবে নিশ্চিত হওয়া যায়? আমার সন্দেহ আছে! পৃথিবীর বুক থেকে এই ধরনের ভ্রান্ত ভাববাদীদের দূরে সরিয়ে রাখুন!

যেমন আমার কথা ধরুন, আমি যীশু খ্রীষ্টের রক্তের উপরে প্রচার করব যতক্ষণ এই নগন্য জিহ্বার তোতলানো স্বর কবরে গিয়া শান্ত না হচ্ছে, ততক্ষণ তোমার উদ্ধারের শক্তির গান আমি গাইব, এক উদাত্ত ও সুরেলা স্বরে| সেখানে রক্তে পূর্ণ একটি স্রোত আছে, পরিত্রাতার শিরা থেকে ক্ষরিত রক্ত; আর পাপীরা সেই রক্তের তলদেশে নিমগ্ন হয়ে তাদের অপরাধীর কলঙ্ক হারায়!

সেই স্রোত ইম্মানুয়েলের, সেই স্রোত ইম্মানুয়েলের;
যায় সব কলঙ্ক পাতকের, সেই স্রোত ইম্মানুয়েলের|
   (“There Is a Fountain,” William Cowper, 1731-1800) |

"ইহাঁতেই আমরা মুক্তি, পাপের মোচন, প্রাপ্ত হইয়াছি"(কলসীয় 1:14)|

পরিত্রাণ পাওয়ার বিষয়ে আপনি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান, অনুগ্রহ করে এখানে সামনে আসুন, যাতে আমরা এই বিষয়ে কথা বলতে পারি|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ এরন ইয়ান্সী|
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
      “Saved by the Blood of the Crucified One” (S. J. Henderson, 19th century)|