Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র

THE WEAPONS OF OUR WARFARE
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 7ই জানুয়ারী, শনিবারের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, January 7, 2017

‘‘কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দূর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী’’ (II করিন্থীয় 10:4)|


আমার বন্ধুরা, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি| জগৎ যে ধরনের যুদ্ধের কথা বলে এটা সেইরকমের যুদ্ধ নয়| এটা চরমপন্থী মুসলিমদের সঙ্গে যুদ্ধ নয়| এটা জাতিগুলির মধ্যেকার যুদ্ধ নয়| এ হল এক অন্য ধরনের যুদ্ধ| এই সমস্ত যে কোন যুদ্ধের তুলনায় এটা অনেক অনেক বৃহত্তর| বন্দুক বা হ্যান্ডগ্রেনেড এবং বোমা দিয়ে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি না| আমাদের পিতামহগণ এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন| তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিলেন, যেমন চার্চিল জাহির করেছেন, ‘‘রক্ত, কঠোর পরিশ্রম, গায়ের ঘাম এবং চোখের জল’’ দিয়ে| অপ্রতিরোধ্য শ্রেষ্ঠতার বিরুদ্ধে তারা এটা জয় করেছিলেন| ইংল্যান্ড এবং আমেরিকার মিলিত যৌথশক্তির ক্ষমতার তুলনায় হিটলারের সৈন্যবাহিনীর ক্ষমতা অনেক বেশি ছিল| যদি হিটলার জিতে যেতেন, তবে তিনি আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতেন| সম্ভবত তিনি পাশ্চাত্য জগতের দীর্ঘ ইতিহাসের সমাপ্তি ঘটাতেন| আমরা হয়তো এখন - বোমাবিধ্বস্ত ধ্বংসস্তূপের মতন ভয়ঙ্কর ধ্বংস এবং উৎসন্নতার অবস্থার মধ্যে বাস করতাম| সেই পৈশাচিক মানুষ, এডলফ্ হিটলারের পাগলামী ও ক্রোধোন্মত্ততা এবং তার নাৎসী যুদ্ধ যন্ত্রের দ্বারা সৃষ্ট অত্যাচারী আধিপত্য ধ্বংস করতে, চার্চিল, রুজভেল্ট এবং তাদের অনুসরণকারী, আমাদের মিলিটারীর যৌথ সেনাবাহিনীর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই|

এই যুদ্ধের কথা আমার খুব আবছা আবছা মনে আছে| ব্ল্যাকআউট, সাইরেন এবং ভয় আমার শিশুসুলভ মস্তিষ্কে দাগ কেটে দিত| তাও আমাদের পাঠ্যাংশ অন্য এক ধরনের যুদ্ধের কথা বলছে| এই যুদ্ধ রক্ত মাংসের শত্রুর বিরুদ্ধে নয়| এটা অনেক বেশি কুটিল এবং ঐক্যনাশক এক সংগ্রাম, যা রক্ত মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু অধিকাংশ লোকে যা ধারণা করতে পারেনা তার চেয়েও বড় এক ক্ষমতার বিরুদ্ধে| এ হল শয়তান এবং তার দিয়াবলীয় ক্ষমতাবিশিষ্ট বড় দলের বিরুদ্ধে ঘোষিত এক যুদ্ধ|

প্রেরিত পৌল খুব সহজ করে তা বলেছেন| তিনি বলেছেন, ‘‘আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে চলিতেছি না’’ - ‘‘আমরা এই যুদ্ধ মাংসিক ইচ্ছানুযায়ী করিতেছি না’’ (II করিন্থীয় 10:3)| আমরা শুধুই মানুষ| মানবিক উপায়ে আমরা এই শত্রুকে পরাস্ত করতে পারি না| কোন রাজনৈতিক নেতা, কোন জেনারেল অথবা কমান্ডার ইন চিফ্ - কোন ডোনাল্ড ট্রাম্প, রক্ত মাংসের কোন মানুষ অন্য সমস্ত যুদ্ধের চেয়ে মন্দতম এই অশুভ শক্তির বিরুদ্ধে জয়লাভ করতে পারে না|

‘‘কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দূর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী’’ (II করিন্থীয় 10:4)|

I. প্রথমত, আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে আমরা যুদ্ধের মধ্যে রয়েছি |

গড়পড়তা লোকে এমনকি উপলব্ধি করে না যে এই যুদ্ধটি চলছে| তিনি বাচ্চাদের মতন তার ছোট্ট সেল ফোনে খেলা করেন| তিনি মারিজুয়ানার ধূমপান করেন এবং কখনও এর থেকে উৎপন্ন মন্দটির কথা ভাবেন না| তিনি ব্যভিচারী মহিলা, এবং বিকৃতকাম পুরুষদের সঙ্গে যৌন খেলা খেলতে যান| তার প্রতি, ডঃ টোজার খুব ভাল বলেছিলেন, ‘‘জগত যুদ্ধক্ষেত্রের বদলে বরং একটা খেলার মাঠ|’’

আমাদের মন্ডলীও বিভিন্ন ধরনের খেলা খেলছে| আমাদের অন্ধ প্রচারকেরা তাদের রবিবারের সান্ধ্যকালীন সভা বন্ধ করে দিয়েছেন| তারা যুবকদের কথা কখনও ভাবেন না, যাদের পাপের অন্ধকারে যাওয়া ছাড়া রবিবারের সন্ধ্যায় আর কোন জায়গা নেই| মৃত মস্তিষ্কের এই সমস্ত প্রচারকদের কাছে এগুলো কোন ব্যাপার নয়| রবিবারের সকালেই তারা যতটা পারে অর্থ সংগ্রহ করে নেয় - যাতে তাদের হাতে প্রচুর সময় থাকে রবিবারের রাত্রে টেলিভিশন দেখার, বা লজ্জাহীনভাবে নিজের ঘরে আবদ্ধ থেকে পর্ণোগ্রাফি দেখার, যার প্রতি তারা আসক্ত| এমনকি সেই একদা বিখ্যাত মুডি বাইবেল প্রতিষ্ঠান তার ফ্যাকাল্টি এবং কর্মচারীদের জন্য এখন এ্যালকোহল এবং তামাক ব্যবহারের অনুমতি দিচ্ছে| বায়োলা বিশ্ববিদ্যালয় গত বছরে একই ধরনের নিয়ম চালু করেছে (ডন বয়েজ্‌, পিএইচ.ডি., ডিসেম্বর 26, 2016)| আমি এবং আমার স্ত্রী হতভম্ব হয়ে গিয়েছিলাম যখন একজন পালকের ছেলের বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠানে বিয়ার ও মদ পরিবেশন করা হয়েছিল এবং লোকে নাচগান করেছিল কোন একটা মন্ডলীতে যার প্রতিষ্ঠা হয়েছিল আমার হাতে বেশ কয়েকবছর আগে| কনেকটিকাট, অক্সফোর্ডের একটি মন্ডলীতে রিক্ ওয়ারেন’এর বই ‘‘বিয়ার, বাইবেল এবং ব্রাদারহুড’’ অধ্যয়ণের উপযুক্ত বলে গন্য করা হয়েছিল| আমেরিকার মন্ডলীতে সর্বত্র এই ধরনের ঘটনা ঘটছে (বয়জ, আইবিড.)|

রবিবারের সকালে প্রায় এক ঘন্টার জন্য আমাদের মন্ডলীর অনেকগুলিতে উদ্দাম নাচগান পরিবেশিত হয় - যার পরে পদের পর পদ ধূলার মতন শুষ্ক পনের মিনিটের ‘‘শিক্ষাদান’’ চলে, যার মধ্যে কোন সুসমাচার বা খ্রীষ্টের উল্লেখ নেই, সুসমাচারের মাধ্যমে কোন হারানো লোকের ভিতরে আনার বিষয় নেই, একজন হারানো পাপীকে কিভাবে উদ্ধার করা যায় তার উল্লেখ নেই! হ্যাঁ, একটা বিরাট সংগ্রাম চলছে যেখানে এই মন্ডলীর লোকেরা সম্পূর্ণভাবে অন্ধ, যেহেতু তারা তাদের ক্ষুদ্র খেলাটি খেলছেন এবং মনে করছেন যে তারাই হলেন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী| তারা কখনও প্রার্থনা সভাতে যান না| প্রচারিত সুসমাচার শোনার জন্য তারা হারানো আত্মাদের ভিতরে নিয়ে আসেন না| ‘‘তাহাদের মধ্য হইতে বাহিরে আসুন|’’ এই ধরনের মন্ডলীতে কখনও যোগদান করবেন না| যদি আপনি এই ধরনের একটিতে ইতিমধ্যেই যোগদান করেছেন, তবে তা থেকে পালিয়ে যান, যেমন সেই বিচারের দিনে সদোম থেকে লোট পালিয়ে গিয়েছিলেন|

আমি বৃদ্ধ এবং পলিত কেশ| কোন একদিন আমি এখানে থাকবো না। কিন্তু আমি আপনাদের প্রত্যেককে বলছি যারা আমাদের মন্ডলীতে দেখাসাক্ষাৎ করেন কখনো এই ধরনের উন্মত্ততার কাছে হার মানেন না| এই ধরনের জাগতিক বোকামীর কছে হার স্বীকার করবেন না| কখনো হার মানবেন না! কখনো না! কখনো না! কখনো না| অতীতের উদ্দীপনা থেকে সেই পুরানো গানটি ত্যাগ করবেন না| মিঃ গ্রিফিথ কিছুক্ষণ আগেই যে গানটি করলেন সেই মনোরম গানটিকে ত্যাগ করবেন না| এটা আপনার গানের পাতার 10 নম্বর গান| এটা হল ‘‘অগ্রসর হও, আজি খ্রীষ্টসেনা সব|’’ উঠে দাঁড়ান এবং গানটি করুন - উচ্চস্বরে এবং স্পষ্ট উচ্চারণে!

অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব,
   সবে মিলে আইস করি বিজয় রব;
কর খ্রীষ্টের নামে গৌরব সংঘোষণ;
   দূত ও নরে, সবে মিলে কর সংকীর্ত্তন|
অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব,
   সবে মিলে আইস করি বিজয় রব|

প্রবল সেনা তুল্য খ্রীষ্টের মন্ডলী;
   ত্রাতার পদচিহ্নে, সকলে চলি;
কেহ পৃথক নহি, একাঙ্গ সকল,
   একই আশা, একই সত্য, একই প্রেম সম্বল|
অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব,
   সবে মিলে আইস করি বিজয় রব|

রাজ্য, সম্রাট কিরীট কত আসে যায়,
   খ্রীষ্টের মন্ডলী চির বৃদ্ধি পায়;
নরক দ্বার না পারে পরাজিতে তায়;
   খ্রীষ্টের এ প্রতিজ্ঞা, দেখ মানে না বাধায়|
অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব,
   সবে মিলে আইস করি বিজয় রব|
(“Onward, Christian Soldiers,” Sabine Baring-Gould, 1834-1924) |

আপনারা বসতে পারেন|

‘‘কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দূর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী’’ (II করিন্থীয় 10:4)|

আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নয়, মানবজাতির অস্ত্রশস্ত্র নয়| সেগুলি হল অতিপ্রাকৃতিক অস্ত্রশস্ত্র| সেগুলিকে অবশ্যই অতিপ্রাকৃতিক হতে হবে কারণ আমরা অতিপ্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই করছি| আমরা শয়তান ও দিয়াবলের বিরুদ্ধে যুদ্ধ করছি| আমরা ‘‘দিয়াবলের নানাবিধ চাতুরীর’’ বিরুদ্ধে যুদ্ধ করছি| (ইফিষীয় 6:11)| আমরা যারা খ্রীষ্ট বিশ্বাসী তারা শয়তানের প্রকল্পের বিরুদ্ধে যুদ্ধ করছি| আমরা যুদ্ধ করছি কল্পনা এবং ভ্রান্ত ধারণা এবং প্যাঁচালো চিন্তা ভাবনার বিরুদ্ধে যুদ্ধ করছি| সেই ধারণা যা দিয়াবল প্রোথিত করেছে তাদের মনের মধ্যে যারা এখনও মন পরিবর্তন করেননি| বাইবেল বলছে, ‘‘কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু...অন্ধকারের জগতপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে’’ (ইফিষীয় 6:12 NIV)| শয়তানের বিরুদ্ধে, দিয়াবলের বিরুদ্ধে আমাদের অবশ্যই মল্লযুদ্ধ করতে হবে| আমাদের অবশ্যই উচিৎ প্রত্যেক হারানো আত্মাদের জন্য যুদ্ধ করা যাদের আমরা মন্ডলীর ভিতরে এনেছি| যুদ্ধ না করে সে কখনই তাদের ছেড়ে দেবে না|

যদি আপনি উদ্ধার না পেয়ে থাকেন তাহলে সেখানে এখন আপনার মনের মধ্যে দিয়াবল কাজ করছে! দিয়াবল এই মুহূর্তে, এই সভাতেও কাজ করছে! যখন আমি বলছি, সেই মুহূর্তেও দিয়াবল তার চাতুরী এবং পরিকল্পনা আপনার মনে প্রোথিত করে চলেছে| দিয়াবল হলেন, ‘‘আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য্য করিতেছে’’ (ইফিষীয় 2:2 NIV)| বাইবেল বলছে যে দিয়াবল এখন ‘‘কার্য্য করিতেছে’’ আপনার মন এবং হৃদয়ের মধ্যে|

উদ্ধার পাওয়ার আগে জুলি নামের একটি মেয়ে কি বলেছিল তা শুনুন| ‘‘ডঃ হেইমার্স বলেছিলেন যে আমি হারিয়ে গিয়েছি এবং আমাকে অনুসন্ধান কক্ষে যেতে বলেছিলেন| এই অবস্থাতে আমি মন্ডলীতে আসতে ভয় পেয়েছিলাম|’’ সে ছিল দিয়াবল যে তার মন এবং হৃদয়ের ভিতর থেকে কথা বলছিল| আপনাদের মধ্যেও কেউ কেউ এই মুহূর্তে দিয়াবলের দ্বারা প্রতারিত হচ্ছেন| আমি বলছি যে আপনি হারিয়ে গেছেন, কিন্তু আপনি তা শুনতে চাইছেন না। আপনি যে হারিয়ে গিয়েছেন তা আপনি শুনতে চাইছেন না, কারণ আপনি শয়তানের চিন্তাধারা, দিয়াবলের চিন্তাধারায় মন দিয়ে রেখেছেন| জুলি বলেছিল, ‘‘আমি ভেবেছিলাম আমি ভাল ছিলাম, এবং সেটাই ছিল সব যা আমার জীবনে প্রয়োজন ছিল|’’ মেয়েটি তার সমস্ত জীবনটাই মন্ডলীতে কাটিয়েছিল, সেটা কি যথেষ্ট ভাল নয়? কেন ডঃ হেইমার্স আমাকে বলছেন যে আমি হারিয়ে গিয়েছি? আমি একজন ভাল মেয়ে| ‘‘অন্যান্য ছেলেমেয়েরা যা করে তা না করার জন্য আমি গর্বিত ছিলাম এবং আমি...নিজের মধ্যে গর্ব অনুভব করতাম যখন আমি ভাবতাম যে আমার মধ্যে কোন ভুল নেই|’’ সেই ছিল দিয়াবল যা তার হৃদয়ে কাজ করছিল|

আপনিও কি সেইরকম ভাবছেন? আপনি কি মনে করেন যে আপনি যথেষ্ট ভাল? বাইবেল বলছে ‘‘এখন দিয়াবল অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য্য করিতেছে|’’ দিয়াবল এখন আপনার ভিতরে কাজ করছে! আপনার মনে এবং আপনার হৃদয়ে!

জুলি বলেছিল, ‘‘আমি যতটা পারি ততটাই ভাল ছিলাম| তারা আর বেশি কি চায়?...প্রত্যেক ধর্ম্মোপদেশের আগে আমি উদ্বিগ্ন হয়ে পড়তাম| সপ্তাহের প্রত্যেকটি দিনে আমি অস্বস্তি বোধ করতাম|’’ দিয়াবল তার মধ্যে কাজ করছিল, তাকে বলছিল যে সে খুব ভাল| তাকে বলছিল যে তার পরিত্রাণ পাওয়ার কোন প্রয়োজন নেই| বলছিল যে সে খুব ভাল মেয়ে| অন্যান্য লোকেরা তার চাইতে বেশি পাপপূর্ণ| তাদের পরিত্রাণ পাওয়া দরকার| কিন্তু তার সেই দরকার নেই! ইতিমধ্যেই সে যথেষ্ট ভাল হয়েছে| এই সবই দিয়াবল বলত| সে শয়তানের মুঠিতে আটকে ছিল| সে দিয়াবলের এক ক্রীতদাসীতে পরিণত হয়েছিল| সে দিয়াবলের কাছে শিকলে বাঁধা পড়েছিল, তার প্রতি শিকলে বাঁধা কারণ সে তার এই মিথ্যাকে বিশ্বাস করেছিল যে সে যথেষ্ট ভাল, আর খ্রীষ্টের রক্তের দ্বারা শুচি হওয়ার প্রয়োজন অন্যদের আছে| কিন্তু তার নয়| মোটের উপর, সে প্রত্যেক রবিবারে মন্ডলীতে এসেছে| যাই হোক, সে বাইবেল পাঠ এবং প্রার্থনা করেছে| ‘‘এর থেকে বেশি তারা আর কি চায়?’’ সে হারিয়ে গিয়েছে আমার এইকথা বলাটা জুলি পছন্দ করে না| যীশুর শুচি প্রদানকারী রক্তের অভাবে সে হারিয়ে গিয়েছে| কিন্তু ঈশ্বরের অপ্রতিরোধ্য অনুগ্রহের দ্বারা সে বারে বারে আমাদের মন্ডলীর প্রতি আকর্ষিত হয়েছে| যাদের ঈশ্বর পরিত্রাণ পাওয়ার জন্য মনোনীত করেছেন তাদের প্রতি তাঁর অপ্রতিরোধ্য অনুগ্রহের দ্বারা প্রচারিত সুসমাচার শোনার জন্য সে আবার আকর্ষিত হয়েছে|

এছাড়া কেন সে বারে বারে ফিরে এসেছিল? আমাদের মন্ডলীতে সে নিজের সঙ্গে এক বান্ধবীকে নিয়ে এসেছিল যাকে আমি বলেছিলাম যে তার অনুসন্ধান কক্ষে যাওয়ার দরকার রয়েছে আর তাতে সেই মেই মেয়েটি এতই বিচলিত হয়েছিল যে আর কখনও ফিরে আসেনি| সেই মেয়েটি শয়তানের কথা শুনেছিল এবং তার পুরানো মন্ডলীতে ফিরে গিয়েছিল, সেই মন্ডলীতে যেখানে কেউ তাকে বলেনি যে সে হারিয়ে গিয়েছে| সেই অন্য মেয়েটি শয়তানের কথা শুনেছিল এবং এই মন্ডলী থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল কারণ সে তার কৃত পাপের বিরুদ্ধে আমার প্রচার শুনতে চায়নি| জুলির বাবা আমার কাছে জানতে চেয়েছিলেন যে সেই মেয়েটির পাপ কি ছিল| এটা ছিল খুব নোংরা এক পাপ এবং মেয়েটি তা ত্যাগ করতে চায়নি| সে সত্যি থেকে পালিয়ে গেছিল এবং হয়তো আর কখনও তার পরিত্রাণ লাভ করা হবে না - কারণ মেয়েটি তার ক্রীতদাস প্রভু, দিয়াবলের বাধ্য হয়েছিল|

সেই মেয়েটির মতন অনেকে এই সভাতেও রয়েছেন। আপনারা দিয়াবলের দ্বারা শৃঙ্খলিত হয়ে আছেন| আপনারা আপনাদের পাপকে ভালবাসেন| আপনারা আপনাদের পর্ণোগ্রাফি ভালোবাসেন| আপনারা আপনাদের নোংরামী ভালবাসেন| আপনারা যে উপায়ে ভিতরে এসেছেন তা ভালবাসেন| এমনকী এই বিষয়ে কিছু অনুভব না করেই, আপনি নিজেকে দিয়াবলের ক্রীতদাসে পরিণত করেছেন!

কিন্তু আপনার করা সব থেকে খারাপ পাপ হল এই যে আপনি যীশুকে অস্বীকার করেছেন| তিনি আপনাকে উদ্ধার করতে এবং তাঁর রক্তের দ্বারা আপনাকে পাপ থেকে শুচি করতে চেয়েছিলেন| কিন্তু আপনি আপনার মন থেকে যীশু বিষয়ক সমস্ত চিন্তা ঠেলে ফেলে দিয়েছেন এবং আপনার পাপে থেকে গেছেন|

II. দ্বিতীয়ত, আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র |

আমাদের পাঠ্যাংশ বলছে, ‘‘কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দূর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী|’’ যে সমস্ত অস্ত্রশস্ত্র আমরা দিয়াবলের বিরুদ্ধে ব্যবহার করি সেগুলি মুখ্যত হল প্রার্থনা এবং ঈশ্বরের বিধান, সেই বিধান যা আপনাকে এক হারানো পাপী বলেছে| বিধান বলছে আপনি হলেন পাপপূর্ণ| আপনার পাপের বিষয়ে আপনাকে চেতনা দিতে আমাদের প্রার্থনা সেই পবিত্র আত্মাকে নামিয়ে আনে|

অতএব যাতে সেই হারানো মানুষদের নিজেদের পাপের চেতনা হয় তার জন্য আমাদের অবশ্যই সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে| আজ রাত্রে এই মন্ডলীতে এমন অনেক লোক আছেন যাদের পরিত্রাণ লাভ হবে না যদি না আমরা প্রার্থনা করি| যদি না আমরা খুব সাহসিকতা এবং অশ্রুজলের সঙ্গে তাদের জন্য প্রার্থনা করি| একমাত্র যখন আমরা সজলনয়নে প্রার্থনা করি আমরা দেখি যে হারানো পাপীরা পাপের চেতনার অধীনে আসেন| অশ্রুজল ছাড়া প্রার্থনার উত্তর কদাচিৎ দেওয়া হয়| আমাদের অবশ্যই সেইরকম প্রার্থনা করতে হবে যেমন যিশাইয় করেছিলেন,

‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)|

আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে, যেমন প্রার্থনা এর আগে কখনও আমরা করিনি, ঈশ্বরের আত্মার নেমে আসার এবং হারানো লোকদের তাদের পাপের চেতনা দেওয়ার জন্য| পর্ণোগ্রাফি দেখার জন্য পাপের বিষয়ে তাদের চেতনা দিতে| নিজেদের বাবা-মাকে ঘৃণা করার জন্য তাদের পাপের চেতনা দিতে| নিজেদের সাধুচরিত্রের বিষয়ে গর্ব করার জন্য তাদের পাপের চেতনা দিতে| যীশুকে প্রত্যাখ্যান করার পাপের বিষয়ে তাদের চেতনা দিতে|

আর সেই সমস্ত বিধান তাদের কাছে আমাদের অবশ্যই প্রচার করতে হবে| দিয়াবলের বিরুদ্ধে আমাদের যুদ্ধের প্রধান অস্ত্রশস্ত্র হল প্রার্থনা এবং বিধান প্রচার| আর এক রবিবারের পরে আর এক রবিবার এইভাবে আমি জুলির কাছে সেই বিধান প্রচার করেছি| সে বলেছে, ‘‘এটা প্রায় সেইরকমের ছিল যেন ডঃ হেইমার্স সরাসরি আমার পাপের বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছিলেন| তিনি এই বিষয়ে প্রচার করতেন যে সন্তানসন্ততিরা [হয়] কতটা পাপপূর্ণ যাতে তারা নিজেদের বাবা-মায়ের বিরুদ্ধে চলে যায়, আর আমি কান্নায় ভেঙ্গে পড়তাম| সেটা ছিল একটা [পাপ] যার মোকাবিলা ঈশ্বর আমার সঙ্গে সাথে সাথে করতে শুরু করেছিলেন| আমি ছিলাম [প্রকৃতই] এক ভয়ানক শিশু, বিশেষ করে আমার বাবা-মায়ের কাছে| আমার বাবার প্রতি আমার ঘৃণা ঢাকার জন্য এটা ছিল একটা অভিনয়| পবিত্র আত্মা আমাকে দেখিয়েছিলেন যে আমি প্রকৃতপক্ষে একজন ভাল মানুষ ছিলাম না| আমি সত্যিই একজন ভাল মানুষ ছিলাম না| লোকে আমাকে যেমন দেখত এবং আমি নিজেকে যেমন হব বলে ভাবতাম, আমি প্রকৃতপক্ষে সেরকম ভাল ছিলাম না| আমি এক ভয়ানক ব্যক্তি ছিলাম, এবং আমি ছিলাম স্বার্থপর আর ছিলাম অহংকারী, এবং আমি নিজের এবং অন্তরের গভীরে আমি যা ছিলাম, তার জন্যে খুব লজ্জা অনুভব করেছিলাম| আমার নিদারুণভাবে ক্ষমা লাভের প্রয়োজন ছিল, এবং তাও আমি এই বিষয়ে নিজের অতি যোগ্যতাহীনতা অনুভব করেছিলাম| আমি নিজেকে পাপপূর্ণ এবং ভ্রান্ত বলে অনুভব করেছিলাম| আমার মতন এক প্রতারক পাপীকে কিভাবে কেউ ক্ষমা করতে পারে?’’ প্রার্থনা এবং বিধান প্রচারের অস্ত্রশস্ত্র তার উপরে স্থিত দিয়াবলের ক্ষমতাকে হত্যা করছিল| ‘‘আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দূর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী’’ (II করিন্থীয় 10:4)| শয়তানের দূর্গ অতি পরাক্রমী| তা হল আপনার হৃদয়ে স্থিত দূর্গ যা আপনাকে শয়তানের কারাগারে বন্দী করে রাখে| শয়তানের কারাগারের দেওয়াল ভেঙ্গে ফেলতে এবং আপনাকে মুক্ত করতে হলে ঈশ্বরের পরাক্রমকে গ্রহণ করতে হয়|

নাশ করি যীশু পাপের বল,
   দেন মুক্তি পাপীরে|
পাপ-কলঙ্ক সব মোচন হয়,
   তাঁর পূণ্য রুধিরে|
(“O For a Thousand Tongues,” Charles Wesley, 1707-1788) |

আপনার দৃঢ় দূর্গ কি? কোন জিনিষটি আপনাকে দিয়াবলের কারাগারে আবদ্ধ করে রেখেছে? সেটা কি পর্ণোগ্রাফি? সেটা কি মাদকদ্রব্য? এটা কি সেই চিন্তা যে আপনি যথেষ্ট ভাল, সেই চিন্তা যে আপনার মন পরিবর্তনের কোন দরকার নেই কারণ আপনি মন্ডলীতে আসেন এবং বাইবেল পাঠ করেন আর প্রার্থনা করেন? এটাই কি সেই পদ্ধতি যার সাহায্যে দিয়াবল আপনাকে আবদ্ধ করে রেখেছে তার দূর্গে - তারা কারাগারে?

ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের লোকেরা জুলিকে মুক্ত করতে কঠোর প্রার্থনা করেছিলেন! ঈশ্বরকে ধন্যবাদ যে আমি বিধান প্রচার করেছিলাম, এবং প্রত্যেকটি ধর্ম্মোপদেশে তাকে বলেছিলাম যে সে হারিয়ে গিয়েছে|

‘‘কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দূর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী’’ (II করিন্থীয় 10:4)|

আমার একটা ধর্ম্মোপদেশের পরে জুলি আমাকে দেখতে এসেছিল| সে বলেছিল, ‘‘ডঃ হেইমার্স আমাকে বলেছিলেন যে আমার পরিবর্তে যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন এবং [ঈশ্বরের] বিচার তাঁর উপরে নেমে এসেছিল, কাজেই তা আমার উপরে পড়বে না| এখন আমি জেনেছি কেন আমার যীশু এবং তাঁর রক্তের প্রয়োজন ছিল...যীশুকে আমার প্রয়োজন হয়েছিল যাতে আমার সমস্ত পাপ সম্পূর্ণভাবে ধৌত হয়ে দূরে সরে যেতে পারে [তাঁর রক্তের দ্বারা]| ডঃ হেইমার্স আমাকে বলেছিলেন যে যীশু আমাকে ভালবেসেছেন এবং সেখানে আমার জীবনে কি পাপ ছিল সেটা কোন ব্যাপার নয় কিন্তু যীশু আমাকে উদ্ধার করবেন| তিনি আমাকে বলেছিলেন যীশুকে বিশ্বাস করতে| আমি এটা ঠিক আর সহ্য করতে পারিনি| চোখের জলে আমার মুখমন্ডল সিক্ত হয়ে গিয়েছিল এবং খ্রীষ্টকে বিশ্বাস করতে আমি প্রস্তুত ছিলাম...হাঁটুতে ভর দিয়ে নতজানু হয়েছিলাম, আমি খ্রীষ্টকে বিশ্বাস করেছিলাম| আমি খ্রীষ্টকে বিশ্বাস করেছিলাম, আমার সাধুচরিত্রকে নয়| আমি খ্রীষ্ট এবং তাঁর রক্তে বিশ্বাস স্থাপন করেছিলাম...আমি কতটা ভাল হতে পারব তার উপরে আমি আর ভরসা রাখিনি এবং আমার অহংকার ত্যাগ করেছিলাম| আমি যীশুকে বিশ্বাস করেছিলাম এবং তিনি আমাকে উদ্ধার করেছিলেন!’’

কি বিস্ময়কর এক সাক্ষ্য! জুলি এখন পরিত্রাণ লাভ করেছে, আর সে হল আমার বন্ধু! আমি সত্যিকারেই বিশ্বাস করি যে সে এখন খ্রীষ্ট বিশ্বাসী| যেমন ডঃ কেগান| আর অদূর ভবিষ্যতে আমি তাকে ব্যাপ্তিস্ম দেব|

আজ রাত্রে তার কথাগুলি কি আপনার প্রতি কিছু বলে? আপনি কি অনুভব করেছেন যে আপনি কতটা পাপপূর্ণ? যীশুকে বিশ্বাস করার এবং ক্রুশের উপরে তিনি যে রক্ত ঝরিয়েছিলেন তার দ্বারা নিজের সমস্ত পাপ থেকে শুচি হওয়ার নিজস্ব তাগিদ কি আপনি অনুভব করেছেন? যীশু আপনাকে খুব ভালবাসেন| আপনি কি এখানে নেমে আসবেন এবং যীশুকে বিশ্বাস করার বিষয়ে আমার, এবং জন্‍ কেগান, এবং ডঃ কেগানের সঙ্গে কথা বলবেন? যেখানে বাকি সব লোক খাওয়ার জন্য উপরতলায় চলে যাচ্ছেন, আপনি কি এখানে নেমে আসবেন এবং আসুন আপনাকে পরামর্শ দিই আর আপনার সঙ্গে প্রার্থনা করি? যদি আপনার বিশ্রামঘরে যাওয়ার প্রয়োজন হয়, তবে যান এবং তারপরে এখানে ফিরে আসুন - অথবা যখন আমরা গান করছি এখনই এখানে সোজা চলে আসুন| ঈশ্বর খাবারে আশীর্ব্বাদ দান করুন এবং যারা আজ রাত্রে যীশুকে বিশ্বাস করেছেন তাদের প্রত্যেককে আশীর্ব্বাদ দান করুন! আমেন!

উঠে দাঁড়ান এবং আপনার গানের পাতার এগার নম্বর গানটি করুন| গানটি হল ‘‘আমার সকল দর্শন পুর্ণ কর|’’ গানের পাতার এগার নম্বর গান| যখন আমরা গাইছি, আপনি এখানে নেমে আসুন যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি এবং আপনার জন্য প্রার্থনা করতে পারি|

পরিত্রাতা, প্রার্থনা করি, আমার সকল দর্শন পূর্ণ কর,
   হউক আজ শুধু যীশুকেই দেখি;
যদিও উপত্যকার মধ্য দিয়া তুমি আমায় পরিচালনা কর,
   তোমার অম্লান গৌরব আমায় পরিবেষ্টন করে|
আমার সমস্ত দর্শন পূর্ণ কর, স্বর্গীয় পরিত্রাতা,
   তোমার গৌরবের সহিত আমার আত্মা উজ্জ্বল হইবে|
আমার সমস্ত দর্শন পূর্ণ কর, যাহা সমস্ত আমি দেখি
   তোমার পবিত্র আকার আমাতে প্রতিবিম্বিত হউক|

পাপের ধ্বংস হউক, আমার সকল দর্শন পূর্ণ কর
   উজ্জ্বল জ্যোতি অন্তরে প্রতিবিম্বিত হউক|
শুধু তোমার আশীর্ব্বাদের মুখ আমাকে দেখিতে দাও,
   তোমার অনন্ত অনুগ্রহ আমার আত্মার পর্ব্ব|
আমার সমস্ত দর্শন পূর্ণ কর, স্বর্গীয় পরিত্রাতা,
   তোমার গৌরবের সহিত আমার আত্মা উজ্জ্বল হইবে|
আমার সমস্ত দর্শন পূর্ণ কর, যাহা সমস্ত আমি দেখি|
   তোমার পবিত্র আকার আমাতে প্রতিবিম্বিত হোক|
(“Fill All My Vision,” Avis Burgeson Christiansen, 1895-1985) |

আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ জন্ শমূয়েল কেগান: II করিন্থীয় 10:3-5 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
      “Onward, Christian Soldiers” (by Sabine Baring-Gould, 1834-1924;
stanzas and chorus, verses 1, 2 and 3) |


খসড়া চিত্র

আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র

THE WEAPONS OF OUR WARFARE

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দূর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী’’ (II করিন্থীয় 10:4)|

(II করিন্থীয় 10:3)

I.   প্রথমত, আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে আমরা যুদ্ধের মধ্যে রয়েছি,
ইফিষীয় 6:11, 12; ইফিষীয় 2:2 |

II.  দ্বিতীয়ত, আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র, যিশাইয় 64:1 |