Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




একজন যুবক প্রচারকের মন পরিবর্তনে ব্যবহৃত
পাঁচটি ধর্ম্মোপদেশ

FIVE SERMONS USED IN THE CONVERSION
OF A YOUNG EVANGELIST
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 9ই অক্টোবর, সদাপ্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, October 9, 2016

‘‘প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে?’’ (রোমীয় 10:14)|


সম্ভবত এখনও পর্যন্ত আমার প্রচারিত ধর্ম্মোপদেশগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রচার আমি করেছিলাম 2009 সালে, জুন মাসে| একজন যুবকের মন পরিবর্তনের জন্য এই পাঁচটি ধর্ম্মোপদেশ ঈশ্বর দ্বারা ব্যবহৃত হয়েছিল যাকে আপনারা আজ সকালে প্রচার করতে শুনেছেন| এইগুলি ছিল সেই পাঁচটি ধর্ম্মোপদেশ যা জন্ শমূয়েল কেগান তার মন পরিবর্তনের ঠিক আগেই শুনেছিলেন| যেহেতু আমি নিশ্চিত যে জন্ খুব বিখ্যাত এক প্রচারকে পরিণত হবেন, সেহেতু তার মন পরিবর্তনে ব্যবহৃত সেই পাঁচটি ধর্ম্মোপদেশ আমি যা প্রচার করব তার মধ্যে সম্ভবত হল সর্বাধিক গুরুত্বপূর্ণ| মন পরিবর্তনের জন্য প্রচার করা আজকাল খুব বিরল| কিন্তু প্রচার হল একটি পদ্ধতি যা ঈশ্বর পাপীদের মন পরিবর্তনের প্রধান উপায় হিসাবে দিয়েছেন| বাইবেল বলছে, ‘‘প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে?’’ (রোমীয় 10:14)| পরবর্ত্তী পাঁচটি ধর্ম্মোপদেশ জন্ কেগান তার পরিত্রাত হওয়ার ঠিক আগে আগে শুনেছিলেন| এই প্রচারের শেষে আমি তার সম্পূর্ণ সাক্ষ্য দেব| কিন্তু প্রথমে আমি মন পরিবর্তনের ঠিক আগে জন্ এর শোনা সেই পাঁচটি ধর্ম্মোপদেশের সংক্ষিপ্তসার আপনাদের জানাব| যে নির্দ্দিষ্ট বিষয়বস্তুগুলি আজ সন্ধ্যায় আমি আপনাদের জানাব সেগুলি হল সেই পাঁচটি ধর্ম্মোপদেশের শিরোনাম|

I. প্রথম, “যাহারা পরিত্রাণ হইতে খুব দূরে নয় তাহাদের উৎসাহ প্রদান” (2009 সালের, 7ই জুন, রবিবারের সকালে প্রচারিত) |

ঐ ধর্ম্মোপদেশটির পাঠ্যাংশ ছিল ‘‘ঈশ্বরের রাজ্য হইতে তুমি দূরবর্ত্তী নও’’ (মার্ক 12:34)| পবিত্র আত্মা নিশ্চিতভাবে এই মানুষটির হৃদয়ে কর্মরত ছিলেন, কারণ কেবলমাত্র ঈশ্বরের আত্মাই পারেন কোন মানুষকে তার ঈশ্বরের প্রতি বিরোধীতা করা এবং খ্রীষ্টকে প্রত্যাখ্যান করা থেকে তাকে সরিয়ে আনতে| অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী এবং খ্রীষ্টের শত্রু হন| আমি অন্য আর একজন নবীন যুবকের বিষয়ে বলি যিনি আমাকে প্রশ্ন করেছিলেন, ‘‘যীশু কেন ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন?’’ সেই যুবক আমাকে এই বলতে শুনেছিলেন যে ‘‘আমাদের পাপের দেনা শোধ করার জন্য খ্রীষ্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন|’’ তিনি বছরের পর বছর ধরে বার বার আমাকে এই কথা বলতে শুনে আসছেন, কিন্তু তার অন্ধতাপূর্ণ মনের দ্বারা এই কথা কখনও গৃহীত হয়নি| আপনাকে অবশ্যই এই বাক্যটির বিষয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে হবে, ‘‘আমাদের পাপের দেনা শোধ করার জন্য খ্রীষ্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন|’’ খ্রীষ্টের কাছে আসা থেকে কোন জিনিষটি আপনাকে পিছন থেকে টেনে ধরছে? অন্যেরা কি বলবে তা চিন্তা করেই কি আপনি ভয় পাচ্ছেন? তারা কি বলছে সেটা ভুলে যান| আপনি যখন নরকে আছেন তখন তাদের কথায় আপনার আদৌ কিছু যায় আসে না| আপনার পাপ থেকে ঘুরে দাঁড়ান এবং খ্রীষ্টের কাছে আসুন| নরক থেকে বাঁচার জন্য এছাড়া আর কোন পথ নেই|

II. দ্বিতীয়, “আধুনিক ক্যালভিন মতবাদ এবং প্রকৃত মন পরিবর্তন” (2009 সালের, 7ই জুন, রবিবারের সন্ধ্যায় প্রচারিত) |

এই ধর্ম্মোপদেশের পাঠ্যাংশ ছিল, ‘‘ফলতঃ যদি কেহ খ্রীষ্টে থাকে, তবে নতুন সৃষ্টি হইল: পুরাতন বিষয় অতীত হইয়াছে; দেখ, সেগুলি নতুন হইয়া উঠিয়াছে’’ (II করিন্থীয় 5:17)| আমি ক্যালভিন মতবাদের বিরুদ্ধে প্রচার করিনি| পরিবর্তে আমি বলেছিলাম যে কোন মতবাদের উপরে আপনার বিশ্বাস আপনাকে উদ্ধার করবে না| এমনকী যথার্থ সত্য মতবাদের উপর বিশ্বাসও আপনাকে উদ্ধার করবে না| আমি বলেছিলাম যে সত্য মতবাদের উপরে স্থিত হওয়াও আপনাকে কখনও উদ্ধার করবে না| আপনাকে অবশ্যই আপনার পাপের জন্য অনুতপ্ত হতে হবে| আপনাকে অবশ্যই নিজের পাপ স্বীকার করতে হবে| আপনাকে অবশ্যই যীশু স্বয়ং এর কাছে আসতে হবে নয়ত আপনি নরকে যাবেন| যখন আপনি আপনার পাপে অসুস্থ হয়ে পড়েন - তখন, এবং একমাত্র তখনই - আপনি খ্রীষ্টের আপনাকে রক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করবেন| খ্রীষ্ট আপনার দুষ্ট হৃদয়ের পরিবর্তন ঘটান সেই ইচ্ছা যদি আপনি প্রকাশ না করেন, আপনার কখনও পরিত্রাণ প্রাপ্তি হবে না| আপনার হৃদয়ের পাপাচারের জন্য কি আপনি লজ্জিত হচ্ছেন না? এটা কি আপনাকে অস্থির করে তুলছে না? অবশ্যই অস্থির করে যদি আপনি কখনও পরিত্রাত হওয়ার আশা করেছেন তাহলে| যখন আপনি আপনার পাপপূর্ণ হৃদয়ে অসুস্থ হন একমাত্র তখনই যীশুর শুচিকারী রক্ত আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে| স্পারজিয়ন বলেছিলেন, ‘‘সেখানে অবশ্যই হৃদয়ের প্রকৃত পরিবর্তন এমন হয় যাহা সমগ্র জীবন প্রভাবিত করে|’’ প্রকৃত মন পরিবর্তন তখনই ঘটে যখন একজন হারানো পাপী তারা পাপের জন্য অনুতাপ অনুভব করেন এবং সেগুলিকে ঘৃণা করতে থাকেন|

আমার সেই ধর্ম্মোপদেশে আমি স্পারজিয়নের ধর্ম্মোপদেশ থেকে একটি অনুচ্ছেদের উল্লেখ করেছিলাম যা হল, ‘‘মন পরিবর্তন কি প্রয়োজনীয়?’’ স্পারজিয়ন বলেছিলেন,

প্রত্যেক সত্যকারের মন পরিবর্তনে চারটি অপরিহার্য হেতুবাদ আছে: সেই স্থানে অবশ্যই পাপের অনুতপ্ত স্বীকারোক্তি থাকিতে হইবে, এবং ইহার মার্জনার জন্য যীশুর প্রতি দৃষ্টি নিবদ্ধ থাকিতে হইবে, এবং সেই স্থানে অবশ্যই হৃদয়ের একটি সত্যকার পরিবর্তন থাকিবে এমন, যাহা পরবর্তী সমগ্র জীবনকে প্রভাবিত করিবে, এবং যে স্থানে এই অপরিহার্য নির্দ্দিষ্ট বিষয়বস্তুগুলি পাওয়া যায় না সেই স্থানে খাঁটি মন পরিবর্তন নাই (C. H. Spurgeon, “Is Conversion Necessary?”, Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1971, vol. xx, p. 398) |

III. তৃতীয়, “শুধুমাত্র প্রার্থনা এবং উপবাস” (2009 সালের, 14ই জুন, রবিবারের সকালে প্রচারিত) |

পাঠ্যাংশটি ছিল, ‘‘প্রার্থনা ও উপবাস ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না’’ (মার্ক 9:29)| আমি বলেছি যে সেই ‘‘ও উপবাস’’ শব্দগুলি বাদ দেওয়া হয়েছিল কারণ দুটি প্রাচীন পান্ডুলিপি, যা জ্ঞানবাদ সংক্রান্ত বিরুদ্ধ মতাবলম্বীদের দ্বারা নকলীকৃত, সেই শব্দ দুটি বাদ দিয়েছিল, যা দূর্বল করে দিচ্ছে সেই সমস্ত মন্ডলীগুলিকে যারা আধুনিক বাইবেল ব্যবহার করে| তবুও প্রাচীন পান্ডুলিপিগুলির সিংহভাগের মধ্যেই সেই শব্দগুলি ‘‘প্রার্থনা এবং উপবাস’’ রয়েছে| চীনদেশে তাদের বাইবেলে ঐ শব্দগুলি রয়েছে| সেটা হল একটা কারণ যে তারা নিরবিচ্ছিন্ন উদ্দীপনা পাচ্ছেন, যেখানে যারা পাশ্চাত্যের দেশগুলিতে বাস করছেন, তাদের আধুনিক অনুবাদ নিয়ে কদাচিৎ একটি প্রকৃত, সংযত ও সুসংহত উদ্দীপনার অভিজ্ঞতা লাভ করছেন| কিন্তু প্রার্থনা এবং উপবাস করার সময় আমাদের পেতেই হবে কারণ আমাদের মন্ডলীর বহু নবীন যুবকের মন পরিবর্তন করাতে হবে| যাতে তারা নিজেদের পাপের অনুভূতি পায়, অনুতাপ করে, এবং ক্রুশারোপিত ও পুনরুত্থিত পরিত্রাতার প্রকৃত সাক্ষাৎ পায় এবং তাঁর বহুমূল্য রক্তের দ্বারা শুচি হয়, সেই কারণে আমাদের অবশ্যই উপবাস এবং প্রার্থনা করতে হবে| ধর্ম্মোপদেশটি শেষ হয়েছিল, ‘‘তুষার অপেক্ষা শুভ্র’’ গান থেকে নেওয়া একটা পদ গেয়ে| এতে বলা হয়েছে, ‘‘প্রভু যীশু, তুমি দেখছ যে আমি ধৈর্য্য ধরে অপেক্ষা করছি, এখনই এসো, এবং আমাতে নতুন আত্মার সৃষ্টি কর|’’ কিন্তু যখন আমাদের মন্ডলীতে খ্রীষ্ট বিশ্বাসীরা উপবাস এবং প্রার্থনা করছিলেন, তখন জন্ কেগান উপবাসের ধারনায় তীব্র বিরক্তি প্রকাশ করেছিলেন| এটা তাকে রাগান্বিত করে তুলেছিল - এমনকী তা সত্ত্বেও তিনি খুব তাড়াতাড়ি পরিত্রাণপ্রাপ্ত হয়েছিলেন যেহেতু তার পিতামাতা তার মুক্তির জন্য উপবাস এবং প্রার্থনা করেছিলেন|

IV. চতুর্থ, “বিবেক এবং মন পরিবর্তন” (2009 সালের, 14ই জুন, রবিবারের সন্ধ্যায় প্রচারিত) |

পাঠ্যাংশটি ছিল, "তাহাদের সংবেদও সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয়, এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয় তাহাদিগকে দোষী করে" (রোমীয় 2:15)| সংবেদ বা বিবেক হল নিজেদের নৈতিক বিচার-রায় নিজেদের প্রতি প্রদান করার, আমাদের সমস্ত ক্রিয়াকর্ম, চিন্তাভাবনা এবং পরিকল্পনার অনুমোদন প্রদান করার অথবা অনুমোদন না প্রদান করার অন্তর্নিমিত শক্তি, যা আমাদের বলে যে আমরা ভুল কাজ করেছি, এবং বলে যে এর জন্যে আমাদের দুঃখভোগ প্রাপ্য| আদম পাপ করেছিলেন এবং তার সংবেদ কলুষিত হয়েছিল, সেইজন্যে তিনি তার পাপের পক্ষে বিভিন্ন অজুহাত দিয়েছিলেন| তাদের সংবেদের এই বিনষ্টিকরণ সঞ্চালিত হয়েছিল মানবজাতির প্রতি যার প্রমাণ হল সেই সত্যি যে তাদের প্রথম পুত্র কয়িন নিজের ভাইকে হত্যা করেছিলেন কিন্তু কোন অনুতাপ বোধ করেননি এবং তার পাপের পক্ষে অজুহাত দাখিল করেছিলেন| একজন লোক যত বেশি পাপ করে তার সংবেদ তত বেশি কলুষিত এবং বিনষ্ট হয়ে যায়| লোকে আরও বেশি বেশি পাপ করার দ্বারা তাদের সংবেদকে অসাড় করে তোলে, ‘‘ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে; যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মতন দাগযুক্ত হইয়াছে’’ (I তীমথিয় 4:2)| আমি আমাদের মন্ডলীর যুবকদের বলেছিলাম যে আপনারা নিজেদের সংবেদকে অসাড় করে ফেলেছেন নিজের মাকে মিথ্যা কথা বলে, স্কুলে প্রতারণা করে, জিনিষ চুরি করে, আপনার সংবেদকে অসাড় করে দিচ্ছেন বার বার আরও বড় কোন পাপ করে - যেগুলির উল্লেখ আমি এখানে এই মন্ডলীতে করব না| সেগুলি কি আপনারা তা জানেন| আপনারা জানেন যে আপনাদের পক্ষে দোষী অনুভব করা এখন প্রায় অসম্ভব - কারণ আপনারা বারংবার পাপ করেছেন, ঈশ্বরের প্রতি উপহাস করে আপনারা বারংবার পাপ করেছেন এবং এইভাবে আপনারা নিজেদের সংবেদ বিনষ্ট করেছেন| আপনাদের সাহায্য করতে আমি কি করতে পারি? এরা হলেন আপনারাই যারা নিজেদের সংবেদকে দগ্ধ করে চেনার অযোগ্য করে ফেলেছেন| আমি শুধুমাত্র আপনাদের করুণা করতে পারি - ভবিষ্যৎহীন এবং আশাহীন ধ্বংসপ্রাপ্ত এক প্রাণী হিসাবে| আমি আপনাদের করুণা করতে পারি মাত্র| আমি আপনাদের সাহায্য করতে পারি না, কারণ ইতিমধ্যেই আপনারা বিচারিত এবং দন্ডপ্রাপ্ত হয়েছেন| যীশু বলেছিলেন, ‘‘যে তাঁহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না’’ (যোহন 3:18)| নরকে যাওয়ার বিষয়ে যেমন আপনারা নিশ্চিত হয়েছেন তেমনই আপনারা ইতিমধ্যে নরকেই ছিলেন| এবং আমি যাই বলি বা করি না কেন সেগুলি আপনাকে সাহায্য করতে পারে না| একমাত্র ঈশ্বর আপনাকে আপনার পাপের সম্বন্ধে চেতনা দিতে পারেন| যদি তিনি এর আগে আপনাকে পাপের কিছু চেতনা দিয়ে থাকেন, তাও সেখানে কোন নিশ্চয়তা নেই যে তিনি আর কখনো আপনাদের পাপের চেতনা দেবেন| প্রায়শই দেখা যায় যে সেই লোকেরা যারা একবার পাপের চেতনার অভিজ্ঞতা লাভ করেছেন তারা আর কখনো ঈশ্বরের আত্মার দ্বারা পরিদর্শিত হন না| আপনি যা করেছেন সেই সমস্ত উপহাস এবং বোকামির পরে, আপনি এমনকী এক মুহূর্তের জন্যও চেতনা পাওয়ার যোগ্য নন| আপনি যদি আপনার পাপের চেতনা হারিয়ে ফেলেন, তাহলে ঈশ্বর হয়ত তা আপনাকে আবার কখনো না দিতেও পারেন| একজন ভিখারির মতন ঈশ্বরের সামনে হাজির হন! সর্বশক্তিমান ঈশ্বর আপনার কাছে কোন দেনা করেননি সেটা মনে রেখে, আপনি বিনম্রতার সঙ্গে নত হয়ে আসুন! আপনার হৃদয়ে আপনি এত বছর ধরে তাঁর মুখে থুতু দিয়ে এসেছেন| এই বিষয়ে চিন্তা করুন! আপনার নিজস্ব মনোভাবের দ্বারাই আপনি খ্রীষ্টের মুখে দিয়েছেন| এখন আপনার কাছ থেকে খ্রীষ্ট কোন ধার করেননি| আপনার কাছ থেকে তিনি কেবল মাত্র আপনার ক্রোধ, শাস্তি এবং নরকের অগ্নিশিখা ধার করেছেন| ঠিক এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন, ‘‘এটা সত্যি - আমার কাছে ঈশ্বরের নরকের অগ্নিশিখা ছাড়া কিন্তু আর কোন দেনা নেই| আমি আর অন্য কোন কিছু পাওয়ার যোগ্য নই|’’ তাহলে, আপনি যদি এইরকম অনুভব করছেন আমি আপনাকে অনুরোধ করছি যীশুর কাছে সেই স্ত্রীলোকটির মতনই আসতে যিনি যীশুর কাছে এসেছিলেন এবং তাঁর চরণ চুম্বন করেছিলেন| আপনি যেন এক নিঃস্ব কীট এইভাবে আপনি তাঁর কাছে আসুন| কান্না এবং হাহাকারের সঙ্গে তাঁর কাছে আসুন, যেমন জন্ বুলিয়ান করেছিলেন; যেমন হোয়াইট্ফিল্ড করেছিলেন - ক্ষমা লাভের জন্য কান্না এবং আর্তনাদ| সম্ভবত আপনাদের উপরে তাঁর করুণা হবে| কিন্তু আমি শুধু বলছি ‘‘সম্ভবত’’ - কারণ আপনাদের পরিত্রাণ লাভের মুহূর্ত হয়তো ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে| আপনি হয়তো ইতিমধ্যেই চিরকালের মত অনুগ্রহের দিনগুলি পাপের দ্বারা দূরে সরিয়ে দিয়েছেন| কাঁদতে কাঁদতে খ্রীষ্টের কাছে আসুন - এবং সম্ভবত তিনি আপনাকে আর একটি সুযোগ দেবেন - যদিও আপনার ক্ষেত্রে এটা আদৌ নিশ্চিত নয় যে তিনি তা করবেন| এই পুলপিটের সামনে এখানে নেমে আসুন| হাঁটু গেড়ে বসুন এবং অনুগ্রহ লাভের জন্য কাঁদতে থাকুন| খ্রীষ্ট হয়তো আপনার কথা শুনতে পাবেন এবং তাঁর পবিত্র রক্তের দ্বারা ধৌত হওয়ার আর একটি সুযোগ আপনাকে প্রদান করবেন| একমাত্র তাঁর রক্তই ‘‘তোমার সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় শুচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পার’’ (ইব্রীয় 9:14)|

V. পঞ্চম, “শুষ্ক অস্থির উপত্যকা” (2009 সালের, 21শে জুন, যেদিন জন্ কেগান পরিত্রাণ পেয়েছিলেন সেদিন সকালে আমি এই প্রচার করেছিলাম) |

পাঠ্যাংশটি ছিল, ‘‘প্রভু সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা বলেন; দেখ, আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে’’ (যিহিষ্কেল 37:5)| আমি মনে করি না যে জন্ এই ধর্ম্মোপদেশের মাধ্যমে মন পরিবর্তন করেছিলেন| আমি মনে করি না যে তিনি প্রকৃতই এটা শুনছিলেন| আমার মনে হয় সেগুলি ছিল প্রথম চারটি ধর্ম্মোপদেশ যা তার মন পরিবর্তনে কাজে লেগেছিল| আমি যখন জনের সাক্ষ্য পড়ব তখন আপনি দেখতে পাবেন - তিনি আমাকে অশ্রদ্ধা করতেন| সত্যি বলতে, জন্ আমাকে ঘৃণা করতেন| এমনকী আমি যখন এই ধর্ম্মোপদেশ প্রচার করছিলাম জন্ বলেছেন, তিনি ‘‘নিদারুণভাবে তাহা প্রত্যাখ্যান করিবার, না শুনিবার চেষ্টা করিতেছিল...আমি প্রতিটি সেকেন্ড গণনা করিতেছিলাম কখন প্রচার শেষ হইবে, কিন্তু পালক প্রচার চালাইয়া যাইতেছিলেন|’’ সেটাই কারণ যে সেদিন সকালে আমি যা বলেছিলাম তার কিছুই তিনি তার সাক্ষ্যে কখনও উল্লেখ করেননি| একটি বাক্যও নয়| জন্ বলেছিলেন, ‘‘এমনকী আমাকে যখন আমন্ত্রণ জানানো হইয়াছিল আমি বাধা দিয়াছিলাম|’’ এবং তিনি বলেছিলেন, ‘‘পালক আমাকে পরামর্শ দিয়াছিলেন, এবং খ্রীষ্টের নিকট আসিতে বলিয়াছিলেন, কিন্তু আমি যাই নাই|’’

এটা গুরুত্বপূর্ণ| এটা গুরুত্বপূর্ণ কারণ ঠিক এখনই আপনাদের মধ্যে কেউ কেউ ঐ ভাবেই অনুভব করছেন| আপনারা আমাকে অশ্রদ্ধা করছেন| আপনারা আমাকে পছন্দ করছেন না| আপনারা আমার কথা শুনতে চাইছেন না|

কিন্তু ঐ দিন সকালে জনের অন্য কিছু একটা হয়েছিল| আমার মনে হয় আমি টেলিফোনের বই থেকে কয়েকটি পৃষ্ঠা পড়তে পারতাম এবং তাতেই তিনি মন পরিবর্তন করতেন| কেন আমি এসব বলছি? কারণ আগের সেই চারটি ধর্ম্মোপদেশ তার কটিন হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল, বিশেষ করে সংবেদের উপরে প্রচারিত আমার ধর্ম্মোপদেশটি| আপনি দেখুন, তার পাপের সম্বন্ধে তাকে ভাবতে বাধ্য করার জন্য ঈশ্বর স্বয়ং সেই ধর্ম্মোপদেশ এবং অন্য তিনটিকে ব্যবহার করেছিলেন| আর তিনি অনুভব করেছিলেন যে তার সংগ্রাম প্রকৃতভাবেই আমার বিরুদ্ধে নয়| তিনি অনুভব করেছিলেন যে তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরের বিরুদ্ধেই সংগ্রাম করে আসছিলেন| এখন তার সাক্ষ্য শুনুন এবং আপনি দেখবেন যে জনের মন পরিবর্তনে আমার নিজের খুব অল্পই করণীয় ছিল| ইনি ছিলেন ঈশ্বর যিনি প্রথম চারটি ধর্ম্মোপদেশ প্রস্তুত করে তাকে পাপের চেতনার মধ্যে নিয়ে আসেন| ঈশ্বরই ছিলেন একমাত্র একজন যিনি আমার দূর্বল শব্দগুলিকে ব্যবহার করেছিলেন এই পনের বছর বয়সের বালককে পাপের চেতনার অধীনে নিয়ে আনতে| ইনি ছিলেন ঈশ্বর যিনি তখন ‘‘অতি ক্ষমতাপন্নভাবে [তাহাকে আকর্ষণ করিয়াছিলেন] খ্রীষ্টের নিকট|’’ কোনমতেই ইনি আমি ছিলাম না| ‘‘প্রচারক না থাকিলে তাহারা কেমন করিয়া শুনিবে?’’ সত্যিকথা| কিন্তু ইনি হলেন ঈশ্বর যিনি প্রচারকের ধর্ম্মোপদেশগুলিকে পাপীদের মন পরিবর্তনের কাজে ব্যবহার করেন| ভাববাদী যোনা বলেছিলেন, ‘‘পরিত্রাণ সদাপ্রভু হইতে’’ (যোনা 2:9)| এখন সেই বিষয়ের উপরে চিন্তা করুন যখন আমি জন শমূয়েল কেগানের পরিত্রাণের সম্পূর্ণ সাক্ষ্য পড়ছি|

আমার সাক্ষ্য
21শে জুন, 2009
জন্ শমূয়েল কেগান

     আমি আমার মন পরিবর্তনের মুহূর্তটি এত স্পষ্ট এবং অন্তরঙ্গভাবে স্মরণ করিতে পারি যে খ্রীষ্ট যে কত বিশাল পরিবর্তন করাইয়াছিলেন তাহার তুলনায় বাক্যগুলিকে অতি ক্ষুদ্র বলিয়া বোধ হয়| আমার মন পরিবর্তনের পূর্বে আমি ক্রোধ এবং ঘৃণায় পরিপূর্ণ ছিলাম| আমি আমার পাপের জন্য গর্ব অনুভব করিতাম এবং লোকদের যন্ত্রণা দিয়া আনন্দ অনুভব করিতাম, এবং যাহারা ঈশ্বরকে ঘৃণা করিত উহাদের সহিত নিজেকে যুক্ত করিয়াছিলাম; আমার নিকট পাপ করা কোন দুঃখ করিবার ন্যায় ‘‘ভুল’’ কার্য্য ছিল না| আমি ইচ্ছাকৃতভাবে নিজেকে এই পথে রাখিয়াছিলাম| ঈশ্বর আমার উপরে এইরূপ উপায়ে কার্য্য করিতে শুরু করিয়াছিলেন যাহাতে আমার জগত আমার চতুর্দিকে শীঘ্রই চূর্ণ বিচূর্ণ হইতে শুরু করিয়াছিল যাহা আমি কখনও প্রত্যাশা করি নাই| আমার মন পরিবর্তনের পূর্বের সেই কয়েকটি সপ্তাহে অনুভব করিতাম যেন মরিয়া যাইতেছি: আমি ঘুমাইতাম না, আমি হাসিতাম না, আমি কোনরূপ শান্তি খুঁজিয়া পাইতাম না| আমার মন্ডলীতে সুসমাচার সংক্রান্ত সভাগুলি চলিতে থাকিত এবং তাহার প্রতি কৃত উপহাস আমি স্পষ্টভাবে স্মরণ করিতে পারি যেহেতু আমি আমার পালক এবং পিতাকে অসম্মান করিতাম|
     সেই পবিত্র আত্মা অতি নিশ্চিতভাবে সেইসময়ে আমার মধ্যে আমার কৃত পাপের চেতনা আনয়নের কার্য্য শুরু করিয়াছিলেন, কিন্তু আমার সমগ্র ইচ্ছাশক্তি দিয়া আমি ঈশ্বর এবং মন পরিবর্তন সম্বন্ধিত সমস্ত চিন্তা যাহা আমার হইত তাহার সকলই প্রত্যাখ্যান করিয়াছিলাম| আমি এই বিষয়ে চিন্তা করিতে অস্বীকার করিয়াছিলাম, তথাপি আমি এত যন্ত্রণা অনুভব করা বন্ধ করিতে পারি নাই| 2009 সালের, 21শে জুন, রবিবারের সকাল হইতে না হইতে আমি সম্পূর্ণভাবে নিঃশেষিত হইয়াছিলাম| আমি এই সমস্ত বিষয়ে অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম| আমি নিজেকে ঘৃণা করিতে শুরু করিয়াছিলাম, আমার পাপ এবং উহা আমাকে কিরূপ অনুভব করাইত তাহাকে ঘৃণা করিতে শুরু করিয়াছিলাম|
     যখন ডঃ হেইমার্স প্রচার করিতেছিলেন, আমার গর্ব নিদারুণভাবে তাহা প্রত্যাখ্যান করিবার, না শুনিবার চেষ্টা করিতেছিল, কিন্তু তাহার প্রচার চলিতে থাকাকালীন আমি আক্ষরিকভাবেই নিজের আত্মায় আমার সমস্ত পাপ অনুভব করিতে পারিয়াছিলাম| আমি প্রতিটি সেকেন্ড গণনা করিতেছিলাম কখন প্রচার শেষ হইবে, কিন্তু পালক প্রচার চালাইয়া যাইতেছিলেন, এবং আমার পাপসমূহ অন্তহীনভাবে মন্দ হইতে মন্দ হইতেছিল| আমি আর ব্যর্থ প্রতিরোধ করিতে পারিতেছিলাম না, আমাকে অবশ্যই উদ্ধার পাইতে হইত! এমনকী আমাকে যখন আমন্ত্রণ জানানো হইয়াছিল আমি বাধা দিয়াছিলাম, কিন্তু আমি উহা আর সহ্য করিতে পারিতেছিলাম না| আমি জানিতাম যে আমি ছিলাম যতটা সম্ভব হইতে পারে ততটাই মন্দ পাপী এবং আমাকে নরকে যাওয়ার মতন দোষী সাব্যস্ত করিতে ঈশ্বর ন্যায়নিষ্ঠ ছিলেন| সংগ্রাম করিতে গিয়া আমি অতি ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম, আমার যাহা ছিল তাহার সবকিছুতেই আমি ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম| পালক আমাকে পরামর্শ দিয়াছিলেন, এবং খ্রীষ্টের নিকট আসিতে বলিয়াছিলেন, কিন্তু আমি যাই নাই| এমনকী যদি আমার সমস্ত পাপ আমাকে দোষী সাব্যস্ত করিত আমি তখনও যীশুকে পাইতাম না| এই মুহূর্তগুলি ছিল সর্বাপেক্ষা মন্দ যেহেতু আমি অনুভব করিতাম যেন আমাকে পরিত্রাণ করা যাইবে না এবং আমি শুধুমাত্র নরকেই যাইব| আমি ‘‘চেষ্টা করিতেছিলাম’’ পরিত্রাণ লাভ করিতে, আমি ‘‘চেষ্টা করিতেছিলাম’’ খ্রীষ্টকে বিশ্বাস করিতে এবং আমি পারি নাই, আমি পারি নাই আমার ইচ্ছাকে কেবলমাত্র খ্রীষ্টের প্রতি দিতে, আমি খ্রীষ্ট বিশ্বাসী হইবার সিদ্ধান্ত নিতে পারি নাই, এবং ইহা আমাকে অতি আশাহীন অনুভব করাইয়াছিল| আমি অনুভব করিতে পারিতাম যে আমার পাপ আমাকে নীচে নরকের দিকে ঠেলিয়া দিতেছে তাহা সত্ত্বেও আমি অনুভব করিতে পারিতাম আমার অনমনীয়তা বলপূর্বক আমার অশ্রুজল দূরে সরাইয়া দিতেছে| আমি এই দ্বন্দের মধ্যে আটকাইয়া পড়িয়াছিলাম|
     সহসা বহুবছর পূর্বে প্রচারিত একটি ধর্ম্মোপদেশের বাক্য আমার অন্তরে প্রবেশ করিল: ‘‘খ্রীষ্টে সমর্পিত হও! খ্রীষ্টে সমর্পিত হও!’’ আমাকে খ্রীষ্টের প্রতি সমর্পিত হইতে হইবে এই চিন্তা আমাকে এতই আকুল করিয়া তুলিল যে বরাবরের ন্যায় মনে হইতে লাগিল যেন আমি ইহা সহজভাবে পারিব না| যীশু আমার জন্য তাঁহার প্রাণ বিসর্জন দিয়াছেন| সেই প্রকৃত যীশু আমার জন্য ক্রুশারোপিত হইতে গিয়াছিলেন যখন আমি তাঁহার শত্রু ছিলাম এবং আমি তাঁহার প্রতি সমর্পিত হই নাই| এই চিন্তা আমাকে ভগ্ন করিয়াছিল; আমি বাধ্য হইয়াছিলাম সমস্ত কিছু ছাড়িয়া দিতে| আমি আর দীর্ঘক্ষণ নিজেকে ধরিয়া রাখিতে পারি নাই, আমি যীশুকে পাইতে বাধ্য হইয়াছিলাম! সেই মুহূর্তে আমি যীশুতে আত্মসর্পণ করিয়াছিলাম এবং বিশ্বাসে তাঁহার নিকটে আসিয়াছিলাম| সেই মুহূর্তে ইহা মনে হইয়াছিল যেন মরিবার জন্য আমার নিজেকে সমর্পণ করিতে হইবে, এবং তাহার পরে খ্রীষ্ট আমাকে জীবন দান করিবেন! সেখানে আমার মনের কোন সক্রিয়তা অথবা ইচ্ছা ছিল না কিন্তু আমার অন্তঃকরনের সহিত, যীশুতে সাধারনভাবে বিশ্রাম লইবার কারণে, তিনি আমাকে উদ্ধার করিয়াছিলেন! তিনি তাঁহার রক্ত দিয়া ধৌত করিয়া আমার পাপ দূরে সরাইয়া দিয়াছিলেন! সেই নির্দ্দিষ্ট মুহূর্তে, আমি খ্রীষ্টের প্রতিরোধ করা বন্ধ করিয়াছিলাম| ইহা এতই স্বচ্ছ যে আমাকে যাহা করিতে হইয়াছিল তাহা হইল কেবল তাঁহাকে বিশ্বাস করা; আমি সেই সঠিক মুহূর্তটি চিহ্নিত করিতে পারিলাম যখন আমি নিবৃত্ত হইলাম এবং শুধুই খ্রীষ্ট থাকিলেন| আমাকে আত্মসমর্পণ করিতে হইয়াছিল! সেই মুহূর্তে সেখানে কোন শারীরিক অনুভূতি বা আচ্ছন্নকারী আলোক ছিল না, আমার কোন অনুভূতির প্রয়োজন হয় নাই, আমার খ্রীষ্ট ছিল! ইহা ছাড়াও যীশুকে বিশ্বাস করিয়া ইহা অনুভূত হইতেছিল যেন আমার পাপ আমার আত্মা হইতে উঠাইয়া লওয়া হইয়াছে| আমি আমার পাপ হইতে ঘুরিয়া দাঁড়াইলাম, এবং আমি শুধু যীশুর প্রতি তাকাইলাম! যীশু আমাকে রক্ষা করিয়াছিলেন|
     সর্ব্বাপেক্ষা নিম্ন যোগ্যতাসম্পন্ন এক পাপীকে ক্ষমা করিতে কিরূপে যীশু আমাকে নিশ্চিতভাবে ভালবাসিয়াছিলেন যিনি একটি উত্তম মন্ডলীতে পালিত হইতেছিলেন এবং তখনও তাঁহার বিরোধীতা করিতেছিলেন! আমার মন পরিবর্তন বর্ণনা করিতে এবং যীশুর প্রতি আমার ভালবাসা ব্যক্ত করিবার জন্য মনে হয় ভাষা খুব কম পাওয়া যাইবে| খ্রীষ্ট আমার জন্য নিজের জীবন বিসর্জন দিয়াছেন এবং সেই কারণে আমি আমার সর্বস্য তাঁহাকে দিতেছি| এমনকী আমি তাঁহার মন্ডলীতে থুথু ফেলা এবং তাঁহার পরিত্রাণের বিষয়টিকে উপহাস করা সত্ত্বেও যীশু আমার জন্য ক্রুশের বিনিময়ে তাঁহার সিংহাসন ত্যাগ করিয়াছিলেন; কিরূপে আমি কখনও তাঁহার প্রেম এবং অনুগ্রহ যথেষ্টভাবে প্রচার করিতে পারি? যীশু আমার ঘৃণা এবং ক্রোধ দূরে সরাইয়া দিয়াছেন আর পরিবর্তে প্রেম দিয়াছেন| নূতনভাবে শুরু করার পক্ষে তিনি আমাকে অনেক অধিক কিছু দিয়াছেন - তিনি আমাকে একটি নূতন জীবন দান করিয়াছেন| ইহা একমাত্র বিশ্বাসের দ্বারা হইয়াছে যে আমি জানি যীশু আমার সমস্ত পাপ ধৌত করিয়া দূরে সরাইয়া দিয়াছেন, এবং আমি স্বয়ং নিজেকে বিস্মিত হইতে দেখিতেছি যে কিরূপে আমার বাস্তব প্রমাণের অভাবের মধ্যেও আমি ইহা জানিলাম, কিন্তু সর্বদা আমি নিজেকে স্মরণ করাই যে ‘‘বিশ্বাস হইল অপ্রত্যাশিত বিষয়ের নিশ্চয়প্রাপ্তি’’ এবং আমি শান্তি খুঁজিয়া পাই ইহা জানিয়া যে যত্নসহ চিন্তা করিবার পর আমার বিশ্বাস যীশুতে নিশ্চল হইয়াছে| যীশুই আমার একমাত্র উত্তর|
     ঈশ্বর আমাকে যে অনুগ্রহ করিয়াছেন, যে সমস্ত সুযোগ আমার প্রতি সম্প্রসারিত করিয়াছেন, এবং তাঁহার পুত্রের প্রতি আমাকে সজোরে যে আকর্ষণ করিয়াছেন তাহার জন্য আমি অতীব কৃতজ্ঞ কারণ আমি নিজ ইচ্ছা হইতে যীশুর নিকটে কখনও আসিতে পারিতাম না| এইগুলি কেবলমাত্র শব্দ, কিন্তু আমার বিশ্বাস যীশুতে স্থাপিত হইয়াছে, কারণ তিনি আমাকে পরিবর্তিত করিয়াছেন| তিনি আমার ত্রাণকর্তা, আমার বিশ্রাম, এবং আমার পরিত্রাতা, সর্বদা সেইস্থানে বিরাজ করিতেছেন| তিনি আমাকে অত প্রেম করেন যাহার তুলনায় তাঁহার প্রতি আমার প্রেম মনে হইতেছে অতি নগন্য| আমি কখনও তাঁহার জন্য যথেষ্ট দীর্ঘ সময় ধরিয়া অথবা যথেষ্ট আন্তরিকতার সহিত বাঁচিতে পারি না, আমি খ্রীষ্টের জন্য কখনও অত্যধিক কিছু করিতে পারি না| যীশুর সেবা আমার আনন্দ! কিভাবে ঘৃণা করিতে হয় উহাই আমি সর্বসাকুল্যে জানিতাম যাহার পরেও তিনি আমাকে জীবন এবং শান্তি দিয়াছেন| যীশু হইতেছেন আমার লক্ষ্য এবং অভিমুখ| আমি নিজেকে বিশ্বাস করি না, কিন্তু একমাত্র তাঁহার মধ্যেই আশা রাখিতেছি, কারণ তিনি কখনও আমাকে অকৃতকার্য্য করান নাই| খ্রীষ্ট আমার নিকটে আসিয়াছিলেন, এবং এই কারণে আমি তাঁহাকে ছাড়িয়া যাইব না|

আপনি হলেন একজন হারানো পাপী যেমন জন্ কেগান আগে ছিলেন| আমি আপনাকে শুধু সেই কথাই বলতে পারি যা আমি সেই ধর্ম্মোপদেশের শেষে জনের প্রতি বলেছিলাম যখন তিনি পরিত্রাত হয়েছিলেন, ‘‘আপনি পাপী| আপনি হারিয়ে গিয়েছেন| যীশু ছাড়া আর কেউ আপনাকে রক্ষা করতে পারেন না| সেটাই হল কারণ যে আপনার পাপের দেনা শোধ করতে তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন - এবং তাঁর রক্ত দিয়ে সেই সমস্ত পাপ ধৌত করে দূরে সরিয়ে দিয়েছিলেন| যখন আমরা গান গাইব, আপনারা নিজেদের আসন ছেড়ে উঠবেন এবং এখানে নেমে আসবেন! ‘আমি হারিয়ে গিয়েছি! হে, যীশু, তুমি যে রক্ত ক্রুশের উপরে প্রবাহিত করেছ তা দিয়ে আমার পাপ ধুয়ে দূরে সরিয়ে দাও!’ যখন আমরা ‘ক্রুশের নিকটে’ গানটির প্রথম স্তবকটি গাইছি আপনারা এখানে নেমে আসুন|’’ এটা হচ্ছে সেই আমন্ত্রণকারী গান যা আমরা গেয়েছিলাম যখন জন্ কেগান পরিত্রাত হয়েছিলেন| আপনাদের মধ্যে বেশির ভাগ লোকই এটা জানেন| গানটি করুন| এবং যখন তারা গাইছেন, এখানে এই বেদীর কাছে নেমে আসুন এবং যীশুতে বিশ্বাস স্থাপন করুন|

ক্রুশের কাছে রাখ, হে যীশু নিত্য আমায়
   বহুমূল্য স্বাস্থ্যকর স্রোত বহে তথায়|
ক্রুশেতে ক্রুশেতে চির শ্লাঘা আমার
   তারই গানে নির্ভয়ে যাব নদীর ওপার|
(“Near the Cross” by Fanny J. Crosby, 1820-1915) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ এরন ইয়ান্সি: রোমীয় 10:9-14 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Near the Cross” (by Fanny J. Crosby, 1820-1915) |


খসড়া চিত্র

একজন যুবক প্রচারকের মন পরিবর্তনে ব্যবহৃত
পাঁচটি ধর্ম্মোপদেশ

FIVE SERMONS USED IN THE CONVERSION
OF A YOUNG EVANGELIST

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে?’’ (রোমীয় 10:14)|

I.    প্রথম, “যাহারা পরিত্রাণ হইতে খুব দূরে নয় তাহাদের উৎসাহ প্রদান”
(2009 সালের, 7ই জুন, রবিবারের সকালে প্রচারিত)|
মার্ক 12:34 |

II.   দ্বিতীয়, “আধুনিক ক্যালভিন মতবাদ এবং প্রকৃত মন পরিবর্তন”
(2009 সালের, 7ই জুন, রবিবারের সন্ধ্যায় প্রচারিত)|
II করিন্থীয় 5:17 |

III.  তৃতীয়, “শুধুমাত্র প্রার্থনা এবং উপবাস” (2009 সালের, 14ই জুন,
রবিবারের সকালে প্রচারিত)| মার্ক 9:29 |

IV.  চতুর্থ, “বিবেক এবং মন পরিবর্তন” (2009 সালের, 14ই জুন,
রবিবারের সন্ধ্যায় প্রচারিত)| রোমীয় 2:15; I তিমথীয় 4:2;
যোহন 3:18; ইব্রীয় 9:14 |

V.   পঞ্চম, “শুষ্ক অস্থির উপত্যকা” (2009 সালের, 21শে জুন,
যেদিন জন্ কেগান পরিত্রাণ পেয়েছিলেন সেদিন সকালে
আমি এই প্রচার করেছিলাম)| যিহিষ্কেল 37:5; যোনা 2:9 |