Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




খ্রীষ্টের ক্ষত

THE WOUNDS OF CHRIST
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 26শে জুন, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, June 26, 2016

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|


আমি খ্রীষ্টের ক্ষতের বিষয়ে প্রচার করতে যাচ্ছি| তাঁকে একটি ক্রুশের উপরে পেরেক বিদ্ধ করা হয়েছিল| মৃত্যু থেকে পুনরুত্থানের পরে তখনও তাঁর দুই হাতে ও পায়ে গর্তগুলি ছিল| মৃত্যু থেকে পুনরুত্থানের পর তিনি সেই ক্ষতগুলি তাদের দেখিয়েছিলেন| আপনার পাপের সম্পূর্ণ দেনা শোধ করার জন্য তিনি পেরেকবিদ্ধ হয়েছিলেন| আপনার পাপ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ হল যীশুর কাছে আসা এবং তাঁকে বিশ্বাস করা|

কিন্তু আপনি কখনও যীশুকে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজের পাপের অপরাধ অনুভব করছেন| একজন ভাল মানুষ হওয়ার মাধ্যমে আপনি স্বয়ং নিজেকে উদ্ধারের চেষ্টা করবেন| কিন্তু আপনি একথা মানতে চান না যে আপনি একজন হারানো পাপী| আপনি স্বীকার করতে চান না যীশুই একমাত্র আছেন যিনি ক্রুশের উপরে তাঁর নিজের মৃত্যুর দ্বারা আপনাকে উদ্ধার করতে পারেন| আপনি স্বীকার করতে চান না যে আপনি একজন পাপী যেমন কাই পেরন্গ ছিলেন| কাই বলেছিলেন, ‘‘আমি জানিতাম যে আমি একজন পাপী ছিলাম| আমি এক উত্তম শিশু হইবার চেষ্টা করিয়াছিলাম, আমি কত কঠিন চেষ্টা করিয়াছিলাম তাহা কোন বিষয় নয় কিন্তু আমি নিজেকে পরিবর্তন করিতে পারি নাই| আমি অনুভব করিয়াছিলাম যে আমি একজন পতিত পাপী ছিলাম, যাহাতে আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছিলাম...আমি অনুভব করিয়াছিলাম যে আমি আশাহীন ছিলাম|’’ গত রবিবারের সকালের প্রচারে আমি পাঠ করেছিলাম এই বাক্যগুলিই যে, আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি| আমি অনুভব করেছিলাম যে আমি ছিলাম এক পাপী| আমি অনুভব করতাম যে আমি ছিলাম আশাহীন| তা সত্ত্বেও মাত্র কয়েক ঘন্টা পরে আমি একটি চীনা মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে সে উদ্ধার পেয়েছে কি না| মেয়েটি বলেছিল, ‘‘হ্যাঁ|’’ আমি তাকে প্রশ্ন করেছিলাম কিভাবে সে উদ্ধার পেয়েছিল| সে বলেছিল যে সে নিজেকে পরিবর্তন করেছিল এবং একজন উত্তম মানুষে পরিণত হয়েছিল| সে বলেছিল বর্তমানে সে তার বাবা-মায়ের বাধ্য হয়েছে| সে স্বয়ং নিজেকে এক উত্তম মানুষে পরিবর্তন করেছে! সে যা বলেছিল আমি তা বড় একটা বিশ্বাস করতে পারিনি! সে নিজেকে পরিবর্তন করেছে| সে নিজেকে এক উত্তম মানুষে পরিণত করেছে! অবিশ্বাস্য!

মেয়েটি বহুদিন যাবৎ আমাদের মন্ডলীতে রয়েছে| সে আমার প্রচার অনেক অনেকদিন ধরে শুনেছে, যাতে বলা হত আপনি নিজেকে পরিবর্তিত করে এবং একজন উত্তম মানুষে পরিণত করে উদ্ধার পেতে পারেন না| সে আমাকে বহু বহুবার বলতে শুনেছে যে, আপনি কেবলমাত্র যীশুর দ্বারা পরিত্রাত হতে পারেন, যিনি আপনার পাপের দেনা শোধ করার জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| তবুও সেই সমস্ত প্রচার কোনভাবেই তার কোন মঙ্গল করেনি! এই ভাবনাকে সে সঠিক মনে করেছিল যে সে নিজেকে পরিবর্তন করতে পারবে এবং নিজেকে উদ্ধার করতে পারবে| এমনকী সে যীশুর নামও উল্লেখ করেনি| সে এমনকী তাঁর পাপ-প্রায়শ্চিত্তকারী রক্তের কথাও উল্লেখ করেনি! একবারও না! এমনকী একবারের জন্য হলেও সে যীশুর নাম উচ্চারণ করেনি!

আজ সকালে আমি আপনাকে বলছি - আপনি কখনও পরিত্রাণ পাবেন না যতক্ষণ না অনুভব করছেন যে আপনি হলেন একজন আশাহীন পাপী| যদি আপনি কখনও অনুভব না করেন যে আপনি হলেন এক আশাহীন পাপী তাহলে আপনি আপনার নিজের জন্য যীশুর প্রয়োজন অনুভব করবেন না - যিনি আপনার পাপের দেনা শোধ করার জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে চলেছেন| এবং আজ সকালে আপনার কাছে আমার এই ধর্ম্মোপদেশের কোন অর্থ থাকবে না - যদি না পবিত্র আত্মা আপনাকে পাপপূর্ণ এবং আশাহীন বলে অনুভব করান| একমাত্র যখন আপনি নিজেকে পাপপূর্ণ এবং আশাহীন বলে অনুভব করবেন কেবল তখনই বুঝতে পারবেন যে কেন যীশু তাদেরকে নিজের দুই হাত ও পায়ের পেরেকের গর্তগুলি দেখিয়েছিলেন|

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

তিনি তাঁর দুই হাত ও পায়ের সমস্ত ক্ষত তাদেরকে দেখিয়েছিলেন কেন? এর কারণ কি ছিল? কেন তিনি নিজের ক্ষতগুলি তাদের দেখিয়েছিলেন? কেন তার তিনটি কারণ আমি আপনাদের বলব,

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

I. প্রথমত, যীশু তাদেরকে নিজের ক্ষতগুলি দেখিয়েছিলেন যেন আমরা জানি যে তিনি সেই ব্যক্তি ছিলেন যাঁকে ক্রুশের উপরে ক্রুশারোপিত করা হয়েছিল |

জ্ঞানবাদী ভ্রান্তমত বলছে যে যীশু প্রকৃতপক্ষে ক্রুশের উপরে মারা যাননি| মুসলমানদের কোরান বলছে যে যীশু ক্রুশের উপরে মারা যাননি| সেখানে বর্তমানে অনেক লোক আছেন যারা বিশ্বাস করেন না যে ঈশ্বর তাঁর পুত্রকে এমন ভয়ঙ্কর মৃত্যুবরণ করতে দেবেন| যীশু জানতেন যে তাঁর ক্রুশারোপনের বিষয়ে সেখানে অবিশ্বাস উৎপন্ন হবে| সেটাই হচ্ছে প্রথম কারণ যে কেন,

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

যীশু চেয়েছিলেন প্রত্যেকেই জানুক যে তিনি প্রকৃতই দুঃখভোগ করেছিলেন এবং ক্রুশের উপরে মারা গিয়েছিলেন| সেইজন্যে, তিনি সমস্ত শিষ্যদের তাঁর ক্ষত দেখতে, এবং এমনকী তা স্পর্শ করতেও দিয়েছিলেন| প্রেরিত যোহন, যিনি একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, সেই প্রসঙ্গে বলেছিলেন ‘‘যাহা আমরা শুনিয়াছি, যাহা আমরা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি’’ (I যোহন 1:1)| ডঃ ওয়াটস্ বলেছিলেন,

ঐ দেখ, তাঁহার শির, ও হস্ত, তাঁর পায়ে কর দৃষ্টিপাত,
   তাহা হইতে প্রেম ও দুঃখ উভয় মিশ্রিত হইয়া পতিত হয়:
এই প্রেম ও দুঃখের বিমিশ্রন, হইয়াছে কি আর কদাচন?
   এইরূপ অমূল্য কন্টকময় কিরীট কি কভু সজ্জিত হয়?
(“When I Survey the Wondrous Cross” by Isaac Watts, D.D., 1674-1748) |

ক্রুশেতে, ক্রুশেতে,
   চির শ্লাঘা আমার;
তাহারই গুণে নির্ভয়ে
   যাইব নদীর ওপার|
(“Near the Cross” by Fanny J. Crosby, 1820-1915) |

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

II. দ্বিতীয়ত, যীশু তাদেরকে তাঁর ক্ষত দেখিয়েছিলেন যেন আমরা জানি যে তিনি আমাদের পাপের পরিবর্তে দূঃখভোগ করেছিলেন |

ব্যাপ্তাইজক যোহন বলেছিলেন,

‘ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান’’ (যোহন 1:29)|

কিন্তু তিনি সঠিকভাবে বলেননি যে কিভাবে যীশু আমাদের সমস্ত পাপ নিয়ে যাবেন| মৃত্যু থেকে যীশুর পুনরুত্থান না হওয়া অবধি সেটা তাদের কাছে বোধগম্য ছিল না যে যীশু,

‘‘...আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন’’ (I পিতর 2:24)|

এটা হয়েছিল শুধুমাত্র তাঁর হাতে ও পায়ে পেরেকের চিহ্ন দেখার পরে যাতে তারা জেনেছিল,

‘‘কারণ খ্রীষ্টও একবার পাপসমূহের জন্য দুঃখভোগ করিয়াছিলেন, সেই ধার্ম্মিক ব্যক্তি অধার্ম্মিকদের নিমিত্ত, যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান’’ (I পিতর 3:18)|

সেটা হল দ্বিতীয় কারণ,

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

তিনি চেয়েছিলেন যেন আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের পাপের দেনা শোধ করার জন্য তিনি ক্রুশের উপরে দুঃখভোগ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, যাতে আমাদের পাপ এবং নরক থেকে রক্ষা করা যায়| তিনি চেয়েছিলেন যেন আমরা তাঁর দুই হাত ও পায়ের পেরেকের চিহ্নগুলি দেখি যাতে আমরা জানতে পারি যে ক্রুশে থাকাকালীন তাঁর উপরে ঈশ্বরের ক্রোধ পতিত হয়েছিল, যা হয়তো আমরা জানি

‘‘...খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্ম্মিক গণিত হয়: তাঁহাকেই ঈশ্বর তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন’’ (রোমীয় 3:24-25)|

সেই কারণে,

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

ডঃ ওয়াটসের গানটি করুন!

ঐ দেখ, তাঁহার শির, ও হস্ত, তাঁর পায়ে কর দৃষ্টিপাত,
   তাহা হইতে প্রেম ও দুঃখ উভয় মিশ্রিত হইয়া পতিত হয়:
এই প্রেম ও দুঃখের বিমিশ্রন, হইয়াছে কি আর কদাচন?
   এইরূপ অমূল্য কন্টকময় কিরীট কি কভু সজ্জিত হয়?

"ক্রুশেতে|" গানটি করুন!

ক্রুশেতে, ক্রুশেতে,
   চির শ্লাঘা আমার;
তাহারই গুণে নির্ভয়ে
   যাইব নদীর ওপার|

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

III. তৃতীয়ত, যীশু তাদেরকে তাঁর ক্ষত দেখিয়েছিলেন যেন আমরা জানি যে তিনি যুগ যুগ ধরে পরিত্রাতা |

আমাদের অনন্ত মুক্তি দেওয়ার জন্য খ্রীষ্ট তাঁর সমস্ত ক্ষত এবং তাঁর রক্ত নিজের সাথে স্বর্গে নিয়ে গিয়েছিলেন|

‘‘কেননা খ্রীষ্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই, এ ত প্রকৃত বিষয়গুলির প্রতিরূপমাত্র; কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন’’ (ইব্রীয় 9:24)|

স্বর্গে ঈশ্বরের ডান পাশে উপবিষ্ট থেকে, যীশুর ক্ষত সবসময়ে এবং চিরকালের জন্য ঈশ্বর এবং স্বর্গদূতদের কাছে স্মরণীয় যাতে,

‘‘আর তিনিই আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত: কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক’’ (I যোহন 2:2)|

তা সত্ত্বেও বর্তমানে জগতের বেশির ভাগ লোক যীশুকে অস্বীকার করে| অধিকাংশ লোক নিজেদের সু-আচরন এবং তাদের নিজস্ব ধর্ম্মীয় বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পেতে চান| সেইজন্যে তারা যীশুকে প্রত্যাখান করেন, যিনি হলেন পরিত্রাণের জন্য ঈশ্বরের উপায়| যীশু হলেন ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ কারণ তিনিই হলেন একমাত্র সেই একজন যিনি আমাদের পাপের দেনা শোধ করার জন্য দুঃখভোগ এবং মৃত্যুবরণ করেছিলেন| অন্য কোন ধর্ম্মীয় নেতা এইরকম করেননি - কনফুসিয়াস নন, বুদ্ধ নন, মহম্মদ নন, যোষেফ স্মিথ নন, অন্য কেউ নয়! একমাত্র যীশু খ্রীষ্ট এটা বলতে পেরেছিলেন,

‘‘কিন্তু তিনি আমাদের অধর্ম্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন: আমাদের শান্তিজনক শাস্তি তাহাদের তাঁহার উপরে বর্ত্তিল; এবং তাঁহার ক্ষতসকল দ্বারা আমাদের আরোগ্য হইল’’ (যিশাইয় 53:5)|

কেবলমাত্র যীশু সম্পর্কে বলতে পারা যায়,

‘‘খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন’’ (I তীমথিয় 1:15)|

কেবলমাত্র যীশু সম্পর্কে এটা বলতে পারা যায়,

‘‘কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন’’ (রোমীয় 5:8)|

সেটাই হল কারণ যে,

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

ডঃ ওয়াটসের গানটি আবার করুন!

ঐ দেখ, তাঁহার শির, ও হস্ত, তাঁর পায়ে কর দৃষ্টিপাত,
   তাহা হইতে প্রেম ও দুঃখ উভয় মিশ্রিত হইয়া পতিত হয়:
এই প্রেম ও দুঃখের বিমিশ্রন, হইয়াছে কি আর কদাচন?
   এইরূপ অমূল্য কন্টকময় কিরীট কি কভু সজ্জিত হয়?

"ক্রুশেতে|" গানটি আবার করুন!

ক্রুশেতে, ক্রুশেতে,
   চির শ্লাঘা আমার;
তাহারই গুণে নির্ভয়ে
   যাইব নদীর ওপার|

এমনকী যখন যীশু দ্বিতীয়বার আসেন, তখনও তিনি ক্রুশারোপনের সেই সমস্ত চিহ্ন তাঁর দুই হাতে ও পায়ে ধারণ করে আসবেন| সেই ভাববাদী সখরিয়র মাধ্যমে, খ্রীষ্ট বলেছিলেন,

‘‘তাহাতে তাহারা যাঁহাকে বিদ্ধ করিয়াছে, সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে, এবং তাঁহার জন্য বিলাপ করিবে’’ (সখরিয় 12:10)|

জীবিত অবস্থায় যাহারা খ্রীষ্টের প্রতি ফেরেননি, তারা নরকে অনন্তকাল ধরে দুঃখে বিলাপ করবে| মহান স্পারজিয়ন বলেছিলেন, ‘‘ঐ উন্মুক্ত হস্ত এবং বিদ্ধ কুক্ষিদেশ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এমনকী আপনার বিরুদ্ধে যাইবে, যদি আপনি তাঁহাকে অস্বীকার করিয়া মারা যান, এবং মন্দ কার্য্যের দ্বারা খ্রীষ্টের অনন্তকালীন শত্রুতায় প্রবেশ করেন’’ (C. H. Spurgeon, “The Wounds of Jesus,” The New Park Street Pulpit, Pilgrim Publications, volume V, p. 237)|

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

কিন্তু আবার, স্পারজিয়ন বলেছিলেন,

দীন পাপী...আপনি কি [খ্রীষ্টের প্রতি] আসিতে ভীত হইতেছেন? তাহা হইলে তাঁহার হস্তদ্বয়ের প্রতি দৃষ্টিপাত করুন - তাঁহার হস্তদ্বয়ের প্রতি দৃষ্টিপাত করুন, উহারা কি আপনাকে আবিষ্ট করিবে না?...তাঁহার কুক্ষিদেশের প্রতি দৃষ্টিপাত করুন, সেস্থানে তাঁহার হৃদয়ে প্রবেশের নিমিত্ত একটি সহজ উপায় রহিয়াছে| তাঁহার কুক্ষিদেশ উন্মুক্ত| তাঁহার কুক্ষিদেশ [আপনার প্রতি] উন্মুক্ত... হে পাপী, তাঁহার ক্ষতসকল বিশ্বাস করিতে আপনাকে কি সাহায্য করিতে হইবে! তাহারা বিচ্যুত হইতে পারে না; খ্রীষ্টের ক্ষত তাহাদের আরোগ্য করিবে যাহারা তাঁহার উপরে তাহাদের বিশ্বাস অর্পন করিবেন (আইবিড., পৃষ্ঠা 240)|

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

পুরানো স্যালভেশন আর্মির, ইভেন্জিলাইন বুথ, সুন্দরভাবে এটি প্রকাশ করেছেন,

খ্রীষ্টের ক্ষতসকল উন্মুক্ত,
   পাপী, তাহারা তোমার জন্য নির্মিত;
খ্রীষ্টের ক্ষতসকল উন্মুক্ত,
   সেখানে আশ্রয়স্থল অদৃশ্য|
(“The Wounds of Christ” by Evangeline Booth, 1865-1950) |

যীশুর কাছে আসুন| যীশুকে বিশ্বাস করুন| আপনার পাপের দেনা শোধ করার জন্য যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| যীশুর কাছে আসুন| যীশুকে বিশ্বাস করুন| একজন উত্তম মানুষে পরিণত হওয়ার প্রচেষ্টা বন্ধ করুন| তা আপনাকে কখনও উদ্ধার করবে না| একমাত্র যীশুই আপনাকে পাপ এবং নরক থেকে উদ্ধার করতে পারেন! আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: যোহন 20:24-29 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“The Wounds of Christ” (by Evangeline Booth, 1865-1950) |


খসড়া চিত্র

খ্রীষ্টের ক্ষত

THE WOUNDS OF CHRIST

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|

‘‘তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন’’ (লূক 24:40)|

(যোহন 19:34, 35, 41; 20:1, 5, 6-7, 9, 19;
লূক 24:37-40; যোহন 20:27)

I.      প্রথমত, যীশু তাদেরকে নিজের ক্ষতগুলি দেখিয়েছিলেন যেন আমরা জানি যে তিনি সেই ব্যক্তি ছিলেন যাঁকে ক্রুশের উপরে ক্রুশারোপিত করা হয়েছিল,
I যোহন 1:1 |

II.    দ্বিতীয়ত, যীশু তাদেরকে তাঁর ক্ষত দেখিয়েছিলেন যেন আমরা জানি যে তিনি আমাদের পাপের পরিবর্তে দূঃখভোগ করেছিলেন, যোহন 1:29; I পিতর 2:24; 3:18;
রোমীয় 3:24-25 |

III.  তৃতীয়ত, যীশু তাদেরকে তাঁর ক্ষত দেখিয়েছিলেন যেন আমরা জানি যে তিনি যুগ যুগ ধরে পরিত্রাতা, ইব্রীয় 9:11-12, 24; I যোহন 2:2; যোহন 14:6; যিশাইয় 53:5;
I তীমথিয় 1:15; রোমীয় 5:8; সখরিয় 12:10 |