Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




শুচিকৃত রক্ত

THE CLEANSING BLOOD
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র।
by Dr. R. L. Hymers, Jr.

২০১৫ সালের, ৪ঠা অক্টোবর, সদাপ্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, October 4, 2015

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে”
(১ম যোহন ১:৭)|

যীশু যখন যোহনকে শিষ্য হওয়ার জন্য আহ্বান করেছিলেন তখন তিনি ছিলেন এক কিশোর| কিন্তু তিনি ছিলেন এক চমৎকার যুবক| যীশুর প্রতি তার অন্তরঙ্গতা গেৎসিমানী উদ্যানে দেখতে পাওয়া যায়| যখন যীশু উদ্যানের আরও গভীরে অন্ধকারের মধ্যে চলে গিয়েছিলেন তিনি অন্যান্য শিষ্যদের উদ্যানের ধারে অপেক্ষায় রেখে গিয়েছিলেন| তিনি শুধু যোহন এবং অন্য দুইজন শিষ্যকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, যেহেতু তিনি “অত্যন্ত বিস্ময়াপন্ন, ও উৎকন্ঠিত হইতে লাগিলেন; তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত্য দুঃখার্ত্ত হইয়াছে: তোমরা এখানে থাক, আর জাগিয়া থাক” (মার্ক ১৪:৩৩, ৩৪)|

যখন সৈন্যেরা যীশুকে বন্দী করার জন্য এসেছিল, অন্য শিষ্যেরা তাঁকে পরিত্যাগ করেছিল এবং ছুটে পালিয়ে গিয়েছিল| কিন্তু যোহন পরের দিন সকালে ক্লান্তিভরে কালভেরীর পথে হেঁটেছিলেন, যীশুকে অনুসরণ করছিলেন যেহেতু তিনি তাঁর ক্রুশ নিজেই বহন করে নিয়ে যাচ্ছিলেন ক্রুশারোপনের জায়গাতে| যেখানে অন্যান্য শিষ্যেরা ভয়ে লুকিয়ে ছিল, সেখানে এই কিশোরটি ছিলেন একমাত্র একজন যিনি খ্রীষ্টের মাকে নিরাপদে রেখেছিলেন, যেহেতু সেই মহিলা দেখছিলেন যে তার ছেলে ক্রুশের উপরে মারা যাচ্ছে| কাজেই যোহন ছিলেন একমাত্র শিষ্য যিনি সেই দিনে যীশুকে মারা যেতে দেখেছিলেন| বাকি শিষ্যেরা সকলেই, ঘরের দরজায় তালা দিয়ে লুকিয়ে ছিল|

যীশু ক্রুশের উপর থেকে নিচে যোহন এবং তাঁর মায়ের দিকে তাকিয়েছিলেন| তিনি যোহনকে বলেছিলেন তাঁর মায়ের প্রতি যত্ন নিতে| তিনি শুনেছিলেন যীশু বলছেন, “আমার পিপাসা পাইয়াছে|” যখন যীশু ক্রুশের উপরে মারা যাচ্ছেন সেইসময়ে যোহন যীশুকে “ইহা সমাপ্ত হইল” বলতে শুনেছিলেন| কিন্তু এমনকী তখনও যোহন সেই ক্রুশারোপিত পরিত্রাতার সামনে থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেননি| যোহন লক্ষ্য করেছিলেন যে সৈন্যদের মধ্যে একজন বর্শার ফলা দিয়ে যীশুর কুক্ষিদেশ বিদ্ধ করল| “এবং [তৎক্ষণাৎ] তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল” (যোহন ১৯:৩৪)| পরে তিনি এইসব কথা খুব যত্ন সহকারে লিখেছিলেন, “যেন তোমরাও বিশ্বাস কর” (যোহন ১৯:৩৫)|

যখন আমার মা মারা যান তখন আমি এলিনা এবং আমার সন্তানদের নিয়ে গাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে গিয়েছিলাম| সেখানে আমি তার ঘরের দিকে কয়েক পা হাঁটার পরেই এক মুহূর্তের জন্য, দেখতে পেলাম যে, আমার মায়ের জীর্ণ, ভগ্ন দেহ ইতিমধ্যেই একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগে ভরে ফেলা হয়েছে| মাকে কেউ আটপৌরে পোষাকে দেখে ফেলুক সেই বিষয়ে আমার মা বড় লাজুক ছিলেন| যখন প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে আমি মায়ের দুটি পা দেখলাম আমি আমার ছেলেদের হল ঘরে ফেরত পাঠিয়ে দিলাম| কিন্তু সেই কয়েক মুহূর্তের জন্য মায়ের পা দেখার দৃশ্যটি আমার মস্তিষ্কে চিরকালের জন্য গেঁথে গিয়েছিল| সেটা ছিল আঠারো বছর আগেকার ঘটনা| আমি আমার মনে সেটা এখনও দেখতে পাই যেন ঘটনাটি মাত্র গতকালকেই ঘটেছে|

আর যোহনের বেলাতেও এইরকটাই হয়েছিল| তিনি যীশুর কুক্ষিদেশে বর্শার ফলা বিদ্ধ হতে দেখেছিলেন| তিনি দেখেছিলেন তাঁর ক্ষত থেকে প্রবলভাবে রক্ত বের হচ্ছে| তিনি কখনও সেটা ভুলতে পারেননি| ষাট বছর পরে, একজন অতি বৃদ্ধ মানুষ হিসাবে, সর্বশেষ জীবিত শিষ্য, যোহন তখনও ভাবতেন যীশুর সেই রক্তের কথা যা তিনি সেদিন দেখেছিলেন| একজন বয়স্ক মানুষের কাঁপা কাঁপা হাতে, তিনি এক টুকরো পার্চমেন্ট কাগজের উপরে এই বাক্যগুলি লিখেছিলেন, “তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে” (১ম যোহন ১:৭)| যীশুর রক্ত যোহনের কাছে এত গুরুত্বপূর্ণ কেন?

১| প্রথমত, এ হল ঈশ্বরের পুত্র, যীশুর রক্ত |

আপনি জানবেন, এটা যার তার রক্ত ছিল না| ডঃ ডব্লিউ. এ. ক্রিসওয়েল, যিনি টেক্সাসের, ডালাসে অবস্থিত প্রথম ব্যাপটিষ্ট মন্ডলীতে প্রায় ষাট বছর ধরে বসবাসকারী পালক, বলেছিলেন,

তিনি ছিলেন মাংসে অবতীর্ণ ঈশ্বর| প্রেরিত ২০:২৮ পদে প্রাচীন ইফিষীয়দের উদ্দেশ্যে বলা পৌলের সেই বাক্য যা বলছে, “তোমরা আপনাদের বিষয়ে সাবধান হও, এবং…ঈশ্বরের সেই মন্ডলীকে পালন কর, যাহাকে তিনি নিজের রক্তের দ্বারা ক্রয় করিয়াছেন” তার তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ বাক্য সেখানে আর একটিও ছিল না| কোন কোন লোকের মতে [জন ম্যাকাআর্থারের ন্যায়], সেখানে সেই বিবরণ অমার্জিতভাবে, অসৎ উপায়ে, কর্কশভাবে, অপরিশোধিতভাবে দেওয়া হইয়াছে, যেন উহা ছিল ঈশ্বরের রক্ত যাহা ক্রুশের উপরে সেচিত হইয়াছিল| প্রকৃতই তিনি ছিলেন মাংসে মূর্তিমান ঈশ্বর যিনি আত্মার দ্বারা পরিচালিত হইয়াছিলেন আমাদের প্রায়শ্চিত্তের জন্য বলিদান করাইতে…অতিশয় ক্ষমতাসহ, খ্রীষ্টের রক্ত…আমাদের নীতিবোধকে জীবন্ত ঈশ্বরের সেবা করিবার জন্য মৃতকর্মসকল হইতে শুচি করিয়াছেন…খ্রীষ্টের রক্ত, যাহা অনন্তকালীন আত্মার মাধ্যমে নিজেকে ঈশ্বরের নিকট উৎসর্গ করিয়াছে, আমাদের বিশোধন করে, শুচি করে, ধৌত করে, আমাদের সম্পূর্ণ করে| (W. A. Criswell, Ph.D., “The Blood of Jesus,” The Compassionate Christ, Crescendo Book Publications, 1976, p. 72)|

প্রেরিত ২০:২৮ পদের বিষয়ে, ম্যাকআর্থার বলেছেন, “পিতা এবং প্রভু যীশুর একাত্বের বিষয়ে পৌলের বিশ্বাস এতটাই প্রবল ছিল যে তিনি খ্রীষ্টের মৃত্যুর বিষয় এইভাবে বলিতে পারিতেন যে ঈশ্বরের রক্ত সেচন করা – যাহার কোন দেহ নাই এবং সেই কারণে রক্ত নাই” (The MacArthur Study Bible; note on Acts 20:28)| কাজেই, এর পরিপ্রেক্ষিতে ডঃ ম্যাকআর্থার বলেছেন যে পৌল ঠিক বলেননি যে, ঈশ্বরের “রক্ত নাই|” সেটা একটা বিপদজনক বিবৃতি, কারণ মনে হচ্ছে যেন এটা ট্রিনিটি মতবাদের ভিত্তি দূর্বল করে দিচ্ছে| আমরা ম্যাকআর্থারের বিবৃতিকে প্রত্যাখান করছি| আমরা পৌল এবং ডঃ ক্রিস্ওয়েলের পক্ষে দাঁড়াচ্ছি, যারা বলেছিলেন, “ইহা ছিল ঈশ্বরের রক্ত যাহা ক্রুশের উপরে সেচিত হইয়াছিল” (ibid.)|

২| দ্বিতীয়ত, এ হচ্ছে যীশু খ্রীষ্টের রক্ত যা আমাদের পাপ থেকে শুচি করে |

প্রেরিত যোহন বলেছিলেন,

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে” (১ম যোহন ১:৭)|

ডঃ ম্যাকগী বলেছিলেন, “শুচিকৃত শব্দটি হইতেছে বর্তমান কাল – খ্রীষ্টের রক্ত ক্রমাগতভাবে আমাদিগকে আমাদের কৃত সমস্ত পাপ হইতে শুচি করিয়া চলিতেছে” (Thru the Bible; note on I John 1:7)| এর মানে হচ্ছে যে আজকের দিনেও ঈশ্বরের রক্তের অস্তিত্ব আছে| “শুচিকৃত” শব্দটির বর্তমান কাল আমাদের দেখাচ্ছে যে এমনকী আজকের দিনেও, বর্তমান কালে, খ্রীষ্টের রক্ত আমাদের শুচি করার জন্য উপলভ্য আছে| ম্যাকআর্থার সেটা বিশ্বাস করতেন না| তিনি বলেছিলেন, “খ্রীষ্টের নিজস্ব মাংসিক রক্ত, নিজে নিজে, পাপ হইতে শুচি করে না” (The MacArthur New Testament Commentary on Hebrews, p. 237)| এটা মিথ্যা কথা!

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি [বর্তমান কাল] করে” (১ম যোহন ১:৭)|

ডঃ মার্টিন লয়েড-জোন্স বলেছিলেন,

আমাদের সুসমাচার হইতেছে রক্তের সুসমাচার; রক্তই হইতেছে ভিত্তি; ইহা ব্যতীত সেখানে কিছুই নাই (The Way of Reconciliation, Ephesians 2, Banner of Truth Trust, p. 240)|

আবার, ডঃ লয়েড-জোন্স বলেছিলেন,

কোন ব্যক্তি প্রকৃত সুসমাচার প্রচার করিতেছেন কি না তাহার চূড়ান্ত পরীক্ষা হইতেছে, ইহা লক্ষ্য করা যে তিনি ‘সেই রক্তের’ উপরে জোর আরোপ করিতেছেন কি না| ক্রুশ এবং মৃত্যুর বিষয়ে আলোচনা করাই যথেষ্ট নহে; আসল পরীক্ষা হইতেছে ‘সেই রক্ত’ (ibid., p. 331)|

ডঃ সি. এল. কেগান হচ্ছেন আমাদের মন্ডলীর সহকারী পালক| ডঃ কেগান তার মন পরিবর্তনের আগে জন ম্যাকআর্থারের মন্ডলীতে, প্রত্যেক রবিবারে প্রায় এক বছর অবধি যোগদান করেছিলেন| ডঃ কেগান বলেছিলেন, “আমি মন পরিবর্তনের আগে তাহার প্রচারের মধ্যে বসিয়া থাকিতাম| তিনি আমার পালক ছিলেন| তিনি আমাকে বাইবেলের শিক্ষা দিয়াছিলেন…আমি আজকের দিনেও ইহার একটি বিশাল লেনদেনের কথা মনে করিতে পারি| যদিও, তাহার প্রচারের অধীনে থাকাকালীন আমার মন পরিবর্তন করান হয় নাই…ডঃ ম্যাকআর্থারের সিদ্ধান্তবাদের প্রভুত্বমূলক রূপ আমার নিকট প্রকট হইয়াছিল কর্মের দ্বারা পরিত্রাণের মাধ্যমে…আমি বিশ্বাস করি যে আমাদের সুসমাচারমূলক প্রচারে আমাদের অবশ্যই খ্রীষ্টের রক্তের উপর সুস্পষ্ট ধারনা দেওয়া উচিৎ…যদি আমরা ইচ্ছা করি সেই মহান সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রচার করিবার যাহা ঈশ্বর বহু সংখ্যক আত্মার মন পরিবর্তন করিতে ব্যবহার করিতে পারেন” (Preaching to a Dying Nation, The Baptist Tabernacle of Los Angeles, 1999, pp. 183, 184)|

আমি সম্পূর্ণভাবে ডঃ লয়েড-জোন্সের সঙ্গে একমত যে “ক্রুশ এবং মৃত্যুর [খ্রীষ্ট বিষয়ক] বিষয়ে আলোচনা করাটাই যথেষ্ট নয়…কোন ব্যক্তি প্রকৃত সুসমাচার প্রচার করিতেছেন কি না তাহার চূড়ান্ত পরীক্ষা হইতেছে, ইহা লক্ষ্য করা যে তিনি ‘রক্তের’ উপরে জোর আরোপ করিতেছেন কি না|” আমেন! আমি আনন্দিত যে ডঃ লয়েড-জোন্স সেটা বলেছিলেন! প্রায় ৫৮ বছর ধরে আমি সুসমাচার প্রচার করে চলেছি| আমার অভিজ্ঞতার দ্বারা আমি এটা জানি হারানো পাপীদের এটা শোনার প্রয়োজন আছে যে যীশু তাঁর রক্তের দ্বারা তাদের সকলকে সমস্ত পাপ থেকে শুচি করতে পারেন| তারা পরিত্রাত হবে না, নিয়ম অনুসারে, নরকের উপরে প্রচারের দ্বারা, অথবা বাইবেলের ভাববাণী প্রচারের দ্বারা – এগুলি শুরু শুরুতে ঠিক মনে হতে পারে, কিন্তু যখন আমরা “ব্যবস্থার মধ্যে প্রবেশ করি” – মন পরিবর্তনের ব্যবস্থার মধ্যে – তখন আমাদের অবশ্যই পরিত্রাতার রক্তের উপরে সুসমাচার প্রচার করতে হবে|

রক্তের উপরে সুসমাচার কেবলমাত্র হারানো লোকেদের জন্য নয়| কোন কোন সময আমি চিন্তা করি, “হে ঈশ্বর! তোমার পুত্রের রক্ত ব্যাতিরেকে কিভাবে আমি একটি দিনও বাঁচিব!” কোন কিছুই আমার হৃদয়কে আনন্দিত করে না, আমার দুঃখের সময়ে, যেমন আমাকে আনন্দিত করে খ্রীষ্টের রক্ত! এটা হল আমার দুঃখ এবং বিষন্নতার সময়কার খাদ্য এবং পানীয়|

শুচিকৃত রক্তের জন্য আমি তাঁহার প্রশংসা করি,
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
যিনি আমার আত্মাকে ঈশ্বরের সহিত মিলন করাইয়াছেন;
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!
   কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!

বহু বছর হয়ে গেছে আমি সেই পুরানো গানটি গাইনি, কিন্তু রাত্রিবেলা আমার এটাকে মনে পড়ে! আমি গানটি গাই এবং গেয়ে চলি, যতক্ষণ না আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে! আমার সঙ্গে সঙ্গে এই গানটি করুন! আপনার গানের খাতায় এটা হচ্ছে ৭ নং গান|

শুচিকৃত রক্তের জন্য আমি তাঁহার প্রশংসা করি,
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
যিনি আমার আত্মাকে ঈশ্বরের সহিত মিলন করাইয়াছেন;
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!
   কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!
(“What a Wonderful Saviour!” by Elisha A. Hoffman, 1839-1929)|

আমার গানের বইতে আমি এই গানটি খুঁজেছিলাম কিন্তু পাইনি| তারপরে আমি আমার ৫০ বছরের পুরানো ব্যাপটিষ্ট গানের বই যেটা আমরা প্রথম চীনা ব্যাপটিষ্ট মন্ডলীতে ব্যবহার করতাম, সেটা খুঁজে বের করেছিলাম| সেই বইটার মধ্যে এই গানটি পাওয়া গেছিল! এটা খানিকটা বহু দীর্ঘ বছর পরে পুরানো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতন একটা ব্যাপার| আমি যখন গানটি করতাম আমার দুই চোখ বেয়ে জলের ধারা নেমে আসত| এখন ধীরে ধীরে গানটি করুন!

শুচিকৃত রক্তের জন্য আমি তাঁহার প্রশংসা করি,
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
যিনি আমার আত্মাকে ঈশ্বরের সহিত মিলন করাইয়াছেন;
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!
   কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!

তথাকথিত “বিশেষজ্ঞদের” দ্বারা আমাকে বলা হয়েছিল যে আমাকে অবশ্যই বাইবেলের পদগুলির দীর্ঘ সূত্র ধরে “বর্ণনামূলক” সুসমাচার প্রচার করতে হবে! কিন্তু আমি সেই “বিশেষজ্ঞদের” কথামতো চলতে পারিনি! হয়তো আমার সেইরকম করাটা উচিৎ ছিল, কিন্তু আমি পারিনি! আমাকে চুষে বের করে নিতে হবে বাইবেলের একটি পদ থেকে – অথবা পদের একটি অংশের হাড়ের মধ্যে থেকে তার মজ্জাকে – যেমন আমাদের পূর্বপুরুষেরা করেছিলেন, পিউরিটান এবং মহান সুসমাচার প্রচারকেরা যারা তাদের অনুসরণ করেছিলেন – যেমন হোয়াইটফিল্ড, এবং ওয়েসলি, এবং জন কেননিক, ড্যানিয়েল রাওল্যান্ড, এবং হাওয়েল হ্যারিস – ঈশ্বর তাকে আশীর্বাদ করুন! – এবং যোসেফ পার্কার, এবং স্পারজিউন, প্রচারের সেই যুবরাজ| তাদের মতন, আমি অবশ্যই যেন একটি বা দুটি পদ – অথবা শুধু একটি পদের একটি অংশ থেকে প্রচার করি| আমি আমার প্রচারকে এক বিষয় থেকে অন্য বিষয়ে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াতে দিতে পারি না| আমি মাংস চাই, এবং আমি চাই হাড়ের ভিতরকার সেই মজ্জাকে! সেগুলিই আমার – এবং আপনাদের আত্মার পুষ্টিসাধন করে! হাড়ের ভিতরের সেই মজ্জা!

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে” (১ম যোহন ১:৭)|

দিয়াবল আমার কাছে আসে এবং ফিসফিসিয়ে বলে, “যদি আপনি ঐরূপ করেন তাহা হইলে তাহারা মনে করবে না যে আপনি একজন বিখ্যাত প্রচারক|” আমি আমার উত্তর তার দিকে ছুঁড়ে দিই – “যদি তারা আমাকে ‘বিখ্যাত প্রচারক’ বলে মনে করে বা না করে তার জন্যে আমি কি করতে পারি? আমি সেটার কোন পরোয়া করি না|” আমার লক্ষ্য এবং আমার ইচ্ছা, আমার গৌরব এবং আমার আনন্দ হল এটা দেখা যে, একজন হারানো পাপী উৎসের কাছে আসছেন, এবং যীশুর বহুমূল্য রক্তের দ্বারা সমস্ত পাপ থেকে ধৌত হয়ে শুচি হচ্ছেন!

আমি দুইজন ব্যাপটিষ্ট প্রচারকদের জানি যারা হারানো মানুষ ছিলেন| তাদের জীবনযাত্রা দেখায় যে তাদের কোনদিন নবজন্ম হয়নি, তাদের কোনদিন মন পরিবর্তন হয়নি, তারা কোনদিন পরিত্রাণ পায়নি| আমি জানি তাদের প্রথমজন আমার বহু সুসমাচার পড়েন| আমি দেখেছিলাম দ্বিতীয় হারানো প্রচারককে একজন চীনদেশীয় পালকের মৃতদেহ “অবলোকন” করতে, যিনি বহু বছর ধরে সকলের প্রিয় বন্ধু ছিলেন| তার মৃতদেহ দেখার পরে আমি ঘর ছেড়ে বেড়িয়ে গিয়েছিলাম| আমি সেই হারানো প্রচারকের মুখোমুখি হয়েছিলাম| বহু বছর ধরে তাকে আমি জানি| নিজের অশান্ত আবেগ চরিতার্থ করতে গিয়ে হতভাগ্য সেই মানুষটি সর্ব্বস্ব খুইয়েছিলেন| আমি তার সঙ্গে করমর্দন করলাম| আমি তার স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম| তারপরে আমি বলেছিলাম, “আমি চাই যে আপনি ইন্টারনেটে গিয়ে আমার প্রচার পড়ুন|” তিনি মৃদু হাসলেন এবং বললেন, “আপনি কী ঠাট্টা করছেন? প্রত্যেক সপ্তাহে আমি আপনার ওয়েবসাইটে সেগুলি পড়ি!” আমার হৃদ্পিন্ড আনন্দে লাফিয়ে উঠেছিল! সেই হতভাগ্য মানুষটি প্রায় অর্ধ শতাব্দী যাবৎ আমার বন্ধু হয়ে আছেন! আমি অবশ্যই যেন তাকে না হারাই! আমি অবশ্যই যেন আপনাদের না হারাই! এমনকী আমি অবশ্যই যেন “বিখ্যাত প্রচারক” হওয়ার কথাও না ভাবি| আমি অবশ্যই যেন তাকে না হারাই! আমি অবশ্যই যেন আপনাদের না হারাই! আমি অবশ্যই যেন দূরের এবং বহুদূরের হারানো পাপীদের বলতে পারি,

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে” (১ম যোহন ১:৭)|

শুচিকৃত রক্তের জন্য আমি তাঁহার প্রশংসা করি,
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
যিনি আমার আত্মাকে ঈশ্বরের সহিত মিলন করাইয়াছেন;
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!
   কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!

আমি জানি হারিয়ে গেলে কি রকম লাগে! এমনকী আমি জানি একজন হারানো প্রচারক হলে তার অনুভূতি কিরকম হয় – কারণ আমি তিন বছর ধরে একজন হারানো প্রচারক ছিলাম, সেই সময় থেকে যখন আমি “প্রচারে সমর্পিত” হয়েছিলাম আমার ১৭ বছর বয়সে যতদিন না আমার ২০ বছরে আমাকে পরিত্রাণ করা হয়েছিল| সেই ধরনের হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর অনুভূতি| হারিয়ে যাওয়া হলো পৃথিবীতে নরকভোগ করা, ঈশ্বরের সঙ্গে যোগাযোগের সব দুয়ার বন্ধ করা, কখনো নিশ্চিত না হওয়া, কখনো স্থায়ী না হওয়া, সবসময়ে বিচারের ভয়ে থাকা, সবসময়ে নিজেকে দোষারোপ করা! হে, প্রিয় বন্ধু, আমাকে একটিবার ফোন করুন| না আমি আপনার আত্মা থেকে বহিষ্কৃত হব – না আমি আপনার থেকে মুখ ফিরিয়ে নেব| আমাকে ডাকুন এবং আমি আপনাকে অন্য পথ দেখানোর জন্য আমার সর্বশ্রেষ্ঠটি করবো, সেই পুনঃমিলন সাধনের পথ – সেই শুচিকরণ এবং নতুন জন্মলাভের পথ – ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের রক্তের পথ! আমি সেই পথ তিন বছরের জন্য অবলম্বন করতে পারিনি| আপনারা হয়ত সেটা আরও বেশিদিন যাবৎ হারিয়েছেন| কেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন? আপনি জানেন যে আপনার কাছে খ্রীষ্টের রক্ত নেই| এখন, আসুন এবং তাতে স্নান করুন| কুষ্ঠরোগগ্রস্ত নামনকে সেই ভাববাদী বলেছিলেন, “আপনি গিয়া সাতবার যর্দন নদীতে অবগাহন করুন এবং আপনি শুচি হইবেন” (cf. II Kings 5:10, 14)| এবং আমি আজ রাত্রে আপনাদের উদ্দেশ্যে বলছি, “যীশুর রক্তে একবার মাত্র স্নান করুন, এবং চিরকালের জন্য আপনি শুচি হবেন!

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে” (১ম যোহন ১:৭)|

শুচিকৃত রক্তের জন্য আমি তাঁহার প্রশংসা করি,
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
যিনি আমার আত্মাকে ঈশ্বরের সহিত মিলন করাইয়াছেন;
   কি আশ্চর্য্য পরিত্রাতা!
কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!
   কি আশ্চর্য্য পরিত্রাতা হন যীশু, আমার যীশু!

জন সাং একজন অতি মেধাবী চীনা যুবক ছিলেন যিনি পড়াশোনা করার জন্য আমেরিকাতে এসেছিলেন| কিন্তু তিনি তার ব্যর্থতা অনুভব করেছিলেন| তার বাবা তাকে যা করতে চেয়েছিলেন তিনি তা হতে পারেননি| সেমিনারীতে যে মেয়েটির সঙ্গে তার আলাপ হয়েছিল তার বিষয়েও তিনি সফল হননি| তিনি শান্তি খুঁজে পেতে অসমর্থ হয়েছিলেন| অপরাধের কারণে তিনি যন্ত্রনাগ্রস্ত থাকতেন| তিনি প্রচন্ড আধ্যাত্মিক দ্বন্দের মধ্যে ছিলেন| তারপরে, ফেব্রুয়ারী মাসের এক সন্ধ্যায়, তিনি দেখলেন যে তার জীবনের সমস্ত পাপ তার সামনে ছড়িয়ে রয়েছে| প্রথমে মনে হয়েছিল যে সেই সব থেকে মুক্তি পাওয়ার কোন পথ সেখানে নেই এবং তিনি অবশ্যই নরকে যাবেন| তিনি তার পাপগুলি ভুলে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারছিলেন না| সেগুলি তার হৃদয়ে বিঁধে যাচ্ছিল| তিনি তার ট্রাঙ্কের কাছে গেলেন এবং বাইবেল খুঁজে বের করলেন| লূকের ২৩ অধ্যায়ে, যীশুর ক্রুশারোপনের অংশটি খুলে ধরলেন| তার কৃত পাপের জন্য যীশুর ক্রুশের উপরে মৃত্যু বরণ করার দৃশ্যটি এত তীব্র ছিল যে তার মনে হয়েছিল যেন তিনি সেই ক্রুশের পদতলে বসে থাকবেন, সেই বহুমূল্য রক্তের দ্বারা নিজের কৃত সমস্ত পাপ থেকে ধৌত হওয়ার জন্য প্রার্থনারত অবস্থায়| মধ্যরাত্রি পর্যন্ত্য একনাগাড়ে তিনি কেঁদেই চলেছিলেন এবং প্রার্থনা করেছিলেন| এরপরে তিনি নিজের অন্তরে একটি গলার স্বর শুনতে পান, “পুত্র, তোমার সমস্ত পাপ ক্ষমা হইয়াছে|” তার মনে হয়েছিল যেন তার কাঁধ থেকে সমস্ত ভার তৎক্ষণাৎ খসে পড়ল| মুক্তির এক তীব্র অনুভূতি তার উপরে নেমে এসেছিল এবং নিজের পায়ের উপরে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে বলে উঠলেন “হালেল্লূইয়া!” উদ্ধার পাওয়ার আনন্দে তিনি চিৎকার এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে দৌড়ে ডর্মিটরির হলঘরে গিয়েছিলেন (adapted from A Biography of John Sung by Leslie T. Lyall, China Inland Mission Overseas Missionary Fellowship, 1965 reprint, pp. 33, 34)| ভবিষ্যতে তিনি চীন দেশের জানা সমস্ত প্রচারকদের মধ্যে বিখ্যাত সুসমাচার প্রচারক হয়েছিলেন!

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে” (১ম যোহন ১:৭)|

আমি আজ রাত্রে আপনাদের যীশুর কাছে আসার জন্য বিনতী করছি| আপনার সমস্ত সন্দেহ এবং ভয় ঝেড়ে ফেলে দিন| পরিত্রাতার কাছে আসুন| তাঁর বহুমূল্য রক্তের দ্বারা ধৌত হয়ে শুচি হন| আমেন| ডঃ চ্যান, অনুগ্রহ করে আমাদের প্রার্থনায় পরিচালিত করুন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: লূক ২৩:৩৯-৪৭ |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
     “What a Wonderful Saviour!” (by Elisha A. Hoffman, 1839-1929) |


খসড়া চিত্র

শুচিকৃত রক্ত

THE CLEANSING BLOOD

লেখক : ডঃ আর এল হাইমার্স, জুনিয়র।

“তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে”
(১ম যোহন ১:৭)|

(মার্ক ১৪:৩৩, ৩৪; যোহন ১৯:৩৪, ৩৫)

১| প্রথমত, এ হল ঈশ্বরের পুত্র, যীশুর রক্ত, প্রেরিত ২০:২৮ |

২| দ্বিতীয়ত, এ হচ্ছে যীশু খ্রীষ্টের রক্ত যা আমাদের পাপ থেকে শুচি করে, ১ম যোহন ১:৭ |