Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




পতিত স্বর্গদূত – পতিত মনুষ্যের প্রতি সতর্কবার্তা
(২য় পিতরের উপর ৪ নং প্রচার)

FALLEN ANGELS – A WARNING TO FALLEN MEN
(SERMON #4 ON II PETER)
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র।
by Dr. R. L. Hymers, Jr.

২০১৫ সালের, ১৭ই মে, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাকল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, May 17, 2015

“কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া, বিচারার্থে রক্ষিত হইবার জন্য, অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন” (২য় পিতর ২:৪)|


বাইবেল শিক্ষা দেয় যে শয়্তান ছিল শ্রেষ্ঠ শ্রেনীর দেবদূত যিনি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এবং স্বর্গ থেকে জগতে নিক্ষিপ্ত হয়েছিলেন| শয়তানের এই পতনের বিষয় যিহিষ্কেল ২৮:১১-১৯ এবং যিশাইয় ১৪:১৩-১৪ পদের মধ্যে বর্ণনা করা আছে| শয়্তানের বিদ্রোহে অনেক দেবদূত যোগদান করেছিলেন| বাইবেল যাকে “দিয়াবল” বলে তা হওয়ার জন্যে তাদের মধ্যে কয়েকজন দেবদূতকে মুক্ত করে দেওয়া হয়েছিল| কিন্তু তাদের কয়েকজনকে নরকে নিক্ষেপ করা হয়েছিল| এরা হল সেই দিয়াবল যাদের কথা আমাদের পাঠ্যাংশে বলা হয়েছে| ডঃ চার্লস সি. রেইরী বলেছিলেন, “আদিপুস্তক ৬:১-৪ পদগুলিতে যেমন বর্ণনা করা হইয়াছে, সেই অনুসারে ইহারা হইতেছে সেই পতিত দেবদূত যাহারা স্ত্রীলোকদিগের সহিত সহবাস করিবার দ্বারা শোচনীয় পাপ করিয়াছিলেন” (The Ryrie Study Bible, Moody Press, 1978; note on II Peter 2:4)|

ইফিষীয় ৬:১১-১৭ দেখাচ্ছে যে শয়তানের কর্ত্তৃত্বের অধীনে এখনও সহস্রাধিক দিয়াবল আছে – এবং বর্তমান জগতে তারা খুবই সক্রিয়| ডঃ মার্টিন লয়েড-জোনস্ বলেছেন, “সেখানে সহস্রাধিক, সম্ভবত লক্ষাধিক, মন্দ আত্মা আছে” (Christian Unity, The Banner of Truth Trust, 1980, p. 58)|

১৯৭০ সালের গোড়ার দিকে আমি নবীন হিপ্পিদের নিয়ে একটি মন্ডলীর প্রতিষ্ঠা করেছিলাম| সেই মন্ডলী আজও আছে, যদিও বর্তমানে সেটি একটি সাউদার্ণ ব্যাপটিষ্ট মন্ডলীতে পরিণত হয়েছে| সেই অভিজ্ঞতা আমাকে যথাযথভাবে দিয়াবলের ক্ষমতা সম্বন্ধে সচেতন করতে বাধ্য করেছিল| আমি সেই সমস্ত জিনিষ দেখেছি এবং শুনেছি যেগুলি কোন স্বাভাবিক উৎস থেকে আসতে পারে না|

ডালাস থিওলজিক্যাল সেমিনারীর, ডঃ মাররিল এফ. আঙ্গার, তার বিখ্যাত Demons in the World Today বইতে, দেখিয়েছেন যে বর্তমানে দিয়াবলের শক্তি কেমন করে কাজ করে| অধ্যায়ের শিরোনামগুলি হল “দিয়াবলসকল ও আত্মাতত্ত্ব,” “দিয়াবলসকল ও যাদুবিদ্যা,” “দিয়াবলসকল ও দিয়াবল বিষ্ট,” “দিয়াবলসকল ও ভ্রান্ত ধর্ম্ম,” এবং আরও অন্যান্য (Merrill F. Unger, Ph.D., Th.D., Demons in the World Today, Tyndale House Publishers, 1971)|

কিন্তু আমাদের পাঠ্যাংশে কথিত দিয়াবলেরা বর্তমানে আমরা যে সমস্ত কিছুর সন্মুখীন হচ্ছে তার চেয়ে আরও অনেক বেশি কিছু করেছে| ডঃ জন্ ম্যাকআর্থার নির্ভুলভাবে বলেছিলেন, “তাহারা সেই সমস্ত মনুষ্যদের মধ্যে প্রবিষ্ট হইয়াছিল যাহারা বাছবিচারহীনভাবে মহিলাদের সহিত সহবাস করিয়াছিল” (The MacArthur Study Bible, note on II Peter 2:4)| এই সহবাস জন্ম দিয়েছিল এক মানবজাতিকে যারা ছিল এমনই দৈত্যতুল্য যে ঈশ্বর তাদের সকলকে ধ্বংস করতে মহাপ্লাবন পাঠিয়েছিলেন| সেই অপরাধের জন্য, এই শ্রেণীভূক্ত সমস্ত দিয়াবলকে – অন্ধকারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিক্ষেপ করা হয়েছিল নরকে (গ্রীক শব্দ Tartarus এর অর্থ নরক)| ডঃ কেনেথ উইষ্ট বলেছিলেন, “পিতর অজানা জগতের সেই একটি স্থানের কথা বলিতেছেন যেস্থানে [এই সকল] পতিত স্বর্গদূতদিগকে মহা শ্বেত সিংহাসনের বিচার অবধি বন্দি করিয়া রাখা হইয়াছে” যখন তাদের অগ্নিহ্রদে নিক্ষেপ করা হবে (Kenneth S. Wuest, Wuest’s Word Studies From the Greek New Testament; volume 2, Eerdmans Publishing Company, 1954, note on II Peter 2:4)|

ডঃ হেনরী এম. মরিস বলেছেন, “দিয়াবলের দেবদূতগণের একটি নিশ্চিত অংশ শুধুমাত্র ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করিবার জন্য…শয়্তানকে অনুসরন করে নাই, অধিকন্তু তাহারা ‘মনুষ্যকন্যাগণের’ উপর দৈহিক বলপ্রয়োগের দ্বারা চেষ্টা করিয়াছিলেন সমগ্র মানবজাতিকে কলুষিত করিতে (আদিপুস্তক ৬:১-৪; ২য় পিতর ২:৪)| তাহাদের…চূড়ান্ত বিচারের অপেক্ষায় নরকের গভীরতম এবং অন্ধকারতম কক্ষে বন্দি করিয়া রাখা হইয়াছে” (Henry M. Morris, Ph.D., The Defender’s Study Bible, World Publishing, 1995; note on Jude 6)|

“কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া, বিচারার্থে রক্ষিত হইবার জন্য, অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন” (২য় পিতর ২:৪)|

এখানে যুক্তি হল এই যে যেহেতু ঈশ্বর এই সমস্ত পতিত স্বর্গদূতদের এইভাবে শাস্তি দিচ্ছেন, সেহেতু তিনি এইভাবেই শাস্তি দিবেন সেই সমস্ত পতিত পুরুষ এবং মহিলাদের যারা এখনও যীশুর দ্বারা উদ্ধার প্রাপ্ত হননি|

১| প্রথম, আমাদের পাঠ্যাংশকে সতর্কবার্তা হিসাবে চিন্তা করুন |

“ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে নিক্ষেপ করিয়া দিয়াছিলেন|”

এর মধ্যে দেখুন সেই পাপের বিচার| এর মধ্যে দেখুন সেই ভবিষ্যৎ প্রতিহিংসা, কারণ বিচারের জন্যে তারা সংরক্ষিত! লক্ষ্য করুন যে এই সব দূতেরা যারা পাপ করেছে তারা সবাই এককালে স্বর্গের দূত ছিলেন! তারা এককালে নিজেরাই স্বর্গে বসবাস করতেন| তাদের সঙ্গে মন্দের কোন সম্পর্ক ছিল না| তাদের বন্ধুরা ছিলেন তাদেরই মতন উৎকৃষ্ট আত্মা| তবুও তারা সমর্থ ছিল পাপকে বেছে নিতে, এবং তারা পাপকে মনোনীত করেছিল| মন্দ এই সব দূতদের অন্তরে প্রবেশ করেছিল| ঈর্ষা, গর্ব এবং বিদ্রোহ তাদের মধ্যে প্রবেশ করেছিল, এবং তাদের নরকে নিক্ষেপ করা হয়েছিল, আর কখনও মুক্ত না হওয়ার জন্য|

আপনি ধার্ম্মিক পিতামাতার সন্তান হতে পারেন| আপনি মন্ডলীতে লালিত পালিত হতে পারেন| আর তবুও একজন হারানো পাপী হিসাবে আপনার সমাপ্তি হতে পারে এবং আপনি “সমর্পিত হইবেন…অন্ধকার কারাকূপে, বিচারার্থ রক্ষিত হইবার জন্য|”

হিটলার মন্ডলীতে পূণ্যদীক্ষা নিয়েছিলেন, এবং তাকে ব্যাপ্তিস্ম দেওয়া হয়েছিল| তারপর কোয়ারে গান করা শেখার জন্যে হিটলার একটি গানের স্কুলে গিয়েছিলেন| মাও টিসে তুং বাইবেল বিদ্যালয়ে গিয়েছিলেন| স্তালিন একটি সেমিনারীতে গিয়েছিলেন, সেবাকাজের বিষয়ে শিক্ষা নিতে| ডারউইন বাইবেল অধ্যয়ণ করেছিলেন, এবং ঈশ্বরতত্ত্বে স্নাতক ডিগ্রী অর্জন করেছিলেন| প্রকৃতপক্ষে, সেটাই ছিল তার একমাত্র ডিগ্রী! তবুও বর্তমানে হাজার হাজার বুদ্ধিমান লোক তার আদিম ও উদ্ভট তত্ত্বগুলি বিশ্বাস করেন যা নাকি এমন একটি লোকের কাছ থেকে পাওয়া গেছে যার একমাত্র শিক্ষাগত যোগ্যতা ছিল ঈশ্বরতত্ত্বে স্নাতক ডিগ্রী! এই লোকগুলি মানবজাতির কি অবর্ণনীয় ক্ষতি করেছেন তার কথা একবার ভেবে দেখুন! চিন্তা করুন সেই উন্মাদগ্রস্ততা এবং পাপের কথা যা তাদের পরিচালিত করেছিল অগুনতি মানুষের জীবনকে ধ্বংস করতে!

ভিনসেন্ট ভ্যান গঁগ একজন ঈশ্বর-সেবকের পুত্র ছিলেন| ভ্যান গঁগ নিজে স্পারজিউনের ছাপানো প্রচারটি নিতেন এবং লন্ডন শহরের বিভিন্ন চ্যাপেলে প্রচার করে বেড়াতেন| তবুও ভ্যান গঁগ সোমরসে আসক্ত হয়ে পড়েছিলেন, মাদকাসক্ত হয়ে পাগল হয়ে গিয়েছিলেন, এবং আত্মহত্যা করেছিলেন! কবিতা লেখিকা এমিলি ডিকিনস্ন একটি বিদ্যালয়ে যোগ দিয়ে উদ্দীপনার অভিজ্ঞতা অর্জন করেছিলেন| তার সব বন্ধুরা মন পরিবর্তন করেছিলেন| কিন্তু এমিলি ডিকিনস্ন খ্রীষ্টে বিশ্বাস করতে অস্বীকার করেছিলেন| তিনি নিজের জীবন নিঃসঙ্গ অবস্থায় শেষ করেছিলেন, যিনি কখনও নিজের ঘরের বাইরে বের হতেন না, যেন তিনি উন্মত্ততা ও হতাশার মধ্যে ডুবে গিয়েছিলেন| আপনি হয়ত বলতে পারেন, “আমার জীবনে সেইরকম কোনকিছু ঘটবে না|” এই ব্যাপারে কী আপনি নিশ্চিত? বাইবেল বলছে যে,

“অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হউক পাছে পড়িয়া যায়” (১ম করিন্থীয় ১০:১২)|

আপনি কতটা শক্তিশালী সেটা কোন ব্যাপার নয়, আপনি কত বুদ্ধিমান সেটাও কোন ব্যাপার নয়, সাবধান হয়ে যান! যদি দূতেরা পতিত হতে পারে, তবে আপনিও পতিত হতে পারেন! প্রভাতের পুত্র, সেই মহান শ্রেষ্ঠ দূত লুসিফার, অধঃপতিত হয়ে শয়তানে পরিণত হয়েছিলেন! স্বর্গের সেই দূতেরা পাপে পতিত হয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকেই যৌন-তাড়িত দিয়াবলে পরিণত হয়েছিলেন যারা সেই মহাপ্লাবনের আগে সমগ্র মানবজাতিকে বিষাক্ত করে দিয়েছিলেন! প্রেরিত যিহুদা, যিনি অলৌকিক সব কাজ করেছিলেন এবং ভূত তাড়িয়েছিলেন, পরিণত হয়েছিলেন “সর্বনাশের পুত্রে,” যিনি ঈশ্বরের খ্রীষ্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন!

“অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হউক পাছে পড়িয়া যায়|”

এই একই পাঠ্যাংশের উপরে স্পারজিউনের দ্বারা প্রচারিত একটি সুসমাচার থেকে এই গল্পটি গৃহীত হয়েছে| ভারতবর্ষের একজন উচ্চপদস্থ কর্মচারী একটি চিতাবাঘ নিজগৃহে পালন করেছিলেন| যখন সেটি একটি ছোট্ট বিড়ালছানার মতন ছিল তখন থেকেই তিনি সেটাকে লালন পালন করে আসছিলেন| এটা তার বাড়ির চারিপাশে বিড়ালছানার মতন ঘুরে ঘুরে বেড়াত, এবং সকলেই তার সঙ্গে খেলা করত| কিন্তু একদিন উচ্চপদস্থ কর্মচারী সেই লোকটি চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছিলেন| চিতাবাঘের ছানাটি তার হাত চাটছিল| তার হাতের চামড়া একটু কাটা ছিল এবং চিতাবাঘের ছানা তার হাতের রক্তের স্বাদ পায়| সেই মুহূর্ত থেকেই সেই ছানাটির সেই বাড়িতে থাকার সব ইচ্ছা চলে গিয়েছিল| সেই শিশু চিতাবাঘটি তখনই শিকার করার জন্য উদ্গ্রীব হয়ে উঠল, এবং ছুটে জঙ্গলে পালিয়ে গেল| সেই চিতাবাঘটিকে গৃহে পালন করা হচ্ছিল| কিন্তু তবুও সেটি ছিল একটি চিতাবাঘ| সেইরকমই একজন মানুষকে দেখে মনে হতে পারে যে তিনি একজন খ্রীষ্ট বিশ্বাসী| কিন্তু তার হৃদয় অপরিবর্তিত হয়ে আছে, সেইজন্য তিনি এখনও হচ্ছেন একজন পতিত মানুষ| পাপের স্বাদ খুব শীঘ্রই তার মধ্যকার আদিম বন্য পশুর স্বভাবকে প্রকাশ করে দেবে| প্রলোভনের তাড়নায় ধার্ম্মিকতার পাতলা আবরণ খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যাবে| আপনি হয়ত দেখতে ভাল, কিন্তু যদি না আপনি মন পরিবর্তন করেন তবে আপনি জঘণ্যতম মন্দ কাজ করতে এখনও সমর্থ| আমি অনেক মন্দ লোকেদের কথা জেনেছি যারা সেবাকাজে গিয়েছেন এবং অতি বিস্ময়কর সুসমাচার প্রচার করেছেন কিন্তু আবার তারা জঘণ্যতম পাপের প্রতি আসক্ত হয়ে ফিরে গেছেন| আমি একটি লোককে চিনতাম যিনি ছিলেন অতি উত্তম এক প্রচারক| কিন্তু মাত্র কয়েক বছর পর থেকেই তিনি মাদক গ্রহণ করা শুরু করেছিলেন| তার স্ত্রী তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন এবং তিনি রাস্তায় বাস করতেন| একদিন রাত্রে প্রমোদ উদ্যানের মধ্যে তিনি খুন হয়ে যান| অনেকেই শুনতে পেয়েছিল যে তিনি আর্তস্বরে বাঁচার জন্য চিৎকার করছিলেন! বাইবেল বলছে,

“তাহাদিগেতে এই সত্য প্রবাদ ফলিয়াছে, কুকুর ফিরে আপন বমির দিকে; আর ধৌত শূকর ফিরে কাদায় গড়াগড়ি দিতে” (২য় পিতর ২:২২)|

“প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরও মন্দ হইয়া পড়ে” (২য় পিতর ২:২০)|

“ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই|” কেন তিনি আপনার মতন কোন অপরিত্রাণপ্রাপ্ত আদমের সন্তানকে ক্ষমা করবেন? যদি না আপনি খ্রীষ্টের প্রতি প্রকৃত মন পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেন, তবে নিশ্চিত থাকবেন যে আপনার পাপ আপনাকে ঠিক খুঁজে বের করে আনবে| এবং ঈশ্বর সেই জায়্গায় আপনাকে নিক্ষেপ করবেন, যে যন্ত্রণাদায়ক জায়্গা তিনি দিয়াবল এবং তার দূতদের জন্য প্রস্তুত করে রেখেছিলেন| ঈশ্বর তাদের শাস্তি দিবেন যারা নিজেদের কৃত পাপের মধ্যে বেঁচে থাকেন এবং মারা যান| ঈশ্বর সেই দূতদের ক্ষমা করেননি যারা পাপে পতিত হয়েছিল – এবং তিনি আপনাকেও ক্ষমা করবেন না যদি আপনি একটি অপরিত্রাণপ্রাপ্ত অবস্থা চালিয়ে যেতে থাকেন| এটাই হচ্ছে সেই সতর্কবার্তা যা আমাদের পাঠ্যাংশে দেওয়া হয়েছে|

২| দ্বিতীয়, পাঠ্যাংশের অন্তর্ভূক্ত আশার বিষয়ে চিন্তা করুন |

সেই দেবদূতেরা যারা পাপ করেছিলেন তারা ঈশ্বরের দ্বারা ত্যজিত হয়েছিলেন| কিন্তু আপনার মতন হারানো পাপীরা পুনরায় পাপ থেকে মুক্ত হতে পারেন| ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, উদ্ধারকৃত পুরুষ এবং মহিলারা উঠে দাঁড়াবে যদিও দূতগণ অকৃতকার্য্য হবে! সেই সমস্ত পাপপূর্ণ দূতদের কাছে তাদের পরিবর্তে মৃত্যুবরণ করার জন্য কখনও কোন পরিত্রাতা ছিল না| তাদের দোষী সাব্যস্ত করার জন্যে এবং যীশুর প্রতি তাদের আকর্ষিত করার জন্য তারা কখনও সেই পবিত্র আত্মাকে পায়নি| তাদের কৃত পাপ থেকে তাদের শুচি করার জন্যে তাঁর পবিত্র রক্তকে কখনই তাদের প্রাপ্তিসাধ্য করান হয়নি| তাদের প্রতি কোনদিন সেই সুসমাচার প্রচার করা হয়নি| এটা আমাকে বিস্মিত করে যে ঈশ্বর মন্দ পুরুষ এবং স্ত্রীলোকদের প্রতি ক্ষমা ও পরিত্রাণ উৎসর্গ করছেন| পতিত দূতদের প্রতি কখনই পরিত্রাণ উৎসর্গিত হয়নি| তাদের তৎক্ষণাৎ ত্যাগ করা হয়েছিল এবং অন্ধকারের শিকলে আবদ্ধ করা হয়েছিল যতক্ষণ পর্যন্ত না তারা শেষ বিচার এবং অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হয়| ঈশ্বর দূতগণকে কোন দ্বিতীয় সুযোগ দেননি| তিনি তাদের পাপের বিচার করার আগে বহুবছর ধরে অপেক্ষা করেননি| যেই মুহূর্তে তারা পাপ করেছিল সেই মুহূর্তেই তাদের সমস্ত চিরন্তনতা থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল|

আপনি পাপের মধ্যে কতদিন ধরে বসবাস করেছেন? আপনাদের মধ্যে কেউ কেউ বহু বছর ধরে অপরিত্রাণপ্রাপ্ত অবস্থায় রয়েছেন| সুদীর্ঘ সময় ধরে আপনি খ্রীষ্টকে অস্বীকার করেছেন, এমনকী তা সত্ত্বেও প্রতি রবিবারে এই পুলপিট থেকে প্রচারিত প্রতিটি সুসমাচার আপনি শুনেছেন! আপনার সম্পর্কে ঈশ্বরের ধৈর্য্য খুব আশ্চর্য্যজনক! তিনি সেই দূতদের ক্ষমা করেননি যারা পাপ করেছিল, কিন্তু তিনি আপনাকে ক্ষমা করেছেন! এইরকম কেন হচ্ছে?

সেই দূতদের কাছে কখনও সুসমাচার উৎসর্গ করা হয়নি| যখন তারা পতিত হয়েছিলেন তখন তাদের ভবিষ্যতে পরিত্রাণের কোন সুযোগ ছিল না| পুনরায় উঠে না দাঁড়াবার জন্য তারা পতিত হয়েছিলেন| সেই দূতদের কখনও কোন রকম ত্যাগস্বীকার ছিল না| ঈশ্বরের কোন মৃত্যুপথযাত্রী পুত্র তাদের জন্য ছিলেন না| তাদের জন্য ছিল না কোন পাপ-ধৌতকারী রক্ত| তাদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য কোন প্রচারক তাদের কাছে ছিলেন না| তা সত্ত্বেও আমি আপনাদের অনেকবার আহ্বান করেছি অনুতাপ করার জন্য এবং যীশুর কাছে আসার জন্য| আমি আপনাদের আমার সঙ্গে দেখা করতে বলেছি যীশুর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্যে এবং অনন্ত জীবন লাভ করার জন্যে|

দিয়াবলদের জন্যে কোন ক্ষমা এবং আশা ছিল না| আর তা সত্ত্বেও সেখানে আপনার জন্য ক্ষমা এবং আশা দুটোই রয়েছে| আবার খ্রীষ্ট আপনাকে বলছেন,

“হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব” (মথি ১১:২৮)|

যীশু আপনাকে বলছেন, “আমার নিকটে আইস|” তিনি কখনও পতিত দূতদের এই আমন্ত্রণ জানাননি| কিন্তু তিনি আপনাকে এই আমন্ত্রণ জানিয়েছেন, “আমার নিকটে আইস…এবং আমি তোমাদিগকে বিশ্রাম দিব|” আমার কাছে আসুন, আমাতে বিশ্বাস স্থাপন করুন, আর আমি আমার রক্তের দ্বারা আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করব!

তিনি কখনও পতিত দূতদের এই প্রস্তাব দেননি, কিন্তু আপনাকে তিনি এই প্রস্তাব দিচ্ছেন! এই হচ্ছে সেই আশ্চর্য্য প্রেম যার সম্বন্ধে ওয়েস্লী গেয়েছেন,

“আশ্চর্য্য প্রেম, ইহা কিভাবে হইতে পারে
তুমি আমার, আমার ঈশ্বর, অবশ্যই আমার নিমিত্ত মরিয়াছ?”
      (“And Can It Be?” by Charles Wesley, 1707-1788)|

এই মুহূর্তে যীশু প্রস্তুত রয়েছেন আপনাদের মধ্যের যে কোন একজনকে উদ্ধার করতে যিনি তাঁকে বিশ্বাস করেন! আপনি কি ধরনের পাপ করেছেন সেটা কোন ব্যাপার নয়, যে মুহূর্তে আপনি তাঁর উপরে বিশ্বাস স্থাপন করেন, তিনি তাঁর রক্তের দ্বারা আপনাকে শুচি করেন!

যীশুকে বিশ্বাস করা কী খুব কঠিন? তাঁর উপরে বিশ্বাস স্থাপন করা খুব সহজ| পালক উমব্রান্ডের লেখা Tortured for Christ বইটি আমি সপ্তাহের মধ্যে অনেকবার করে পড়ে থাকি| পালক উমব্রান্ড বলেছেন,

আমি একদা রুমেনিয়ার একজন গোঁড়া বিশপকে চিনিতাম| তিনি নিজের অনুগামীদিগের উপরে দোষারোপরত, কম্যুনিষ্ট চিন্তাধারার মানুষ ছিলেন| আমি তাহার হস্তদ্বয় আমার হস্তের মধ্যে লইয়াছিলাম এবং তাহাকে সেই অপব্যয়ী পুত্রের গল্পটি বলিয়াছিলাম| তখন সময়টি ছিল তার উদ্যানের ভিতরে এক সন্ধ্যাবেলা| আমি বলিয়াছিলাম, “ইহা দেখুন যে ঈশ্বর কতখানি ভালবাসার সহিত একজন পাপী যিনি ফিরিয়া আসিয়াছেন তাহাকে গ্রহণ করিতেছেন| এমনকী একজন বিশপ যিনি অনুতাপ করিয়াছেন তাহাকেও আনন্দের সহিত গ্রহণ করিতেছেন|” আমি খ্রীষ্ট বিশ্বাসীদের গানগুলি তাহাকে গাহিয়া শুনাইলাম| এই মানুষটি নিজের মন পরিবর্তন করিয়াছিলেন (Richard Wurmbrand, Tortured for Christ, Living Sacrifice Books, 1998, p. 90)|

এটা কোন ব্যাপার নয় যে কোন ধরনের পাপ আপনি করেছেন, অথবা করবার চিন্তা করেছেন, যীশু আপনাকে ক্ষমা করবেন| তিনি আপনাকে ক্ষমা করবেন এবং তাঁর রক্তের দ্বারা আপনাকে শুচি করা হবে| সেই গোঁড়া বিশপের জন্যে যীশু যা করেছিলেন সেটা তিনি আপনার জন্যেও করবেন| শুধুমাত্র তাঁতে বিশ্বাস স্থাপন করুন! তিনি আপনাকে উদ্ধার করবেন| যীশু বলেছেন,

“যে আমার নিকট আসিবে তাহাকে আমি কোনমতে বাহিরে ফেলিয়া দিব না” (যোহন ৬:৩৭)|

প্রভু যীশু তাঁর কাছে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন| তাঁর কাছে আসা এবং তাঁকে বিশ্বাস করার জন্যে পাপীদের সামনে সনির্বন্ধ আবেদনরত যীশুর কথা যখনই আমি চিন্তা করি, আমি আশ্চর্য্যান্বিত হয়ে যাই| আমার কাছে মনে হয় যেন পাপীদেরই উচিৎ ছিল তাদের নিজেদের উদ্ধারের জন্য যীশুর কাছে ভিক্ষা চাওয়া! এবং তা সত্ত্বেও তিনি ছিলেন যীশু যিনি পাপীদের কাছে ভিক্ষা করেছিলেন তাঁর কাছে আসার জন্য! এই হলেন সেই পবিত্র আত্মা যিনি পাপীদের কাছে অনুরোধ জানিয়েছিলেন তাঁর কাছে আসার জন্য! এটা ছিল মন্ডলী যারা পাপীদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল তাঁর কাছে আসার জন্য! এরা হলেন সেই খ্রীষ্ট বিশ্বাসীরা যারা পাপীদের জন্যে প্রার্থনা করেন যেন তারা তাঁর কাছে আসেন!

“আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইস| যে শুনে সেও বলুক, আইস| আর যে পিপাসিত সে আইসুক” (প্রকাশিত বাক্য ২২:১৭)|

কী এমন সেই জিনিষ যার জন্যে আমরা প্রার্থনা করে থাকি? আপনি যাতে যীশুর কাছে আসেন তার জন্যই আমরা প্রার্থনা করি! কী সেই জিনিষ যা পবিত্র আত্মা করেন? তিনি আপনাকে যীশুর কাছে আসার জন্য আহ্বান করেন! সেটা কী যা যীশু বলেছেন? তিনি বলছেন, “আমার নিকট আইস”! যীশু আমাদের সবাইকে কী করতে বলছেন? তিনি বলছেন, “তাহাদের ভিতরে আসিবার জন্য পীড়াপীড়ি কর” (লূক ১৪:২৩)| আমাদের মধ্যে সকলেই চাইছেন যে আপনি যীশুর ভিতরে আসুন এবং পরিত্রাত হন| আমরা এই সমস্ত কথা পতিত দূতদের বলছি না, কিন্তু আমরা আপনাকে বলছি! আসুন! আসুন! আসুন! যীশুর কাছে আসুন আর উদ্ধার লাভ করুন! আপনার মনের সমস্ত সন্দেহ নিয়েই যীশুর কাছে আসুন! আপনার মনের সমস্ত ভয় সমেত যীশুর কাছে আসুন! আপনার করা সমস্ত পাপ নিয়ে তাঁর কাছে আসুন!

সেখানে আমার জন্য পরিত্রাতা দাঁড়াইয়া আছেন,
   তাঁহার ক্ষত হস্ত বাড়াইয়া আছেন;
ঈশ্বর হলেন প্রেম! আমি জানি, আমি অনুভব করি,
   যীশু কাঁদেন এবং এখনও আমায় ভালবাসেন|
(“Depth of Mercy” by Charles Wesley, 1707-1788)|

পিতা, আমি এই প্রার্থনা করছি যেন কিছু পাপী আপনার পুত্রের কাছে আসবে এবং পরিত্রাণ লাভ করবে! তাঁর নামে, আমেন|

যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে অনুগ্রহ করে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে বলুন – www.realconversion.com (এখানে ক্লিক করুন)| আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডাঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটের মাধ্যমে
www.realconversion.com এই সাইটে পড়তে পারেন। ক্লিক করুন “সংবাদের হস্তলিপি”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রধুম্মে: ২য় পিতর ২:৪-৯ |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Depth of Mercy” (by Charles Wesley, 1707-1788; sung to the tune of “Just As I Am”).


খসড়া চিত্র

পতিত স্বর্গদূত – পতিত মনুষ্যের প্রতি সতর্কবার্তা
(২য় পিতরের উপর ৪ নং প্রচার)

FALLEN ANGELS – A WARNING TO FALLEN MEN
(SERMON #4 ON II PETER)

লেখক : ডঃ আর এল হাইমার্স, জুনিয়র।

“কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া, বিচারার্থে রক্ষিত হইবার জন্য, অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন” (২য় পিতর ২:৪)|

(যিহিষ্কেল ২৮:১১-১৯; যিশাইয় ১৪:১৩-১৪; আদিপুস্তক ৬:১-৪; ইফিষীয় ৬:১১-১৭)

১| প্রথম, আমাদের পাঠ্যাংশকে সতর্কবার্তা হিসাবে চিন্তা করুন, ২য় পিতর ২:৪ক; ১ম করিন্থীয় ১০:১২; ২য় পিতর ২:২২, ২০ |

২| দ্বিতীয়, পাঠ্যাংশের অন্তর্ভূক্ত আশার বিষয়ে চিন্তা করুন, মথি ১১:২৮;
যোহন ৬:৩৭; প্রকাশিত বাক্য ২২:১৭; লূক ১৪:২৩ |