Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




যীশু খ্রীষ্ট স্বয়ং

JESUS CHRIST HIMSELF
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2015 সালের, 12ই এপ্রিল, প্রভুর দিনের সকালবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ

A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, April 12, 2015


আমার স্ত্রী এলিনা এবং আমার জন্য আজকের দিনটি হল একটি চমৎকার দিন| আমাদের দুইজনেরই জন্মদিন আজ পালিত হচ্ছে| আজকের এই দিনটি, 12ই এপ্রিল, হচ্ছে আমার চুয়াত্তরতম জন্মদিন| তাছাড়া 1958 সালে সেবাকাজের প্রতি আমার আহ্বান জানানোর আজ হল সাতান্নতম বছর-পূর্তি| কিন্তু, সর্বোপরি, আমাদের মন্ডলীর জন্য এটা একটা মহৎ দিন| আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে, মাত্র ছয় বা সাতটি যুবককে সাথে নিয়ে, পশ্চিম লস্‍ এঞ্জেল্‍সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউএলসিএ থেকে কয়েক ব্লক দূরে, ওয়েস্টউড এবং উইলশায়ার বুলেভার্দের এককোনে অবস্থিত আমার এপার্টমেন্টে আমি এই মন্ডলী চালু করেছিলাম| মাত্র দুইজন লোক এখনও এখানে রয়ে গেছেন, মিঃ জন কুক এবং আমি| ঈশ্বরের অনুগ্রহে, জন এবং আমি আজকের সকালে এখানে আছি – চল্লিশ বছর পরেও| যীশু খ্রীষ্টের প্রশংসা হোক!

এই মন্ডলী চল্লিশ বছর ধরে বহু পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করেছে| যেমন ইস্রায়েলের সন্তানেরা প্রান্তরে চল্লিশ বছর অতিবাহিত করেছিলেন, সেইরকম এই মন্ডলীও অনেক কষ্ট, অনেক সমস্যা, এবং বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে| সেই বিষয়েই আমি আজ আরও বেশী করে বলব| কিন্তু আমরা এখানে হলাম, লস্‍ এঞ্জেল্‍সের ডাউনটাউনের নাগরিক কেন্দ্রে অবস্থিত একটি বিখ্যাত সুসমাচার প্রচারক মন্ডলী| আর আমরা জানি যে, আমাদের সমস্ত যন্ত্রণাভোগের মাধ্যমে, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং আমাদের মন্ডলীর চল্লিশতম বর্ষপূর্তি, আজকে উদযাপনের জন্য আমাদের একটা মহান বিজয় দিয়েছেন! যীশু খ্রীষ্টের প্রশংসা হোক!

পালক রোজার হফম্যান গতকাল রাতে আমাদের প্রার্থনা সেবাকাজে বক্তব্য রেখেছিলেন| আজ রাতে আমাদের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি আবার বলবেন| কিন্তু যখন আমি তাকে আজ সকালে প্রচার করতে বলেছিলাম পালক হফম্যান রাজী হননি| তিনি বলেছিলেন, “ডঃ হেইমার্‌স, রবিবারের সকালের প্রচার আমি আপনার মুখ থেকে শুনতে চাই|” আমার কোন বিষয়ে বলা উচিৎ, তা জানার জন্যে তারপরে যখন আমি প্রার্থনায় বসেছিলাম, আমি একটি ধর্ম্মোপদেশ আবার প্রচারের জন্য অনুপ্রাণিত হয়েছিলাম, যেটা আমি 2010 সালের অগাস্ট মাসে অন্য আর একটি ব্যাপটিষ্ট মন্ডলীতে প্রচার করেছিলাম| অনুগ্রহ করে আমার সাথে একসঙ্গে ইফিষীয় পুস্তক, অধ্যায় দুই খুলুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1251 পৃষ্ঠাতে আছে| যখন আমি ইফিষীয় 2:19, 20 পদগুলি পড়বো তখন আপনারা উঠে দাঁড়াবেন|

‘‘অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটীর লোক| তোমাদিগকে প্রেরিত ও ভাববাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে; তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রীষ্ট যীশু’’ (ইফিষীয় 2:19, 20)|

আপনারা বসতে পারেন|

এই পদগুলিতে প্রেরিত পৌল এখানে আমাদের বলছেন যে মন্ডলী হলো ঈশ্বরের পরিবার| এরপরে তিনি আমাদের বলছেন যে প্রেরিত এবং ভাববাদিদের ভিত্তির উপরে মন্ডলী নির্মান করা হয়েছে, কিন্তু স্বয়ং যীশু খ্রীষ্ট হলেন “প্রধান কোণস্থ প্রস্তর|” ডঃ জে. ভারন্‌ন ম্যাকগী বলেছিলেন এর অর্থ এই যে “খ্র্রীষ্টই সেই প্রস্তর যাহার উপরে মন্ডলী গাঁথিয়া তোলা হইয়াছে” (থ্রু দ্য বাইবেল, সংস্করণ V, থমাস নেলসন, পৃষ্ঠা 241; ইফিষীয় 2:20 পদ সম্বন্ধিত টীকা)| ডঃ এ. টি. রবার্টসন বলেছিলেন, “akrogōniais(অ্যাক্রোগোনিআইস)… প্রাথমিক ভিত্তি প্রস্তর” (ওয়ার্ড পিক্‌চার্স, ব্রডম্যান, 1931; ইফিষীয় 2:20 পদ সম্বন্ধিত টীকা)| যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন আমাদের সমস্ত কাজের, এবং আমাদের সমগ্র জীবনের ভিত্তি| “যীশু খ্রীষ্ট স্বয়ং” হলেন আমাদের মন্ডলীর সেই ভিত্তি| আজ সকালে আমাদের পাঠ্যাংশ হিসাবে আমি ইফিষীয় 2:20 পদের শেষাংশ থেকে ঐ শব্দগুলিকে তুলে ধরছি|

‘‘যীশু খ্রীষ্ট স্বয়ং’’ (ইফিষীয় 2:20)|

এই ধর্ম্মোপদেশের বিষয় হলো যীশু খ্রীষ্ট স্বয়ং| যীশু খ্রীষ্ট স্বয়ং এর মতন এত অপূর্ব আর কোন কিছুই খ্রীষ্টিয় বিশ্বাস ধারণ করে না| যীশু খ্রীষ্ট ছাড়া তাঁর মতন আর অন্য কেউই সেখানে ছিল না এবং থাকবে না| মানবজাতির ইতিহাসে তিনি সম্পূর্ণরূপেই অনন্য| যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন ঈশ্বর-মানব| যীশু খ্রীষ্ট স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছিলেন এবং মানুষের মধ্যে থেকে বসবাস করেছিলেন| যীশু খ্রীষ্ট স্বয়ং কষ্টভোগ করেছিলেন, রক্ত ঝরিয়েছিলেন এবং আমাদের পাপসমূহের জন্য মৃত্যুবরণ করেছিলেন| ঈশ্বরের সাক্ষাতে আমাদের ধার্মিক প্রতিপন্ন করতে যীশু খ্রীষ্ট স্বয়ং মৃতদের মধ্য থেকে শারীরিকভাবে উত্থিত হয়েছিলেন| প্রার্থনায় আমাদের হয়ে ওকালতি করতে স্বর্গে ঈশ্বরের দক্ষিণ পাশে বসার জন্য যীশু খ্রীষ্ট স্বয়ং স্বর্গারোহন করেছিলেন| এবং পৃথিবীতে আরও এক হাজার বছরের জন্য তাঁর রাজত্ব স্থাপন করতে যীশু খ্রীষ্ট স্বয়ং আবার ফিরে আসবেন| উনিই হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং! উঠে দাঁড়ান এবং সমবেত সঙ্গীতটি করুন!

একমাত্র যীশুকে, যেন আমি দেখি,
   একমাত্র যীশু, তিনি ছাড়া উদ্ধার নাই.
তখন আমার অনন্তকালীন গান হইবে -
   যীশু! একমাত্র যীশু!
(“Jesus Only, Let Me See,” Dr. Oswald J. Smith, 1889-1986) |

আপনারা বসতে পারেন|

যীশু খ্রীষ্ট স্বয়ং এর বিষয়টি এত গভীর, এত বিশাল, এবং এত গুরুত্বপূর্ণ যে একটা প্রচারে আমরা কখনও এর ব্যাখ্যা করতে পারব না| এই সকালে যীশু খ্রীষ্ট স্বয়ং-এর সম্পর্কে আমরা কেবল কয়েকটি বিষয় স্পর্শ করতে পারি মাত্র|

I. প্রথম, যীশু খ্রীষ্ট স্বয়ং মানবজাতির দ্বারা অবজ্ঞাত এবং ত্যাজ্য হয়েছিলেন |

সুসমাচার প্রচারমূলক ভাববাদী যিশাইয় এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যখন তিনি বলেছিলেন,

‘‘তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য, ব্যাথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন; লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাঁহাকে মান্য করি নাই’’ (যিশাইয় 53:3)|

ডঃ টোরী বলেছিলেন, “যীশু খ্রীষ্টের উপরে বিশ্বাস করার [রাখার] ব্যর্থতা একটি দুর্ভাগ্য নহে, ইহা একটি পাপ, একটি নিদারুণ পাপ, একটি ভয়াবহ পাপ, একটি জঘন্য পাপ” (আর. এ. টোরী, ডি.ডি., হাউ টু ওয়ার্ক ফর খ্রাইষ্ট, ফ্লেমিং এইচ. রেভেল কোম্পানি, এন.ডি, পৃষ্ঠা 431)| ভাববাদী যিশাইয় খ্রীষ্টকে অবজ্ঞা এবং ত্যাজ্য করার পাপের বর্ণনা, সেই আভ্যন্তরীন নৈতিক বিকৃতির বর্ণনা করেছিলেন যার কারণে দিশাহারা লোকেরা তাদের মুখগুলি খ্রীষ্ট থেকে আড়াল করেছিলেন| মানুষের সমগ্র নৈতিক বিচ্যুতির সর্ববৃহৎ প্রমাণ হলো যে তারা যীশু খ্রীষ্ট স্বয়ং এর সম্পর্কে খুব কমই চিন্তা করেন| দিশাহারা মানবজাতি অগ্নিহ্রদে অনন্তকালীন শাস্তি পাওয়ার যোগ্য তার সর্ববৃহৎ প্রমাণ হলো যে তারা ইচ্ছাকৃতভাবে এবং অভ্যাসগতভাবে তাদের মুখ তাঁর থেকে আচ্ছাদন করে রাখে|

অপরিত্রাণপ্রাপ্ত অবস্থাতে মানুষেরা যীশু খ্রীষ্ট স্বয়ংকে অবজ্ঞা করেন| তাদের সম্পূর্ণ নৈতিক বিচ্যুতির অবস্থাতে, তারা যীশু খ্রীষ্ট স্বয়ংকে মূল্যবান বলে গণ্য করেন না| যতক্ষণে না আপনি আপনার বিবেকের দংশন অনুভব করছেন, যতক্ষণে না আপনি আপনার পাপের জন্য অনুশোচনা অনুভব করছেন, যতক্ষণে না আপনি অনুভব করছেন যে আপনার অন্তর ঈশ্বরের প্রতি মৃত, আপনি যীশু খ্রীষ্ট স্বয়ংকে ক্রমাগত অবজ্ঞা এবং অস্বীকার করে চলবেন|

আমাদের মন্ডলীতে প্রচার শেষ হওয়ার পরে, অনুসন্ধান কক্ষে সেরকমই ঘটছে বলে আমরা লক্ষ করছি| আমরা লোকদের নানা বিষয়ের উপরে কথা বলতে শুনছি| তারা বাইবেলের পদগুলির বিষয়ে বলছেন| তারা বলছেন যে তারা এই বিষয় অথবা ঐ বিষয় “উপলব্ধি” করছেন| তারা আমাদের বলেন যে তারা কি অনুভব করেছেন এবং কি করেছেন| তারপরে সাধারণত তারা এই বলে কথা শেষ করেন যে, “তারপরে আমি যীশুর কাছে এসেছি|” ব্যাস এইটুকুই! যীশুর সম্বন্ধে এর চেয়ে বেশী আর একটা বাক্যও তারা বলতে পারেন না! যীশু খ্রীষ্ট স্বয়ং-এর বিষয়ে তাদের কিছুই বলার নেই! তারা সম্ভবত কিভাবে উদ্ধার পাবেন?

মহান স্পারজিয়ন বলেছিলেন, “সেখানে মানুষের মধ্যে খ্রীষ্ট স্বয়ংকে সুসমাচারের বাহিরে রাখিবার একটি অপকৃষ্ট প্রবণতা রহিয়াছে” (সি. এইচ. স্পারজিয়ন, এরাউন্ড দ্য উইকেট গেট, পিলগ্রিম প্রকাশনা, 1992 পুনর্মুদ্রন, পৃষ্ঠা 24)|

পরিত্রাণের পরিকল্পনা জানা আপনাকে পরিত্রাণ দিতে পারে না! বাইবেলের বিষয়ে আরও বেশী জানা আপনাকে পরিত্রাণ দিতে পারে না! আরও বেশী ধর্ম্মোপ্রচার শোনা আপনাকে পরিত্রাণ দিতে পারে না! আপনার পাপের জন্য দুঃখ অনুভব করা আপনাকে পরিত্রাণ দিতে পারে না! এটা যিহূদাকেও উদ্ধার করেনি, করেছিল কি? আপনার জীবন সমর্পন করে দেওয়াও আপনাকে পরিত্রাণ দিতে পারে না! আপনার চোখের জল আপনাকে পরিত্রাণ দিতে পারে না! কোন কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না যদি না আপনি যীশু খ্রীষ্টকে অবজ্ঞা এবং অস্বীকার করা বন্ধ করতে চালিত হন – যদি আপনি তাঁর থেকে আপনার মুখ আড়াল করা বন্ধ করার দিকে এগিয়ে না যান – যদি না আপনাকে যীশু খ্রীষ্ট স্বয়ং এর প্রতি আকর্ষণ করা হয়! এটা আবার গান!

একমাত্র যীশুকে, যেন আমি দেখি,
   একমাত্র যীশু, তিনি ছাড়া উদ্ধার নাই.
তখন আমার অনন্তকালীন গান হইবে -
   যীশু! একমাত্র যীশু!

আপনারা বসতে পারেন|

II. দ্বিতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং সমগ্র বাইবেলের কেন্দ্রীয় বিষয়বস্তু |

আপনার চিন্তাভাবনার কেন্দ্রে যীশু খ্রীষ্ট স্বয়ং অবশ্যই থাকবেন এটা আমাদের পক্ষে আপনাকে বলা কি আদৌ অযৌক্তিক হবে? না, এটা অযৌক্তিক নয়| এই বিষয়টি চিন্তা করুন যে, কেন যীশু খ্রীষ্ট স্বয়ং, সমগ্র বাইবেলের মহান বিষয়বস্তু হলেন - আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য অবধি! মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার পরে যীশু খ্রীষ্ট সশরীরে পায়ে হেঁটে ইম্মায়ূর দিকে যাওয়ার পথে দুইজন শিষ্যের সাথে মিলিত হয়েছিলেন| তিনি তাদের যা বলেছিলেন সেটা বর্তমানেও প্রযোজ্য|

‘‘তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, হে অবোধেরা, এবং ভাববাদিগণ যে সমস্ত কথা বলিয়াছেন, সেই সকলে বিশ্বাসকরণে শিথিল-চিত্তেরা, খ্রীষ্টের কি আবশ্যক ছিল না যে, এই সমস্ত দুঃখভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি মোশি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে, তাহা তাঁহাদিগকে বুঝাইয়া দিলেন” (লূক 24:25-27)|

মোশির পাঁচটি পুস্তক, এবং বাইবেলের অবশিষ্ট সমগ্র অংশ থেকে, খ্রীষ্ট “সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে” সেগুলি তাদের প্রতি ব্যাখ্যা করে দিয়েছেন| এর থেকে সরলতর আর কি হতে পারে? সমগ্র বাইবেলের মূল বিষয়বস্তু হল যীশু খ্রীষ্ট স্বয়ং! যেহেতু যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন বাইবেলের মূল বিষয়বস্তু, সেইজন্য যীশু খ্রীষ্ট স্বয়ংকে আপনার চিন্তাভাবনার এবং আপনার জীবনের মূল বিষয়ে পরিণত করা আপনার পক্ষে কি যুক্তিসঙ্গত নয়? আমি আপনাকে বলছি, যীশু খ্রীষ্ট স্বয়ং-এর বিষয়ে আজ সকালে গভীরভাবে চিন্তা করুন! এই গানটি করুন!

একমাত্র যীশুকে, যেন আমি দেখি,
   একমাত্র যীশু, তিনি ছাড়া উদ্ধার নাই.
তখন আমার অনন্তকালীন গান হইবে -
   যীশু! একমাত্র যীশু!

আমি বিশ্বাস করি যে, একটি প্রকৃত মন পরিবর্তনে, যীশু খ্রীষ্ট স্বয়ংকে জানাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার প্রতি কখনও ঘটতে পারে| যদি আপনি প্রকৃতভাবে যীশু খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করেন তবে আপনার খুব সামান্য পরামর্শ গ্রহণের দরকার হবে| আমি বিশ্বাস করি যে যীশু খ্রীষ্ট বিষয়ক একটি প্রকৃত জ্ঞান সমস্ত খ্রীষ্ট ধর্মের পরামর্শের 90% প্রয়োজনীয়তা দূর করে দেবে! যখন কোন ব্যক্তি, প্রকৃত মন পরিবর্তনে, খ্রীষ্টকে জেনে যাবেন তখন তিনি দেখবেন যে খ্রীষ্ট,

‘‘…যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান-ধার্ম্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি’’ (I করিন্থীয় 1:30)|

যদি আমরা আমাদের মন্ডলীগুলিতে “সিদ্ধান্তবাদ” এর হাত থেকে মুক্তি পেয়ে থাকি, যদি খ্রীষ্টের প্রতি প্রকৃত মন পরিবর্তনে লোকদের নিশ্চিত করাতে পেরে থাকি, তবে এটা বর্তমানে মন্ডলীগুলিতে দেওয়া পরামর্শের 90% প্রয়োজনীয়তা দূর করবে! যীশু খ্রীষ্ট স্বয়ংই হোক সেই পরামর্শদাতা! এই গানটি করুন!

একমাত্র যীশুকে, যেন আমি দেখি,
   একমাত্র যীশু, তিনি ছাড়া উদ্ধার নাই.
তখন আমার অনন্তকালীন গান হইবে -
   যীশু! একমাত্র যীশু!

III. তৃতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন নির্যাস, কেন্দ্রীয় উপাদান, সুসমাচারের সেই হৃদয় |

ভাববাদী যিশাইয় যীশু খ্রীষ্ট স্বয়ংকে সুসমাচারের হৃদয় হিসাবে বিবৃত করেছেন,

‘‘আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি; আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন’’ (যিশাইয় 53:6)|

“আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন|” আপনাদের স্থানে, আপনাদের প্রতিনিধি হয়ে, খ্রীষ্টের প্রায়শ্চিত্তমূলক মৃত্যুবরণ, আপনাদের স্থানে খ্রীষ্টের মূল্য পরিশোধ এবং ঈশ্বরের ক্রোধে খ্রীষ্টের দুঃখভোগ – সেটাই হল সুসমাচারের হৃদয়! ইনি হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যিনি গেৎশিমানী উদ্যানের অন্ধকারে আপনার পাপসকল নিজের উপরে গ্রহণ করেছেন| সেই উদ্যানে ইনিই হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং, যিনি বলেছিলেন,

‘‘আমার প্রাণ মরণ পর্য্যন্ত দুঃখার্ত্ত হইয়াছে’’ (মার্ক 14:34)|

ইনি হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যিনি,

‘‘মর্ম্মভেদী দুঃখে মগ্ন হইয়া… তাঁহার ঘর্ম্ম যেন… বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল’’ (লূক 22:44)|

ইনিই হলেন সেই যীশু খ্রীষ্ট স্বয়ং যিনি সেখানে সেই গেৎশিমানীর উদ্যানে বন্দী হয়েছিলেন| ইনিই হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যাঁকে টেনে হিঁচড়ে সানহেড্রিনের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, যাঁর মুখে আঘাত করা হয়েছিল, যাঁকে বিদ্রুপ এবং অপমান করা হয়েছিল| তারা যীশু খ্রীষ্ট স্বয়ং-এর মুখে থুতু দিয়েছিল! তারা যীশু খ্রীষ্ট স্বয়ং-এর দাড়ি উপড়ে নিয়েছিল| ইনিই হলেন সেই যীশু খ্রীষ্ট স্বয়ং যাঁকে পন্টিয়াস পীলাতের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, একটি রোমীয় বেত দিয়ে যাঁর পিঠে প্রহার করা হয়েছিল, কাঁটার মুকুট মাথায় গেঁথে দেওয়া হয়েছিল, রক্তের ফোঁটা তাঁর কপাল বেয়ে যীশু খ্রীষ্ট স্বয়ং এর আশীর্ব্বাদিত মুখমন্ডলের দিকে নেমে এসেছিল, প্রহার করে তাঁর মুখ চেনার অযোগ্য করে দেওয়া হয়েছিল,

‘‘মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানবসন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত…’’ (যিশাইয় 52:14)|

‘‘এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল’’ (যিশাইয় 53:5)|

ইনিই হলেন যীশু খ্রীষ্ট স্বয়ং যাঁকে তাঁর ক্রুশ, পিলাতের দরবার থেকে বদ্ধভূমি পর্যন্ত বহন করে নিয়ে যেতে হয়েছিল| ইনিই হলেন সেই যীশু খ্রীষ্ট স্বয়ং যাঁকে সেই অভিশপ্ত কাঠে পেরেকবিদ্ধ করা হয়েছিল| ইনিই হলেন সেই যীশু খ্রীষ্ট স্বয়ং যিনি শুধুমাত্র তাঁর হাত এবং পায়ে পেরেক বেঁধানোর যন্ত্রণা ভোগ করেছিলেন তাই নয় – কিন্তু যিনি আরও বৃহত্তর এক কষ্ট ভোগ করেছিলেন যখন সদাপ্রভু “আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন” (যিশাইয় 53:6)| যীশু খ্রীষ্ট স্বয়ং “আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন” (I পিতর 2:24)| ডঃ ওয়াটস বলেছেন,

ঐ দেখ, তাঁহার শির, ও হাত,
   তাঁর পায়ে কর দৃষ্টিপাত:
তা হইতে প্রেম ও দুঃখচয়,
   মিশ্রিত হইয়া পতিত হয়?
(“When I Survey the Wondrous Cross,” Isaac Watts, D.D., 1674-1748) |

উঠে দাঁড়ান এবং গানটি করুন! এখন আমাদের সমবেত সঙ্গীতে গলা মেলান!

একমাত্র যীশুকে, যেন আমি দেখি,
   একমাত্র যীশু, তিনি ছাড়া উদ্ধার নাই.
তখন আমার অনন্তকালীন গান হইবে -
   যীশু! একমাত্র যীশু!

আপনার বসতে পারেন|

IV. চতুর্থ, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন অনন্ত আনন্দের একমাত্র উৎস |

তারা যীশুর মৃত দেহ ক্রুশ থেকে নামিয়েছিল এবং সেটা একটি মুদ্রাঙ্কিত সমাধিস্থানে কবর দিয়েছিল| কিন্তু তৃতীয় দিনে, তিনি শারীরিকভাবে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন! তারপরে তিনি শিষ্যদের কাছে এসেছিলেন এবং বলেছিলেন, “তোমাদের শান্তি হউক” (যোহন 20:19)|

‘‘ইহা বলিয়া তিনি তাঁহাদিগকে আপনার দুই হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন| অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন’’ (যোহন 20:20)|

“অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন” (যোহন 20:20)| যীশু খ্রীষ্ট স্বয়ং তাদের আনন্দ দান করেছিলেন যখন তারা “প্রভুকে দেখিতে” পেয়েছিলেন| যতক্ষণ না আপনি যীশু খ্রীষ্ট স্বয়ংকে জানতে পারছেন, আপনি কখনও গভীর শান্তি, এবং প্রভুর আনন্দ জানতে পারবেন না!

ওহ, আজ সকালে আমি আপনাদের বলছি – আমি সেই বিশেষ মুহূর্তটি স্মরণ করতে পারি যখন আমি যীশু খ্রীষ্ট স্বয়ং এর উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম! কি এক পবিত্র অভিজ্ঞতা! আমি তাঁর কাছে ছুটে গিয়েছিলাম! অথবা, বরং, এটা মনে হয়েছিল যেন তিনিই আমার দিকে ছুটে এসেছিলেন! তাঁর বহুমূল্য রক্তের দ্বারা ধৌত হয়ে আমি পাপ থেকে শুচি হয়েছিলাম! ঈশ্বরের পুত্রের দ্বারা আমাকে জীবিত করা হয়েছিল! ঐ সমবেত সঙ্গীতটি করুন!

একমাত্র যীশুকে, যেন আমি দেখি,
   একমাত্র যীশু, তিনি ছাড়া উদ্ধার নাই.
তখন আমার অনন্তকালীন গান হইবে -
   যীশু! একমাত্র যীশু!

আপনারা বসতে পারেন|

যীশু খ্রীষ্ট স্বয়ং এর কাছে আসুন! পরিত্রাতাকে আপনার জীবনের বাইরে করে দেবেন না| তাঁকে আপনার সাক্ষ্যের বাইরে ছেড়ে দেবেন না| সেই পাপ করবেন না যাকে স্পারজিয়ন বলেছিলেন, “…খ্রীষ্ট স্বয়ংকে সুসমাচারের বাহিরে রাখিবার একটি অপকৃষ্ট প্রবণতা|” না! না! এখনই যীশু খ্রীষ্ট স্বয়ং এর কাছে আসুন| আমি যখন এই গানটি গাইব এর কথাগুলি যত্নসহকারে শুনুন|

পাপিষ্ঠ আমি, নাই আশা,
   ঐ রক্তে আমার ভরসা,
মোর দীন হীন প্রাণে দাও আশা,
   হে যীশু, লও আমায়! লও আমায়!
(“Just As I Am,” Charlotte Elliott, 1789-1871) |

আপনার পাপের দেনা শোধ করতে যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| সমস্ত পাপ থেকে আপনাকে শুচি করতে যীশু তাঁর পবিত্র রক্ত ঝরিয়েছিলেন| যীশুর কাছে আসুন| তাঁকে বিশ্বাস করুন এবং সমস্ত পাপ থেকে তিনি আপনাকে উদ্ধার করবেন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: যিশাইয় 53:1-6 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশিত হয়েছে:
“When Morning Gilds the Skies” (translated from the German
by Edward Caswall, 1814-1878) |


খসড়া চিত্র

যীশু খ্রীষ্ট স্বয়ং

JESUS CHRIST HIMSELF

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র

‘‘যীশু খ্রীষ্ট স্বয়ং’’ (ইফিষীয় 2:20)|

I.   প্রথম, যীশু খ্রীষ্ট স্বয়ং মানবজাতির দ্বারা অবজ্ঞাত এবং ত্যাজ্য হয়েছিলেন, যিশাইয় 53:3 |

II.  দ্বিতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং সমগ্র বাইবেলের কেন্দ্রীয় বিষয়বস্তু, লূক 24:25-27; I করিন্থীয় 1:30 |

III. তৃতীয়, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন নির্যাস, কেন্দ্রীয় উপাদান, সুসমাচারের সেই হৃদয়,
যিশাইয় 53:6; মার্ক 14:34; লূক 22:44; যিশাইয় 52:14; 53:5; I পিতর 2:24 |

IV. চতুর্থ, যীশু খ্রীষ্ট স্বয়ং হলেন অনন্ত আনন্দের একমাত্র উৎস, যোহন 20:19, 20 |