Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




এখন পুনরুত্থান !

RESURRECTION NOW!
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2010 সালের, 2রা মে, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, May 2, 2010

‘‘কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান্‍ বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন,- অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ-এবং তিনি খ্রীষ্ট যীশুতে আমাদিগকে তাঁহার সহিত উঠাইলেন ও তাঁহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন’’ (ইফিষীয় 2:4-6)|


আধ্যাত্মিক সত্যের ব্যাখ্যা করতে খ্রীষ্টের অলৌকিক কার্য্য করা হয়েছিল| তিনি অন্ধের চোখ খুলে দিয়েছিলেন এই দেখাতে যে তিনি আত্মিকভাবে অন্ধ হৃদয় খুলে দিতে পারেন| তিনি কুষ্ঠ রোগীকে সুস্থ করেছিলেন এই দেখাতে যে তিনি আত্মিকভাবে দূষিত আত্মাকে সুস্থ করতে পারেন| কিন্তু তিনবার তিনি মৃতদেহকে পুনরুত্থিত করেছিলেন| মার্কের পঞ্চম অধ্যয়ে আমাদের বলা হচ্ছে তিনি যায়িরের কন্যাকে মৃত্যু থেকে উঠিয়েছিলেন| লূকের সপ্তম অধ্যায়ে আমাদের বলা হয়েছে যে তিনি নায়িনের বিধবার পুত্রকে মৃত্যু থেকে উত্থিত করেছিলেন| যোহনের একাদশ অধ্যায়ে আমরা পড়ছি যে তিনি লাসারকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছিলেন| এই পুনরুত্থানগুলি থেকে আমরা যে শিক্ষা লাভ করছি তা হলো এই যে যীশু তাদেরকে মৃত্যু থেকে জীবনে পুনরুত্থিত করতে পারেন “যাহারা অপরাধে এবং পাপে মৃত” (ইফিষীয় 2:1)| আজ রাত্রের এই সেবাকাজে অনেক যায়িরের কন্যা, অনেক বিধবার পুত্র, অনেক পুনরুত্থিত লাসার রয়েছেন – কারণ আমাদের মধ্যে অনেকেই অপরাধে ও পাপে মৃত ছিলাম, কিন্তু জীবনের নবীনতার প্রতি চলার জন্য, খ্রীষ্টের ক্ষমতার মাধ্যমে আমাদের আত্মিক মৃত্যু থেকে উত্থিত করা হয়েছে! যে পুনরুত্থানের অভিজ্ঞতা আমরা পেয়েছি তাকে বলা হয় “পুনঃজন্ম” – একটি পরিভাষা যা মৃত্যু থেকে জীবন বিষয়ে কথা বলে, তাছাড়া নতুন জন্ম হিসাবেও একে জানা যায়| ডঃ ডব্লিউ. জি. টি. শেড নির্দেশ করেছেন যে বাইবেল প্রায়ই “পুনঃজন্ম বুঝাইতে পুনরুত্থান” ব্যবহার করে…একটি আত্মিক পুনরুত্থান হিসাবে পুনর্জন্মের বিষয়ে বলা হইতেছে” (W. G. T. Shedd, Ph.D., Dogmatic Theology, P and R Publishing, 2003 edition, pp. 864, 865)| ইফিশীয়ের দ্বিতীয় অধ্যায়ে দৈহিক এবং আত্মিক পুনরুত্থানের মধ্যের সম্পর্কটিকে স্পষ্ট করা হয়েছে,

‘‘কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান্‍ বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন,- অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ-এবং তিনি খ্রীষ্ট যীশুতে আমাদিগকে তাঁহার সহিত উঠাইলেন ও তাঁহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন’’ (ইফিষীয় 2:4-6)|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্‌ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এই পদগুলি থেকে আমরা নতুন জন্মের সম্বন্ধে তিনটি মহান সত্য শিখছি – পুনরুত্থিত খ্রীষ্টের ক্ষমতার মাধ্যমে পুনর্জন্ম বিষয়ক তিনটি সত্য|

I. প্রথম, আমরা মৃত ছিলাম |

বাইবেল অনুযায়ী প্রত্যেক মানুষ আত্মিকভাবে মৃত| কিছু লোক আমাদের বলেন যে আমরা পতনের দ্বারা চূর্ণ – কিন্তু তারা বিশ্বাস করেন না যে এর দ্বারা আমাদের হত্যা করা হয়েছিল| কিন্তু ঈশ্বরের বাক্য খুব স্পষ্ট| এটা বলছে যে আমরা শুধুমাত্র আহত হয়েছিলাম না, কিন্তু যে আমরা ছিলাম “অপরাধে ও পাপে মৃত” (ইফিষীয় 2:1)| তা সত্ত্বেও এই সমস্ত লোকেরা আমাদের বলছে যে মানুষের মধ্যে অনেক উত্তমতা আছে, যাতে মানুষের স্বভাব স্বয়ং পাপে মৃত নয়| সি. জি. ফিনি সেই ভ্রান্ত অবস্থার উল্লেখ করেছেন, যখন তিনি বলেছিলেন,

মনুষ্যজাতির মধ্যে পাপ এত স্বাভাবিক কেন? তাহাদের স্বভাব স্বয়ং পাপপূর্ণ সেই কারণে নয়… এই মতবাদ হইতেছে… ঈশ্বরের প্রতি সীমাহীন অসম্মান প্রদর্শন, এবং ঈশ্বর ও মানুষের বুদ্ধিমত্তার প্রতি একইভাবে নিদারূন ঘৃণা প্রদর্শন, এবং প্রতিটি পুলপিট, এবং মতবাদের প্রতিটি সূত্র, এবং জগৎ হইতে ইহা বিতাড়িত হওয়া উচিৎ| ইহা হইতেছে পরজাতীয় দর্শনের একটি নিদর্শন এবং অগাস্টিন দ্বারা খ্রীষ্টিয় মতবাদে ইহাকে সত্য বলিয়া চালানো হইয়াছে (C. G. Finney, Finney’s Systematic Theology, Bethany House Publishers, 1994 edition, pp. 268, 263)|

দেখুন, মানুষ পাপে মৃত হয় এই মতবাদটি আমাদের বেশীর ভাগ পুলপিট থেকে বিতাড়িত হয়েছে| এর ফল কি হয়েছে? বর্তমানে আমরা নৈতিক এবং আধ্যাত্মিক অরাজকতা দেখছি – এই হয়েছে ফল!

পাপে মৃত মানুষ এই মতবাদটি কি অগাস্টিন দ্বারা আবিষ্কৃত? না, এটা তা হয়নি! আশাহীনভাবে এবং সহায়তাহীনভাবে মানুষ পাপপূর্ণ হয় এই বিষয়টি বাইবেলের সর্বত্র শিক্ষা দেওয়া হয়| নোহের দিনগুলিতে,

‘‘আর সদাপ্রভু দেখিলেন, পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ’’ (আদিপুস্তক 6:5)|

ঈশ্বরের পুস্তকে আমরা পড়ছি,

‘‘অশুচি হইতে শুচির উৎপত্তি কে করিতে পারে?’’ (ইয়োব 14:4)|

‘‘মর্ত্ত্য কি যে, সে পবিত্র হইতে পারে? অবলাজাত মনুষ্য কি ধার্ম্মিক হইতে পারে?’’ (ইয়োব 15:14)|

গীতিকার বলেছেন,

‘‘দেখ, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ব্ভে ধারণ করিয়াছিলেন’’ (গীতসংহিতা 51:5)|

‘‘দুষ্টগণ গর্ব্ভ হইতেই বিপথগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়’’ (গীতসংহিতা 58:3)|

রাজা শলোমন বলেছিলেন,

‘‘অধিকন্তু মনুষ্য-সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ’’ (উপদেশক 9:3)|

ভাববাদী যিরমিয় বলেছিলেন,

‘‘অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য, কে তাহা জানিতে পারে?” (যিরমিয় 17:9)|

এবং প্রেরিত পৌল আমাদের বলেছেন,

‘‘আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে… এবং অন্য সকলের ন্যায় স্বভাবতঃ ক্রোধের সন্তান ছিলাম’’ (ইফিষীয় 2:1, 3)|

আবার, কলষীয়দের প্রতি পত্রে, প্রেরিত পৌল বলেছেন,

‘‘তোমরা তোমাদের অপরাধে মৃত ছিলে’’ (কলষীয় 2:13)|

মানুষ অপরাধে মৃত এই মতবাদকে ফিনি আক্রমণ করেছিলেন অগাস্টিনের ঘাড়ে এর দায় চাপিয়ে| তা সত্ত্বেও, যেমন আমি দেখিয়েছি, বাইবেলের একপ্রান্ত থেকে অপর প্রান্ত অবধি এই মতবাদ শেখানো হয়েছে| আসলে, ফিনির ধারণা এসেছিল প্রচলিত ধর্মমত বিরোধী পেলিজিয়াস (A.D. 354-420) এর থেকে| শতাব্দীকাল ধরে তার প্রচলিত মতবিরোধী ধারণাগুলি চারিদিকে বিরাজমান হয়ে আছে| ফিন্নে যা শিখিয়েছিলেন তা ছিল এর পূর্ণ শক্তিতে পেলিজিয়াসের মতবাদ! আসুন আমরা ঐসব মতবাদের দ্বারা আটকে থাকি যা স্পষ্ট করে শাস্ত্রে শেখানো হয়েছে! মানুষ, পুনর্জন্ম না পাওয়া অবস্থায়, পাপে মৃত! মানুষ অসুস্থ নয়| ঈশ্বরের বিষয়গুলির প্রতি মানুষ মৃত!

‘‘আর যখন তোমরা আপন আপন পাপে ও অপরাধে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকে জীবিত করিলেন’’ (ইফিষীয় 2:1)|

‘‘আমরা পাপে মৃত ছিলাম’’ (ইফিষীয় 2:5)|

এর তুলনায় স্পষ্টতর আর কি হতে পারে? কিছুই না!

“পাপে মৃত” – এটাই কি মানুষের প্রকৃত চিত্র নয় তার স্বাভাবিক অবস্থাতে? মহান স্পারজিয়ন বলেছেন,

ঐ সৈন্যদলকে লক্ষ করুন: আপনি ইহাকে আঘাত করিতে পারেন, আপনি ইহাকে চূর্ণ করিতে পারেন, কিন্তু ইহা চিৎকার করিবে না; আপনি ইহার ওপরে স্তূপীকৃত বোঝা চাপাইতে পারেন, কিন্তু ইহা উদ্বিগ্ন হইবে না; আপনি ইহাকে অন্ধকারে আবদ্ধ রাখিতে পারেন, কিন্তু ইহা বিষাদ অনুভব করিবে না| সেইরকম পরিত্রাণ না পাওয়া মনুষ্য তাহার পাপের বোঝার ভারে ভারাক্রান্ত, কিন্তু তিনি ইহা সম্বন্ধে উদ্বিগ্ন নয়; ঈশ্বরের বিচারের কারাকক্ষে তিনি আবদ্ধ, কিন্তু তিনি স্বাধীনতার জন্য আকুলভাবে আকাঙ্খিত নন; তিনি ঈশ্বরের অভিশাপের অধীন…কিন্তু সেই অভিশাপ তাহার আত্মায় কোন আন্দোলন সৃষ্টি করে না, কারণ তিনি মৃত... ওহ! আপনি কিন্তু যদি জীবিত থাকিতেন, যতক্ষণে না আপনি আগত ক্রোধ হইতে উদ্ধারলাভ করিতেন আপনি কখনই শান্ত হইতেন না| আত্মিক বিষয়গুলির সম্বন্ধে মনুষ্য অচেতন, এবং তাহার দ্বারা অনড় থাকেন কারণ, একটি আত্মিক অনুভূতিতে, তিনি হইতেছেন মৃত (C. H. Spurgeon, “Resurrection With Christ,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, volume 14, pp. 207, 208)|

আপনি মন্ডলীতে বসে থাকতে এবং প্রচার শুনতে পারেন যার কোন প্রভাব আপনার ওপরে পড়ে না – কারণ আপনি “পাপে মৃত|” আপনি খ্রীষ্টের দুঃখভোগ, ক্রুশের ওপরে তাঁর দেহে বেত্রাঘাত এবং তাঁর পেরেকবিদ্ধ হওয়া সম্বন্ধে শুনে থাকতে পারেন, এবং আপনার মনে কোন স্থায়ী উদ্বেগ সৃষ্টি হয় না – কারণ আপনি “পাপে মৃত|” আপনি শুনতে পারেন যে খ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং “অনেক অভ্রান্ত প্রমাণের দ্বারা” (প্রেরিত 1:3) তাঁর শিষ্যদের সামনে উপস্থিত হয়েছিলেন এবং আপনি তাঁর পুনরুত্থানের শক্তি ও মহিমায় বিচলিত হননি – কারণ আপনি “পাপে মৃত|” আপনি তাঁর রক্তের বিষয়ে শুনে থাকতে পারেন, আপনার পাপ শুচি করতে যা উপলব্ধ রয়েছে, এবং আপনার শুচি হওয়ার প্রয়োজন আপনি অনুভব করেন না – কারণ আপনি “পাপে মৃত|” আপনি শুনতে পারেন যে অন্যেরা ঐকান্তিক আকাঙ্খায় প্রার্থনা করছেন, এবং আপনি স্বয়ং সেরকম প্রার্থনা করতে সক্ষম হন না - কারণ আপনি “পাপে মৃত|” আপনি একটা বড়, কালো বাইবেল কিনতে পারেন এবং সেটা পড়তে পারেন, কিন্তু সেখানে বাক্যগুলির মধ্যে কোন প্রাণ থাকে না; সেগুলি আপনার কাছে কেবল কয়েকটি বাক্য হয়ে থাকে - কারণ আপনি “পাপে মৃত|” অন্যেরা তাদের বিশ্বাসে আনন্দ পান, কিন্তু আপনার মধ্যে কোন আনন্দ নেই - কারণ আপনি “পাপে মৃত|” অন্যেরা খ্রীষ্টকে জানেন, এবং তাঁকে জেনে আনন্দ করেন, কিন্তু আপনি তাঁকে জানেন না; সন্দেহ ও ভয়ে আপনি পরিপূর্ণ - কারণ আপনি “পাপে মৃত|” অন্যেরা আপনাকে খ্রীষ্টের কাছে আসতে বলেন, কিন্তু সর্বসাকুল্যে যা আপনি বলতে পারেন, বারে বারে, তা হল “কেমন করে?” “কেমন করে আমি তাঁর কাছে আসব?” উত্তর আপনাকে এড়িয়ে যায় এবং আপনি এটা বুঝতে পারেন না - কারণ আপনি “পাপে মৃত|”

আমি আপনাকে এখন বলছি যে যদি শিক্ষাগ্রহণের দ্বারা আপনি উদ্ধার লাভের চেষ্টা করেন এটা সবসময়ে একই রকমের থাকবে| কিভাবে উদ্ধার লাভ করতে হয় তা “শিখতে” আপনি কখনও সক্ষম হবেন না! কখনও না, 50 বছরের বাইবেল অধ্যয়নেও – কিভাবে উদ্ধার লাভ করতে হয় তা আপনি কখনও শিখতে সক্ষম হবেন না - কারণ আপনি “পাপে মৃত|” এবং আপনি যত বেশী অধ্যয়ন করেন, এবং প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনি ততই বেশী মন্দে পরিণত হবেন, ক্রমাগত এগিয়ে চলবেন যতক্ষণে না সেই সামান্য আগ্রহ যা আপনার এককালে ছিল সেটাও চলে যায়, এবং কোন কিছু এখনও পর্যন্ত পরিবর্তিত হচ্ছে সেই প্রত্যাশা ছাড়াই আপনি মন্ডলীতে বসে থাকেন - কারণ আপনি “পাপে মৃত” – “তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পৌঁছাইতে পারে না” (II তীমথিয় 3:7)| এবং, পরিণামে, আপনি আপনার পাপে মৃত হবেন এবং পরবর্তী জগতে নিজেকে দেখতে পাবেন, যেখানে আপনি যাতনাগ্রস্ত হবেন এবং চিরকালের জন্য ঈশ্বরের উপস্থিতি থেকে নিক্ষিপ্ত হবেন, হতাশায়, অগ্নিশিখায়, কোন আশা ছাড়া, “অনন্তকালের জন্য ঘোরতর অন্ধকার” (যিহূদা 13) এর মধ্যে থাকবেন - কারণ আপনি “পাপে মৃত|”

কিন্তু এখন আমাদের শাস্ত্রাংশ একটা আশার আলো দেখাচ্ছে – এবং সেই আশা একমাত্র খ্রীষ্টে স্থিত ঈশ্বরের দয়া এবং অনুগ্রহের মধ্যে সুপ্ত রয়েছে| এটা ছিল আমার অভিজ্ঞতা, এবং আমি প্রার্থনা করি যে আপনার মধ্যেও এটা হবে| প্রভুর ধন্যবাদ হোক, আমাদের মধ্যে যারা পরিত্রাণ লাভ করেছেন তারা বলতে পারেন, যে পুনরুত্থিত খ্রীষ্টের দ্বারা জীবিত থাকতে আমাদের সৃষ্টি করা হয়েছে!

II. দ্বিতীয়, আমাদের জীবিত করা হয়েছে |

অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং চার এবং পাঁচ নম্বর পদদুটি জোরে জোরে পড়ুন|

‘‘কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান্‍ বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন, - অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ’’ (ইফিষীয় 2:4-5)|

আপনার বসতে পারেন|

ওহ, পাপী, এটা শুনুন! প্রেরিতের আশীর্বাদধন্য বাক্য, “কিন্তু ঈশ্বর” শুনুন| সেখানে ঐ বাক্যগুলির মধ্যে আশা রয়েছে! “কিন্তু ঈশ্বর|” আপনি অপরাধে মৃত, “কিন্তু ঈশ্বর!” ঐসব শব্দগুলির জন্য তাঁর প্রশংসা হোক! যখন আপনি সেগুলি শোনেন আনন্দে লাফিয়ে উঠুন এবং নৃত্য করুন! “কিন্তু ঈশ্বর!” বিশ্বাসের ইতিহাসে আমরা ঐ শব্দগুলি বারে বারে প্রয়োগ করতে পারি| যখনই বিষয়গুলি আশাহীন হয়েছে, ঈশ্বর স্বয়ং বারে বারে মধ্যস্থতা করেছেন, এবং ইফিষীয় 2:4 এর বাক্যে, এটা বলা যেতে পারে, “কিন্তু ঈশ্বর!”

পাপের দ্বারা সমগ্র বিশ্ব এতটাই কলুষিত হয়ে পড়েছিল যে ঈশ্বর বলেছিলেন, “আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি, তাহাকে ভূমন্ডল হইতে উচ্ছিন্ন করিব” (আদিপুস্তক 6:7)| “কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন” (আদিপুস্তক 6:8)| “কিন্তু ঈশ্বর” মধ্যস্থতা করেছিলেন এবং নোহ এবং তার পরিবারকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন| মিশরদেশে, ইস্রায়েলের সন্তানেরা ফৌরণের দাসত্বের বন্ধনে বন্দী হয়ে দীর্ঘশ্বাস ফেলতেন এবং আর্তনাদ করতেন| কিন্তু ঈশ্বর মোশিকে বলেছিলেন, “আমি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নীচে হইতে বাহির করিয়া আনিব, ও তাহাদের দাসত্ব হইতে উদ্ধার করিব, এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদিগকে মুক্ত করিব| আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব, ও তোমাদের ঈশ্বর হইব; তাহাতে তোমরা জানিতে পারিবে যে, আমি যিহোবা, তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নীচে হইতে বাহির করিয়া আনিতেছেন” (যাত্রাপুস্তক 6:6-7)| “কিন্তু ঈশ্বর|” বিচারকদের সময়ে ইস্রায়েলের সন্তানেরা ছিলেন “মিদিয়নের সম্মুখে অতিশয় ক্ষীণ” (বিচারকর্ত্তৃগণের বিবরণ 6:6)| কিন্তু ঈশ্বর গিদিয়োনের কাছে এসেছিলেন যখন তিনি গম ঝাড়ছিলেন “যেন মিদিয়নীয়দের হইতে তাহা লুকাইতে পারেন” (বিচারকর্ত্তৃগণের বিবরণ 6:11)| “তখন সদাপ্রভু তাঁহাকে [গিদিয়োনের প্রতি] কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্ত্তী হইব; আর তুমি মিদিয়নীয়দিগকে এক মনুষ্যবৎ আঘাত করিবে” (বিচারকর্ত্তৃগণের বিবরণ 6:16)| এবং গিদিয়োন উচ্চস্বরে বলেছিলেন, “উঠ, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমর্পণ করিয়াছেন” (বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:15)| “কিন্তু ঈশ্বর|” যীশু গ্রেপ্তার হয়েছিলেন, প্রহৃত হয়েছিলেন, একটি ক্রুশের সঙ্গে পেরেকবিদ্ধ হয়েছিলেন, মারা গেছিলেন এবং তাঁকে একটি শীলমোহরাঙ্কিত কবরে সমাহিত করা হয়েছিল| কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছিলেন, “তাঁহাকে ঈশ্বর তৃতীয় দিবসে উঠাইলেন, এবং প্রত্যক্ষ হইতে দিলেন” (প্রেরিত 10:40)| “কিন্তু ঈশ্বর|” মহাযাজক এবং তার লোকেরা প্রেরিতদের আটক করেছিলেন এবং সুসমাচার প্রচার করা থেকে বিরত করতে তাদেরকে কারাবদ্ধ করেছিলেন, “সাধারণ কারাগারে” (প্রেরিত 5:18)| “কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন…কহিলেন, তোমরা যাও, ধর্ম্মধামে দাঁড়াইয়া লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বল” (প্রেরিত 5:19,20)| “কিন্তু ঈশ্বর” কারাগারের সব দ্বার খুলে দিয়েছিলেন এবং তাদের প্রচারকে আশীর্ব্বাদ করেছিলেন|

বাইবেলের সমগ্র অংশে, অনেকবার করে, আমাদের ঈশ্বরের দয়ার একটি পর আর একটি উদাহরণ দেওয়া হয়েছে|

‘‘কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান্‍ বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন-অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ’’ (ইফিষীয় 2:4-5)|

এবং যেহেতু নোহের দিনে, এবং মোশির দিনে, এবং গিদিয়োনের দিনে এবং প্রেরিতের দিনে, এবং খ্রীষ্টের পুনরুত্থানের দিনে ঈশ্বরের দয়া ছিল – ভেবে নেবেন না যে আপনার ওপরেও তাঁর দয়া থাকতে পারে?

‘‘কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান্‍ বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন-অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ’’ (ইফিষীয় 2:4-5)|

তাদের দেখুন এবং লক্ষ করুন যারা আমাদের মধ্যে “জীবিত” হয়েছেন| দেখুন এবং লক্ষ করুন তাদের, যাদের মৃত্যু থেকে তোলা হয়েছে এবং ঈশ্বরের অনুগ্রহের দ্বারা খ্রীষ্টে জীবিত করা হয়েছে! দেখুন – আমাদের ডিকনদের মধ্যে সবাই, আমাদের মন্ডলীর সব নেতা – তাদের সকলেই একদা “পাপে মৃত” ছিলেন| তা সত্ত্বেও, এখন, দেখুন এবং লক্ষ করুন – তাদের সকলকে “খ্রীষ্টের সঙ্গে জীবিত করা হয়েছে” – খ্রীষ্টের মধ্যে জীবিত করা হয়েছে – অনুগ্রহের দ্বারা উদ্ধার করা হয়েছে! কে বলতে পারে যে তারা “পুনরায় জীবিত হন নাই…খ্রীষ্টের সহিত”? কে এতে সন্দেহ করতে পারে যে তাদের মৃত্যু “খ্রীষ্টের সঙ্গে” পুনরুত্থিত করা হয়েছে? স্পারজিয়ন বলেছেন,

দীন মার্থা অতি বিস্ময়াপন্ন ছিলেন যে তাঁহার ভাইকে [লাসার] মৃত্যু হইতে পুনরুত্থিত করা খ্রীষ্টের উচিৎ, কিন্তু তিনি বলিতেছেন, যেন মার্থাকে আরও বেশী বিস্মিত করিতে, “আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, সে কখনও মরিবে না; ইহা কি বিশ্বাস কর?” (যোহন 11:26)| ইহা হইতেছে সেই বিষয়গুলির একটি যাহাতে আমাদের বিশ্বাস করিতে হয়, যে যখন আমরা আত্মিক জীবন গ্রহণ করিয়াছি, ইহা খ্রীষ্টের জীবনের সহিত সংযুক্ত, এবং ইহার ফলস্বরূপ কখনও মৃত্যু হইবে না (Spurgeon, ibid., p. 214) |

হ্যাঁ! “কখনও মরিব না!” যারা পুনরায় জন্মগ্রহণ করেছেন তাদের সম্বন্ধে আমরা ফিন্নের ভ্রান্ত বিবৃতি প্রত্যাখান করি| ফিন্নে বলেছিলেন, “তাহাদের স্পষ্টভাবে অবহিত করা হইয়াছে, যে তাহাদের পরিত্রাণ শেষ পর্যন্ত তাহাদের পবিত্রতার অধ্যাবসায়ের শর্তাধীন| তাহারা আহুত হয়…ভয় করিতে…পাছে তাহারা হারাইয়া যায়” (Charles G. Finney, Finney’s Systematic Theology, Bethany House Publishers, 1994 reprint of 1878 edition, p. 546)| হ্যাঁ, ফিনি বলেছিলেন যে পরিত্রাণপ্রাপ্ত একজন ব্যক্তি তার পরিত্রাণ হারাতে পারেন! বাস্তবিক, ফিনি বলেছিলেন যে একজন খ্রীষ্ট বিশ্বাসী স্বর্গ থেকে পতিত হতে পারেন এবং তার পরিত্রাণ হারাতে পারেন, তিনি মারা যাওয়ার পরে! ফিনির ঈশ্বরতত্ত্ব বিষয়ক বই থেকে এখানে হুবহু উল্লেখ করা হল, “স্বর্গে সাধুগণ স্বাভাবিক সম্ভাবনার দ্বারা ধর্ম্মভ্রষ্ট এবং পতিত হইতে পারেন, এবং হারাইতে পারেন” (C. G. Finney, ibid., p. 508)| হ্যাঁ, ফিনি বলেছিলেন যে একজন খ্রীষ্ট বিশ্বাসী স্বর্গ থেকে পতিত হতে পারেন এবং হারিয়ে যেতে পারেন!

এটা হলো পেলেজিয়ানের ভ্রান্ত মতবাদ| আমরা এটা প্রত্যাখ্যান করছি! যিনি মন পরিবর্তন করেছেন তিনি কখনও “অপরিত্রাণপ্রাপ্ত” হতে পারেন না| যার পুনর্জন্ম হয়েছে, তিনি “অ-পুনর্জন্ম” প্রাপ্ত হতে পারেন না!

‘‘এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, [ঈশ্বর] খ্রীষ্টের সহিত জীবিত করিলেন-অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ’’ (ইফিষীয় 2:5)|

স্পারজিয়ন বলেছেন, “কেহ একবার ঐশ্বরিক জীবন গ্রহণ করিলে, তিনি আর কখনও তাহা হারাইবেন না| ঈশ্বর…অভ্যন্তরস্থ জীবনসহ আমাদের পুনরুজ্জীবিত করেন না, এবং তাহার পর নষ্ট হইবার জন্য ছাড়িয়া দেন না…তিনি আজ উদ্ধার করেন, এবং আগামীকাল অভিশাপ দেন না…ঈশ্বরের গৌরব করুন, তাহার পর, আপনি যিনি বিশ্বাসের দ্বারা খ্রীষ্টে জীবনযাপন করিতেছেন একটি চিরস্থায়ী জীবনযাপন করিবেন…ইহাতে আনন্দ করুন, এবং আপনার ঈশ্বরকে সকল প্রশংসা দিন!” (Spurgeon, ibid., p. 215)| কিন্তু সেখানে আরও একটি বিষয় আছে| আমরা মৃত ছিলাম| আমাদের জীবিত করা হয়েছে| কিন্তু,

III. তৃতীয়, আমাদের ওঠানো হয়েছে |

অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং পাঁচ ও ছয় নম্বর পদদুটি জোরে জোরে পড়ুন|

‘‘এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, [ঈশ্বর] খ্রীষ্টের সহিত জীবিত করিলেন-অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ-এবং তিনি খ্রীষ্ট যীশুতে আমাদিগকে তাঁহার সহিত উঠাইলেন ও তাঁহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন’’ (ইফিষীয় 2:5-6)|

আপনারা বসতে পারেন|

লোকেরা আমাকে প্রশ্ন করেন, “কিভাবে আমি খ্রীষ্টের কাছে আসব?” তারা বিভ্রান্ত হন কারণ তারা জানেন খ্রীষ্ট কোথায় আছেন – তৃতীয় স্বর্গের উপর (II করিন্থীয় 12:2)| তারা জনেন খ্রীষ্ট ঐখানে রয়েছেন, বায়ুমন্ডলের ওপরে, এই গ্যালাক্সির নক্ষত্রগুলির সীমানার বাইরে, সেই স্থানে যাকে তিনি বলেছেন “স্বর্গ” (লূক 23:43)| তারা বাইবেলে পড়েছেন যে খ্রীষ্ট সেখানে আছেন, ঈশ্বরের দক্ষিনে বসে রয়েছেন| “কেমন করে আমি সেইখানে যেতে পারি?” তারা প্রশ্ন করেন| “আমি কেমন করে উপরে সেখানে খ্রীষ্টের কাছে আসব – অন্য একটি জগতে?”

ভাল, অবশ্যই, উত্তর স্বাভাবিক হওয়া উচিৎ| আপনি নিজের ক্ষমতায় সেখানে যেতে পারেন না! কিন্তু “সিদ্ধান্তবাদ” অনেককে অন্ধ করে রেখেছে| তারা মনে করেন যে তারা খ্রীষ্টের কাছে যেতে পারেন তাদের নিজস্ব প্রয়াসের দ্বারা! সেই কারণে তারা থমকে যান যখন যোহন 6:44 পড়েন,

‘‘পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব’’ (যোহন 6:44)|

তাদের কোন অসুবিধা নেই বিশ্বাস করতে যে আকাশে খ্রীষ্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য ঈশ্বর চোখের পলকে তাদের আকর্ষণ করবেন (দেখুন I থিষলনীকীয় 4:16-17; I করিন্থীয় 15:51-53)| তবুও একই বিষয় বিশ্বাস করতে তাদের কাছে একটা বিরাট অসুবিধা থাকে যখন পরিত্রাণের বিষয়টি সামনে আসে! কিন্তু উভয় বিষয়ই সেখানে রয়েছে, সকলের পড়ার জন্য, যোহন 6:44 পদে,

‘‘পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব’’ (যোহন 6:44)|

ঈশ্বরের সেই একই শক্তিশালী ক্ষমতা, যা আকাশে খ্রীষ্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য খ্রীষ্ট বিশ্বাসীদের উপরে আকর্ষণ করবে, এখন অবশ্যই আপনাকে ঈশ্বরের দক্ষিনে বসে থাকা খ্রীষ্টের প্রতি আকর্ষন করবে! ইনি হলেন ঈশ্বর যিনি একজন পাপীকে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেন – পাপী স্বয়ং নয় – কিন্তু ঈশ্বর করেন! “পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না|” এটা হল চোখের পলকে রূপান্তরের মতন – একমাত্র এটা ঘটে তখনই – যখন আপনি খ্রীষ্টের কাছে আসেন! তারপরে, সেই আশ্চর্য্য মুহূর্তে , ইফিষীয় 2:6 ঘটে! এর দিকে তাকান! উঠে দাঁড়ান এবং এটা জোরে জোরে পড়ুন!

‘‘এবং তিনি খ্রীষ্ট যীশুতে আমাদিগকে তাঁহার সহিত উঠাইলেন ও তাঁহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন’’ (ইফিষীয় 2:6)|

আপনারা বসতে পারেন|

ডঃ হেনড্রিকসেন ঐ পদটির সম্বন্ধে বলেছেন, “আমাদের সকলকে…জীবিত করা হইয়াছে, ওঠানো হইয়াছে এবং স্বর্গীয় স্থানে স্থাপন করা হইয়াছে” (William Hendriksen, Ph.D., New Testament Commentary, Baker Book House, 1981 reprint, p. 118; note on Ephesians 2:6)| রিফর্মেশন স্টাডি বাইবেল একে এইভাবে দেখিয়েছে,

…আমাদের জীবিত করিয়াছেন…আমাদের উঠাইয়াছেন…আমাদের বসাইয়াছেন| এইগুলি হইতেছে খ্রীষ্টের জীবনে ঐতিহাসিক ঘটনাসমূহ: মৃত্যু হইতে তাঁহার পুনরুত্থান এবং ঈশ্বরের দক্ষিনে উপবেশন| কিন্তু বিশ্বাসকারীদের প্রতি যাহা ঘটিয়াছে পৌল সেগুলির আরও প্রয়োগ করিয়াছেন| খ্রীষ্ট এবং যাহারা…তাঁহার…নিকটে আসিয়াছে তাহাদের ঐক্যের বিষয়ে পৌল শিক্ষা দিয়াছেন যাহাতে পরিত্রাতার বিষয়ে যাহা বলা হয় উহা যেন পরিত্রাণ-লাভকারীদের বিষয়েও বলা যাইতে পারে (The Reformation Study Bible, Ligonier Ministries, 2005, p. 1706; note on Ephesians 2:5, 6)|

খ্রীষ্টের কাছে আসা সম্ভব করানো যাবে একমাত্র ঈশ্বরের অনুগ্রহ এবং ক্ষমতার দ্বারা, যা আমাদের আত্মাকে উপরের দিকে আকর্ষণ করে তখন আমরা মন পরিবর্তন করি!

তাহলে যদি আপনি এখনও হারিয়ে আছেন, আপনাকে অবশ্যই কি করতে হবে? যীশু বলেছেন, “প্রবেশ করিতে প্রাণপণ কর” (লূক 13:24)| এই ধর্ম্মোপদেশগুলি পড়ুন এবং আবার পড়ুন| “প্রাণপণ” করুন আপনার সব সত্ত্বা দিয়ে “প্রবেশ করিতে|” “দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে” (লূক 11:9)| সেই গ্রীক বাক্য আমাদের বলছে “ক্রমাগত আঘাত কর, অবিরত প্রার্থনা কর|” আপনার পাপপূর্ণ, হারানো অবস্থার প্রতি ঈশ্বর আপনাকে জাগরিত করুন তার জন্যে যতবার সম্ভব প্রায়ই প্রার্থনা করুন| ঈশ্বর যেন আপনার আত্মাকে জাগরিত করেন, আপনাকে জীবন্ত করেন এবং আপনাকে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেন, এর জন্যে তাঁর কাছে প্রার্থনা করুন| নরকের বিভীষিকা, এবং খ্রীষ্টবিহীন চিরস্থায়ীত্বের বিষয়ে চিন্তা করুন| “প্রবেশ করিতে প্রাণপণ কর” এবং ঈশ্বর “খ্রীষ্টের সহিত [আপনাকে] জীবন্ত” করবেন… এবং আপনাকে ওঠাবেন “খ্রীষ্ট যীশুতে স্বর্গীয় স্থানে|” সেই আনন্দময় মুহূর্তটি শীঘ্রই যেন আপনার কাছে আসে! শীঘ্রই যেন আপনাকে জীবন্ত করা হয় – আপনাকে “খ্রীষ্ট যীশুতে স্বর্গীয় স্থানে” আকর্ষণ করা হয়| আপনারা, যারা পাপে মৃত রয়েছেন, যেন এখনই পুনরুত্থানের অভিজ্ঞতা পান! খ্রীষ্টে স্থিত ঈশ্বরের ক্ষমতার দ্বারা আপনাদের আবার জন্ম হোক! আমেন|

‘‘কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান্‍ বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন-অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ-এবং তিনি খ্রীষ্ট যীশুতে আমাদিগকে তাঁহার সহিত উঠাইলেন ও তাঁহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন’’ (ইফিষীয় 2:4-6)|


খসড়া চিত্র

এখন পুনরুত্থান !

RESURRECTION NOW!

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র

‘‘কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান্‍ বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন,- অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ-এবং তিনি খ্রীষ্ট যীশুতে আমাদিগকে তাঁহার সহিত উঠাইলেন ও তাঁহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন’’ (ইফিষীয় 2:4-6)|

(ইফিষীয় 2:1)

I.   প্রথম, আমরা মৃত ছিলাম, ইফিষীয় 2:1; আদিপুস্তক 6:5; ইয়োব 14:4: 15:14;
গীতসংহিতা 51:5; গীতসংহিতা 58:3; উপদেশক 9:3; যিরমিয় 17:9; ইফিষীয় 2:1, 3; কলষীয় 2:13; ইফিষীয় 2:1, 5; প্রেরিত 1:3; II তীমথিয় 3:7; যিহূদা 13 |

II.   দ্বিতীয়, আমাদের জীবিত করা হয়েছে, ইফিষীয় 2:4-5; আদিপুস্তক 6:7, 8;
যাত্রাপুস্তক 6:6-7; বিচারকর্ত্তৃগণের বিবরণ 6:6, 11, 16, 7:15; প্রেরিত 10:40;
প্রেরিত 5:18, 19, 20; যোহন 11:26 |

III. তৃতীয়, আমাদের ওঠানো হয়েছে, ইফিষীয় 2:5-6; II করিন্থীয় 12:2; লূক 23:43;
যোহন 6:44; I থিষলনীকীয় 4:16-17; I করিন্থীয় 15:51-53; লূক 13:24; 11:9 |