Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




কোমল এবং আবেগপূর্ণ বিষন্নতা

A SOFT AND VIOLENT SADNESS
(Bengali)

লেখক : মি: জন শ্যমূয়েল কেগান
by Mr. John Samuel Cagan

2017 সালের, 30শে এপ্রিল, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের ব্যাপটিষ্ট
ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, April 30, 2017

‘‘আর, একটি স্ত্রীলোক, যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই, সে পশ্চাৎ দিকে আসিয়া তাঁহার বস্ত্রের থোপ স্পর্শ করিল; আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বদ্ধ হইল’’ (লূক 8:43-44)|


একজন মহিলা ভীষণভাবে অসুস্থ ছিলেন| তার রোগের আরোগ্যের জন্য তিনি যা যা পারতেন তার সব কিছুই করেছিলেন| তিনি ডাক্তারদের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা তাকে সারিয়ে তুলতে পারেননি| তার রোগের আরোগ্যের জন্য এই জগতে তার যত অর্থ ছিল তা সবই ব্যয় করেছিলেন| তিনি সমস্ত চিকিৎসা করিয়েছিলেন যা যা তার পক্ষে করানো সম্ভব ছিল, কিন্তু কোনটিই তাকে আরোগ্য করতে পারেনি| তার সময়কার চিকিৎসকদের যত্নের অধীনে থেকে, তারা যা যা সমাধান দিতে পেরেছিলেন তার প্রত্যেকটির মাধ্যমে তিনি দু:খভোগ করেছিলেন| তার সময়কার যিহূদী লোকদের দ্বারা তিনি অশুচি বলে বিবেচিত হতেন| তিনি ধর্মীয় এবং সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে বসবাস করতেন| তিনি একাকী থাকতেন এবং তার সঙ্গে কেউ কথা বলতে পারতেন না|

তিনি সব পছন্দ অপছন্দের বাইরে চলে গেছিলেন| তিনি সব আশা নিরাশার বাইরে চলে গেছিলেন| তার কাছে কোন আশা ছিল না, যতক্ষণ না তিনি যীশুকে দেখেছিলেন| তিনি একগাদা ভীড়ের মাঝে যীশুকে দেখতে পেয়েছিলেন| তিনি জানতেন যীশু তাকে সুস্থ করতে পারবেন| তাকে যীশুর কাছে যেতেই হবে| তিনি যীশুর কাছে পৌঁছাতে পারবেন কি না তা তিনি জানতেন না| তিনি এতদূরে আছেন বলে তার কাছে মনে হয়েছিল যে তিনি যে কখনও সুস্থ হতে পারবেন তা মনে করে নেওয়া অসম্ভব ছিল| কিন্তু তিনি সব কিছু চেষ্টা করেছিলেন, এবং তিনি জেনেছিলেন একমাত্র ব্যক্তি যিনি তাকে সাহায্য করতে পারতেন তিনি ছিলেন যীশু| তিনি সেই ভীড় ঠেলে এগিয়ে গেছিলেন, এবং যীশুর কাছে পৌঁছেছিলেন| তিনি যীশুর একেবারে কাছে যেতে পারেননি, কিন্তু তিনি তাঁর পোশাকের প্রান্তদেশ স্পর্শ করতে পেরেছিলেন| যে মুহূর্তে তিনি খ্রীষ্টের পোশাকের প্রান্তদেশ স্পর্শ করলেন, তার অসুস্থতা আরোগ্য লাভ করল, এবং যীশু তাকে সম্পূর্ণ সুস্থ করালেন| এই গল্পটি আপনার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত|

I. প্রথমত, আপনি অসুস্থ |

সমগ্র মনুষ্যজাতি অসুস্থ| মানবজাতি একটি অসুস্থতার দ্বারা সংক্রামিত যা তার মানবতাকে তার স্বয়ং এর দিকে ফিরিয়ে আনছে| এই অসুস্থতার ফলে, লোকেরা একে অন্যকে আহত করছে, একে অন্যের সুযোগ গ্রহণ করছে, এবং সবশেষে, এমনকী নিজেরাই নিজেদের ধ্বংস করছে| এই অসুস্থতা কোন গোপন কিছু নয়| বিজ্ঞান এবং ইতিহাস উভয়েই এই অসুস্থতার সম্মুখীন হয়েছে, যদিও সেখানে হয়ত তারা এর ভিন্ন নাম দিয়েছে| এই অসুস্থতাকে ঈশ্বর জেনেছেন পাপ বলে| পাপ সমগ্র মনুষ্যজাতিকে কলুষিত করেছে| পাপ আপনাকে কলুষিত করেছে| বাইবেল বলে,

‘‘কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে’’ (রোমীয় 3:23)|

প্রত্যেকে পাপের অসুস্থতায় কলুষিত হয়েছে| যদিও সমগ্র জীবন ধরে পাপকে অভ্যাস এবং ত্রুটিহীন করা হয়েছে, পাপ শেখার কোন প্রয়োজন হয় না| প্রকৃতিগতভাবে পাপ আপনার ভিতরে উৎপন্ন হয় এবং দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে| আপনি যা যা করেন পাপ তার সবগুলিকেই প্রভাবিত করে| যখন আপনি অসৎ হন, সেটা হয়ে যায় পাপের রোগের প্রমাণ| যখন আপনি পর্ণোগ্রাফি দেখেন, সেটা সেই কারণে হয়ে থাকে যে আপনি পাপপূর্ণ| যেগুলি ভুল সেইগুলি করার দ্বারা আপনি পাপী হন না| আপনার পাপের রোগ উত্তরাধিকারসূত্রে হয়েছে| আপনি একজন জন্মগত পাপী| আপনি হলেন পাপী, আর আপনি পাপী এই কারণে যে, যা ভুল সেই কাজই আপনি করে থাকেন| পাপ আপনার হৃদয়কে কলুষিত করেছে| আপনার নি:শব্দ চিন্তায় আপনি অনেক ভয়ানক সব কাজ করতে চান, যা আপনি করেন না| আপনি যতটা খারাপ তার চেয়ে আরও অনেক বেশী খারাপ হতেন, যদি পারতেন এর থেকে মুক্ত হতে| যতটা সহজে আপনার ফুসফুস শ্বাসপ্র:শ্বাস চালায় ঠিক তত সহজেই আপনার হৃদয় মিথ্যার কল্পনা করতে পারে| আপনার হৃদয় গোপনে আপনাকে ভয়ানক সব কাজ করার অনুমতি দেয় যখন একইসঙ্গে আপনাকে ভালমানুষ হিসাবে ছদ্মবেশ ধারণ করায়| আপনি পাপের দ্বারা কলুষিত, আর পাপ হচ্ছে সেই জিনিষ যা মানুষকে স্বার্থপর, মিথ্যাবাদী এবং কুৎসিত করে তোলে| বাইবেল বলে,

‘‘আমরা ত সকলে অশুচি ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্ব্বপ্রকার ধার্ম্মিকতা মলিন বস্ত্রের সমান; আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়’’ (যিশাইয় 64:6)|

পাপ হচ্ছে একটা অসুখ| পাপের লক্ষণ আর সেইসঙ্গে প্রভাব রয়েছে| পাপের ফলস্বরূপ, লোকেরা প্রায়ই তাদের নিজেদের জীবনে গভীরভাবে অসুখী হয়| পাপের ফলস্বরূপ লোকেরা লজ্জিত, অবসাদগ্রস্ত, এবং বেদনাহত হয়| শান্ত প্রতিফলনের কিছু মুহূর্তে, আপনি কোন কোন সময়ে নিজের ভিতরে অন্ধকার অনুভব করতে পারেন| সময়ে সময়ে আপনি নিজের মধ্যে সেই অন্ধকার অনুভব করতে পারেন, যা মনে হয় সরলতার অনুপস্থিতির সঙ্গী| একটা শূণ্যতার অনুভূতির দ্বারা আপনার জীবন যেন রুদ্ধ হয়ে আসে, যা প্রায় ব্যাখ্যা করা যায় না| আপনি পাপের লক্ষণ অনুভব করেছেন| একটা সময়ে, আপনার অবস্থার গুরুত্ব, আপনি নিজের গভীরে উপলব্ধি করেছিলেন, যেহেতু তা একটা কোমল এবং আবেগপূর্ণ বিষন্নতাকে আপনার প্রতি আকর্ষণ করছিল| আপনার কাছে এইরকমের কিছু মুহূর্ত ছিল যখন আপনি এইভাবে উপলব্ধি করতেন, কিন্তু যে কোনভাবেই হোক, আপনি জেনেছিলেন যে দীর্ঘ সময়ের জন্য এই অনুভূতি নিয়ে আপনি বেঁচে থাকতে পারেন না| প্রায় যেন টিকে থাকার সহজাত প্রবৃত্তিতে সাড়া দিচ্ছেন, সেইভাবে আপনি চিকিৎসার অন্বেষণ করা শুরু করেছিলেন| এবং যেমন ঠিক বাকি জগতে রয়েছে, তেমনি আপনি চিকিৎসার অন্বেষণ করা শুরু করেছিলেন, যা এই জগতে পাওয়া যেতে পারে|

‘‘আর, একটি স্ত্রীলোক, যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই’’ (লূক 8:43)|

II. দ্বিতীয়ত, আপনার রোগের জন্য আপনি চিকিৎসার অন্বেষণ করেছিলেন |

এমন অনেক চিকিৎসা সেখানে রয়েছে যা পাপের উপসর্গের উপসমের জন্য প্রয়োগ করা যায়| আনন্দ উপভোগ করার সাথে লোকেরা পাপের উপসর্গে ডুবে যেতে শিখেছিলেন| গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র লোকেরা পাপের উপসর্গের হাত থেকে নিস্তার পেতে মাদকদ্রব্য নেয়| বেঁচে থাকার বিষয় এতটাই অসন্তোষজনক, এবং একটা পিল, বা একটা ছুঁচ, বা একটা বোতল, যদি মাত্র অল্প কিছু সময়ের জন্য, তাকে দূরে সরিয়ে দিতে পারে| পাপের লক্ষণগুলিকে ফাঁকি দেওয়ার পদ্ধতি হিসাবে, সুখানুভূতির মধ্যে আপনি নিজেকে হারিয়েও ফেলতে পারেন| হেরোইন বা এ্যালকোহল আপনার পছন্দের মাদক নাও হতে পারে, কিন্তু সেটা যাই হোক না কেন, সেটা এক ধরনের চিকিৎসা, এবং তা আসক্তিজনক|

নানা ধরনের ছদ্মবেশে সুখানুভূতির চিকিৎসা উপস্থিত করান হয়| বর্তমানে লোকেরা বাহ্যত নেই এমন জগতের প্রতি আসক্ত| বিজনেস ইনসাইডার পত্রিকায় আলোচিত একটি সাম্প্রতিক গবেষণাতে দেখা গেছে যে গড়পড়তা লোকে তাদের স্মার্টফোনটির স্ক্রীন প্রত্যেক দিন 2,000 থেকে 5,000 বার স্পর্শ করে| লোকেরা তথ্যের দ্রুত ছড়িয়ে পড়া, আদান-প্রদান, এবং অনুসন্ধানের প্রতি আসক্ত, যা প্রযুক্তি তাদের সরবরাহ করছে| তারা প্রতিনিয়ত ডেটা নিয়ে আচ্ছন্ন থাকছে, যাতে তাদের কখনো পাপের উপসর্গের চিন্তা করতে - অনুভূতি পেতে না হয়|

আপনারও পকেটে একটি স্মার্টফোন আছে| অবসরের প্রত্যেকটি মুহূর্তে আপনি নিজেকে আপনার ফোনের মধ্যে হারিয়ে ফেলেন| আপনার ইচ্ছাকৃত কাজকর্মের মাঝের অবসরগুলিতে, অনিচ্ছাকৃতভাবে আপনি ফোনটি পকেট থেকে বের করেন| আপনার একটা মুক্তির পথ আছে| আপনার একটা চিকিৎসা আছে| আপনি পাপের উপসর্গগুলির চিকিৎসা করছেন, কিন্তু আপনি সেগুলির আরোগ্য করতে পারেননি|

‘‘আর, একটি স্ত্রীলোক, যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই’’ (লূক 8:43)|

প্রযুক্তি আপনাকে অন্য একটি জগতে প্রবেশের অধিকার দেয়| প্রযুক্তি আপনাকে একটা আলাদা জগৎ খুঁজে নেওয়ার অনুমতি দেয়, যা মনে হয় যে জগতে আপনি জন্মগ্রহণ করেছিলেন তার চাইতে অনেক বেশী কাম্য| সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে লোকেরা প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করে| তাদের যথাযথ উপস্থাপনা হল কি না সেটা দেখার আগে, লোকেরা নিজেদের দশ বা পনের বা কুড়িটি ছবি তোলে নিজেদের একটি অপ্রকৃত বাস্তবতার মধ্যে সন্নিবেশিত করার জন্যে| তারা নিজেদের উপস্থাপিত করে, এমন কিছু হিসাবে যা তারা নিজেরা হয়েছে বলে বিশ্বাস করে না| তারা প্রত্যেকটি ছবি এবং পোষ্ট যত্নসহকারে নিপুণ করে তোলে, যাতে তারা যে কারা তার একটি আদর্শ নমুনা জগত প্রত্যক্ষ করতে পারে|

আপনার একটি ফেসবুক এ্যাকাউন্ট রয়েছে| আপনার একটি ইনস্টাগ্রাম এ্যাকাউন্ট রয়েছে| নিজের সর্বশ্রেষ্ঠ দৃষ্টিকোন ও বৈশিষ্ট্য ব্যবহার করে, আপনিও সময় ব্যয় করেন যাতে জগত দেখতে না পায় সেই ব্যক্তিকে, যাকে আপনি নিজে জানেন| আপনি যদি এটা সঠিকভাবে করেন, তবে হতে পারে জগত আপনাকে নিশ্চিত করবে যে আপনি খুব সুন্দর, আপনি খুব ভাল, আর আপনি পাপের উপসর্গে ভুগছেন না| আপনি একটা চিকিৎসা খুঁজে পেয়েছেন, কিন্তু আপনি আরোগ্য লাভ করেননি|

‘‘আর, একটি স্ত্রীলোক, যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই’’ (লূক 8:43)|

লক্ষ করুন যে আপনার জীবনযাত্রা কত ব্যস্ত হয়েছে| আপনার প্রকৃত অবস্থা বুঝতে সময় লাগবে| সেইজন্যে আপনার প্রকৃত অবস্থা থেকে মুক্তি পেতে, আপনি নিজের জীবনের পরিকল্পনা করেন যাতে তা সম্পূর্ণভাবে সময় বর্জিত হয়| এমনকী আপনার অবসর সময়েও অবসর নেই| চিত্তবিক্ষেপের দ্বারা আপনার সচেতনতা অতিভারাক্রান্ত হয়েছে| প্রত্যেকটি দিন আপনি ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলে কাটাচ্ছেন| প্রকৃত নয় এমন জগত আপনার প্রকৃত জগতটিকে আক্রান্ত করেছে| যখন আপনি ক্লাসে বসে থাকছেন, বা যানজটে আটকে থাকছেন, বা এই প্রচারে উপস্থিত থাকছেন, তখন আরও একটু বেশী করে, ভিডিও গেম খেলার জন্যে, আপনি দ্রুত বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছেন| কোমল এবং আবেগপূর্ণ বিষন্নতা অনুভব করার পক্ষে আপনি খুব ব্যস্ত রয়েছেন| আপনার প্রকৃত পরিস্থিতির বাস্তবতাকে নিজের আয়ত্তের মধ্যে আনার পক্ষে আপনি খুব ব্যস্ত|

কম্প্যুটারের পর্দার সামনে বসে আপনি গোটা দিনটি হারিয়েছেন| আপনার নিজের মনের সঙ্গে একাকী বসে থাকলে কিরকম লাগে সেটা আপনি পছন্দ করেননি, এবং সেইজন্যে আপনি ক্রমাগতভাবে ইন্টারনেটের সঙ্গলাভ করে গেছেন| এমনকী এক মুহূর্তের জন্যেও আপনি থামতে পারেননি কারণ আপনি সর্বদা সংযুক্ত হয়ে থেকেছেন| কেবলমাত্র জীবনের বাস্তবতা ছাড়া আপনি সঙ্গীতে, ভিডিও গেমসে, ইন্টারনেটে, আনন্দদায়ক অভিজ্ঞতায়, যে কোন কিছুতে সংযুক্ত ছিলেন| আপনি নিজেকে বলছেন যে, আপনি প্রকৃতপক্ষে পাপের লক্ষণের ভয়ে ভীত নন| আপনি যা করছেন, তার সবই করছেন একঘেয়েমির কারণে| আপনি এই জিনিষগুলি করছেন, কারণ সেইগুলি সব মজাদার, এই কারণে নয় যে আপনার এইগুলির প্রয়োজন রয়েছে| আর তবুও, কত আগ্রহের সঙ্গে আপনি এইসব মজার পিছনে ধাওয়া করেছেন তা লক্ষ করার জন্য যদি আপনি থামতেন, তবে হয়তো লক্ষ করতেন যে সেগুলি আপনার সমগ্র জীবনের জন্য চলমান রয়েছে| উদ্বিগ্ন হওয়ার বা যত্ন নেওয়ার মত কোন সময় সেখানে নেই, কারণ অতিমাত্রায় ব্যস্ত হতে চেয়েই আপনি নিজের জীবনের নকশা প্রস্তুত করেছেন| বাইবেল বলছে,

‘‘পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টি অপেক্ষা শান্তিসহ পূর্ণ একমুষ্টি ভাল’’ (উপদেশক 4:6)|

আপনি নিজেকে বলছেন যে আপনি সাহায্য করতে পারেন না কারণ আপনি অত্যন্ত ব্যস্ত| আপনার একটা মধ্যকালীন পরীক্ষা, তারপরে একটা প্রকল্প, তারপরে একটা চাকরি আছে| এটা কিছুদিন বদলাবে না| আপনি সর্বদা এইরকম ব্যস্ত থাকবেন| আপনার জীবন এইরকমের হোক সেটাই আপনার প্রয়োজন| আপনি বিশ্বাস করেন যে আপনার ভবিষ্যতের কোন এক জায়গাতে, আপনি একটু অন্যরকম হবেন| আপনি বিশ্বাস করেন যে আপনি স্নাতক হবেন, এবং অর্থ উপার্জন করতে আরম্ভ করবেন, এবং সবার শেষে এমন কেউ একজন হবেন যার জন্য আপনি গর্বিত হবেন| কিন্তু সেটা কোন বিষয় নয় যে আপনি কোথা থেকে স্নাতক হলেন, এও কোন বিষয় নয় যে আপনি কত অর্থ উপার্জন করেছেন, আপনি সন্তুষ্ট হবেন না, আর সেগুলি কখনো যথেষ্ট হবে না| বাইবেল বলছে,

‘‘সে মাতৃগর্ব্ভ হইতে উলঙ্গ আইসে; যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়; পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে, এমন কিছুই নাই’’ (উপদেশক 5:15)|

আপনার কোন পরিমাণ আশাই আপনার জন্যে যথেষ্ট নয়| কোন পরিমাণ অর্থ অথবা একটা যথার্থ চাকরি, হঠাৎ করে আপনাকে বেঁচে থাকার সেই শুদ্ধতম অভিজ্ঞতা দিয়ে পুরষ্কৃত করবে না যা লাভ করার জন্যে আপনার আত্মা ক্ষুধার্ত হয়ে আছে| আপনার জীবন আপনাকে কখনো সন্তুষ্ট করবে না| আপনি সুখী নন| আপনি পাপের উপসর্গে ভুগছেন, আর আপনি এর চিকিৎসা করে চলেছেন| আপনি পাপের উপসর্গের চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু আপনি কখনো আরোগ্য খুঁজে পাবেন না|

‘‘আর, একটি স্ত্রীলোক, যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই’’ (লূক 8:43)|

কোন চিকিৎসার পরিণামে কখনো পাপের আরোগ্য হয় না| জগতের সমস্ত আনন্দ আপনার পাপের অসুখের আরোগ্য দান করবে না| জগতের সমস্ত টাকাপয়সা একত্রিত করলেও তা আরোগ্য কিনতে পারবে না| একটা পুরানো গানে কথাটি এইভাবে বলা হয়েছে,

হীরকের ক্ষেত্র, স্বর্ণ পাহাড়,
   রৌপ্যের নদী, অগণিত অলঙ্কার,
সমস্ত একত্রে তোমাকে বা আমাকে ক্রয় করিতে পারে না
   শান্তিতে যখন আমরা নিদ্রা যাই, অথবা বিবেক যাহা মুক্ত|
(“Acres of Diamonds,” Arthur Smith, 1959) |

আপনার পাপের অসুস্থতার জন্য খুব বেশী চিকিৎসার প্রয়োজন আপনার নেই| একটার পর আর একটা যে সব চিকিৎসা আপনি করে চলেছেন সেগুলি আপনার রোগলক্ষণগুলির ব্যবস্থা করছে মাত্র| চিকিৎসাটি উপসর্গের ব্যবস্থাপত্র করছে, কিন্তু অসুস্থতার উদ্দেশ্যে কিছু করছে না | আপনি আপনার চিকিৎসা চালাতেই থাকবেন যতক্ষণ না আপনি আপনার জীবনের যা কিছু আছে তার সবই ব্যয় করে ফেলছেন| এবং কোন একদিন, হঠাৎ করে, খুব দেরী হয়ে যাবে| আপনার পাপের অসুখ আরও মন্দ হবে, এবং ক্রমাগতভাবে আরও বেশী মন্দতর হতে থাকবে| আপনার অসুখ দুরারোগ্য, এবং সাংঘাতিক, এবং প্রান্তীয়| পাপের এই অসুখ আপনাকে ধ্বংস করবে| বাইবেল বলছে,

‘‘কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন’’ (রোমীয় 6:23)|

আপনার অসুস্থতার একটি আরোগ্য আপনার দরকার| সেখানে থাকা একমাত্র আরোগ্যটিকে আপনার প্রয়োজন| যীশু খ্রীষ্টকে আপনার প্রয়োজন|

III. তৃতীয়ত, যীশুই আপনার পাপের রোগের আরোগ্য |

আপনার পাপের রোগের আরোগ্যের জন্য আপনাকে অবশ্যই অগভীর চিকিৎসার পরিবর্তে গভীর চিকিৎসার দারস্থ হতে হবে| আমাদের পাঠ্যাংশে মহিলাটি ঠিক যেমন করেছিলেন, সেইরকমে আপনাকেও সব রকমের চিকিৎসা থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে, আর যীশুর প্রতি মুখ ফেরাতে হবে|

‘‘আর, একটি স্ত্রীলোক, যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই, সে পশ্চাৎ দিকে আসিয়া তাঁহার বস্ত্রের থোপ স্পর্শ করিল; আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বদ্ধ হইল [বন্ধ হইয়াছিল]’’ (লূক 8:43-44)|

সেই মহিলাটি যা যা পেরেছিলেন তার সবই চেষ্টা করেছিলেন, এবং কোন কিছুই তাকে সারিয়ে তুলতে পারেনি, যতক্ষণ না তিনি যীশুর প্রতি ফিরেছিলেন| যদিও অনেকে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের কেউই তাকে সারিয়ে তুলতে পারেননি| অবশেষে তার মরিয়া প্রচেষ্টায় তিনি যীশুর প্রতি ফিরেছিলেন, এবং যীশু তাকে আরোগ্য করেছিলেন| পাপের অসুস্থতায় যীশুই হলেন একমাত্র আরোগ্য| একমাত্র যীশুই পারেন আপনার পাপের অসুস্থতা সারিয়ে তুলতে, কারণ আপনার পাপের জন্য একমাত্র যীশুই মৃত্যুবরণ করেছিলেন| সব দিক থেকেই যীশু হলেন নিখুঁত| যীশু হলেন সেই কলঙ্কহীন, পাপশূন্য মেষশাবক যিনি আপনার পাপের বোঝা নিজদেহে বহন করে ক্রুশের প্রতি নিয়ে গেছিলেন| আপনার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাঁকে একটি ক্রুশের উপরে পেরেকবিদ্ধ করা হয়েছিল| আপনার পাপের প্রতিষেধক হিসাবে যীশু ক্রুশের উপরে রক্ত ঝরিয়েছিলেন| বাইবেল বলছে,

‘‘সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন; তবু আমরা মনে করিলাম, তিনি আহত, ঈশ্বরকর্ত্তৃক প্রহারিত ও দু:খার্ত্ত| কিন্তু তিনি আমাদের অধর্ম্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন; আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্ত্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল’’ (যিশাইয় 53:4-5)|

যীশু এই সব করেছিলেন কারণ তিনি আপনাকে ভালবাসেন| আপনার পাপগুলির জন্যে যীশু মৃত্যুবরণ করেছিলেন যাতে করে আপনার পাপের অসুস্থতার আরোগ্য করতে পারা যায়| আপনি হলেন একজন পাপী| আপনি সমস্ত চিকিৎসা করিয়েছেন| সেই সমস্ত চিকিৎসা আপনার পাপের আরোগ্য করেনি| কোন চিকিৎসার কোন ওষুধই আপনাকে সুস্থ করবে না| আপনি পাপের প্রাণঘাতী অসুখে ভুগছেন| আপনাকে অবশ্যই দৃঢ়নিশ্চিত হতে হবে যে আপনি অসুস্থ| আপনি যে অসুস্থ তা যদি আপনি না জানেন, তবে আপনাকে বিশ্বাস করান হবে যে রোগলক্ষণের অনুপস্থিতি প্রমাণ করে যে আপনার আরোগ্যের কোন দরকার নেই| কিন্তু আপনার আরোগ্যের একটি প্রয়োজন অবশ্যই রয়েছে| যীশু বলেছেন,

‘‘যীশু তাহা শুনিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকে প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে; আমি ধার্ম্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি’’ (মার্ক 2:17)|

আপনাকে অবশ্যই নিজের পাপের অসুখের বাস্তবতার প্রতি দৃষ্টি দিতে হবে এবং তা অনুভব করতে হবে| আর একবার আপনি সেগুলি অনুভব করলে, কোন চিকিৎসার প্রতি ঝুঁকবেন না, আরোগ্যের দিকে ফিরে যান| পাপের লক্ষণগুলি আড়াল করা থেকে বিরত হন, এবং যীশুর প্রতি মুখ ফেরান| একমাত্র যীশুই পারেন আপনাকে পাপ থেকে রক্ষা করতে| সেই পরিত্রাণ যা যীশু আপনাকে উৎসর্গ করছেন তা উপার্জিত নয়| সেই মহিলাটি সুস্থ হয়েছিলেন, পাপ থেকে ক্ষমা লাভ করেছিলেন, আর যীশুর দ্বারা পরিত্রাণ লাভ করেছিলেন| তার আরোগ্যের জন্য তিনি কোন টাকাপয়সা দেননি| তার আরোগ্যের জন্যে তিনি যীশুকে প্ররোচিত করেননি| এরকম মনে হয়েছিল যেন তিনি যীশুর কাছ অবধি পৌঁছাতেই পারবেন না, কিন্তু তা সত্বেও তিনি তাঁর কাছে পৌঁছেছিলেন| তিনি যীশুর দিকে এগিয়ে গিয়েছিলেন, এবং তাঁর পোষাকের প্রান্তভাগ স্পর্শ করেছিলেন, আর বিশ্বাসে পরিত্রাণ লাভ করেছিলেন! যদিও আপনি যীশুর কাছে পৌঁছাতে পারছেন না, কিন্তু তাঁর দিকে এগিয়ে যান! যদিও আপনি অনুভব করছেন যে আপনি বাস্তবিকই যীশুর কাছাকাছি যেতে পারেন না, বিশ্বাসে খ্রীষ্টের কাছে পৌঁছে যান, এবং তিনি আপনাকে উদ্ধার করবেন! বিশ্বাসের দ্বারা যীশুর উপরে বিশ্বাস স্থাপন করুন, এবং তিনি আপনাকে উদ্ধার করবেন! যীশুকে বিশ্বাস করুন, এবং পাপের অসুস্থতা থেকে আরোগ্যপ্রাপ্ত হন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মি: নোহ সং: লূক 8:43-48 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Turn Your Eyes Upon Jesus” (Helen H. Lemmel, 1863-1961) |


খসড়া চিত্র

কোমল এবং আবেগপূর্ণ বিষন্নতা

A SOFT AND VIOLENT SADNESS

লেখক : মি: জন শ্যমূয়েল কেগান

‘‘আর, একটি স্ত্রীলোক, যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্ব্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই, সে পশ্চাৎ দিকে আসিয়া তাঁহার বস্ত্রের থোপ স্পর্শ করিল; আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বদ্ধ হইল [বন্ধ হইয়াছিল]’’ (লূক 8:43-44)|

I.      প্রথমত, আপনি অসুস্থ, রোমীয় 3:23; যিশাইয় 64:6 |

II.    দ্বিতীয়ত, আপনার রোগের জন্য আপনি চিকিৎসার অন্বেষণ করেছিলেন,
উপদেশক 4:6; 5:15; রোমীয় 6:23 |

III.  তৃতীয়ত, যীশুই আপনার পাপের রোগের আরোগ্য, যিশাইয় 53:4-5;
মার্ক 2:17 |