Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




আগত বিষয় সকল – নতুন বছরের একটি ধর্ম্মোপদেশ

THINGS TO COME – A NEW YEAR’S SERMON
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2020 সালের, 5ই জানুয়ারী, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, January 5, 2020

“কি ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের; আর তোমরা খ্রীষ্টের; ও খ্রীষ্ট ঈশ্বরের” (I করিন্থীয় 3:22-23|


“আগত সকল বিষয়|” এইসব বাক্য তাদের মধ্যে ভীতির সঞ্চার করে যারা খ্রীষ্টকে জানেন না! “আগত সকল বিষয়|” আমাদের আশেপাশের লোকজন ভয় এবং আতঙ্কের সাথে ভবিষ্যতের সন্মুখীন হন! তারা হতাশা এবং নিরাশার একটা গভীর অনুভূতি অনুভব করে থাকেন|

টেলিভিশন এবং ইন্টারনেটের উত্থানের সঙ্গে সঙ্গে, বিশ্বব্যাপী দুঃখ, যুদ্ধ, সন্ত্রাসবাদ, মৃত্যু ও ধ্বংস, আমাদের ঘরে ঘরে ঘটছে বলে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি| আমরা হত্যা করতে দেখছি| আমরা বোমা ফেলতে দেখছি| আমরা সন্ত্রাসবাদের রক্তাক্ত কার্যকলাপ দেখতে পাচ্ছি| বলাৎকার, অপহরণ, লুঠতরাজ, অনাহার এবং তাড়না তৎক্ষণাৎ আমাদের চোখের সামনে নিয়ে আসা হচ্ছে| অন্য কোন প্রজন্মের কাছে এই বিশ্বের আতঙ্কগুলি এর আগে এত সহজে প্রতীয়মান ছিল না| আমরা এখন যা যা দেখতে পাই তাদের বিষয়ে তারা কেবল পড়তে পারত| খবরের অনুষ্ঠানগুলিতে প্রতিদিন আমরা বিশ্বব্যাপী ধ্বংসলীলা হতে দেখি যা আকাশপথকে মানসিক চাপ, উদ্বেগ এবং ভয় দিয়ে পূর্ণ করে রাখে| আমি মনে করি খ্রীষ্ট আগে থেকেই এইসব আধুনিক ইলেকট্রনিক্স যোগাযোগের বিষয়ে জানতেন| তিনি বিশ্ব-ব্যাপী “চরম দুর্দশা” এবং “বিহ্বলতার” (লূক 21:25) বিষয়ে বলেছিলেন এইভাবে,

“ভয়ে, এবং ভূমন্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে…” (লূক 21:26)|

উড়োজাহাজ ছিনতাই করা হচ্ছে| বড় বড় দালান বোমা বিস্ফোরনে উড়িয়ে দেওয়া হচ্ছে| উন্মাদগ্রস্ত মানুষের হাতে পরমানু বোমা এসে যাচ্ছে যারা সেসব ভালভাবেই ব্যবহার করতে পারে| বিজ্ঞান জগতের বিখ্যাত ব্যক্তিবর্গ এবং নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বগণ, বিশ্ব উষ্ণায়ণের বিপদ সম্বন্ধে আমাদের সতর্ক করছেন, যা ঠিক আমাদের সামনে প্রতীয়মান| হাসবেন না! হ্যাঁ, “আগত সকল বিষয়” শব্দগুলি লক্ষ লক্ষ লোকের প্রতি আতঙ্কজনক| যেমন খ্রীষ্ট ভবিষ্যদ্বানী করেছেন, “ভয়ে, এবং ভূমন্ডলে যাহা যাহা ঘটিবে তাহার আশঙ্কায়, মানুষের প্রাণ উড়িয়া যাইবে|”

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্‌ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

ঐ ভয়ানক সমস্ত টেলিভিশন ছবির উপরে, ওয়াশিংটনে আমরা সবচেয়ে জঘন্য এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেরকম আমি এর আগে কখনও হতে দেখিনি! মনে হচ্ছে অনেক রাজনীতিবিদই যেন তাদের মানবিকতা হারিয়েছেন! বিশেষ করে গণতন্ত্রবাদীরা!

এর সাথে সেই সত্য ঘটনাগুলি যুক্ত হচ্ছে যে আমাদের পরিবারগুলি ভেঙ্গে টুকরো হয়ে যাচ্ছে, চারিদিকে বাধাহীন বিবাহ-বিচ্ছেদ ঘটছে, আমাদের ছেলেমেয়েরা ছত্রভঙ্গ, বিভ্রান্ত এবং এমন একটি সামাজিক কাঠামো দ্বারা বিপথগামী হচ্ছে যা সাংসারিক জোড়ের মুখগুলিকে বিচ্ছিন্ন করছে| এই প্রজন্মের যুবকদের এক-তৃতীয়াংশকে গর্ভের মধ্যেই হত্যা করা হচ্ছে – তাদের 60 মিলিয়নেরও বেশী! প্রতি সাতজন আফ্রো আমেরিকান শিশুদের মধ্যে চারজনই আমেরিকান হত্যালীলায় রক্তপাত এবং “আইনি” গর্ভপাতের হ্ত্যাযজ্ঞের দ্বারা তাদের জীবন হারাচ্ছে| সেইজন্যে, সন্ত্রাসবাদের হাত নারীদের লক্ষ লক্ষ গর্ভের মধ্যে অনুপ্রবেশ করেছে| কোন স্থান সুরক্ষিত নয়! সেখানে গোপন করার কোন জায়গাই নেই! বিখ্যাত আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়াট্‌স তার “দ্বিতীয় আগমন” কবিতায় এই সবই বলেছিলেন:

বস্তু পৃথকভাবে পতিত; কেন্দ্র ধরে রাখতে পারে না;
কেবলমাত্র নৈরাজ্য জগতের উপর বন্ধন মুক্ত,
সর্বত্র রক্তের প্রবাহ মন্থর
নির্দোষের অনুষ্ঠান হয় ডুবন্ত;
সমস্ত দৃঢ় প্রত্যয়ের অভাব, যখন আমরা নিকৃষ্ট
প্রচন্ড আবেগ প্রবণতায় পরিপূর্ণ…

ওয়াশিংটনে মহাসভা সংক্রান্ত স্বর্ণপদক গ্রহণের পরে বিলি গ্রাহাম বলেছিলেন, “আমরা হলাম ভারসাম্য রক্ষাকারী একটা সমাজ যা আত্ম-ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে” (লস্‌ এঞ্জেল্‌স টাইম্‌স, মে 3, 1996, পৃ. এ-10)| জনগণ অনুভব করছেন যে কোন জায়গা নিরাপদ নয়! তারা অনুভব করছেন যে সেই ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে লুকানোর কোন জায়়গা নেই যা আমরা প্রতিদিন টেলিভিশন এবং ইন্টারনেটে দেখছি| কাজেই “আগত সকল বিষয়” শব্দগুলি ভয় এবং আতঙ্ক দিয়ে তাদের হৃদয় পূর্ণ করছে তাতে আশ্চর্য্যের কিছু নেই!

কিন্তু যারা দিশাহারা হয়েছেন তাদের প্রতি আমাদের পাঠ্যাংশটি দেওয়া হয়নি| এটা তাদের প্রতি লেখা হয়েছিল যারা ইতিমধ্যেই মন পরিবর্তন করেছেন| 21 নং পদে, প্রেরিত বলেছেন, “সকলই তোমাদের|” 22 নং পদে তিনি সেই বিষয়গুলির তালিকা দিয়েছেন যা প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের অধীনে রয়েছে| ঐ তালিকার শেষে, তিনি বলেছেন, “ভবিষ্যৎ বিষয়; সকলই তোমাদের” (I করিন্থীয় 3:22)| আপনি যদি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হন, ভবিষ্যৎ আপনার অধীনে থাকে!

“ভবিষ্যৎ বিষয়; সকলই তোমাদের” (I করিন্থীয় 3:22)|

I. প্রথম, খ্রীষ্ট ধর্মের বিজয় আপনার !

যীশু বলেছেন,

“আমি আপন মন্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না” (মথি 16:18)|

প্রচারের যুবরাজ সি. এইচ. স্পারজিয়ন বলেছিলেন,

যখন আমরা… রাজনৈতিক পরিস্থিতির প্রতি দৃষ্টিপাত করি, আমরা ইহা অন্ধকারাচ্ছন্ন এবং ভীতিপ্রদর্শনকারী বলিয়া মনে করি| যত্রতত্র মেঘ ঘনাইতেছে; আমরা ঈশ্বরের মন্ডলীর জন্যে স্বয়ং আতঙ্কিত হইতেছি, যখন মনে হইতেছে সিংহাসন পতনের মাঝে ইহার নিরাপত্তাই ঝুঁকিতে রহিয়াছে| কিন্তু কোন রাজবংশের পরিবর্তন কখনও মন্ডলী ধ্বংসকে প্রভাবিত করিতে পারে নাই| ইতিহাসের প্রতিটি সংকটকালে, রাজ্যের প্রতিটি আলোড়নে এবং যাহা পৃথিবীর উপরে নামিয়া আসে, সেরূপ বিপর্যয়ে, মন্ডলীকে অবশ্যই জয়ী হইতে হইবে… জাতির দেউলিয়া হওয়া হইতে, খ্রীষ্ট [মন্ডলী] সম্পদ সঞ্চয় করেন (সি. এইচ. স্পারজিয়ন, “থিংস টু কাম! এ হেরিটেজ অফ দ্য সেন্টস,” স্পারজিয়নʼস সারমন বিয়ন্ড ভলিউম 63, ডে ওয়ান পাবলিকেশনস, 2009, পিপি. 341-342)|

ব্রিটিশ সাম্রাজ্য চূর্ণবিচূর্ণ হয়েছে এবং তার পতন হয়েছে, কিন্তু এর প্রাক্তন উপনিবেশগুলিতে খ্রীষ্টধর্ম বিকশিত হয়েছে| ঈশ্বর-প্রেরিত উদ্দীপনার জোয়ার লক্ষ লক্ষ লোককে মন্ডলীতে ভাসিয়ে এনেছে! যখন আমেরিকান “সাম্রাজ্য” পতনের দোরগোড়ায় টলমল করছে, সেই সময়ে ঈশ্বরের সার্বভৌম ক্ষমতায় তৃতীয় বিশ্বের হাজার হাজার দেশ খ্রীষ্টের বাহুতে আশ্রয় নিচ্ছে! এবং, যখন আমি আজ রাত্রে বলছি, তখনও খ্রীষ্টের ভাববাণী নিরলসভাবে পূর্ণতার প্রতি এগিয়ে যাচ্ছে,

“আর সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে…” (মথি 24:14)|

“কিরীট এবং সম্রাটের বিনাশ|” এই গানটি করুন!

রাজ্য, সম্রাট কিরীট কত আসে যায়,
   খ্রীষ্টের মন্ডলী চির বৃদ্ধি পায়;
নরক দ্বার না পারে পরাজিতে তায়;
   খ্রীষ্টের এ প্রতিজ্ঞা; দেখ মানে না বাধায়|
অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব,
   সবে মিলে আইস করি বিজয় রব!
(“অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব” রচনা স্যাবাইন ব্যারিং-গৌল্ড, 1834-1924)|

সেই মন্ডলী, যা এখন সংগ্রামরত, শীঘ্রই বিজয়ী মন্ডলী হবে! শীঘ্রই সেই স্বর্গদূতের স্বর উচ্চস্বরে বলবে,

“জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাঁহার খ্রীষ্টের হইল, এবং তিনি যুগপর্য্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন” (প্রকাশিত বাক্য 11:15)|

“ভবিষ্যতের বিষয়, সকলই তোমাদের” (I করিন্থীয় 3:22)|

II. দ্বিতীয়, আগত খ্রীষ্টের রাজ্য তোমাদের !

যীশু বলেছেন,

“ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে” (মথি 5:5)|

আবার, যীশু বলেছিলেন,

“হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসঙ্কল্প হইয়াছে” (লূক 12:32)|

এখানে এই আমেরিকাতে এবং সারা বিশ্বে খ্রীষ্ট বিশ্বাসীরা উপহাসিত হন এবং তাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়ে থাকে| তৃতীয় বিশ্বে খ্রীষ্ট বিশ্বাসীরা তাড়নার শিকার হন, তাদের কারাবাস হয়, এবং তাদের বিশ্বাসের জন্যে প্রায়ই তাদের হত্যা করা হয়| আমাদের সময়্কার সংশয়বাদী এবং মানবতাবাদীরা মনে করেন আমরা অকৃতকার্য হব| কিন্তু তারা সম্পূর্ণভাবে ভুল করেন! বাইবেল বলছে,

“যদি সহ্য করি, তাঁহার সহিত রাজত্বও করিব” (II তীমথিয় 2:12)|

যখন তাঁর রাজত্ব জগৎ শাসন করবে! তখন আমরা খ্রীষ্টের প্রতি গাইব,

“…কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ; এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিগকে রাজ্য ও যাজক করিয়াছ; আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে” (প্রকাশিত বাক্য 5:9-10)|

“ডার্ক ওয়াজ দ্য নাইট” গানটি করুন, এটা আপনাদের গানের পাতার, 2 নং গান| গানটি করুন!

রাত্রি অন্ধকার ছিল, পাপ আমাদের বিরুদ্ধে যুদ্ধরত;
   দুঃখের বোঝা ভারী আমরা বহন করি;
এখন আমরা দেখি তাঁর আগমনের চিহ্ন;
   আমাদের হৃদয় আমাদের অন্তরে উজ্জ্বল,
আনন্দের পেয়ালা উথলিয়া উঠিতেছে!
   তিনি পুনরায় আসিতেছেন, তিনি পুনরায় আসিতেছেন,
সেই একই যীশু, মনুষ্যের দ্বারা পরিত্যাজ্য;
   তিনি পুনরায় আসিতেছেন, তিনি পুনরায় আসিতেছেন;
ক্ষমতা ও গৌরবের সহিত, তিনি পুনরায় আসিতেছেন!
   (“তিনি পুনরায় আসিতেছেন” রচনা ম্যাবেল জনস্টোন কাম্প, 1871-1937)|

গানটি আবার করুন!

রাত্রি অন্ধকার ছিল, পাপ আমাদের বিরুদ্ধে যুদ্ধরত;
   দুঃখের বোঝা ভারী আমরা বহন করি;
এখন আমরা দেখি তাঁর আগমনের চিহ্ন;
   আমাদের হৃদয় আমাদের অন্তরে উজ্জ্বল,
আনন্দের পেয়ালা উথলিয়া উঠিতেছে!
   তিনি পুনরায় আসিতেছেন, তিনি পুনরায় আসিতেছেন,
সেই একই যীশু, মনুষ্যের দ্বারা পরিত্যাজ্য;
   তিনি পুনরায় আসিতেছেন, তিনি পুনরায় আসিতেছেন;
ক্ষমতা ও গৌরবের সহিত, তিনি পুনরায় আসিতেছেন!

যদি আপনি পরিত্রাণ প্রাপ্ত, আগত খ্রীষ্টের রাজ্য আপনার!

“ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের” (I করিন্থীয় 3:22)|

III. তৃতীয়, নতুন স্বর্গ এবং নতুন পৃথিবী তোমাদের !

এই পুরোন জগৎ চলে যাবে! যখন খ্রীষ্ট এক হাজার বছর ধরে রাজত্ব সম্পূর্ণ করবেন, শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে এবং সে জগতের সব অপরিত্রাণপ্রাপ্ত বিরুদ্ধাচারীদের তাঁর বিরুদ্ধে পরিচালনা করবে (প্রকাশিত বাক্য 20:7-9)| তখন স্বর্গ থেকে ঈশ্বরের অগ্নি নেমে আসবে (প্রকাশিত বাক্য 20:9),

“…তখন আকাশমন্ডল হূহূ শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য্য সকল পুড়িয়া যাইবে…আকাশমন্ডল জ্বলিয়া বিলীন হইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে” (II পিতর 3:10, 12)|

কিন্তু কখনও হতাশ হবেন না, কেননা প্রেরিত যোহন তার দৃষ্টিভঙ্গীতে বলেছেন,

“পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম; কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে; এবং সমুদ্র আর নাই| আর আমি দেখিলাম, পবিত্র নগরী, নূতন যিরূশালেম, স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে” (প্রকাশিত বাক্য 21:1-2)|

যখন ঈশ্বর সেই নতুন আকাশ এবং নতুন পৃথিবী সৃষ্টি করবেন, আপনি সেখানে নতুন যিরূশালেমে থাকবেন – যদি আপনি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হন! হ্যাঁ, আপনি চিরকালের মতো সেখানে, ঈশ্বরের সেই নতুন পরমদেশে, নতুন পৃথিবীতে এবং নতুন যিরূশালেমে থাকবেন!

ভবিষ্যৎ বিষয়; সকলই তোমাদের” (I করিন্থীয় 3:22)|

“ভবিষ্যৎ বিষয়; সকলই তোমাদের” (I করিন্থীয় 3:22)|

কিন্তু আমাকে অবশ্যই সেই সম্পূর্ণ পাঠ্যাংশটির প্রতি আরও একবার ফিরে এসে বিষয়টি সমাপ্ত করতে হবে, যেটা আমরা শুরুতে পাঠ করেছি,

“…কেননা সকলই তোমাদের; আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের” (I করিন্থীয় 3:22-23)|

আমরা দেখেছি আশ্চর্য “ভবিষ্যৎ বিষয়” তাদের জন্যে যারা খ্রীষ্টের| কিন্তু আপনি কি তাদের একজন? আপনি কি নিশ্চয়তার সাথে বলতে পারেন যে আপনি “খ্রীষ্টের”? যদি আপনি তা না পারেন, তাহলে ঐসব আনন্দদায়ক প্রতিজ্ঞার একটিও আপনার জন্যে নয়! স্পারজিয়ন বলেছেন, “আপনার যদি বিশ্বাস না থাকে, তবে আপনার জন্যে ভবিষ্যতের কাছে ভয় ছাড়া আর কিছুই নেই…আপনি যদি খ্রীষ্টের না হন, আপনাকে আনন্দ দেওয়ার জন্যে আমরা কিছুই বলতে পারি না” (ইবিড., পৃ.347)|

একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন এবং এই জীবনের দুর্দান্ত মজা ও আনন্দ উপভোগ করা, আপনার কি ভাল করবে, যদি সবশেষে আপনি সেসব হারিয়ে ফেলেন, আর মৃত্যু আপনাকে খ্রীষ্টহীন অবস্থাতে খুঁজে পায়? “ভবিষ্যতের বিষয়” আপনাদের কাছে একটা মহা আতঙ্কের বিষয় হবে যদি আপনি খ্রীষ্টের কাছে প্রকৃত না হন| আপনার আত্মার পরিত্রাণের বিষয়ে মহাচিন্তিত হওয়ার জন্যে আমি আপনার কাছে বিনতি করছি| আপনার সমস্ত পাপ এবং আপনার পাপপূর্ণ হৃদয়ের বিষয়ে আমি আপনাকে চিন্তা করার অনুরোধ করছি| আমি আপনাকে অনুরোধ করছি সেই সত্য বিবেচনা করার যে, আপনার পাপ আপনার থেকে সমস্ত আশা অবশ্যই কেড়ে নেয়, এবং অগ্নিহ্রদে আপনাকে অভিশপ্ত করে, এবং সেটা হবে| আমি প্রার্থনা করছি যে আপনি এই জগতের অন্ধকার এবং পাপ থেকে ফিরে আসুন| আমি প্রার্থনা করছি যে আপনি সরাসরি এবং এখনই যীশু খ্রীষ্টের কাছে আসুন| আমি প্রার্থনা করছি যে আপনি বিশ্বাসের দ্বারা তাঁকে দেখুন এবং তাঁর অনন্তকালীন রক্তের দ্বারা আপনার পাপ থেকে বের হয়ে আসুন! তাঁর কাছে আসুন| একদা ক্রুশবিদ্ধ, এখন গৌরবান্বিত, ঈশ্বরের পুত্রের কাছে নিজেকে সমর্পণ করুন| তিনি আপনাকে উদ্ধার করবেন! তিনি আপনাকে উদ্ধার করবেন! তখন সেইসব শুভ এবং আশাপূর্ণ “ভবিষ্যৎ বিষয়,” যার সম্বন্ধে আমি বলেছি, আপনার আর সেইসঙ্গে আমাদেরও হবে!

প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার বিষয়ে যদি আপনি আমাদের পালকের সাথে কথা বলতে চান, অনুগ্রহ করে আপনার আসন ত্যাগ করুন এবং এখনই ঘরের পিছনের দিকে চলে যান যাতে তিনি আপনার পাপ, এবং খ্রীষ্ট যীশুতে আপনার পরিত্রাণের বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে পারেন|

এবার আপনার জন্যে আরও একটা কথা| এটা কি ঠিক নয় যে আমাদের মধ্যে যাদের খ্রীষ্টে ঐ ধরণের আশা রয়েছে, তাদের এই সুসমাচার দূর-দূরান্তে ছড়িয়ে দিতে ইচ্ছুক থাকা উচিৎ? আমাদের প্রতি প্রদত্ত খ্রীষ্টের মহান আজ্ঞা পালনের প্রতি বাধ্য থাকতে (মথি 28:19-20) আমাদের জীবনের পুনরুৎসর্গ সহ নতুন বছর শুরু করাটা কি আমাদের পক্ষে যথাযথ নয়?

আসুন, আমাদের সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আমরা বলি যে, ব্যক্তিগত সুসমাচার প্রচারে; এবং আমাদের মন্ডলীর সুসমাচারমূলক বহিঃপ্রকাশে উপস্থিত হয়ে; এবং এইসঙ্গে যীশুতে পরিত্রাণের সুসমাচার শোনার প্রতি পরিবার ও বন্ধুদের নিয়ে আনার প্রচেষ্টার দ্বারা আমরা যীশুকে মান্য করব| ঈশ্বর আমাদের সাহায্য করুন যাতে 2020 সালে সুসমাচারের প্রতিটি সুযোগের আজ্ঞাবহ হওয়ার দ্বারা আমরা খ্রীষ্টকে মান্য করতে পারি! অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং আপনাদের গানের পাতার শেষ গানটি করুন|

আমাদের এই সময়ের জন্য সংকেতবাক্য, রোমাঞ্চিত বাক্য, ক্ষমতার বাক্য দাও,
ক্রন্দনরত যুদ্ধ, অগ্নিশিখার নিঃশ্বাস বিজয় অথবা মৃত্যুর আহ্বান করছে|
বিশ্রামরত মন্ডলী হইতে একটি জাগরিত বাক্য, প্রভুর মহান আজ্ঞা লক্ষ করে|
হে বাহিনী, আহ্বান দেওয়া হয়েছে, উঠ, আমাদের সংকেত বার্ত্তা, সুসমাচার প্রচার!

যীশুর নামে, সমগ্র জগতে এক্ষণ, আনন্দিত সুসমাচার প্রচারিত হয়;
আকাশের মাধ্যমে ধ্বনিত হচ্ছে: সুসমাচার! সুসমাচার!
মৃত্যু যাত্রী মানুষ, পতিত জাতি, জানুক সুসমাচারের অনুগ্রহ দান;
পৃথিবী এমন অন্ধকারাচ্ছন্ন, সুসমাচার! সুসমাচার!
   (“ইভাঞ্জেলাইজ! ইভাঞ্জেলাইজ!” রচনা ডঃ ওসওয়াল্ড জে. স্মিথ, 1889-1986; ডঃ হেইমার্‌স দ্বারা পরিবর্তিত; “এন্ড ইট ক্যান বি” এর সুরে চার্লস ওয়েসলী, 1707-1788 দ্বারা সুরারোপিত)|

আমেন!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।


খসড়া চিত্র

আগত বিষয় সকল – নতুন বছরের একটি ধর্ম্মোপদেশ

THINGS TO COME – A NEW YEAR’S SERMON

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র

“কি ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের; আর তোমরা খ্রীষ্টের; ও খ্রীষ্ট ঈশ্বরের” (I করিন্থীয় 3:22-23)|

(লূক 21:25, 26; I করিন্থীয় 3:21, 22)|

I.   প্রথম, খ্রীষ্ট ধর্মের বিজয় আপনার! মথি 16:18; মথি 24:14;
প্রকাশিত বাক্য 11:15 |

II.  দ্বিতীয়, আগত খ্রীষ্টের রাজ্য তোমাদের! মথি 5:5; লূক 12:32;
II তীমথিয় 2:12; প্রকাশিত বাক্য 5:9-10 |

III. তৃতীয়, নতুন স্বর্গ এবং নতুন পৃথিবী তোমাদের! প্রকাশিত বাক্য 20:7-9;
II পিতর 3:10, 12; প্রকাশিত বাক্য 21:1-2; মথি 28:19-20 |