Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




খ্রীষ্টের রক্তে ধৌত হোন !

WASHED IN CHRIST’S BLOOD!
(Bengali)

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত
এবং 2018 সালের, 3রা জুন, প্রভুর দিনের সকালে
লস্ এঞ্জেল্সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে
রেভাঃ জন্ শমূয়েল কেগান এর দ্বারা
প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, June 3, 2018

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|


এই পদের প্রথম অর্দ্ধ হচ্ছে প্রেরিত যোহনের ভাষণ, যার মধ্যে তিনি তার শ্রোতাদের জন্য প্রার্থনা করেছেন, সেই সাত মন্ডলীতে, যীশু খ্রীষ্টের থেকে অনুগ্রহ ও শান্তি পাওয়ার জন্যে, ‘‘যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথমজাত ও পৃথিবীর রাজাদের কর্ত্তা|’’ খ্রীষ্টের সম্বন্ধে এই কথা বলার পরে, যোহন বলেছিলেন,

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত [ধৌত] করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|

পাঠ্যাংশটি বলছে খ্রীষ্ট ‘‘আমাদিগকে প্রেম করেন, ও আমাদের (ধৌত) মুক্ত করিয়াছেন’’ তাঁর নিজ রক্তের দ্বারা| পান্ডিত্যের নামে, আধুনিক পাঠ সংক্রান্ত সমালোচকগণ ‘‘ধৌত’’ শব্দটি পরিবর্তন করে ‘‘বন্ধনমুক্ত’’ করেছেন| নেসলে-এলান্ড গ্রীক নতুন নিয়মে, জ্ঞানবাদ-দূষিত সিনাই সংক্রান্ত মূলপাঠের অন্তর্ভূক্ত একটি গ্রীক শব্দ পরিবর্তনের ভিত্তিতে তারা এটা করেছিলেন| কিন্তু ‘‘বন্ধনমুক্ত’’ শব্দটি নিকৃষ্টতর আলেক্সান্দ্রিয়ান পাঠ্যাংশ থেকে এসেছে, যেমন এটা জ্ঞানবাদের সঙ্গে আছে| যেকোন লোককে রক্তে ‘‘ধৌত’’ হতে দেখে জ্ঞানবাদীরা হয়তো আতঙ্কে হতবুদ্ধি হয়ে গিয়ে থাকবেন! সেইজন্য, জ্ঞানবাদ প্রভাবিত আলেক্সান্দ্রিয়ানেরা একটি গ্রীক শব্দ বাদ দিয়ে - ‘‘ধৌত’’ শব্দের পরিবর্তে ‘‘বন্ধনমুক্ত’’ করেছিলেন|

ডঃ চার্লস জন এলিকট (1829-1903) ছিলেন একজন এংলিকান পন্ডিত, কেমব্রীজ এর নতুন নিয়মের অধ্যাপক, পন্ডিতদের কমিটির চেয়ারম্যান যারা নতুন নিয়মের সংশোধিত সংস্করণ (RV) (আরভি) অনুবাদ করেছিলেন| ডঃ এলিকট, Ellicott’s Commentary on the Whole Bible [সমগ্র বাইবেলের উপরে টীকা] (Zondervan Publishing House) এর সম্পাদক ছিলেন| আমাদের পাঠ্যাংশের সম্বন্ধে এলিকটের টীকা বলছে,

‘‘আমাদের ধৌত করিয়াছেন’’ ইহার পরিবর্তে, কোন কোনটিতে [পান্ডুলিপিতে] দেখা যাইতেছে যে ‘‘আমাদের বন্ধনমুক্ত করিয়াছেন’’ বলিয়া লিকিত আছে| গ্রীক ভাষায় এই দুটি শব্দের মধ্যে কেবলমাত্র একটি বর্ণের তফাৎ রহিয়াছে| চিন্তাভাবনার সাধারণ চরিত্র আমাদের চালনা করিতেছে প্রকৃত পাঠ হিসাবে ‘‘ধৌত করিয়াছেন’’ কে পছন্দ করিতে| একটি আনুষ্ঠানিক উপলক্ষ্যে, যাহা যোহন স্পষ্টরূপে স্মরণ করিয়াছেন, আমাদের প্রভু বলিয়াছিলেন, ‘‘যদি আমি তাহাকে ধৌত না করি, তবে তাহার আমার সহিত কোন অংশ নাই|’’ ‘‘শুচিকারী রক্ত,’’ ইহার চিন্তা তীব্র হইয়াছিল জল ও রক্তের পুনঃসংগ্রহের দ্বারা যাহা তিনি খ্রীষ্টের বিদীর্ণকৃত কুক্ষিদেশ হইতে প্রবাহিত হইতে দেখিয়াছিলেন [যোহন 19:34], যাহা প্রায়শই তাহার মনে পুনঃ পুনঃ উদিত হইত, প্রকাশিত বাক্য 7:13, 14; I যোহন 1:7; 5:5-8 (Charles John Ellicott, M.A., D.D., Ellicott’s Commentary on the Whole Bible, Zondervan Publishing House, n.d., volume VIII, p. 535; note on Revelation 1:5) |

এছাড়া প্রকাশিত বাক্য 7:14 পদে আমাদের বলা হয়েছে,

‘‘ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে’’ (প্রকাশিত বাক্য 7:14)|

এই পদে আমাদের সরলভাবে বলা হয়েছে যে যারা স্বর্গে আছেন তাদের সেই বস্ত্র রয়েছে যা তারা ‘‘ধৌত করিয়াছেন,’’ এবং ‘‘মেষশাবকের রক্তে শুক্লবর্ণ করিয়াছেন|’’ যেহেতু সেটা প্রকাশিত বাক্য 7:14 পদের স্পষ্ট একটি অর্থ, সেহেতু এর উচিৎ আমাদের পাঠ্যাংশে ‘‘ধৌত করিয়াছে’’ অংশটির ব্যবহার স্পষ্ট করে দেওয়া:

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|

ডঃ জন এফ. ওয়ালভোর্ড নির্দেশ করেছেন যে গ্রীক শব্দ “louō” (ধৌত করা) এর মধ্যে “luō” (বন্ধনমুক্ত করা) এর তুলনায় একটা বর্ণ বেশী রয়েছে| ডঃ ওয়ালভোর্ড বলেছেন যে এলিকটের মতন পন্ডিতেরা দীর্ঘতর শব্দ (ধৌত করা) পছন্দ করেছিলেন কারণ ‘‘যাহারা নকল করিতেন তাহাদের নিকটে একটি বর্ণ যোগ করা অপেক্ষা একটি বর্ণ বাদ দেওয়া সহজতর ছিল’’ (John F. Walvoord, Th.D., The Revelation of Jesus Christ, Moody Press, 1966, footnote 1, p 38) | কিং জেমস এর অনুবাদের স্বপক্ষে সেটা একটা জোরদার যুক্তি ছিল|

লুথারের ‘‘শাস্ত্রের অনুরূপতা’’ বিষয়ক ব্যাখ্যামূলক বিচার এখনও সত্যি বলে ধরা হয় - শাস্ত্রের একটা অংশ অন্য অংশকে আলোকিত করে, যা একই বিষয়ের সম্বন্ধে বলে থাকে - এবং বিশেষভাবে একই বইয়ে! সেইজন্য আমরা নিজেদের চক্ষু নত করি এবং আধুনিক লেখকদের প্রতি ফিরে আসি যারা আমাদের থেকে সেই পবিত্র, অনুপ্রাণিত গ্রীক অনুবাদ ‘‘ধৌতকরন’’ শব্দটি তুলে নেওয়ার চেষ্টা করেছেন| ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রত্যেক প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী উচ্চস্বরে যীশুর ‘‘গৌরব’’ করতে পারেন, ‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’!

এখন সেখানে একটা কারণ রয়েছে যে কেন আমি এই বিষয়টি সবিস্তারে ব্যাখ্যা করছি| আপনার পাপ থেকে শুধুমাত্র ‘‘বন্ধনমুক্ত’’ না, এর থেকে ‘‘মুক্ত’’ হওয়া আপনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ| আপনি ঈশ্বরের সামনাসামনি হতে চলেছেন| যদি বিচারের সময়ে আপনি আপনার নথিতে অন্তর্ভূক্ত পাপ নিয়ে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করেন, তবে আপনি প্রকৃত সমস্যার মধ্যে পড়তে চলেছেন! শেষ বিচারের সময়ে আপনার অবশ্যই একটি সম্পূর্ণভাবে শুচিকৃত নথি থাকা দরকার, অথবা ঈশ্বর আপনাকে নরকের অনন্তকালীন অগ্নিশিখায় দোষী সাব্যস্ত করবেন (প্রকাশিত বাক্য 20: 11-15)| যখন ঈশ্বর আপনার নথি দেখেন তখন এটা অপেক্ষাকৃত ভাল যেন তিনি সেখানে কোন পাপ নথিভূক্ত রয়েছে বলে না দেখেন| বিচারের দিনে এটা যথেষ্ট হবে না যে আপনার পাপসমূহ খালি ‘‘বন্ধনমুক্ত’’ হয়েছে| ওহ, না! নরকের অনন্তকালীন যন্ত্রণা থেকে আপনাকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই ‘‘ধৌত এবং [হইতে হইবে] শুক্ল মেষশাবকের রক্তে’’ (প্রকাশিত বাক্য 7:14)| প্রকাশিত বাক্য 7 অধ্যায়ের মধ্যে আমাদের বলা হয়েছে যে যারা স্বর্গে আছেন তারা ‘‘মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে এবং শুক্ল করিয়াছে’’ (প্রকাশিত বাক্য 7:14)| এই পদের মাধ্যমে আমরা জানি যে আমাদের সকলকে খ্রীষ্টের রক্তে অবশ্যই ধৌত হতে হবে যদি আমরা নরক থেকে উদ্ধার পাওয়ার এবং স্বর্গে সুরক্ষিত থাকার আশা করি| সিজন্যে আমি এই বিষয়ের উপর কঠোরভাবে আসতে চাইছি| আপনাকে অবশ্যই হতে হবে ধৌত নয়তো অনন্তকালের জন্য আপনি নরকে যাবেন| এই সমস্ত উদার এবং নতুন সুসমাচার প্রচার সংক্রান্ত ‘‘বাইবেল শিক্ষকেরা’’ হয়ত মনে করেন ‘‘ধৌতকরন’’ এর পরিবর্তে ‘‘বন্ধনমুক্ত’’ বলাটাই ভাল| কিন্তু আমার কাজ হল আপনার মত পাপীর সামনে প্রচার করা| আপনার নথিতে পাপ লিখিত আছে! সেগুলিকে অবশ্যই ধৌত করে শুচি করতে হবে নয়ত ঈশ্বর আপনাকে নরকে পাঠাবেন| কোন জিনিসটি পারে আপনার পাপ ধুয়ে দিতে? কিছুই নয় কেবলমাত্র যীশুর রক্ত!

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|

এখানে এই মুহূর্তে, আমাকে আপনাকে বলতে দিন যে, খ্রীষ্টের রক্ত চূড়ান্তভাবে গুরুত্বপূর্ণ! কোথায় আপনি অনন্তকাল অতিবাহিত করবেন সেটা খ্রীষ্টের রক্তের উপরে নির্ভর করছে! আপনি একটা সফল খ্রীষ্টিয় জীবন যাপন করছেন কি না তা খ্রীষ্টের রক্তের উপরে নির্ভর করে| এখানে রক্তের উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে|

I. প্রথম, রক্ত বলিদান সেই শুরুর সময়ে ফিরিয়ে নিয়ে যায় ।

জগতের সমস্ত প্রাচীন লোকেরা রক্ত বলিদান বিশ্বাস করতেন| জগতে এমন কোন প্রাচীন সংস্কৃতি খুঁজে পাওয়া শক্ত যেখানে রক্ত বলিদানের প্রথা ছিল না| উদাহরনত, প্রাচীন মেক্সিকোর এজটেক ভারতীয়রা তাদের ভ্রান্ত দেবতা ও প্রতিমার তৃপ্তির জন্য, নিজেদের পৌত্তলিক বেদীমূলে 20,000 এর বেশী মানুষ বলি দিয়েছিলেন| এছাড়া মায়া সভ্যতার মানুষেরাও এইরকম করেছিলেন| প্রাচীন কালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সমস্ত আদিবাসী মানুষেরা রক্ত বলিদান অনুশীলন করতেন| আফ্রিকার প্রত্যেক উপজাতির লোকেরাও কার্যত সেইরকমই করতেন| খ্রীষ্ট জন্মের প্রায় 2000 বছর আগে, প্রাচীন চীনদেশীয়রা, তাদের শাং টি নামক একেশ্বরবাদী দেবতার উদ্দেশ্যে রক্ত বলিদান দিতেন| ইতিহাসের ঊষাকালে, সময় শুরুর লগ্ন থেকেই, চীনা লোকেরা একজন ঈশ্বর, এবং রক্ত বলিদানের প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতেন! ঈশ্বর এবং রক্ত বলিদান সম্বন্ধে, এক অতি প্রাচীন চীনা মানুষ কিছু লিখে গেছিলেন, এক টুকরো হাড় এবং কচ্ছপের খোলার উপরে, যা সম্প্রতি মাটি খুঁড়ে পাওয়া গেছে| এই সমস্ত নিদর্শনগুলি প্রায় চার হাজার বছরেরও বেশী আগেকার| কোথা থেকে এইসব ধারণা এসেছিল? আদম এবং তার বংশধরদের প্রথম বলিদান থেকেই এই সব ধারণা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয়েছে|

প্রায় ইতিহাসের শুরুতে মোশি আদিপুস্তক রচনা করেছিলেন| তিনি সেই সত্য লিপিবদ্ধ করেছিলেন যে আমাদের প্রথম পিতামাতা যখন পাপ করেছিলেন তখন তাদের আড়াল করতে পশু বলি দিতে হয়েছিল| তাদের পুত্র হেবল রক্ত বলিদান দিয়েছিলেন যা ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল| তার ভাই কয়িন শস্য উৎসর্গ করেছিলেন যা প্রত্যাখ্যান করা হয়েছিল| নোহ ঈশ্বরের প্রতি রক্ত বলিদান করেছিলেন| সেইরকম অব্রাহামও করেছিলেন| যিহূদিদের ঈশ্বরের প্রতি পশু উৎসর্গ করতে বলার অনেক আগে এই সব উৎসর্গের সবগুলিই করা হয়েছিল| যখন তারা মিশরে ক্রীতদাস হয়ে ছিলেন ঈশ্বর তাদের মেষশাবক উৎসর্গ করতে বলেছিলেন এবং তাদের দরজার গোবরাটে সেই রক্তের প্রলেপ দিতে বলেছিলেন| ঈশ্বর বলেছিলেন যে যখন তিনি সেই রক্ত দেখতে পাবেন তিনি তাদের নিস্তার দিয়ে সামনে এগিয়ে যাবেন, এবং তাদের পাপের জন্য তাদের বিচার করবেন না| ঐ বিষয় আমাদের একটা গান রয়েছে,

যখন আমি রক্ত দেখি, যখন আমি রক্ত দেখি,
   যখন আমি রক্ত দেখি, আমি অতিক্রম করিব,
আমি তোমাকে অতিক্রম করিব|
     (“When I See the Blood,” John Foote, 19th century) |

প্রথমবার অতিক্রম করার সময়ে, মিশরে, যিহূদি ক্রীতদাসদের ঈশ্বর তাই বলেছিলেন| সেইরাত্রে ঈশ্বর যিহূদিদের বলেছিলেন,

‘‘তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না’’ (যাত্রাপুস্তক 12:13)|

যিহূদিরা আজকের দিনেও নিস্তার পর্বের প্রতীক হিসাবে সেই দিনের প্রতি রক্ত বলিদান উৎসব উদযাপনের মধ্যে এক্ল্হন সীমাবদ্ধ হয়ে আছেন| যেদিনে খ্রীষ্ট ক্রুশারোপিত হয়েছিলেন তার আগের রাত্রে, তিনি এই নিস্তার পর্বের অর্থ পরিবর্তন করে একে প্রভুর ভোজ হিসাবে পরিবর্তন করে দেন| কোন কোন মন্ডলীতে একে পবিত্র সহভাগিতা বলে উল্লেখ করা হয়| ক্যাথলিক এবং প্রাচ্যের গোঁড়াগণ একে জমায়েত বলে উল্লেখ করেন| কিন্তু প্রত্যেকটি ত্রিত্ববাদী মন্ডলী এর অনুশীলন করে থাকে| বাইবেল বলছে,

‘‘পরে তাঁহারা ভোজন করিতেছেন, এমন সময়ে যীশু রুটী লইয়া আশীর্ব্বাদপূর্ব্বক ভাঙ্গিলেন, এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন কর, ইহা আমার শরীর| পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্ব্বক তাঁহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান কর; কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়’’ (মথি 26:26-28)|

আপনি দেখবেন, পৌত্তলিকদের রক্ত বলিদানের সবই ঈশ্বরকে উৎসর্গ করার প্রতি মানুষের প্রয়োজন এর অস্পষ্ট স্মৃতিকথা থেকে এসেছে| এবং পুরানো নিয়মের নিস্তারপর্ব আগের দিকে নির্দেশ করেছে, সেই বলিদানের প্রতি যা মোশি, খ্রীষ্ট, ক্রুশের উপরে সম্পন্ন করবেন| এবং আজকের দিনে প্রভুর ভোজ পিছনের দিকে নির্দেশ করছে তার প্রতি যা সেই ক্রুশের উপরে খ্রীষ্ট করেছিলেন আমাদের রক্ষা করতে| ক্রুশের উপরে খ্রীষ্টের মৃত্যু, এবং সেখানে তাঁর রক্ত প্রবাহিত করা, হচ্ছে সমগ্র বিশ্ব ইতিহাসের কেন্দ্রীয় ধর্মীয় অনুষ্ঠান!

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|

ক্রুশের উপরে খ্রীষ্টের রক্ত প্রবাহিত করা কেন এত গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে আমি আপনাদের যথাযথভাবে ব্যাখ্যা দিতে চলেছি| কিন্তু প্রথমে আমার দরকার অন্য আর একটি বিষয় ব্যাখ্যা করার|

II. দ্বিতীয়, খ্রীষ্টের রক্ত শয়তান এর দ্বারা কঠোরভাবে ঘৃণিত হয় ।

প্রকাশিত বাক্য এর মধ্যে আমরা পড়ছি,

‘‘[শয়তান] আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল| আর মেষশাবকের রক্ত প্রযুক্ত...’’ (প্রকাশিত বাক্য 12:10-11)|

শয়তান জানে যে একমাত্র উপায় যার দ্বারা যেকেউ তার উপরে বিজয় লাভ করতে পারে তা হল মেষশাবকের রক্ত - অর্থাৎ, ঈশ্বরের মেষশাবক, খ্রীষ্টের রক্ত| বাইবেল বলছে যে শয়তান হল একজন হত্যাকারী| যাকে পারে তাকেই সে ধ্বংস করতে চায়| এবং সেই কারণে সে তিক্তভাবে খ্রীষ্টের রক্তকে ঘৃণা করে| সে জানে যে একবার যদি কোন ব্যক্তি খ্রীষ্টের রক্ত পান, তিনি বিজয় লাভ করেন| খ্রীষ্টের রক্তের দ্বারা পাপীরা শয়তানের উপরে বিজয়লাভ করেন| শয়তান তা ঘটতে দিতে চায় না| সেইজন্যে খ্রীষ্টের রক্তকে গুরুত্বহীন করতে এবং এর অখ্যাতি করার জন্য সে যা যা পারে তার সবকিছু করে|

উনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং 20তম শতাব্দীর প্রথম অংশে খ্রীষ্টের রক্তের উপরে আঘাত হানার জন্যে শয়তান, ডঃ হ্যারী এমারসন ফোসডিক ও ডঃ নেলস ফেররী এর মতন বহু নেতৃস্থানীয় ঈশ্বরতাত্ত্বিক উদারপন্থীদের বিপথে চালিত করেছিল| ডঃ ফেররী বলেছিলেন, ‘‘মুরগির রক্তের তুলনায় খ্রীষ্টের রক্তের আর বেশী কিছু ক্ষমতা নাই|’’ ডঃ ফোসডিক রক্তের প্রায়শ্চিত্তমূলক বলিদানকে, ‘‘একটি কসাইখানার ধর্ম’’ বলে উল্লেখ করেছিলেন| সেই ধরণের লোকেরা ক্ষিপ্তভাবে খ্রীষ্টের রক্তের বিরুদ্ধে বলেছেন - যেহেতু তারা শয়তানের দ্বারা সেই কাজ করতে অনুপ্রাণিত হয়েছিলেন|

কিন্তু, বিংশ শতাব্দীর শেষ ভাগের শুরুতে, শয়তান অন্য আর এক উপায়ে খ্রীষ্টের রক্তকে আক্রমণ করতে শুরু করেছিল| খ্রীষ্টের রক্তের সম্মানহানি করতে শয়তান রক্ষণশীল সুসমাচার প্রচার সংক্রান্ত মানুষদের প্ররোচিত করত| ডঃ জে. ভারন্‌ন ম্যাকগী, আমেরিকার সর্বাধিক জনপ্রিয় এবং রেডিও প্রচারের বাইবেল শিক্ষক, সেই দিয়াবলীয় প্রবণতা লক্ষ্য করা শুরু করেছিলেন| আমাদের পাঠ্যাংশ প্রকাশিত বাক্য 1:5 পদের বিষয় তার দেওয়া টীকাতে, ডঃ ম্যাকগী বলেছিলেন,

বর্তমানে যেমন কিছু লোক করেন তেমন আমি খ্রীষ্টের রক্তের মূল্য হ্রাসের প্রতি ঝুঁকি না| আমি এই শব্দ দিয়ে তৈরী সেই গানটি আমি এখনও পছন্দ করি,

   এক স্রোত আছে শোনিতের, তায় পাপী ডুবিলে
      যায় সব কলঙ্ক পাতকের, সেই স্রোত ইম্মানূয়েলের;
   মোর বিশ্বাস যীশু ক্রুশেতে করিলেন রক্তদান,
      পাপী যে আমি শোনিতে পাই যেন পরিত্রাণ|
(J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers,
     1983, volume V, pp. 890, 891; note on Revelation 1:5-6) |

এটা স্পষ্ট যে ডঃ ম্যাকগী এখানে আর. বি. থেইমি, জন ম্যাকআর্থার, এবং এমনকী চার্লস সি. রেইরী, যারা কয়িনের উৎসর্গের প্রতি বলেছিলেন, ‘‘রক্তবিহীন একটি বলিদান ছিল যথোচিতভাবে নিখুঁত,’’ এদের মতন মানুষদের উল্লেখ করেছেন যারা খ্রীষ্টের রক্তের মর্যাদাহানি করেছিলেন (Charles C. Ryrie, Th.D., The Ryrie Study Bible, Moody Press, 1978; note on Genesis 4:3)| আমি আমার চোখ দুটিকে খুব কষ্টকরে বিশ্বাস করতে পেরেছিলাম যখন আমি ডঃ রেইরীর সেই টীকা পড়েছিলাম| আমি সমানভাবে আশ্চর্য হয়ে দেখছি যে ঐটা বলার জন্যে ওয়ারেন উইয়ারসবি রেইরীকে ‘‘অভিনন্দন’’ জানিয়েছিলেন! (Warren W. Wiersbe, 50 People Every Christian Should Know, Baker Books, 2009, p. 207)| এগুলির সব কিছুই আমার কাছে মনে হয় যেন উদারপন্থীদের প্রতি পক্ষপাতমূলক আসক্তির অন্য একটি স্বচ্ছন্দ্য বিধান| উদারপন্থী পান্ডিত্য - সময়কাল এর অনুমোদনের অন্বেষণ বন্ধ করা আমাদের প্রয়োজন!

এই সব মানুষেরা মনে হয় পরিত্রাতার রক্তের প্রচন্ড গুরুত্ব উপলব্ধি করতে পারেন না! অনেকেই তাদের অনুসরণ করেছেন, এবং তাদের প্রচারে রক্তের উচ্চ প্রশংসা আর করছেন না| আমার কাছে এটা একটা শেষ সময়ের আন্তরিক প্রতারণা বলে মনে হয়| আমরা এর মধ্যে পড়ব না যদি আমরা মনে রাখি যে শয়তান খ্রীষ্টের রক্তকে ঘৃণা করে, এবং সে হল এক মিথ্যাবাদী এবং প্রতারক! আমেন| খ্রীষ্টের বহুমূল্য রক্তের বিষয়ে প্রায়ই প্রচার করা সব পালকদের অবশ্যই দরকার! সর্বোপরি, বাইবেলে সেভাবেই বলছে,

‘‘...খ্রীষ্টের বহুমূল্য রক্ত’’ (I পিতর 1:19)|

III. তৃতীয়, খ্রীষ্টের রক্ত আমাদের মুক্ত করে ।

I পিতর এর গোটা অধ্যায়টি বলছে,

‘‘তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্ত হইয়াছ’’ (I পিতর 1:18-19)|

সোনার বিনিময়ে আপনি মুক্তি পাননি| রূপার দ্বারা ঈশ্বর আপনাকে মুক্ত করেন না| মন্ডলীতে আপনি কত অর্থ দিচ্ছেন তার বিচারে ঈশ্বর আপনাকে রক্ষা করেন না| আমরা মুক্তি পাই ‘‘খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা|’’

মুক্তি পাওয়ার অর্থ হল ক্রীতদাসত্ব থেকে কাউকে কিনে নেওয়া| যীশু বলেছিলেন যে তিনি এসেছিলেন ‘‘অনেকের পরিবর্ত্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে’’ (মথি 20:28)| তাঁকে এটা ব্যাখ্যা করে দিতে হয়নি কারণ অতদিন আগে বিশ্বের দুই-তৃতীয়ংশ লোকই তখন ছিল ক্রীতদাস| প্রাচীন ব্রিটেন থেকে, স্পেন থেকে, আফ্রিকা থেকে - সব জায়গা থেকে, তখন সেখানে প্রত্যেক জাতির ক্রীতদাস ছিল| বিশ্বের প্রত্যেকটি জাতিগত গোষ্ঠী কোন না কোন সময়ে ক্রীতদাস ছিল| যেমন আমি একটু আগেই বলেছি, যিহূদি লোকেরা মিশরে প্রায় 400 বছর ধরে ক্রীতদাস হিসাবে ছিলেন|

প্রেরিত পিতর বলেছিলেন যে খ্রীষ্ট তাঁর নিজের রক্তের দ্বারা আপনাকে ক্রীতদাস থেকে আবার কিনে নিয়েছিলেন| তিনি আপনাকে আবার কেন কিনে নিলেন? পাপের প্রতি দাসত্ব করা থেকে| লস এঞ্জেল্‌সের লক্ষাধিক মানুষ পাপের দাসত্ব করছেন| তারা সিগারেটে আসক্ত - এবং সেটা তারা ছাড়বেন না| তারা পর্ণোগ্রাফিতে আটকে গেছেন, এবং এইসব দেখা থামাবেন না| আপনি ঐ পাপের একজন ক্রীতদাস! কিন্তু বাইবেল বলছে যে খ্রীষ্ট আপনাকে মুক্ত করতে পারেন| আপনার নিজের বিদ্রোহী অবিশ্বাসী হৃদয় থেকে তিনি আপনাকে মুক্তি দিতে পারেন| আমি মনে করি সেটা হল কঠিনতম একটি বিষয়| আপনার অবিশ্বাসের মন্দ হৃদয় থেকে খ্রীষ্ট আপনাকে মুক্ত করতে পারে! আরও অনেক কিছু রয়েছে কিন্তু আমার সময় চলে যাচ্ছে! আপনার সমগ্র মুক্তি খ্রীষ্টের রক্তের উপরে নির্ভরশীল! খ্রীষ্টের রক্ত আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে! উইলিয়াম কাউপারের কথা শুনুন,

বিশ্বাসে, যখন হেরিলাম
   সেই ক্ষত রক্তস্রোত,
খ্রীষ্ট প্রেমে অমনি মজিলাম,
   সব পাতক হইল ধৌত|

এক জীবন উত্তম বিদ্যমান
   খ্রীষ্ট রক্তে উচ্ছসিত,
পাতকী তাতে করি স্নান
   ধোয় হৃদয় কলঙ্কিত|
(“There Is a Fountain” by William Cowper, 1731-1800;
      to the tune of “Amazing Grace”) |

এবং ফ্যান্নি ক্রসবি বলেছিলেন,

মুক্তি, মুক্তি,
   মেষশাবকের রক্ত দ্বারা মুক্তি;
মুক্তি, মুক্তি,
   তাঁর সন্তান, ও আমি, চিরকাল!
(“Redeemed,” Fanny J. Crosby, 1820-1915) |

IV. চতুর্থ, খ্রীষ্টের রক্ত সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করতে পারে ।

যীশু কে সেটা ভুলে যাবেন না! তিনি শুধুমাত্র কেউ একজন নন! আপনি যাকে জানেন সেরকম যেকোন এক ব্যক্তির সেই রক্ত নেই যা আপনাকে পাপ থেকে শুচি করতে পারে| কিন্তু যীশু শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে থাকা কোন একজন লোক নন| ওহ, না! যীশু হলেন ঈশ্বরের অনন্তকালীন পুত্র, পবিত্র ত্রিত্বের দ্বিতীয় পুরুষ, ‘‘সেই ঈশ্বরের ঈশ্বর|’’

‘‘সকলই তাঁহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে, তাহার কিছুই তাঁহা ব্যতিরেকে হয় নাই’’ (যোহন 1:3)|

স্বর্গ থেকে নেমে আসার আগে প্রভু যীশু খ্রীষ্ট সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছিলেন| তিনিই হলেন সেই একজন যাঁর রক্ত আপনাকে পাপ থেকে শুচি করতে পারে - এবং আপনার স্বর্গে যাওয়ার পক্ষে আপনাকে যথেষ্ট শুচি করাতে পারে! প্রেরিত যোহন বলেছিলেন,

‘‘তাঁহার পুত্ত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে’’ (I যোহন 1:7)|

আমাদের পাঠ্যাংশটিও একই কথা বলছে,

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|

আপনি কি সেটা আপনার প্রতি ঘটতে দিতে চাইছেন? আপনি শয়তানের কবল থেকে রক্ষা পেতে চাইছেন? খ্রীষ্টের রক্ত তা করতে পারে! আপনি কি নিজের পাপ থেকে মুক্তি পেতে চাইছেন? খ্রীষ্টের রক্ত তা করতে পারে! আপনি কি সমস্ত পাপ থেকে ধৌত হয়ে শুচি হতে চাইছেন, যাতে আপনি স্বর্গে যেতে পারেন এবং সেখানে আমাদের সঙ্গে একসাথে আনন্দ করতে পারেন? খ্রীষ্টের রক্ত তা করতে পারে!

কিন্তু সেখানে কিছু জিনিস আপনাকে অবশ্যই করতে হবে| খ্রীষ্টের রক্ত আপনার জন্য সেটা করবার আগে, আপনি অবশ্যই নিজের পাপ থেকে ঘুরে দাঁড়াবেন| সেটা হল এক নম্বর| আপনার পাপ থেকে আপনাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে| তারপরে, দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই যীশুতে বিশ্বাস স্থাপন করতে হবে| বিশ্বাসে তাঁর কাছে আসুন এবং তাঁকে বিশ্বাস করুন| কেউ একজন বলছেন, ‘‘এটাই কি সব?’’ হ্যাঁ! এটাই সব! এবং তাঁর রক্ত প্রত্যেকটি পাপ শুচি করবে, এবং আপনাকে পিতা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা ও আনন্দে নিয়ে আসবে! আপনি কি নিজের পাপ থেকে ঘুরে দাঁড়াবেন এবং যীশুকে বিশ্বাস করবেন? মিঃ গ্রিফিতের এককভাবে গাওয়া গানের একটি স্তবক আবার শুনুন| মিঃ গ্রিফিথ, গানটি খুব দ্রুত গাইবেন না|

না রৌপ্য না স্বর্ণ আমার মুক্তি অর্জন করিয়াছে,
   জগতের কোন ধনদৌলত আমার দীন আত্মাকে মুক্ত করিতে পারে না;
ক্রুশের রক্তই একমাত্র আমার ভিত্তি,
   আমার পরিত্রাতার মৃত্যু আমাকে পূর্ণ করিয়াছে|
আমি মুক্ত, কিন্তু রৌপ্য দ্বারা নয়,
   আমি ক্রীত, কিন্তু স্বর্ণ দ্বারা নয়;
যীশুর রক্তের মূল্যে, আমি ক্রীত,
   অবর্ণিত প্রেমের বহুমূল্য মূল্যে|
(“Nor Silver, Nor Gold,” Dr. James M. Gray, 1851-1935) |

যীশুকে বিশ্বাস করার বিষয়ে যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান, তবে অন্যেরা যখন মধাহ্ন-আহারের জন্য উপরতলায় যাচ্ছেন, আপনি চলে আসুন এবং প্রথম দুই সারিতে বসুন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Nor Silver Nor Gold” (Dr. James M. Gray, 1851-1935) |


খসড়া চিত্র

খ্রীষ্টের রক্তে ধৌত হোন !

WASHED IN CHRIST’S BLOOD!

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত
এবং রেভাঃ জন্ শমূয়েল কেগান এর দ্বারা
প্রচারিত একটি ধর্ম্মোপদেশ

‘‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|

I.    প্রথম, রক্ত বলিদান সেই শুরুর সময়ে ফিরিয়ে নিয়ে যায়, যাত্রাপুস্তক 12:13; মথি 26:26-28 |

II.   দ্বিতীয়, খ্রীষ্টের রক্ত শয়তান এর দ্বারা কঠোরভাবে ঘৃণিত হয়, প্রকাশিত বাক্য 12:10-11; I পিতর 1:19 |

III.  তৃতীয়, খ্রীষ্টের রক্ত আমাদের মুক্ত করে, I পিতর 1:18, 19; মথি 20:28 |

IV.  চতুর্থ, খ্রীষ্টের রক্ত সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করতে পারে, যোহন 1:3; I যোহন 1:7 |