Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




যত লোক তাঁহাকে গ্রহণ করিল !

AS MANY AS RECEIVED HIM!
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 15ই এপ্রিল, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 15, 2018

“তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাঁহার নিজের, তাহারা তাঁহাকে গ্রহণ করিল না| কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন| তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত” (যোহন 1:11-13)|


যীশু যিরূশালেমে ছিলেন| এটা ছিল নিস্তার পর্ব পালনের সময়| অনেক লোক যীশুকে অলৌকিক কাজকর্ম করতে দেখেছিলেন| যখন তারা সেই সমস্ত অলৌকিক কাজকর্ম দেখতেন তারা বিশ্বাস করতেন| কিন্তু তারা তাঁতে বিশ্বাস রাখেননি| তার অলৌকিকে বিশ্বাস করেছেন কিন্তু তাঁর উপরে করেননি| তাদের বিশ্বাস সেইজন্য ছিল মূল্যহীন| তারা আমাকে আজ অনেক ক্যারিসমেটিকদের কথা মনে করিয়ে দিচ্ছেন| অলৌকিক ক্রিয়াকান্ড কেন্দ্র করে তাদের বিশ্বাস| প্রকৃতপক্ষে তার অর্থ “চিহ্ন|” তারা সর্বদা চিহ্ন ও অলৌকিক কাজের অন্বেষণ করতেন| এটা এই ধরণের লোকদের রক্ষা করে না|

“কিন্তু যীশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না, কারণ তিনি সকলকে জানিতেন, এবং কেহ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয়, ইহাতে তাঁহার প্রয়োজন ছিল না; কেননা মনুষ্যের অন্তরে কি আছে, তাহা তিনি আপনি জানিতেন” (যোহন 2:24, 25)|

যীশু তাদের অন্তর দেখতে পেতেন| তিনি জানতেন যে তারা তাঁকে কখনও বিশ্বাস করেননি| তারা কেবল অলৌকিকে বিশ্বাস করেছিলেন| তিনি জানতেন যে চিহ্ন ও অলৌকিকের উপরে তাদের বিশ্বাস তাদেরকে রক্ষা করতে পারবে না| “মনুষ্যের অন্তরে কি আছে, তাহা তিনি আপনি জানিতেন|” তিনি “সব মনুষ্যের” অন্তর জানতেন| তিনি আপনার অন্তর জানেন| নতুন জন্মের অভিজ্ঞতা আপনার হয়েছে কি না তা তিনি জানেন| আপনার নতুন জন্মের অভিজ্ঞতা হওয়ার আগে আপনার অন্তর সম্পূর্ণভাবে পাপের দ্বারা কলুষিত হয়| বাইবেল বলছে,

“অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য...” (যিরমিয় 17:9)|

বাইবেল আমাদের বলছে না যে যীশু সেই রাতটি কোথায় কাটিয়েছিলেন| কিন্তু নীকদীম নামে এক বিখ্যাত পন্ডিত “রাত্রিকালে যীশুর নিকটে আসিলেন” (যোহন 3:1, 2)| এখন যোহন 1:11-13 পদগুলি দেখুন,

“তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাঁহার নিজের, তাহারা তাঁহাকে গ্রহণ করিল না| কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন| তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত” (যোহন 1:11-13)|

পরিত্রাণ তখন আসে যখন একজন পাপী খ্রীষ্টকে গ্রহণ করেন| এই তিনটি পদ তাঁকে গ্রহণ করার মৌলিক রূপরেখা প্রকাশ করছে| 11নং পদে, আমাদের বলা হয়েছে যে অধিকাংশ লোক খ্রীষ্টকে গ্রহণ করবেন না| বেশীর ভাগ লোক নরকে যাবেন| এটা বলছে,

“তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাঁহার নিজের, তাহারা তাঁহাকে গ্রহণ করিল না” (যোহন 1:11)|

“তাঁহার নিজের” শব্দের প্রথম ব্যবহার সাধারণভাবে জগতের সমস্ত মনুষ্য জাতির কথা বোঝাচ্ছে| দ্বিতীয়বারে ব্যবহৃত “তাঁহার নিজের” শব্দ যিহূদী লোকদের কথা বলছে| যদিও তাদের কাছে তাঁর সম্বন্ধে পুরানো নিয়মের অনেক ভাববাণী ছিল, তবুও তাদের বৃহত্তম অংশ তাদের মসিহা এবং প্রভু হিসাবে তাঁকে গ্রহণ করেননি| যিহূদীগণ এবং সাধারণভাবে মনুষ্যজাতি উভয়ের কেউই খ্রীষ্টকে গ্রহণ করেননি যখন তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন - এবং আজও তারা তাঁকে গ্রহণ করছেন না|

“তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য... লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে” (যিশাইয় 53:3)|

দিশাহারা পাপীদের খ্রীষ্টের কাছে আনতে ঈশ্বরের সার্বভৌম কাজের প্রয়োজন| কিন্তু সেটা আমাদের যোহন 1:12 পদের মূল পাঠ্যাংশে নিয়ে আসে,

“কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন” (যোহন 1:12)|

এই পাঠ্যাংশ থেকে আমরা তিনটি বিষয় বের করতে পারি|

I. প্রথমত, খ্রীষ্টকে গ্রহণের অর্থ কি সেটা আমি ব্যাখ্যা করছি |

গ্রীক শব্দ “lambanō” (লাম্‌বানো) অনুবাদিত হয়ে হয়েছে ‘‘গ্রহণ করা|’’ এর মানে হল ‘‘নেওয়া,’’ ‘‘স্বীকার করা,’’ ‘‘অর্জন করা|’’ আমরা আপনাকে খ্রীষ্টকে গ্রহণ করতে বলছি| আমরা আপনাকে খ্রীষ্টকে স্বীকার করতে বলছি| আমরা আপনাকে বলছি তাঁকে অর্জন করতে, তাঁকে বিশ্বাস করতে, আপনার পরিত্রাতা এবং প্রভু হিসাবে তাঁকে গ্রহণ করতে|

খ্রীষ্টকে গ্রহণ করতে হলে বাইবেলে যেভাবে তিনি লিখিত রয়েছেন আপনাকে অবশ্যই সেভাবে তাঁকে গ্রহণ করতে হবে| খ্রীষ্ট হলেন ইম্মানূয়েল - আমাদের সঙ্গে বসবাসকারী ঈশ্বর| মাংসে প্রকাশিত ঈশ্বর| পিতা ঈশ্বরের একজাত পুত্র| ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি, যাঁকে মানুষের অবয়বে তৈরী করা হয়েছে| সেই ঈশ্বর-মানব, যিনি এখন স্বর্গে পিতা ঈশ্বরের দক্ষিণ দিকে বসে রয়েছেন| মানুষ হিসাবে তিনি কুমারী মেরীর গর্ভে জন্মেছিলেন| তিনি হলেন অনন্তকালীন প্রভু - শুরু অথবা শেষ ছাড়া, ঈশ্বরের অনন্তকালীন পুত্র| যদি আপনি এটা গ্রহণ না করেন তো সেখানে গ্রহণ করার মতন আর কি আছে? তিনি হলেন পরিত্রাতা, একমাত্র একজন যিনি আপনার পাপ বহন করে দূরে নিয়ে যেতে পারেন এবং অনন্তকাল ধরে আপনার পাপ থেকে আপনাকে রক্ষা করতে পারেন!

কিন্তু আপনি যীশুকে গ্রহণ করতে পারেন না যদি না তাঁকে আপনার রাজা বলে স্বীকার করে নেন| তিনি অবশ্যই আপনার জীবন শাসন করবেন| আপনার স্বয়ংকে অবশ্যই তাঁর প্রতি আপনাকে সমর্পণ করতে হবে| তাঁর কাছে আপনাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে| আপনাকে অবশ্যই নিজের দেহ ও আত্মা খ্রীষ্টের দ্বারা শাসিত হতে দিতে হবে| তাঁর নিয়ন্ত্রণের কাছে আপনাকে অবশ্যই নিজেকে সমর্পণ করতে হবে| আপনি অবশ্যই তাঁর কাছে সমর্পিত হন এবং তাঁর দ্বারা নিয়ন্ত্রিত হতে, আপনার ইচ্ছার, আপনার চিন্তাভাবনার, আপনার আশার, এবং আপনার এই জীবনের উপরে তাঁকে কর্তৃত্ব করতে দিন| আপনি অবশ্যই আর যেন না বলেন, ‘‘আমাদের উপরে রাজত্ব করার জন্য আমরা এই ব্যক্তিকে চাই না|’’ জন্‌ কেগান শুনেছিলেন ‘‘খ্রীষ্টকে স্বীকার কর! খ্রীষ্টকে স্বীকার কর!’’ কিন্তু তা কেগানকে নিদারুণ মর্মযন্ত্রণা দিয়েছিল| তিনি চাননি ‘‘যীশুর প্রতি সমর্পিত হতে|’’ তিনি চাননি যীশু তাকে নিয়ন্ত্রণ করুন| কিন্তু জন্‌ দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিলেন| ‘‘যীশু আমার জন্যে ক্রুশারোপিত হইয়াছিলেন... কিন্তু আমি তাঁহার নিকটে সমর্পিত হইব না| এই চিন্তা আমাকে ভগ্ন করিয়াছিল...’’ সেই মুহূর্তে জ‌ন্‍ যীশুর কাছে সমর্পিত হয়েছিলেন| তিনি বলেছিলেন, ‘‘আমার নিজেকে মরিতে দিতে হইতেছিল, এবং তখন যীশু আমাকে জীবন দিয়াছিলেন|’’ জর্জ ম্যাথেসন (1842-1906) খুব সুন্দরভাবে কথাটি বলেছিলেন| তার গানটিকে বলা হয় ‘‘প্রভু, আমাকে বন্দী কর|’’

প্রভু, আমাকে বন্দী কর, তবে আমি মুক্ত হব;
আমার খড়্গ প্রদান করতে আমাকে শক্তি দাও, তবে আমি জয়ী হব;
জাগতিকতার ভয়ে আমি ডুবন্ত, যখন আমি নিজে দাঁড়াই;
তোমার সান্নিধ্যে বন্দী কর, তবে আমার হাত সবল হবে|

খ্রীষ্টকে গ্রহণ করতে হলে, আপনাকে অবশ্যই তাঁকে আপনার পরিত্রাতা এবং রাজা হিসাবে পেতে হবে| আপনাকে অবশ্যই নিজেকে তাঁর প্রতি দিতে হবে| এটা আপনার প্রতি অবশ্যই ঘটতে হবে| তাঁর বহুমূল্য রক্ত কি আপনার পাপ অপসারণ করেছে? আপনি কি তাঁর রক্তে বিশ্বাস করেছেন? আপনার পাপ থেকে এটা কি আপনাকে ধৌত করেছে? আপনি কি আপনার রাজা হিসাবে তাঁর কাছে নিজেকে সমর্পণ করেছেন? আপনি খ্রীষ্ট গ্রহণ করেননি যদি না আপনি তাঁকে আপনার দৃঢ়মুঠিতে পেয়েছেন এবং আপনার নিজের বলে দাবি করেছেন| তাঁকে ‘‘গ্রহণ করা’’ হল তাঁর প্রতি ‘‘বিশ্বাস’’ স্থাপন করা - যা হচ্ছে আপনার নিজস্ব পরিত্রাতা, এবং আপনার নিজের রাজা বলে তাঁকে বিশ্বাস করা| যেমন গীতরচয়িতা এটা লিখেছেন, ‘‘পুত্ত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও... ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন’’ (গীতসংহিতা 2:12)| ঈশ্বরের পুত্রকে চুম্বন কর! ঈশ্বরের পুত্রের কাছে সমর্পিত হও! ঈশ্বরের পুত্রকে বিশ্বাস কর! ঈশ্বরের পুত্রকে ‘‘গ্রহণ করা’’ বলতে সেটাই বোঝায়!

II. দ্বিতীয়ত, তাঁর পুত্রকে গ্রহণ করতে ঈশ্বরের আমাদেরকে দেওয়া শক্তির সম্বন্ধে আমরা শিখেছি |

“কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল... তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন”

গ্রীক শব্দ “exousia” (এক্সৌশিয়া) অনুবাদিত হয়েছে ‘‘শক্তি’’ শব্দে| জেমিসন, ফাউসসেট এবং ব্রাউন বলেন, ‘‘শব্দটি সূচিত করছে... অধিকার এবং সক্ষমতা| এখানে নিশ্চিতরূপে উভয়েই অন্তর্ভূক্ত হইয়াছে’’ (পৃ. 348)| ‘‘ঈশ্বরের পুত্রগণ’’ শব্দের আরও ভাল অনুবাদ ‘‘ঈশ্বরের সন্তানগণ’’ (এনকেজেভি)| খ্রীষ্টকে গ্রহণ করা মানে তাঁতে আপনার বিশ্বাস রাখা এবং নিজেকে তাঁর প্রতি সমর্পণ করা| কিভাবে আপনি ঈশ্বরের এক সন্তানে পরিণত হতে পারেন? যীশু খ্রীষ্টকে গ্রহণের দ্বারা|

য্খন আমি দুই বছর বয়সী ছিলাম আমার বাবা চলে গিয়েছিলেন, এবং আমি আর কখনও তার সঙ্গে থাকিনি| যখন আমি বড় হচ্ছিলাম আমি বড় ছেলেদের দ্বারা পরিহাসিত হতাম| তারা আমাকে নিয়ে হাসিঠাট্টা করত আর বলত, ‘‘রবার্টের কোন বাবা নেই|’’ তখন থেকে আমি আমার নাম, ‘‘রবার্ট এল. হেইমার্‌স, জুনিয়র’’ লিখতে শুরু করেছিলাম| আমার বাবার নামে আমার নামকরণ করা হয়েছিল| আমার নামের শেষে আমি ‘‘জুনিয়র’’ বসাই এই দেখাতে যে আমার সত্যিই একজন বাবা ছিলেন| আমি আজ পর্যন্ত তাই করে চলেছি| আমি চেয়েছিলাম সবাই জানুক আমার একজন বাবা ছিলেন! কিন্তু আপনার পক্ষে ঈশ্বরকে পিতা হিসাবে পাওয়া আরও অনেক বেশী গুরুত্বপূর্ণ! প্রত্যেক পুরুষ, মহিলা ও শিশু যারা যীশু গ্রহণ করেছেন তাদের পিতা হিসাবে তাদের কাছে ঈশ্বর আছেন! যদি আজ রাত্রে আমি এখানে দাঁড়াই এবং আপনাদের বলি আমি ইউনাইটেড স্টেট্‌সের রাষ্ট্রপতির ছেলে, আপনারা আমাকে ঈর্ষা করবেন| কিন্তু আমি এমনকী আরও বেশী গর্বিত হই এটা বলতে যে আমি হলাম ঈশ্বরের এক সন্তান| আমি যীশুকে গ্রহণ করেছি, এবং যীশু আমাকে ঈশ্বরের একজন পুত্র হওয়ার, তাঁর একজন সন্তান হওয়ার অধিকার ও ক্ষমতা দিয়েছেন যিনি নিখিল বিশ্বের উপরে রাজত্ব করেন!

আমি রাজার এক সন্তান,
   আমি রাজার সন্তান:
যীশু আমার পরিত্রাতা,
   আমি এক রাজার সন্তান|
(“A Child of the King,” Harriet E. Buell, 1834-1910) |

যদি আপনি ঈশ্বরের এক সন্তান হন, আপনি ঈশ্বরের দ্বারা একান্তভাবে ভালবাসা পান| যদি আপনি ঈশ্বরের এক সন্তান হন, আপনি তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত হন, ‘‘ঐশ্বরিয় স্বভাবের অংশীদার|’’ যদি আপনি ঈশ্বরের এক সন্তান হন, আপনি রাত্রির যে কোন ভাগে তাঁর কাছে আসতে পারেন, আর আপনাকে সাহায্য ও পথপ্রদর্শন করতে তিনি সেখানে সর্বদা থাকেন| জন্‌ কেগানের এক বিস্ময়কর পিতা আছেন| তিনি প্রায়ই তার প্রিয় পিতার পরিচয় করান এই বলে, ‘‘আমার বাবার দুটি পিএইচ.ডি ডিগ্রী আছে|’’ কিন্তু আমি আমার পিতা সম্বন্ধে এমনকী আরও কিছু বেশী বলতে পারি! আমার পার্থিব পিতা উচ্চ বিদ্যালয় থেকেও স্নাতক হননি| কিন্তু আমার স্বর্গের পিতা হলেন গোটা বিশ্বব্রহ্মান্ডের রাজা!

আমার পিতা গৃহ ও ভূমিতে ধনী,
   তিনি নিজ হাতে জগতের সম্পদ ধারণ করেন!
চুনি ও হীরা, রৌপ্য ও স্বর্ণ তাঁহার,
   তাঁহার পেঁটরা পরিপূর্ণ, তিনি অবর্ণিত ধনী|
আমি এক রাজার সন্তান, আমি রাজার সন্তান:
   যীশু আমার পরিত্রাতা, আমি রাজার সন্তান|

আমার কলেজ বা সেমিনারির পয়সা দিতে বা আমাকে একটা নতুন গাড়ি কিনে দিতে আমার কোন পার্থিব পিতা ছিলেন না| কিন্তু আমার এক স্বর্গীয় পিতা ছিলেন যিনি ‘‘খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের [আমার] সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন’’ (ফিলিপীয় 4:19)| স্বর্গে আমার এক পিতা আছেন যিনি আমাকে এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছেন, ‘‘যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি’’ (ফিলিপীয় 4:13)| সমস্ত গৌরব, প্রশংসা এবং সম্মান আমার পিতা এবং আমার রাজার যিনি আমাকে শক্তিশালী করেছেন, এবং যিনি আমার সমস্ত জীবন ধরে আমার সব চাহিদা পূরণ করেছেন| আমার জীবনচরিতের ভিতরের অংশে, ডঃ কেগান এই কথাগুলি বলেছেন,

      ইহা এক মানুষের কাহিনী যিনি নিজেকে উত্তোলন করিতে হোঁচট খাইয়া পড়িয়াছিলেন, চূর্ণ ও ভগ্ন হইয়াছিলেন, এবং বিশাল পরিমান বাধা অতিক্রম করিয়াছিলেন লোকদের দেখাইতে যে যীশু খ্রীষ্ট তাহাদেরও সাহায্য করিতে পারেন!
      বিবাদকারী মদ্যপদের একটি ভগ্নপ্রায় পরিবারে তিনি বড় হইয়াছিলেন - কিন্তু এক প্রেরণাদায়ী মানুষে পরিণত হইয়াছিলেন যিনি সহস্রাধিক মানুষের জীবন পরিবর্তন করিয়াছেন| তিনি কলেজে অকৃতকার্য্য হইয়াছিলেন - কিন্তু তিনটি ডাক্তারী ডিগ্রী অর্জন করিয়াছেন এবং 17টি পুস্তক লিখিয়াছেন| তিনি বিদেশী মিশনারি হইবার চেষ্টা করিয়াছিলেন এবং অকৃতকার্য্য হইয়াছিলেন - কিন্তু তিনি বিশ্বব্যাপী লোকদের শক্তির উৎসে পরিণত হইতে ফিরিয়া আসিয়াছেন!
      যেখানে অন্য যে কেহ হয়ত পরিত্যাগ করিতেন, সেখানে ডাঃ হেইমার্স লস্‌ এঞ্জেল্‌সের ডাউনটাউন-এর কেন্দ্রস্থলে, কুড়িটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী লইয়া গঠিত পরম বিস্ময়কর এক মন্ডলী, এবং একটি বিশ্বব্যাপী সেবাকার্য্য স্থাপন করিলেন, যাহার সেবা পৃথিবীর শেষ প্রান্ত অবধি পৌঁছায়...
      ইহা হইতেছে ডাঃ আর. এল. হেইমার্‌স, জুনিয়র, এর জীবন কাহিনী যিনি সমস্ত ভয়ের বিরুদ্ধে - অসম্ভবকে সম্ভব করিতে উত্থিত হইয়াছিলেন| আমি জানি, কারণ আমি প্রায় চল্লিশ বৎসরের অধিক সময় হইল তাহার সহিত ঘনিষ্ঠভাবে কাজ করিতেছি|
      - ডঃ ক্রিস্টোফার এল. কেগান|

আমি রাজার এক সন্তান!

যুবকবৃন্দ, আপনার বিশ্বাস রাখুন এবং যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করুন| খ্রীষ্টকে গ্রহণ করুন এবং তিনি আপনাকে ঈশ্বরের পুত্র এবং কন্যা হওয়ার সেই শক্তি দেবেন| তিনি আপনার জীবনকে আশীর্ব্বাদ করবেন, যেমন তিনি একটা বড় বাড়ি, পালকত্ব করার জন্য এক আশ্চর্য্য মন্ডলী, এক অতি সুন্দরী স্ত্রী, দুই অসাধারণ পুত্র, এবং দুই সুন্দরী নাতনি দিয়ে আমার জীবনকে আশীর্ব্বাদ করেছেন| আমি রাজার এক সন্তান!

যদি আপনি খ্রীষ্টকে গ্রহণ করেন এবং তাঁর জন্য জীবনধারণ করেন, তিনি আপনার জীবনকে আশীর্ব্বাদ করতে পারেন সেই উপায়ে যা বিশ্বকে বিস্মিত করবে - কেননা আপনিও সেই রাজার এক সন্তান হবেন| আর আপনি গাইতে সক্ষম হবেন,

আমি রাজার এক সন্তান,
   আমি রাজার সন্তান:
যীশু আমার পরিত্রাতা,
   আমি এক রাজার সন্তান|

“তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাঁহার নিজের, তাহারা তাঁহাকে গ্রহণ করিল না| কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন| তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত” (যোহন 1:11-13)|

III. তৃতীয়ত, যখন আমরা খ্রীষ্টকে গ্রহণ করি তখন ঈশ্বরের দেওয়া সেই নতুন জন্ম সম্বন্ধে আমরা শিক্ষা পেয়েছি |

“তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত” (যোহন 1:13)|

এখানে আমাকে অবশ্যই বলতে হবে যে এই ধর্ম্মোপদেশের রূপরেখা এবং মূল ভাবনা ‘‘প্রচারের যুবরাজ,’’ মহান স্পারজিয়নের থেকে ধার করা|

যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন তাদের প্রত্যেকেই নবজন্ম লাভ করেছেন| কোন কোন ঈশ্বরতত্ত্ববিদ আশ্চর্যান্বিত হন যে কোনটি প্রথমে এসেছিল - বিশ্বাস অথবা পুনর্জন্ম| আমি স্পারজিয়নের সঙ্গে সহমত পোষন করি| তিনি বলেছিলেন যে বিশ্বাস এবং পুনর্জন্ম ‘‘অবশ্যই যুগপৎ হইবে|’’ পুনঃসৃষ্টি হল নতুন জন্মের ঈশ্বরতাত্ত্বিক পরিভাষা| স্পারজিয়ন বলেছিলেন, ‘‘যদি আমি যীশু খ্রীষ্টে বিশ্বাস করি, তাহা হইলে আমি পুনঃসৃষ্ট হইয়াছি কি না উহা জিজ্ঞাসা করিবার আমার প্রয়োজন নাই, কারণ পুনঃসৃষ্ট হন নাই এমন কোন ব্যক্তি কখনও প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করিতে পারেন নাই; এবং যদি পুনঃসৃষ্ট হইয়াছি তাহা হইলে আমাকে অবশ্যই যীশুতে বিশ্বাস করিতে হইবে, কারণ যিনি ঐরূপ করেন না তিনি স্পষ্টতই পাপে মৃত... বিশ্বাসের ক্রিয়া দেখায় যে একজন ব্যক্তি পুনর্জন্মপ্রাপ্ত হইয়াছেন|’’

খ্রীষ্ট বিশ্বাসী হয়ে আমরা জন্ম নিইনি| না জন্ম নিয়েছি ‘‘মানুষের ইচ্ছা হইতে|’’ বিশ্বের সর্বশ্রেষ্ঠ খ্রীষ্ট বিশ্বাসীরা আমাদের নতুন করে সৃষ্টি করতে পারেন না| ‘‘মাংসের ইচ্ছা হইতে’’ আমরা আবার জন্ম নিতে পারি না| আমাদের নিজস্ব স্বাধীন ইচ্ছার দ্বারা আমরা পুনর্জন্ম লাভ করতে পারি না| পুনর্জন্ম উৎপাদন করতে মানবিক ইচ্ছা সক্ষম হবে না| আমাদের অবশ্যই উপর থেকে নবজন্মপ্রাপ্ত হতে হবে| পবিত্র আত্মা অবশ্যই হলেন সেই শক্তি যা আমাদের মধ্যে প্রবেশ করেন এবং আমাদের নতুন প্রাণীতে পরিণত করান|

যেখানে যীশুতে বিশ্বাস রয়েছে সেখানে সেখানে নতুন জীবন আছে| যেখানে বিশ্বাস নেই সেখানে কোন জীবন নেই| যদি আপনি যীশু খ্রীষ্টে বিশ্বাস করেন আপনি আবার, ‘‘মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত’’ হবেন| আমি অবশ্যই আপনাকে এই প্রশ্ন করব - আপনি কি খ্রীষ্টকে গ্রহণ করেছেন? হ্যাঁ কিংবা না| আপনি কি যীশু খ্রীষ্টকে গ্রহণ করেছেন? আপনি কি একমাত্র তাঁকেই বিশ্বাস করেন? আপনি কি বলতে পারেন,

খ্রীষ্টই দৃঢ় প্রস্তর যাহার উপরে আমি দাঁড়াইয়ছি,
অন্য সকল ভূমি হয় ডুবন্ত বালুকা?

আপনি কি যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেন? আপনি কি তাঁকে গ্রহণ করেছেন? যদি আপনি তাঁকে গ্রহণ না করেছেন, কেন করেননি? তাঁকে গ্রহণের পক্ষে সেখানে কি অতি কঠিন কিছু ছিল? আমাকে বিশ্বাস করা এক বিষয়| কিন্তু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করা অন্য আর এক বিষয়| তাঁকে বিশ্বাসের অর্থ হচ্ছে তাঁর উপরে নির্ভর করা| তাঁর উপরে নির্ভর করার অর্থ তাঁকে গ্রহণ করা|

যদি ডঃ কেগান আপনাকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি খ্রীষ্টকে বিশ্বাস করেছেন?’’ আপনি কি উত্তর দেবেন? আপনার তাঁকে দেখতে হবে না| আপনার তাঁকে অনুভব করতে হবে না| আপনাকে কেবল তাঁকে বিশ্বাস করতে হবে| ডঃ কেগান আপনার সঙ্গে কোন চালাকি করার চেষ্টা করবেন না| তিনি আপনাকে এগিয়ে দিতে চাইছেন, এবং আমি আপনাকে ব্যাপ্তিস্ম দিতে চাইছি| আপনার মতন লোকেরা যীশুকে বিশ্বাস করছে তা দেখতে আমরা ভালবাসি| আপনার পাপের দেনা শোধ করতে যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| আপনি কি তাঁকে বিশ্বাস করবেন? আজ রাত্রে যীশু আপনাকে অতি আন্তরিকতায় ভালবাসছেন| আপনি কি তাঁকে বিশ্বাস করবেন? কেন যীশুতে বিশ্বাস নয়, এখনই, আজ রাত্রেই? আপনি বলছেন, ‘‘আমি তাঁকে বিশ্বাস করতে চাই|’’ তাহলে এখনই সেরকম করছেন না কেন? একটা অনুভূতির দিকে দেখবেন না| যীশুর দিকে দেখুন| বিশাল কোন অভিজ্ঞতার অন্বেষণে থাকবেন না| যীশুর দিকে দেখুন| নিজের অন্তরের ভিতরে দেখবেন না| সেখানে আপনার নিজের ভিতরে কিছুই নেই যা আপনাকে রক্ষা করতে পারে| আপনার নিজস্ব চিন্তাভাবনায় বিশ্বাস করবেন না| যীশু স্বয়ংকে বিশ্বাস করুন| যীশুকে গ্রহণ করুন, আর তিনি আপনাকে গ্রহণ করবেন!

কেন এখন নয়? কেন এখন নয়?
   কেন এখন পরিত্রাতার উপরে বিশ্বাস নয়?
কেন এখন নয়? কেন এখন নয়?
   কেন এখন পরিত্রাতার উপরে বিশ্বাস নয়?

জগতে অন্বেষণ করিতে তুমি ব্যর্থ
   কিছু শান্তির জন্য মন অশান্ত;
তাঁহার উপরে বিশ্বাস করে, যীশুর কাছে এস,
   শান্তি এবং সান্ত্বনা তুমি গ্রহণ করিবে|

কেন এখন নয়? কেন এখন নয়?
   কেন এখন পরিত্রাতার উপরে বিশ্বাস নয়?
কেন এখন নয়? কেন এখন নয়?
   কেন এখন পরিত্রাতার উপরে বিশ্বাস নয়?
(“Why Not Now?”, Daniel W. Whittle, 1840-1901; পালকের দ্বারা পরিবর্তিত)|

যীশুকে বিশ্বাস করা খুব সহজ ব্যাপার| এমি জাবালগা কি বলেছেন শুনুন, ‘‘আমি একটি অনুভূতি অথবা এক ধরণের অভিজ্ঞতার অন্বেষণ করিতেছিলাম আমার বিশ্বাস প্রতিপন্ন করিতে... যীশুকে অন্তহীন প্রত্যাখ্যান| আমি নিজেকে যাইতে দিয়াছিলাম এবং অপেক্ষারত পরিত্রাতার উপরে পতিত হইয়াছিলাম|’’ জন্‌ কেগান বলেছিলেন, ‘‘সেখানে আমার মনের কোন সক্রিয়তা অথবা ইচ্ছা ছিল না কিন্তু আমার অন্তঃকরনের সহিত, যীশুতে সাধারনভাবে বিশ্রাম লইবার কারণে, তিনি আমাকে উদ্ধার করিয়াছিলেন|’’ এমি এবং জন্‍ যীশুকে বিশ্বাস করেছিলেন| তারা তাঁকে গ্রহণ করেছিলেন| এই হল সব! আমি প্রার্থনা করি আপনি আজ রাত্রে যীশুতে বিশ্বাস স্থাপন করবেন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“A Child of the King” (Harriet E. Buell, 1834-1910) |


খসড়া চিত্র

যত লোক তাঁহাকে গ্রহণ করিল !

AS MANY AS RECEIVED HIM!

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

“কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন” (যোহন 1:12)|

(যোহন 2:24, 25; যিরমিয় 17:9; যোহন 3:1, 2; 1:11-13;
যিশাইয় 53:3)

I.    প্রথমত, খ্রীষ্টকে গ্রহণের অর্থ কি সেটা আমি ব্যাখ্যা করছি,
গীতসংহিতা 2:12 |

II.   দ্বিতীয়ত, তাঁর পুত্রকে গ্রহণ করতে ঈশ্বরের আমাদেরকে দেওয়া শক্তির সম্বন্ধে আমরা শিখেছি, ফিলিপীয় 4:19, 13; যোহন 1:11-13 |

III.  তৃতীয়ত, যখন আমরা খ্রীষ্টকে গ্রহণ করি তখন ঈশ্বরের দেওয়া সেই নতুন জন্ম সম্বন্ধে আমরা শিক্ষা পেয়েছি, যোহন 1:13 |