Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




দুঃখভোগ করিতে দৃঢ় প্রতিজ্ঞ

DETERMINED TO SUFFER
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 10ই মার্চ, শনিবারের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, March 10, 2018

“আর যখন তাঁহার উর্দ্ধে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্ত মনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন, এবং আপনার অগ্রে দূতগণ প্রেরণ করিলেন” (লূক 9:51)|


ডঃ জন্ গিল বলেছিলেন, ‘‘এখন সময় সমাপ্ত হইয়াছে, যে তাঁহার সকল কর্ম সমাপ্ত করিয়া, যীশুকে অবশ্যই গালীলদেশের নিম্ন-ভূমি ত্যাগ করিতে হইবে, এবং যিহূদার উচ্চতর নগরে, এবং সেইভাবে যিরূশালেম অবধি যাইতে হইবে...ইহার পরে, তিনি আর কখনও গালীলে ফিরিয়া আসেন নাই...এবং যিরূশালেম যাইতে দৃঢ়প্রতিজ্ঞ হইয়াছিলেন...যদিও তিনি জানিতেন সেইস্থানে তাঁহাকে কিসের সম্মুখীন হইতে হইবে ও দৃঢ়ভাবে সহ্য করিতে হইবে; তাঁহাকে লোকদের সকল পাপ, ব্যবস্থার অভিশাপ, এবং ঈশ্বরের ক্রোধ সহ্য করিতে হইবে; তাঁহাকে আঁকড়াইয়া ধরিতে অনেক শত্রু, মনুষ্য এবং দিয়াবল থাকিবে, এবং তাঁহার যন্ত্রণাদায়ক, লজ্জাজনক এবং দোষারোপিত মৃত্যু হইবে; তাহা সত্ত্বেও এই সকল বিষয়ের কোন কিছুই তাঁহাকে বিচলিত করিতে পারে নাই, তিনি [একান্তমনে উন্মুখ হইয়া] অগ্রসরমান ছিলেন [সেইস্থানে যাইতে]’’ (John Gill, D.D., An Exposition of the New Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume I, p. 589; note on Luke 9:51) |

“আর যখন তাঁহার উর্দ্ধে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্তমনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন” (লূক 9:51)|

“তখন তিনি একান্তমনে যিরূশালেম যাইতে উন্মুখ হইলেন” ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে| এই পাঠ্যাংশ থেকে আমি তিনটি চিন্তাধারা নিয়ে আসবো|

I. প্রথমত, বিশেষ উদ্দেশ্যে নিয়ে খ্রীষ্ট ক্রুশের প্রতি গিয়েছিলেন |

খ্রীষ্টের ক্রুশারোপন কোন দুর্ঘটনা ছিল না! না! তিনি ইতিমধ্যেই শিষ্যদের বলেছিলেন,

“মনুষ্যপুত্ত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, প্রাচীনবর্গ, প্রধান যাজকগণ ও অধ্যাপকগণ কর্ত্তৃক অগ্রাহ্য হইতে হইবে, এবং হত হইতে হইবে; আর তৃতীয় দিবসে উঠিতে হইবে” (লূক 9:22)|

আবার, ইতিমধ্যেই তিনি তাদেরকে বলেছিলেন,

“তোমরা এই সকল বাক্য কর্ণে স্থান দান কর; কেননা সম্প্রতি মনুষ্যপুত্ত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন| কিন্তু তাঁহারা এ কথা বুঝিলেন না, এবং ইহা তাঁহাদের হইতে গুপ্ত থাকিল, যাহাতে তাঁহারা বুঝিয়া উঠিতে না পারেন, এবং তাঁহার নিকটে এ কথার বিষয় জিজ্ঞাসা করিতে তাঁহাদের ভয় হইল” (লূক 9:44-45)|

শিষ্যেরা বোঝেননি যে তিনি ক্রুশের উপরে মারা যাওয়ার জন্যে যিরূশালেম যাচ্ছেন| কিন্তু খ্রীষ্ট এটা জানতেন এবং বুঝেছিলেন| লূকের লেখা সমাচারে তৃতীয়বারের জন্যে, খ্রীষ্ট বলেছিলেন,

“দেখ, আমরা যিরূশালেমে যাইতেছি; আর ভাববাদিগণ দ্বারা যাহা যাহা লিখিত হইয়াছে, সে সমস্ত মনুষ্যপুত্ত্রে সিদ্ধ হইবে| কারণ তিনি পরজাতীয়দের হস্তে সমর্পিত হইবেন, এবং লোকেরা তাঁহাকে বিদ্রূপ করিবে, তাঁহার অপমান করিবে, তাঁহার গায়ে থুথু দিবে; এবং কোড়া প্রহার করিয়া তাঁহাকে বধ করিবে; পরে তৃতীয় দিবসে তিনি পুনরায় উঠিবেন| এই সকলের কিছুই তাঁহারা বুঝিলেন না, এই কথা তাঁহাদের হইতে গুপ্ত রহিল, এবং কি কি বলা যাইতেছে, তাহা তাঁহারা বুঝিয়া উঠিতে পারিলেন না” (লূক 18:31-34)|

শিষ্যেরা আশা করেছিলেন যীশুকে ইস্রায়েলের রাজা বা মশিহা করে সিংহাসনে বসানো হবে| সাধারণভাবে তারা বুঝতে পারেননি যে কেন তাঁকে ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে হয়েছিল| কেন? লূক 18:34 পদটি বলছে যে, ‘‘এই কথা তাঁহাদের হইতে গুপ্ত রহিল|’’ খ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থিত না হওয়া পর্যন্ত এটা ছিল না যতক্ষণে না তিনি খুলে দিলেন ‘‘তাঁহাদের বুদ্ধির দ্বার...আর তিনি তাঁহাদিগকে কহিলেন, এইরূপ লিখিত আছে যে, খ্রীষ্ট দু:খভোগ করিবেন, এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন’’ (লূক 24:45-46)| কাজেই, খ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থিত না হওয়া অবধি শিষ্যদের কাছে সুসমাচার (I করিন্থীয় 15:1-4) বোঝার মত কোন জ্ঞান ছিল না (cf. যোহন 20:22, 24-28)|

কিন্তু যীশু জানতেন যে তিনি কেন যিরূশালেমে যাচ্ছেন| প্রেরিত যোহন বলেছিলেন যে যীশু জানতেন ‘‘আপনার প্রতি যাহা যাহা ঘটিতেছে’’ (যোহন 18:4)| তা সত্বেও ক্রুশের উপরে মারা যাওয়ার জন্যে যীশু ‘‘একান্ত মনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন’’ (লূক 9: 51)| তিনি জানতেন যে আমাদের পাপের ভারের সাহায্যে ঈশ্বর গেৎশিমানীর বাগানে তাঁর আত্মাকে চূর্ণ করবেন - যতক্ষণ না তিনি রক্তঘাম ঘামেন এবং সেই রাত্রে তাঁকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ঈশ্বর জন্যে আর্তনাদ করেন, জানতেন যে পরের দিন সকালে তিনি ক্রুশের কাছে যেতে পারেন| তিনি জানতেন যে পীলাত তাঁকে কোড়া দ্বারা প্রহার করবেন, এবং প্রত্যেকবার যখন কোড়ার আঘাত তাঁর পৃষ্ঠদেশে পড়বে, এবং প্রত্যেকবার যখন রক্ত ছিটকে বের হবে, এবং হাড় থেকে তাঁর মাংস খুলে বের হবে, তখন তাঁর যন্ত্রণা আরও তীব্র ও ভয়ানক করে তুলে, বেত্রাঘাতকারীরা হাঁসবে ও তাঁকে বিদ্রূপ করবে| আর যীশু জানতেন যে একটা ক্রুশের সঙ্গে পেরেকবিদ্ধ হতে তিনি যিরূশালেমে যাচ্ছেন| তিনি জানতেন যে বেত্রাঘাতের জায়গা থেকে তারা তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে এবং তাঁর হাত ও পায়ে পেরেক বিদ্ধ করবে| তারপরে, যখন সৈন্যেরা ক্রুশ তুলে ধরবে, তখন মৃত্যুর আগে পর্যন্ত, তিনি ঘন্টার ঘন্টা নগ্ন অবস্থাতে, সূর্য্যের প্রখর তাপে ক্রুশে ঝুলে থাকবেন| হ্যাঁ, যীশু এসবের সবকিছু জানতেন; তিনি জানতেন দুঃখভোগ করতে, রক্ত ঝরাতে, এবং মৃত্যুবরণ করতেই তিনি যিরূশালেমে যাচ্ছেন| তা সত্বেও, ‘‘তিনি একান্ত মনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন’’ (লূক 9:51)| তাঁকে পাঠানোর জন্যে বল প্রয়োগ করা হয়নি! না! তিনি ইচ্ছা করেই গেছিলেন,

“...তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন” (ইব্রীয় 12:2)|

যীশু খ্রীষ্ট, ‘‘আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত,’’ ‘‘যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন’’ - ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে! উঠে দাঁড়ান এবং সমবেতভাবে, ‘‘ক্রুশেতে ক্রুশেতে’’ গানটি করুন|

ক্রুশেতে, ক্রুশেতে,
   চির শ্লাঘা আমার,
তারই গুণে নির্ভয়ে
   যাব নদীর ওপার|
(“Near the Cross,” Fanny J. Crosby, 1820-1915) |

আপনারা বসতে পারেন| হ্যাঁ, বিশেষ উদ্দেশ্যে নিয়ে খ্রীষ্ট ক্রুশের প্রতি গিয়েছিলেন|

“আর যখন তাঁহার উর্দ্ধে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্তমনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন” (লূক 9:51)|

II. দ্বিতীয়ত, আমাদের সামনে একটা আদর্শ স্থাপন করতে খ্রীষ্ট ক্রুশে গিয়েছিলেন |

আমি জানি যে প্রাচীনকালের, হ্যারী এমারসন ফসডিকের মতন, বাইবেল-অস্বীকারকারী উদারপন্থীগণ ঐ বিষয়ের প্রতি অতি গুরুত্ব আরোপ করেছেন, কারণ জোর দেওয়ার মতন আর কোন বিষয় তাদের সামনে ছিল না! কিন্তু এটা একটা বিষয় যা বাইবেলে রয়েছে - কাজেই আমাদের উচিৎ কোন কোন সময়ে এই বিষয়ে প্রচার করা| প্রেরিত পিতর উদারপন্থী ছিলেন না, আর তিনি বলেছিলেন,

“খ্রীষ্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর” (I পিতর 2:21)|

খ্রীষ্ট ‘‘একান্ত মনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন’’ দুঃখ ভোগ এবং মৃত্যুবরণ করতে| আর প্রত্যেক প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীর উচিৎ তাঁর ‘‘আদর্শ’’ (I পিতর 2:21) স্বেচ্ছায় অনুসরণ করা| প্রকৃতভাবে মন পরিবর্তন করা প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীর, আমাদের মহান আদর্শ খ্রীষ্ট যা করেছিলেন, সেইরকমের পরীক্ষা ও দুঃখ ভোগের মধ্যে দিয়ে যেতে ইচ্ছুক হতে হবে|

আমি জানি যে তথাকথিত ‘‘সাফল্য সুসমাচার’’ বর্তমানে খুবই জনপ্রিয়| বিন্নী হিন, জোয়েল অস্টিন, এবং অন্য অনেকে টিবিএনʼর (TBN) উপরে, প্রতিনিয়ত ‘‘সাফল্য’’ বিষয়ক প্রচার করে চলেছেন| কিন্তু এটা একমাত্র ক্ষণস্থায়ী খ্যাপামি| আজ থেকে কয়েক বছর পরে (যদি আদৌ থাকে) আপনি এটা আর খুব একটা শুনতে পাবেন না| পৃথিবী-ব্যাপী সন্ত্রাসবাদের উত্থানের সময়ে, এটা তো সবে মাত্র শুরু, অনেক লোকে উপলব্ধি করবেন যে ‘‘সাফল্য সুসমাচার’’ হল একটি ভ্রান্ত শিক্ষা| প্রকৃত সুসমাচার প্রকৃত মন পরিবর্তনকারীদের একটি অহং-অস্বীকারকারী এবং ক্রুশ বহনকারী জীবনের প্রতি আহ্বান করে| যীশু বলেছিলেন,

“কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদগামী হউক” (লূক 9:23)|

লক্ষ করুন যে যীশু বলেছেন, “যদি কোন মনুষ্য (আধুনিক অনুবাদে হয়েছে, “কেহ যদি”)| তিনি “আদর্শ সাধুদের” বিশেষ কোন দলের বিষয়ে বলেননি| তিনি বলেছিলেন,

“কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদগামী হউক” (লূক 9:23)|

আমাকে ভুল বুঝবেন না| আমি বিশ্বাস করি না যে মানবজাতির কর্ম আমাদের পরিত্রাণে প্রবেশ করে| পরিত্রাণের সবটাই হচ্ছে অনুগ্রহ বিষয়ক, ‘‘তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে’’ (ইফিষীয় 2:9)|

“কারণ ঈশ্বরই আপন হিতসঙ্কল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য্য উভয়ের সাধনকারী” (ফিলিপীয় 2:13)|

যখন ঈশ্বর আপনার মধ্যে কাজ করছেন, আপনি নিজেকে অস্বীকার করতে এবং ক্রুশ উঠিয়ে নিতে ইচ্ছুক হন, এবং অনুতাপের যন্ত্রণার মধ্যে দিয়ে যান, খ্রীষ্টের কাছে আসেন এবং একজন খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে পরীক্ষা ও হৃদয়বেদনার মধ্যে দিয়ে যান, কেননা,

“অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে” (প্রেরিত 14:22)|

কেউ কেউ হয়তো বলতে পারেন, ‘‘যদি এটা এতটাই কঠিন, তাহলে কেন কেউ খ্রীষ্ট বিশ্বাসী হতে চাইবেন?’’ এর উত্তর সহজ|

“তোমার বিক্রম-দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে” (গীতসংহিতা 110:3)|

আমি জানি যে তৃতীয় বিশ্বে এক বিশাল সংখ্যক খ্রীষ্ট বিশ্বাসীদের তাদের বিশ্বাসের জন্যে অত্যাচারিত ও কারাবন্দী হতে হয়েছে| তাও তারা খ্রীষ্টকে ত্যাগ করেননি| ইন্টারনেটে www.persecution.com ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের সম্বন্ধে জানতে পারেন| ঈশ্বরের অনুগ্রহে, আপনি তাদের মতন হতে পারেন, যেমন তারা খ্রীষ্টের মতন ছিলেন, যিনি “যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন” (লূক 9:51) - কেননা “খ্রীষ্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর” (I পিতর 2:21)| দুঃখ ভোগের মাধ্যমে এটা হয় যে আমরা পরিণত খ্রীষ্ট বিশ্বাসীতে উন্নত হই| আমাদের আরও পবিত্র ও আরও শক্তিশালী করতে চেয়ে ঈশ্বর খ্রীষ্ট বিশ্বাসীর জীবনের পরীক্ষা ও যাতনাসমূহ ব্যবহার করেন| প্রেরিত পৌল বলেছিলেন,

“কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি, ক্লেশ ধৈর্য্যকে, ধৈর্য্য পরীক্ষাসিদ্ধতাকে এবং পরীক্ষাসিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে; আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতুক আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে” (রোমীয় 5:3-5)|

তখন আপনি এই সমবেত গানটি গাইতে সক্ষম হবেন| আমি জানি আপনাদের কেউ কেউ এটা এখন বুঝতে পারছেন না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে, কোন একদিনে আপনাদের কেউ কেউ এর অর্থ বুঝবেন| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং গানটি আবার করুন!

ক্রুশেতে, ক্রুশেতে,
   চির শ্লাঘা আমার,
তারই গুণে নির্ভয়ে
   যাব নদীর ওপার|

আপনারা বসতে পারেন| হ্যাঁ, খ্রীষ্ট ক্রুশে গিয়েছিলেন আমাদের সামনে এক আদর্শ স্থাপন করতে - আমাদের দেখাতে যে যাই মূল্য দিতে হোক সেটা কোন ব্যাপার না কিন্তু তাঁকে অনুসরণ করার প্রয়োজন আমাদের রয়েছে!

“আর যখন তাঁহার উর্দ্ধে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্তমনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন” (লূক 9:51)|

III. তৃতীয়ত, আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে খ্রীষ্ট ক্রুশে গিয়েছিলেন |

যীশু যাকোব ও যোহনকে বলেছিলেন,

“কারণ মনুষ্যপুত্ত্র মনুষ্যদের প্রাণনাশ করিতে আইসেন নাই, কিন্তু রক্ষা করিতে আসিয়াছেন” (লূক 9:56)|

যীশু সক্কেয়কে বলেছিলেন,

“কারণ যাহা গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্ত্র আসিয়াছেন” (লূক 19:10)|

ক্রুশের উপরে তাঁর মৃত্যুর দ্বারা, যীশু আপনাকে বিচারের হাত থেকে, এবং পাপ থেকে, এবং ঈশ্বরের ক্রোধের হাত থেকে রক্ষা করতে পারেন| আপনার পাপের দেনা শোধ করতে, আপনার পরিবর্তে যীশু, ক্রুশের উপরে প্রাণ ত্যাগ করে আপনাকে রক্ষা করতে পারেন| যীশু ভেবেচিন্তে স্বেচ্ছায় “যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন,” এবং আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন| ভাববাদি যিশাইয় বলেছিলেন,

“আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন” (যিশাইয় 53:6)|

“আমার ধার্ম্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্ম্মিক করিবেন, এবং তিনিই তাহাদের অপরাধ সকল বহন করিবেন” (যিশাইয় 53:11)|

আপনার পরিবর্ত হিসাবে, আপনার পাপের দেনা শোধ করতে, খ্রীষ্ট যিরূশালেমে গিয়েছিলেন আপনার জায়গায় নিজে মৃত্যুবরণ করতে| একে বলা হয় তাঁর ‘‘প্রতিনিধিস্বরূপ প্রায়শ্চিত্ত|’’ ডঃ চার্লস হজ্ বলেছিলেন,

প্র্তিনিধিস্বরূপ দুঃখ ভোগ করা হইতেছে কোন এক ব্যক্তির [স্থানে] অপর এক ব্যক্তির দ্বারা দৃঢ়ভাবে সহ্যকৃত দুঃখ ভোগ (Charles Hodge, Ph.D., Systematic Theology, Eerdmans, 1946 reprint, p. 475) |

যীশু খ্রীষ্ট, পুত্ত্র ঈশ্বর, আপনার স্থানে নিজে মৃত্যুবরণ করেছিলেন, আপনার পরিবর্ত হিসাবে| ক্রুশের উপরে আপনার পরিবর্ত হিসাবে, আপনার স্থানে যীশু যখন মারা গিয়েছিলেন তিনি আপনার সব পাপের দেনা শোধ করে দিয়েছেন| তাঁকে বিশ্বাস করুন এবং আপনি পরিত্রাণ পাবেন! যেমন যিশাইয় বলেছেন,

“তিনি আমাদের অধর্ম্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন” (যিশাইয় 53:5)|

আর প্রেরিত পৌল বলেছেন,

“শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন” (I করিন্থীয় 15:3)|

ক্রুশের উপরে খ্রীষ্টের মৃত্যু ঈশ্বরের বিচারকে সন্তুষ্ট করেছিল| খ্রীষ্টের মৃত্যু ঈশ্বরের ব্যবস্থাকে সন্তুষ্ট করেছিল| খ্রীষ্টের মৃত্যু ঈশ্বরের ক্রোধ প্রশমিত, শান্ত, করেছিল| অতএব, খ্রীষ্টের মৃত্যু আমাদের মত পাপীদের সঙ্গে ঈশ্বরের মিলন ঘটিয়েছিল| খ্রীষ্টের মৃত্যু মন্দের ক্ষমতার হাত থেকে আমাদের মুক্ত করেছিল| সেই কারণে যীশু স্বর্গ থেকে নেমে এসেছিলেন| সেই কারণে যীশু “যিরূশালেমে যাইতে উন্মুখ” হয়েছিলেন ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে (লূক 9:51)| ক্রুশের উপরে তাঁর মৃত্যু আপনার পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে, এবং আপনি সবসময়ে এবং অনন্তকালের জন্য উদ্ধার লাভ করবেন! আমরা কিভাবে প্রার্থনা করি যাতে ঈশ্বর আপনাকে যীশুর প্রতি আকর্ষণ করেন! অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং আপনার গানের পাতার 1 নং গানটি করুন|

যীশুর প্রেম কত স্বচ্ছ দেখায় তাঁহার যন্ত্রণাদায়ক ক্ষত|
ঐসব ক্ষত হইতে প্রায়শ্চিত্তের গাঢ় লাল রক্ত স্রোত প্রবাহিত,
প্রায়শ্চিত্তের রক্ত স্রোত প্রবাহিত|

কিভাবে ঐ খ্রীষ্টের শোভাময় শির কন্টক মুকুটে বিবর্ণ রক্ত বিনির্গত হয়!
কিভাবে হাত ও পায়ে অসহ্য যন্ত্রণার মধ্যে পেরেক বিদ্ধ করেছিল!
অসহ্য যন্ত্রণার মধ্যে পেরেক বিদ্ধ করেছিল!

ওহ, এস, যাহাতে মৃত্যুজনক পাপ কলঙ্কের সাক্ষাৎ হয়;
এস, তাঁর উদ্ধারকারী রক্তে ধৌত হও, এবং তুমি শুচিকৃত হইবে;
এবং তুমি শুচিকৃত হইবে|
   (“Jesus Wounded” by Edward Caswell, 1849;
      to the tune of “Majestic Sweetness Sits Enthroned) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Jesus Wounded” (by Edward Caswell, 1849;
to the tune of “Majestic Sweetness Sits Enthroned”) |


খসড়া চিত্র

দুঃখভোগ করিতে দৃঢ় প্রতিজ্ঞ

DETERMINED TO SUFFER

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

“আর যখন তাঁহার উর্দ্ধে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্তমনে যিরূশালেমে যাইতে উন্মুখ হইলেন” (লূক 9:51)|

I.    প্রথমত, বিশেষ উদ্দেশ্যে নিয়ে খ্রীষ্ট ক্রুশের প্রতি গিয়েছিলেন,
লূক 9:22, 44-45; 18:31-34; লূক 24:45-46; I করিন্থীয় 15:1-4;
যোহন 20:22, 24-28; যোহন 18:4; ইব্রীয় 12:2 |

II.   দ্বিতীয়ত, আমাদের সামনে একটা আদর্শ স্থাপন করতে খ্রীষ্ট ক্রুশে গিয়েছিলেন,
I পিতর 2:21; লূক 9:23; ইফিষীয় 2:9; ফিলিপীয় 2:13;
প্রেরিত 14:22; গীতসংহিতা 110:3; রোমীয় 5:3-5 |

III.  তৃতীয়ত, আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে খ্রীষ্ট ক্রুশে গিয়েছিলেন,
লূক 9:56; 19:10; যিশাইয় 53:6, 11, 5; I করিন্থীয় 15:3 |