Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




আদিম পাপ এবং ইহার পরিচর্য্যার বিষয়ে লুথারের পরামর্শ

(প্রোটেস্টান্ট পুনঃজাগরনের 500তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রচারিত একটি ধর্মোপদেশ)
LUTHER ON ORIGINAL SIN AND ITS CURE
(A SERMON PREACHED ON THE 500th ANNIVERSARY OF THE PROTESTANT REFORMATION)
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 29শে অক্টোবর, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, October 29, 2017

‘‘কেননা ভিতর হইতে, মনুষ্যদের অন্তঃকরণ হইতে, কুচিন্তা বাহির হয়-বেশ্যাগমন, চৌর্য্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা; এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয়, এবং মনুষ্যকে অশুচি করে’’ (মার্ক 7:21-23)|


ফরীশীরা যীশুর দোষ খুঁজে পেয়েছিলেন কারণ তাঁর শিষ্যেরা খাওয়ার আগে তাদের হাত ধোননি| যখন তারা দেখলেন যে পরম্পরাগত বিধি অনুসারে শিষ্যেরা তাদের হাত ধোয়া ছাড়াই আহার করলেন, তখন তারা বলেছিলেন যে শিষ্যেরা অশুচি| কিন্তু যীশু বলেছিলেন যে আমরা যা খাই তা আমাদের অশুচি করতে পারে না| তিনি বলেছিলেন যে লোকদের অন্তঃকরণ থেকে যা বের হয় তার দ্বারা তারা অশুচি হন| ‘‘এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয়, এবং মনুষ্যকে অশুচি করে’’ (মার্ক 7:23)| ‘‘মনুষ্যদের অন্তঃকরণ হইতে, কুচিন্তা বাহির হয়’’ (মার্ক 7:21)|

বাইবেলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত অবধি বাইবেল শিক্ষা দিয়ে আসছে যে আমাদের অন্তঃকরণ মন্দ| বাইবেল বলছে, ‘‘অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক,...কে তাহা জানিতে পারে?’’ (যিরমিয় 17:9)| বাইবেল বলছে,‘‘কেননা আমরা আপনাদেরই সঙ্কল্পানুসারে চলিব’’ (যিরমিয় 18:12)| বাইবেল বলছে, ‘‘তাহাদের হৃদয় তাঁহার প্রতি স্থির ছিল না’’ (গীতসংহিতা 78:37)| ‘‘মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’’’ (গীতসংহিতা 14:1)| ডঃ ওয়াটস্, তার একটি গানে আপনার হৃদয়ের সম্বন্ধে এইকথা বলেছিলেন|

‘‘কোন বাহ্যিক আকৃতি [আপনাকে] শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান’’ -

আপনার মন্দ হৃদয়ের গভীরে| বাইবেল ‘‘অবিশ্বাসের মন্দ হৃদয়’’ (ইব্রীয় 3:12) সম্বন্ধে বলছে|

‘‘কোন বাহ্যিক [পরম্পরাগত বাহ্যিক কোন অনুষ্ঠান - যেমন পাপীর প্রার্থনা বলা] আকৃতি [আপনাকে] শুচি করতে পারে না; অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান’’ -

করছে কি? করছে কি? আপনি জানেন করছে! কোন সিদ্ধান্ত বা প্রার্থনা আপনাকে শুচি করাতে পারে না| আপনি যা শিখছেন বা অনুভব করছেন তার কিছুই আপনাকে শুচি করতে পারে না! আর আপনি এটা জানেন| ‘‘অন্তরের গভীরে (পাপের) কুষ্ঠ বিদ্যমান’’ আপনার অবিশ্বাসের হৃদয়ের গভীরে! এবং আপনি এটা জানেন - জানেন না কি?

যদি আপনি সৎ হন তো আপনি জানেন যে এটা সত্যি| একটা বহির্মূখী পাপ কখনো করার আগেই আপনি এটা জানতেন| আপনি এটা ইচ্ছাকৃতভাবে করেছিলেন| আপনি কি করতেন তা আপনি নিখুঁতভাবে জানতেন| যদি আপনি জানতেন যে সেটা ভুল হচ্ছে তাহলে কেন সেটা করেছিলেন? আপনার পরিত্রাণহীন অবস্থাতে আপনি অন্ধকার জগতকে ভালবেসেছিলেন| আপনি পাপ উপভোগ করতেন| পাপ করে আপনি সুখী ছিলেন| এর স্বাদ আপনি ভালবাসতেন| আপনি এটা ভালবাসতেন এমনকী যদিও আপনি জেনেছিলেন যে এটা ভুল ছিল! এটাই কারণ যে আপনার পাপপূর্ণ হৃদয় সম্বন্ধে আপনাকে আমি সত্যিটা বলার জন্যে আপনি আমাকে ঘৃণা করেন! আপনি আপনার পাপপূর্ণ হৃদয় সম্বন্ধে সত্যিটাকে আপনি ঘৃণা করেন! এটা আপনাকে দোষী সাব্যস্ত করে এবং সত্যিটা শোনার জন্যে আপনাকে দুঃখিত করায়! ‘‘সেই কুষ্ঠ অন্তরের গভীরে বিদ্যমান’’! আপনার হৃদয় বিকৃত এবং বিপথগামী! যেটা ভাল এবং সঠিক তার চেয়ে বরং বেশি করে আপনি পাপ উপভোগ করেন| আপনার অবিশ্বাসের মন্দ হৃদয়ের গভীরে কুষ্ঠ বিদ্যমান! আমি তা পরিপূরণ করতে পারিনি| একজন মেডিকাল ডাক্তার যিনি আপনাদের মতন একটি পাপপূর্ণ হৃদয়ের সম্বন্ধে সব কিছু জানতেন, আমি সেই ডাঃ মার্টিন লয়েড-জোন্সের বক্তব্যের শব্দান্তর করেছি!

হ্যাঁ, আপনি এটা আগে শুনেছেন| নামনের কুষ্ঠের শুচিকরণের উপরে আমার দেওয়া ধর্ম্মোপদেশে আমি ডাঃ লয়েড-জোন্সের বক্তব্যের শব্দান্তর করেছি| একজন যুবক যিনি বলেছিলেন যে তিনি পরিত্রাণ পেতে চান তিনি সেই ধর্ম্মোপদেশ শোনার পরে ছুটে বের হয়ে গেছিলেন| পরিত্রাণ লাভ করার বিষয়ে ডঃ কেগানের সঙ্গে কথা বলতে তিনি আসেননি| তার পরিবর্তে তিনি দৌড়ে চলে গেলেন এবং সেই ডাক্তারবাবু প্রকৃতই সেটা লিখেছিলেন কি না তা দেখতে ডাঃ লয়েড-জোন্সের ধর্ম্মোপদেশের কয়েকটি পড়লেন!

হ্যাঁ, অবশ্যই ডাঃ লয়েড-জোন্স সেটা বলেছিলেন, তার ‘‘মানুষের মৌলিক অস্থিরতা’’ নামক ধর্ম্মোপদেশে| ডাক্তার বলেছিলেন, ‘‘আমরা কি করিতেছি উহা সঠিকভাবে জানিয়াই, আমরা ইচ্ছাপূর্বক ইহা করিয়াছিলাম| কেন আমরা ইহা করিয়াছিলাম যখন জানিতাম যে ইহা ভুল হইতেছে?...আসুন আমরা সৎ হই এবং নিজেদের সামনাসামনি করি| আমাদের স্বভাগুলি এই ধরনেরই| উহারা অন্ধকার ভালবাসে, উহারা জ্যোতিকে ঘৃণা করে| তাহারা বিকৃত এবং বিপথগামী, তাহারা সঠিকের তুলনায় ভুলকেই পছন্দ করে এবং উত্তমের তুলনায় বরং মন্দতাকে উপভোগ করে...আমরা জানি কোন জিনিষটি সঠিক এবং উত্তম কিন্তু ইহা করিতে আমরা অসমর্থ হই কারণ আমাদের স্বভাব এইরূপ যে আমরা ইহা করিতে ভালবাসি না...ইহা হইতেছে আপনার স্বভাব যাহা ভুল, আপনার হৃদয়, আপনার অপরিহার্য্য ব্যক্তিত্ব এবং অস্তিত্ব...আমাদের পাপ ইতিবাচক, ইচ্ছাকৃত এবং স্বেচ্ছাচারী!" এইগুলি ছিল তার যথাযথ শব্দ - যা আমি শব্দান্তর করেছি! (দেখুন ডাঃ মার্টিন লয়েড-জোন্সের, ইভানজেলিস্টিক সারমন্স এট আবেরাভন, ব্যানার অফ্ ট্রুথ, 2010, পৃ. 65-77) |

‘‘কোন বাহ্যিক আকৃতি [আপনাকে] শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|’’

এখানকার এই মন্ডলীর পরিত্রাণপ্রাপ্ত লোকেরা ডাঃ লয়েড-জোন্সের বক্তব্যের উপরে আমার করা শব্দান্তরের সঙ্গে একমত| কিন্তু সেই যুবক যিনি পরিত্রাণ লাভ করার ভান করেছিলেন তিনি এই অডিটোরিয়াম থেকে ছুটে বেরিয়ে গেছিলেন| আর পরের সপ্তাহে তিনি দেখতে চেষ্টা করেছিলেন যে তার মন্দ হৃদয় সম্বন্ধে ডাঃ লয়েড-জোন্স সত্যিই ঐ কথাগুলি বলেছিলেন কি না| তিনি কেন ঐরকম করেছিলেন? কারণ তার, স্বয়ং নিজের, একটি অবিশ্বাসের মন্দ হৃদয় আছে! সেই হল কারণ! হে যুবক,

‘‘কোন বাহ্যিক আকৃতি আপনাকে শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|’’

আমার পুত্র, আপনি এর থেকে পালাতে পারেন না| আপনার পাপপূর্ণ এবং বিদ্রোহী হৃদয় সম্বন্ধে আমি যা বলেছি ডাঃ লয়েড-জোন্স তা যথাযথভাবে বিশ্বাস করতেন! আর আমি আজ সন্ধ্যাতে আপনার প্রতি বলছি, আপনি কখনো পরিত্রাণ লাভ করবেন না যতক্ষণে আপনি নিজ স্বয়ং এর কাছে এবং ঈশ্বরের কাছে মেনে নিচ্ছেন যে আপনার হৃদয় সত্যিকারেই ‘‘বিকৃত এবং বিপথগামী’’ ঠিক যেমন ডাঃ লয়েড-জোন্স বলেছিলেন| কারণ তিনি হলেন যীশু স্বয়ং যিনি বলেছিলেন, ‘‘মনুষ্যদের অন্তঃকরণ হইতে, কুচিন্তা বাহির হয়... সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয়’’ আপনার অবিশ্বাসের মন্দ হৃদয় থেকে! (মার্ক 7:21, 23)| ‘‘অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক’’ যিরমিয় 17:9 পদ অনুসারে|

আপনি আপনার পিতামাতাকে দোষারোপ করতে পারেন না| তারা যতই মন্দ হোন না কেন তারা আমার পিতামাতার মতন অতটা মন্দ ছিলেন না| না, আপনি আপনার পিতামাতাকে দোষারোপ করতে পারেন না, সে তারা যতই খারাপ হন না কেন! আপনি কেবল নিজেকে পারেন দোষারোপ করতে| সেই ডাক্তারের থেকে নিয়ে আপনার মন্দ হৃদয়ের ব্যাখ্যা দিতে আপনি আমাকে বলতে শুনেছেন| আপনি শুনেছেন সেই ডাক্তার বলছেন এ ছিল আপনার ত্রুটি, এবং কেবলমাত্র আপনার একারই, যে আপনার মধ্যে ঐরকমের একটি মন্দ, বিকৃত এবং বিপথগামী অবিশ্বাসের হৃদয় আছে| আপনি এবং আপনি একাই যীশু খ্রীষ্টকে প্রত্যাখ্যান করতে পছন্দ করেছিলেন| আপনি এবং আপনি একাই সেইসব পাপপূর্ণ কাজ বেছে নিয়েছিলেন যা আপনি করেছেন| কেউ সেই কাজগুলি করতে আপনাকে বাধ্য করেনি| আপনি সেগুলি করেছিলেন কারণ আপনি অন্ধকারকে ভালবেসেছিলেন| পাপ করা আপনি উপভোগ করতেন| পাপ করে আপনি খুশি হতেন| আপনি এর স্বাদ ভালবেসেছিলেন! আপনি এটা ভালবেসেছিলেন এমনকী যদিও আপনি খুব ভাল করে জানতেন যে এটা ভুল কাজ হচ্ছে| আত্মা-নাশকারী পাপের কুষ্ঠ আপনার অবিশ্বাসের মন্দ হৃদয়ের গভীরে বিদ্যমান! সেই হল কারণ যে আপনার পাপপূর্ণ হৃদয়ের সম্বন্ধে সত্যিটা আমি বলার জন্যে আপনি আমাকে ঘৃণা করেন - করেন না কি?

‘‘কোন বাহ্যিক আকৃতি আপনাকে শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|’’ -

আপনার পাপপূর্ণ হৃদয়ের গভীরে!

কোনভাবেই আপনি আপনার পরিবেশকে দোষারোপ করতে পারেন না| সেই মহা প্লাবনের পরে প্রাক-প্লাবন বিশ্বের সেই মন্দ পরিবেশ শেষ হয়েছিল| ঈশ্বর নোহকে বলেছিলেন, ‘‘আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব’’ (আদিপুস্তক 6:13)| প্রাক-প্লাবন বিশ্বের সেই সমস্ত মন্দ লোকরা বিনষ্ট হয়েছিল| আর তবুও, প্লাবনের ঠিক পরেই, ঈশ্বর বলেছিলেন, ‘‘কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট’’ (আদিপুস্তক 8:21)| লুথার বলেছিলেন, ‘‘সেই জাহাজে যাহারা ছিল উহাদের ব্যতীত অন্য কোন ব্যক্তিকে সেই মহা প্লাবন হইতে সংরক্ষণ করা হয় নাই| তাহা সত্ত্বেও ঈশ্বর তাহাদের সম্বন্ধে বলিয়াছিলেন যে মনুষ্যদের মনস্কল্পনা দুষ্ট’’ (আদিপুস্তক 8:21 পদের উপরে লুথারের টীকা)| আপনার একটি মন্দ হৃদয় আছে এই কারণে নয় যে আপনি অন্য লোকদের থেকে সেটা শিখেছেন| আপনার হৃদয় সেই মুহূর্ত থেকেই মন্দ যে মুহূর্তে আপনাকে গর্ভে ধারণ করা হয়েছে| লুথার বলেছিলেন যে একটা পাপের হৃদয় ‘‘বিদ্যমান এবং তাহাদের মধ্যে জীবিত থাকে যাহারা বয়সে নবীন, শিশুদের মধ্যে, নয়ত, এখনও গর্ভে স্থিত ভ্রুণের মধ্যে, যেমন গীতসংহিতা 51:5 পদে দেখাইতেছে... [হৃদয়ের পাপ] অর্জিত হয় না [শিক্ষা করা যায়না]; ইহা সেই ভ্রুণের মধ্যেই সুপ্ত থাকে|’’ উপযুক্ত সময় উপস্থিত হলে এটা প্রতিহিংসাসহ বের হয়ে আসার জন্যে প্রস্তুত হয়ে থাকে!

‘‘কোন বাহ্যিক আকৃতি আপনাকে শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|’’

সেই প্রথম পাপী, আদমের থেকে আপনার প্রতি একটা মন্দ হৃদয় সঞ্চালিত হয়েছে| আমরা সকলেই তার সন্তানসন্ততি| লুথার বলেছিলেন, ‘‘মানুষের অন্তরের কল্পনা তাহার যুবক বয়স হইতেই মন্দ, তাহা হইলে বলিতে হয় মানুষের কারণ... [আপনার] কারণ| [আপনার অন্তরের ভাবনাগুলি] সর্বদা [ঈশ্বরের] ব্যবস্থার বিরোধী, সর্বদা পাপের অধীন, সর্বদা [ঈশ্বরের] ক্রোধের অধীন, এবং ইহার নিজস্ব ক্ষমতার দ্বারা এই বিশাল দুর্দশা হইতে ইহাকে মুক্ত করিতে অক্ষম|’’ বাইবেল বলছে,

- তোমরা সকলে ‘‘স্বভাবতঃ ক্রোধের সন্তান’’ (ইফিষীয় 2:3)|

- তোমরা সকলে ‘‘পাপের অধীন’’ (রোমীয় 3:9)|

- তোমরা সকলে ‘‘পাপে মৃত’’ (ইফিষীয় 2:5)|

কেন? কারণ

- ‘‘এক মনুষ্য [আদম] দ্বারা পাপ জগতে প্রবেশ করিল’’
(রোমীয় 5:12)|

- সেই কারণে ‘‘ধার্ম্মিক কেহই নাই, একজনও নাই... সৎকর্ম্ম করে এমন কেহই নাই, একজনও নাই’’ (রোমীয় 3:10, 12)|

- ‘‘বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট’’ (আদিপুস্তক 8:21)|

‘‘কোন বাহ্যিক আকৃতি আপনাকে শুচি করতে পারে না;
[আপনার] অন্তরের গভীরে [পাপের] কুষ্ঠ বিদ্যমান|’’

আমরা মার্টিন লুথারের জন্মতিথি উদ্যাপন করছি, যিনি ক্যাথোলিক মন্ডলীর ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে লড়াই করেছিলেন, যখন 500 বছর আগে এই মঙ্গলবারে জার্মানির, উইটেনবার্গে, তার মন্ডলীর দরজায় পঁচানব্বইটি যুক্তি পেরেক মেরে সেঁটে দিয়েছিলেন| প্রোটেস্টান্ট এবং ব্যাপটিষ্ট পুনঃজাগরণের কেন্দ্রবিন্দুতে আপনার অন্তরের ‘‘মৌলিক পাপ’’ অবস্থিত| বাইবেল শিক্ষা দেয় যে আপনার একটি মন্দ হৃদয় আছে - এবং আপনি এর পরিবর্তন করতে পারেন না!

‘‘কোন বাহ্যিক আকৃতি আপনাকে শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|’’

‘‘মনস্কল্পনা’’ কথাটি একটা ইব্রীয় শব্দ থেকে এসেছে যার অর্থ হল আপনার মন, আপনার অবিশ্বাসের মন্দ হৃদয়|

‘‘কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট’’
(আদিপুস্তক 8:21)|

এটাই এই মন্ডলীর প্রত্যেক মানুষের হৃদয়ে স্থিত মৌলিক পাপের প্রকৃত শিক্ষা - যারা আজ রাত্রে পুনঃসৃষ্ট না হওয়া অবস্থাতে রয়েছেন! আপনাদের প্রত্যেকে! লুথার বলেছিলেন, ‘‘আমরা সেই মানবজাতিকে ধারণ করিয়া রহিয়াছি, পবিত্র আত্মা বা ঈশ্বরের অনুগ্রহের অনুপস্থিতিতে, যাহারা পাপ ব্যতীত আর কিছুই করিতে পারে না, এবং পাপ অন্তহীনভাবে, এক হইতে অপরের সহিত পাপকর্ম্ম সংযুক্ত করিয়া চলিতেছে...[এবং] সে ঈশ্বরের এক শত্রু হয়, যখন সে নিজের মন্দ অন্তঃকরণের কল্পনার বাধ্য হয়... এমনকী যখন আপনি ধার্ম্মিক হইবার ভাণ করেন|’’

কোন বাহ্যিক আকৃতি আপনাকে শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান!

লুথার যে ঠিক বলেছিলেন তা জানতে আমরা কি আমাদের মন্ডলীতে এই সব যথেষ্টভাবে দেখিনি? আমরা কি দেখিনি যে একের পর আর এক ব্যক্তি আসছেন এবং খ্রীষ্টকে বিশ্বাস করার ভণিতা করছেন - আর তারপরে মন্ডলী থেকে ফিরে যাচ্ছেন এবং একটা পাপের জীবনে ডুবে যাচ্ছেন? আমরা কি দেখিনি যে বহু লোক মুহূর্তের জন্যে খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার ভাণ করেছেন, এবং তারপরে ঈশ্বরের তিক্ত শত্রুতে পরিণত হয়েছেন? ওলিভাস এবং তার লোকেরা যা করেছিলেন সেটা কি তাই নয়? যখন তারা এই মন্ডলীকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন, তখন কি আমরা দেখিনি যে লুথার সঠিক ছিলেন,

‘‘কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট’’ (আদিপুস্তক 8:21)|

সেটাই কি কারণ নয় যে কেন আমাদের মন্ডলী ফিনি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, এবং সেই সংস্কার সাধক এবং বৃদ্ধ ব্যাপটিষ্ট, লুথারের প্রতি ফিরে এসেছিল? ফিনির সবচেয়ে বিখ্যাত ধর্ম্মোপদেশটিকে বলা হত ‘‘তাদের নিজেদের হৃদয় পরিবর্তন করতে পাপীরা বাধ্য|’’ কিভাবে আপনি তা করতে পারেন? কিভাবে? কিভাবে? কিভাবে আপনি আপনার নিজের হৃদয় পরিবর্তন করতে পারেন? আপনি পারেন না! ফিনি সম্পূর্ণ পেলেজিয়ান মতবিরোধী ছিলেন| মানুষের মন্দ হৃদয়, এবং মৌলিক পাপের বিষয়ে লুথার এবং সংস্কারসাধকগণ যে শিক্ষা দিয়েছিলেন ফিনি তার সব কিছুর বিরুদ্ধে লড়াই করেছিলেন|

আপনি আপনার নিজের হৃদয় পরিবর্তন করতে পারেন না! আমি নিশ্চিত যে ফিনি দিয়াবলবিষ্ট এক ধর্মবিরোধী ছিলেন| তাকে বিশ্বাস করবেন না! এর পরিবর্তে আপনার নিজের হৃদয়ের প্রতি দেখুন; আপনি সেখানে পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে বিরুদ্ধাচারিতা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না!

‘‘কোন বাহ্যিক আকৃতি আপনাকে শুচি করতে পারে না;
অন্তরের গভীরে কুষ্ঠ বিদ্যমান|’’

একমাত্র প্রভু যীশু খ্রীষ্ট পারেন আপনার হৃদয় শুচি এবং পরিবর্তন করতে পারেন| আপনার পাপের দেনা শোধ করতে ক্রুশের উপরে যীশু মৃত্যুবরণ করেছিলেন| সমস্ত পাপ থেকে আপনাকে শুচি করতে ক্রুশের উপরে যীশু রক্ত ঝরিয়েছিলেন| আপনাকে একটি নতুন হৃদয় দান করতে যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন! যখন আপনি যীশুতে বিশ্বাস স্থাপন করেন তখন তিনি আপনাকে একটি ‘‘নূতন হৃদয় দিব... তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব’’ (যিহিষ্কেল 36:26)|

প্রভু যীশু, এইজন্য আমি নম্রভাবে প্রার্থনা করি,
   প্রভু তোমার ক্রুশের তলে, আমি অপেক্ষা করি, আশীর্ব্বাদ কর|
বিশ্বাসে, আমার মুক্তির জন্য, আমি দেখি তোমার প্রবাহিত রক্ত,
   এখন আমাকে ধৌত কর, এবং আমি তুষারের ন্যায় শুভ্র হব|
তুষারের ন্যায় শুভ্র, হ্যাঁ, তুষারের ন্যায় শুভ্র;
   আমাকে ধৌত কর, এবং আমি তুষারের ন্যায় শুভ্র হব|

প্রভু যীশু, তুমি দেখ আমি ধৈর্য্য ধরে অপেক্ষায় আছি,
   এখন এস, এবং আমাতে নতুন হৃদয় সৃষ্টি কর;
যারা তোমার অন্বেষণ করেছে, তুমি তাদের কখনও বলনা "না,"
   এখন আমাকে ধৌত কর, এবং আমি তুষারের ন্যায় শুভ্র হব|
তুষারের ন্যায় শুভ্র, হ্যাঁ, তুষারের ন্যায় শুভ্র;
   আমাকে ধৌত কর, এবং আমি তুষারের ন্যায় শুভ্র হব|
(“তুষারের ন্যায় শুভ্র” লেখক জেমস্ নিক্লসন, 1828-1876) |

মানুষের হৃদয়ের অভ্যন্তরে স্থিত মৌলিক পাপের সম্বন্ধে লুথারের নিগূঢ় ঈশ্বরতত্ত্বের কথা আমি বলেছি| এমনকী এর সবটা যদি আপনি নাও বুঝে থাকেন, তাও আমি বিনতি করছি যে যীশুতে বিশ্বাস স্থাপন করুন এখন, আজ রাত্রেই| তিনি আপনার পাপ ক্ষমা করবেন| তিনি আপনার পাপ শুচি করবেন| তিনি আপনাকে দেবেন এক নতুন হৃদয় এবং এক নতুন আত্মা| ‘‘প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে’’ (প্রেরিত 16:31)|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
‘‘তুষারের ন্যায় শুভ্র’’ (লেখক জেমস্ নিক্লসন, 1828-1876) |