Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




নতুন মন পরিবর্তনকারীদের জন্যে সাতটি সঠিক বিষয়

SEVEN POINTS FOR NEW CONVERTS
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 7ই অক্টোবর, শনিবারের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, October 7, 2017

‘‘শিষ্যদের মন সুস্থির [শক্তিশালী] করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন, অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)|


এই পদের সম্বন্ধে ব্যবহারিক নতুন নিয়মের টীকা এইরকম বলছে,

কোন একটি স্থানে শুধুমাত্র একবার সুসমাচার প্রচার করিলেই উহা যথেষ্ট হয় না| নব্য বিশ্বাসীদের শিক্ষা দিতে এবং তাহাদের বিশ্বাসের মধ্যে তাহাদের প্রতিষ্ঠা করিতেও ইহার প্রয়োজন রহিয়াছে| এবং ইহাই পৌল ও বার্ণবাস করিয়াছিলেন| নব্য শিষ্যদের তাহারা সতর্ক করিয়াছিলেন এই বলিয়া যে ঈশ্বরের রাজত্বে প্রবেশ করিতে হইলে তাহাদের বহু ক্লেশ [পীড়ন, দুঃখভোগ] সহ্য করিতে হইবে|

প্রেরিত পৌল বলেছিলেন, ‘‘যদি দুঃখভোগ [সহ্য] করি, তাঁহার সহিত রাজত্বও করিব’’ (II তীমথিয় 2:12)| এর মানে হল যে একজন প্রকৃত সমর্পিত খ্রীষ্ট বিশ্বাসীকে তাঁর আগত রাজ্যে খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করতে হলে তাকে অবশ্যই খ্রীষ্টীয় জীবনের প্রবল চাপ সহ্য করতে হবে| ‘‘তুমি খ্রীষ্ট যীশুর উত্তম যোদ্ধার মত [আমার] সহিত ক্লেশভোগ স্বীকার কর’’ (II তীমথিয় 2:3)|

I. প্রথমত, আপনাকে অবশ্যই কিছু ক্লেশ ভোগ করতে হয় |

এটাই হচ্ছে সেই প্রথম বিষয় যা আপনাকে অবশ্যই জানতে হয়| কেবলমাত্র স্বর্গে যাওয়ার জন্যে আপনি পরিত্রাণ লাভ করেননি| পরিত্রাণ লাভ করার পরে, ‘‘তুমি খ্রীষ্ট যীশুর উত্তম যোদ্ধার মত [আমার] সহিত ক্লেশভোগ স্বীকার কর...যদি সহ্য করি, তাঁহার সহিত রাজত্বও করিব’’ (II তীমথিয় 2:3, 12)| চীনা মন্ডলীতে যাওয়ার আগে আমাকে এই সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়নি| আমি মনে করেছিলাম যে আপনি শুধু খ্রীষ্টকে বিশ্বাস করেছিলেন আর তারপরে স্বর্গে চলে গেছিলেন| ডঃ তিমথী লিন আমাকে শিক্ষা দিয়েছিলেন যে খ্রীষ্টের সঙ্গে তাঁর রাজ্যে রাজত্ব করার জন্যে আমাকে অবশ্যই একজন বিজয়ী খ্রীষ্ট বিশ্বাসী হতে হবে, ‘‘আর যে জয় করে, ও শেষ পর্য্যন্ত আমার আদিষ্ট কার্য্য সকল পালন করে, তাহাকে আমি জাতিগণের উপর কর্তৃত্ব দিব’’ (প্রকাশিত বাক্য 2:26)| মুসলিম জগত এবং চীন দেশের খ্রীষ্ট বিশ্বাসীরা জানেন যে খ্রীষ্টের সঙ্গে তাঁর রাজ্যে রাজত্ব করতে হলে তাদের অবশ্যই ক্লেশ স্বীকারের মধ্যে দিয়ে যেতে হবে| যেমন আমাদের প্রারম্ভিক পাঠ্যাংশ বলছে, ‘‘অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)| প্রেরিত পৌল নতুন খ্রীষ্ট বিশ্বাসীদের শিখিয়েছিলেন যে তাঁর আগত রাজ্যে খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করতে তাদেরকে অনেক পরীক্ষার (থিলিপসিস - পীড়ন) মধ্যে দিয়ে যেতে হবে| আর এটাই হচ্ছে সেই কাজ যা আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি এই উদ্দীপনাতে মন পরিবর্তন করে থাকেন| ডঃ ওয়াটসের সেই বিখ্যাত গান প্রায় তিনশ বছর ধরে আমাদের গানের বই এর অন্তর্ভূক্ত থেকে সেই শিক্ষাই দিয়ে আসছে!

আমি অবশ্যই গগনে শান্তির বিছানা বহন করব,
যখন অন্যেরা বিজয় মুকুটের জন্যে যুদ্ধ করবে, ও রক্ত সমুদ্রে ভ্রমণ করবে?
আমি নিশ্চয় যুদ্ধ করব, যদি রাজত্ব করি, প্রভু, আমার সাহস বৃদ্ধি কর,
আমি শ্রম বহন করব, যন্ত্রণা সহ্য করব, তাঁর বাক্যের সহায়তায়|
   (“Am I a Soldier of the Cross?” by Dr. Isaac Watts, 1674-1748) |

II. দ্বিতীয়ত, আপনার কাছে অবশ্যই বাইবেল থাকবে এবং আপনি তা পড়বেন |

‘‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্ম্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সমস্ত সৎকর্ম্মের জন্যে সুসজ্জীভূত হয়’’ (II তীমথিয় 3:16, 17)|

আপনার একটা স্কোফিল্ড স্টাডি বাইবেল কেনা দরকার যাতে করে আপনি আমাদের দেওয়া পৃষ্ঠা সংখ্যা অনুসরণ করে চলতে পারেন| আপনার দরকার এই ধর্ম্মোপদেশের ছাপানো পান্ডুলিপি সঙ্গে করে বাড়ি নিয়ে যাওয়া এবং সপ্তাহের মধ্যে তা অধ্যয়ন করা| রেডিও বা দূরদর্শনে কোন প্রচারকের প্রচার শুনবেন না| তাদের অনেকেই হলেন ভ্রান্ত প্রচারক| ডঃ জে. ভারন্ন ম্যাকগী ব্যাতীত অন্য কারও প্রচার শুনবেন না| তার প্রচারিত দৈনিক বাইবেল অধ্যয়ন আপনি আপনার কম্প্যুটারের মাধ্যমে www.ttb.org অথবা www.thrutheBible.org ওয়েবসাইটে গিয়ে দিন বা রাত্রির যে কোন সময়ে শুনতে পারেন| ডঃ ম্যাকগী ছিলেন লস্ এঞ্জেল্‌সের এই ডাইনটাউনে, 550, সাউথ হোপ স্ট্রীট’এ অবস্থিত ওপেন ডোর মন্ডলীর দীর্ঘসময়ের পালক| প্রতিদিন তার বাইবেল শোনার মাধ্যমে আমি বাইবেল শিক্ষা করেছি| আজকের দিনের প্রায় সব ভুলভ্রান্তি এবং ভ্রান্ত শিক্ষা তিনি সযত্নে এড়িয়ে চলতেন| রেডিও অথবা দূরদর্শনে তিনি হলেন একমাত্র বাইবেল শিক্ষক যাকে আমি বিশ্বাস করি - একমাত্র একজন| আমরা এমন অনেক লোক পেয়েছি যারা রেডিওতে কোন একটা প্রচার শুনে সব গুলিয়ে ফেলেছেন যা ডঃ ম্যাকগীর রেডিও অনুষ্ঠানের আগে বা পরে অনুষ্ঠিত হত| সেই কারণে আপনার কম্প্যুটারে তার প্রচার শোনাই সব থেকে ভাল (ইংরাজি ছাড়া অন্যান্য সব ভাষার অনুবাদ এই www.ttb.org/global-reach/regions-languages ওয়েবসাইটে উপলব্ধ আছে)|

প্রত্যেকদিন বাইবেল পড়ুন| ‘‘তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি’’ (গীতসংহিতা 119:11)|

III. তৃতীয়ত, যখন আপনি ছুটিতে আছেন তখন ছাড়া অন্য মন্ডলীতে যাবেন না |

মন্ডলীতে আমরা বর্তমানে গভীর স্বধর্ম্মত্যাগীদের কালে বসবাস করছি| তাদের থেকে দূরে থাকুন|

‘‘আর অনেক ভাক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে| আর অধর্ম্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে’’ (মথি 24:11, 12)|

আমরা অন্যান্য মন্ডলীগুলির সুপারিশ করতে পারি না| এমনকী ব্যাপটিষ্ট মন্ডলীগুলিও প্রায়ই ‘‘সিদ্ধান্তবাদ’’ এবং অন্যান্য বিরোধী মত প্রচার করে থাকে|

IV. চতুর্থত, প্রত্যেক রবিবার সকাল এবং সন্ধ্যাবেলায় এই মন্ডলীতে উপস্থিত থাকুন| তাছাড়া বৃহস্পতিবারের রাত্রের প্রার্থনা সভা এবং প্রত্যেক সপ্তাহের সুসমাচার প্রচারেও যোগদান করুন|

V. পঞ্চমত, পালক এবং সহকারী পালককে জানুন |

আপনি ডঃ হেইমারস্‌কে টেলিফোন করতে পারেন ও প্রশ্ন করতে পারেন যে কোন সময়ে - বা এই মন্ডলীতে এখানে দেখা করতে পারেন|

‘‘যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ কর, এবং তাঁহাদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে তাঁহাদের তাঁহাদের বিশ্বাসের অনুকারী হও’’ (ইব্রীয় 13:7)|

‘‘তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাঁহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরি-কার্য্য করিতেছেন, - যেন তাঁহারা আনন্দপূর্ব্বক সেই কার্য্য করেন, আর্ত্তস্বরপূর্ব্বক না করেন; কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়’’ (ইব্রীয় 13:17)|

‘‘যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন’’ বাক্যগুলিকে ‘‘তোমাদের নেতাগণ’’ হিসাবে অনুবাদ করা যেতে পারে| ইব্রীয় 13:17 পদের সম্বন্ধে রিফর্মেশন স্টাডি বাইবেল বলেছে, ‘‘বিশ্বস্ত মন্ডলী নেতৃবর্গ হইতেছেন বিশ্বস্ত মেষপালক... নেতৃবর্গের (পালকগনের) যত্ন হইতেছে গভীর এবং অকৃত্রিম কেননা তাহারা ঈশ্বর কর্তৃক নিযুক্ত এবং তাহাদের তাঁহার প্রতি একটি নিকাশ দিতে হইবে| যদি তাহাদের সেবাকার্য্যের বিরোধীতা করা হয় তাহা হইলে প্রত্যেকেই দুঃখভোগ করিবে|’’ ডঃ হেইমারস্ হলেন সেই পালক| (818)352-0452 নম্বরে আপনি তাকে টেলিফোন করতে পারেন| ডঃ কেগান হলেন সহ-পালক| (323)735-3320 নম্বরে আপনি তাকে টেলিফোন করতে পারেন|

VI. ষষ্ঠত, আত্মা জয়কে আপনার জীবনের একটি প্রবল অগ্রাধিকারে পরিণত করুন |

সুসমাচার শোনাতে লোকদের মন্ডলীর ভিতরে আনার জন্যে কঠোর পরিশ্রম করা ব্যতীত কেউ উত্তম খ্রীষ্ট বিশ্বাসী হতে পারেন না| যীশু বলেছিলেন, ‘‘আসিবার জন্যে লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়’’ (লূক 14:23)|

VII. সপ্তমত, ছোট প্রার্থনা দলগুলির একটিতে প্রবেশ করুন |

আপনার পক্ষে সবথেকে উপযুক্ত সেইরকম একটি ছোট দল খুঁজে বের করতে আপনাকে সাহায্য করার জন্যে মিসেস হেইমারস্ অথবা ডঃ কেগানকে অনুরোধ করুন| প্রত্যেক সপ্তাহে আপনার প্রার্থনা দলের সঙ্গে সাক্ষাৎ করুন|

‘‘কেননা যেখানে দুই কি তিন জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি’’ (মথি 18:20)|

যদি আপনি এখনও উদ্ধার না পেয়ে থাকেন, আমরা আপনার কাছে বিনতি করছি যে আপনি পাপের অনুতাপ করুন এবং যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করুন| যখন আপনি অনুতাপ করেন ও তাঁকে বিশ্বাস করেন, তাঁর রক্ত আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করে|

‘‘তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে’’ (I যোহন 3:7)|

আপনি যদি মনে করেন যে আপনি উদ্ধার লাভ করেছেন তবে অনুগ্রহ করে ডঃ কেগানের সঙ্গে দেখা করুন এবং তাকে আপনার সাক্ষ্য শুনতে দিন| তার টেলিফোন নম্বর হল (323)735-3320 |

আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Am I a Soldier of the Cross?” (by Dr. Isaac Watts, 1674-1748) |


খসড়া চিত্র

নতুন মন পরিবর্তনকারীদের জন্যে সাতটি সঠিক বিষয়

SEVEN POINTS FOR NEW CONVERTS

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘শিষ্যদের মন সুস্থির [শক্তিশালী] করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন, অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)|

(II তীমথিয় 2:12, 3)

I.    প্রথমত, আপনাকে অবশ্যই কিছু ক্লেশ ভোগ করতে হয়, II তীমথিয় 2:3, 12;
প্রকাশিত বাক্য 2:26 |

II.   দ্বিতীয়ত, আপনার কাছে অবশ্যই বাইবেল থাকবে এবং আপনি তা পড়বেন,
II তীমথিয় 3:16, 17; গীতসংহিতা 119:11 |

III.  তৃতীয়ত, যখন আপনি ছুটিতে আছেন তখন ছাড়া অন্য মন্ডলীতে যাবেন না,
মথি 24:11, 12 |

IV.  চতুর্থত, প্রত্যেক রবিবার সকাল এবং সন্ধ্যাবেলায় এই মন্ডলীতে উপস্থিত থাকুন| তাছাড়া বৃহস্পতিবারের রাত্রের প্রার্থনা সভা এবং প্রত্যেক সপ্তাহের সুসমাচার প্রচারেও যোগদান করুন |

V.   পঞ্চমত, পালক এবং সহকারী পালককে জানুন, ইব্রীয় 13:7, 17 |

VI.  ষষ্ঠত, আত্মা জয়কে আপনার জীবনের একটি প্রবল অগ্রাধিকারে পরিণত করুন,
লূক 14:23 |

VII. সপ্তমত, ছোট প্রার্থনা দলগুলির একটিতে প্রবেশ করুন, মথি 18:20; I যোহন 1:7 |