Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




নোহ অনুগ্রহ প্রাপ্ত হইলেন !

(আদি পুস্তকের উপর #19 নং প্রচার)
NOAH FOUND GRACE !
(SERMON #19 ON THE BOOK OF GENESIS)
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র|
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 24শে জুন, শনিবারের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, June 24, 2017

‘‘আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্ম্মিক দেখিয়াছি’’ (আদিপুস্তক 7:1)|


নোহ রক্ষা পেয়েছিলেন সেই কারণে নয় যে তিনি ভালমানুষ ছিলেন| তাকে রক্ষা করা হয়েছিল কারণ ঈশ্বর বলেছিলেন, ‘‘আমার সাক্ষাতে তোমাকেই ধার্ম্মিক দেখিয়াছি’’ (আদিপুস্তক 7:1)| ঈশ্বর তাকে ধার্ম্মিক হিসাবে দেখেছিলেন| কেন? উত্তরটি সহজ| উত্তরটি আদিপুস্তকের, ষষ্ঠ অধ্যায়ের, আট নম্বর পদে বলা হয়েছে| অনুগ্রহ করে আপনার বাইবেলের সেই পাতাটি খুলুন|

‘‘কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন’’ (আদিপুস্তক 6:8)|

ঈশ্বরের দৃষ্টিতে নোহ অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন| আর ঈশ্বর বলেছিলেন, ‘‘আমার সাক্ষাতে তোমাকেই ধার্ম্মিক দেখিয়াছি’’ (আদিপুস্তক 7:1)|

এটা আরোপিত ধার্ম্মিকতার কথা বলছে| ইব্রীয় 11:7 পদটি আমাদের স্পষ্ট বলছে যে নোহ বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পেয়েছিলেন:

‘‘বিশ্বাসে নোহ...আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্ম্মাণ করিলেন’’ (ইব্রীয় 11:7)|

আমি অবশ্যই আবার বলছি, নোহ রক্ষা পেয়েছিলেন সেই কারণে নয় যে তিনি ভালমানুষ ছিলেন, যদিও তিনি ছিলেন বিভিন্ন দৃষ্টিকোন থেকে দেখা একজন ভালো মানুষ| কিন্তু তিনি একজন নিখুঁত মানুষ ছিলেন না, যেমন বাইবেল আমাদের সরলভাবে বলে দিয়েছে, মহাপ্লাবনের পরে তিনি দ্রাক্ষারস পান করে মত্ত হয়েছিলেন (দেখুন, আদিপুস্তক 9:20-21)| আমরা নোহকে ক্ষমা করতে পারি| তিনি ভয়ঙ্কর এক ভাগ্যপরীক্ষার মধ্যে দিয়ে চলছিলেন এবং সম্ভবত তিনি মহাপ্লাবনের বিষয়ে তার কম্পমান ভীতি এবং রাত্রিকালীন বিভীষিকা, দ্রাক্ষারস পানের মধ্যে ডুবে থেকে ভুলতে চেয়েছিলেন| অথবা সম্ভবত এটা শুধুমাত্র একটা ভুল ছিল, আর তিনি জানতেন না যে তার উপরে দ্রাক্ষারস কি প্রভাব বিস্তার করবে যেহেতু মহাপ্লাবনের সময়ে পৃথিবীর চারিদিকে জলের ঘেরাটোপ নেমে আসার আগে সেখানে সেই ধরনের কোন মানসিক উত্তেজনা ছিল না|

এই দুইয়ের যে কোন ক্ষেত্রেই, বাইবেল নোহকে বিশুদ্ধচরিত্রের মানুষ হিসাবে চিত্রিত করেনি| কিন্তু তিনি ছিলেন, যেমন পিউরিটানরা বলে থাকেন, ‘‘যদিও পাপ করিয়াছেন তবুও সততা প্রতিপাদন করিয়াছেন|’’ তিনি নিখুঁত ছিলেন না, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তিনি পূর্ব-দেহধারী খ্রীষ্টের উপরে ন্যস্ত বিশ্বাসের মাধ্যমে ন্যায্য প্রতিপাদিত হয়েছিলেন| খ্রীষ্টের উপরে নোহের বিশ্বাস ছিল, ঈশ্বরে অনুগ্রহের দ্বারা যা তাকে দেওয়া হয়েছিল (দেখুন, আদিপুস্তক 6:8)| যখন নোহ খ্রীষ্টের উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, ঈশ্বর তার নথিতে, খ্রীষ্টের ধার্ম্মিকতা আরোপ করেছিলেন, অথবা গণিত করেছিলেন| বাইবেলের নতুন নিয়মে এই বিষয়ের উপরে বেশ চমৎকার কিছু বলা হয়েছে| রোমীয়, অধ্যায় চার, পাঁচ ও ছয় নম্বর পদ দুটি দেখুন|

‘‘কিন্তু যে ব্যক্তি কার্য্য করে না - তাঁহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্ম্মিক গণনা করেন - তাঁহার বিশ্বাসই ধার্ম্মিকতা বলিয়া গণিত হয়| এই প্রকারে দায়ূদও সেই ব্যক্তিকে ধন্য বলিয়া উল্লেখ করেন, যাহার পক্ষে ঈশ্বর কার্য্য ব্যতিরেকে ধার্ম্মিকতা গণনা করেন’’ (রোমীয় 4:5-6)|

যখন ঈশ্বর নোহকে বলেছিলেন, ‘‘আমার সাক্ষাতে তোমাকেই ধার্ম্মিক দেখিয়াছি’’ (আদিপুস্তক 7:1), তিনি বলছিলেন যে তিনি নোহের পাপগুলি দেখতে পাচ্ছেন না, কারণ বিশ্বাসের দ্বারা খ্রীষ্টের ধার্ম্মিকতা নোহের নথিতে স্থাপন করা হয়েছিল| সেটাই হচ্ছে পুন্:জাগরণের নীতিবাক্য - ‘‘শোলে ফিডা’’ - কেবলমাত্র খ্রীষ্টে বিশ্বাস করার দ্বারা পরিত্রাণ! ভাল মানুষ হওয়ার জন্যে নোহকে রক্ষা করা হয়নি| পূর্ব-আবির্ভূত খ্রীষ্টের উপরে বিশ্বাস স্থাপনের মাধ্যমে পরিত্রাণ পেয়েছিলেন!

এখন জাহাজটির কথা বিবেচনা করুন| সেই জাহাজটি একটি নৌকা ছিল না| সেটা সমুদ্রযাত্রা করার উদ্দেশ্যে তৈরী করা হয়নি| এটা ছিল সাধারণভাবে লম্বা একটা কাঠের বাক্স যার প্রান্তভাদুটি ক্রমশ সরু হয়ে গেছিল| এটার আগাপাশতলা কালো পিচ দ্বারা আবৃত ছিল| জাহাজের বিষয়ে ড: ম্যাকগী এই সব মন্তব্য করেছিলেন :

     জাহাজটির সম্বন্ধে বেশির ভাগ লোকের সেই ধারণাই ছিল যাহা তাহাদের সম্মুখে ক্ষুদ্র সানডে স্কুল দ্বারা সুস্পষ্টরূপে বর্ণিত হইয়াছিল যাহাতে বলা হইয়াছিল যে ইহা দেখিতে একটি হাউসবোটের ন্যায় ছিল| আমার নিকটে, ইহা একটি অতি হাস্যকর ধরনের তথ্যবিকৃতি| জাহাজটি প্রকৃতপক্ষে যেরূপ দেখিতে ছিল সেই চিত্ররূপের পরিবর্তে ইহা ছিল জাহাজটির একটি অতিরঞ্জিত বর্ণনামূলক চিত্র|
     প্রথমে, সেই জাহাজ নির্ম্মাণের নির্দেশ প্রকাশ করিতেছে যে ইহা বাস্তবিকেই বৃহদায়তন বিশিষ্ট ছিল| ‘‘জাহাজ দীর্ঘে তিনশত হাত হইবে|’’ যদি এক কিউবিট এর মাপ আঠারো ইঞ্চির সমতুল হয়, তাহা হইলে জাহাজটি কত বড় ছিল উহার কিছু ধারণা ইহা আপনাকে দিতেছে|
     প্রশ্ন হইতেছে ইহাই যে সেই সময়ে কিভাবে তাহারা জাহাজটিকে দৃঢ়কায় করিয়া প্রস্তুত করিয়াছিল| আমার বন্ধুগণ, আমরা গুহাবাসীদের লইয়া চর্চা করিতেছি না| আমরা একজন অতি বুদ্ধিমান মানুষের বিষয়ে বলিতেছি| আপনারা দেখুন যে, সেই বুদ্ধিমত্তা যাহা বর্তমানে জাতির নিকটে রহিয়াছে, উহা সরাসরি নোহের নিকট হইতেই প্রাপ্ত হইয়াছে এবং তাহাকে একজন অতি বুদ্ধিমান মানুষ হইতেই হইয়াছে|
     নোহ পঞ্চাশ-ফুট উচ্চ ঢেউ সহ্য করিবার জন্য সমুদ্রগামী জাহাজ নির্ম্মাণ করিতেছেন না| যাহা তিনি নির্ম্মণ করিতেছেন উহা হইতেছে জীবন ধারণের একটি স্থান, প্রাণী এবং মনুষ্য জীবন, বেশ কিছু কালের জন্য ভাসিয়া থাকিতে - একটি ঝড়ের মধ্য দিয়া অতিক্রম করিবার জন্য নহে, কিন্তু কেবলমাত্র প্লাবন সরিয়া যাইবার অপেক্ষায় থাকিবার জন্য| সেই কারণে, এই জাহাজটির সেই আচরণ হয়ত অনুপস্থিত থাকিবে, যাহা আপনি একটি সমুদ্রগামী জাহাজের মধ্যে দেখিতে পাইবেন এবং উহা এই জাহাজটিতে মহৎ আচরণ হিসাবে অধিক কক্ষ প্রদান করিবে (J. Vernon McGee, Thru the Bible, Thomas Nelson, 1983, volume I, p. 39) |

উইটকম্ব এবং মরিস উল্লেখ করেছেন যে ব্যাবিলনদেশীয় লোকদের কাছে এক কিউবিট মাপ ছিল 19.8 ইঞ্চির সমান এবং ইজিপ্টবাসীদের কাছে এক কিউবিট এর মাপ 20.65 ইঞ্চি ছিল| উইটকম্ব এবং মরিস আমাদের বলছেন যে ইব্রীয়দের এক কিউবিট ছিল 20.4 ইঞ্চি (John C. Whitcomb and Henry M. Morris, The Genesis Flood, Presbyterian and Reformed Publishing Company, 1993, p. 10) | আর এই হিসাবে সেই জাহাজটি পাঁচশএক ফুট দীর্ঘ ছিল বলে জানা যায়| লস এঞ্জেলসের, দীর্ঘ সৈকতের নীচে কাছি দিয়ে বাঁধা, কুইন মেরী, নামের একটি জাহাজের দৈর্ঘ্য হল 1018 ফুট, নোহের জাহাজের দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ| কিন্তু কুইন মেরীর ভিতরের জায়গার বেশির ভাগটাই জাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতির দখলে আছে| নোহের জাহাজে কোন যন্ত্রপাতি ছিল না| সেটা ছিল আগাগোড়া ফাঁকা, যার অর্থ এই যে, জাহাজে মানুষ এবং প্রাণীদের জন্যে প্রকৃত জায়গা সম্ভবত কুইন মেরীর সঙ্গে তুলনাযোগ্য, অথবা এমনকী সম্ভবত তার চেয়ে বেশিও হতে পারে - যেটা খুব বিশাল একটা জাহাজ|

ড: উইটকম্ব এবং ড: মরিস এই কথা বলার সময়ে সঠিক ছিলেন যে জাহাজের সেই অসাধারণ আকার একটা বিশ্ব-ব্যাপী প্লাবনের ইঙ্গিত দেয় :

একটি স্থানীয় বন্যার কারণে অমন দানবীয় অনুপাতের একটি জাহাজের নির্ম্মান শুধু অপ্রয়োজনীয় ছিল তাহাই নয়, কিন্তু সেস্থানে হয়ত আদৌ কোন জাহাজেরই প্রয়োজন ছিল না! সাধারণ একটি স্থানীয় প্লাবনের হাত হইতে রক্ষা পাইবার কারণে, শতাব্দীকাল ব্যাপী একটি পরিকল্পনা লইয়া ও কঠোর পরিশ্রম করিয়া এই ধরনের একটি জাহাজ নির্ম্মাণের সমগ্র প্রণালী, যে কোন হিসাবেই কষ্টসাধ্যভাবে বর্ণিত হউক না কেন, উহা কিন্তু চূড়ান্তরূপে মূর্খতাপূর্ণ ও অপ্রয়োজনীয়| এমনকী যেমন স্বর্গ হইতে অগ্নিবর্ষণের পূর্বেই সদোম হইতে বাহিরে লোটকে সরানো হইয়াছিল, সেইরূপে ঈশ্বর আর কত অধিক সংবেদনশীল হইতে পারিতেন, আসন্ন ধ্বংসের বিষয়ে শুধুমাত্র নোহকে সতর্ক করা অপেক্ষা যাহাতে তিনি এমন একটি অঞ্চলে চলিয়া যাইতে পারিতেন যে স্থানটির উপরে প্লাবনের কোন প্রভাব থাকিত না| কেবল উহাই নহে, কিন্তু সব প্রকারের বিপুল সংখ্যক প্রাণী, এবং অবশ্যই পক্ষীকুলকেও, জাহাজের অভ্যন্তরে এক বৎসর কাল ধরিয়া রাখা ও পরিচর্যা করা ব্যাতীত, সহজেই সরাইতে পারা সম্ভব হইয়াছিল! যদি প্লাবনটি প্রাচ্যের নিকটবর্তী কয়েকটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকিত তাহা হইলে সমগ্র গল্পটি উপহাসাস্পদ হইবার অভিমুখে গমন করিত (John C. Whitcomb and Henry M. Morris, The Genesis Flood, Presbyterian and Reformed, 1993, p. 11) |

জাহাজের সম্পর্কে এমন বহু জিনিষ রয়েছে যেগুলি বর্তমানে আমাদের কাছে খুব আগ্রহের বিষয় হওয়া উচিৎ| আমি চাই এইগুলির মধ্যে তিনটির বিষয়ে আমরা আজ রাত্রে আলোচনা করি|

১| প্রথমত, জাহাজটি আমাদের বলে যে পরিত্রাণ পেতে আমরা যেন অবশ্যই খ্রীষ্টের মধ্যে থাকি |

শুরুতেই পাঠ্যাংশ আমাদের বলছে যে

‘‘আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর’’ (আদিপুস্তক 7:1)|

এখন আদিপুস্তকের সাত নম্বর অধ্যায়ের, ষোল নম্বর পদটি শুনুন:

‘‘ফলত তাঁহার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণীর স্ত্রীপুরুষ প্রবেশ করিল| পরে সদাপ্রভু তাঁহার পশ্চাৎ দ্বার বদ্ধ করিলেন’’ (আদিপুস্তক 7:16)|

আর সাত নম্বর পদটি বলছে:

‘‘জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তাঁহার পুত্ত্রগণ এবং তাঁহার স্ত্রী ও পুত্ত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন’’ (আদিপুস্তক 7:7)|

নোহ এবং তাঁর পরিবার তাই করেছিলেন যা ঈশ্বর তাদের করতে বলেছিলেন (আদিপুস্তক 7:1)| তারা জাহাজটির মধ্যে প্রবেশ করেছিলেন| এবং অবশ্যই আপনাকেও খ্রীষ্টে প্রবেশ করতে হবে| বাইবেল বলছে,

‘‘যে তাঁহাতে [যীশুতে] বিশ্বাস করে, তাহার বিচার করা যায় না...’’ (যোহন 3:18)|

‘‘on’’ শব্দটি অনুবাদিত হয়েছে ‘‘eis’’ শব্দ থেকে| ড: জোধাইএটস এর বক্তব্য অনুসারে, এর মানে হল ‘‘একটি স্থানে বা বিষয়ে প্রেরণার প্রাথমিক ধারণা|’’ আপনি অবশ্যই বিশ্বাসের দ্বারা যীশুর কাছে ভিতরে আসুন - স্বর্গে, ঈশ্বরের দক্ষিণ পাশে| ঠিক যেমনভাবে নোহ জাহাজটিতে এসেছিলেন, আপনাকেও অবশ্যই সেইভাবে যীশুতে আসতে হবে| ‘‘যে তাঁহাতে [তাঁর মধ্যে] বিশ্বাস করে, তাহার বিচার করা যায় না...’’ (যোহন 3:18)| অনেক বার বাইবেল তাদের সম্বন্ধে বলেছে যারা ‘‘খ্রীষ্টে’’ রয়েছেন| এখানে দুটি সুবিদিত পদের উল্লেখ করা হল:

‘‘অতএব এখন, যাহারা খ্রীষ্ট যীশুতে আছে, তাহাদের প্রতি কোন দন্ডাজ্ঞা নাই...’’ (রোমীয় 8:1)|

‘‘ফলত: কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল...’’ (II করিন্থীয় 5:17)|

পৌল তাদের সম্বন্ধে বলেছিলেন যারা ‘‘খ্রীষ্টে ছিলেন’’ (রোমীয় 16:7)|

আপনি কি খ্রীষ্টের মধ্যে আছেন? আপনাকে অবশ্যই বিশ্বাসের দ্বারা তাঁর কাছে আসতে হবে, ঠিক যেমন নোহ সেই জাহাজটিতে এসেছিলেন| যীশু বলেছিলেন,

‘‘আমিই দ্বার, আমা দিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে’’ (যোহন 10:9)|

আমি জানি না যে ঠিক কিভাবে এর ব্যাখ্যা করা যায় কিন্তু এই সেবাকাজের সবচেয়ে কঠিন বিষয়গুলির মধ্যে একটি হল আপাতদৃষ্টিতে সহজ সেই ধারণাটি উপলব্ধি করার মতন লোক খুঁজে পাওয়া, যা হল: খ্রীষ্টের কাছে আসুন| খ্রীষ্টে আসুন!

আসুন এইভাবে বলছি| মনে করুন যে আপনি নোহের সময়ে বসবাস করছিলেন এবং এক মহাপ্লাবন আসন্ন বলে নোহকে প্রচার করতে শুনেছিলেন| আর আপনি তাকে বলতে শুনলেন যে পরিত্রাণ পেতে হলে আপনাকে জাহাজে প্রবেশ করতে হবে| ‘‘হ্যাঁ,’’ আপনি বলছেন, ‘‘এটা সত্যি| বিচার আসছে| হ্যাঁ, এটা সত্যি যে, একমাত্র জাহাজটিই আমাকে রক্ষা করতে পারে| আমি সেটা বিশ্বাস করি|’’ আপনি কি মহাপ্লাবন থেকে রক্ষা পাবেন? অবশ্যই না ! রক্ষা পেতে হলে প্রকৃতপক্ষে আপনাকে উঠতে হবে এবং জাহাজের মধ্যে প্রবেশ করতে হবে - শুধুমাত্র এই বিশ্বাস করা নয় যে এটা আপনাকে রক্ষা করতে পারে - পরিবর্তে এর মধ্যে প্রবেশ করুন! আর সেটাই আমি আপনাকে করতে বলছি! ওখানে বসে থাকবেন না এবং বিশ্বাস করুন যে খ্রীষ্ট আপনাকে উদ্ধার করতে পারেন! বিশ্বাসের দ্বারা খ্রীষ্টের কাছে আসুন! যীশু বলেছিলেন:

‘‘যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোন মতে বাহিরে ফেলিয়া দিব না’’ (যোহন 6:37)|

হ্যাঁ, সেই জাহাজ বলছে যে আপনাকে অবশ্যই খ্রীষ্টের মধ্যে আসতে হবে|

২| দ্বিতীয়ত, সেই জাহাজ বলছে যে আপনাকে অবশ্যই খ্রীষ্টের দেহরূপ, মন্ডলীতে আসতে হবে |

আমি অনুভব করি যে অনেক লোকই আমার সঙ্গে একমত হবেন না| বর্তমানে অনেকেই স্থানীয় মন্ডলীকে অগ্রাহ্য করেন বা একে গুরুত্বহীন বলে মনে করেন| কিন্তু তারা ঠিক নন| জাহাজটি শুধু খ্রীষ্টেরই প্রতীক নয়| এটা নতুন নিয়মের স্থানীয় মন্ডলীরও একটা প্রতীক, বা চিত্ররূপ|

এখন, কিভাবে আপনি মন্ডলীর মধ্যে প্রবেশ করবেন? I করিন্থীয়, অধ্যায় বারো, সাতাশ পদে, বলা হচ্ছে,

‘‘তোমরা খ্রীষ্টের দেহ, এবং এক এক একজন এক একটী অঙ্গ| আর ঈশ্বর মন্ডলীতে...স্থাপন করিয়াছেন’’ (I করিন্থীয় 12:27-28)|

আমরা সেখানে থেমে যাব| আমি শুধু এই সত্য প্রতিষ্ঠা করতে চাই যে ‘‘খ্রীষ্টের দেহ’’ এই পরিভাষাটিতে মন্ডলীর উল্লেখ করা হয়েছে, যা হল যীশু বিশ্বাসীদের স্থানীয় প্রতিষ্ঠান| এখন তেরো নম্বর পদ থেকে শুনুন:

‘‘সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি...’’ (I করিন্থীয় 12:13)|

পবিত্র আত্মার দ্বারা স্থানীয় মন্ডলীতে আপনি বাপ্তাইজিত হয়েছেন| সেটাই হল যে কিভাবে আপনি মন্ডলীর একজন প্রকৃত, জীবন্ত সদস্য হয়েছেন!

এখন, কিভাবে তা ঘটছে সেই বিষয়ে উদ্বিগ্ন হওয়াটা আপনার কাজ নয়| আপনার কাজ হল যীশুর কাছে আসা | যখন আপনি যীশুর কাছে আসেন, পবিত্র আত্মা তখন স্বয়ংক্রিয়ভাবে আপনাকে মন্ডলীর মধ্যেই বাপ্তাইজিত করেন!

অনুগ্রহ করে আদিপুস্তকের, সপ্তম অধ্যায়ে, ষোল নম্বর পদটি দেখুন| যখন নোহ জাহাজে প্রবেশ করলেন, বাইবেলে বলা হয়েছে, ‘‘পরে সদাপ্রভু তাঁহার পশ্চাৎ দ্বার বন্ধ করিলেন’’ (আদিপুস্তক 7:16)| এতে ঈশ্বরের পবিত্র আত্মার কথা বলা হচ্ছে যিনি আপনাকে বাপ্তাইজিত করার দ্বারা মন্ডলীতে বন্ধ করে রেখেছেন আধ্যাত্মিকভাবে দেহের অভ্যন্তরে! হ্যাঁ, জাহাজ খ্রীষ্টের সঙ্গে সংযুক্তি এবং স্থানীয় মন্ডলীর সঙ্গে সংযুক্তির কথাই বলছে| প্রভুর দ্বারা আপনি যদি খ্রীষ্টের মধ্যে এবং স্থানীয় মন্ডলীর মধ্যে ‘‘বন্ধ’’ না হন, তাহলে বিচারে আপনি ধ্বংস হবেন| যদি আপনি ‘‘বন্ধ’’ থাকেন তবে আপনি সুরক্ষিত থাকেন| এটা তাদের সেই অনন্তকালীন নিরাপত্তার কথা বলছে যারা মন পরিবর্তন করেছেন| যারা খ্রীষ্টের কথা শোনেন তারা কখনও ধ্বংস হবেন না|

৩| তৃতীয়ত, জাহাজ বলছে যে আপনি অবশ্যই সংঙ্কীর্ণ দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করুন |

নোহ কিভাবে জাহাজে প্রবেশ করেছিলেন? আদিপুস্তক, ষষ্ঠ অধ্যায়ের, ষোল নম্বর পদটি দেখুন:

‘‘...জাহাজের পার্শ্বে দ্বার রাখিবে...’’ (আদিপুস্তক 6:16)|

যীশু বলেছিলেন, ‘‘আমিই দ্বার, আমা দিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে...’’ (যোহন 10:9)| নোহ সেই দরজার মধ্যে দিয়ে জাহাজে প্রবেশ করেছিলেন| আপনি অবশ্যই খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণের পথে আসুন| যীশু বলেছিলেন, ‘‘সঙ্কীর্ণ [অপ্রশস্ত] দ্বার দিয়া প্রবেশ কর’’ (মথি 7:13)| আবার, খ্রীষ্ট বলেছিলেন:

‘‘সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে, কিন্তু পারিবে না’’ (লূক 13:24)|

ঠিক এটাই নোহের সময়ে ঘটেছিল| আদিপুস্তকের কথা শুনুন, অধ্যায় সাত, পদ চার| ঈশ্বর বলেছিলেন:

‘‘কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া...’’ (আদিপুস্তক 7:4)|

দশ নম্বর পদটি লক্ষ করুন:

‘‘পরে সেই সাত দিন গত হইলে পৃথিবীতে জলপ্লাবন হইল’’ (আদিপুস্তক 7:10)|

নোহ জাহাজের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন| ঈশ্বর তাকে ভিতরে বন্ধ করেছিলেন| দরজা বন্ধ করা হয়েছিল| সাত দিন অতিক্রান্ত হয়েছিল আর কিছুই ঘটল না| তখন বিচার শুরু করা হয়েছিল| আর কেউই সেই জাহাজে প্রবেশ করতে পারেননি ! সেখানে খুব দেরী হয়ে গিয়েছিল !

আমি প্রায় শুনি যে লোকে চিৎকার করছে, ‘‘আমাদের ভিতরে ঢুকতে দিন! আমাদের ভিতরে ঢুকতে দিন!’’ কিন্তু তখন খুব দেরী হয়ে গেছে!

‘‘সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে, কিন্তু পারিবে না’’ (লূক 13:24)|

যীশু খ্রীষ্টের কাছে আসুন এখনই - চিরস্থায়ীভাবে খুব দেরী হয়ে যাওয়ার আগেই!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ নোহ সং: আদিপুস্তক 6:5-8 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“If You Linger Too Long” (by Dr. John R. Rice, 1895-1980) |


খসড়া চিত্র

নোহ অনুগ্রহ প্রাপ্ত হইলেন !

(আদি পুস্তকের উপর #19 নং প্রচার)
NOAH FOUND GRACE !
(SERMON #19 ON THE BOOK OF GENESIS)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র|

‘‘আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্ম্মিক দেখিয়াছি’’ (আদিপুস্তক 7:1)|

(আদিপুস্তক 6:8; ইব্রীয় 11:7;
আদিপুস্তক 9:20-21; রোমীয় 4:5-6)

I.   প্রথমত, জাহাজটি আমাদের বলে যে পরিত্রাণ পেতে আমরা যেন অবশ্যই খ্রীষ্টের মধ্যে থাকি, আদিপুস্তক 7:16,7; যোহন 3:18; রোমীয় 8:1; II করিন্থীয় 5:17; যোহন 10:9;
যোহন 6:37 |

II.  দ্বিতীয়ত, সেই জাহাজ বলছে যে আপনাকে অবশ্যই খ্রীষ্টের দেহরূপ মন্ডলীতে, আসতে হবে, I করিন্থীয় 12:27-28,13; আদিপুস্তক 7:16 |

III. তৃতীয়ত, জাহাজ বলছে যে আপনি অবশ্যই সংঙ্কীর্ণ দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করুন, আদিপুস্তক 6:16; যোহন 10:9; মথি 7:13; লূক 13:24; আদিপুস্তক 7:4;
আদিপুস্তক 7:10 |