Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আসুন !

COME OUT FROM AMONG THEM !
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 13ই নভেম্বর, সদাপ্রভুর দিনের
সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি
প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, November 13, 2016

‘‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব, এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্ব্বশক্তিমান্ প্রভু কহেন’’ (II করিন্থীয় 6:17-18)|


‘‘তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস|’’ এর অর্থ যারা পাপে বাস করছেন তাদের পরিত্যাগ করুন| এটাই হল ‘‘পৃথকীকরণের’’ অর্থ, ‘‘তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস|’’ পৃথকীকরণ হচ্ছে বাইবেলের শিক্ষাগুলির মধ্যে সবথেকে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা| পৃথকীকরণ খুব গুরুত্বপূর্ণ তার কারণ এটা ছাড়া আপনি খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হতে পারেন না| পৃথকীকরণ গুরুত্বপূর্ণ কারণ এটা ছাড়া আপনি বিজয়ীর জীবন যাপন করতে পারেন না| পৃথকীকরণ ব্যতীত আপনি জয়ী জীবন লাভ করতে পারেন না| পৃথকীকরণের অর্থ অবিশ্বাসীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে বাধ্য না হওয়া| পৃথকীকরণের অর্থ জগতকে না ভালবাসা| বাইবেল বলছে, ‘‘কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার [ঈশ্বরের] প্রেম তাহার অন্তরে নাই’’ (I যোহন 2:15)| আবার এতে বলছে, ‘‘সুতরাং যে কেহ... জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে’’ (যাকোব 4:4)| কোন একজন আমাকে শোধরানোর জন্য, আমার প্রতি যীশুর এই উদ্ধৃতিটি করেছিলেন, ‘‘তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য’’ (যোহন 13:35)| কিন্তু তিনি কাদের প্রতি এইসব উল্লেখ করেছিলেন? অবিশ্বাসীদের প্রতি নয়| তিনি বলেছেন শিষ্যদের একে অপরকে প্রেম করার বিষয়ে| শেক্সপীয়র বলেছিলেন, ‘‘দিয়াবল তাহার উদ্দেশ্য সাধনে বাইবেল উল্লেখ করিতে পারে|’’ আমাদের পাঠ্যাংশ সহজ করে বলছে,

‘‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন’’ (II করিন্থীয় 6:17)|

হারানো মানুষদের থেকে পৃথক হওয়া এত গুরুত্বপূর্ণ কেন?

I. প্রথমত, পৃথকীকৃত হওয়া এত গুরুত্বপূর্ণ তার কারণ বাইবেলের সর্বত্র এই শিক্ষা দেওয়া হয়েছে |

সদোম নগরে লোটের স্ত্রী তার পাপপূর্ণ বন্ধুদের থেকে বিচ্ছিন্ন না হওয়ার কারণে তার নিজের আত্মাকে হারিয়েছিলেন| লোটকে ঈশ্বর বলেছিলেন যে তিনি সেই নগরী ধ্বংস করে দেবেন| তিনি সেটি ধ্বংস করবেন তার কারণ যে সেখানকার লোকেরা অতি পাপী এবং জাগতিক হয়ে পড়েছে| ঈশ্বর লোটের প্রতি বলেছিলেন, ‘‘এই স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবেন’’ (আদিপুস্তক 19:14)| লোট তার স্ত্রীকে বললেন তাদের উচিৎ সদোম নগরী ত্যাগ করে যাওয়া| স্বামী চলে যাওয়ার সময়ে স্ত্রী তার অনুসরণ করতে থাকলেন| কিন্তু সেই মহিলা তার পাপপূর্ণ বন্ধুদের ছাড়তে চাইছিলেন না| তাও তিনি তার স্বামীর সঙ্গেই চলা শুরু করে দিলেন| কিন্তু ‘‘লোটের স্ত্রী তাঁহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণস্তম্ভ হইয়া গেল’’ (আদিপুস্তক 19:26)| ডঃ চার্লস সি. রেইরী বলেছিলেন, ‘‘তাহার হৃদয় তখনও সদোমে ছিল| তিনি তাহার পাপপূর্ণ বন্ধুদের নিকট হইতে নিজেকে পৃথক করিবার ইচ্ছা করেন নাই| তিনি পশ্চাৎ দিকে তাকাইলেন এবং তাহার হারানো বন্ধুদের প্রতি ফিরিয়া আসিবার জন্য ঘুরিয়া দাঁড়াইলেন| যেমনি তিনি তার পাপপূর্ণ বন্ধুদের প্রতি ফিরিবার জন্যে পশ্চাৎ দিকে তাকাইলেন তৎক্ষণাৎ ‘তিনি লবণস্তম্ভ হইয়া গেলেন|’’’ যে আগুন এবং গন্ধক ঈশ্বর সদোমের উপরে বর্ষন করেছিলেন সেগুলি তাকে ঢেকে দিয়েছিল| সেই অগ্নিময় গন্ধকের দ্বারা তিনি বেষ্টিত হয়েছিলেন| সেই গন্ধক যা ঈশ্বর তার উপরে ঢেলে দিয়েছিলেন| তিনি একটি গলিত স্তম্ভের দ্বারা আবৃত ছিলেন| তিনি জীবন্ত পুড়ে গেছিলেন কারণ তিনি সদোম নগরীতে তারা পাপপূর্ণ বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে চাননি| তিনি তারা নিজের আত্মা হারিয়েছিলেন এবং নরকে গিয়েছিলেন| এবং যীশু বলেছেন,

‘‘লোটের স্ত্রীকে স্মরণ করিও’’ (লূক 17:32)|

আপনি যদি মন্ডলী ছেড়ে দেন এবং আপনার সেই সমস্ত পাপে পূর্ণ বন্ধুদের সঙ্গে ফিরে যান তাহলে আপনার প্রতিও এইরকম ঘটবে| আপনি ঈশ্বরের বিচারের আগুনে ধ্বংস হয়ে যাবেন!

‘‘লোটের স্ত্রীকে স্মরণ করিও|’’

আমাদের ব্যাপটিষ্ট পূর্বপুরুষ, জন্ বানিয়ান, অনুরূপ একটি গল্প বলেছিলেন| একজন লোক ধ্বংসের নগরী পরিত্যাগ করেছিলেন| যেহেতু তিনি খ্রীষ্টের অনুসরণ করছিলেন তিনি পিছন ফিরে তাকাননি| তার অপরিত্রাণপ্রাপ্ত বন্ধুদের মধ্যে দুইজন তাকে অনুসরণ করেছিলেন| তারা লোকটিকে বলেছিলেন সেই ধ্বংসের নগরীতে ফিরে যেতে| কিন্তু লোকটি তাদের কথা শোনেননি| তারা তাকে বলেছিলেন তার হারানো বন্ধুদের কাছে ফিরে আসতে| কিন্তু তিনি তা করেননি| তিনি তার হারানো বন্ধুদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন এবং পরিত্রাণ লাভ করেছিলেন (paraphrased from Pilgrim’s Progress by John Bunyan)|

আপনি যদি মন্ডলীতে আসতে শুরু করেন এবং পরিত্রাণ লাভ করতে চান তাহলে এই একই জিনিষ আপনার প্রতিও ঘটবে| আপনার হারানো বন্ধুরা এবং আপনার আত্মীয়স্বজনেরা আপনাকে ফেরাতে যা যা করতে পারে সাধারনভাবে সেই সমস্ত কিছুই করবে| তাদের সঙ্গে একটি পাপপূর্ণ জীবনে ফিরিয়ে নিয়ে যেতে| বানিয়ানের লোকটির বন্ধুরা বলেছিলেন, ‘‘আপনি কি আপনার সব জাগতিক বন্ধুদের পরিত্যাগ করিবেন?’’ ‘‘হ্যাঁ,’’ বানিয়ানের লোকটি উত্তর করেছিলেন, ‘‘হ্যাঁ, আমি তাহাদের সকলকে পরিত্যাগ করিব, কেননা উহাই হইতেছে একমাত্র পথ যাহাতে আমি খ্রীষ্টে পরিত্রাণ পাইতে পারি|’’ লোটের স্ত্রীর ক্ষেত্রে এটা সত্যি ছিল| সেই মহিলা তার পাপপূর্ণ বন্ধুদের দিকে ফিরে গিয়েছিলেন এবং ঈশ্বরের বিচারের আগুনে জীবন্ত পুড়ে গিয়েছিলেন| বানিয়ানের সময়েও এটা সত্যি ছিল| এবং আজকের দিনে এটা এখনও সত্যি! পাপপূর্ণ বন্ধুদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়াই হল পরিত্রাণ লাভের একমাত্র পথ| আপনার পাপপূর্ণ বন্ধুদের বর্জন করুন যখন তারা আপনার মন্ডলীতে আসা বন্ধ করার চেষ্টা করেন| তাদের পিছনে থাকতে দিন আর আপনি যীশুর কাছে আসুন| একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার সেটাই হল একমাত্র পথ|

‘‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন...এবং [আমি] তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্ব্বশক্তিমান্ প্রভু কহেন’’ (II করিন্থীয় 6:17-18)|

তাদের মধ্য থেকে বেরিয়ে আসুন! পৃথকীকরণের প্রয়োজন রয়েছে| আপনি যদি যীশুর দ্বারা পাপ এবং নরক থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পাপে পূর্ণ বন্ধুদের ত্যাগ করতে হবে| আপনি যদি সত্যি সত্যিই যীশুর দ্বারা পাপ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পাপে পূর্ণ আত্মীয়স্বজন এবং হারানো বন্ধুদের ছেড়ে দিতে হবে| বাইবেল বলছে,

‘‘তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে যোঁয়ালীতে বদ্ধ হইও না: কেননা ধর্ম্মে ও অধর্ম্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সঙ্গে দীপ্তিরই বা কি সহভাগিতা?’’ (II করিন্থীয় 6:14)|

ডঃ জন্ আর. রাইস এই মন্তব্য করেছিলেন| তিনি বলেছিলেন,

বাইবেলের সরলতম মতবাদগুলির মধ্যে একটি হল খ্রীষ্ট বিশ্বাসীদের পৃথকীকরণের মতবাদ| এটা একটা শিক্ষা ছিল যে ঈশ্বর প্রতিদিন, বারে বারে, অনন্তকালীনভাবে, যিহুদীদের উপরে চাপ সৃষ্টি করেন...যখন ইব্রীয় কৃষক তার দলকে ঝাঁকি দিয়ে চালান, তিনি তার হৃদয় থেকে বলেন, ‘‘ঈশ্বর আমাকে মিশ্র দলের সঙ্গে লাঙল চালানোর আদেশ দেবেন না| আমি দুটি ষাঁড় বা দুটি গাধার সাহায্যে লাঙল চালাতে পারি; কিন্তু আমি তাদের মিশ্রন ঘটাতে পারি না| আমি তাদের মিশ্রন ঘটাতে পারি না কারণ ঈশ্বর চান আমি যেন স্মরণে রাখি যে যারা ঈশ্বরের লোক নয় তাদের সঙ্গে আমি যেন মেলামেশা না করি’’ (Dr. John R. Rice, The Unequal Yoke, Sword of the Lord, 1946, pp. 4-5)|

বাইবেলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত্য অবিশ্বাসীদের সঙ্গে বন্ধুত্ব করা থেকে পৃথক থাকার শিক্ষা দেওয়া হয়েছে|

‘‘তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে যোঁয়ালীতে বদ্ধ হইও না; কেননা ধর্ম্মে ও অধর্ম্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সঙ্গে দীপ্তিরই বা কি সহভাগিতা?’’ (II করিন্থীয় 6:14)|

II. দ্বিতীয়ত, পৃথকীকরণ আপনাকে জগতের সহভাগিতা থেকে বাইরে নিয়ে আসবে এবং স্থানীয় মন্ডলীর সহভাগিতায় প্রবেশ করাবে |

যোহন 15:19 পদে যীশুর কথা শুনুন| যীশু বলেছিলেন,

‘‘তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভাল বাসিত; কিন্তু তোমরা ত জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এইজন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে’’ (যোহন 15:19)|

ঐ শব্দগুলির প্রতি মনোযোগ দিন, ‘‘আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি|’’ ঐ শব্দগুলি উচ্চস্বরে বলুন, ‘‘আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি|’’

যোহন 17:6 পদে, যীশু আবার ঐ কথা বলেছেন,

‘‘জগতের মধ্য হইতে তুমি আমাদের যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি...’’

এই দুটি পদেই ‘‘জগত’’ শব্দটি গ্রীক শব্দে ব্যবহৃত হয়েছে হারানো মানবজাতি হিসাবে|
যীশু বলেছিলেন,

‘‘আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি’’ (যোহন 15:19)|

এর অর্থ হল পৃথকীকরণ| আমরা মনোনীত হয়েছি ‘‘জগতের মধ্য হইতে|’’

নতুন নিয়মে ‘‘মন্ডলী’’ শব্দটি গ্রীকে ‘‘ইক্লেসিয়া’’ বলে অনুবাদিত হয়েছে| এর অর্থ হল ‘‘বাহিরে ডাকা একজন,’’ ‘‘ek’’ এর অর্থে একজন, এবং ‘‘kaleo’’ অর্থে ডাকা (Vine)| সুতরাং ‘‘মন্ডলী’’ শব্দের অর্থ ‘‘বাহিরে ডাকা একজন’’ (Scofield, note on Matthew 16:18)|

প্রেরিত 2:47 পদটি শুনুন| যিরূশালেমের স্থানীয় মন্ডলীতে কি হয়েছিল তার একটি বিবরণ আমরা এখানে পাচ্ছি| পদটি বলছে,

‘‘আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন’’ (প্রেরিত 2:47)|

যীশু বলেছেন,

‘‘আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি’’ (যোহন 15:19)|

আধুনিক ইংরাজিতে এটা খুব পরিস্কার,

‘‘আর প্রভু দিন দিন তাহাদিগকে [আহুতজনকে] মন্ডলীতে সংযুক্ত করিতেন’’ (প্রেরিত 2:47)|

অতএব, জগত থেকে আহুত হয়েছি এবং মন্ডলীতে যুক্ত হয়েছি|

‘‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন...’’ (II করিন্থীয় 6:17)|

বাইবেল প্রদত্ত পৃথকীকরণ আপনাকে জগতের সহভাগিতা থেকে বাইরে নিয়ে আসে| পৃথকীকরণ আপনাকে স্থানীয় মন্ডলীর সহভাগিতায় নিয়ে আসে| আপনি জগতকে পিছনে ছেড়ে আসেন, এবং মন্ডলীর মধ্যে আপনি সম্পূর্ণ নতুন বন্ধুদের একটি দল তৈরী করেন|

III. তৃতীয়ত, পৃথকীকরণ হল হৃদয়ের একটি বিষয় |

অনুগ্রহ করে যাকোব 4:4 পদটি দেখুন| এটা আমাদের স্কোফিল্ড বাইবেলের 1309 পৃষ্ঠাতে রয়েছে| আসুন আমরা উঠে দাঁড়াই আর জোরে জোরে এটা পড়ি,

‘‘হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জান না যে, জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে’’ (যাকোব 4:4)|

এই বিবৃতি খুব স্পষ্ট! ‘‘যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে|’’ আপনারা এখন বসতে পারেন|

যীশু হারানো মানুষদের প্রতি সহানুভূতিশীল ছিলেন| এমনকী তিনি করগ্রাহী এবং পাপীদের সঙ্গে এক পংক্তিতে ভোজন করেছিলেন| কিন্তু সব শিষ্য, মরিয়ম ও মার্থা, এবং লাসার ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু| তাঁর বন্ধুরা সকলেই ছিলেন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী - এবং তিনি তাঁকে অনুসরণ করার জন্য আপনাকে আহ্বান করছেন| নিশ্চিত হন যে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সকলেই প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী! যে সব বন্ধুরা প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী নয় তাদের সকলকে ত্যাগ করুন| সেটাই বাইবেল শিক্ষা দেয়!

‘‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব, এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্ব্বশক্তিমান্ প্রভু কহেন’’ (II করিন্থীয় 6:17-18)|

বাইবেলে লিখিত ঐ শব্দগুলির উপরে ভিত্তি করে, এলবার্ট বার্ণস এই মন্তব্যগুলি করেছিলেন| তিনি বলেছিলেন,

      তাহাদের [যাহারা খ্রীষ্ট বিশ্বাসী হইতে চাহেন] উচিৎ জগত হইতে নিজেদের পৃথক করিবার জন্য স্থির সংকল্প করা| যেখানে এই ধরনের পৃথকীকরণ নাই সেখানে [খ্রীষ্ট ধর্মের] অস্তিত্ব থাকিতে পারে না, এবং তাহারা যাহারা [অবিশ্বাসী] বন্ধুবান্ধব ত্যাগ করিতে অনীহা প্রকাশ করেন...এবং ঈশ্বরের লোকেদের মধ্যে তাহাদের বন্ধু এবং আনন্দের অন্বেষণ করিতে গিয়া [প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হইতে পারেন না]...সেখানে অবশ্যই ঈশ্বরের বন্ধু এবং পাপের বন্ধুদের মধ্যে একটি সীমারেখা চিহ্নিত করিতে হইবে...যখন আমরা প্রতিবেশী এবং নাগরিক হিসাবে তাহাদের সহিত মেলামেশা করিতে অস্বীকার করিতেছি না...তাহা হইলেও আমাদের মনোনীত বন্ধু এবং সর্বাপেক্ষা প্রিয় বন্ধুত্ব ঈশ্বরের লোকদের মধ্য হইতে থাকা আবশ্যক| এইজন্যে, ঈশ্বরের বন্ধুগণ আমাদের বন্ধু হওয়া উচিৎ; এবং আমাদের আনন্দ তাহাদের সহিত থাকা উচিৎ, এবং ইহাতে জগতের দেখা উচিৎ যে আমরা লালসা, উচ্চাশা এবং পাপের বন্ধু অপেক্ষা [খ্রীষ্টের] বন্ধুদের অধিক পছন্দ করিতেছি (Albert Barnes, Notes on the New Testament, II Corinthians, Baker Book House, 1985 reprint, p. 162)|

জগতের দেখা উচিৎ যে তারা যা চায় আমরা সেটা চাই না!

বার্ণস আমাদের বলেছেন, ‘‘আমরা জগত হইতে নিজেদের পৃথক করিবার জন্য অবশ্যই যেন স্থির সংকল্প করি...এবং ঈশ্বরের লোকদের মধ্য হইতে আমাদের নিকট বন্ধু এবং আনন্দের অন্বেষণ করি’’ (ibid.)|

সেই লোকদের উদ্দেশ্যে জন্ বানিয়ান এই কথাগুলি বলেছিলেন যারা একটি লোককে মুক্তি অন্বেষণ করা থেকে বিরত করার চেষ্টা করছিল| তিনি বলেছিলেন,

‘‘আপনারা ধ্বংসের নগরীতে বাস করিতেছেন...এবং সেইস্থানে যাহারা মারা যাইবে তাহারা সকলেই কবর অপেক্ষাও গভীর এমন একটি স্থানে ডুবিয়া যাইবে যাহা গন্ধক ও অগ্নিতে প্রজ্বলিত হইতেছে| বিশ্বাস করুন, এবং আমার সহিত খ্রীষ্টের নিকটে আসুন|’’ ‘‘কি!’’ সেই ব্যক্তি [যিনি তাহাকে অনুসরণ করিতেছিলেন] চিৎকার করিয়া উঠিলেন| ‘‘আর আমাদের সকল বন্ধুবান্ধব এবং স্বাচ্ছন্দ্য ছাড়িয়া দিই?’’ ‘‘হ্যাঁ,’’ তিনি [খ্রীষ্ট অন্বেষণকারী সেই ব্যক্তি] বলিলেন, ‘‘কারণ সেই সমস্ত [যাহা আপনি ত্যাগ করিতেছেন] তুলনার যোগ্য নহে...উহার সহিত যাহা আমি অন্বেষণ করি...কেননা আমি খ্রীষ্ট অন্বেষণ করি - পাপ নহে’’ (John Bunyan, Pilgrim’s Progress in Today’s English, retold by James H. Thomas, Moody Press, 1964, pp. 13-14)|

জগতের মধ্যে থেকে আপনাকে খ্রীষ্টের প্রতি আহ্বান করা হচ্ছে| সেই ব্যক্তি যিনি জগতে বন্ধুত্ব এবং স্বাচ্ছন্দ্য অন্বেষণ করা বন্ধ করতে অস্বীকার করেন তিনি খ্রীষ্টের কাছে আসবেন না| আপনি দুটি লক্ষ্যে এক মুহূর্তে তাকাতে পারেন না ! ‘‘সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির’’ (যাকোব 1:8)| একজন ‘‘দ্বিমনা লোক’’ খ্রীষ্টের কাছে আসবেন না!

‘‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও...তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব, এবং তোমাদের পিতা হইব...’’ (II করিন্থীয় 6:17-18)|

খ্রীষ্ট চাইছেন আপনি জগতকে বিশ্বাস করা বন্ধ করুন আর পরিবর্তে তাঁকে বিশ্বাস করুন | যেমন পুরানো গানটিতে বলা হয়েছে,

মানুষের পরিত্রাতা বলেন, ‘‘তোমার হৃদয় আমায় দাও,’’
   করুণাতে ডাকেন বারে বারে;
প্রাচুর্য্যপূর্ণ অনুগ্রহ আমায় প্রদান কর,
   আমি কি তোমার জন্য মরি নাই? তোমার হৃদয় আমায় দাও|
‘‘তোমার হৃদয় আমায় দাও, তোমার হৃদয় আমায় দাও,’’
   এখানে মৃদু গুঞ্জন, তুমি কোথায়;
এই অন্ধকার জগত থেকে তিনি তোমায় কাছে আকর্ষণ করছেন,
   অতি কোমলভাবে বলছেন, ‘‘তোমার হৃদয় আমাকে দাও|’’
(“Give Me Thy Heart” by Eliza E. Hewitt, 1851-1920) |

যখন জন্‍ কেগান কিশোর বয়সী ছিলেন তিনি মন্ডলীর কয়েকজন খারাপ ছেলের সঙ্গে বেড়িয়ে পড়তেন| ছেলেগুলি মন্ডলীতে আসত কিন্তু আমি যা প্রচার করতাম তা নিয়ে তারা হাসাহাসি করত| তারা নোংরা নোংরা জোক্‌স বলতো| তারা যৌনতা এবং মারিজুয়ানার মতন মাদকদ্রব্য নিয়ে কথা বলতো| কিন্তু জন্‌ কেগান বুঝতে শুরু করলেন যে ছেলেগুলি ঠিক নয়| তার হৃদয় পাপের জন্য অনুতপ্ত হল| তিনি অনুভব করেছিলেন যে তার পাপ তাকে নরকের দিকে আকর্ষণ করছে| শেষ পর্য্যন্ত জন্‌ ঐ সব খারাপ ছেলেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন| তিনি তাদের সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন এবং নিজের হৃদয় খ্রীষ্টকে সমর্পন করেছিলেন| তিনি আমাদের মন্ডলীর উত্তম খ্রীষ্ট বিশ্বাসী যুবকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন| খুব শীঘ্রই তিনি পরিত্রাণ লাভ করেছিলেন| যারা আমার প্রচার শুনে হাসত সেই খারাপ ছেলেগুলির মধ্যে প্রায় সকলেই এখন আমাদের মন্ডলী ছেড়ে চলে গেছে| কিন্তু জন্‌ কেগান খ্রীষ্টকে বিশ্বাস করেছিলেন এবং পরিত্রাণ লাভ করেছিলেন| তিনি শুধু পরিত্রাণ লাভ করেছিলেন তাই নয় - তিনি এখন সেমিনারিতে অংশগ্রহণের জন্য যাচ্ছেন এবং পালক হয়েছেন| যখন জন্‌ প্রচার করেন আপনি অনুভব করতে পারবেন যে তার হৃদয় পাপের প্রতি ঘৃণায় এবং যীশুর প্রতি ভালবাসায় পরিপূর্ণ| তিনি মন্ডলীর মন্দ বালকদের ত্যাগ করেছিলেন এবং নিজের হৃদয় ও জীবন শুধু খ্রীষ্টে সমর্পন করেছিলেন| আমি গর্বিত এই বলতে পেরে যে জন্‌ কেগান এখন আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন| গত শুক্রবারের সন্ধ্যায় আমার ছেলের জন্মদিন উদ্‌যাপনে জন্‌ ও জুলি সিভিলে একটা নাটক দেখতে এবং রাত্রিভোজ সারতে আমার পরিবারের সঙ্গে গিয়েছিলেন| যখন খারাপ ছেলেগুলি চলে গিয়েছিল, ঈশ্বর জন্‌কে একদল নতুন বন্ধু দিয়েছিলেন| এরন ইয়ান্‌সি, জ্যাক নগান, নোহ সং এর মতন বন্ধুদেরকে এবং এই বৃদ্ধ প্রচারককে| জন্‌কে আমাদের বন্ধু বলে ডাকতে পেরে আমরা সকলেই খুব গর্বিত কারণ এখন তিনি খ্রীষ্টের একজন বন্ধু - এবং আর মন্দ ‘‘মন্ডলী শিশুদের’’ বন্ধু নন| তিনি খ্রীষ্টের কাছে এসেছেন| তিনি আমাদের কাছে এসেছেন| আমরা কত আনন্দিত যে কোন একদিন তিনি এই মন্ডলীর পালক হবেন| যখন মন্ডলীর মন্দ সন্তানেরা অনন্তকাল ধরে নরকের আগুনে পুড়তে থাকবে তখন তিনি এখানে প্রচার করতে থাকবেন|

আপনি কি পাপপূর্ণ বন্ধুদের ছেড়ে চলে আসবেন? আপনি কি ঈশ্বরের পুত্র, যীশুকে বিশ্বাস করবেন? আপনি কি তাঁর কাছে আসবেন, এবং তাঁর রক্তের দ্বারা নিজের পাপ থেকে শুচি হবেন? এই পুলপিটের সামনেই জন্‍ কেগান ও তার পিতা, এবং আমি নিজে এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক| আপনি এগিয়ে আসুন, যতক্ষণে মিঃ গ্রিফিথ সেই গানটি গাইছেন, ‘‘তোমার হৃদয় আমাকে দাও|’’ তিনি গানটি করছেন, আপনি চলে আসুন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ নোহ সং : II করিন্থীয় 6:14-18 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Give Me Thy Heart” (by Eliza E. Hewitt, 1851-1920) |


খসড়া চিত্র

তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আসুন !

COME OUT FROM AMONG THEM !

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব, এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্ব্বশক্তিমান্ প্রভু কহেন’’ (II করিন্থীয় 6:17-18)|

(I যোহন 2:15; যাকোব 4:4; যোহন 13:35)

I.   প্রথমত, পৃথকীকৃত হওয়া এত গুরুত্বপূর্ণ তার কারণ বাইবেলের সর্বত্র এই শিক্ষা
দেওয়া হয়েছে, আদিপুস্তক 19:14, 26; লূক 17:32; II করিন্থীয় 6:14 |

II.  দ্বিতীয়ত, পৃথকীকরণ আপনাকে জগতের সহভাগিতা থেকে বাইরে নিয়ে আসবে
 এবং স্থানীয় মন্ডলীর সহভাগিতায় প্রবেশ করাবে; যোহন 15:19;
যোহন 17:6; প্রেরিত 2:47 |

III. তৃতীয়ত, পৃথকীকরণ হল হৃদয়ের একটি বিষয়, যাকোব 4:4; 1:8 |