Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




অনুভূতিহীন সংবেদ বা অর্দ্ধদগ্ধ সংবেদ

THE SEARED CONSCIENCE
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 16ই অক্টোবর, সকালবেলায় লস্
এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি
প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, October 16, 2016

‘‘কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছে, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে| ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে’’ (I তীমথিয় 4:1-2)|


বাইবেল শিক্ষা দেয় যে শেষকালে মানবজাতি মন্দ থেকে মন্দতরে পরিণত হইবে| প্রত্যেকটি চিহ্ন সেই সত্যের প্রতি নির্দেশ করছে যে এখনই আমরা শেষকালে বসবাস করছি| সেটা কি ধরনের তা জানতে একটি আধুনিক অনুবাদ শুনুন| এই সব চূড়ান্ত দিনের ইতিহাসে লোকেরা কেমন ব্যবহার করবে| এতে বলছে,

‘‘কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে| কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্ম্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচন্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে; লোকে ভক্তির অবয়বধারী...যত লোক ভক্তিভাবে খ্রীষ্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে| কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা, পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে’’ (II তীমথিয় 3:1-4, 12-13, NIV)|

শেষকালে আমরা প্রত্যেকে এই ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হব| এই কারণে আপনি পাপের এবং ধর্ম্মভ্রষ্টতার সম্মুখীন হবেন| আশ্চর্য্যের কিছু নেই যে বাইবেল বলছে আমরা এক বিপজ্জনক, শোচনীয় সময়ে বসবাস করছি| আশ্চর্য্যের কিছু নয় যে আমরা যৌন বিকৃতির যুগে বসবাস করছি| সব চলচ্চিত্র ভয়ঙ্কর কামপূর্ণ, এবং রক্ত শোষক, এবং রক্তাত খুনে পরিপূর্ণ, এতে আশ্চর্য্যের কিছু নেই| কোন আশ্চর্য্য নয় যে লোকেরা হ্যালোউইন ও দিয়াবল এবং মৃত্যু ভালবাসে| আশ্চর্য্যের কিছু নেই যে আমাদের মন্ডলী খালি হয়ে যাচ্ছে যেখানে আমাদের যুবকেরা আমোদ-প্রমোদে মেতে থাকছে এবং মারিজুয়ানা বা এসট্যাসির মত মাদকদ্রব্য সেবন করছে| কোন আশ্চর্য্য নয় যে প্রত্যেক রবিবারে যদি আপনি মন্ডলীতে যান তারা আপনাকে দেখে হাসে| এতে আশ্চর্য্যের কিছু নেই যে যদি আপনি একটি শুদ্ধ জীবন যাপন করেন এবং প্রার্থনা করেন এবং বাইবেল পাঠ করেন তাহলে তারা ধরে নেয় আপনি অদ্ভুত| এবং সেই কারণে বাইবেল বলছে, ‘‘শেষকালে বিষম সময় উপস্থিত হইবে’’ (II তীমথিয় 3:1)|

কিন্তু এই সমস্ত পাপ, বিভ্রান্তি, এবং হত্যার কারণ কি? আমাদের রাজনীতিবিদেরা কেন এত মন্দ? পুলিশকে গুলি করা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য কেন আমাদের রাস্তায় রাস্তায় গুন্ডাবাহিনী জড়ো হয়? মুসলিম সন্ত্রাসবাদীদের দ্বারা সংঘটিত বোমা বিস্ফোরণ এবং হত্যার পিছনে কি কারণে রয়েছে? এবং কেন আপনাদের প্রজন্ম স্বার্থপর এবং পাপপূর্ণ জীবনযাপনের জন্য আমাদের মন্ডলী ছেড়ে চলে যাচ্ছেন? এর উত্তর আমাদের পাঠ্যাংশে দেওয়া আছে,

‘‘কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছে, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে| ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে’’ (I তীমথিয় 4:1-2)|

কিন্তু পবিত্র আত্মা এটা ‘‘স্পষ্টই’’ বলছেন| এর অর্থ ঈশ্বর খুব স্পষ্ট করে এই বিষয়ে বলছেন| তিনি চান আপনি এই গুরুত্বপূর্ণ সত্যটি জানুন| ঈশ্বর পরিস্কারভাবে এবং স্পষ্টভাবে চান যে আপনি জানুন যে সেখানে দিয়াবলেরা সত্যি সত্যিই রয়েছে| ঈশ্বর বলছেন তারা হচ্ছে ভ্রান্তিজনক [প্রবঞ্চক] দিয়াবল| আপনাকে যারা ভ্রান্ত শিক্ষা, ‘‘দিয়াবলের মতবাদ’’এ পরিচালনা করেন তারা হলেন দিয়াবল| কপট শিক্ষকগণের মাধ্যমে এই সব ভ্রান্ত শিক্ষা প্রবেশ করে| তারা আপনারা স্কুল বা কলেজের শিক্ষক হতে পারেন| তারা আপনাকে ক্রমবিকাশের মিথ্যা শিক্ষা দেয়| তারা আপনাকে বলেন যে আপনি একটি প্রাণী ছাড়া আর কিছুই নন| তারা আপনাকে শেখাবে যে এখানে ঈশ্বর বলে কেউ নেই| তারা আপনাকে শেখাবে যে ভাল বা মন্দ বলে কোন বিষয় নেই| তারা আপনাকে শেখায় যে বাইবেল ভ্রান্তিতে পরিপূর্ণ| এমনকী আপনাদের অনেকের পিতামাতাও আপনাদের এই মিথ্যাগুলি শেখান! কোন আশ্চর্য্য নয় যে আমাদের শহরগুলি অপরাধে পূর্ণ| আশ্চর্য্যের কিছুই নেই যে আপনি জানেন না কোনটি বিশ্বাস করতে হয়|

এই দিয়াবল আক্রান্ত লোকেরা এই সমস্ত করেন কারণ তাদের সংবেদ ‘‘তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হয়েছে|’’ এর অর্থ তাদের সংবেদ জ্বলন্ত এবং আতঙ্কগ্রস্ত হয়েছে| দিয়াবলদের দ্বারা তাদের সংবেদ জ্বালিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না সেটা অসংবেদশীল হয়ে পড়েছে| ততক্ষণ জ্বালানো এবং অনুভূতিহীন করা হয় যতক্ষণ না তাদের সংবেদ ভাল এবং মন্দের তফাৎ বলতে না পারে| দিয়াবলেরা এখন তাদের অনেকের হৃদয় এবং মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে|

এবং আপনার সংবেদ ধ্বংস করাটাও এই সমস্ত দিয়াবলদের উদ্দেশ্য| তারা আপনাকে অধীনে নিতে চায়| এবং আপনার সংবেদ অসাড় করার দ্বারা তারা আপনাকে অধীনে রাখে|

যখন ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেনে তিনি তাদের সংবেদ দান করেছিলেন| তিনি মানুষের মধ্যে ‘‘প্রাণ বায়ু’’ সঞ্চার করেছিলেন| সেই ইব্রীয় শব্দটি হল ‘‘neshamah’’ (নেসহামাহ)| কোন পশুর নেই এমন দুটি জিনিষ নেসহামাহ মানুষকে দিয়েছিল - প্রথম, ঈশ্বরকে জানার সক্ষমতা, এবং দ্বিতীয়, ঠিক এবং ভুল বিচারের সক্ষমতা|

আপনারা কি ‘‘Pinocchio’’ (পিনক্কিও) নামের সেই ডিজ্নি মুভিটি দেখেছেন? পিনক্কিও ছিল একটি কাঠের পুতুল| কিন্তু সে সত্যিকারের এক বালকে পরিণত হতে চেয়েছিল| তবুও একটি কাঠের পুতুল হিসাবে তার কোন সংবেদ ছিল না| সংবেদের পরিবর্তে, তার কাছে একটা ঝিঁঝিঁপোকা ছিল যে তাকে বলে দিত কোনটা ঠিক আর কোনটা ভুল| সেই ঝিঁঝিঁপোকাটি যখন তার কাছে থাকত না সে মহা বিপদে পড়ে যেত| কিন্তু যেদিন সে একটি সত্যিকারের বালকে পরিণত হল তখন থেকে তার আর সেই ঝিঁঝিঁপোকাটির পথনির্দেশের প্রয়োজন হত না| যখন সে সত্যিকারের বালকে পরিণত হয়েছিল তখন নিজেকে ভুল থেকে ঠিক বলার জন্য একটি প্রকৃত সংবেদ পেয়ে গিয়েছিল|

প্রথম মানুষ, আদমের ক্ষেত্রে এর ঠিক উল্টো ঘটনা ঘটেছিল| যখন আদম পাপ করেছিলেন তখন তিনি প্রকৃত মানুষ থেকে শয়তানের পুতুলে পরিণত হয়েছিলেন| সেই সময়ে এক দিয়াবল তার সংবেদকে ধ্বংস করেছিল আর তিনি শয়তানের পুতুলে পরিণত হয়েছিলেন| যখন আদম পাপ করেছিলেন তার সংবেদ অনুভূতিহীন করা হয়েছিল এবং তা আর সঠিক কাজ করছিল না| তার পাপের জন্য যখন ঈশ্বর তার মুখোমুখি হয়েছিলেন তিনি অজুহাত দেখিয়েছিলেন| নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে, তিনি ঈশ্বর থেকে নিজেকে লুকোতে চেয়েছিলেন| যখন ঈশ্বর তাকে খুঁজে বের করলেন, তখন তিনি ঈশ্বরের কাছে পাপ স্বীকার করার পরিবর্তে তার জন্য অজুহাত দেখিয়েছিলেন| তার প্রথম পুত্র কয়িন নিজের পিতার ধ্বংসপ্রাপ্ত সংবেদের উত্তরাধিকার হয়েছিলেন| এমনকি যখন তিনি নিজের ভাইকে হত্যা করেন, তখনও তিনি এর জন্য নিজের সংবেদে কোন পাপ অনুভব করেননি| নিজের পাপ স্বীকার করার পরিবর্তে তিনি অজুহাত দেখিয়েছিলেন| পাপ স্বীকারের পরিবর্তে তিনি ক্রমশ মন্দ থেকে মন্দতর হয়ে যাচ্ছিলেন| তার সংবেদ এখন শয়তানের দ্বারা তপ্ত লোহার মতন দাগযুক্ত হয়েছে| ‘‘পরে কয়িন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া’’ নোদ দেশে বাস করেছিলেন, যার মানে ‘‘উদ্দেশ্যহীন ভ্রমণকারীর’’ দেশ| তার পাপের ক্ষমা লাভের কোন প্রয়োজন তিনি অনুভব করেননি| ঈশ্বরের উপরে তার রাগ হয়েছিল| তিনি ভবঘুরে হয়ে পড়েছিলেন, এবং সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেরিয়েছিলেন যতদিন না তার মৃত্যু হল এবং তিনি নরকে গেলেন| শয়তান তাকে প্রলোভিত করেছিল| শয়তান তাকে দিয়ে তার নিজের ভাইকে হত্যা করিয়েছিল| পরে শয়তান গরম লোহা দিয়ে তার সংবেদ অনুভূতিহীন করে দেয় - এবং পরিত্রাণপ্রাপ্ত হওয়ার পক্ষে তার তখন খুব দেরী হয়ে গিয়েছিল| যখন শয়তান সেই বিন্দু পর্যন্ত আপনার সংবেদকে অনুভূতিহীন করে দেয় আপনার উদ্ধার পাওয়ার পক্ষে সেটা খুব দেরী হয়ে যায়| আপনি আর কখনও নিজেকে দোষী অনুভব করবেন না| আপনার সংবেদের মৃত্যু হবে| তাঁর রক্তের দ্বারা শুচি হওয়ার জন্য আপনি আর কখনও যীশুর কাছে আসতে পারবেন না| শেষ পর্য্যন্ত মৃত্যু এবং অনন্তকালের জন্য নরকে যাওয়া অবধি আপনি জীবনভর পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবেন| আপনাদের সংবেদ অনুভূতিহীন না হওয়া অবধি যদি আপনারা পাপের মধ্যে থাকেন তবে আজ সকালে এখানে উপস্থিত প্রত্যেকের সঙ্গে এইরকম ঘটবে| যতক্ষণ পর্য্যন্ত না আপনি কখনো পাপের চেতনা অনুভব করতে পারছেন| যতক্ষণ পর্য্যন্ত না আপনি যীশুর কাছে কখনো আসছেন এবং ক্রুশের উপরে তাঁর প্রবাহিত রক্তের দ্বারা শুচিকৃত হচ্ছেন| সেই লোক যিনি তার পাপের জন্য নিজেকে দোষী বলে অনুভব করেন না তিনি কখনো উদ্ধার পেতে পারেন না| তিনি ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হয়েছেন| তিনি ক্ষমার অযোগ্য পাপ করেছেন| কয়িনের মত তিনিও দিয়াবলের ক্রীতদাসে পরিণত হয়েছেন|

আমি আপনাদের সতর্ক করছি দিয়াবলের দ্বারা আপনার সংবেদকে অনুভূতিহীন হতে দেবেন না| অনন্তকালের জন্য আপনার সংবেদ অনুভূতিহীন হওয়ার আগেই পাপ থেকে মুখ ফিরিয়ে যীশুর কাছে আসুন|

আপনি একটি বিকৃত সংবেদ নিয়ে জন্মেছেন| আপনি এটা আদম থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যেমন কয়িন পেয়েছিলেন| সন্তান হিসাবে এর পরেও আপনি আপনার সংবেদকে অনুভূতিহীন করেছেন| প্রত্যেকবার আপনি নিজের পিতামাতার কাছে মিথ্যা কথা বলেছেন, আপনি আরও বেশি করে সংবেদ অনুভূতিহীন করেছেন| যতবার আপনি কোন কিছু চুরি করেছেন, আপনি আরও বেশি করে সংবেদকে অনুভূতিহীন করেছেন| যতবার আপনি স্কুলে প্রতারণা করেছেন, আপনি আরও বেশি করে সংবেদ অনুভূতিহীন করেছেন| প্রত্যেকবার যখন আপনি পর্ণোগ্রাফি দেখেন এবং নিজে যৌন চিন্তার দ্বারা উদ্দীপ্ত হন ততবারই আপনি আরও বেশি করে এটা অনুভূতিহীন করেন| পরিশেষে আপনি এই সমস্ত জিনিষ করছেন ইচ্ছাকৃতভাবে - আপনার সংবেদকে বড়ো থেকে আরও বড়ো পাপ দিয়ে অনুভূতিহীন করে| সেই পাপ যার সম্বন্ধে আর কেউ জানে না| সেই পাপ যা আপনার মাকে আপনার জন্য লজ্জিত করায়| আপনার সংবেদ বেশি থেকে আরও বেশি করে অনুভূতিহীন হয়ে পড়েছিল, সবার শেষে যতক্ষণ না আপনি সেই পাপ করেছিলেন যা আপনি করতে পারবেন বলে ভাবতেও পারেননি| কিন্তু এখন আপনি সেগুলি করছেন এবং সেই কাজ করাকে উপভোগ করছেন - এবং এখন সেগুলি আপনাকে আদৌ বিব্রত করছে না| আপনি জানেন আপনার পাপগুলি কি কি| আমার সেগুলি উল্লেখ করার কোন প্রয়োজন নেই| সেগুলির বিষয়ে আপনি আর উদ্বিগ্ন হবেন না| আসলে এখন আপনি পাপী হতে ভালবাসেন|

সেটাই কারণ যে আপনাদের মধ্যে কেউ কেউ মন্ডলীতে আসতে ঘৃণা বোধ করা শুরু করেছেন| যখন আমরা আপনাকে আপনার কৃত পাপের বিষয়ে বলি আপনি তা ঘৃণা করেন| আপনাদের পাপের সম্বন্ধে প্রচার করার জন্য আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে ঘৃণা করেন| যখন আমি অসুস্থ হয়েছিলাম এবং ভাল করে আর প্রচার করতে পারছিলাম না তখন আপনাদের মধ্যে কেউ কেউ খুশী হয়েছিলেন| আপনারা খুশী হয়েছিলেন যখন আমার পরিবর্তে জন্ কেগান এবং নোহ সং প্রচার করা শুরু করেছিলেন| আপনারা ভেবেছিলেন আমার তুলনায় তারা আপনাদের কাছে বেশি সহজ হবেন| কিন্তু এখন আপনারা দেখছেন যে আমি যা করতাম তার তুলনায় এমনকী আরও বেশি করে তারা আপনাদের পাপের বিরুদ্ধে প্রচার করছেন| এখন আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে এই মন্ডলী পরিত্যাগ করলেই একমাত্র তিনি এই প্রচারের হাত থেকে মুক্তি পেতে পারেন! আপনারা কারা তা আমি জানি| এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে আমাকে ঘৃণা করেন! আপনারা চান যাতে আমি চলে যাই| নোহ এবং জন্ চলে যাক তাও আপনারা চাইতে শুরু করেছেন| আপনাদের সংবেদ এখন এতটাই অনুভূতিহীন হয়েছে যে আপনার এই মন্ডলী ত্যাগ করার পরিকল্পনা করছেন| দিয়াবল দৃঢ়ভাবে আপনাকে তার মুঠির ভিতরে করে নিয়েছে| একটি গরম লোহা দিয়ে সে আপনার সংবেদ অনুভূতিশূন্য করেছে| সেখানে একটা সময় ছিল যখন উদ্ধার পাওয়ার জন্য আপনি হয়তো যীশুর প্রতি ফিরতে পারতেন| কিন্তু এখন আপনাদের মধ্যে কেউ কেউ এমনকি যীশুকেও ঘৃণা করছেন! যীশুর নাম শুনতেও আপনি ঘৃণা বোধ করছেন!

ওহ, কিভাবে আপনি তাঁকে এতখানি ঘৃণা করতে পারেন? যে কেউ আপনাকে কখনো ভালবাসবেন তার তুলনায় তিনি আপনাকে অনেক বেশি ভালবাসেন! আপনার জন্য এখানে নেমে আসতে এবং দুঃখভোগ করতে যীশু স্বর্গের গৌরব ত্যাগ করেছেন| তাঁর পাপহীন আত্মার উপরে আপনার পাপ চাপান হয়েছে| আপনাকে উদ্ধার করতে গেৎসিমানীতে তিনি বড় বড় ফোঁটায় রক্তঘাম ঝরিয়েছিলেন| যখন তারা তাঁকে মারছিল এবং তাঁর দাড়ি উপড়ে নিচ্ছিল এবং তাঁর দিকে থুথু ছেটাচ্ছিল তখনো তিনি আপনাকে উদ্ধার করার জন্য নীরবে দাঁড়িয়ে ছিলেন| কখনো আপনার জানা অন্য কেউ আপনাকে রক্ষা করতে এবং আরোগ্য দিতে এবং একটি নতুন জীবন দান করতে ঐ ধরনের দুঃখভোগ করে আপনাকে যথেষ্ট ভালবাসবেন না| যীশু আপনাকে ভালবাসেন| তিনি আপনাকে উদ্ধার করবেন| তিনি আপনার ভয়কে শান্ত করবে এবং আপনার আত্মাকে সুস্থ করবেন| তিনি আপনার দীন, এবং ভগ্ন সংবেদকে পুনঃপ্রতিষ্ঠা করবেন| সেই কারণেই তিনি আপনার জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| তারা তাঁর হাত ও পায়ের মধ্যে বড় বড় পেরেক বিদ্ধ করেছিল| প্রখর রৌদ্রের মধ্যে তাঁকে ক্রুশে ঝোলানো হয়েছিল - যতক্ষণ না তাঁর জিভ এতটাই শুকিয়ে গিয়েছিল যে সেটা তাঁর মুখের ভিতরে টাকরায় আটকে যায়|

যীশু আপনাকে ঘৃণা করেন না| কিভাবে তিনি আপনাকে ঘৃণা করবেন? তিনি জগতে এসেছিলেন কারণ তিনি আপনাকে প্রেম করেন| আপনাকে প্রেম করেন এই কারণে তিনি ক্রুশের উপরে অবর্ণনীয় মৃত্যুর বিভীষিকা সহ্য করেছিলেন| যীশু আপনাকে সর্বদা ভালবেসেছেন| এবং এখনও যীশু আপনাকে ভালবাসেন|

আমার সাক্ষ্য জন্ কেগানের সাক্ষ্যের ঠিক বিপরীত| এবং তাও এটা মূলতঃ একই| জন্ তার পাপের জন্য গর্বিত ছিল এবং লোককে কষ্ট দিয়ে তিনি তা উপভোগ করতেন| আমি মোটেও গর্বিত হতাম না এবং লোকদের কষ্ট দেওয়ার চেষ্টাও আমি কখনো করিনি| যারা ঈশ্বরকে ঘৃণা করতেন জন্ তাদের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন - অন্য কথায়, মন্ডলীর হারানো সন্তানদের সঙ্গে| আমি মন্ডলীর শিশুদের পছন্দ করতাম না এবং যতদূর সম্ভব তাদের থেকে দূরে দূরে থাকতাম| কয়েক সপ্তাহের জন্য জন্ পাপের চেতনার অধীনে এসেছিলেন| আমি প্রায় সাত বছর ধরে পাপের চেতনার অধীনে ছিলাম| জন্ খারাপ ছেলে হতে চেয়েছিলেন| আমি ভাল ছেলে হতে চেয়েছিলাম| এই সমস্ত বিষয়ে আমাদের সাক্ষ্যগুলি সম্পূর্ণ বিপরীত|

কিন্তু দুটি দিকে আমরা ঠিক এক রকম ছিলাম| আমরা দুইজনেই উদ্ধার পাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু উদ্ধার পাইনি| জন্ বলেছিলেন, ‘‘আমি পারি নাই আমার ইচ্ছাকে কেবলমাত্র খ্রীষ্টের প্রতি দিতে, আমি খ্রীষ্ট বিশ্বাসী হইবার সিদ্ধান্ত নিতে পারি নাই, এবং ইহা আমাকে অতি আশাহীন অনুভব করাইয়াছিল|’’ ঠিক এই রকম আমিও অনুভব করেছিলাম| বেশ কয়েকটি সপ্তাহের জন্য জন্ পাপের চেতনার অধীনে ছিলেন| আমি প্রায় সাত বছর ধরে পাপের চেতনার অধীনে ছিলাম| জন্ বলেছেন ঈশ্বর তাকে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেছিলেন, ‘‘কারণ আমি নিজ ইচ্ছা হইতে যীশুর নিকটে কখনও আসিতে পারিতাম না|’’ আমার ক্ষেত্রেও, ঠিক এইরকম ঘটেছিল| জন্ খারাপ হওয়ার চেষ্টা করছিলেন| আমি ভাল হওয়ার চেষ্টা করছিলাম| কিন্তু আমরা দুইজনেই নিজেদের উপরে বিশ্বাস রেখেছিলাম এবং আমাদের মধ্যে একজনও খ্রীষ্টের উপরে বিশ্বাস রাখিনি|

আমি ভাল হওয়ার চেষ্টা করেছিলাম| ঈশ্বর জানেন ভাল হওয়ার জন্যে আমি কি কঠিন চেষ্টা করেছিলাম| আমি ধূমপান ত্যাগ করেছিলাম| প্রত্যেক রবিবার সকালে আমি মন্ডলীতে গিয়েছি| প্রত্যেক রবিবার রাত্রে মন্ডলীতে গিয়েছি| একজন পালক হওয়ার জন্য আমি সহজ জীবনযাত্রা বিসর্জন দিয়েছিলাম| 17 বছর বয়সে আমি প্রচারের কাছে নিজেকে সমর্পন করেছিলাম| 19 বছর বয়সে আমাকে ব্যাপটিষ্ট প্রচারের লাইসেন্স দেওয়া হয়েছিল| তার কয়েক মাস পরে আমি একটি চীনা মন্ডলীতে মিশনারি হওয়ার জন্য গিয়েছিলাম| প্রত্যেকেই ভেবেছিলেন যে আমি কত ভাল ছেলে| কিন্তু তারা আমার সম্বন্ধে সত্যি কথাটা জানতেন না| আমার হৃদয় কত খারাপ ছিল তারা তা জানতেন না| তারা জানতেন না যে লূক 18 অধ্যায়ে যীশু যে লোকটির কথা বলেছিলেন আমি ছিলাম সেইরকম এক ফরিষী - ভাল হওয়ার দ্বারা উদ্ধার পাওয়ার চেষ্টা করছিলাম| আমি একটি চীনা শিশুর মতন ছিলাম| কিন্তু আমি ততটা ভাল হতে পারিনি যাতে আমি আমার সংবেদের আমার প্রতি এই বলা বন্ধ করতে পারি যে আমি শুধু হৃদয়ে পাপী| শুধুমাত্র এক জঘন্য পাপী যে যীশুকে মোটেও ভালবাসেনি| যতক্ষণ না এক সকালে যীশু আমার কাছে এসেছিলেন এবং আমি জেনেছিলাম যে তিনি আমাকে ভালবেসেছেন| আমি এর আগে কখনো এটা জানিনি| আমি ভাবতাম যে আমি মন্ডলীর শিশুদের চাইতে ভাল - কিন্তু আমি প্রকৃতপক্ষে তাদের চেয়ে খারাপ ছিলাম| আমার এক ধরনের ধর্ম্ম ছিল, কিন্তু আমি যীশুকে মোটেও জানতাম না| এবং তখন তিনি আমার কাছে এসেছিলেন| আমি নিজে থেকে কখনও তাঁর কাছে আসিনি| আমি ভাবতাম যে আমি যথেষ্ট ভাল, যদিও আমার সংবেদ আমাকে বলতো এই সমস্তই মিথ্যা| তখন যীশু আমার কাছে এসেছিলেন| এমনকী আমাকে উদ্ধারের যাচ্ঞাও আমি তাঁর কাছে করিনি| কিন্তু তিনি কোনভাবে তা করেছিলেন| তিনি আমার কাছে নেমে এসেছিলেন এবং তাঁর নিজের দিকে আমাকে আকর্ষণ করেছিলেন| তাঁর বহুমূল্য রক্ত দিয়ে ধৌত করে তিনি আমাকে শুচি করেছিলেন|

কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘‘পালক, কেন আপনি সবসময়ে যীশুর রক্তের বিষয়ে বলেন?’’ খুব সহজ| আমি নিজের জন্য যা করতে পারিনি তাঁর রক্ত আমার জন্য সেটা করেছিল| তিনি আমাকে এত ভালবেসেছিলেন যে তাঁর নিজের রক্ত দিয়ে তিনি আমার পাপপূর্ণ আত্মা ধৌত করে শুচি করেছিলেন|

যীশু আপনাকেও ভালবাসেন| তিনি আপনার কাছে আসবেন| আপনি যীশুকে বিশ্বাস করুন এবং আপনার পাপ, এবং আপনার সংবেদ এবং আপনার সব সন্দেহ এবং আপনার সব প্রলোভন তাঁর বহুমূল্য রক্ত দিয়ে বরফের মতন সাদা করে ধৌত হবে - কারণ তিনি আপনাকে এত ভালবাসেন!

আমি কখনো কারোর দ্বারা এত ভালবাসা অনুভব করিনি| আমি একজন নির্বাসিত ব্যক্তি ছিলাম| যখন আমি দুই বছরের আমার পিতা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন| যখন আমি বারো বছরের হয়েছিলাম তখন থেকে আমি মায়ের সঙ্গে আর বসবাস করতে পারিনি| আমি সেইসব লোকদের সঙ্গে বাস করতাম যারা আমাকে পছন্দ করতো না| কেউ আমাকে চাইত না| সেটা আমাকে এক শীতল ফরিষীতে পরিণত করেছিল| আমি তাদের সকলের তুলনায় ভাল হতে পারতাম! আমি নিজেকে একজন উত্তম খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে তৈরী করতে পারতাম!

কিন্তু আমি তা করতে পারিনি! আমি চেষ্টার পর চেষ্টা চালিয়ে গেছিলাম! কিন্তু আমি করতে পারিনি| আমি হারিয়ে গিয়েছিলাম - ধর্ম্মের মাঝে হারিয়ে গিয়েছিলাম! কিন্তু যীশু আমাকে ভালবাসতেন| হঠাৎ করে আমি জানলাম যে তিনি আমাকে ভালবাসেন| আর তিনি আমার কাছে এসেছিলেন এবং তাঁর রক্ত দিয়ে আমার আত্মাকে উদ্ধার করেছিলেন| যদি তিনি আমার মতন একজন কপটকে উদ্ধার করতে পারেন, তবে আজ সকালে যারা এখানে আছেন তাদের যে কাউকেই তিনি উদ্ধার করতে পারবেন| তিনি আপনাকে ভালবাসেন| তিনি আপনার সমস্ত পাপ ধুয়ে দূরে সরিয়ে দেবেন - আপনার অন্তরের সব পাপ, আপনার জীবনের সব পাপ| তিনি আপনাকে ভালবাসেন| তিনি আপনার কাছে আসবেন| তাঁর পবিত্র রক্ত দিয়ে ধৌত করে তিনি আপনাকে শুচি করবেন| আমি জানি তিনি করবেন কারণ তিনি আপনাকে ভালবাসেন| আমেন|

স্পষ্ট শ্রুত হয় পরিত্রাতার সুমধুর রব, "তব বল সামান্য অতিশয়;
   দুর্বল সন্তান, রও জাগ্রত প্রার্থনায়, তোমা সবই আমাতে প্রাপ্ত|"
যীশু শুধিলেন মম ঋণ দায়;
   পাপের সিন্দুর কলঙ্ক তাঁর রক্তে ধুয়ে যায়, তিনি ইহা তুষার ন্যায় শুভ্র করিলেন|

এখন দেখি নাথ তব রুধিরে দেও আমায় তব প্রাণ, বলিষ্ঠ হব তায়,
   কুষ্ঠির যে চিহ্ন গায় তা সাম্যক শোধন হয় আর পাষাণ চিত্ততায় কোমলতাময়|
যীশু শুধিলেন মম ঋণ দায়;
   পাপের সিন্দুর কলঙ্ক তাঁর রক্তে ধুয়ে যায়, তিনি ইহা তুষার ন্যায় শুভ্র করিলেন|

আমাতে কিছুই উত্তম নাই সেজন্য তব কৃপা চাই,
   মম বস্ত্র শুভ্রসম ধৌত করি মেষশাবকের কালভেরীর রক্তে|
যীশু শুধিলেন মম ঋণ দায়;
   পাপের সিন্দুর কলঙ্ক তাঁর রক্তে ধুয়ে যায়, তিনি ইহা তুষার ন্যায় শুভ্র করিলেন|
(“Jesus Paid It All,” Elvina M. Hall, 1820-1889) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ এরন ইয়ান্সী: II তীমথিয় 3:1-8 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ নোহ সং:
“Jesus Paid It All” (Elvina M. Hall, 1820-1889) |