Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




ধর্ম্মোপদেশের আগে গাওয়া গানগুলি, ডঃ হেইমার্সের দ্বারা পরিচালিত:
      “Fill All My Vision” (by Avis Burgeson Christiansen, 1895-1985)
      “Search Me, O God” (Psalm 139:23-24).

শয়তান এবং উদ্দীপনা

SATAN AND REVIVAL
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 15ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার
সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি
প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Thursday Evening, September 15, 2016


অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1255 নং পৃষ্ঠাটি খুলুন| এটা হল ইফিষীয় 6:11 এবং 12 নং পদ|

‘‘ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান কর, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পার| কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্ত্তৃত্ব সকলের সহিত, অন্ধকারের জগতপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে’’ (ইফিষীয় 6:11-12)|

আপনারা এবার বসতে পারেন|

এই পদগুলি দেখায় যে কিভাবে দিয়াবল সংক্রান্ত শয়তানের দল প্রকৃত খ্রীষ্ট ধর্ম্মের শত্রু হয়| নতুন আমেরিকান স্টাডি বাইবেল 12 নং পদটিকে অনুবাদ করছে এইভাবে,

‘‘কেননা আমাদের সংগ্রাম রক্ত এবং মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্ত্তৃত্ব সকলের সহিত, অন্ধকারের জগৎপতিদের ["পতি," আঙ্গার] সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগনের সহিত’’ (ইফিষীয় 6:12, NASB)|

ডঃ মির্রিল এফ. আঙ্গার বলেছিলেন, ‘‘দুষ্ট আত্মার শক্তির সর্বাপেক্ষা আকর্ষণীয় সংজ্ঞা...হইতেছে ‘অন্ধকারের জগৎপতিদের’...এই সমস্ত দুষ্ট শাসনকারী আত্মাগণ’’ (Biblical Demonology, Kregel Publications, 1994, p. 196)| ডঃ চার্লস রেইরী দানিয়েল 10:13 পদের উপরের এই মন্তব্য করেছিলেন, ‘‘পারস্য রাজ্যের রাজা...এক অতিপ্রাকৃতিক ব্যক্তি যিনি পারস্যের অধ্যক্ষকে নির্দেশ করিয়াছিলেন ঈশ্বরের পরিকল্পনায় বাধাদান করিতে| দুষ্ট দূত [দিয়াবল ‘জগতের শক্তিসমূহ’] জগতের বিষয়ে কর্ত্তৃত্ব করিতে অন্বেষণ করে... জগতের উপর শাসন করিতে উত্তম এবং দুষ্ট স্বর্গদূত উভয়ের মধ্যে ক্রমাগতভাবে যুদ্ধ চলিতে থাকে’’ (Ryrie Study Bible; note on Daniel 10:13)|

আমি দৃঢ়নিশ্চিত যে সেখানে একজন শাসনকারী দিয়াবল আছেন যিনি আমেরিকা এবং পাশ্চাত্য জগতের উপরে নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন| দানিয়েল 10:20 পদের উপরে স্কোফিল্ড কেন্দ্রের প্রদত্ত টীকা বলছে, ‘‘দিয়াবলেরা শয়তানের জগতের প্রণালীর পক্ষে উদ্বিগ্ন|’’ এই টীকা ‘‘পারস্য রাজ্যের রাজা’’র সঙ্গে সম্পর্কিত| এই ‘‘রাজা’’ ছিলেন একজন নেতৃস্থানীয় দিয়াবল যিনি পারস্য দেশকে নিয়ন্ত্রণ করতেন| বর্তমানে ‘‘পশ্চিমের রাজা’’ আমেরিকা ও তার বন্ধুদেশগুলিকে নিয়ন্ত্রণ করছে| এবং আমেরিকা এবং পশ্চিমের দেশসমূহের নিয়ন্ত্রণকারী সেই প্রধান দিয়াবলকে ক্ষমতা দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যাতে আমাদের সভ্যতা সম্পূর্ণরূপে জড়বাদী হয়ে যায়| এই পরিচালনাকারী জড়বাদমূলক দিয়াবলেরা উদ্দীপনা আসতে বাধাদান করে, আমাদের প্রার্থনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং আমাদের লোকদের ক্রীতদাস করে রাখে| এই পরিচালনাকারী দিয়াবলেরা আমাদের লোকদের প্রতি কি করেছে? দিয়াবলদের সম্বন্ধে বলতে গিয়ে, ডঃ লয়েড-জোন্স আমাদের বলেছেন যে এই দিয়াবল শক্তি কি করে| তিনি বলেছেন যে দিয়াবল শক্তি আমাদের লোকদের মনকে অন্ধ করে দিয়েছে| তিনি বলেছিলেন, ‘‘সমস্ত আধ্যাত্মিক [ধারণা] শেষ হইয়া গিয়াছে| ঈশ্বরের প্রতি সেই বিশেষ বিশ্বাস কার্যত চলিয়া গিয়াছে...ঈশ্বরের এবং ধর্ম্মের এবং পরিত্রাণের বিষয়ে এই বিশ্বাস খারিজ এবং বিস্মৃত [হইয়াছে]’’ (Revival, Crossway Books, 1992, p. 13)| এই সমস্তই ঘটেছে ‘‘পশ্চিমের রাজা’’ এবং তার অধীনস্থ নিকৃষ্টতর দিয়াবলদের কাজের কারণে|

অন্যান্য রাষ্টের ক্ষেত্রে সেইসব সত্যি নয়| সেখানে তৃতীয় বিশ্বে এমন অনেক রাষ্ট্র আছে যেখানে ‘‘জড়বাদমূলক’’ এর মস্ত দিয়াবল সমান শক্তিতে শাসন করে না যতখানি সে করে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলিতে| চীন, আফ্রিকা, ইন্দোচীন, এমনকী মুসলমান রাষ্ট্রেও সহস্রাধিক যুবক - লক্ষ লক্ষ যুবক মন পরিবর্তন করছেন| তাদের মধ্যে লক্ষ লক্ষ যুবক প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীতে পরিবর্তিত হচ্ছেন| কিন্তু আমেরিকা এবং পশ্চিমের দেশে, লক্ষ লক্ষ সংখ্যায় যুবকেরা মন্ডলী ত্যাগ করছেন| আর আমেরিকা এবং পাশ্চাত্য জগতের খুব অল্প সংখ্যক যুবক প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হচ্ছেন| আমাদের মন্ডলীগুলি ক্ষমতাহীন| আমাদের প্রার্থনা সভাগুলি জনশূন্য| আমাদের যুবকদের ঈশ্বরের জন্য কোন আগ্রহ নাই| আমাদের বলা হয়েছে যে জনমত সম্বন্ধে ভোটগ্রহণে দক্ষ জর্জ বার্ণাʼর মত অনুসারে 25 বছর বয়স হওয়ার আগেই যুবকদের 88%, ‘‘আর না ফিরে আসার জন্য,’’ আমাদের মন্ডলী ত্যাগ করে চলে যান| তারা পর্ণোগ্রাফিতে বাঁধা পড়েছেন, যা তারা দেখেন ঘন্টার পর ঘন্টা ধরে ইন্টারনেটে| তারা বিভিন্ন মাদকদ্রব্য যেমন গাঁজা এবং নেশাকারক মাদকে মেতে আছেন| তারা প্রার্থনা সভাতে হাসাহাসি করেন, কিন্তু শেষে ঘন্টাধিক সময় নিয়ে সোস্যাল মিডিয়ার দ্বারা সম্মোহিত হয়ে থাকেন| তাদের হাতে সব সময়ে স্মার্টফোন থাকে| আক্ষরিক অর্থেই তারা প্রত্যেকে এই যন্ত্রগুলির নিয়ন্ত্রণে রয়েছেন| সেইগুলির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে তারা নিজেদের প্রত্যেকটি অলস মুহূর্ত ব্যয় করে| একদৃষ্টিতে সেইগুলির দিকে তাকিয়ে থাকেন ঠিক যেমন ভাববাদী হোশেয় এর সময়ে প্রাচীন ইস্রায়েলীয়রা একদৃষ্টিতে তাকিয়ে থাকতেন তাদের দেবীমূর্ত্তির দিকে| সোস্যাল মিডিয়া হচ্ছে সেই প্রতিমা যাকে শয়তান ব্যবহার করে আমাদের যুবকদের নিয়ন্ত্রণ করার জন্য| আর আমেরিকা এবং পশ্চিমের দেশগুলির পালকদের মধ্যে প্রায় সকলেই এমনকী এইটুকু উপলব্ধি করতে পারছেন না যে কেন তাদের মন্ডলীগুলি এত জাগতিক ও দূর্বল! তারা উপলব্ধি করেন না যে তারা দিয়াবলীয় শক্তি নিয়ে কারবার করছেন, যা ডঃ লয়েড-জোন্স বলেছিলেন!

হোশেয়’এর সময়ে অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে ঈশ্বর বলেছিলেন, ‘‘[ইস্রায়েল] ইফ্রয়িম প্রতিমাগণে আসক্ত; তাহাকে থাকিতে দেও’’ (হোশেয় 4:17)| ঈশ্বর দেশটির হাল ছেড়ে দিয়েছিলেন| ঈশ্বর দ্বারা তারা পরিত্যক্ত হয়েছিলেন| দিয়াবলের শক্তির অধীনে, তাদের একাকী ছেড়ে দেওয়া হয়েছিল| ক্ষমতাশালী দিয়াবলদের নিয়ন্ত্রনের উপরে যা আমাদের নিজেদের যুবকদের পর্ণোগ্রাফি, মারিজুয়ানা, এবং সোস্যাল মিডিয়ার ক্রীতদাস করে রেখেছে ঘন্টার পর ঘন্টা ধরে! সেই দিয়াবলদের দ্বারা যারা বন্ধুদের হারানোর জন্য যুবকদের শৃঙ্খলাবদ্ধ করে রাখেন| সেই ধরনের দিয়াবলেরা যারা যুবকদের জড়বাদের প্রতি ক্রীতদাস করে রাখে, যারা যুবকদের কয়েকজনকে ক্রীতদাস করে সেই বাহনগুলির প্রতি যেগুলি তাদের আধ্যাত্মিক খ্রীষ্ট বিশ্বাসী হতে বাধা দেয়, যারা অন্যদের ক্রীতদাস করে রাখে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং পর্ণোগ্রাফির অন্তহীন সাধনার প্রতি| ‘‘[ইস্রায়েল] ইফ্রয়িম প্রতিমাগণে আসক্ত; তাহাকে থাকিতে দেও’’ (হোশেয় 4:17)| আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ কেউ দিয়াবলীয় শক্তির ক্রীতদাস হয়ে রয়েছেন|

আপনি আমাদের মন্ডলীতে আসুন| কিন্তু এখানে ঈশ্বর নেই| আপনি অনুভব করতে পারেন যে এখানে ঈশ্বর নেই! সেই ভাবাবাদী হোশেয় বলেছিলেন, তারা... ‘‘সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে; কিন্তু তাঁহার উদ্দেশ্য পাইবে না; তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন’’ (হোশেয় 5:6)| ঈশ্বর চলে গিয়েছেন! তিনি আমাদের মন্ডলী পরিত্যাগ করেছেন| তিনি আমাদের মন্ডলী ছেড়ে চলে গিয়েছেন| তিনি অনুপস্থিত রয়েছেন| তিনি অনুপস্থিত রয়েছেন এই কারণে নয় যে তিনি বিদ্যমান নন| তিনি অনুপস্থিত কারণ তিনি বিদ্যমান রয়েছেন! ঈশ্বর বিদ্যমান আছেন - এবং সেটাই হল কারণ যে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন! তিনি সর্বতোভাবে পবিত্র| আমাদের পাপের জন্য তিনি সর্বতোভাবে ক্রুদ্ধ| এবং সেটাই হল কারণ যে তিনি আপনাকে একাকী ছেড়ে চলে গেছেন| আপনার বাড়িতে একাকী| আপনার প্রার্থনাতে একাকী| এমনকী একাকী আমাদের মন্ডলীতেও| ঈশ্বরের উপস্থিতির অনুভূতি লাভ করা ব্যাতীত একাকী| আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে জানি যে আমি কি ভয়ঙ্কর অনুভূতি লাভ করেছিলাম যখন এক অল্পবয়স্ক কিশোর হিসাবে আমি মন্ডলীতে এসেছিলাম, একটি ককেশীয় মন্ডলীতে এবং সেখানে আমার জন্য ঈশ্বর ছিলেন না| আমি সেখানে একাকী ছিলাম - সেই মন্ডলীতেই| একাকী বোঝাতে, গ্রীন ডে একটি জনপ্রিয় গানের মধ্যে দিয়ে এইভাবে তা উপস্থাপিত করেছিলেন,

কোন সময়ে আমি ইচ্ছা করি কেউ বাহিরে আছেন আমার খোঁজ পাইবে
সেই পর্যন্ত আমি একাকী ভ্রমণ করি|
   (Green Day, “Boulevard of Broken Dreams,” 2004) |

আমি জানি আপনি কিরকম অনুভব করছেন| যখন আমি কিশোর ছিলাম লস্‍ এঞ্জেল্‌স শহরের রাস্তায় রাস্তায় আমি একাকী ঘুরে বেড়াতাম, একা একা, যখন আমি আপনাদের মতন অল্পবয়সের যুবক ছিলাম! এমনকী চীনা ব্যাপটিষ্ট মন্ডলীতে যোগদানের আগে যখন আমি একটি ককেশিয় মন্ডলীতে ছিলাম, তখনও আমি একাকীই থাকতাম| ওহ, হ্যাঁ! আমার কিরকম মনে হত তা আমার মনে আছে! আর আমি তা ঘৃণা করতাম! আমি সেই জড়বাদের দিয়াবলকে ঘৃণা করি যা ধ্বংস করেছে আপনার বাড়ির ভালবাসা, যা ধ্বংস করেছে আপনার আনন্দ, যা ধ্বংস করেছে আপনার হৃদয় এবং আপনাকে এতটা একাকী করে দিয়েছে| আমি সেই দিয়াবলকে ঘৃণা করি যে আমাদের মন্ডলীকে করে তুলেছে শীতল এবং অবন্ধুজনোচিত| আমি আমেরিকার পাপকে ঘৃণা করি যে আপনার থেকে সমস্ত উত্তম জিনিষ চুরি করেছে যা ঈশ্বর আপনার পাওয়ার জন্য রেখে দিয়েছিলেন! আপনাদের মধ্যে কেউ কেউ কোন এক প্রেসিডেন্ট পদের প্রার্থীর পেছনে ছুটেছেন কারণ তিনি আপনাকে সব কিছু দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন| কিন্তু তিনি চলে গিয়েছিলেন এবং আপনার জন্য কিছুই রেখে যাননি! বেশির ভাগ পালকেরা এইরকম করেছেন| তারা আপনাকে সব কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন| কিন্তু আপনাদের দেওয়ার মতন তাদের কাছে প্রকৃত কিছুই ছিল না! আপনি একেবারে দিয়াবলের দৃষ্টি আচ্ছন্নকারী প্রভাবের অধীনে রয়েছেন! এবং সেই শয়তানীয় প্রভাবের কারণে আপনি এত একাকী! আমেরিকা এবং পশ্চিমের দেশগুলি থেকে ঈশ্বর প্রস্থান করেছেন! আমাদের পাপের কারণে ঈশ্বর আমাদের একাকী অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেছেন! আর আপনার পাপের কারণে ঈশ্বর আপনাকে একাকী অবস্থায় ছেড়ে দিয়েছেন|

আমাদের মন্ডলীতে আমাদের ঈশ্বরকে পেতে হবে! আমাদের সঙ্গে তাঁর উপস্থিতি আমাদেরকে পেতে হবে! যুবকেরা আমরা আপনাদের সাহায্য করতে পারছি না| আমরা আপনাদের আদৌ সাহায্য করতে পারছি না| আমরা আপনাদের সাহায্য করতে পারি না যদি না ঈশ্বর নীচে নেমে আসেন| আমাদের পাপের জন্য আমাদেরকে অবশ্যই অনুতাপ করতে হবে! প্রার্থনার সময়ে অবশ্যই ক্রন্দন করতে হবে| যদি না আমরা ক্রন্দন করি আমাদের প্রার্থনা শুধু শব্দ হয়েই থেকে যাবে! চীনদেশে তারা ক্রন্দন করেছিল এবং ঈশ্বর সেখানে নেমে এসেছিলেন! যুবকেরা ঈশ্বর ছাড়া আপনাদেরকে দেওয়ার মতন আর কিছুই আমাদের কাছে নেই! আমরা আপনাদের একটা ভোজসভায় ডাকতে পারি| কিন্তু আমরা আপনাকে ঈশ্বর দিতে পারি না! আমরা আপনাদের একটা বাস্কেট বল দিতে পারি| কিন্তু আমরা আপনাকে ঈশ্বর দিতে পারি না! আর যদি আমরা আপনাকে ঈশ্বর না দিতে পারি তাহলে আপনাদের দেওয়ার জন্য আমাদের কাছে আর কিছুই নেই| আপনার একাকীত্ব আরোগ্যের জন্য কিছুই নেই! আপনার হৃদয়কে উৎফুল্ল করে দেওয়ার মতন কিছুই নেই! আপনার আত্মাকে উদ্ধার করার মতন কিছু নাই! আপনারা আমাদের কাছে আসেন, আর আপনাদের সামনে সাজিয়ে দেওয়ার মতন আমাদের কিছুই নেই| কিছুই না শুধু একটা ভোজসভা ছাড়া| একটা জন্মদিনের কেক ছাড়া আর কিছুই না! একটা পুরানো ব্যঙ্গচিত্র ছাড়া আর কিছুই না| আপনাদের সামনে সাজিয়ে রাখার জন্য, আপনাদের সাহায্য করার জন্য, নরকের আগুন থেকে আপনাদের রক্ষা করার জন্য আমাদের কাছে কিছু নেই! যতক্ষণ না আমরা ঈশ্বরকে পাচ্ছি ততক্ষণ আপনাদের জন্য আমাদের কাছে কিছু নেই! একটা দুটো গান ছাড়া আর কিছু নেই, প্রার্থনার কয়েকটি শব্দ ছাড়া আর কিছুই নেই| একটি অর্দ্ধমৃত ধর্ম্মোপদেশ ব্যাতীত আর কিছু নেই| আমরা নিষ্ফলা হয়েছি| আমরা সহায়হীন হয়েছি| আপনার যা প্রয়োজন তার কোন কিছুই আমাদের কাছে নেই| যদি না আমরা ঈশ্বরকে পাই তাহলে আপনাদের জন্য আমাদের কাছে কিছুই থাকে না!

দুটি শনিবার রাত্রির আগে, আমি আপনাদের বলেছিলাম আমাদের স্মৃতিতে রাখার মতন পদগুলি মুখস্থ বলতে| আপনাদের মধ্যে অনেকেই সেগুলি মুখস্থ বলেছেন|

‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক; যেমন অগ্নি ঝোপ প্রজ্জ্বলিত করে, যেমন অগ্নি জল ফুটায়; তোমার বিপক্ষদিগকে তোমার নাম জ্ঞাত কর; তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হউক| যখন তুমি ভয়ানক কার্য্য করিয়াছিলে, যাহার অপেক্ষা আমরা করি নাই, তখন তুমি নামিয়া আসিয়াছিলে, তোমার সাক্ষাতে পর্ব্বতগণ কম্পিত হইয়াছিল’’ (যিশাইয় 64:1-3)|

আমি অনুভব করতে পারছিলাম যে ঈশ্বর নেমে এসেছিলেন যেহেতু আপনাদের মধ্যে কয়েকজন ঐ শব্দগুলিকে আবৃত্তি করে শুনিয়েছেন| আমি নিজের মধ্যে বিচলিত হয়ে পড়েছিলাম| আমার হৃদয় ঈশ্বরের শক্তিতে আন্দোলিত হয়েছিল| আমি একটি আমন্ত্রণ জানিয়েছিলাম| কোন ধর্ম্মোপদেশ প্রচার করা হয়নি| কোন প্রার্থনা দেওয়া হয়নি| শুধু সেই শব্দসকল,

‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক; যেমন অগ্নি ঝোপ প্রজ্জ্বলিত করে, যেমন অগ্নি জল ফুটায়; তোমার বিপক্ষদিগকে তোমার নাম জ্ঞাত কর; তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হউক| যখন তুমি ভয়ানক কার্য্য করিয়াছিলে, যাহার অপেক্ষা আমরা করি নাই, তখন তুমি নামিয়া আসিয়াছিলে, তোমার সাক্ষাতে পর্ব্বতগণ কম্পিত হইয়াছিল’’ (যিশাইয় 64:1-3)|

এবং মিসেস্ _____ অশ্রুসহ প্রার্থনা করেছিলেন! আর তারপরে জেসন _____ আর্তনাদ করেছিলেন এবং উঁচু গলায় কেঁদে উঠেছিলেন| রিবীকা _____ কাঁদতে কাঁদতে বেদীর কাছে এসেছিলেন| কেউ একজন জোরে বলে উঠেছিলেন, ‘‘আব্রাহাম ____ এর কি হল?’’ তিনি আসা শুরু করেছিলেন| কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়ে পড়লেন এবং দৌড়ে পালিয়ে গেলেন| তিনজন লোক তার পেছনে দৌড়াল| দিয়াবল বের হয়ে এসেছিলেন| সমস্ত অশ্রুজল প্রবাহিত হচ্ছিল| বিনতি করা হচ্ছিল| শেষ পর্যন্ত্য তার কাছে শান্তি এসেছিল| এর কয়েকটি দিন পরেই তিনি পরিত্রাত হয়েছিলেন! তারপরে ক্রিষ্টিনা _____ এলেন| আমি তাকে ডেকে অন্য কোন লোকের সঙ্গে কথা বলার অনুরোধ করার আগে জন্ কেগান তাকে কয়েকটি কথা বলেছিলেন| তিনি নিজে থেকেই যীশু খ্রীষ্টের কাছে এগিয়ে আসলেন - এবং ডঃ কেগান তার সাক্ষ্য শুনলেন আর বললেন, ‘‘তিনি মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হইয়াছেন|’’ ক্রুশারোপিত পরিত্রাতার রক্তের দ্বারা তিনি পরিত্রাত হয়েছিলেন| আব্রাহাম _____ এর সঙ্গে প্রার্থনা করার পরে, জ্যাক নগ্যান আর আমি ঈশ্বরের মহাকীর্তন গেয়েছিলাম| আগষ্ট মাসের 18, 27 এবং 28, এই তিন দিনে আমরা 13টি আশাপ্রদ মন পরিবর্তন করিয়েছিলাম| আমি এই ঘটনা একজন পালককে বলেছিলাম এবং তিনি বলেছিলেন, ‘‘আপনারা কোন একটা উদ্দীপনার অভিজ্ঞতা অর্জন করছেন|’’ সত্যি, কিন্তু মন পরিবর্তন করা দিয়ে এটা শুরু হয়েছিল| সাধারনত পাপ স্বীকার করছেন এমন খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে এটা শুরু হয়| কিন্তু মাত্র 4 জন খ্রীষ্ট বিশ্বাসী তাদের পাপ স্বীকার করেছিলেন এবং পুনর্জীবিত হয়েছিলেন| শুধুমাত্র চারজন খ্রীষ্ট বিশ্বাসী! আপনাদের মধ্যে বাকি সকলেই ছিলেন সেইরকমই শীতল এবং প্রাণহীন যেমন তারা চিরকাল ছিলেন|

কিউ_____ ______ হলেন ছয় ফুটেরও বেশি লম্বা| রাগী একটি মুখমন্ডল সমেত এক বিশালাকার আমেরিকাবাসী আফ্রিকান| তিনি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছিলেন এবং ক্রমাগত কেঁদেই চলেছিলেন যতক্ষণ না তার সমস্ত মুখমন্ডল চোখের জলে ভিজে গিয়েছিল| তিনিই ছিলেন গত রবিবারের রাত্রে পরিত্রাত সর্বশেষ ব্যক্তি|

কিন্তু ঐ সব সভাতে আমি দুটো বিষয় লক্ষ্য করেছিলাম যা আমাকে অস্থির করেছিল, এবং এখনও অস্থির করে রেখেছে| প্রথম যে বিষয়টি আমাকে অস্থির করেছে সেটা হল এই সত্যি যে এই 13 জন যারা মন পরিবর্তন করেছিলেন তাদের জন্য আপনারা উল্লসিত হননি| ডঃ কেগানের দ্বারা তার দুই বা তিনবার পরীক্ষিত হয়েছিলেন| তিনি বলেছিলেন যে তারা পরিত্রাত হয়েছেন| আপনারা আনন্দ করেননি| এমনকী তখনও নয় যখন আমি বলেছিলাম যে ডঃ কেগান তাদের কথা শুনেছেন এবং বলেছেন যে তারা আশাপ্রদভাবে পরিত্রাত হয়েছেন| কেবলমাত্র জ্যাক আর আমি স্বতঃস্ফুর্তভাবে ঈশ্বরের মহাকীর্তন গেয়েছিলাম! প্রশংসাসূচক কোন জোরালো আওয়াজ সেখানে ছিল না| ঈশ্বরের প্রতি কোন প্রশংসা ছিল না| শুধু ঈষদুষ্ণ সাধুবাদ| কেবলমাত্র একটি মৃদু, কদুষ্ণ হাততালি| আনন্দ প্রকাশের একটিও উচ্চধ্বনি ছিল না যার কথা আপনারা উদ্দীপনার বিষয়ে পড়েছিলেন| আপনারা যারা হলেন খ্রীষ্ট বিশ্বাসী তারা ঐ সংক্ষিপ্ত সভাগুলিতে 13টিরও বেশি মন পরিবর্তনের জন্য আনন্দিত হলেন না! কোন হাসি নেই! কোন হালেল্লুইয়া নেই! কোন আনন্দধ্বনি নেই যা আমি আগের উদ্দীপনাগুলিতে দেখেছি| ধন্যবাদ দানের কোন বহিঃপ্রকাশ নেই যার কথা আপনারা অতীতের উদ্দীপনাগুলির বিষয়ে লিখিত বিবরণের মধ্যে পড়েছেন! কিছুই আনন্দপূর্ণ নয়| শুধুমাত্র একটু কদুষ্ণ হাততালি যখন আমি যারা পরিত্রাত হয়েছেন তাদের নাম পড়ছিলাম| আমি ভেবেছিলাম যে আপনারা উঠে দাঁড়াবেন এবং বজ্রের মতন আওয়াজে হাততালি দিতে দিতে ‘‘ঈশ্বরের প্রশংসা হোক’’ বলে চিৎকার করবেন| কিন্তু, না| শুধু একটু সামান্য, বিনম্র হাততালি - এইরকমের একটা অসাধারন জয়লাভের জন্য! এটা ছিল প্রথম বিষয় যা আমাকে অস্থির করেছিল|

দ্বিতীয় যে বিষয়টি আমাকে বিব্রত করেছিল সেটা ছিল সেই সত্য ঘটনা যে আমাদের মন্ডলীর দীর্ঘ সময়ের খ্রীষ্ট বিশ্বাসীদের মাত্র চারজন ঐ সভাগুলিতে পুনর্জীবিত হয়েছিলেন| শুধুমাত্র চারজন! বাকি প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীরা সেইরকমই শীতল এবং প্রাণহীন হয়ে থেকে গেলেন যেমন তারা চিরকাল ছিলেন! কেউ একজন বলেছিলেন, ‘‘আমি উদ্দীপিত হয়েছিলাম| কিন্তু মিসেস্ _____ এর মতন নয়|’’ আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি মিসেস্ _____ এর মতন না হয়েছেন, তাহলে আপনি মোটেও উদ্দীপিত হননি! আপনি আদৌ ঈশ্বর কর্ত্তৃক স্পর্শিত হননি যদি আপনি মিসেস্ _____ এর মতন না হয়েছিলেন!

আমি জন্ কেগানকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যারা পরিত্রাণ পেয়েছিলেন তাদের মধ্যে কেন এত অল্প সংখ্যক উদ্দীপনা হল| তিনি বলেছিলেন আপনারা কপট এবং অবিশ্বাসকারী| আমি মনে করছি তিনি ঠিক বলেছেন| আত্মার একটি মহান আন্দোলন এসেছিল এবং 13 জন লোক মন পরিবর্তন করেছিলেন, কিন্তু তাও আপনারা বিদ্রুপকারী ছিলেন| আপনারা সেটা বিশ্বাস করেননি| ঈশ্বরের বিশাল এক আন্দোলন আমাদের মধ্যে হয়েছিল, কিন্তু আপনারা প্রকৃতই সেটা বিশ্বাস করেননি| কেন আপনারা তা বাস্তবিকেই বিশ্বাস করলেন না? কেন বিশ্বাস করেননি তা আমি বলছি| বিশ্বাস করেননি এই কারণে যে সেখানে আপনাদের মধ্যে কিছু সমস্যা আছে! সেখানে আপনার মধ্যে ভয়ানক কোন একটা সমস্যা আছে! আপনাদের কোন আনন্দাশ্রু ছিল না| আপনাদের মধ্যে কোন আনন্দপূর্ণ প্রতিউত্তর ছিল না| আপনাদের কোন আনন্দ ছিল না কারণ আপনাদের অন্তঃকরণ সঠিক নেই| আর আপনার অন্তঃকরণ সঠিক নয় তার কারণ আপনি একে যত্নসহকারে পরীক্ষা করেননি| আপনি শয়তানের দ্বারা প্রতারিত| এমনকি আপনি সেটা বুঝতেও পারেননি| আপনি এমনকী এটাও অনুভব করেন না যে আপনি ‘‘দিয়াবলের ছলনার’’ দ্বারা প্রতারিত| আপনি এমনকী অনুভব করেন না যে দিয়াবল আপনার সঙ্গে ছলনা করেছে এবং আপনাকে প্রতারিত করেছে! ওহ, আপনি কিভাবে ‘‘প্রভুতে শক্তিশালী, এবং তাঁহার শক্তিতে ক্ষমতাপন্ন’’ হতে পারবেন? কিভাবে আপনি দিয়াবলের ‘‘বিরুদ্ধে মল্লযুদ্ধ’’ করতে সক্ষম হবেন যদি না এমনকী জানেন যে সে আপনার সঙ্গে ছলনা করেছে এবং আপনাকে প্রতারিত করেছে? (cf. Ephesians 6:10-11)| ডালাস শহরের থিয়োলজিক্যাল সেমিনারীর ডঃ মেররিল এফ. আঙ্গার বলেছিলেন, ‘‘যিনি [খ্রীষ্ট বিশ্বাসী] আত্মিক হন এবং বিজয়ীর জীবন যাপন করেন তিনি শয়তান এবং দিয়াবলের সহিত ভয়ঙ্কর সংগ্রামের সম্মুখীন হন, যিনি [দিয়াবল] তীব্রভাবে প্রকৃত আধ্যাত্মিকতা এবং খ্রীষ্ট বিশ্বাসীর উপযোগিতার বিরোধীতা করেন’’ (Biblical Demonology, Kregel, 1994, p. 101)|

ভাই ও বোনেরা, আমাদের অবশ্যই নিজেদের হৃদয় অনুসন্ধান করতে হবে| আমাদের অবশ্যই নিজেদের সব পাপ স্বীকার করতে হবে, ‘‘যেন আমরা শয়তান কর্ত্তৃক প্রতারিত না হই; কেননা তাহার কল্পনা সকল আমরা আজ্ঞাত হই’’ (II করিন্থীয় 2:11)| ডঃ লয়েড-জোন্স বলেছিলেন, ‘‘বর্তমানে মন্ডলীর অবস্থা [মন্দ] হইবার মূল কারণগুলির মধ্যে একটি হইল যে দিয়াবলকে ভুলিয়া যাওয়া হইয়াছে...মন্ডলী হইতেছে মাদকাসক্ত এবং প্রতারিত; সে আদৌ সেই সংগ্রামের প্রতি সচেতন নয়’’ (Christian Warfare, Banner of Truth, 1976, pp. 292, 106)| সেই সংগ্রাম সম্বন্ধে মোটেও সচেতন নয়| সচেতন নয় যে আপনার সমস্ত পাপ আপনার হৃদয়কে নিস্তেজ করে দিয়েছে| সচেতন নয় যে অস্বীকারকৃত পাপ আপনাকে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে!

কিভাবে আমরা দিয়াবলের উপরে বিজয় লাভ করব? অবশ্যই সবার আগে আমরা ঈশ্বরের কাছে যাচ্ঞা করব যে আমাদের হৃদয়ের সমস্ত পাপ আমাদের দেখান| আমরা অবশ্যই বিশ্বস্তভাবে প্রার্থনা করব,

‘‘হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তকরণ জ্ঞাত হও: আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও: আর দেখ আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না’’ (গীতসংহিতা 139:23, 24)|

মন্ডলীর জন্য আপনি যে কাজ করছেন তাতে বিশ্রাম নেবেন না| আপনাদের মধ্যে অনেকেই আমাদের মন্ডলীতে কঠোর পরিশ্রম করেন| আপনি কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনার হৃদয়ে পাপ রয়েছে| এমনকী আপনার প্রার্থনাতেও আপনি বিশ্রাম নেবেন না| আপনি প্রত্যেকদিন হয়তো প্রার্থনা করছেন এবং এখনও পর্যন্ত আপনার হৃদয়ে দুষ্টতা রয়েছে| আমি আমাদের মন্ডলীর একজন লোককে জিজ্ঞাসা করেছিলাম, ‘‘আপনি কি ভালো আছেন?’’ তিনি উত্তর দিয়েছিলেন, ‘‘আমি ঠিক আছি|’’ তিনি প্রকৃতপক্ষে ভেবেছিলেন যে তিনি ভালো আছেন| কিন্তু তার পরেই আমি একটি কঠিন পাপের বিষয় উল্লেখ করেছিলাম যা তাকে ধ্বংস করে দিচ্ছিল| তিনি বলেছিলেন, ‘‘আমি কখনো সেই বিষয়টিকে পাপ হিসাবে চিন্তাই করি নাই|’’ সেটা কি আপনার হৃদয়ে সত্যি হতে পারে? আপনার হৃদয়ে সেখানে কি এমন কোন পাপ থাকতে পারে যার সম্বন্ধে আপনি চিন্তাই করেননি?

আপনি আমাদের মন্ডলীর প্রতি বিশ্বস্ত ছিলেন যখন মন্ডলী ভাঙ্গনের সময়ে অন্য অনেকে আমাদের ত্যাগ করে চলে গিয়েছিলেন| ঐ বিষয়ে বিশ্রাম দেবেন না! আপনি আমাদের মন্ডলীতে অবিচল থাকতে পারেন এবং এখনও আপনার হৃদয়ে একটি পাপ আছে যে বিষয়ে আপনি ‘‘কখনো চিন্তাই করেননি|’’ আপনাদের মধ্যে অনেকেই নিজেদের সন্তানদের পরিত্রাণ করাতে প্রার্থনা করছেন| কিন্তু আপনার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে না| এটা কি হতে পারে যে সেখানে আপনার হৃদয়ে কোন একটি গোপন পাপ রয়ে গেছে? এমন কয়েকটি পাপ যার বিষয়ে আপনি কখনো চিন্তাই করেননি| কিন্তু এটা একটা পাপ, এবং এখন আমি প্রার্থনা করছি যাতে আপনি সেটা অনুভব করেন| আপনার সন্তানদের জন্য আপনার করা প্রার্থনার উত্তর দেওয়া হবে না যদি না আপনি নিজের পাপ স্বীকার করেন| ঈশ্বরের বাক্য বলছে, ‘‘যদি চিত্তে অধর্ম্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না’’ (গীত সংহিতা 66:18)| একমাত্র পরিশুদ্ধ খ্রীষ্ট বিশ্বাসীরাই তাদের প্রার্থনার উত্তর পেতে পারেন| আপনি আপনার ভাই অথবা বোন যেন পরিত্রাণ পান তার জন্য প্রার্থনা করেছেন| কিন্তু আপনার প্রার্থনাগুলির উত্তর দেওয়া হচ্ছে না| আপনি হয়ত এই বলে নিজে নিজেই সান্ত্বনা পেতে চাইবেন যে আপনি ‘‘প্রার্থনা করেই যাবেন’’ যতক্ষণ না উত্তর আসে| কিন্তু আপনি যে পথে আছেন সেখানে আপনি কখনো তাদের জন্য ‘‘প্রার্থনা চালিয়ে যেতে’’ পারেন না| ‘‘যদি চিত্তে অধর্ম্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না’’ (গীত সংহিতা 66:18)| কিন্তু, আপনি বলছেন, ‘‘এটা শুধুমাত্র একটি সামান্য পাপ|’’ শয়তান আপনাকে বলেছিলেন এটা ‘‘সামান্য’’ - কিন্তু আপনি অবশ্যই দেখুন যে এটা আপনার প্রার্থনাগুলিকে বাধা দান করছে| আপনাকে অবশ্যই নিজের হৃদয়ের সমস্ত পাপের স্বীকারোক্তি ঈশ্বরের সামনে দিতে হবে| আপনার অবশ্যই উচিৎ সেগুলিকে স্বীকার করা অন্যথায় প্রভু আপনার কথা শুনবেন না|

1904 সালের ওয়েল্সের উদ্দীপনায় নবীন সুসমাচার প্রচারক ইভান রবার্টস্ বিশেষভাবে ব্যবহৃত হয়েছিলেন| উদ্দীপনায় আত্মা নেমে আসার আগে, ইভান রবার্টস্ বলেছিলেন, ‘‘অবশ্যই আমাদের মন্ডলীকে ছাড়িতে হইবে সমস্ত মন্দ অনুভূতি - সমস্ত দ্বেষ [ঘৃণা, তিক্ততা], হিংসা, কুসংস্কার [অন্যদের বিচার], এবং পরস্পর ভুলবোঝাবুঝি [মতভেদ, অহংকার]| প্রার্থনা করিবেন না যতক্ষণ না এই সমস্ত [মন্ডলীর অন্যদের সহিত] অপরাধ [স্বীকার] করা হইয়াছে এবং মার্জনা করিয়াছেন, কিন্তু যদি আপনি অনুভব করেন যে আপনি মার্জনা করিতে পারিতেছেন না, [আপনার হাঁটু] ভাঙ্গিয়া নত হউন, এবং একটি ক্ষমাশীল আত্মা যাচ্ঞা করুন| তখন আপনি ইহা পাইবেন’’ (Brian H. Edwards, Revival, Evangelical Press, 2004, p. 113)... ‘‘স্বাভাবিক সময়ে খ্রীষ্ট বিশ্বাসীগণ সেই সমস্ত বিষয়গুলি গোপন রাখিতেন... কিন্তু প্রকৃত উদ্দীপনায় গোপন পাপসমূহ বাহির করা হইবে...খ্রীষ্ট বিশ্বাসীদের মনে এবং সেইস্থানে কোন শান্তি থাকিবে না যতক্ষণ সকল স্বীকার করা না হইতেছে’’ (Edwards, ibid., p. 114)|

1969 এবং 1970 সালে চীনা ব্যাপটিষ্ট মন্ডলীতে খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে ভয়ানকভাবে পাপের অনুভূতি হয়েছিল| আমি তা দেখেছিলাম| কোন কোন সময়ে পাপের চেতনা বিপর্যয়কর হত| অনিয়ন্ত্রিতভাবে লোকেরা ক্রন্দন করতেন| কিন্তু সেখানে উদ্দীপনার মতন এমন বিষয় [খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে] অনুতাপ এবং দুঃখ ছাড়া হয়নি| অডিটোরিয়ামের একদিকে কেউ একজন কাঁদতে শুরু করেছিলেন| তারপরে প্রত্যেকেই কাঁদছিলেন| পাপ স্বীকার, ক্রন্দন, প্রার্থনা এবং মৃদুমন্দ গানের সঙ্গে সেই সভা ঘন্টাধিক সময় ধরে চলেছিল| অন্যেরা কি মনে করবেন সেটা প্রত্যেকে ভুলে গিয়েছিলেন| তারা সকলেই ঈশ্বরের সন্মুখাসন্মুখী হয়েছিলেন|

খ্রীষ্ট বিশ্বাসীদের গভীর, অস্বস্তিপূর্ণ এবং অবনমিত পাপের চেতনা ছাড়া সেখানে কোন উদ্দীপনা হয় না| ঈশ্বর যাদের সঙ্গে আচরণ করছিলেন সেই সব খ্রীষ্ট বিশ্বাসীদের ফোঁপানির দ্বারা নীরবতা বিঘ্নিত হয়েছিল| কি করতে হয় সেটা আমার চীনা পালক, ডঃ তিমথী লিন, জানতেন| তিনি এটা ঘটতে দিয়েছিলেন কারণ তিনি চীনদেশের অভিজ্ঞতা থেকে জানতেন যে এ হল ঈশ্বরের বিচরণ তাঁর লোকেদের মধ্যে| এটা ছিল সবচেয়ে আশ্চর্য্যজনক ধারাবাহিক সভা যা আমি আগে কখনো দেখেছি| কিভাবে আমি প্রার্থনা করব যাতে আমরা দেখতে পারব যে ঈশ্বর আমাদের মন্ডলীতে সেইরকম করছেন| আমরা একটা ‘‘উদ্দীপনার স্পর্শ’’ পেয়েছিলাম যখন চারজন খ্রীষ্ট বিশ্বাসী তাদের হৃদয়ের পাপের জন্য অনুতপ্ত হয়েছিলেন এবং তা স্বীকার করেছিলেন| পবিত্র আত্মা নেমে এসেছিলেন এবং 13 জন হারানো লোক পরিত্রাণ পেয়েছিলেন| কিন্তু আমাদের মন্ডলীর বাকি প্রত্যেক সদস্য সম্পূর্ণভাবে অবিচলিত ছিলেন| মাত্র চারজন খ্রীষ্ট বিশ্বাসী উদ্দীপ্ত হওয়াতে যদি 13 জন লোক মন পরিবর্তন করে থাকেন, তাহলে চিন্তা করুন যে আমাদের মন্ডলীতে কি হতে পারত যদি সেখানে আপনাদের মধ্যে থেকে 15 বা 20 জন আপনাদের হৃদয়ের পাপ স্বীকার করতেন ঠিক যেইভাবে মিসেস _____ করেছিলন! আজ রাত্রে আপনি কি পাপ স্বীকার করবেন? অথবা কোন আনন্দ ছাড়াই আজ রাত্রে বাড়ি ফিরে যাবেন? স্বীকারোক্তি করা ছাড়াই? অশ্রুজল ছাড়াই? একটি উদ্দীপিত হৃদয় ছাড়াই? চিরকাল যেমন শীতল এবং মৃত ছিলেন তেমনভাবেই?

মিঃ কিউ ডং লী বলেছিলেন, ‘‘আমি ‘সেই 39’ জনের একজন| আমি আমাদের এই মন্ডলীতে থাকিয়া গিয়াছিলাম যখন মন্ডলীর মহা ভাঙ্গনের সময়ে আমার বন্ধু এবং অন্যান্যেরা আমাদের ছাড়িয়া গিয়াছিলেন| আমি উদ্ধার পাইয়াছিলাম| যখন ডঃ হেইমার্স বলিয়াছিলেন যে আমি পশ্চাদ্পদ হইয়াছি, আমি ভাবিলাম, ‘আমার আর অধিক কি প্রয়োজন? ইতিমধ্যেই আমার মন পরিবর্তন হইয়াছে| আমার আর অধিক কি প্রয়োজন?’ আমি অনুভব করি নাই যে যীশুর জন্য আমার প্রথম প্রেম আমি হারাইয়াছি| ডঃ হেইমার্স প্রকাশিত বাক্য 2:4 এবং 5 পদদ্বয়ের উল্লেখ করিয়াছিলেন, ‘আমি কোনভাবে তাঁহার বিরোধী ছিলাম, কারণ তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ| অতএব স্মরণ কর কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও’ (প্রকাশিত বাক্য 2:4, 5)| সেই সময়ে আমি অনুভব করিয়াছিলাম যে আমি সেই আমার ন্যায় ছিলাম না যেরূপ আমি ছিলাম যখন আমি প্রথম পরিত্রান লাভ করিয়াছিলাম| যখন আমরা ‘Just As I Am’ এবং ‘Amazing Grace’ (‘ঠিক আমি যেমন’ এবং ‘বিস্ময়কর অনুগ্রহ’) সঙ্গীতগুলি গাহিতাম তখন আমি আনন্দের অশ্রুজলসহ কাঁদিতে থাকিতাম| এখন আমি কোন প্রেম অথবা আনন্দ ব্যাতীত শুধুমাত্র শব্দগুলি গাহিয়া থাকি| এখন আমার প্রার্থনা উচ্চস্বরে, কিন্তু আমার প্রার্থনাগুলি এখন শব্দমাত্র, উত্তম শব্দ, কিন্তু কেবল শূন্য প্রার্থনা| আমি এখনও বিন্যাস এবং হেতুবাদের সহিত প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর আমাকে উহার উত্তর দিবেন এই প্রত্যাশা প্রকৃতভাবেই না রাখিয়া আমি কেবল সেইভাবে প্রার্থনা করিতেছি| আমার উচ্চস্বরের প্রার্থনাসমূহ এখন কেবল শব্দমাত্র| ঐগুলি ছিল শূন্য প্রার্থনা| তখন আমি জানিতাম যে আমার সকল পাপ, আমার হৃদয়ের সকল পাপ স্বীকার করিবার প্রয়োজনীয়তা রহিয়াছে| আমি স্মরণ করিয়াছিলাম যে বাইবেল বলিতেছে,

‘‘যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্থ ও ধার্ম্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্ম্মিকতা হইতে শুচি করিবেন’’ (I যোহন 1:9)|

আমি স্মরণ করিয়াছিলাম যে গীতিকার প্রার্থনা করিয়াছিলেন, ‘পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও’ (গীতসংহিতা 51:12)| আমি স্মরণ করিয়াছিলাম যে তিনি বলিয়াছিলেন, ‘ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ, তুচ্ছ করিবে না’ (গীতসংহিতা 51:17)|’’

মিঃ লী ছিলেন ‘‘সেই 39’’ এর একজন যিনি আমাদের মন্ডলীকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেছিলেন| তিনি ছিলেন একজন বিশ্বস্ত ডিকন সদস্য প্রার্থী| যখন আমি প্রচার করতাম তখন তিনি মঞ্চে ঠিক আমার পিছনেই বসে থাকতেন| তিনি আমাদের লোকদের সামনে এক উদাহরণস্বরূপ ছিলেন| তিনি বলেছিলেন, ‘‘আমার আর অধিক কি প্রয়োজন?’’ তখন ঈশ্বর তাকে দেখিয়েছিলেন যে তার হৃদয়স্থিত পাপগুলি স্বীকার করা প্রয়োজনীয়তা তার রয়েছে| তিনি এগিয়ে এসেছিলেন এবং তার সমস্ত পাপ স্বীকার করেছিলেন| তিনি এত গভীরভাবে কেঁদেছিলেন যে তার গোটা মুখ লাল হয়ে গিয়েছিল| আর ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন এবং তার হৃদয়ের আনন্দ আবার ফিরিয়ে দিয়েছিলেন| এখন উনি সজল চোখে এবং আনন্দের সঙ্গে প্রার্থনা করেন যা তিনি হারিয়ে ফেলেছিলেন| তিনি বলেছিলেন, ‘‘আমাদের নিকট শূন্য প্রার্থনাগুলি রহিয়াছে| আমরা মোমের তুল্য মৃদুহাস্য, মেকি মৃদুহাস্য করিয়া থাকি, যখন আমরা সহভাগিতায় করমর্দন করি| প্রকৃত প্রেম নয়| কেবল মেকি মৃদুহাস্য|’’

মিঃ লী হলেন মন্ডলীর একজন নেতৃস্থানীয় ব্যক্তি| কিন্তু যদি আপনি আপনার প্রথম প্রেম হারিয়ে ফেলেন তাহলে কিভাবে আপনি মন্ডলী পরিচালনা করতে পারেন? আপনি একমাত্র পারেন আমাদের যুবকদের পরিচালিত করতে সেই একই শূন্য ধর্ম্মের প্রতি যা আপনার কাছে রয়েছে| আমাদের মন্ডলীর প্রত্যেক নেতৃস্থানীয় ব্যক্তির তাদের পাপ স্বীকার করা প্রয়োজন, অথবা আমাদের মন্ডলীর কোন আশা নেই| আমি বলেছিলাম, ‘‘যে সমস্ত ব্যক্তিগণ আমাদের মন্ডলী পরিদর্শন করেন তাহারা ভাবেন যে আমাদের মন্ডলী মহৎ| তাহারা অনুভব করেন না যে আমাদের শুধু প্রকৃত প্রেমবিহীন একটি ভ্রান্ত ধর্ম্ম রহিয়াছে| খুব শীঘ্রই আমাদের মন্ডলী অপর একটি মৃত সুসমাচারমূলক মন্ডলীতে পরিণত হইবে যদি না আমাদের নেতৃবর্গ এবং আমাদের সদস্যবৃন্দ ঈশ্বরের প্রয়োজন অনুভব করেন, অশ্রুজলের সহিত তাহাদের পাপ স্বীকার করেন, এবং পুনঃস্থাপিত হন যীশুর রক্তের দ্বারা, যিনি আমাদের হৃদয়ের আরোগ্য করিতে ক্রুশের উপরে তাঁহার রক্ত ঝরাইয়াছিলেন, এবং আমাদের দান করিয়াছিলেন সেই পবিত্র প্রেম যাহা আমরা পাইয়া থাকি যখন আমরা প্রথম পরিত্রাণ পাই|’’ যীশু বলেছিলেন, ‘‘তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য’’ (যোহন 13:35)| ভাই ও বোনেরা, আমাদের মন্ডলীতে আমরা কখনই প্রকৃত প্রেম পাব না যদি না আমাদের মধ্যে অনেকে, বৃদ্ধ এবং যুবক সকলেই, নিজেদের পাপ স্বীকার করি|

আমি প্রার্থনা করছি যে আপনারা আমার কথা শুনবেন এবং আজ রাত্রে নিজেদের পাপ স্বীকার করবেন| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং এই গানটি করুন, “Search Me, O God.”

‘‘হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, এবং আমার অন্তঃকরন জ্ঞাত হও:
আমার পরীক্ষা কর আর আমার চিন্তাসকল জ্ঞাত হও:
আর আমার অন্তঃকরন জ্ঞাত হও;
আমার পরীক্ষা কর আর আমার চিন্তাসকল জ্ঞাত হও;
আর দেখ আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না,
এবং সনাতন পথে আমাকে গমন করাও|’’
   (গীতসংহিতা 139:23, 24)|

এখন এই গানটি করুন, “Fill all my vision, let naught of sin.”

আমার সকল দর্শন পূর্ণ কর, আমার পাপ ধ্বংস হোক,
   আমাতে অন্ধকারের ছায়া ইজ্জ্বল হোক|
আমি শুধু দেখি তোমার আশীর্ব্বাদের মুখমন্ডল,
   তোমার অনন্ত অনুগ্রহে আমার আত্মা উচ্ছসিত হোক|
আমার সকল দর্শন পূর্ণ কর, স্বর্গীয় পরিত্রাতা,
   তোমার গৌরবে আমার আত্মা উজ্জ্বলকৃত হইবে|
আমার সকল দর্শন পূর্ণ কর, যাহা সকলই যেন আমি দেখি
   তোমার পবিত্র ভাব আমাতে প্রতিবিম্বিত হোক|
(“Fill All My Vision,” Avis Burgeson Christiansen, 1895-1985) |

অনুগ্রহ করে এখানে এই বেদীতে আসতে এবং আপনার পাপ স্বীকার করতে ভীত হবেন না| অনুগ্রহ করে আসতে ভয় পাবেন না| অনুগ্রহ করে এটা করুন যাতে আমাদের মন্ডলী আবার জীবন ফিরে পেতে পারে|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড্ গ্রিফিত:
“Revive Thy Work” (Albert Midlane, 1825-1909) |