Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




উত্তম দ্রব্য প্রার্থনার মাধ্যমে আসে

GOOD THINGS COME THROUGH PRAYER
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 5ই জুন, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, June 5, 2016

‘‘অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে, স্বর্গস্থ পিতা, যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন?’’ (মথি 7:11)|


এই অতি সুন্দর অধ্যায়ে যীশু আমাদের প্রার্থনা করার প্রতি উৎসাহিত করছেন| গ্রীক ভাষায় 7 এবং 8 নং পদদুটি বর্তমান কাল হিসাবে রয়েছে| যার অর্থ হল ক্রমাগত যাচ্ঞা করে যাওয়া, ক্রমাগত আঘাত করতে থাকা| যখন পবিত্র আত্মা কোন প্রয়োজনকে বারংবার আপনার হৃদয়ে নিয়ে আনে, তখন সেটা হয় প্রভুর কাছ থেকে প্রাপ্ত একটা বোঝা| তখন সেই জিনিষের জন্য বার বার প্রার্থনা করার কথা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যতক্ষণ না আমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে তার উত্তর আসে|

যখন আমি এবং আমার পরিবার একটি স্বল্পকালীন ছুটির পরে মেক্সিকো থেকে ফিরে আসলাম, অবিলম্বে আমি আমাদের মন্ডলীতে আটটি বিশাল সমস্যার সম্মুখীন হয়েছিলাম| মনে হয়েছিল সেই সমস্যাগুলির মোকাবিলা করার কোন সম্ভাব্য পথই বুঝি সেখানে নেই| সেইগুলির বিষয়ে কি করতে হবে তা না জেনেই, আমি তাদের প্রত্যেকটিকে প্রার্থনার সময়ে ঈশ্বরের সামনে মেলে ধরেছিলাম| সেইগুলি ছিল খুব বড় রকমের সমস্যা| অবশ্যই দিয়াবল আমার মনে সন্দেহ এবং ভয়ের সঞ্চার করেছিল| অবশ্যই, আমার পুরানো স্বভাব বিশ্বাস করেনি যে ঈশ্বর এই সমস্ত বিষয়ের যত্ন নেবেন| কিন্তু সেই লোকটির মতন আমি প্রার্থনা করে চলেছিলাম, যিনি যীশুকে বলেছিলেন, ‘‘প্রভু, বিশ্বাস করিতেছি; আমার অবিশ্বাসের প্রতিকার করুন’’ (মার্ক 9:24)| যখন আপনার বিশ্বাস দূর্বল তখন প্রার্থনা করার পক্ষে এটা খুব সুন্দর এক প্রার্থনা, ‘‘প্রভু, বিশ্বাস করিতেছি; আমার অবিশ্বাসের প্রতিকার করুন’’ - আমার অবিশ্বাসের উপর বিজয়লাভ করার জন্য, আমার বিশ্বাসকে দৃঢ় করার জন্য| আর সেইজন্য আমি এই আটটি গভীর সমস্যার জন্য প্রার্থনা করেছিলাম|

আর ঈশ্বর একে একে আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন| আমার প্রার্থনার উত্তরে সেই সমস্যাগুলি, যাদের অসম্ভব বলে বোধ হচ্ছিল, একের পর এক অতিক্রম করা গেছিল| আমি প্রায় পনের বছরেরও বেশি সময় ধরে প্রার্থনা করে এসেছি এমন একটি সমস্যার উত্তর দেওয়া হয়েছে গত রবিবারে! কি অলৌকিক ঘটনা! ঈশ্বরের প্রশংসা করুন যাঁর থেকে সমস্ত আশীর্ব্বাদ বর্ষিত হয়! এছাড়া, একটা একটা করে, যে আটটি সমস্যার কথা আমি বলেছি সেগুলি অতিক্রান্ত হয়েছিল| সর্বশেষ সমস্যাটির উত্তর দেওয়া হয়েছে যখন আমি এই প্রচারটি লিখতে বসেছি ঠিক তার আগে! প্রকৃতপক্ষেই এটা খুব বড় একটা সমস্যা ছিল| মাসাধিক কাল ধরে এটা আমার হৃদয়ে একটা বোঝাস্বরূপ ছিল! কিন্তু ঈশ্বর যখন এর উত্তর দিলেন, তখন তা মনে হল কত সহজ! সেই বোঝা তুলে নেওয়া হয়েছিল, এবং ঈশ্বর এত সহজে উত্তর দিলেন যে এখন এটা বোকামি বলে মনে হচ্ছে যে আমি এই বিষয়ে কতটা উদ্বিগ্ন হয়েছিলাম!

এস, আমার আত্মায়, তোমার উপযোগী উদ্যম,
   যীশু ভালবাসেন প্রার্থনার উত্তর দিতে;
তিনি স্বয়ং তোমাকে প্রার্থনার উত্তর দিয়াছেন,
   অতএব তোমাকে না বলিবেন না,
অতএব তোমাকে না বলিবেন না|

তুমি রাজার নিকটে আসিতেছ;
   তুমি বৃহৎ বিনতি লইয়া আসিয়াছ;
তাঁহার অনুগ্রহ এবং ক্ষমতা এমনই,
   কেহই কখনও অত্যাধিক চাহিতে পারে না,
কেহই কখনও অত্যাধিক চাহিতে পারে না!
      (“Come, My Soul, Thy Suit Prepare” by John Newton, 1725-1807) |

ঈশ্বর কিভাবে আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন তার ভাবনাই আমার হৃদয়কে গান গাওয়ার জন্য প্রস্তুত করে দেয়! উত্তরপ্রাপ্ত প্রার্থনার জন্য যখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমার হৃদয় তখন গান গায়! যখন ঈশ্বর কোন একটি প্রার্থনার উত্তর দেন, তখন আপনার উচিৎ তাঁকে দ্রুত ধন্যবাদ জানান!

‘‘অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে, স্বর্গস্থ পিতা, যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন?’’ (মথি 7:11)|

তাঁহার অনুগ্রহ এবং ক্ষমতা এমনই,
কেহই কখনও অত্যাধিক চাহিতে পারে না,
কেহই কখনও অত্যাধিক চাহিতে পারে না!

হালেল্লুইয়া! হালেল্লুইয়া! হালেল্লুইয়া! ঈশ্বরের গৌরব হোক! ঈশ্বরের গৌরব হোক! তিনি প্রার্থনার উত্তর দেন! (উচ্চধ্বনিসহ)|

এই বছরে আমরা প্রার্থনার অনেক আশ্চর্য্য উত্তর দেখেছি| আমরা দুইজন মহিলাকে তাদের আশি বছর বয়সে এসে মন পরিবর্তন করতে দেখেছি| আমরা দেখেছি বারজন নূতন নবীন যুবক সম্ভবত মন পরিবর্তন করেছেন কয়েক দিনের মধ্যে| তারপরে যখন ডঃ রেসমাসসেন ইস্টার রবিবারের সকালে প্রচার করাছিলেন তখন রবার্ট ওয়াং সম্ভবত মন পরিবর্তন করেছিলেন| তারপরে উডি অশুচি আত্মার প্রভাব থেকে মুক্তি পেয়েছিলেন - যা প্রকৃতই অনুগ্রহের এক অলৌকিক ঘটনা! তারপর জেসী জাকেমিটজিন! যখন তিনি দেখলেন যে আমি ট্রাম্পকে পছন্দ করছি তখন তিনি রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিলেন| কিন্তু তারপর খুব বেশিক্ষণ নয় যখন অনুসন্ধান কক্ষে তার দুইগাল বেয়ে চোখের জল নেমে এসেছিল, যেহেতু ডঃ কেগান পরিত্রাতাকে বিশ্বাস করার প্রতি তাকে পরিচালিত করেছিলেন! অসাধারন! শুধুমাত্র ঈশ্বরই তার জীবনে এইরকম করতে পারতেন! ভ্যালেন্টাইন হারিরা সমস্ত কিছুর প্রতি উত্তম প্রত্যাশার মতন দৃষ্টি দেননি! কিন্তু ঈশ্বর মনে হয় আমাকে বলেছিলেন যে তিনি পরিত্রাত হবেন| এবং খুব দ্রুত তিনি আশাজনকভাবে মন পরিবর্তন করেছিলেন! চমকপ্রদ! শুধুমাত্র ঈশ্বরই এরকম করতে পারতেন! তারপরে প্রধানত খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য আমি একটি ধর্ম্মোপদেশ প্রচার করেছিলাম| আমি কেবলমাত্র সংক্ষেপে সুসমাচারের উল্লেখ করেছিলাম| কি আশ্চর্য্যের বিষয়ে যখন তারা আমাকে বলেছিলেন যে এর পরেই টম শিয়া আশান্বিতভাবে পরিত্রাত হয়েছিলেন! মিসেস জাবালাগা’র আশাপূর্ণ মন পরিবর্তনের কথা উল্লেখ করতে আমি ভুলে গেছি যখন জন কেগান তাকে সাধারনভাবে যীশুকে বিশ্বাস করার কথা বলেছিলেন - আর প্রায় 35 বছরের সন্দেহ এবং বিভ্রান্তির পরে - তিনি সেটা করেছিলেন! চমকপ্রদ! শুধুমাত্র ঈশ্বরই এরকম করতে পারতেন! এই বছরে প্রায় 17 জন লোক ইতিমধ্যেই আশান্বিতভাবে মন পরিবর্তন করেছেন - এবং এই বছর সবে অর্দ্ধসমাপ্ত হয়েছে! (উচ্চধ্বনিসহ)

আমার প্রিয় বন্ধুগণ, ঈশ্বর হলেন অলৌকিক ঘটনার এক ঈশ্বর! তিনি প্রার্থনার উত্তর দেন! যারা তাঁর কাছে যাচ্ঞা করে তাদের তিনি ভাল ভাল জিনিষ দেন! প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমাদের সেবাকাজে ঈশ্বরের উপস্থিতির জন্যে আমরা প্রার্থনার উপরে নজর দিই| আমি চাই আপনার প্রতিটি প্রার্থনার সময় আপনি ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করুন| চীনা মন্ডলীতে আমার পালক ছিলেন ডঃ তিমথী লিন (1911-2009)| তিনি প্রায়ই মন্ডলীতে ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনার প্রয়োজনীয়তার বিষয়ে বলতেন| ডঃ লিন বলেছেন,

         প্রার্থনার সাধারন লক্ষ্য হইল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আমাদের আশীর্ব্বাদ করিবার জন্য, অসুস্থদের আরোগ্য করিবার জন্য, দলিতদের সান্ত্বনা দিবার জন্য, যাহাদের প্রয়োজন তাহাদের যোগান দিবার জন্য, যাহারা বিচারাধীন তাহাদের মুক্তি দিবার জন্য, অবিশ্বাসীদের বিশ্বাস করিতে সাহায্য করিবার এবং বিশ্বাসীদের বৃদ্ধি ঘটাইবার জন্য, ইত্যাদি... নানাবিধ কার্য্যের জন্য তাঁহার অনুমতি যাচ্ঞা করা| বাস্তবিকে, এই সকল অনুরোধ হইতেছে সমস্যার মূলের উপশম হইবার অপেক্ষা সমস্যার উপসর্গের উপশম| আমাদের প্রভু.... আমাদের সমস্যার মূলের উপশম প্রদান করিয়াছেন - আমাদের সহিত তাঁহার উপস্থিতি!
         তাঁহার উপস্থিতিতে, এই সমস্ত সমস্যাগুলির মীমাংসা হইবে, অন্ধকার জ্যোতিতে রূপান্তরিত হইবে, এবং দুঃখ সুখে পরিণত হইবে... ঈশ্বরের প্রশংসা করুন! তিনি প্রার্থনার মাধ্যমে আমাদের সহিত থাকিবেন বলিয়া প্রতিজ্ঞা করিয়াছেন...প্রার্থনার লক্ষ্য হইল ঈশ্বরের উপস্থিতি অর্জন করা (Timothy Lin, Ph.D., The Secret of Church Growth, FCBC, 1992, pp. 108, 109)|

সেইজন্য, আমি আপনাদের বলি আপনার মন্ডলীতে প্রত্যেক সময়ে যখনই আপনি প্রার্থনা করবেন তখনই ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করুন| সকালবেলায় যখন আপনি প্রার্থনা করেন, তখন আমাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতির জন্যে প্রার্থনা করার বিষয়ে নিশ্চিত হন| খাবার গ্রহণের আগে যখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান, সেই সময়ে অন্ততপক্ষে কয়েকটি শব্দে আমাদের মন্ডলীতে তাঁর উপস্থিতি কামনা করে প্রার্থনা করুন| যখন আপনি আমার জন্য প্রার্থনা করেন, আমার প্রচারের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতির জন্যে প্রার্থনা করুন| তাছাড়া যখন আমি নিজের বাড়ির অফিসে বসে প্রচারটি লিখছি তখনও ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করুন| যখন আপনি পতিত শষ্যচয়নের জন্য প্রার্থনা করেন, তখন আমাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করুন| তাঁর উপস্থিতি ছাড়া, আমাদের সমস্ত সুসমাচার প্রচার কোন ফল উৎপন্ন করবে না| যখন আপনি জগতের প্রতি আমাদের ইন্টারনেট মিশনের জন্য প্রার্থনা করছেন, তখন যারা সেই ধর্ম্মোপদেশগুলি পড়ছেন, অথবা সেগুলি প্রচার করছেন, অথবা ভিডিওতে সেগুলি দেখছেন তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করুন| আমাদের সুসমাচার প্রচারের কাজ করার জন্য যখন আপনি প্রার্থনা করেন, তখন প্রার্থনা করুন আমাদের সুসমাচার প্রচারের সময়ে ঈশ্বরের উপস্থিতি যেন সর্বদা আমাদের সঙ্গে থাকে| যখন আপনি মিঃ গ্রিফিতের একক সঙ্গীত, এবং আমাদের সমবেত সঙ্গীতের জন্য প্রার্থনা করেন, তখন সেই সমস্ত সঙ্গীতে ঈশ্বরের উপস্থিতি থাকার জন্য প্রার্থনা করুন| আমাদের প্রার্থনা সভায় ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করুন| হারানো ‘‘মন্ডলী সন্তানদের’’ হৃদয় ভগ্ন করার জন্য ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| কিন্তু সেখানেই থেমে থাকবেন না - নুতন লোকেরা যখন আসেন তাদের মন পরিবর্তন করার কাজে ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| নূতন লোকদের নাম জেনে নিন - এবং খ্রীষ্টের প্রয়োজন তাদের রয়েছে সেটা তাদেরকে দেখাতে - এবং পরিত্রাতার প্রতি তাদের আকর্ষণ করতে ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| দিয়াবল এবং তার আত্মাদের বাঁধতে ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| সেবাকাজের পরে অনুসন্ধান কক্ষে ঈশ্বরের উপস্থিতির জন্যে প্রার্থনা করুন| মিসেস রূপ এবং আমার নিজের মতন অসুস্থদের আরোগ্যের জন্য, ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| আমাদের মন্ডলীর প্রত্যেক ক্রিয়াকর্মের জন্য ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| শষ্যচয়নের সময়ে যখন নোহ সং এবং জন কেগান প্রচার করেন তখন ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করুন| প্রত্যেক বার আমি যখন বলি তখন ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| প্রত্যেক সময় যখন ডঃ চেন বলেন তখন ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| নাছোড়বান্দা বন্ধুর দৃষ্টান্তের মধ্যে, যীশু বলেছিলেন,

‘‘অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে, স্বর্গস্থ পিতা, যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন?’’ (লূক 11:13)|

আমাদের মধ্যে সেই পবিত্র আত্মা ঈশ্বরের উপস্থিতির জন্য আমাদের অবশ্যই ক্রমাগত প্রার্থনা করে যেতে হবে| এবং তা আমাদের পরিচালিত করবে সেই প্রার্থনাতেও যেন ঈশ্বর তাঁর গৌরব আমাদের মধ্যে উদ্দীপনার সময়ে প্রচার করেন| আমি আশা করি আপনি প্রার্থনা করবেন যে প্রত্যেক সময়ে যখনই আপনি প্রার্থনা করেন তখনই ঈশ্বর যেন আমাদের প্রতি উদ্দীপনা প্রেরণ করেন! হ্যাঁ - প্রত্যেক! সময় উদ্দীপনা হল আমাদের মধ্যে তাঁর উপস্থিতির আরও প্রগাঢ় বর্ষণ| হবক্কূকের প্রার্থনার মতন প্রার্থনা করাও আমাদের উচিৎ,

‘‘হে সদাপ্রভু, বৎসর-সমূহের মধ্যে তোমার কর্ম্ম সজীব কর, বৎসর-সমূহের মধ্যে জ্ঞাত কর; কোপের সময়ে করুণা স্মরণ কর’’ (হবক্কূক 3:2)|

‘‘হে সদাপ্রভু, বৎসর-সমূহের মধ্যে তোমার কর্ম্ম সজীব কর|’’ আমি সর্বদা পছন্দ করে এসেছি এইরকমের একটি প্রাচীন প্রচলিত গানে এটা সুন্দর করে বলা হয়েছে|

আশীর্ব্বাদের ধারা,
   আমাদের প্রয়োজন আশীর্ব্বাদের ধারা;
আমাদের চারিদিকে অনুগ্রহের বিন্দুসকল বর্ষণ হইতেছে,
   কিন্তু আমরা আশীর্ব্বাদের ধারার বিনতি করি|
(“There Shall Be Showers of Blessing” by Daniel W. Whittle, 1840-1901)|

সেই ‘‘অনুগ্রহের বিন্দুসকল’’ হচ্ছে সেই 17 অথবা 18টি আত্মা যাদের এই বছর আশাপূর্ণভাবে পরিত্রাণ করা হয়েছে| কিন্তু ‘‘আশীর্ব্বাদের ধারা’’ নেমে আসে যখন ঈশ্বর তাঁর আশীর্ব্বাদের পূর্ণ শক্তিতে উদ্দীপনার শক্তি নিচে প্রেরণ করেন|

যখন উদ্দীপনা আসে তখন তিনি হলেন ঈশ্বর যিনি সেটা প্রেরণ করেন| মন্ডলী এগিয়ে যেতে পারে এবং সুন্দর হয়ে ওঠে| আমরা দেখতে পাই যে আত্মারা মুক্তি পাচ্ছে| আমরা ঈশ্বরের উপস্থিতি পেতে পারি| কিন্তু উদ্দীপনায় সমস্ত কিছু আরও তীব্রতর হয়ে থাকে| প্রার্থনাগুলি হঠাৎ করে আরও শক্তিশালী হয়ে ওঠে| প্রচারসমূহ অভিভূতভাবে ক্ষমতাশালী হয়ে পড়ে| পাপের চেতনা হয়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ| প্রত্যেকটি সভা হয়ে পড়ে এক একটি শক্তিশালী অনুসন্ধান কক্ষ| লোকদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় যখন তারা নিজেদের পাপ স্বীকার করে| এমনকী যারা ইতিমধ্যে পরিত্রাণ পেয়েছেন তারাও নিজেদের পাপ স্বীকার করবেন - প্রায়শই খোলাখুলিভাবে সকলের সামনে| সেই সুসমাচার যা হারানো লোকেরা বছরের পর বছর ধরে শুনে আসছেন তা তাদের কাছে এমনভাবে আসে যেন সেটা একটা নূতন বাণী, এমন একটা বার্তা যা তারা প্রকৃতপক্ষে কখনও আত্মস্থ করেননি|

সাধারনত উদ্দীপনা তখন আসে যখন মন্ডলীর কিছু লোক অনুভব করতে শুরু করেন যে সেখানে আরও বেশি কিছু একটা প্রয়োজন আছে| তারা মন্ডলীর বাঁধাধরা কাজে আর সন্তুষ্ট হন না| তারা এই প্রার্থনা করতে শুরু করেন যেন ঈশ্বর অলৌকিকভাবে তাদের মধ্যে বিচরণ করেন| খ্রীষ্ট বিশ্বাসীরা সচেতন হন যে তারা নিজেদেরকে যতটা শীতল বলে ভেবেছিলেন বাস্তবিকে তার তুলনায় তারা অনেক বেশি শীতলতর| তারা নিজেদের জাগতিকতাকে স্বীকার করে নেন| তারা নিজেদের হৃদয়ের সমস্ত পাপ স্বীকার করেন| তারা প্রায়শই তাদের পাপ জনসমক্ষে স্বীকার করেন| তারা উচ্চস্বরে কাঁদতে থাকেন যেন ঈশ্বর তাদের ক্ষমা করেন এবং আবার গ্রহণ করেন| ঈশ্বর স্বয়ং মন্ডলীকে আন্দোলিত করেন, এবং সেটা প্রেরিতের পুস্তকের সেই মন্ডলীর মতন হয়ে যায়|

ভাববাদী যিশাইয়ের দ্বারা উদ্দীপনার ক্ষমতার এক বিখ্যাত প্রার্থনা দেওয়া হয়েছে| তিনি প্রার্থনা করেছিলেন,

‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)|

আমি আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ সেই প্রার্থনাটি মনে করে রাখবেন, এবং প্রধানত যখন আপনি উদ্দীপনার জন্য প্রার্থনা করেন তখন এই শব্দগুলি ব্যবহার করবেন|

ডঃ মার্টিন লয়েড-জোন্স যিশাইয় 64:1 পদটিকে বলতেন, ‘‘উদ্দীপনার জন্য চূড়ান্ত প্রার্থনা|’’ তিনি বলতেন,

‘‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’ - এবং আমি [বলিতে] দ্বিধা বোধ করিতেছি না যে ইহাই হইতেছে একটি উদ্দীপনার সঙ্গে সম্পর্কযুক্ত চূড়ান্ত প্রার্থনা| ইহা সঠিক, স্বভাবতই, যে আমাদের আশীর্ব্বাদ করিবার জন্য...এবং আমাদের প্রতি অনুগ্রহশীল হইবার জন্য ঈশ্বরের নিকট সর্বদা প্রার্থনা করিতে হয়, উহাই আমাদের ক্রমাগত প্রার্থনা হওয়া উচিৎ| কিন্তু ইহা তাহার পরেও প্রসারিত হয়, এবং উহা হইল যে মন্ডলীর সর্বদা কি প্রার্থনা করা উচিৎ এবং উদ্দীপনায় ঈশ্বরের আত্মার পরিদর্শনের জন্য সেই বিশেষ, অদ্ভূত, জরুরী প্রার্থনা, এই উভয়ের মধ্যে আমরা একটি পার্থক্য দেখিতেছি... ‘আহা’ তিনি বলিতেছেন, ‘তুমি আকাশমন্ডল বিদীর্ণ| কর’ এখানে একটি ছিন্নভিন্ন করিবার প্রক্রিয়া রহিয়াছে| ঈশ্বর [আমাদের] মধ্যে সহসা প্রকাশিত হন’’ (Martyn Lloyd-Jones, M.D., Revival, Crossway Books, 1992, pages 305-307)|

যিশাইয়ের প্রার্থনাটি একটি ছোট্ট সমবেত সঙ্গীতের মাধ্যমে প্রস্তাবিত হয়েছে যেটা আমরা প্রায়ই গেয়ে থাকি,

জীবন্ত ঈশ্বরের আত্মা,
   আমরা প্রার্থনা করি, নেমে এস|
জীবন্ত ঈশ্বরের আত্মা,
   আমরা প্রার্থনা করি, নেমে এস|
আমাদের গলিয়ে দাও, নূতন কর, ভগ্ন কর, আমাদের নীচু কর|
    জীবন্ত ঈশ্বরের আত্মা,
আমরা প্রার্থনা করি, নেমে এস|
      (“Spirit of the Living God” by Daniel Iverson, 1899-1977; ডঃ হেইমার্সের দ্বারা পরিবর্তিত)|

যখন আপনি উদ্দীপনার জন্য প্রার্থনা করেন তখন এই গানটি করুন, তারপরে যিশাইয় 64:1 পদটি প্রার্থনা করুন,

‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)|

পর্ব্বতপ্রমাণ গর্ব, পর্ব্বতপ্রমাণ পাপ এবং বিদ্রোহ, পর্ব্বতপ্রমাণ অবিশ্বাস - সমস্তই নীচে প্রবাহিত হয় যখন ঈশ্বর আকাশমন্ডল বিদীর্ণ করেন এবং আমাদের মধ্যে নেমে আসেন|

সুতরাং, আমরা মন্ডলীতে যা কিছু করছি তার প্রত্যেকটিতেই ঈশ্বরের উপস্থিতির জন্য আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে| কিন্তু এছাড়া উদ্দীপনায় আমাদের মধ্যে ঈশ্বরের আত্মার আরও অধিক বর্ষণের জন্যও আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে| যখন উদ্দীপনা আসে তখন প্রায়ই সেটা হঠাৎ করে উপস্থিত হয়| আমি আমার জীবনে তিনবার উদ্দীপনা দেখেছি| প্রথম এবং তৃতীয়বার উদ্দীপনায় আমি দেখেছি পবিত্র আত্মা এত হঠাৎ করে নেমে এসেছিলেন যে আমরা বিস্মিত হয়েছিলাম এবং ঈশ্বরের শক্তিতে বিজয়লাভ করেছিলাম! যদি ঈশ্বর এইখানে উদ্দীপনা পাঠান তাহলে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন সেটা ভুলবেন না| আমাদের দেখা গত কুড়ি বছরের কাজের তুলনায় আমাদের মন্ডলীতে একমাসে আরও অনেক বেশি কাজ হবে! আমি তা জানি| আমি আমার নিজের চোখে দেখেছি যে ঈশ্বর কি করতে পারেন যখন তিনি আকাশমন্ডল বিদীর্ণ করেন এবং তুলনায় অনেক প্রবল শক্তিতে নেমে আসেন যা আমরা এর আগে কখনও দেখিনি| আপনি এই প্রচারটি বাড়ি নিয়ে যান এবং যখন প্রার্থনা করবেন তখন এটা পড়ুন| প্রথমত, আমরা যা করছি তার সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি প্রার্থনা করুন| তারপরে উদ্দীপনায় আরও বেশিমাত্রায় ঈশ্বরের আত্মার বর্ষণের জন্যও প্রার্থনা করুন|

আমরা যা করছি তার সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতির জন্য সর্বদা প্রার্থনা করুন| কিন্তু এছাড়া উদ্দীপনায় আমাদের মধ্যে আরও বেশিমাত্রায় ঈশ্বরের আত্মার বর্ষণের জন্যও প্রার্থনা করুন| যীশু বলেছেন,

‘‘অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে, স্বর্গস্থ পিতা, যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন?’’ (মথি 7:11)|

‘‘প্রভু, উদ্দীপনা পাঠান|’’ গানটি করুন!

প্রভু উদ্দীপনা পাঠান,
   প্রভু, উদ্দীপনা পাঠান,
প্রভু, উদ্দীপনা পাঠান,
   এবং ইহা আপনার হইতে নামিয়া আসুক|
(“Lord, Send a Revival” by Dr. B. B. McKinney, 1886-1952;
      ডঃ হেইমার্সের দ্বারা পরিবর্তিত)|

আজ রাত্রে প্রত্যেকেই মন পরিবর্তনের জন্য প্রার্থনা করুন (সকলে প্রার্থনা করুন)|

এস, আমার আত্মায়, তোমার উপযোগী উদ্যম,
যীশু ভালবাসেন প্রার্থনার উত্তর দিতে;
তিনি স্বয়ং তোমাকে প্রার্থনার উত্তর দিয়াছেন,
অতএব তোমাকে না বলিবেন না,
অতএব তোমাকে না বলিবেন না|

তুমি রাজার নিকটে আসিতেছ;
তুমি বৃহৎ বিনতি লইয়া আসিয়াছ;
তাঁহার অনুগ্রহ এবং ক্ষমতা এমনই,
কেহই কখনও অত্যাধিক চাহিতে পারে না,
কেহই কখনও অত্যাধিক চাহিতে পারে না!

আজকের সন্ধ্যায় আপনাকে পাপ থেকে উদ্ধার করা যেতে পারে| পবিত্র আত্মা আপনার কৃত পাপের প্রতি আপনাকে জাগ্রত করতে পারেন| খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা আপনাকে পাপ থেকে শুচি করার জন্য পবিত্র আত্মা আপনাকে তাঁর প্রতি আকর্ষণ করতে পারেন| পরিত্রাণ পাওয়ার বিষয়ে যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান, তাহলে অনুগ্রহ করে অডিটোরিয়ামের পিছনে ডঃ কেগান এবং জন কেগানকে অনুসরণ করুন| তারা আপনাকে একটি নির্জন ঘরে নিয়ে যাবেন যেখানে আমরা কথা বলতে ও প্রার্থনা করতে পারব| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: মথি 7:7-11 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Come, My Soul, Thy Suit Prepare” (John Newton, 1725-1807) |