Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




অনেক ক্লেশের মধ্যে দিয়ে
স্বর্গরাজ্যে প্রবেশ

ENTERING THE KINGDOM
THROUGH MUCH TRIBULATION
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 24শে এপ্রিল, প্রভুর দিনের
সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি
প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, April 24, 2016

‘‘আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাঁহারা লুস্ত্রায়, ইকনিয়ে ও আন্তিয়খিয়ায় ফিরিয়া গেলেন; যাইতে যাইতে তাঁহারা শিষ্যদের মন সুস্থির করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন, অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:21-22)|


সম্প্রতি আমি শুনেছি দুইজন যুবক বলাবলি করছেন যে 25 বছর আগে আমাদের মন্ডলীতে সংঘটিত সেই মহাভাঙ্গনের বিষয়ে আমার কথা বলা বন্ধ করা উচিৎ| তারা বলছিলেন আমার উচিৎ ভবিষ্যতের বিষয়েই প্রচার করা এবং অতীতে আমাদের লোকেরা যে ভয়ঙ্কর বিষয়গুলির মধ্য দিয়ে গিয়েছিলেন সেই বিষয়ে না বলা| এখন আমি সব সময়েই সমালোচনা শুনে থাকি, বিশেষ করে বন্ধুদের করা সমালোচনা| এবং সেই সব যুবকেরা আমার বন্ধু| কিন্তু তারা একেবারে ভুল করছেন! সম্পূর্ণভাবে ভুল! আসলে আমি মন্ডলীর সেই ভয়ঙ্কর মহা ভাঙ্গনের বিষয়ে যথেষ্ট প্রচার করি না| এবং ঈশ্বর আমাকে দেখিয়েছেন যে আমাকে অবশ্যই এই বিষয়ে আবার প্রচার করতে হবে, এবং আবার, এবং বারবার - যতক্ষণ না এর অন্তর্বর্তী বার্তা আপনাদের হৃদয়ে প্রবেশ করছে এবং আপনাদের জীবনকে পরিবর্তিত করছে! এবং তারপরে আমাকে অবশ্যই প্রচার করে যেতে হবে এমনকী আরও বেশি করে! হ্যাঁ, বেশি করে এবং আরও বেশি এবং আরও আরও বেশি করে প্রচার - আবার, আবার, এবং বারবার!

গল্পটি খুব সাধারন| সেই সময়ে আমাদের মন্ডলীতে আমরা প্রায় 500 জন সদস্য ছিলাম| কিন্তু সেখানে আমাদের মন্ডলীর কোন একজন ‘‘নেতা’’ ছিলেন যিনি বলেছিলেন যে আমি খুবই নঞর্থক| তিনি বলেছিলেন যে আমি লোকেদের কাছে খুব বেশি দাবি করি|

তিনি আমাকে বলতেন একজন প্রজাপীড়ক শাসক এবং একনায়ক কারণ খ্রীষ্ট যা প্রচার করতেন আমিও তাই প্রচার করতাম - ‘‘যে কেহ নিজের ক্রুশ বহন না করে, ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে, সে আমার শিষ্য হইতে পারে না’’ (লূক 14:27)| এবং সেই কারণে "সহজতর" জীবন লাভ করার জন্য, 400 লোক আমাদের মন্ডলী ছেড়ে চলে গিয়েছিলেন| তাদের ভাগ্যে কি ঘটেছিল? ভাল, সেই ‘‘প্রাক্তন নেতা’’ তাদের মধ্যে মাত্র চোদ্দ বা পনেরজনকে ধরে রাখতে পেরেছিলেন তার শুধুমাত্র-রবিবারের-সকালের ছোট্ট ‘‘সহজ’’ মন্ডলীতে| অন্যেরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন| তাদের মধ্যে কেউই বিজয়ী খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হননি, অথবা ঈশ্বরের জন্য বেশি কিছু করেননি| তাদের আধ্যাত্মিক জীবন শুকিয়ে গিয়েছিল, এবং তারা বসন্তের ঝরা পাতার মতন উড়ে গেছিলেন| খ্রীষ্ট বলেছিলেন, ‘‘যে কোন ব্যক্তি লাঙ্গলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়’’ (লূক 9:62)|

হ্যাঁ, আমি ‘‘সেই 39’’ জন লোকের উপরে প্রচার করতে চলেছি যারা এই গৃহকে রক্ষা করেছিলেন| আমি সেই চারশ লোকের উপরে প্রচার করতে চলেছি যারা মন্ডলী ত্যাগ করেছিলেন এবং জগতে ফিরে গিয়েছিলেন! হ্যাঁ, আমিই! মন্ডলীর কয়েকজন বিদ্রোহী সন্তান এবং পশ্চাদ্পসারণ করা ব্যক্তিরা বলছেন, ‘‘তিনি কর্কটরোগে আক্রান্ত একজন বৃদ্ধ মানুষ এবং তিনি অত কথা বলতে পারেন না|’’ এই সমস্ত কথা গণ্য করবেন না! আমি এখনও মারা যাইনি! যেমন চল্লিশ বছর আগে করতাম তেমনই আজ সকালেও আমি শাস্ত্রীয় বিরোধমূলক বিষয় এবং দুর্বল নব্য-সুসমাচার প্রচারমূলক বিষয়ের প্রতিটি বিন্দুকে ঘৃণা করছি! হ্যাঁ, ঘৃণাই হল সঠিক শব্দ| আমি এটা ঘৃণা করি! ঘৃণা - ঘৃণা! পবিত্র ঘৃণার সঙ্গে ঘৃণা করা, কারণ খ্রীষ্ট স্বয়ং তা ঘৃণা করেন! বাইবেল বলছে, ‘‘মন্দকে ঘৃণা কর ও উত্তমকে ভালবাস’’ (আমোষ 5:15)|

খ্রীষ্ট ঐ সমস্ত দুর্বল লায়দিকেয়াস্থ, শাস্ত্রবিরোধী, অলস নব্য-সুসমাচার প্রচারমূলকদের বলেছিলেন - খ্রীষ্ট যা বলেছেন তা হল, ‘‘আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি’’ (প্রকাশিত বাক্য 3:16)| হ্যাঁ! ‘‘আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিব’’ (রাইরি, NASV margin)| ‘‘আমি তোমাকে বমন করিব! আমি তোমাকে বমন করিব! আমি তোমাকে বমন করিব, মুখ হইতে থু করিয়া ফেলিব, নিজমুখ হইতে তোমাকে - উদ্গীরণ করিব!’’ ডঃ চার্লস সি. রাইরি ঐ পদের সম্বন্ধে বলেছেন, ‘‘কদুষ্ণ অথবা স্বাভাবিক অথবা আপোসপূর্ণ...মন্ডলী হল প্রভুর নিকট ঘৃণ্য, এবং তাঁহার উদ্দেশ্যের প্রতি ক্ষতিদায়ক’’ (Ryrie Study Bible; note on Revelation 3:16)|

লায়দ্দেকিয়ার অধিবাসীদের কদুষ্ণতা প্রতিবিধানের উপায় কি? নব্য-সুসমাচার প্রচারে অলসতা এবং বিদ্রোহ নিরাময়ের উপায় কি? সেই নিরাময় আমাদের পাঠ্যাংশের মধ্যেই আছে:

‘‘অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)|

প্রেরিত পৌল এবং তার সহকারী বার্নবাস লুস্ত্রা, ইকনিয় এবং আন্তিয়খিয়াতে ফিরে গিয়েছিলেন| তারা সেই শহরগুলিতে ফিরে এসেছিলেন সেখানকার নতুন খ্রীষ্ট বিশ্বাসীদের শিক্ষা দিতে| ডঃ থমাস হেল এই মন্তব্যসমূহ করেছেন| তিনি বলেছেন,

      একটি স্থানে শুধুমাত্র একবার মাত্র প্রচার করাই যথেষ্ট নহে| নতুন বিশ্বাসীগণের প্রতি শিক্ষাদান এবং বিশ্বাসের মধ্যে তাহাদের প্রতিষ্ঠা করিবারও প্রয়োজন আছে| এবং পৌল এবং বার্নবাস যাহা করিয়াছিলেন উহাই তাহা| তাহারা নূতনদের (উদ্ধারপ্রাপ্তদের) এই বলিয়া সতর্ক করিয়াছিলেন যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইলে তাহাদের বিস্তর কষ্ট সহ্য করিতে হইবে| যদি তাহারা খ্রীষ্টের সহিত সহভাগি উত্তরাধিকারী হইতে চাহেন তাহা হইলে তাহাদেরকে তাঁহার জন্য কষ্ট সহ্য করিতে হইবে| (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary, Chariot Victor Publishing, 1997; note on Acts 14:22) |

23 নং পদের উপরে করা তার মন্তব্যে, ডঃ হেল নির্দেশ করেছেন যে পৌল এবং বার্নবাস যাদের শিক্ষাদান করেছিলেন তারা সকলেই ছিলেন সম্পূর্ণ নূতন খ্রীষ্ট বিশ্বাসী| তিনি বলেছিলেন যে এমনকী এই মন্ডলীগুলিতে ‘‘প্রাচীন’’ যারা তারাও ‘‘ছিলেন নূতন বিশ্বাসী’’ (আইবিড., পদ 23)| পৌল এবং বার্নবাস এই সমস্ত সম্পূর্ণ নূতন খ্রীষ্ট বিশ্বাসীদের শিক্ষা দিয়েছিলেন ‘‘যে আমাদিগকে অনেক ক্লেশের মধ্য দিয়া ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)| ম্যাথিউ হেনরীর মন্তব্য বলছে, ‘‘কেবল মাত্র তাহারাই নহে, কিন্তু অবশ্যই আমাদিগকেও: ইহা অবশ্যই গণ্য করিতে হইবে যে যাহারা স্বর্গে যাইবে সেই সকলে অবশ্যই ক্লেশ এবং তাড়নার প্রত্যাশা করিবে...কেহ মনে করিবেন যে ইহা পারতপক্ষে তাহাদের প্রতি একটি মানসিক আঘাত তুল্য হইবে, এবং উহা তাহাদের পরিশ্রান্ত করাইবে| না...ইহা তাহাদিগকে সুনিশ্চিত হইতে সাহায্য করিবে, এবং খ্রীষ্টের জন্য তাহাদের আবদ্ধ করিয়া রাখিবে... ‘খ্রীষ্ট যীশুতে যাহারা পবিত্রভাবে বাস করিবে তাহারা তাড়না ভোগ [করিবে]’...যাহারা খ্রীষ্টের শিষ্য হইবে তাহারা অবশ্যই নিজেদের ক্রুশ তুলিয়া লইবেন’’ (Matthew Henry’s Commentary on the Whole Bible; note on Acts 14:22)|

যীশু, আমি আমার ক্রুশ তুলেছি, সব ছেড়ে তোমায় অনুসরণ করতে;
   নিঃসঙ্গ, ঘৃণা, পরিত্যক্ত, তবু, এখন থেকে, তুমিই আমার সব হবে;
আমি যা চেয়েছি, আশা করেছি, এবং আমার জ্ঞাত আকাঙ্খা, সব বিনষ্ট কর;
   তবুও কত মহান আমার অবস্থা, ঈশ্বর আর স্বর্গ এখনও আমার নিজের!
(“Jesus, I My Cross Have Taken” by Henry F. Lyte, 1793-1847) |

‘‘অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)|

I. প্রথমত, মন পরিবর্তনের ক্লেশ |

পাঠ্যাংশ এই বিষয়েই বলছে, ‘‘অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে|’’ গ্রীক শব্দ ‘‘thilipsis’’ এর অনুবাদ হল ‘‘ক্লেশ|’’ এর অর্থ হল ‘‘চাপ, নিদারুন যন্ত্রনা, ভারাক্রান্ত, কষ্টদায়ক’’ (স্ট্রং)| বাইবেলের সেই মহান আদিরূপ সংক্রান্ত মন পরিবর্তনের বিষয়টির কথা ভাবুন| তার মধ্যে একটি হল যাকোবের মন পরিবর্তন|

‘‘আর যাকোব তথায় একাকী রহিলেন; আর এক পুরুষ প্রভাত পর্য্যন্ত তাঁহার সহিত মল্লযুদ্ধ করিলেন...তাঁহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকোবের ঊরুফলক স্থানচ্যুত হইল’’ (আদিপুস্তক 32:24, 25)|

সেই ‘‘মানুষ’’ যিনি যাকোবের সঙ্গে মল্লযুদ্ধ করেছিলেন তিনি ছিলেন ঈশ্বরের পুত্র, আর যাকোব বলেছিলেন, ‘‘আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখি হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল| পরে তিনি পনূয়েল পার হইলে সূর্য্যোদয় হইল| আর তিনি ঊরুতে খোঁড়াইতে [খোঁড়াইতে ছিলেন, NASV] লাগিলেন’’ (আদিপুস্তক 32:30, 31)| যাকোব তার অবশিষ্ট জীবনভর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছিলেন কারণ তার মন পরিবর্তনের সেই রাত্রিতে তিনি আহত হয়েছিলেন, যখন তার নাম যাকোব থেকে পরিবর্তন করে ইস্রায়েল করা হয়েছিল ‘‘যাহার অর্থ ছিল ‘ইনি ঈশ্বরের সহিত যুদ্ধ করেন’’’ (Ryrie Study Bible)| আপনার নিজের মন পরিবর্তনের কথা মনে করুন| আপনি কি ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করেননি? খ্রীষ্টকে বিশ্বাস করার আগে কি আপনার কোন প্রতিকূল অবস্থা ছিল না?

তারপরে পৌলের মন পরিবর্তনের কথা চিন্তা করুন| তিনি সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন খ্রীষ্টের দ্বারা যিনি বলেছিলেন, ‘‘যাঁহাকে তুমি তাড়না করিতেছ’’ (প্রেরিত 9:5)| ডঃ হেনরী এম. মরিস বলেছিলেন যে তিনি ‘‘একগুঁয়ে পশুর ন্যায় আচরণ করিতেছিলেন, তাহার অঙ্কুশ দ্বারা তাড়িত যন্ত্রণার বিরুদ্ধে বিদ্রোহ করিতেছিলেন’’ (The Defender’s Study Bible)| ‘‘এবং তিনি কাঁপিতে কাঁপিতে সহসা বিস্ময়বিহ্বল হইয়া বলিয়াছিলেন, প্রভু, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে?’’ (প্রেরিত 9:6)| তারপরে মন পরিবর্তনের আগে পৌল তিনদিনের জন্য অন্ধত্বের মধ্যে ছিলেন এবং উপবাস করেছিলেন (প্রেরিত 9:17)|

তারপরে আগষ্টিন, লুথার, ব্যানিয়ান, হোয়াইটফিল্ড, ওয়েসলী, স্পারজিয়ন সম্বন্ধে - খ্রীষ্টীয় ইতিহাসের সেই মহান মন পরিবর্তনের বিষয়ে পড়ুন| পরিত্রাতাকে বিশ্বাস করার আগে তারা - প্রত্যেকেই ক্লেশ, চাপ, নিদারুন যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলেন, পাপের দ্বারা ভারাক্রান্ত এবং গভীরভাবে যন্ত্রণাগ্রস্ত হয়েছিলেন| আপনি কি মনে করেন যে আপনি বাস্তবিকেই কমপক্ষে কোনরকমের চাপ, নিদারুন যন্ত্রণা এবং আপনার পাপের জন্য ভারাক্রান্ত হওয়ার কোন অনুভূতি ব্যতীতই মন পরিবর্তন করতে পারবেন? আপনি একটি ভ্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন| কিন্তু পাপের দোষী সাব্যস্ত হওয়া ছাড়া কোন মানুষ প্রকৃতভাবে মন পরিবর্তন করতে পারে না| দিয়াবল কিছু লোককে বলেন যে যদি তারা চোখের জল ফেলেন তাহলে তারা দুর্বল| সুতরাং তারা ‘‘মনুষ্যোচিতভাবে’’ পাপের চেতনায় বাধাদান করেন| সেটা পুরুষোচিত কাজ নয়! সেটা হল একটা একগুঁয়ে বোকামি - ঈশ্বরের আত্মার প্রতিরোধ করা! সেই খ্রীষ্টের প্রতিরোধ করা যিনি তাকে রক্ষা করার জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| সেই মানুষটি একজন মুসলমানের চাইতে কোন অংশে ভাল নয় যিনি মনে করেন যে যখন তিনি ছোট্ট শিশুদের হত্যা করছেন, মেয়েদের ধর্ষন করছেন, এবং একটি তলোয়ার দিয়ে যুবকদের মাথা কেটে দিচ্ছেন, তখন তিনি পুরুষোচিত| আপনি কি কখনও আপনার পাপের জন্য চোখের জল ফেলেছেন? ‘‘আপনি কখনও আমাকে সেটা করতে দেখবেন না,’’ তিনি বলেন| ‘‘আপনি আমাকে দুর্বল করতে পারবেন না| আমি কান্নাকাটি করা শিশু নই!’’ তিনি এই বলে শ্লাঘা করেন| আমি বলছি আপনি দিয়াবলের চাইতে কোন অংশে ভাল নন - যিনি ঈশ্বরের সামনে নত হতে অস্বীকার করেন! একজন মানুষ যিনি তার কৃত পাপের জন্য চোখের জল ফেলতে ভয় পান তিনি হলেন অন্তরে ভীরু এক মানুষ| সেটা ‘‘he-man’’(হি-ম্যান) এর কাজ নয়| সেটা কোন ‘‘macho-man’’(ম্যাচো-ম্যান) এর কাজ নয়| তিনি হলেন নাঁকিকান্না কাঁদা ভীরু একজন মানুষ যিনি সর্বশক্তিমান ঈশ্বরের সামনে নিজের পাপসমূহ স্বীকার করতে ভয় পান!

‘‘অনেক ক্লেশের [নিদারুন যন্ত্রণা এবং সংকটপূর্ণ হৃদয়ের] মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)|

II. দ্বিতীয়ত, পবিত্রতার ক্লেশ |

সেখানে শুধুমাত্র মন পরিবর্তনের সময়কার ক্লেশই থাকে না - একজন পরিপক্ক খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার জন্যও ক্লেশের প্রয়োজন আছে| প্রেরিত পৌল বলেছিলেন,

‘‘ক্লেশ ধৈর্য্যকে, ধৈর্য্য পরীক্ষাসিদ্ধতাকে এবং পরীক্ষাসিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে; আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতুক আমাদিগকে দত্ত পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে’’ (রোমীয় 5:3-5)|

খ্রীষ্টের রক্তের বিষয়ে আমি জন ম্যাকআর্থারের সঙ্গে আদৌ একমত হই না| ঐ গুরুত্বপূর্ণ বিষয়টিতে তিনি খুবই ভ্রান্ত! কিন্তু রোমীয় 5:3-5 পদের উপরে তার মন্তব্য যথাযথভাবে সঠিক| তিনি বলেছেন, ‘‘ক্লেশ, ইহা চাপ বোঝাইবার জন্য ব্যবহৃত একটি শব্দ, যেরূপে জলপাই অথবা আঙুর হইতে নিংড়াইয়া রস বাহির করিতে চাপ প্রয়োগ করা হয় সেইরূপ| এইস্থানে উহারা জীবনযাপনের স্বাভাবিক চাপসমূহ নহে, বরং উহারা হইতেছে সেই অবশ্যম্ভাবী সংকটসমূহ যাহা খ্রীষ্টের অনুগামীদের সম্মুখে আসিয়া থাকে...এইরূপ সমস্যাসমূহ প্রভূত আত্মিক উপকারিতা উৎপন্ন করে... ধৈর্য্য, এই শব্দটি সহিষ্ণুতা নির্দেশ করে, চাপের সম্মুখে নতি স্বীকার না করিয়া অসাধারন ভার এবং চাপের অধীনস্থ হইয়া অবিচল থাকিবার সক্ষমতা...সেই সংকটসমূহ যাহা উৎপন্ন করে তাহার কারণে খ্রীষ্ট বিশ্বাসীরা ক্লেশের অধীনে থাকিয়া গৌরব করিতে পারে’’ (The MacArthur Study Bible)|

ক্লেশের মাধ্যমে, চাপ এবং পরীক্ষা এবং হৃদয়ভগ্নের মাধ্যমে আমরা শক্তিশালী খ্রীষ্ট বিশ্বাসী হয়ে থাকি| যখন আমি সেই দুই যুবককে বলতে শুনেছিলাম যে অলিভাস ভাঙ্গনের বিষয়ে আমার আর কিছু বলা উচিৎ নয়, তখন আমি জানতাম যে সেই বক্তব্য ছিল শয়তানের যে সেটা তাদের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল| আমি জানতাম যে তারা খুবই ভুল করছে| এবং সেটা আমাকে আগের তুলনায় আরও দৃঢ় করেছিল এই বিষয়ে প্রচার করতে যে এই মন্ডলীকে রক্ষা করার জন্য আমাদের বিশ্বস্ত লোকেরা কি ভীষন এক পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন| যদি আপনি স্বয়ং সেই পরীক্ষাগুলির মধ্য দিয়ে যেতে অস্বীকার করেন তাহলে কিভাবে আপনি কখনো এক দৃঢ় খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার আশা করতে পারেন? যে সব লোক আমাদের মন্ডলীকে রক্ষা করেছিলেন তাদের আমরা ডাকি ‘‘সেই 39’’ বলে| যাতে আপনি এই সুন্দর মন্ডলী গৃহ পেতে পারেন তার জন্য প্রায় 39 জন লোক দুঃখভোগ করেছিলেন| তারা আপনাদের জন্য তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন| আপনার কত সাহস যে আমাকে আপনি তাদের বিষয়ে কথা বলতে বারণ করছেন? কি সাহস আপনার! আপনি কখনও ঈশ্বরের জন্য কিছু উৎসর্গ করেননি! ঈশ্বর আপনাদের সামনে বাস্তব হবেন না তা মনে হওয়ার মধ্যে আশ্চর্য্যের কিছু নেই! আপনি নিজের সম্বন্ধে খারাপ অনুভব করছেন এবং আপনার উৎসাহ ও বিশ্বাস হারাচ্ছেন, তাতে আশ্চর্য্যের কিছু নেই! একজন উত্তম খ্রীষ্ট বিশ্বাসী হতে গেলে ‘‘সেই 39’’ দের মতন আপনাকেও অবশ্যই ক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে| কোন ক্লেশের মধ্য দিয়ে আপনি গিয়েছেন? কোন কিছুই নয়! আপনি এটা গ্রহণযোগ্য বলেই ধরেই নিচ্ছেন যে সমস্ত কিছুই আপনার জন্য সরবরাহ করা হচ্ছে! যদি আপনি সংকটের মধ্য দিয়ে এবং ক্রুশ বহনের এবং বলিদানের মধ্য দিয়ে যেতে অস্বীকার করেন, আপনি কখনও, চিরকালের জন্য মিসেস সালাজার, অথবা কার্লা বেব্যুট, অথবা ডঃ কেগান, অথবা বেন গ্রিফিথ, অথবা আবেল প্রুধোম্মে, অথবা মিঃ সং, অথবা মিসেস হেইমার্সদের মতন একজন দৃঢ় খ্রীষ্ট বিশ্বাসী হতে পারবেন না| যদি আপনি যীশু খ্রীষ্টের জন্য নিজের জীবন উৎসর্গ করতে অস্বীকার করেন তাহলে আপনি কখনও একজন উত্তম খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হবেন না!

অন্য কোন এক রাত্রে ডঃ কেগান আমার জীবনের বিষয়ে যে প্রচার করেছিলেন সেটা আপনাদের মধ্যে কেউ কেউ পছন্দ করেননি| আপনাদের মধ্যে কেউ কেউ সেটাকে অতি নঞর্থক বলে মনে করেছিলেন| এটাই ভেবেছিলেন যে ‘‘সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে কে আর যেতে চায়?’’ ভাল, আমি আপনাকে বলব, আমি যদি সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে না যেতাম তাহলে আজ সকালে এখানে মন্ডলীর কোন গৃহ থাকত না! যদি আমি সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে না যেতাম তাহলে আপনিও হয়ত এখানে থাকতেন না! ‘‘মন্ডলীর শিশুরা’’ তোমরা এখানে থাকতে না! এমনকী তোমাদের কোন অস্তিত্বই থাকত না যদি না আমি সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতাম! আমি তোমাদের পিতামাতাদের খ্রীষ্টের প্রতি পরিচালিত করেছি| আমি তাদের বিবাহ সম্পন্ন করেছি| একটা নারকীয় মন্ডলী ভাঙ্গনের মধ্যেও আমি তাদের পালন করেছি| তোমরা এই মন্ডলী শিশুরা এমনকী বেঁচেও থাকতে না যদি আমি সেই সমস্ত বেদনা ও দুঃখভোগের মধ্যে দিয়ে না যেতাম!

আমার 75 তম জন্মদিনে একমাত্র একজন মন্ডলী শিশু আমাকে একটি জন্মদিনের কার্ড পাঠিয়েছে! ‘‘সেই 39’’ এর প্রত্যেকে আমাকে কার্ড এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন| কিন্তু একমাত্র একটি মন্ডলী শিশু আমাকে কার্ড পাঠিয়েছে| সে এমন একটি শিশু, আমাদের মন্ডলীতে যার জন্ম হয়েছিল এবং যাকে রক্ষা করা হয়েছিল, এবং সমস্ত মন্ডলী সন্তানদের মধ্যে, একমাত্র সে, আমাকে একটি জন্মদিনের কার্ড পাঠিয়েছিল| এবং আমার হৃদয়কে উৎফুল্ল করতে সে মাত্র এই কয়েকটি কথা লিখেছিল,

প্রিয় ডঃ হেইমার্স,

      শুভ 75তম জন্মদিন| যীশুর প্রতি আপনার সমস্ত বিশ্বস্ততা ও সেবাকাজের জন্য ঈশ্বর আপনাকে আশীর্ব্বাদ করুন! আপনার মতন একজন পালকের জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ! সমস্ত কিছুর দিকে নজর রাখা এবং যীশুর জন্য বেঁচে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই| যীশুর কাছে আপনার জীবন এক অদ্ভুত সাক্ষ্য! একজন বিশ্বস্ত খ্রীষ্ট বিশ্বাসীর উদাহরণ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই| খ্রীষ্টের জন্যই আপনার জীবন হল এক আশ্চর্য্য জীবন কারণ তা অনেককে স্পর্শ করেছে| ‘‘আপনি অটল, অবিচল, এবং প্রভুর কাজের জন্য সর্ব্বদা উপচিয়ে পড়ুন|’’ ডঃ হেইমার্স, আপনি আমাকে সেই পদটির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং এটা আমার প্রার্থনা যে এই মন্ডলী দৃঢ় গতিতে উন্নত হবে এবং এই মন্ডলীর জন্য আপনার দর্শনকে সাগ্রহে গ্রহণ করবে এবং যীশুর কাছে এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করবে! ঈশ্বর আপনাকে আশীর্ব্বাদ করুন এবং রক্ষা করুন, যীশুর নামে, (এবং সে তার নাম সই করেছে)| তার নামের তলায় সে লিখেছে I যোহন 2:17,

"আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী|"

বাকি সমস্ত সন্তানদের প্রতি আমি ক্রুদ্ধ নই| আদৌ না| আমি কেবলমাত্র তোমাদের আত্মার জন্য ভয় পাচ্ছি| আমি শুধুমাত্র তোমাদের জন্য প্রার্থনা করছি, কখনও কখনও সারা রাত্রি ধরে প্রার্থনা করছি| তোমাদের জন্য আমার ভয় করছে কারণ আমি জানি,

‘‘অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)|

আমি জানি যে যদি আপনি ‘‘সেই 39’’ জনকে হৃদয়ে সযত্নে পোষণ না করেন - যদি আপনি তাদের ভাল না বাসেন এবং তাদের আত্ম-উৎসর্গের উদাহরণ অনুসরণ না করেন - তাহলে আপনি কখনই আমার স্বপ্নের এবং দর্শনের সেই বিশাল মন্ডলীর অংশীদার হবেন না| একজন লোক যিনি নিজের ঘাড় শক্ত করে থাকেন এবং বলেন, ‘‘আমি ইহা কখনও করিব না,’’ হচ্ছেন সেই লোক যিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ না করার বিপদের মধ্যে রয়েছেন| বাইবেল বলছে, ‘‘যে পুনঃ পুনঃ অনুযুক্ত হইয়াও ঘাড় শক্ত করে, সে হঠাৎ ভাঙ্গিয়া পড়িবে, তাহার প্রতীকার হইবে না’’ (হিতোপদেশ 29:1)| যীশু বলেছিলেন,

‘‘অতএব স্মরণ কর, কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম্ম সকল কর; নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব’’ (প্রকাশিত বাক্য 2:5)|

অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং আপনার গানের পাতার 3 নম্বর গানটি করুন|

সবই যীশুর জন্য, সবই যীশুর জন্য! আমার সবই মুক্তির শক্তি:
   আমার সব চিন্তা এবং বাক্য এবং কাজ, আমার সব দিন ও আমার সব দন্ড|
সবই যীশুর জন্য! সবই যীশুর জন্য! আমার সব দিন ও আমার সব দন্ড;
   সবই যীশুর জন্য! সবই যীশুর জন্য! আমার সব দিন ও আমার সব দন্ড|

আমার হাত তাঁর আহ্বান সম্পাদন করুক, আমার পা তাঁর পথে চলুক;
   আমার দুইচোখ শুধু যীশুকেই দেখুক, আমার ওষ্ঠদুটি তাঁর প্রশংসা করুক|
সবই যীশুর জন্য! সবই যীশুর জন্য! আমার ওষ্ঠদুটি তাঁর প্রশংসা করুক;
   সবই যীশুর জন্য! সবই যীশুর জন্য! আমার ওষ্ঠদুটি তাঁর প্রশংসা করুক|

যেহেতু আমার চোখদুটি যীশুতে স্থির, আমি চারপাশের সব দৃষ্টি হারিয়েছি;
   আমার আত্মার দর্শন শৃঙ্খলিত, ক্রুশারোপিতের প্রতি দৃষ্টি স্থির|
সবই যীশুর জন্য! সবই যীশুর জন্য! ক্রুশারোপিতের প্রতি দৃষ্টি স্থির;
   সবই যীশুর জন্য! সবই যীশুর জন্য! ক্রুশারোপিতের প্রতি দৃষ্টি স্থির|
(“All For Jesus” by Mary D. James, 1810-1883) |

আপনার পাপের দেনা শোধ করার জন্য খ্রীষ্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| আপনাকে সমস্ত পাপ থেকে শুচী করার জন্য তিনি রক্ত ঝরিয়েছিলেন| আপনাকে অনন্ত জীবন দান করতে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন| তিনি উপরে স্বর্গে ঈশ্বরের ডানদিকে বিরাজ করছেন| যখন আপনি পাপ থেকে ঘুরে দাঁড়ান এবং যীশুতে বিশ্বাস স্থাপন করেন, তৎক্ষনাৎ তিনি আপনাকে উদ্ধার করেন| যীশুর দ্বারা উদ্ধারপ্রাপ্তির বিষয়ে আপনি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে অনুগ্রহ করে এখনই ডঃ কেগানকে অনুসরণ করে এই অডিটোরিয়ামের পিছনের দিকে চলে যান| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: প্রেরিত 14:19-23 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Living For Jesus” (by Thomas O. Chisholm, 1866-1960) |


খসড়া চিত্র

অনেক ক্লেশের মধ্যে দিয়ে
স্বর্গরাজ্যে প্রবেশ

ENTERING THE KINGDOM
THROUGH MUCH TRIBULATION

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র|

‘‘আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাঁহারা লুস্ত্রায়, ইকনিয়ে ও আন্তিয়খিয়ায় ফিরিয়া গেলেন; যাইতে যাইতে তাঁহারা শিষ্যদের মন সুস্থির করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন, অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:21-22)|

(লূক 14:27; 9:62; আমোষ 5:15; প্রকাশিত বাক্য 3:16)

I.   প্রথমত, মন পরিবর্তনের ক্লেশ, আদিপুস্তক 32:24, 25, 30, 31; প্রেরিত 9:5, 6, 17 |

II.  দ্বিতীয়ত, পবিত্রতার ক্লেশ, রোমীয় 5:3-5;I যোহন 2:17; হিতোপদেশ 29:1;
প্রকাশিত বাক্য 2:5 |