Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




বীজবাপকের দৃষ্টান্ত

THE PARABLE OF THE SOWER
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|
by Dr. R. L. Hymers, Jr.

২০১৫ সালের, ৮ই নভেম্বর, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, November 8, 2015


সাধারনত যেভাবে আমি প্রচার করে থাকি তার থেকে আলাদা কোন এক উপায়ে আমি এই প্রচার করতে চলেছি| আমি চাই আপনারা নিজেদের বাইবেলের মার্ক এর চতুর্থ অধ্যায়টি খুলুন| আমি আপনাদের কাছে বীজবাপকের দৃষ্টান্তের বিষয়টি ব্য্খ্যা করে দিচ্ছি| এটা মথি, মার্ক এবং লূকের মধ্যে পাওয়া যায়| কিন্তু আজ রাত্রে আমরা মার্ক থেকে এর অধ্যয়ণ করবো| এই দৃষ্টান্ত হল একটা গল্প যা যীশু ব্যাখ্যা করার জন্য বিশদভাবে বলেছিলেন এবং তার মধ্যে দিয়ে সরলভাবে একটি সাধারন আধ্যাত্মিক সত্য তুলে ধরেছিলেন|

এই দৃষ্টান্তের মূল সত্যটি কী? সেটা হল এইরকম - সেই সমস্ত লোক যারা সুসমাচার শোনেন তাদের মধ্যে বিশাল এক অংশ পরিত্রাণ পাবেন না! খুব বেশি হলে, লোকেদের এক বৃহৎ সংখ্যক অংশ যারা শুনেছেন যে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তারাও পরিত্রাণ পাবেন না| তারা নরকে যাবেন! সমস্ত জনতা নরকে যাবে| কেবলমাত্র খুব অল্পসংখ্যক লোক পরিত্রাণ পাবে| আজকের দিনে এই কথাগুলি অনেক লোককে বিস্মিত করে| তারা বলেন, "আমি বিশ্বাস করি না যে ঈশ্বর কাউকে নরকে পাঠান|" আপনি তখন বলেন, "কিন্তু বাইবেলের ঈশ্বর লোকদের নরকে পাঠিয়ে থাকেন|" তারা বলেন, "আমি সেই ঈশ্বরে বিশ্বাস করি না| আমার ঈশ্বর কখনো সেইরকম করেন না|" তারা বলতে চান যে সেই ঈশ্বর যাকে তারা নিজেদের মনের মতন করে তৈরী করে নিয়েছেন তিনি কখনো এই জিনিষ করেন না| কিন্তু যে ঈশ্বরকে আপনি নিজের মনের মতন করে তৈরী করে নিয়েছেন আমরা সেই ঈশ্বরের বিষয়ে বলছি না| "আপনি যেমন বোঝেন তেমন ঈশ্বর" এই বিষয়ে "Twelve Step" লোকেরা বলাবলি করে| আমি কিন্তু সেই ভ্রান্ত ঈশ্বরের বিষয়ে কোন কথা বলছি না| যে ঈশ্বরকে আপনি নিজের মনের মতন করে "তৈরী করে" নিয়েছেন তিনি হলেন ভ্রান্ত ঈশ্বর| "আপনি যেমন বোঝেন তেমন ঈশ্বর" হলেন ভ্রান্ত ঈশ্বর| আমি সেই ঈশ্বরের কথা বলছি যাঁকে আপনি বোঝেন না! তিনি হলেন সেই ঈশ্বর যিনি নিজেকে স্বতন্ত্রভাবে কেবলমাত্র বাইবেলের মধ্যে প্রকাশ করেছেন| তিনি হলেন বাইবেলের ঈশ্বর! এবং সেখানে অন্য আর কেউ নেই! আমি সেই ভ্রান্ত ঈশ্বর এর কথা বলছি না যাঁকে আপনি বিশ্বাস করেন| আমি বলছি সেই প্রকৃত ঈশ্বরের কথা - যিনি বাইবেলের মধ্যে দিয়ে আমাদের প্রতি প্রকাশিত হয়েছেন| আপনাদের ভ্রান্ত ঈশ্বর লোকেদের নরকে পাঠান না| কিন্তু প্রকৃত ঈশ্বর পাঠান| মথি ৭:১৩ পদে প্রভু যীশু খ্রীষ্ট বলেছেন যে বেশির ভাগ লোক "ধ্বংস হওয়ার প্রতি" নরকে যায়| পরবর্তী পদে প্রভু যীশু খ্রীষ্ট বলেছেন যে যারা পরিত্রাণ পান তাদের সংখ্যা "খুব কম" - সত্যি সত্যিই খুব কম| আর সেটাই হল এই দৃষ্টান্তের প্রধান বক্তব্য|

এটা হচ্ছে খুবই সাধারন একটি গল্প যা যীশু খ্রীষ্ট বলেছিলেন| তিনি বলেছিলেন যে একজন কৃষক বীজ বপন করতে গিয়েছিল| যখন সে বীজগুলি ছডিয়ে দিচ্ছিল, তখন কিছু বীজ রাস্তার ধারে পড়ে যায়| পাখিরা উড়ে আসে এবং সেই বীজগুলি দ্রুত খেয়ে ফেলে| আরও কিছু বীজ পড়ে যায় পাথুরে জায়গার উপরে যেখানে খুব একটা মাটি ছিল না| সেই জায়্গার বীজগুলি থেকে খুব দ্রুত গাছ বেড়িয়ে গেছিল, কিন্তু যখন সূর্য্য উঠল তখন তার তাপে সেই গাছগুলি শুকিয়ে গেছিল এবং মরে গেছিল, কারণ সেইস্থানের গাছগুলির শক্তপোক্ত কোন শিকড় তৈরী হয়নি| কিছু বীজ পড়েছিল কাঁটা গাছ এবং ঝোপঝাড়ের মধ্যে পড়েছিল| সেখানে ঝোপঝাড়ের আগাছাগুলি এমন বেড়ে উঠেছিল এবং আসল বীজের গাছগুলিকে ঢেকে ফেলেছিল যে, ঐ গাছে আর কোন ফল ধরল না| সবার শেষে, কিছু বীজ উর্বর মাটিতে পড়েছিল, সেগুলি বেড়ে উঠেছিল এবং খুব ভাল ফসল উৎপন্ন করেছিল| এই হল দৃষ্টান্ত| এটা একটা সাধারন ছোট্ট গল্প - কিন্তু এটা আমাদের দেখিয়ে দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ এক সত্য যে - খুব অল্পসংখ্যক মানুষ যারা মন দিয়ে সুসমাচার শোনেন তারাই শেষ পর্যন্ত পরিত্রাণ পেয়ে থাকেন!

এই দৃষ্টান্তের মধ্যে যে চার ধরনের মাটির কথা বলা হয়েছে সেগুলি নির্দেশ করছে চার ধরনের মানুষের প্রতি যারা সুসমাচার শোনেন| বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য, বাইবেল, যীশু খ্রীষ্টের মাধ্যমে পাওয়া মুক্তির বাণী| প্রত্যেকটি লোক যারা এই মন্ডলীতে আসছেন তারা সকলেই সুসমাচার শুনছেন| এই বিষয়ে তারা সকলে কি করছেন সেটা বোঝান হচ্ছে দৃষ্টান্তের মধ্যে বলে দেওয়া এই চার ধরনের মাটির উদাহরনের দ্বারা|

১| প্রথমত, যারা সুসমাচার শোনেন এবং তৎক্ষণাৎ সেটা ভুলে যান, তারা হারিয়ে যান |

মার্ক ৪:১৫ পদের দিকে দেখুন,

"পথের পার্শ্বে যাহারা, তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য-বীজ বুন যায়; আর যখন তাহারা শুনে, তৎক্ষণাৎ শয়তান আসিয়া, তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়" (মার্ক ৪:১৩)|

এরা হলেন সেই সমস্ত লোক যারা আসেন এবং আমাদের মন্ডলীতে একবার বা দুইবারের জন্য ঘুরে যান| তারা ঈশ্বরের বাক্য শোনেন, মুক্তির সেই বাণী| কিন্তু "পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল" (মার্ক ৪:৪)| যে পাখিরা খেয়ে ফেলল সেই পাখিরা বলতে এখানে শয়তান এবং তার দিয়াবলদের বোঝাচ্ছে| "তৎক্ষণাৎ শয়তান আসিয়া, তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়" (মার্ক ৪:১৫)|

আমরা তাদের বলেছি যে খ্রীষ্ট তাদের পাপের দেনা শোধ করার জন্য ক্রুশের উপর মৃত্যুবরণ করেছেন| দিয়াবল তাদের বলে, "তোমাদের কোন পাপ নাই| তোমরা সবাই খুব ভাল লোক|" সুতরাং দিয়াবল তাদের মনের ভিতরে কাজ করার দ্বারা দ্রুত বাক্য হরণ করে নিয়ে যায়| আমরা বলি, "আপনাকে অনন্ত জীবন দান করিবার জন্য খ্রীষ্ট মৃত্যু থেকে পুনঃরুত্থিত হইয়াছেন|" দিয়াবল বলে, "উহা বিশ্বাস করিও না! ইহা একটি পৌরাণিক রূপকথা, একটি রূপকথার গল্প|" সুতরাং দিয়াবল তাদের মনের ভিতরে কাজ করার দ্বারা দ্রুত বাক্য হরণ করে নিয়ে যায়| যীশু বলেছেন যে দিয়াবল "হচ্ছে এক মিথ্যাবাদী" (যোহন ৮:৪৪)| সে আপনাকে সুসমাচার বিশ্বাস করা থেকে এবং পরিত্রাণ লাভ করা থেকে দূরে রাখার জন্য মিথ্যা কথা বলে| সে আপনাকে তার ক্রীতদাস করে রাখতে চায়!

আমরা অনেক হারানো লোককে সুসমাচার শোনার জন্য প্রত্যেক রবিবারে নিয়ে আসি| তাদের বেশির ভাগই আর ফিরে আসেন না| আমরা তাদের পরিত্রাণের বার্তা দিই| আমরা তাদের দুপুরের (বা রাত্রের) প্রধান খাবার দিই এবং বড় করে জন্মদিনের পার্টি দিই| আমরা তাদের মন্ডলীতে আসার পথ সহজ করে দিই| কিন্তু আমি যা প্রচার করি তাদের মধ্যে বেশির ভাগ লোক তা মনে রাখে না| কেন? কারণ "তৎক্ষণাৎ শয়তান আসিয়া, তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়," সেইজন্যে! কিছু লোক তাদের উপরে প্রচারের কোন প্রভাব ছাড়াই অনেকবার করে মন্ডলীতে আসেন| কেন? কারণ প্রত্যেকবার তারা দিয়াবলের কথা শোনে, এবং সে তাদের অন্তর থেকে বাক্য তুলে নিয়ে চলে যায়| এমনকী আমরা তাদেরকে বাক্যের-পর-বাক্য সাজিয়ে প্রচারের পান্ডুলিপি তাদের বাড়িতে নিয়ে গিয়ে পড়বার জন্য দিয়েছি| তারা কি সেটা প্রকৃতই পড়েছে এবং আন্তরিকতার সঙ্গে এই বিষয়ে কিছু ভেবেছে? না, তারা ভাবেনি| আমি জানি যে তাদের মধ্যে বেশির ভাগই বাড়ি পৌঁছান মাত্র এই পান্ডুলিপিটিকে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিয়েছেন| আমি সেটা জানি| কিন্তু আমরা ঠিক এইরকম করেই চলেছি| কেন আমরা এই একই জিনিষ করেই চলেছি? কারণ যীশু বলেছেন, "বাহির হইয়া রাজপথে রাজপথে বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদের পীড়াপীড়ি কর" (লূক ১৪:২৩)| কারণ ঈশ্বর আমাদের বলেছেন,

"তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও, তাহারা শুনুক, বা [না] শুনুক: তাহারাত অত্যন্ত বিদ্রোহী" (যিহিষ্কেল ২:৭)|

যতই আমরা "শেষের দিনের" গভীরতর দিকে প্রবেশ করবো ততই লোকেরা আরও বেশি করে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে| সেই অনুসারে শয়তান এবং তার দিয়াবলেরা আরও বেশি বেশি করে সক্ষম হয়ে পড়ে লোকদের হৃদয় এবং মন থেকে ঈশ্বরের বাক্যকে তুলে নিতে| চল্লিশ বছর আগে আপনি বাইরে একটি সূচনা দিতে পারতেন যাতে লেখা থাকত যে, "এখানে সন্ধ্যা ৭টায় বাইবেল অধ্যয়ণ করা হয়|" যুবক ব্যক্তিরা, যাদের মধ্যে অনেকেই, কেবল এই ধরনের একটি সূচনা দেখে হাজির হতেন| আমি জানি| আমি হিপ্পিদের নিয়ে সানফ্রান্সিস্কোর কাছে একটি মন্ডলী শুরু করেছিলাম| তারা সকলেই ছিল পাপী| নিশ্চয়ই তারা পাপী ছিল| কিন্তু তারা যতই খারাপ থাকুক না কেন, তারা আজকের দিনের যুবকদের থেকে অনেক, অনেকগুণ ভাল ছিল! বর্তমানের বেশির ভাগ যুবক ব্যক্তিদের হৃদয় এতটাই শক্ত হয় যে আপনি একটা ভারী হাতুড়ির আঘাত করেও তাদের হৃদয়ে প্রবেশ করতে পারেন না! তবুও আমরা ঠিক এইরকম করে চলব, "তাহারা শুনুক, বা [না] শুনুক" - কারণ ঈশ্বর আমাদের এইরকম করতে বলেছেন! এবং কখনও কখনও আমরা কোন একজনকে দেখতে পাব যিনি নির্বাচিতদের মধ্যে আছেন, তিনি মন দিয়ে সুসমাচার শুনেছেন এবং পরিত্রাণ পেয়েছেন| কিন্তু এই ধরনের ঘটনা ক্রমশ আরও বেশি করে দুর্লভ হয়ে পড়ছে যেহেতু এই যুগ শেষ হয়ে আসছে, এবং বর্তমান জগৎ সমাপ্তির দিকে এগিয়ে আসছে| আমি দৃঢ়নিশ্চিত যে ঈশ্বর আমাদের লোকদের বিচার, অন্ততপক্ষে এই আমেরিকাতে, করতে শুরু করেছেন তাদের কাছে পাঠানোর দ্বারা "ভ্রান্তির কার্য্যসাধন, যাহাতে তাহারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে" (২য় থিষলনীকীয় ২:১১)| তবুও আমরা এও জানি যে ঈশ্বর, দুর্নিবার অনুগ্রহের দ্বারা, মনোনীতদের আকর্ষণ করবেন, এমনকী আজকের এই মন্দ এবং দিয়াবল অধ্যুষিত দিনগুলিতেও! আমরা খুব একটা বিশাল মাপের জনতার অন্বেষণ করছি না| আমরা অন্বেষণ করছি, যেখানে সেখানে, সেই সমস্ত অল্পসংখ্যক লোকদের যাদের ঈশ্বর পরিত্রাণ লাভ করানোর জন্য মনোনীত করে রেখেছেন| কারণ যীশু বলেছেন, "তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমিই তোমাদের মনোনীত করিয়াছি" (যোহন ১৫:১৬)| ঈশ্বর কোন একজনকে নিয়ে আসবেন যাকে তিনি তাঁর সার্বভৌম অনুগ্রহের দ্বারা মনোনীত করেছেন! হালেল্লুইয়া! কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করেননি "শয়তান [আসিয়া] তৎক্ষণাৎ, তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া [লইয়া] যায়" (মার্ক ৪:১৫)| আপনার ব্যাপারটি কী? আপনি কী ঈশ্বরের মনোনীতদের মধ্যে একজন - অথবা আপনি কী শয়তানকে আপনার হৃদয় থেকে ঈশ্বরের বাক্য হরণ করার সুযোগ করে দেবেন - এবং আপনার পাপ নিয়ে বেঁচে থাকবেন আর শেষে পাপে মারা যাবেন? কারণ যীশু বলেছেন, "অনেকেই আহুত, কিন্তু অল্পই মনোনীত" (মথি ২২:১৪)|

২| দ্বিতীয়ত, যারা সুসমাচার শুনেছেন এবং আনন্দের সঙ্গে তা গ্রহণ করেছেন, কিন্তু যখন তারা প্রলোভিত হয়েছেন তারা ধীরে ধীরে, হারিয়ে গিয়েছেন |

মার্কের ৪:১৬-১৭ পদগুলি দেখুন|

"আর সেইরূপ যাহারা পাষাণময় ভূমিতে উপ্ত; তাহারা এমন লোক, যাহারা বাক্যটি শুনিয়া, তৎক্ষণাৎ আহ্লাদপূর্ব্বক গ্রহণ করে; আর তাহাদের অন্তরে মূল নাই, কিন্তু তাহারা অল্প কালমাত্র স্থির থাকে: পরে, সেই বাক্য হেতু ক্লেশ কিম্বা তাড়না ঘটিলে, তৎক্ষণাৎ বিঘ্ন পায়" (মার্ক ৪:১৬-১৭)|

এই সমস্ত পাষাণময় ভূমির লোকেরা প্রথম দলের লোকদের একেবারে বিপরীত| তারা আহ্লাদপূর্ণভাবে এবং আনন্দের সঙ্গে সুসমাচার গ্রহণ করে| তারা মন্ডলীতে নিয়মিত আসে এবং আসতে ভালবাসে| তারা অবিলম্বে পরিতৃপ্তির সঙ্গে গান করতো| তারা প্রার্থনা সভায় যোগদান করত| তারা সুসমাচার প্রচারের যেত| এটা খুব বড় একটা জিনিষ! তারা এগুলো করতে ভালবাসতো! তারা প্রচারের পান্ডুলিপি বাড়িতে নিয়ে যেত এবং যত্ন করে সেগুলো পাঠ করতো|

কিন্তু কোন একটা জিনিষ হারিয়ে যাচ্ছে| তাদের "কোন শিকড় নাই|" তারা খ্রীষ্টে বদ্ধমূল নয়, "তাঁহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত" নয় (কলসীয় ২:৭)| এবং "অনুরূপভাবে কিন্তু কিছু সময়ের জন্য|" ডঃ জে. ভারন্ন ম্যাকগী বলেছিলেন, "তাহার প্রকৃতই উদ্যমী হইয়া থাকে, কিন্তু খ্রীষ্টের সহিত তাহাদের প্রকৃত কোন সম্পর্ক নাই| ইহা হইতেছে কেবলমাত্র একটি আবেগপূর্ণ আড়ম্বর" (Thru the Bible, note on Matthew 13:20, 21)|

কিছুক্ষণ পরেই তারা দেখেন যে মন্ডলীতে থাকার জন্য তাদের কিছু সমস্যা দেখা দিচ্ছে| কিছু একটা অসুবিধা হচ্ছে এবং তারা আর মন্ডলীতে আসার প্রয়োজন অনুভব করছেন না| মন্ডলীতে থাকার জন্যে যখন অসুবিধা অথবা নির্যাতন তাদের সামনে উপস্থিত হয় তখন "তৎক্ষণাৎ তাহারা বিঘ্ন পায়|" আক্ষরিকভাবে, এর অর্থ হলো এই যে, "তৎক্ষণাৎ তাহারা সরিয়া পরে" (NIV দেখুন)| এটা প্রায়শই বড়দিন এবং নতুন বছরের "ছুটির" সময়ে ঘটে থাকে| তারা জানে যে আমরা চাই যে তারা যেন বড়দিনের ভোজে, বড়দিনের পূর্বাহ্ন সভায়, এবং নতুন বছরের প্রাক্কালে অনুষ্ঠিত নিশিপালন সভায় আসেন| তারা আসার জন্য পরিকল্পনা করে| কিন্তু তখন কোন একটা কিছু হয়, তারা অবিশ্বাসীদের সঙ্গে সংঘটিত হচ্ছে এইরকম কোন একটা পার্টিতে আমন্ত্রিত হয়, অথবা অন্য কোনরকমের কিছু একটা ঘটে যায়| তারা জগতের কাছে আত্মসমর্পন করে - এবং করার পরে, প্রথমবারের মতন সেখানে কিছুটা "যন্ত্রনা" অথবা সমস্যা হয়ে থাকে| আপনি কী "সরে পরবেন" যখন আপনি "ছুটির দিনের" দ্বারা পরীক্ষিত হবেন? আপনি কী হারানো বন্ধুদের সঙ্গে কোন এক জাগতিক পার্টিতে, এক আমোদপূর্ণ স্থানে অথবা একটি নাচের অনুষ্ঠানে চলে যাবেন? আপনি কী হারানো বন্ধুদের সঙ্গে লা ভেগাসে, অথবা অন্য কোনখানে, ছুটে যাবেন? প্রত্যেক বছর আমরা দেখি যে খ্রীষ্টে বদ্ধমূল নয় এমন কিছু লোক থাকেন, যারা ছুটির দিনের সময়ে খুব দ্রুত সরে পরে|

ডঃ ডেভিড এফ. ওয়েলস ছিলেন এক বিখ্যাত সংস্কার সাধক ঈশ্বরতত্ত্ববিদ| তিনি বলেছিলেন, "ইহাদের [লোকদের] সেই আত্ম-প্রতিশ্রুতির মূল্য প্রদানের কোন অভিপ্রায় ছিল না যাহার প্রয়োজন থাকে যদি সত্যকারেই সেই বার্তাকে বিশ্বাস করিতে হয়...এই সমস্ত [তথাকথিত] 'পরিত্রাণ প্রাপ্তেরা' তাহাদের জীবন এই পথে বিপর্যস্ত করিয়া দিতে অস্বীকার করে| এখানে, স্পষ্টতই প্রতীয়মান হইতেছে যে, বর্তমানে আমেরিকাতে এমন অনেকেই রহিয়াছেন" (David F. Wells, Ph.D., The Courage to be Protestant, Eerdmans Publishing Company, 2008, p. 89)|

ডঃ জে. ভারন্ন ম্যাকগী এই সমস্ত লোকদের বলেছেন, "আলকা-শেল্টৎজার খ্রীষ্ট বিশ্বাসী| তাহাদের মধ্যে বহুল পরিমানে ফোঁস-ফোঁসানি আছে...খ্রীষ্টের সহিত তাহাদের কোন প্রকৃত সম্পর্ক নাই| ইহা হইতেছে কেবলমাত্র একটি ভাবাবেগের মানদন্ড| তাহারা হইতেছে পাষাণময় ভূমির লোক" (ibid.)|

৩| তৃতীয়ত, যারা সুসমাচার শুনেছেন, কিন্তু এই জগতের উদ্বিগ্নের দ্বারা এবং ধনীদের প্রতারণাপূর্ণতায়, এবং অন্য বিষয়ের কামলালসার দ্বারা রুদ্ধ হয়েছেন, তারা হারিয়ে গিয়েছেন |

মার্ক ৪:১৮, ১৯ পদ দেখুন|

"আর অন্য যাহারা কাঁটাবনের মধ্যে উপ্ত তাহারা এমন লোক; যাহারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া, ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া, ঐ বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহা ফলহীন হয়" (মার্ক ৪:১৮, ১৯)|

ডঃ ম্যাকগী বলেছিলেন, "দিয়াবল পথের ধারের জাতি পাইয়াছিলেন, এবং মাংসিক ইচ্ছায় পাষাণময়-ভূমির জাতির তত্ত্বাবধান করিয়াছিলেন, কিন্তু জগত এইরূপ বাক্য শ্রবনকারী শ্রেনীদের দমন করিয়াছিল| জগতের সতর্কতা প্রবেশ করিয়াছে...আমি দেখিতে পাইতেছি যে লোকদের একটি বৃহৎ অংশ জগতের তত্ত্বাবধানকে ঈশ্বরের বাক্য চিৎকার করিয়া বলিবার সুযোগ করিয়া দিতেছে" (ibid.)|

আমরা এইরকম বার বার ঘটতে দেখেছি| কিছু যুবক মন্ডলীতে আসেন এবং মনে হয় যেন তারা পরিত্রাণ পেয়েছেন| তারপর, কিছুদিন পরে, তারা স্নাতক হন এবং অর্থ উপার্জনে লেগে পড়েন| তাদের একটি সন্তান থাকে| তারা অন্য বিষয়ের প্রতি কামাভিলাষ শুরু করেন| বিশদভাবে বলার জন্য আমি NIV থেকে উদ্ধৃত করছি| এতে বলা হচ্ছে যে তারা, "ঈশ্বরের বাক্য শুনে, কিন্তু এই জীবনের উদ্বিগ্নতা, ধনের প্রতারণাপূর্ণতা এবং অন্যান্য বিষয়ের প্রতি ইচ্ছা ভিতরে আসে এবং বাক্যকে রুদ্ধ করে দেয়|"

প্রায় কুড়ি বছর আগে প্রচুর সংখ্যক লোক আমাদের মন্ডলী ছেড়ে চলে গিয়েছিল| ওলিভাস নামের একজন লোক আমাদের ছেড়ে চলে গেছিলেন এবং বিকল্প একটি মন্ডলী শুরু করেছিলেন| তিনি আমাদের মন্ডলীর লোকদের বলেছিলেন যে আমি নাকি বড্ড কঠোর নিয়ন্ত্রক ছিলাম| তাদের রবিবারের সান্ধ্যকালীন সেবায় যাওয়ার প্রয়োজন হয় না| তাদের কেবল প্রয়োজন হত সকালের সভায় যোগদান করা, এবং সভা পরবর্তী আহারে যোগ দেওয়া| হারানো লোকদের মন্ডলীতে ফিরিয়ে আনার প্রয়োজন তাদের ছিল না| তাদের শুধু দরকার ছিল নিজেদেরকে সভায় আনা - আর সেটাও যখন তাদের সুবিধা হত সেই সময়ে| এটা বড়ই আশ্চর্য্যের! তারা এই কঠোর নিয়ন্ত্রক এক বৃদ্ধ প্রচারকের হাত থেকে মুক্ত হয়েছে! কিন্তু খুব শীঘ্রই তাদের অধিকাংশ লোকই সেই বিকল্প মন্ডলী ছেড়ে চলে গিয়েছিল| তাদের একজন লোক মিঃ প্রুধোম্মেকে বলেছিলেন, "এই মন্ডলী হল কেবলমাত্র জগতে ফিরে আসার যাত্রাপথের মধ্যবর্তী, কোন একটি স্টেশন|" এটাই হয়েছিল সেই "ওলিভাস মন্ডলীর দলাদলি"র ঘটনায়| এইরকম কী আবার ঘটবে? হ্যাঁ, আবার এই জিনিষ হবে - যদি এই জগতের উদ্বিগ্নতা, ধনের প্রতারণাপূর্ণতা, এবং অন্যান্য বিষয়ের প্রতি অভিলাষ আপনার জীবনে বাক্যকে রুদ্ধ করে দেয়! হ্যাঁ, কন্টকপূর্ণ-ভূমির মন্ডলীর লোকদের জীবনে এটা ঘটবে! হ্যাঁ, এরকম হবে!

এখন, আবার ডঃ জে. ভারন্ন ম্যাকগীর কথা শুনুন,

এই তিন ধরনের ভূমি তিনটি ধরনের বিশ্বাসীদের প্রতিনিধিত্ব করে না - তাহারা আদৌ বিশ্বাসী নয়! তাহারা বাক্য শুনিয়াছিল এবং শুধুমাত্র ইহা গ্রহণ করিতে প্রকাশ্যে ঘোষণা করিয়াছিল...অন্য কথায় বলিতে হয় যে তাহারা পরিত্রাণ লাভ করে নাই...কেবলমাত্র তাহাদের এক চতুর্থাংশ প্রকৃত পরিত্রাণ পাইয়াছিল| স্পষ্টভাবে বলিতে গেলে, আমার নিজের সেবাক্ষেত্রে আমি দেখিয়াছি যে এই শতাংশের হিসাবটি এমনকী উহার চাইতে অনেক কম (McGee, ibid., pp. 73, 75)|

তারা সরে পরবে এবং আপনাকে বলবে যে তারা পরিত্রাণ লাভ করেছে| কিন্তু তারা মোটেও পরিত্রাণ প্রাপ্ত লোক নয়! আমি ডঃ ম্যাকগীর সঙ্গে সম্পূর্ণভাবে এই ব্যাপারে একমত| তিনি এই সমস্ত হারানো লোকদের সম্বন্ধে বলেছিলেন, হারানো সুসমাচার প্রচারকদের বিষয়ে "আমি তাহাদিগকে সাউদার্ণ ক্যালিফোর্নিয়া ধরনের মতন শ্রেণীবিভাগ করি" (ibid., p. 73)| ডঃ ডেভিড এফ. ওয়েল্স বলেছিলেন, "তাহারা হইতেছে এমন 'লঘু খ্রীষ্টধর্মের' উদাহণস্বরূপ [উদাহরন] যাহাতে এত সংখ্যক সুসমাচার প্রচারমূলক মন্ডলীগুলি জনে জনে প্রচার করিতেছে...বাইবেলীয় দর্শনে খ্রীষ্টের শিষ্য হওয়ার অর্থ কি ইহার সম্বন্ধে তাহাদের দশজনের মধ্যে একজনেরও কম সংখ্যক ব্যক্তির কুয়াশাচ্ছন্ন ধারণা আছে" (Wells, ibid., p. 91)| ভাইদের প্রতি, আমেন!

৪| চতুর্থত, যারা সুসমাচার শোনেন, সেটা গ্রহণ করেন, এবং ফল উৎপাদন করেন, তারাই হচ্ছেন সেই ব্যক্তি যারা পরিত্রাণ পেয়ে থাকেন |

২০ নং পদটি দেখুন,

"আর যাহারা উত্তম ভূমিতে উপ্ত; তাহারা তাহারা এমন লোক যাহারা সেই বাক্য শুনিয়া, গ্রাহ্য করে, এবং ত্রিশ গুণ, কেহ ষাট গুণ, ও কেহ শত গুণ, ফল দেয়" (মার্ক ৪:২০)|

এই সমস্ত লোকরা কারা? আপনাকে কিছু নাম বলে দেওয়াটা সম্ভবত সবথেকে সহজতম হবে| এরা হলেন সেই সমস্ত লোক যাদেরকে আপনার অনুসরণ করে চলা উচিৎ| এরা হলেন সেই সমস্ত লোক যাদেরকে আপনার জীবনের আদর্শ করা উচিৎ| তারা হলেন ডঃ এবং মিসেস কেগান, ডঃ এবং মিসেস চান, মিঃ এবং মিসেস গ্রিফিত, মিঃ এবং মিসেস সং, মিঃ এবং মিসেস মিনাইন, মিসেস সালাৎজার (বিশেষ করে তিনি!), মিঃ এবং মিসেস সানডার্স, মিঃ এবং মিসেস ওলিভাসি, মিঃ এবং প্রুধোম্মে, মিঃ এবং মিসেস লী, মিসেস হেইমার্স, মিঃ জাবালজা, সারগিও মিলো, এমি জাবালজা, লারা এস্কোবার, জন্ স্যামূয়েল কেগান - এদের মতন লোক! আমি তাদের মধ্যে কেবল কয়েকজনের নাম বলতে পেরেছি! এদের উদাহরন অনুসরণ করুন এবং আপনি ভুল পথে চালিত হবেন না! আমেন! হালেল্লুইয়া! যীশুর নামের গৌরব হোক!

খ্রীষ্টে বিশ্বাসের দ্বারা এটা শুরু করা হয়| খ্রীষ্টকে বিশ্বাস করার দ্বারা এটা বেড়ে ওঠে| খ্রীষ্টকে বিশ্বাস করার দ্বারা এটা শিষ্যত্ব গ্রহণ করার দিকে প্রবাহিত হবে| যেমন একটি পুরানো গানে বলা হয়েছে, "যাহা কিছু পরাভূত হোক তাঁহাকে বিশ্বাস কর, যীশুকে বিশ্বাস কর, উহাই সব!" প্রথম তিনটি দলের একটি লোকও কখনও যীশুতে বিশ্বাস স্থাপন করেনি| তারা নিজেদের উপর বিশ্বাস বজায় রেখে চলেছিল| সেটাই হল কারণ যে তারা "চলে গেছিল" এবং আমাদের মন্ডলী ছেড়ে দিয়েছিল| তারা যীশুকে বিশ্বাস করেনি| তারা বিশ্বাস করেছিল নিজেদের ভাবনা চিন্তাকে এবং তাদের নিজস্ব অনুভূতিকে| নিজেকে বিশ্বাস করা বন্ধ করুন - এবং খ্রীষ্টকে বিশ্বাস করতে শুরু করুন| এখনই তাঁকে বিশ্বাস করুন, এবং তিনি তাঁর বহুমূল্য রক্তের দ্বারা আপনাকে সমস্ত পাপ থেকে শুচী করবেন! তাঁকে এখনই বিশ্বাস করুন, এবং আপনি শীঘ্রই অনন্ত জীবনের অধিকারী হবেন! আমেন! হালেল্লুইয়া! যীশুর নামের প্রশংসা হোক! ডঃ চান, অনুগ্রহ করে আমাদের প্রার্থনায় পরিচালিত করুন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: লূক ৮:১১-১৫ |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“If I Gained the World” (by Anna Olander, 1861-1939) |


খসড়া চিত্র

বীজবাপকের দৃষ্টান্ত

THE PARABLE OF THE SOWER

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|

১| প্রথমত, যারা সুসমাচার শোনেন এবং তৎক্ষণাৎ সেটা ভুলে যান, তারা হারিয়ে যান,
মার্ক ৪:১৫, ৪; যোহন ৮:৪৪; লূক ১৪:২৩; যিহিষ্কেল ২:৭; ২য় থিষলীনীকীয় ২:১১; যোহন ১৫:১৬; মথি ২২:১৪ |

২| দ্বিতীয়ত, যারা সুসমাচার শুনেছেন এবং আনন্দের সঙ্গে তা গ্রহণ করেছেন, কিন্তু যখন তারা প্রলোভিত হয়েছেন তারা ধীরে ধীরে, হারিয়ে গিয়েছেন, মার্ক ৪:১৬, ১৭;
 কলষীয় ২:৭ |

২| তৃতীয়ত, যারা সুসমাচার শুনেছেন, কিন্তু এই জগতের উদ্বিগ্নের দ্বারা এবং ধনীদের প্রতারণাপূর্ণতায়, এবং অন্য বিষয়ের কামলালসার দ্বারা রুদ্ধ হয়েছেন, তারা হারিয়ে গিয়েছেন, মার্ক ৪:১৮, ১৯ |

২| চতুর্থত, যারা সুসমাচার শোনেন, সেটা গ্রহণ করেন, এবং ফল উৎপাদন করেন,
তারাই হচ্ছেন সেই ব্যক্তি যারা পরিত্রাণ পেয়ে থাকেন, মার্ক ৪:২০ |