Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




ঈশ্বর যেখানে পাপীদের আকর্ষন করেন

WHERE GOD DRAWS SINNERS
(Bengali)

লেখক : ডঃ আর এল হাইমার্স, জে আর।
By Dr. R. L. Hymers, Jr.

২০১৪ সালের, ১২ই জানুয়ারী, সকালবেলায় সদাপ্রভুর একটি দিনে লস এঞ্জেলসের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাকলে এক সংবাদ প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, January 12, 2014


গত সপ্তাহে এক খ্রীষ্টীয় বিশ্ববিদ্যালয়ের মন্ডলীর ইতিহাসের সন্মানীয় অধ্যাপকের কাছ থেকে আমি একটি পত্র পাই| তিনি বলেছেন, “আপনার ‘সাইবার স্পেসে খ্রীষ্টমাস!’ নামক সংবাদ শুনে, আমি আনন্দ লাভ করেছি! খুব একটা বেশীদিন নয়, আমি বেশ কিছু নূতন সম্ভার এবং (তেজোদীপ্ত নারীযোদ্ধা) ও (আপনার বই) আমাদের মৃতপ্রায় নগরীতে এক নীতিবাগিশের কথা বলে নিয়ে এনেছিলাম| সেগুলো আমি পালকদের দিয়ে অনুনয় করেছিলাম যেন তারা ইহা পড়ে|”

আর একজন ব্যক্তির কাছ থেকে সেটা ছিল অত্যন্ত সৌজন্যসূচক বিষয় যিনি, প্রায় চল্লিশ বৎসরেরও বেশী, পরিচর্যাকারী ছাত্রদের প্রতি খ্রীষ্টীয়ানিটির ইতিহাসকে শিক্ষা দিয়েছিলেন!

বন্ধুগন, এটা হল অত্যন্ত অনন্য ওয়েবসাইট| এই সংবাদ ১৭০টা দেশের মধ্যে ২৮টি ভাষায় মানুষের কাছে যাচ্ছে| আপনি কি জানেন এই জগতে সম্পূর্নভাবে এক-তৃতীয়াংশের মধ্যে আমেরিকা থেকে এমনকি একটি মিশনারী পর্যন্ত যায় নি? তারা জগতের ১/৩ অংশে যেতে পারে না! কিন্তু ইন্টারনেট তো সব জায়গাতেই যায় - তা এমনকি সাম্যবাদীদের দেশ চিন, কিউবা, আফগানিস্থান, এবং ইরান! এই সংবাদ সব জায়গাতেই যায়| আর এই বন্ধ দেশগুলোতে দেশীয় প্রচারকেরা তাদের নিজেদের ভাষায় আমার সংবাদকে মুদ্রন করে, আর সেগুলো তাদের লোকেদের কাছে প্রচার করে| তাদের মধ্যে অন্যান্য সরঞ্জামগুলো খুবই অল্প যার দ্বারা তারা সংবাদকে প্রস্তুত করতে পারে| আমার সংবাদকে তারা ব্যবহার করে আর ইহা করার দ্বারা তারা ভীষনভাবে আশীর্বাদ লাভ করছে| আপনি কি প্রতি মাসে ২৫ ডলার বা ৫০ ডলার করে আমাদের কাছে পাঠাতে পারবেন যাতে আমরা আরো ভাষাকে যুক্ত করতে সক্ষম হই? সংবাদের শেষটা শুনুন, আর আমি যখন ফিরে আসবো তখন আপনি শুনবেন যে কিভাবে মাসিক দানকে পাঠাতে হয় যাতে আমরা আরো বেশী ভাষা সংযুক্ত করতে পারি!

এখন অনুগ্রহ করে যিরমিয় ৩১:৩ খুলুন|

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম” (যিরমিয় ৩১:৩)।

কিং জেমসের বাইবেলের সঙ্গে মার্টিন লুথার একমত পোষন করেন যে হিব্রু ক্রিয়াপদ “মশোক” যার অর্থ “আকর্ষণ” বা “টেনে আনা”| ইংরেজীতে NASV অনুবাদক যিরমিয় ৩৮:১৩ পদে এই হিব্রু শব্দকে “টানিয়া তোলা” বলে উল্লেখ করেছেন| আমরা এই পদটিকে এইভাবে অনুবাদ করতে পারি:

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া দ্বারা টানিয়া তুলিলাম”। (যিরমিয় ৩১:৩)|

ঈশ্বর আপনাকে প্রেম করেন, সুতরাং তিনি আপনাকে টেনে তুলেন বা দয়া করেন!

“আমি মনুষ্যের বন্ধনী দ্বারা তাহাদিগকে (আকর্ষণ) করিতাম, আর প্রেম (রজ্জুর) দ্বারাই করিতাম” (হোশেয় ১১:৪)

এই পদটি নির্দেশ করে যে ঈশ্বর প্রাচীনকালে ইস্রায়েলকে মিশর থেকে “আকর্ষণ” করলেন আর প্রতিজ্ঞাত দেশে নিয়ে গেলেন| তারা আমাদের দেখায় – খ্রীষ্ট যীশু পরিত্রাণের মধ্যে ঈশ্বর কিভাবে পাপময় জীবন থেকে পাপীদের আকর্ষণ করলেন!

হোশেয় ১১:৪ এবং যিরমিয়ের ৩১:৩ এই দুটি পদ থেকে ইহা স্বভাবতই পরিষ্কার যে ঈশ্বর পাপীদের এইভাবে “টেনে তোলেন”, তাদের উদ্ধার করার জন্য| কিন্তু যিরমিয় ও হোশেয় কেবলমাত্র ইঙ্গিত করে যে কোথায় তিনি আপনাকে টেনে তোলেন| বাইবেলের অন্য জায়গাতেও, আমাদের সুনির্দ্দিষ্টভাবে বলা হয়েছে যে তিনি যখন তার অনুগ্রহে আমাদের উদ্ধার করেন, তখন ঈশ্বর কোথায় আমাদের টেনে তোলেন|

১. প্রথম, ঈশ্বর আপনাকে স্থানীয় মন্ডলীতে আকর্ষণ করেন ।

আমি মন্ডলীতে এসেছিলাম কিশোর বয়সে কেননা কোন একজন আমাকে নিয়ে এসেছিল| সম্প্রতি সময়ে আমি একটি পরিসংখ্যান পড়েছি যা দেখায় যে জনসংখ্যার ৮২% যারা হারিয়ে যাওয়া জগৎ থেকে মন্ডলীতে এসেছেন এইজন্যই কেননা তাদের বন্ধুদের দ্বারাই আনা হয়েছে| কেবলমাত্র অতি ক্ষুদ্র মাত্রায় যে সংখ্যক লোক মন্ডলীতে আসে তারা মুদ্রিত বিজ্ঞাপনকে বা নৈতিকতা বিষয়ক পুস্তিকা পড়েই আসে| আর এইভাবে আমিও মন্ডলীতে এসেছি| কোন একজন আমাকে মন্ডলীতে নিয়ে গিয়েছিল আর এইভাবেই আমাকে নিয়ে যেতেই থাকে| যখন আমি সেখানে উপস্থিত না হই তখন মিঃ বিন নামে মন্ডলীর এক ডিকন আমাকে পরিদর্শন করতে আসে| তিনি আমাকে ফিরে আসার জন্য উৎসাহিত করেন| এখনও পর্যন্ত আমার স্মৃতিতে, মিঃ বিন ও তার স্ত্রীকে আমার কাকিমা মায়ারটেলসের দরজাতে দাঁড়িয়ে থাকতে দেখি| এই প্রাচীন লোকেদের ও মহিলাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই| তিনি বেশভূষাতে সজ্জিভূত থাকতেন নীল রংয়ের স্যুট ও টাই পড়ে, আর তার স্ত্রীর মাথাতে থাকতো টুপি, সমস্ত দিক দিয়ে সুন্দরভাবে পরিচ্ছদে আচ্ছন্ন থাকতেন, আর যেভাবে মহিলারা তাদের পরিচ্ছদ পড়তেন তা অতি সভ্য| আর তারা পরিদর্শন করতে এসেছিলেন পনের-বৎসরের এক-বালকের সঙ্গে, এটাই নিশ্চিত করতে যেন আমি মন্ডলীতে পুনরায় ফিরে যাই| য্তদিন আমি জীবিত থাকবো এই বিষয় আমি একেবারেই ভুলে যাবো না| ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই পুরাতন ডিকন ও তার স্ত্রীর জন্য!

আপনাকে মন্ডলীতে টেনে আনার প্রতি ঈশ্বর মিঃ এবং মিসেস বিনের মতো লোকেদের ব্যবহার করেন| আমি যখন ছোট বালক ছিলাম ডাঃ এবং মিসেস ম্যাকগোয়ান আমাকে তাদের সন্তানদের সঙ্গে মন্ডলীতে নিয়ে যেতেন| আমার বয়স যতদিন পর্যন্ত না কুড়ি হয়েছে ততোদিন আমি খ্রীষ্টীয়ান হইনি, কিন্তু মন্ডলীতে ডাঃ এবং মিসেস ম্যাকগোয়ানের সাথে আসতাম| মন্ডলীতে আমি পুনরায় ফিরে আসতে শুরু করি মিঃ এবং মিসেস বিনের পরিদর্শনের দ্বারা| বাইবেল বলে,

“প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)।

পুনরায়, বাইবেল বলে:

“এইভাবে মন্ডলী সমূহ বিশ্বাসে দৃঢ়ীভূত হইতে থাকিল, এবং দিন দিন সংখ্যায় বৃদ্ধি পাইল” (প্রেরিত ১৬:৫)।

ইহা হল সেই মন্ডলী যেখানে আপনি খ্রীষ্টের সুসমাচার শোনেন এবং উদ্ধার লাভ করেন| আর এইভাবে সকলের মধ্যে ৮২% যারা মন্ডলীতে এসেছে, তাদের মধ্যে সুসমাচার প্রচারিত হয়েছে, আর কারো না কারো দ্বারা তাদের সেখানে আনা হয়েছে| সুতরাং, ইহা এই তালিকা থেকে, এবং বাইবেল থেকে, এটা খুবই পরিষ্কার যে, ঈশ্বর সবসময়েই লোকেদের ব্যবহার করেন মানুষকে মন্ডলীতে আকর্ষণ করার জন্য!

আর তার পরেই, মন্ডলীর মধ্যে, সেই সুসমাচার প্রচারিত হয়| করিন্থীয় নগরীতে যারা বসবাস করতেন তাদের সেই মন্ডলীর লোকেদের প্রেরিত পৌল বলতেন:

“অধিকন্তু, হে ভ্রাতৃগন, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছ…যাহাতে তোমরা দাঁড়াইয়া আছ আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি তাহা যদি ধরিয়া রাখ তবে পরিত্রাণ পাইতেছ নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ ফলতঃ প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পন করিয়াছি এবং ইহা আমি আপনিও পাইয়াছি, যে শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন; আর কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থপিত হইয়াছেন” (১ করিন্থীয় ১৫:১-৪)।

পৌল মন্ডলীর লোকেদের স্মরন করিয়ে দিচ্ছেন যে তাদের পাপের জন্য তিনি মৃত্যু ও পুনরুত্থানের সুসমাচার “তাদের কাছে প্রচার” করেছিলেন|

আজকে সেখানে উদারমনা বাইবেল-প্রত্যাখ্যানকারী মন্ডলী প্রায় অনেকই রয়েছে - এবং অনেক কাল্ট, এবং ভ্রান্ত ধর্মও রয়েছে| এদের কোনটা সত্য তা আপনি কিভাবে বলবেন? এর উত্তর খুবই সাধারন: তারা কি আপনাকে বলে যে ক্রুশের উপরে খ্রীষ্টের মৃত্যু দ্বারা কিভাবে আপনি পাপের দন্ডাজ্ঞা থেকে পরিত্রাণ পেতে পারেন! তারা কি তাদের সমস্ত সংবাদেও উপদেশের মধ্যে বারবার এই কথা বলতে থাকে? প্রতিটি সভায়, আমরা এই মন্ডলীতে বলে থাকি কিভাবে উদ্ধার লাভ করতে হয়| এটা হল সুসমাচার-প্রচারকারী মন্ডলী, ঠিক বাইবেলের সময়ে নূতন নিয়মের যুগের মন্ডলী যেমনভাবে বলতেন, ঠিক তেমনিই|

ঈশ্বর আমাকে এখানে রেখেছেন কিভাবে যীশুর দ্বারা পরিত্রাণ লাভ করতে হয় সেই সংবাদ বলার জন্য! ঈশ্বর পৌলকে করিন্থীয় মন্ডলীতে স্থাপন করেছিলেন “যেন তিনি তাদের কাছে সেই সুসমাচার সম্বন্ধে অবগত করেন যেন তাদের কাছে সুসমাচার প্রচার করেন” (১ করিন্থীয় ১৫:১)| আর এই একই বিষয় করার জন্য ঈশ্বর আমাকে এই মন্ডলীতে রেখেছেন - যেন আপনার কাছে প্রচার করি, যেন যীশুর উপরে বিশ্বাস করার দ্বারা পাপ থেকে উদ্ধার লাভ করতে পারেন|

আরো অন্য যে কারনে ঈশ্বর আমাকে এই মন্ডলীতে রেখেছেন যাতে আপনি উদ্বুদ্ধ ও উৎসাহলাভ করতে পারেন:

“আর আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস; বরং পরস্পরকে চেতনা দিই আর তোমরা সেইদিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ ততই যেন এই বিষয়ে তৎপর হই” (ইব্রীয় ১০:২৫)।

কোন কোন লোক বলে থাকে আপনি মন্ডলীতে না গেলেও খ্রীষ্টীয়ান হতে পারেন| কিন্তু এই বিষয়ে তারা ঠিক বলে না| আপনি যতক্ষন পর্যন্ত না মন্ডলীতে যাচ্ছেন ততক্ষন পর্যন্ত রূপান্তরকারী বা পরিবর্তনকারী পন্থায় আপনি সুসমাচারকে প্রচারিত হতে শুনতে পান না| আপনি যদি মন্ডলীতে নেই তবে উদ্বুদ্ধকারী বা উৎসাহমূলকভাবে খ্রীষ্টীয়ান জীবনের উৎসাহ আপনি লাভ করতে পারবেন না| বাইবেল “জীবন্ত ঈশ্বরের মন্ডলীকে, সত্যের স্তম্ভ ও ভিত্তি হিসাবে” (১ তিমথীয় ৩:১৫) বলে থাকে| নূতন নিয়মের মন্ডলীতে ঈশ্বর সেই সত্যতাকে স্থাপন করেছেন - সুতরাং সত্যতার বিষয়ে খুঁজে বার করার জন্য প্রতি রবিবার আপনাকে মন্ডলীতে যেতে হবে, প্রকৃত খ্রীষ্টীয়ান হওয়ার জন্য, আর সেখানেই শিখবেন যে কিভাবে খ্রীষ্টীয়ান জীবন যাপন করতে হয়|

কিভাবে খ্রীষ্টীয়ান জীবন যাপন করতে হয় এই বিষয়ে আমি স্কুল থেকে তা শিখি নি| আমি দুটি কলেজ ও তিনটি সেমিনারীর স্নাতক| কিন্তু তাদের কোনটা থেকেই আমি শিখিনি যে কিভাবে খ্রীষ্টীয়ান জীবনযাপন করতে হয়| কার্যত প্রার্থনা, প্রচার, এবং খ্রীষ্টীয়ান জীবনে বসবাস করার বিষয়ে আমি যা কিছু শিখেছি তা কেবল স্থানীয় মন্ডলীতেই, আমার পালকের কাছ থেকে ও সেইসঙ্গে অন্যান্য নেতাদের কাছ থেকেই| আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার জীবনে এক বিশ্বস্ত চাইনিজ পালক রয়েছেন যিনি আমাকে শিখিয়েছেন যে কিভাবে খ্রীষ্টীয়ান জীবনযাপন করতে হয়! তার নাম ছিল ডাঃ তীমথি লিন| আমি তার নব্বই বৎসরের জন্মদিনে গিয়েছিলাম| আমি তার সমাধিস্থলে গিয়ে প্রচার করেছি! আজকে আমি যা কিছু জানি সেই বিষয়ে আমার পালক তা শিখিয়েছেন, আর তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই| ঈশ্বর বলেছেন:

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম” (যিরমিয় ৩১:৩)|

আজকের সকালে ঈশ্বর আপনাকে আকর্ষন করে নিয়ে এসেছেন| আমি আশা করি এখানে থাকার জন্য আপনার যথেষ্ট বিচক্ষণতা থাকবে, ঠিক আমার মতোই যখন আমি বাল্যকালে তা করেছি| এখানে থেকেই উদ্ধারলাভ করুন! এখানে থেকেই বাইবেল বিষয়ে শুনুন! এখানে থেকেই কিভাবে খ্রীষ্টীয়ান জীবনযাপন করতে হ্য় তা শিখুন!

এক যুবক ব্যক্তি প্রতি রবিবার আমাদের মন্ডলীতে আসছিল| আমার প্রচার শুনে সে প্রায় সচেতনতার দিকেই অগ্রসর হচ্ছিল| তারপরে এক মেয়ে-বন্ধু তাকে এই কথা বলে তার মধ্যে প্রভাব ফেললো, “অন্যের মতো একটা মন্ডলী খুবই ভাল| পরের রবিবার দিনে আমার সঙ্গে তুমি আমার মন্ডলীতে এসে যোগদান কর”| সেই রবিবার সে তার কথা শুনলো| যে জায়গাতে তার সবসময় থাকার কথা ছিল, সেই জায়গাতে, সে আর ছিল না! সে যার সঙ্গে সেই মন্ডলীতে যোগদান করতে গিয়েছিল সেখানে তারা সুসমাচার প্রচার করে না| তারপরে বেশ কিছু রাত্রি পরে তাকে আমি আবার সেই একই জায়গাতে দেখতে পেলাম| আপনি জানেন কি হয়েছিল? তার মধ্যে যে চেতনাবোধ ছিল তার সমস্তটাই সে হারিয়েছে| আগে সে যখন এখানে এসেছিল ঠিক তেমনি সে আবার পাপের মধ্যে শায়িত হলো| কেন আপনি কি তা জানেন? কেননা তার সেই মেয়ে বান্ধবীর মন্ডলীতে সেভাবে প্রচার করা হয় না আপনাকে উদ্ধারলাভ করাবার প্রতি – এই কারনেই সে চেতনাহীন হয়ে পড়েছে! শয়্তান তার মেয়ে বান্ধবীর মুখ দিয়ে এইভাবে এই কথাই বলেছিল, “অন্য মন্ডলী থেকে আরো একটা মন্ডলী তেমনি ভালো| আমার সঙ্গে তুমি আমার মন্ডলীতে এস!”

ঈশ্বর সেই যুবক ব্যক্তিকে আমাদের মন্ডলীতে আকর্ষন করছিলেন, কিন্তু শয়্তান তাকে অন্যভাবে টেনে নিয়ে গেল – মন্ডলী থেকে বাইরে – যেন মানুষের কথার দ্বারা ভ্রান্ত সুসমাচারকে সে শোনে - যেখানে নেই কোন পরিশুদ্ধতা, নেই কোন বাইবেলের সংবাদ, যার দ্বারা কেবল খ্রীষ্টের মধ্যেই সে পরিত্রাণ লাভ করতে পারে| ঈশ্বর বলেছেন:

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া (বা টানিয়া তুলিলাম) করিলাম” (যিরমিয় ৩১:৩)|

তিনি যখন আপনাকে এই মন্ডলীতে নিয়ে আনছেন তখন তাঁর বিরুদ্ধচারন করবেন না| আমাদের সঙ্গে ফিরে আসতে থাকুন প্রকৃত সুসমাচার শুনুন ও পরিত্রাণ লাভ করুন| তিনি যখন আপনাকে এখানে ফিরিয়ে আনার জন্য অন্বেষণ করেন তখন তার বিরুদ্ধাচরন বা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহচারণ করবেন না| আপনাকে মন্ডলী থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য শয়তান যেন কোন ব্যক্তি, বন্ধু বা আত্মীয়কে, ব্যবহার না করেন, কেননা এই মন্ডলী হলো ঈশ্বরের যা কিনা “সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি” (১ তীমথিয় ৩:১৫)|

বাইবেল বলে, “সুতরাং সত্যের প্রতিরোধ করার প্রতি এটাও কর” (২ তীমথিয় ৩:৮)| সেই লোকেরা যদি সত্যের প্রতিরোধ করে, তবে আপনিও কি তা করবেন| স্তিফান বলেছে, “তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাক” (প্রেরিত ৭:৫১)| যাদের বিষয়ে বলা হয়েছে সেই লোকেরা ঈশ্বরের কাছে আসার প্রতি যদি প্রতিরোধ করে, তবে আপনিও তা করতে পারেন| সেটা তো এমন একটা বিষয় যা আমি ভালোভাবে বুঝতে পারি না| সুতরাং বাইবেলকে আমি মূল্যবান বলেই অভিহিত করি| লুথার বলেছেন “না” বলার শক্তি আমাদের রয়েছে, কিন্তু “হ্যাঁ” বলার কোন শক্তি আমাদের নেই| সেখানে তিন বা চারজন যুবক ব্যক্তি যাদের এই মন্ডলীতেই উত্থাপন করা হয়েছে যারা সপ্তাহের পর সপ্তাহ ধরে ঈশ্বরের কাছে আসাটাকে প্রতিরোধ করে চলেছে| তারা এই মন্ডলীতে আসে, তথাপি এখনও পর্যন্ত তারা ঈশ্বরের প্রতিরোধ করেই চলেছে|

আর তিনি যখন আপনাকে মন্ডলীর প্রতি আকর্ষণ করছেন, তখন আপনিও, ঈশ্বরের বিরুদ্ধাচরন করতে পারেন| আমাদের মন্ডলীর কোন নেতা বা সদস্য যখন আপনাকে ফোন করেন, তখন আপনি বলতে পারেন, “যে আপনি ফিরে আসবেন না”| অথবা, সব থেকে খারাপ ভাবে, আপনার বাবা বা মা অথবা আপনার পরিবারের অন্য কোন সদস্য আপনাকে নিয়ে আপনার প্রতি মিথ্যা বলতে পারে, যে আপনি সেখানে নেই। এইভাবেই আপনি ঈশ্বরের প্রতিরোধ করতে পারেন আর মন্ডলীতে ফিরে আসাটাকে প্রত্যাখ্যান করতে পারেন ও কিভাবে পরিত্রাণ লাভ করতে হয় তা থেকে বিরত থাকতে পারেন| ঈশ্বর বলেছেন:

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া (বা টানিয়া তুলিলাম) করিলাম” (যিরমিয় ৩১:৩)|

আপনি যদি ঈশ্বরের কাছে আসার বিরুদ্ধে প্রতিরোধ করেন, আর ফিরে না আসেন, তাহলে সম্ভবত আপনি কোনদিনই উদ্ধার লাভ করবেন না| সম্ভবত আপনি কোনদিনই প্রকৃত খ্রীষ্টীয়ান হয়ে উঠবেন না|

২. দ্বিতীয়, ঈশ্বর আপনাকে যীশুর কাছে আকর্ষণ করেন। তিনি আপনাকে সমস্ত পথে খ্রীষ্টের

মধ্যে আকর্ষিত করে উদ্ধার করেন|

“আমি মনুষ্যকে বন্ধনী দ্বারা তাহাদিগকে আকর্ষণ (বা টানিয়া তুলিলাম) করিতাম, প্রেম রজ্জুর (দড়ি) দ্বারাই তাহা করিতাম” (হোশেয় ১১:১)|

যীশুতে বিশ্বাস করার যে প্রক্রিয়া তা চূড়ান্তভাবেই অতি সরল, তথাপি ইহা আপনার প্রতি ঘটার প্রয়োজন যা হল এক চরম অলৌকিক কাজ| আপনাকে খ্রীষ্টের প্রতি “টেনে তোলার” প্রয়োজন অথবা আপনি তাঁকে বিশ্বাস করবেন না, যদিও এটা অত্যন্তভাবে সহজ ও হাস্যকর হলেও আপনি তাকে বিশ্বাস করবেন না|

যীশু বলেছেন, “তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর” (যোহন ১৪:১)| যীশুতে বিশ্বাস করার অর্থ হলো এটাই| ঠিক যেভাবে আপনি ঈশ্বরে বিশ্বাস করেছেন ঠিক তেমনি ভাবেই এখন যীশুতে বিশ্বাস করুন| সেই অতি সরল যে বিশ্বাস ঈশ্বরের প্রতি আপনার রয়েছে, যীশুতে সেই ঈশ্বরের পুত্রে বিশ্বাস করার প্রতি রয়েছে, আর তাই আপনার উদ্ধারের জন্য সেটাই আপনার করার প্রয়োজন| বাইবেল বলে, “তুমি ও তোমার পরিবার যীশুতে বিশ্বাস কর, তাহলেই উদ্ধার লাভ করবে” (প্রেরিত ১৬:৩১)| আমি চাই আপনি যেমনভাবে ঈশ্বরে বিশ্বাস করেছেন তেমনি ভাবে যীশুতেও বিশ্বাস স্থাপন করুন| “তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর” (যোহন ১৪:১)|

এটা মনে হচ্ছে যেন কৌতুক করার মতো সরল হলেও, তা প্রায় হাস্য করার মতো সহজ, তাই নয় কি? তথাপি প্রায় সমস্ত হারিয়ে যাওয়া লোকেরাই ইহা করার জন্য প্ররোচিত হয় না| এই সময়ের মধ্যে প্রায় ১০০% ভাগেই তারা এই বিষয়ে হোঁচট খায়| যারা পরিত্রাণ লাভ করার জন্য এগিয়ে আসে সেই মেষেদের যখন প্রচারক অতি সরল প্রশ্ন করেন, আর তারপরে সেই উত্তরকে শোনেন - তখন সেই প্রচারকেরা খুঁজে পান যে তারাই সঠিক| এক নামকরা বাইবেল কলেজের সভাপতি সম্প্রতি সময়ে আমাকে বলেছিলেন যে তিনি মনে করেন কেবলমাত্র ১০০ জনের মধ্যে একজনই রয়েছে যারা পরিত্রাণ বা উদ্ধার লাভ করার জন্য অভিরুচি রাখেন!

কোন একজন বলেন, “আপনি ইহাকে যেন খুবই জটীল করে ফেলছেন”| এই ব্যক্তির বলার যে অর্থ তা ছিল “সিদ্ধান্তবাদীরা” পরিত্রাণের অভিজ্ঞতার মধ্যে যা কিছু অনুভব করতে পারেন। সবেমাত্র আহ্বান প্রাপ্ত “কনভার্টেরা” যা কিছু তারা চায়, তাতে তারা বিশ্বাস করতে পারে, আর তখনি প্রচারক তাতে সম্মত হয়ে ঘোষনা করেন “উদ্ধার বা পরিত্রাণ” লাভ করেছে| কিন্তু ঈশ্বর কোন পুরাতন বিষয়কে গ্রহণ করবেন না| ঈশ্বর দৃঢ়তার সঙ্গে একটা বিষয়ের প্রতিই জোর করেন : আপনাকে অতি অবশ্যই যীশুতে বিশ্বাস করতে হবে (প্রেরিত ১৬:৩১)| আপনি যদি অন্য কিছু করেন, তবে আপনি উদ্ধার লাভ করবেন না| সুতরাং, বুদ্ধিমান প্রচারক সেটাই দেখার জন্য শুনতে চাইবেন যে লোকেরা প্রয়োজনীয়ভাবে সেই বিষয়টা করেছেন কি না| আর যে প্রচারকের সেই বোধশক্তি নেই তারা তখন প্রতিবাদ করবে যখন আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষনা করি, “তুমি ও তোমার পরিবার যীশুতে বিশ্বাস কর, তবেই পরিত্রাণ বা উদ্ধার লাভ করবে” (প্রেরিত ১৬:৩১)| প্রায় সময়ে সেই নির্বোধ প্রচারকেরা বাধা দেয় কেননা তারা নিজেরাই সেই প্রয়োজনীয় বিষয়টা করে না - আর সুতরাং, তারা নিজেরাও হারিয়ে গিয়েছে।

হাঁ, যীশুতে বিশ্বাস করাটা খুবই সাধারন বিষয়! যীশু বলেছেন, “তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, ও আমাতেও বিশ্বাস কর” (যোহন ১৪:১)| তথাপি লক্ষ লক্ষ লোক যারা মনে করে যে তারা উদ্ধার লাভ করেছে তারা কিন্তু তা করেনি| তারা একমাত্র “যীশু খ্রীষ্টের উপরে” বিশ্বাস করেনি| তারা অন্য কিছু করেছে আর তাই এখন হারিয়ে গিয়েছে (উদাহরন মথি ৭:২১-২৩)|

অতি সরল বিশ্বাসে যীশুর নিকটবর্তী হওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়ে ঈশ্বরের অনুগ্রহ| ঈশ্বর লোকেদের তাঁর প্রতি আকর্ষণ করেন সুসমাচারের দ্বারা| বাইবেল বলে,

“কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে: কিন্তু যদি কেহ সরিয়া পড়ে, তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না” (ইব্রীয় ১০:৩৮)|

ঈশ্বর যখন আপনাকে যীশুর মধ্যে আকর্ষিত করেন তখন যদি আপনি সরিয়া পড়েন ও পিছু হটেন, তবে আগে বা পরে হলেও ঈশ্বর আপনাকে পরিত্যাগ করবেন, আর তখন আপনার পক্ষে পরিত্রাণ লাভ করাটা খুবই দেরী হয়ে যাবে| আর সেটাই হলো অক্ষমনীয় পাপ বা ক্ষমাহীন পাপ| যীশু বলেছেন,

“পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে, কেহ আমার কাছে আসিতে পারে না” (যোহন ৬:৪৪)।

তাঁর কাছে “আসার” অর্থটাই বা কি? ইহার অর্থ হল তাঁতে “বিশ্বাস” করা| এর তিনটি পদ পরেই, যীশু বলেছেন:

“যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে” (যোহন ৬:৪৭)।

কিন্তু যতক্ষন পর্যন্ত না ঈশ্বর আপনাকে আকর্ষণ করছেন ততক্ষন পর্যন্ত আপনি যীশুতে বিশ্বাস করতে পারেন না (যোহন ৬:৪৪)|

ঈশ্বরের আকর্ষণ ছাড়া যীশুতে স্বাভাবিকভাবে বিশ্বাস করাটা অসম্ভব বিষয়|

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম” (যিরমিয় ৩১:৩)|

ঈশ্বর আপনাকে এতটা প্রেম করেন যার ফলে তিনি আপনাকে মন্ডলীর প্রতি আকর্ষিত করেছেন| আপনি এখানে আকর্ষিত হয়েছেন হতে পারে আপনার জন্য ইশ্বরের ইচ্ছা এটাই যেন এখানেই আপনি জন্মগ্রহণ করেন, সুতরাং আপনার মা গর্ভের মধ্যেই আপনাকে এখানে নিয়ে এনেছেন| অথবা, হয়তো কোন বন্ধু আপনাকে এই মন্ডলীতে নিয়ে এনেছেন| মন্ডলীতে আকর্ষণ করার প্রতি ঈশ্বর মানুষকেই ব্যবহার করেন| তিনি আপনাকে এখানে আকর্ষিত করেছেন হয়তো আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, অথবা আপনি হয়তো এখানে আকর্ষিত হয়েছেন কোন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলার দ্বারাই আপনাকে এখানে নিয়ে আনা হয়েছে| হ্যাঁ, আমাদের মধ্যে প্রত্যেকেই, এমনকি আমাকে পর্যন্ত, ঈশ্বর মন্ডলীতে আকর্ষিত করে নিয়ে এনেছেন|

কিন্তু এখন ঈশ্বর আপনাকে যীশুর প্রতি আকর্ষিত করছেন, যেন কেবলমাত্র সরল বিশ্বাসে যীশুতে নির্ভর করেন| “কিন্তু কোন ব্যক্তি যদি সরে পড়ে [ঈশ্বর বলেন], তবে তাঁর প্রাণ তাহাতে প্রীত হবে না” (ইব্রীয় ১০:৩৮)| ঈশ্বর যখন আপনাকে আকর্ষিত করছেন, তখন আপনাকে অতি অবশ্যই এখনই যীশুতে নির্ভর করতে হবে| তা না হলে এটা খুব শীঘ্রই দেরী হয়ে যাবে! আহা, যীশু যখন আপনাকে আকর্ষিত করছেন – এখনই যীশুতে বিশ্বাস করুন!

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম” (যিরমিয় ৩১:৩)|

৩. কিন্তু, তৃতীয়ত, ঈশ্বর আপনাকে স্বর্গের প্রতি আকর্ষণ করেন ।

প্রথমে ঈশ্বর আপনাকে স্থানীয় মন্ডলীতে আকর্ষণ করেন| দ্বিতীয়ত, ঈশ্বর আপনাকে যীশু খ্রীষ্টের প্রতি আকর্ষিত করেন, যিনি হলেন তাঁরই পুত্র| কিন্তু, তৃতীয়ত, ঈশ্বর আপনাকে উর্দ্ধে স্বর্গের প্রতি আকর্ষিত করেন| আপনি যদি প্রকৃত খ্রীষ্টীয়ান হন তবে ঈশ্বর আপনাকে স্বর্গের প্রতি আকর্ষিত করবেন! যীশু বলেছেন:

“পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না: আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব” (যোহন ৬: ৪৪)|

ঈশ্বরের আকর্ষণ আপনাকে যীশুর কাছে নিয়ে আসে| এই একই আকর্ষণ আপনাকে পাতাল থেকে টেনে তুলে নিয়ে আনবে আর সেই তূরীর শব্দে শেষ দিনে আপনাকে স্বর্গের প্রতি টেনে তুলবে! ঈশ্বর আপনাকে মন্ডলীর মধ্যে আকর্ষিত করছেন| ঈশ্বর আপনাকে যীশুর প্রতি আকর্ষিত করেন| ঈশ্বর আপনাকে মৃত্যুর হাত থেকে স্বর্গে আকর্ষিত করেন!

“পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না: আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব” (যোহন ৬: ৪৪)|

হাঁ, কি মহানই না এই প্রত্যাশা! আমরা বিশ্বাস করি যে ঈশ্বর, যিনি আমাদের এতদূর পর্যন্ত আকর্ষিত করেছেন, তিনি আমাদের সেই বাড়ি পর্যন্ত আকর্ষিত করবেন – সেই স্বর্গধাম পর্যন্ত! ঈশ্বর আমাদের এইভাবেই আকর্ষিত করবেন!

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি: এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম” (যিরমিয় ৩১:৩)|

“কারন প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্যসহ, স্বর্গ হইতে নামিয়া আসিবেন: আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে: পরে আমরা যাহারা জীবিত আছি আর যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব: আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব” (১ থিষলনীকীয় ৪:১৬-১৭)|

“আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত, একসঙ্গে তাঁহার সহিত মেঘযোগে… নীত হইব!” (১ থিষলনীকীয় ৪:১৭)| আকাশের মেঘযোগে নীত হইব!

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়াছি” (যিরমিয় ৩১:৩)|

আকাশের প্রতি আকর্ষিত হন! যীশুর প্রতি আকর্ষিত হন! চিরকালের জন্য, স্বর্গের প্রতি আকর্ষিত হন!

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়াছি” (যিরমিয় ৩১:৩)|

ঈশ্বর আপনাকে এই মন্ডলীতে আকর্ষিত করেছেন| তাঁর বিরুদ্ধাচারন করবেন না| প্রতি রবিবার দিনে ফিরে আসুন| ঈশ্বর আপনাকে যীশুর প্রতি আকর্ষণ করছেন| তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবেন না| যীশুতে বিশ্বাস করুন| “তুমি ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর”| আর একদিন খুব শীঘ্র ঈশ্বর আপনাকে স্বর্গের মধ্যে আকর্ষিত করবেন|

হাঁ, কি আনন্দ! আহা, কি উল্লাস! আমরা কি মুমূর্ষভাব ছাড়াই এগিয়ে চলবো,
কোন অসুস্থতা, কোন দুঃখ, কোন আতঙ্ক এবং কোন ক্রন্দনই,
সেই প্রতাপের প্রভুর সঙ্গে স্বর্গে উন্নত হবে না,
যখন যীশু “তার নিজের সকলকে” গ্রহণ করবেন|
হে প্রভু যীশু, আর কতদিন, আর কতদিন
আগে থেকেই আমরা আনন্দের গান গাই,
খ্রীষ্ট প্রত্যাগমন করছেন! হাল্লেলুইয়া!
হাল্লেলুইয়া! আমেন, হাল্লেলুইয়া! আমেন|
(“Christ Returneth” by H. L. Turner, 1878).

পরিত্রাণের বিষয়ে আপনি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান, তবে অনুগ্রহ করে আপনার আসন পরিত্যাগ করে এখনি অনুসন্ধান গৃহে উঠে যান| ডাঃ চান, অনুগ্রহ করে প্রার্থনা করবেন যেন কোন একজন আজকের সকালে রূপান্তরিত বা কনভার্ট হতে পারে| আমেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডাঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটের মাধ্যমে
www.realconversion.com এই সাইটে পড়তে পারেন। ক্লিক করুন “সংবাদের হস্তলিপি”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মি. আবেল প্রধুম্মে: যোহন ৬:৩৭-৪৪।
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মি. বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“The Master Hath Come” (by Sarah Doudney, 1841-1926).


খসড়া চিত্র

ঈশ্বর যেখানে পাপীদের আকর্ষন করেন

লেখক : ডঃ আর এল হাইমার্স, জে আর।

by Dr. R. L. Hymers, Jr.

“আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি; এইজন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম” (যিরমিয় ৩১:৩)|

১. প্রথম, ঈশ্বর আপনাকে স্থানীয় মন্ডলীতে আকর্ষণ করেন, প্রেরিত ২:৪৭; ১৬:৫;
১ করিন্থীয় ১৫:১-৪; ইব্রীয় ১০:২৫; ১ তীমথিয় ৩:১৫; ২ তীমথিয় ৩:৮;
প্রেরিত ৭:৫১ |

২. দ্বিতীয়, ঈশ্বর আপনাকে যীশুর কাছে আকর্ষণ করেন, হোশেয় ১১:৪; যোহন ১৪:১;
প্রেরিত ১৬:৩১; মথি ৭:২১-২৩; যোহন ১২:৩২; ইব্রীয় ১০:৩৮;
যোহন ৬:৪৪, ৪৭ |

৩. তৃতীয়, ঈশ্বর আপনাকে স্বর্গের প্রতি আকর্ষণ করেন, যোহন ৬:৪৪;
১ থিষলনীকীয় ৪:১৬-১৭ |