Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




ইম্মানুয়েল – ঈশ্বর আমাদের সহিত

EMMANUEL – GOD WITH US!
(Bengali)

লেখক : ডঃ আর এল হাইমার্স, জে আর
By Dr. R.L.Hymers, Jr.

২০১৩ সালে, ২২শে ডিসেম্বর, সকালের সময়ে সদাপ্রভুর একদিনে লস এঞ্জেলসের ব্যাপটিষ্ট্ ট্যাব্যারনাকালে একটি সংবাদ প্রচার হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, December 22, 2013

“আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ, ঈশ্বর আমাদের সহিত|” (মথি ১:২৩)


যখন দুজন অনুবাদক নিয়ে আমি প্রচার করি তখন কিছু লোক আমার সমালোচনা করে| এক ব্যক্তি বলেছিলেন, “আপনার সংবাদের প্রতি মনোনিবেশ করা আমার পক্ষে কঠিন হয়ে যায় কেননা ইংরেজীর প্রতিটি শব্দ চীন ও স্পেনীয় ভাষাতে অনুবাদ করা হয়|” তাকে এই কথা বলে আমি উত্তর দিলাম আমি কেবলমাত্র আমেরিকানদের কাছে প্রচার করিনা যারা ইংরেজী জানে| আমাদের ওয়েবসাইট, ও ইউ টিউবে, আমি হাজার হাজার লোকের কাছে প্রচার করি যারা কেবলমাত্র চাইনিজ ও স্পেনীয় ভাষা জানে| এইভাবে তিনটি ভাষায় সংবাদ দেওয়াটা আমার সংবাদের ভিডিওকে বোধগম্য করে তোলে প্রায় জগতের অর্দ্ধেক মানুষকে| আমাদের এই সংবাদের প্রতিলিপি ২৮টি ভাষাতে পাওয়া যায়, যাতে আরো বেশী লোক এই সংবাদকে বুঝে উঠতে পারে| আমার উদ্দেশ্য এটাই নয় যেন কেবলমাত্র আমার আমেরিকান বন্ধুদের কাছে ইহা প্রচার করি| আমি এই সুসমাচারকে বিশ্বের সমস্ত লোকদের কাছে প্রচার করতে চাই|

গত সপ্তাহে হন্ডুরাস থেকে এক ব্যক্তি আমার বাড়ির ফোনে আমার সঙ্গে কথা বলেন| সেই সময়ে আমি বাড়িতে ছিলাম না, কিন্তু আমার স্ত্রী তার সঙ্গে প্রায় আধাঘন্টা তার সঙ্গে স্পেনীয় দেশের ভাষাতে কথা বলতে সমর্থ হয়| তিনি তাকে বলেন যে আমার সংবাদের প্রতিলিপি স্পেনীয় ভাষাতে নিয়ে ২০জন লোকের কাছে পড়ে যারা তার বাড়িতে সুসমাচারের জন্য আসেন| তিনি তাকে বলেন যে তার গ্রামের পালক প্রত্যেকের প্রতি শিক্ষা দিচ্ছেন আর মনে হচ্ছে যেন তারা ইতিমধ্যেই খ্রীষ্টীয়ান হযে গিয়েছে| তিনি বলেন যে তাকে এবং তার বন্ধুদের আমার সংবাদকে শুনতে হয় যাতে তারা পরিত্রান লাভ করে! আর সেটা ঘটছে মধ্য আমেরিকার হন্ডুরাসের, গ্রামে একটা বাড়িতে! সেই ব্যক্তি বলে তিনি ভিডিও সম্প্রচারও দেখেন| তিনি বলেন মিঃ মেনসিয়া স্পেনীয় ভাষায় যে সংবাদ দেয় তা শুনতে, আর মিঃ গ্রিফিত যে গান গায় তা শুনতে পছ্ন্দ করে! এটা ঘটা সম্ভব হতো না যদি আমার সংবাদ স্পেনীয় ভাষার ভিডিওতে, অনুবাদ না হতো ও তা ২৮টি অন্যান্য ভাষার প্রতিলিপিতে না থাকতো! আর সেটাই আমাদের পাঠ্যাংশে ফিরিয়ে নিয়ে আনে,

“আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ, ঈশ্বর আমাদের সহিত” (মথি ১:২৩)|

বিশিষ্ট ব্যক্তি স্পারজান বলেন, “সেই ‘অনুবাদিত শব্দগুলো’, এক মধুর মাধুর্যে আমার কানে অভিবাদন জ্ঞাপন করে| ইব্রিয় ভাষায়, ‘ইম্মানুয়েল’ শব্দটা আদৌ অনুবাদ করা প্রয়োজন ছিল? ইহা কি সেটাই দেখায় না যে ইহা পরজাতিদের প্রতি নির্দেশ করছে, আর সুতরাং ইহাকে অতি অবশ্যই অস্তিত্বময় পরজাতীয় জগতের ভাষায়, যা কিনা মুখ্য ভাষায় অনুবাদ করা হয় অর্থাৎ গ্রীকে…‘এইভাবে অনুবাদিত হয়’ যা জোরাল অর্থে বিভিন্ন জাতি ও দেশকে সম্বোধিত করে| আমাদের যে পাঠ্যাংশ রয়েছে তা প্রথমে ইব্রীয়তে ‘ইম্মানুয়েল’ এরপরে ইহাকে গ্রীকে অযিহূদী ভাষায় অনুবাদ করা হয়, ‘ঈশ্বর আমাদের সহিত’ বলে ‘অনুবাদিত’, যাতে আমরা জানতে পারি যে আমরা [সকলেও] নিমন্ত্রিত, আমাদের [সকলকেই] স্বাগত জানানো হচ্ছে, ঈশ্বর আমাদের [প্রয়োজনকে] দেখেছেন আর আমাদের জন্য এক ব্যবস্থা নিরূপন করেছেন, তাই এখন আমরা স্বচ্ছন্দে তাঁর কাছে আসতে পারি, এমনকি আমরা যারা পরজাতি পাপী, এবং ঈশ্বর থেকে বহু দূরবর্তী তারাও আসতে পারি| সুতরাং আসুন সেই সুন্দর নাম যা উভয় দিক দিয়েই আমাদের শ্রদ্ধা অর্পনের জন্য সংরক্ষিত এবং সেই দিনের প্রতীক্ষায় আছি যখন আমাদের ইব্রীয় ভাইয়েরা তাদের ‘ইম্মানুয়েলের’ বন্ধনে আমাদের ‘ঈশ্বরের সহিত’ একত্রিত হবে” (C. H. Spurgeon, “God with us,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1971 reprint, Volume XXI, p.709)|

“আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ, ঈশ্বর আমাদের সহিত” (মথি ১:২৩)|

আমরা আমাদের সন্তানদের আজকের দিনে সুনির্দ্দিষ্ট নামের অর্থে ডাকি না| আমার নাম “রবার্ট”| ইহার অর্থ “লাল দাড়ি”| আমার তো লাল দাড়ি নেই| আমার দাড়ি তো ঘন বাদামী রঙের ছিল| কিন্তু আমি যদি ইহাকে বাড়তে দিই, তবে ইহা ধূসর বর্নের হবে| আমার মাথার চুল এখনও বাদামী, কিন্তু আমার দাড়ি ধূসর রংযের| কোন সময়েই আমার লাল দাড়ি ছিল না, সুতরাং আমার নামের নির্দ্দিষ্ট কোন অর্থও নেই| আমি ধরে নিতে পারি বহুশতাব্দী আগে লাল দাড়ি বিশিষ্ট এক ব্যক্তি সেখানে ছিল যার নাম রবার্ট, কিন্তু তার যে নাম সেই নামের সঙ্গে আমার তো কিছুই করার নেই| আমার নাম রবার্ট রাখা হয়, আমার পিতার দ্বারা| কিন্তু বাইবেলের সময়ে নামেরও এক বিশেষ অর্থ ছিল| “যিশু” নামের অর্থ হল “সদাপ্রভু উদ্ধারকর্তা” অথবা, আরো আক্ষরিক অর্থে, “সদাপ্রভু মুক্ত করেন”| “ইম্মানুয়েল” নামের অর্থ “ঈশ্বর আমাদের সহিত”| নূতন নিয়মে যীশুকে “ইম্মানুয়েল” নামে কোন সময়ে ডাকা হয়নি| কিন্তু প্রেরিত পৌল তাঁকে বর্ণনা করেন যে “ঈশ্বর মাংসে প্রকাশিত হইলেন”(প্রথম তীমথিয় ৩:১৬)| “ইম্মানুয়েল” যে নাম বরং প্রদেয় নামের থেকে এক বর্ণনাত্মক বা বর্ণনামূলক নাম| যেহেতু খ্রীষ্ট এই জগতে জন্মগ্রহন করেছেন তাই ঈশ্বর আমাদের সঙ্গে আছেন| আর এইভাবেই “ইম্মানুয়েল” নাম আমাদের কাছে প্রভু যীশু খ্রীষ্টের বিষযে দুটো মুখ্য বিষয় বলে|

১| প্রথম, ইম্মানুয়েল দেখায় যে তিনি স্বর্গ থেকে মানবদেহে অবতরন করলেন|

চার্লস ওয়েসলি(১৭০৭-১৭৮৮), তার এক খ্রীষ্টমাস বা বড়দিনের গানে, বলেন,

দৈহীক অবগুন্ঠনে পরমেশ্বরকে দর্শন করি;
   সম্ভাষন করি মুর্তিমান পরমেশ্বরের,
মানুষকে সন্তুষ্ট করতে মানুষের সঙ্গে বসবাস করলেন,
   যীশু, আমাদের ইম্মানুয়েল|
শুন! স্বর্গদূতের রব,
   “নবজাত রাজার স্তব|”
(“Hark, the Herald Angels Sing” by Charles Wesley,1707- 1788).

সেটাই তো বিস্ময়্কর ঘটনা| ইস্রায়েলের ঈশ্বর একসময়ে ছোট শিশুর ন্যায় দৈহীকভাবে জীবনযাপন করেছিলেন| ঈশ্বর একবার শারীরিক মনুষ্যে বসবাস করে যিনি আমাদের শাপ থেকে উদ্ধার করার জন্য ক্রুশের উপরে দুঃখভোগ ও মৃত্যুবরন করলেন|

মানবদেহে জন্মগ্রহনের অলৌকিক কার্য সেই ঘটনার প্রতিই আধারিত যা কিনা বিশ্বজগতের ঈশ্বর নিজেকে মানবরূপ ধারন করে নত করলেন| তিনি ক্ষুধার্ত হলেন, দুঃখভোগ করলেন, দৈহিকভাবে রক্তমাংসে মানুষ হিসাবেই মরলেন| ঈশ্বর অবনত হয়ে মানবদেহে বসবাস করার এই বিষ্ময়্কর বিষয়টা আমার মনে হয় না আমাদের মধ্যে কেউ তা ভালোভাবে উপলব্ধি করতে পারে - আর “ঈশ্বর আমাদের সহিত” – ইম্মানুয়েল যীশু রূপ ধারন করলেন! বাইবেল বলে যে তিনি,

“….ঈশ্বরের বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন দাসের রূপ ধারন করিলেন, এবং মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন”(ফিলিপীয় ২:৭)|

কিন্তু সবথেকে লক্ষ্যনীয় ঘটনা হল মানবদেহে খ্রীষ্ট অবনত হলেন পাপে পূর্ন মনুষ্যজাতির জন্য| যদিও তিনি কোন পাপ করেননি, তিনি নিজেকে সেই জাতির সঙ্গে সংযুক্ত করলেন যারা ঈশ্বরের বিরূদ্ধাচারী ও বিদ্রোহী ছিল| তিনি আমাদের সঙ্গে নিজেকে সংযুক্ত করলেন যাতে তিনি আমাদের পাপ থেকে ও দুর্গতির হাত থেকে তুলে আনেন! শাস্ত্র বলে,

“কারন ব্যবস্থা মাংস দ্বারা দূর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় সদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপে দন্ডাজ্ঞা করিয়াছেন” (রোমীয় ৮:৩)|

আমরা যখন ঈশ্বরের প্রেমের বিষয় এই পৃথিবীতে অবতীর্ন হয়ে আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য যা করেছেন তা চিন্তা করে আমরা বিষ্মিত হয়ে যাই! আমরা এমন লোক যারা পাপের দাস| আমরা হলাম সেই পতিত জাতি| আমরা শয়্তানের অধীনে রয়েছি| কিন্তু ঈশ্বর আমাদের কাছে নেমে এলেন, খ্রীষ্টের মধ্যে, যেন আমাদের উদ্ধার করেন| “ঈশ্বর আমাদের সঙ্গে” রয়েছেন বলেই - আমাদের আশা আছে কেননা যীশু, ইম্মানুয়েল আমাদের সাথে!

সেখানে এমন সময় ছিল যখন ঈশ্বর আমাদের বিরুদ্ধে ছিলেন| বাইবেল বলে যে “ঈশ্বর প্রতিদিনই মন্দ লোকেদের প্রতি ক্রোধী”(গীতসংহিতা ৭:১১)| কিন্তু ঈশ্বর এখন আমাদের ক্ষমা করতে পারেন ও তাঁর সন্তান বলে আমাদের ডাকেন| অতএব, “বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশুখ্রীষ্ট দ্বারা আমরা ইশ্বরের উদ্দেশ্য সন্ধিলাভ করিয়াছিঃ আর তাঁহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশলাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি, এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি”(রোমীয় ৫:১,২)| এখন সদাপ্রভু ঈশ্বর আমাদের বিরুদ্ধে নয়, কিন্তু “ঈশ্বর আমাদের সহিত”! তিনি “ঈশ্বরের সহিত তাঁহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত করে দিয়েছেন” (রোমীয় ৫:১০)|

আমি যখন ছোট বালক ছিলাম তখন এই বিষয়্গুলো আমি জানতাম না| আমি খ্রীষ্টান পরিবারে বড় হইনি| আমার বয়স যতক্ষন পর্যন্ত না কিশোরে পরিনত হয় তার আগে পর্যন্ত আমি সুসমাচার প্রচারকারী মন্ডলীতে যোগদান করিনি| আর এমনকি তখন আমি যত্নসহকারে কিছু শুনিওনি| তথাপি আমি জানতাম না যে কিভাবে ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন করতে হয় - আর আমার বয়স যতক্ষন পর্যন্ত না কুড়ি হয় ততক্ষন পর্যন্ত তা উপলব্ধি করতে পারিনি| হঠাৎ করেই পবিত্র আত্মা আমাকে দেখালেন যে আমাকে ঈশ্বরের সঙ্গে শান্তি প্রদান করার জন্য যীশু এই জগতে এসে ক্রুশেতে মৃত্যুবরন করেছেন| এরপরেই আমি জানতে পারলাম যে যীশু স্বর্গ থেকে নেমে এসেছেন আমাকে উদ্ধার করার জন্য! এরপর তিনি সেই – যীশু, ঈশ্বর আমাদের সহিত – আমার ইম্মানুয়েল! যে মুহুর্তে আমি যীশুতে নির্ভর করলাম তখনই আমি উদ্ধার লাভ করলাম!

“আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ, ঈশ্বর আমাদের সহিত” (মথি ১:২৩)|

২| দ্বিতীয়, ইম্মানুয়েলের অর্থ তিনি আপনার জন্য উপস্থিত|

ঠিক আমি যখন এই বিষয় লিখছিলাম, তখন হন্ডুরাস থেকে সেই ব্যক্তি পুনরায় ফোন করেন| তার সঙ্গে আমি ইংরাজীতে কথা বলি| আমার স্ত্রী তখন অন্য একটা ফোনে তাকে স্পেনীয় ভাষাতে অনুবাদ করে দেন| তিনি বলেন যে আমার এই সংবাদ তিনি গ্রামে প্রচার করছেন, কিন্তু অন্য সকল পালকেরা তার প্রতি প্রচন্ডভাবে রেগে যায়| তিনি আমার সংবাদটাকে একটা রেডিও অনুষ্ঠানে প্রচার করছিলেন, আর অন্য প্যাস্টরেরা সেই স্টেশনটা পেয়ে তার অনুষ্ঠানটিকে বন্ধ করে দেয়| তাকে আমি জিজ্ঞাসা করলাম মন্ডলী কিসের বিষয়ে প্রচার করছিল| তিনি বলেন তারা কেবলমাত্র সমৃদ্ধশালীতার বিষয়ে প্রচার করছিল – কিভাবে আরো বেশী অর্থ ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়| তাকে আমি ব্যাপটিষ্ট মন্ডলীর কথা জিজ্ঞাসা করলাম| তিনি বলেন, “ব্যাপটিষ্টেরা সমস্ত কিছুর থেকে সবথেকে প্রতিকূলজনক”|

তার সঙ্গে কুড়িজন লোক রয়েছে যারা তার বাড়ীতে আমার সংবাদ শুনতে আসে| তাকে আমি বললাম যেন সে তার নিজের মন্ডলী শুরু করে - আর আমার সংবাদ তার লোকেদের কাছে প্রচার করে| আমি চাই আপনি যেন তার জন্য প্রার্থনা করেন| তার নাম হল নেষ্টর|

এই প্রয়োজনীয়তা এটাই প্রকাশ করে যে ইন্টারনেট ও ইউটিউবে প্রচার করাটা কতোটাই না গুরুত্বপূর্ন| অন্য একদিন আমি শুনলাম জিমি সোগর্ট বলছেন পেন্টিকষ্টালরা সুসমাচারকে আর প্রচার করছে না| আমিও এই ঘটনা জানি আমাদের বহু ব্যাপটিষ্ট মন্ডলী লোকেদের কাছে সুসমাচার প্রচার ব্যতিরেকে পদ অনুযায়ী শিক্ষা প্রদান করছেন| ইহা মনে হচ্ছে যেন বহু পালক এতটাই ভীতপ্রায় যে যদি তারা তাদের কাছে সুসমাচার প্রচার করে তবে তাদের মন্ডলীর হারানো লোকেরা চলে যাবে! কি লজ্জাজনক বিষয়! আমার মনে হয় এটা ঈশ্বরের এক বিচার| বাইবেল বলে, “সেইজন্য ঈশ্বর তাদের কাছে ভ্রান্তির কার্যসাধন পাঠান, যাহাতে তারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে”(দ্বিতীয় থিসলীকীয় ২:১১)| আমি বিশ্বাস করি যে আজকের দিনে সুসমাচার প্রচারের ঘাটতি তা ভ্রান্ত খ্রীষ্টীয়ানিটীর উপরে এই শেষকালে ঈশ্বরের বিচার উপস্থিত করছে|

এখন, অন্য কোন কিছুর থেকেও, ইহা আমাদের পক্ষে এতটাই গুরুত্বপূর্ন যেন ইন্টারনেট ও ইউটিউবের দ্বারা সুসমাচার প্রচার করি| গত কয়েক সপ্তাহে আমরা দুজন লোকের কাছ থেকে শুনেছি যারা আমার হস্তলিখিত সংবাদ থেকে তাদের লোকেদের কাছে এই সংবাদকে প্রচার করছেন - এদের একজন কিউবা আর অন্য আরো একজন হন্ডুরাসে| ভারতের এক ডাক্তার গতসপ্তাহে ড: কাগনের কাছে একটা ইমেল পাঠান| তিনি বলেন, “আমরা ড: হাইমার্সের সরল, কঠিন ও সাহসিকতার প্রচার শুনেছি, যা ক্রমাগত সারা বিশ্বের বহু লোককে [জনসাধারনকে] আশির্বাদ প্রদান করছে| আমি আমার বহু হিন্দিভাষী লোকদের [জনসাধারনকে] বলি আপনার ওয়েবসাইট পরিদর্শন করে আপনার সংবাদের দ্বারা আশির্বাদ গ্রহন করার জন্য|” অনুগ্রহ করে এই সুসমাচারের যে সংবাদ তার জন্য প্রার্থনা করুন যা ১৭৭টা দেশে ২৮টি ভাষার মধ্যে প্রচারিত হচ্ছে| এটা হল সবথেকে গুরুত্বপুর্ন একটা কাজ যা আজকের মন্ডলী করছে|

এমনকি এই শেষ দিনে যীশু যিনি আমাদের ইম্মানুয়েল! তিনি বলেছেন, “দেখ, আমি সর্বদা জগতের শেষ পর্যন্ত, প্রতিদিন তোমাদের সঙ্গে রয়েছি” (মথি ২৮:২০)| আজকের সকালে যীশু আপনার জন্য উপস্থিত| তিনি আপনার প্রতি ক্রোধিত নন – কোনমতেই নয়! বাইবেল বলে,

“খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রান করিবার জন্য জগতে আসিয়াছেন” (প্রথম তিমথীয় ১:১৫)|

স্বর্গ থেকে তিনি এই পৃথিবীতে কুমারী মরিয়মের গর্ভে নেমে এলেন| তিনি ক্রুশে গিয়ে, মৃত্যুবরন করলেন যেন আপনার পাপের জন্য সমস্ত অপরাধ মার্জনা করেন| আমাদের অনন্তজীবন দেওয়ার জন্য তিনি দৈহীকভাবে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন| আপনার পাপে পূর্ণ জীবন হইতে ফিরে তাঁর প্রতি নির্ভর করুন| তিনি আমাদের সঙ্গে রয়েছেন| তিনি হলেন আমাদের ইম্মানুয়েল| তিনি আপনার পাপের ক্ষমা করে তাঁর বহুমূল্য রক্তের দ্বারা আপনাকে তিনি শুদ্ধ ও পবিত্র করবেন| এটাই তো সেই উত্তম বিষয় যা আমরা এই খ্রীষ্টমাসের মরশুমে, ও সারা বৎসরের জন্য জানাতে চাইছি!

আমি তোমার অভ্যর্থিত রব শুনি, যা আমাকে, প্রভুর, প্রতি আহ্বান করে
   আপনার বহুমূল্য রক্তের বিশুদ্ধতা যা কালভেরীতে প্রবাহিত হয়|
আমি আসছি, প্রভু! এখন তোমার কাছে আসছি!
   সেই রক্তে তুমি আমাকে ধৌত, ও পরিষ্কার কর
যা কালভেরীতে প্রবাহিত হযেছিল|

যদিও দূর্বল ও কুৎসিত আমি, তুমি আমার শাস্তি নিশ্চিত কর;
   তুমিই আমার জঘন্যতাকে সম্পুর্ন পরিষ্কার করলে, যতক্ষন পর্যন্ত না তা সম্পুর্ন পরিশুদ্ধ হয়|
আমি আসছি, প্রভু! এখন তোমার কাছে আসছি!
   সেই রক্তে তুমি আমাকে ধৌত, ও পরিষ্কার কর
যা কালভেরীতে প্রবাহিত হয়েছিল|
      (“I Am Coming, Lord” by Lewis Hartsough, 1828-1919).

উদ্ধারলাভ করার বিষয়ে আপনি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান – প্রকৃত খ্রীষ্টীয়ান হয়ে উঠতে চান - তবে এইমুহুর্তে অনুগ্রহ করে আপনার নিজের বসার জায়্গা ছেড়ে এই অডিটোরিয়ামের পিছনে চলে যান| ডঃ কাগন আপনাকে আরো একটি ঘরে নিয়ে যাবেন যেখানে আমরা কথা বলতে ও প্রার্থনা করতে পারি| ডঃ চ্যান, অনুগ্রহ করে প্রার্থনা করুন যেন কোন একজন আজকের সকালে যীশুতে নির্ভর করতে পারে| আমেন |

(সংবাদের পরিসমাপ্তি)
ডাঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটের মাধ্যমে
www.realconversion.com এই সাইটে পড়তে পারেন। ক্লিক করুন “সংবাদের হস্তলিপি”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাষ্ত্রাংশ পাঠ করেছেন মি. আবেল প্রধুম্মে: মথি ১:১৮-২৩|
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মি. বেঞ্জামিন কিনকেড গ্রিফিতঃ
“O Come, O Come, Emmanuel” (author unknown; translated from Latin by John M. Neale, 1818-1866).


খসড়া চিত্র

ইম্মানুয়েল – ঈশ্বর আমাদের সহিত!

লেখক: ডাঃ আর. এল. হাইমার্স, জে আর.

“আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ, ঈশ্বর আমাদের সহিত” (মথি ১:২৩)|

(প্রথম তিমথিয় ৩:১৬)

I.   প্রথম, ইম্মানুয়েল দেখায় যে তিনি স্বর্গ থেকে মানবদেহে, অবতরন করলেন|
ফিলিপীয় ২:৭; রোমীয় ৮:৩; গীতসংহিতা ৭:১১; রোমীয় ৫:১,২,১০|

II.  দ্বিতীয়, ইম্মানুয়েলের অর্থ তিনি আপনার জন্য উপস্থিত, ২ থিসালনীয় ২:১১;
মথি ২৮:২০; প্রথম তিমথিয় ১:১৫|